“একবার_বলো_ভালবাসি Part_2

0
494

#একবার_বলো_ভালবাসি
#Part_2
#Writer: #Tisha_Islam_Nabila
তিশা তিশান কে নিয়ে ভাবছিলো…. তখন তিশা’র বাবা তিশা কে ডাকলো………
তিশা’র বাবাঃ তিশা মামনি দরজা খোলো……..
তিশা চোখের পানি মুছে নিলো…. কিন্তুু তবুও দেখে বোঝা যাচ্ছে…. যে তিশা কেঁদেছে…. তাই ওয়াশরুমে গিয়ে…. চোখে মুখে পানি দিয়ে এলো…. তারপর দরজা খুললো…….
তিশা’র বাবাঃ কি হয়েছে মামনি??
তিশাঃ কিছুনা বাবা……
তিশা’র বাবাঃ আমি কিন্তুু বুঝেছি…. আমার বাচ্চাটার মন খারাপ……..
তিশাঃ না বাবা মন খারাপ না…….
তিশা’র বাবাঃ আচ্ছা নিচে চলো খাবে…….
তিশাঃ খেতে ইচ্ছে করছে না…….
আবিরঃ এই পেত্নী কি হয়েছে তোর?? [তিশা’র ভাই]
তিশাঃ হু আমি পেত্নী না…….
আবিরঃ পেত্নী না হলে এভাবে…. মুখ ফুলিয়ে আছিস কেন??
তিশাঃ বাবা ওকে বারন করো…….
তিশা’র বাবাঃ আবির চুপ করো…….
আবিরঃ করলাম চুপ এখন খাবি চল…….




তিশাও আর কথা না বারিয়ে…. নিচে গিয়ে খেয়ে নিলো…. তিশানও রুপ কে নিয়ে…. বাড়ি চলে এসেছে…….
তিশানে’র মাঃ তিশান…….
তিশানঃ হ্যা মা বলো……
তিশানে’র মাঃ তোমার বাবা তোমাকে ডাকছে……
তিশানঃ আচ্ছা যাচ্ছি…….
তিশান ওর বাবা’র রুমে গেলো…….
তিশানঃ ডাকছিলে বাবা??
তিশানে’র বাবাঃ হ্যা এসো বসো…….
তিশান গিয়ে বসলো…….
তিশানঃ বলো বাবা…….
তিশানে’র বাবাঃ তিশান অনেক তো হলো…. এত বছর আমি অফিস সামলেছি…. এবার তুমি সামলাও…. এই বয়সে আর এসব ভাল লাগেনা……..
তিশানঃ বাবা আমি তো বলেছি…. আমার স্টাডি শেষ হোক…. এরপর তোমার বলতে হবেনা…. আমি নিজেই অফিস দেখবো…. আর তো মাএ ১বছর…….
তিশানে’র মাঃ হ্যা গো ও তো ঠিকই বলেছে…….
রুমে ঢুকতে ঢুকতে…. তিশানে’র মা বললো……




তিশানে’র বাবাঃ আচ্ছা…….
তিশানঃ বাবা তুমি আচ্ছা বলে…. এরপর কয়েকদিন পর আবার বলো…….
তিশানে’র বাবাঃ না রে বেটা আর বলবো না……..
তিশানঃ Ok……
তিশানে’র মাঃ যাইহোক শোনো…. কাল ভাইয়া আর ভাবী আসছে…….
তিশান যেতে গিয়েও দাড়িয়ে গেলো…….
তিশানে’র বাবাঃ তাই নাকি?? বেশ ভাল হলো…. তিশা কে তো কতদিন দেখিনা……..
তিশানঃ মানে তিশাও আসবে নাকি??
তিশানে’র মাঃ হ্যা তো ওকে কি রেখে আসবে??
তিশানঃ রেখে এলেই ভাল হয়…….
তিশানে’র মাঃ আহ এসব কি কথা?? তুই আমাকে বল তো…. তিশা তোর কি করেছে?? তুই ওর সাথে ওমন করিস কেন??
তিশানঃ এসব নিয়ে কথা বলতে চাইনা…….
তিশান হনহন করে রেগে চলে আসে……..
তিশানে’র মাঃ বুঝিনা কিছু…….
তিশানে’র বাবাঃ আমিও এটা ভাবি মাঝে মাঝে……..




