###__স্বামী__###
পর্ব-১২
Nirzana(Tanima_Anam)
-এভাবে যখন তখন গায়ের উপর হুমড়ি খেয়ে পরেন কেন শুনি??লজ্জা করে না??
নির্ঝর অনুর কথায় মুচকি হেসে অনুকে বেশ আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে।তারপর অনুর ঘাড়ে মুখ গুজে একটা গভীর চুমু এঁকে দেয়।
অনু গোসল করে আয়নার সামনে চুল আচড়াচ্ছিলো হটাৎই নির্ঝর কোথা থেকে এসে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে।
ব্যাস!!অনু তো রেগে মেগে আগুন!!
-এসব ঢং আমার ভালো লাগে না।
অনু নির্ঝরের থেকে একটু সরে যেতেই নির্ঝর অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এখন নির্ঝরের হাতটা অনুর নাভি বরাবর চলে গেছে।
তবে এখন আর অনুর আগের মতো অসহ্য লাগে না।বরং অন্য রকম ভালো লাগা কাজ করে।
একেবারেই অন্যরকম।মাঝে মাঝে তো ভালোলাগা মন্দ লাগা সব মিলে মিশে এক হয়ে যায়।
নির্ঝর নিজের ইচ্ছে মতো অনুর পেটে হাতটা স্লাইড করছে আর অনু চোখ বন্ধ করে আছে।
নির্ঝর অনুর ঘাড়ে থুতনি লাগিয়ে আয়নার অনুর প্রতিবিম্ব দেখছে।।।
নির্ঝরের দৃষ্টি অনুর গোলাপি ঠোঁটে আটকে আছে….।।
নির্ঝর অনুকে নিজের দিকে ঘুরিয়ে অনুর ঠোটের দিকে এগুতেই…..
হটাৎই সিমির আগমন ঘটে।
সিমিকে হুট করে ঘরে ঢুকতে দেখে নির্ঝর অনু দুজনেই চমকে যায়।
অনু একরম নির্ঝরের কাছ থেকে ছিটকে দূরে সরে যায়।।
সিমি হতম্ভের মতো দাড়িয়ে আছে।যেন সে হটাৎই খুব বড়সড় ধাক্কা খেয়েছে।
-বড্ড ভুল সময় চলে এসেছি মনে হয়।
(নির্ঝরের দিকে তাকিয়ে)
নির্ঝর কি বলবে বুঝতে পারছে না।সে মাথা নিচু করে দাড়িয়ে আছে।বোধয় খুব লজ্জা পেয়েছে নয়তো অন্য কিছু।অনুই বলে ওঠে
-ইয়ে মানে না না!!
-সরি
-সরি কেন বলছো??
-আসলে আগে কখনো এঘরে ঢোকার জন্য নক করার প্রয়োজন পরেনি তবে এখন থেকে পরবে সেটা বুঝতে পারি নি ….
বাই দ্যা ওয়ে সরি গাইছ। ক্যারি ওন।
কথাগুলো বলেই সিমি সেখান থেকে চলে যায়।
অনুর কেন যেন খুব হাসি পাচ্ছি।রাজ্য জয়ের হাসি।যেন সে গোটা রাজ্যটাকেই জয় করে ফেলেছে।
না না সিমির মুখটা দেখে অনুর খুব হাসি পাচ্ছে।কিন্তু কেন?
কি জানি!!
নির্ঝর অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে…..
-আপনি দেখছি লজ্জা পাচ্ছেন…
-ইয়ে মানে সিমি এভাবে…
-হয়েছে থাক!!
কথাগুলো বলেই অনু নিচে চলে যায়।সেই দুপুরে অনু ঘরে ঢুকেছে দুপুর গড়িয়ে সন্ধ্যে নেমে গেল আর ঘরের বাহিরে বের হয় নি অনু।
এতোটা সময় অনু নির্ঝরের কাছেই ছিলো।।।
আজ বাড়িতে রমরমে ব্যপার।নীরা কলেজ ট্যুর শেষ করে বাড়ি ফিরেছে।খুব তাড়াতাড়ি তার বিয়েও নাকি হয়ে যাবে।
দুই এক দিনের মধ্যে ছেলে পক্ষ আসবে পাকা কথা বলতে নয় একে বারে বিয়ের কাবিন করে নীরাকে নিয়ে যাবে….।।
অনু নিচে নামতেই দেখে নীরা সোফাই পা তুলে বসে আছে
অনুকে দেখে নাক ফুলিয়ে বলতে থাকে
-ভাবি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কোই তুমি তো নিচেই নামো না!!
