#সবিনয়ে নিবেদন
#পার্ট:০৫
#বিনতে মাহনূর
ভোরে চোখ খুলে দেখি আহনাফ আমার ওপর ঝুঁকে তাকিয়ে আছে।ওনাকে এভাবে দেখে হতভম্ব হয়ে গেলাম।সে আমার এতো কাছে ভাবতেই চোখ বড় বড় হয়ে গেলো।উনি এক ভ্রু কুঁচকে বললো,
____কি?
____আপনি এভাবে আমার ওপর ঝুঁকে আছেন কেন?
____আমি আমার বউয়ের উপর ঝুঁকে থাকবো নাকি তার ওপর উঠে যাবো তা আমার ইচ্ছা,তোমাকে বলবো কেন?
____আপনি এতো অদ্ভুত ব্যবহার করেছেন কেন?কাল থেকে দেখেছি।আপনাকে ঠিক বুঝে উঠতে পারছি না।
আমার কথায় উনি দীর্ঘশ্বাস ফেললেন। শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন,
____তুমি আমাকে বুঝবেও না।
পরক্ষণে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন,
____তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো।
উনি আর এক মুহুর্ত অপেক্ষা না করে রুম ত্যাগ করলেন।আমি ওনার যাওয়ার পথে তাকিয়ে একটা নিশ্বাস ছাড়লাম।মানুষটা এমন কেন?আগে কতো সরল ছিল আর এখন কতো জটিল।এসব নিয়ে আর ভাবলাম না উঠে ফ্রেশ হতে গেলাম।
ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি উনি খাবার নিয়ে টেবিলে বসে আছে।আমিও গিয়ে ওনার পাশে বসে পরলাম।আমি পাশে বসতেই আহনাফ নিজের হাতে খাওয়াতে লাগলো।আমি চুপচাপ খেয়ে নিতে লাগলাম।খেতে খেতে বললাম,
____একটা কথা বলার ছিল।
____হু বলো।
আমি একবার পুরো বাড়িটাতে চোখ বুলিয়ে নিলাম।
____এটা কার বাড়ি?
উনি আমার দিকে এক টুকরো রুটি বারিয়ে দিলেন।আমিও খেয়ে নিলাম।আমার চোখের দিকে তাকিয়ে বললেন,
____আমাদের বাড়ি।
____ তারমানে,আপনার বাড়ি?
____উহু,আমাদের বাড়ি।তোমার আর আমার বাড়ি।
____আপনার বাবা মা কথায়?
____গ্রামে।
____ওহ।
কিছু কখন নিরব থেকে মনে পরলো তোয়ানা কথা।
____শুনছেন?
আমার ডাক শুনে উনি মুচকি হাসি দিয়ে তাকালো।
____বলো শুনছি।
____একটা ফোন করতে হবে?
মুহূর্তে ওনার কপাল কুচকে গেলো।ঝাজালো কণ্ঠে বললেন,
____কেন ফোন কাকে করবে?শোনো,তুমি যদি এখান থেকে পালাতে চাও তো খুব খারাপ হয়ে যাবে।আর তাছাড়া তুমি যেখানেই থাকো না কেনো আমার থেকে তোমার মুক্তি নেই।
আজব লোক বলে কি!পালাবো কেন?
____আপনি আসলেই অদ্ভুত হয়ে গেছেন।সাথে বেশি বোঝা আর বেশি বলতেও শিখে গেছেন। ক বললে কলকাতা ভেবে নেন।আজব লোক।
উনি ছোট ছোট চোখ করে আমার দিকে তাকিয়ে আছে।এই লোককে এখন প্রচুর ভয় হয়।আগের মতো এখন আর শান্ত থাকে না অশান্ত হয়ে যায়।
____ওভাবে তাকানোর কি আছে।কালকের পর থেকে তোয়ানার সাথে একবারও কথা হয়নি ও নিশ্চয়ই চিন্তা করছে।
____আচ্ছা খাওয়া শেষে বলো।আর শোনো দুপুর থেকে রান্না তুমি করবে।এই সংসারটা তোমার তাই নিজের সংসার সামলে নাও।
আমি আর কিছু বললাম না।খেয়ে তোয়ানাকে ফোন করার জন্য ওনার কাছ থেকে ফোন নিয়ে বেলকনিতে চলে আসলাম।