তিশান রুমে বসে ফুসছে……..
তিশানঃ Disgusting যাকে সহ্য হয়না…. সে নাকি কাল এখানে আসবে…. যত্তসব তাতে আমার কি?? ওরা নিশ্চই কালই চলে যাবে…. আমি কাল সকালে…. রবি’দের বাড়ি চলে যাবো…. আর রাতে আসবো……..
তিশা তো সেই খুশি…. তিশান’দের বাড়ি যাবে বলে…. তিশা ভেবে নিয়েছে…. তিশান’দের বাড়ি গিয়ে…. ও ওর মনের কথা তিশান কে বলবে……..
তিশাঃ Yes কালই তিশান কে বলবো…. আচ্ছা ও কি আমাকে মেনে নেবে?? যদি না নেয় কি হবে?? ধেত কি সব ভাবছি?? তিশান ঠিক আমাকে মানবে…. ইস তিশান ও নিশ্চই…. আমাকে জড়িয়ে ধরে বলবে…. I love you 2 তিশা……..
তিশা এসব ভেবে ব্লাশিং হচ্ছে……..
সকাল ১০টায় তিশা Ready হচ্ছে…. একটা কালো গাউন পড়েছে…. ফর্সা আবার কালো পড়েছে…. পুরোই পরী লাগছে…. সবাই গিয়ে গাড়িতে বসলো…. এরপর রওনা দিলো…. অবশ্য বেশী দুরের পথ না……..
তিশানও Ready হয়ে বের হচ্ছে…….
তিশানে’র মাঃ তিশান কোথায় যাচ্ছিস??
তিশানঃ মা আমি বাইরে যাচ্ছি…….
তিশানে’র মাঃ আজ না গেলে কি হবে?? তোকে না বললাম?? তিশা’রা আসছে আজ……..
তিশানঃ মা আমার দরকার আছে…….
তিশানে’র মাঃ কোনো দরকার নেই…. তোর মামা আর মামনি…. তোকে বাসায় থাকতে বলেছে…. আর আবির ও আসছে…. তুই না থাকলে ও একা বোর হবে……..




তিশানঃ মা আমি চলে আসবো…….
তিশান আর কিছু বলতে না দিয়ে…. গাড়ি নিয়ে বেরিয়ে যায়…….
রুপঃ মা ভাইয়া কোথায় গেলো??
তিশানে’র মাঃ কি জানি?? বললো কাজ আছে…….
রুপঃ কাজ না ছাই…. তিশা আসছে বলে চলে গেলো…….
তিশানে’র মাঃ হ্যা এটা আমিও বুঝেছি……..
রুপঃ বুঝিনা তিশা কি করেছে?? ওর কোন পাকা ধানে মই দিয়েছে…. মাঝে মাঝে আমার প্রচুর রাগ লাগে…….
তিশানে’র মাঃ আচ্ছা বাদ দে…. তিশা’রা চলে আসবে…. এসে এসব শুনলে কি ভাববে??
রুপঃ আচ্ছা……..
তিশান গাড়ি নিয়ে রবি’র বাড়ি গেলো…….
রবিঃ তিশান তুই??
তিশানঃ আসতে পারিনা??
রবিঃ আরে সেটা কখন বললাম?? ভালই হলো তুই এসেছিস…….
রবি’র মাঃ আরে তিশান বাবা…….
তিশানঃ আসসালামু আলাইকুম আন্টি…….
রবি’র মাঃ ওয়ালাইকুম আসসালাম……..
তিশানঃ কেমন আছেন??
রবি’র মাঃ এইতো বাবা ভাল…. তোমার বাড়ির সবাই কেমন আছে??
তিশানঃ জি ভাল আন্টি…….
রবি’র মাঃ রবি যা ওকে নিয়ে উপড়ে যা……..




তিশান রবি’র রুমে গিয়ে শুয়ে পড়লো…….
তিশানঃ রাতে চলে যাবো বুঝলি??
রবিঃ কেন থাকবি না??
তিশানঃ না রে দোস্ত……..
রবিঃ থাকবি না তো এলি কেন??
তিশানঃ তিশা এসেছে আমাদের বাড়ি…. ওরা আজই চলে যাবে…. তারপর আমি বাড়ি যাবো…….
রবিঃ ওহ এই ব্যপার??
তিশানঃ হ্যা……..
তিশা’রা চলে এসেছে……..
তিশানে’র মাঃ তিশা কেমন আছিস মা??
তিশাঃ ভাল ফুপ্পি…….
তিশা’র মাঃ হুম কত ভাল আছো তুমি…….
তিশানে’র বাবাঃ কেন কি হয়েছে??
তিশা’র বাবাঃ আহ সে সব ছাড়ো…. হ্যা রে তিশান কই?? ওকে দেখছি না…….
তিশানে’র মাঃ আসলে ভাইয়া ওর নাকি…. দরকারি কাজ আছে…. তাই একটু বেরিয়েছে……..
আবিরঃ এটা কোনো কথা?? আমি এখন একা কি করবো??