অনু মুচকি হেসে নীরার পাশে গিয়ে বসে পড়ে
-ননদীনী গো আমি কি জানতাম তুমি এসেছো জানলে তো গোসল টোসল বাদ দিয়ে ছুটে তোমার কাছে চলে আসতাম!!
-ওয়েট ওয়েট এই বিকেল বেলা গোসল কি ব্যাপার হুম্ম??
-অনেক ব্যপার আছে তবে তোমাকে বলা যবে না…!!
কথাটা বলেই অনু হেসে দেয়।
-উহু বলো না!!
-হুম্ম বললে কি আর বুঝবে দুদিন পর তোমারও দিন আসছে!!
-মানে??
-মানে জানো না বুঝি??
-তুমি ও না!!
-তা প্রেম ট্রেম করে না কি!!
-ওবাবা প্রেম একদম ই না।খালামুনির ইচ্ছে আমাকে তার ছেলের বউ করবে তাই….
(কথাটা বলতেই নীরা লজ্জায় লাল হয়ে গেলো)
-খালামুনি মানে??
-মানে তুমি জানো না??
-কোই না তো!!
-ভাইয়া তোমাকে কিছুই বলে নি??
-না রে বাবা!!
-সে আমার বড় খালামুনির ছেলে!!
-এবাবা তাই নাকি?? তাহলে তো প্রেম ট্রেম জমিয়ে করেছো!!তা কতোদিনের প্রেম শুনি?
-নাহ্ গো ভাবি সে তো আমাকে পিচ্চু ছাড়া কখনো ডাকেই নি।তারমতে আমি নাকি তার বোনে মতো!!
-তুমি লাইন মারার চেষ্ট করেছো??
-হুম্ম পাত্তা দেয় নি!!
-ধুর কে বলেছে সে তোমাকে বোন ভাবে!! তার মনেও হয়তো তোমাকে নিয়ে কিছু ছিলো, না হলে বিয়ে করছে কেন…??
নীরা লজ্জায় লাল হয়ে গেছে….
-ধূর!!
-হুম্ম তা ভাই সোহাগী ননদীনী দুদিন পর বর সোহাগী হবে!!
-ভাবি চুপ করবা??
-তা তার নাম কি??
-নাম তো…..
নীরা সিড়ির দিকে তাকাতেই দেখে নির্ঝর আর সিমি একসাথে সিড়ি দিয়ে নামছে….
নীরা অনুর দিকে তাকিয়ে বলে…
-এভাবে বসে না থেকে বরকে একটু আঁচল দিয়ে ঢেকে রাখো।তোমার বর যা হ্যান্ডসাম যখন তখম চুরি হয়ে যাবে….!!এমনিতেও অনেকেরই নজর রয়েছে তোমার বরের উপর…!!
(নির্ঝর আর সিমির দিকে ইশারা করে)
অনু একবার তাকাতেই নির্ঝরের চোখে চোখ পড়ে যায়…
অনু মুখ ভেংচি কেটে মুখ ঘুরিয়ে নেয়।তবে নির্ঝর বেশ সিরিয়াস লুকে আছে!
অনু বসা থেকে ওঠে দাড়াতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আবার পড়ে যায়….
নির্ঝর অনুর সামনে এসে দাড়িয়ে আছে।অনু ধাক্কাটা নির্ঝরের সাথেই খেয়েছে
নির্ঝর গম্ভীর মুখে অনুর সামনে দাড়িয়ে আছে….
-অনু
-হুম্ম
-তৈরী হয়ে নাও
-মানে
-মানে আমরা এখন বেরুবো
-কিন্তু কোথায়??
-তোমার বাসায়
-মানে??
-(…)
-কেন??
-এমনি!!তোমাকে তিন দিনের জন্য তোমার মার কাছে দিয়ে আসবো।তিন দিনপর আবার নিয়ে আসবো!!
-কিন্তু কেন??দুদিন পরই তো নীরার হয়তো আকদ হয়ে যাবে!!
-তো??
-তো মানে আমি থাকবো না??
-না তুমি থাকবে না
-আমি যাবো না….
নির্ঝর রাগী চোখে অনুর দিকে তাকিয়ে বেশ ঝাঝালো গলায় বলে ওঠে…..
-তাড়াতাড়ি তৈরী হয়ে নাও…. আমি গাড়িতে অপেক্ষা করছি।
পাঁচ মিনিটের মধ্যে তোমাকে গাড়িতে দেখতে চাই।
-কিন্তু
কথাটা বলেই নির্ঝর দমদম করে বেরিয়ে চলে যায়!!
অনু নীরা দুজনই মন খারাপ করে বসে আছে।নির্ঝর এমন করছে কেন??
চলবে……