____হেলো কে বলছেন?
____তোয়ানা আমি নূর।কেমন আছিস?
____নূর তুই কোথায়?কাল হঠাৎ করে কোথায় চলে গেলি?ভাইয়ার ফোন ধরছিলি না কেন?সবাই কতো চিন্তা করছিলাম জানিস?
আমি ছোট্ট একটা নিশ্বাস ছাড়লাম।এমনটা যে হবে টতা আগে থেকে জানতাম।
____হেলো নূর শুনছিস?
____হুম।
____কিছু বল,কি হয়েছে? কোথায় এখন তুই?
____আহনাফের বাসায়।
____কি!কিন্তু কেন?তুই ওখানে কি করছিস?
কাল থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে সবটা ওকে বললাম।
____এখন কি করবি?
____জানি না।উনি কি চাইছে বুঝতে পারছি না।মানুষটাকে ধাঁধার মতো লাগে।সে যেমন চাইবে তেমনটা করতে থাকবো।
____এখনো ভালবাসিস ওনাকে?
কি বলবো?ওনাকে ভালোবাসা ছাড়া একটা দিন কাটেনি আমার।প্রচন্ড ভালোবাসি তাকে কিন্তু এখন আর প্রকাশ করতে চাই না।তার দেয়া ২ বছর আগের সেই আঘাত আজও ভুলতে পারিনি।
____কিছু প্রশ্নের উত্তর হয় না রে।
____চিন্তা করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে।
____হুম হয়তো।আচ্ছা শোন,রাদ ভাইয়াকে বলে দিবি আমি ঠিক আছি।
____আচ্ছা।
____রাখছি তাহলে।আল্লাহ হাফেজ।
____আল্লাহ হাফেজ
ফোন রেখে পিছনের দিকে ঘুরতেই কারো সাথে ধাক্কা খেয়ে দু পা পিছিয়ে গেলাম।ভালো করে তাকিয়ে দেখি তিনি।তিনি আমার দিকে পা বাড়িয়ে বললো,
____ব্যাথা পেয়েছো?
____উহু।আপনার ফোন।
____কথা হয়েছে?
____হ্যা,
____কি হয়েছে মন খারপ কেন?
তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম।
____ কই না তো।
____মিথ্যা বলো না।কি হয়েছে?কেউ কিছু বলেছে?
____না।
____তাহলে?
____আপনি এতো উদ্বিগ্ন হচ্ছেন কেন?আমার যাই হোক না কেন তাতে আপনার কি?
কেন যেন রাগ হচ্ছে প্রচুর রাগ হচ্ছে।সব শেষ করে দিতে ইচ্ছা করেছে।কেন?ওনাকে এখনো এতো ভালোবাসি তাই?এই লোকটা এতো কিছু করলো তাও কেন তাকে ভালোবাসি?নিজের ওপর বিতৃষ্ণা আসে গেছে।ওনার এসব নেকামো ভালো লাগসে না।আহনাফ কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে নরম সুরে বললেন,
____কি হয়েছে মাহনূর? বলো আমাকে।আমি আছিতো।
____চাই না আমার আপনাকে,চাই না।প্লীজ আমাকে একা থাকতে দিন।কষ্ট হচ্ছে খুব।
উনি আর কিছু না বলে চলে গেলেন।হয়তো রেগে আছে।থাকুক আমার কি তাতে।আমাকেও তো কম কষ্ট পেতে হয়নি।আমি জানি উনিও আমাকে ভালোবাসে কিন্তু বলে না।যতোই বলুক না কেন শাস্তি দিতে বিয়ে করেছে আসলে তা সত্যি না।উনি যে আমাকে ভালোবাসে তা আজ ভোরেই বুঝে গেয়েছি। তার চোখে আমার জন্য অসীম ভালোবাসা দেখেছি।কিন্তু কি করবো ওনার ভালোবাসা, কেয়ার দেখলে সেদিনের কথা মনে পরে।তাই আমিও ওনাকে বুঝাবো ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে।
চলবে……