তিশান নেই শুনে তিশা’র মন খারাপ হয়ে গেলো……..
তিশাঃ আমি এসেছি বলে চলে গিয়েছে?? নাকি সত্যিই কাজ আছে?? ধুর সত্যিই Maybe কাজ আছে…. তবে তিশান কে বলতে হবে…… [মনে মনে]
রুপঃ ওই তুই কি ভাবছিস??
তিশাঃ না কিছুনা…….
রুপঃ চল আমরা উপড়ে যাই……..
তিশাঃ হ্যা চল………
সারাদিন সবাই আড্ডা দিলো…. কিন্তুু তিশান এলো না…. এটা নিয়ে তিশা’র মন খারাপ…. আসতে আসতে সন্ধ্যা হয়ে গেলো……..
তিশানঃ এবার আমি যাই রে…….
রবিঃ থেকে যা না……
তিশানঃ না রে মা কে বলে এসেছি…. যাবো আর আসবো…. এখন তো সন্ধ্যা আসছি……..
তিশান রবি’র মা কে বলে চলে এলো…. ড্রয়িংরুমে এসে তিশানে’র চোখ কপালে…. সবাই বাচ্চাদের মতো ছুটোছুটি করছে……..
তিশানঃ এরা আমার পরিবার??
রুপঃ আরে ভাইয়া তুই…….
সবাই এবার তাকালো……..




তিশা’র মাঃ তিশান??
তিশান গিয়ে জড়িয়ে ধরলো…….
তিশানঃ মামনি কেমন আছো তুমি??
তিশা’র মাঃ হয়েছে এত ভাব করতে হবেনা……..
তিশানঃ এহ ভাব করছি না…….
তিশা’র বাবাঃ তাহলে কোথায় ছিলি??
তিশানঃ মামা একটু কাজ ছিলো…….
আবিরঃ শালা কি কাজ ছিলো রে??
তিশানঃ এই আমি তোর শালা কি করে হলাম??
তিশান সবার সাথে কথা বললো…. শুধু তিশা বাদে…. তিশা চুপচাপ দাড়িয়ে আছে…. তিশা নিজেই বললো……..
___তিশান ভাইয়া কেমন আছো??
তিশানঃ ভাল আছি……..
ভদ্রতার খাতিরে বললো………
তিশানঃ মা আমি রুমে যাচ্ছি……..




Dinner শেষ করে তিশান ছাদে গেলো…. এটা ওর প্রতিদিনের অভ্যাস…. তিশাও পা টিপে টিপে এলো…….
তিশাঃ Come on তিশা…. You can do it…. তোকে পারতে হবে…. আজ তো আমি বলবোই…… [মনে মনে]
তিশা গিয়ে তিশানে’র পাশে দাড়ালো…. তিশান ভ্রু কুঁচকে তাকালো……..
তিশানঃ তুই এখানে??
তিশাঃ আচ্ছা তুমি আমার সাথে…. সবসময় এমন করো কেন?? আমি কি দেখতে খারাপ??
তিশানঃ আমি কি তোর সাথে প্রেম করছি?? তুই কেমন দেখতে?? সেটা দিয়ে আমি কি করবো?? [দাতে দাত চেপে]
তিশাঃ করতেও পারো…….
তিশান হু হা করে হেসে দিলো……..
তিশাঃ কি হলো??
তিশানঃ প্রেম আর তোর সাথে??
তিশাঃ কেন করা যায়না??
তিশানঃ Just shut up…… [রেগে]
তিশাঃ এমন কেন করো?? আমি সত্যি তোমাকে ভালবাসি…. Please আমাকে ফিরিয়ে দিওনা…. তুমি আমার সাথে ওমন করো…. আমার খুব কষ্ট হয়…. I love you তিশান………




তিশান হা করে তাকিয়ে আছে……..
তিশানঃ তিশা Are you joking me??
তিশাঃ না আমি Jokes করছি না…. আমি সত্যি তোমাকে ভালবাসি…. তোমাকে চাই তিশান…. খুব করে চাই…. অনেক ভালবাসি তোমাকে……..
____ঠাসসসসসসস……..!!
তিশান ঠাস করে থাপ্পর মারলো তিশা কে…. তিশা গালে হাত দিয়ে…. ছলছল করে তাকিয়ে আছে…….
তিশানঃ বেয়াদব মেয়ে তোর সাহস হলো কি করে?? আমাকে এসব বলিস?? আমার আগেই মনে হয়েছিলো…. তুই ও ফালতু টাইপ…. কি ভেবেছিস?? নিজের রুপ দেখিয়ে…. আমাকে তিশান কে পাগল করবি?? আর যদি এসব বলিস…. আমার থেকে খারাপ কেউ হবেনা………
তিশান ছাদ থেকে নেমে চলে যায়…. তিশা গালে হাত দিয়ে দাড়িয়ে আছে………
তিশাঃ তোমার বুঝতেই হবে তিশান Baby…. আমি তোমাকে ভালবাসি………..
#চলবে ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here