চাচাত বোন যখন আদূরে বউ”
‘
(১০ম পর্ব)
‘
লিখা:- Nr Joy Khan(Nazmul)
‘
তারপর আমারা আমাদের রুমে চলে আসলাম। নিলীমা আমাকে বলল
নিলীমাঃ আমার না খুব ঘুম পাচ্ছে।
আমিঃ তো আমি কি করব। ঘুমাও।
নিলীমাঃ তুমি জান না তোমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না।
আমিঃ তাই তো ম্যাডাম আমাকে কি করতে হবে।
নিলীমাঃ তুমি এখন শুয়ে পরবা তারপর আমি তোমার বুকে শুব।
আমিঃ আচ্ছা।
তারপর আমি শুয়ে পরলাম নিলীমা আমার বুকে শুয়ে পরল।
আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর পাগলীটা আমাকে শক্ত করে জরিয়ে ধরে রেখেছে
একটুপর চেয়ে দেখি পাগলীটা ঘুমিয়ে পরেছে। তারপর আমিও ঘুমিয়ে পরলাম। বিকেলে ঘুমথেকে উঠে আমরা দুজন ঘুরতে বের হলাম। কয়েক জায়গায় ঘুরে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে আমরা দুজন ছাদে গেলাম। নিলীমা আমার কোলে বসে পরল। একটু পর নিলীমা বলল
নিলীমাঃ এই শোন না।
আমিঃ হুম বল।
নিলীমাঃ আমার না বলতে লজ্জা লাগছে।
আমিঃ লজ্জার কিছু নেই বলে ফেল।
নিলীমাঃ আমার না একটি বাবু লাগবে।
বলেই আমার বুকে মুখ লুকাল।
আমিঃ এখন না আর কিছুদিন পরে নেই।
নিলীমাঃ কেন?
আমিঃ আমার এখন ও আর এক ইয়ার বাকি আছে। আর তাছারা এখন বাবু নিলেতো তোমাকে রেষ্টে থাকতে হবে তাই তোমাকে এখানেই থাকতে হবে আমার সাথে ঢাকা যেতে পারবে না। তুমিতো আবার আমাকে ছারা থাকতে পারবে না তাই না।
নিলীমাঃ আচ্ছা ঠিক আছে। আমার বাবু লাগবে না।
আমিঃ তবুও তুমি যদি বল
নিলীমাঃ তোমাক ছারা আমার বাচ্চা লাগবে না। তোমাকে ছারা আমি একদিনও থাকতে পারব না।
এ কথা বলেই পাগলীটা কান্না শুরু করে দিল। তারপর পাগলীটার কান্না থামিয়ে নিচে চলে এলাম। তার কিছুদিনপর আমরা ঢাকায় চলে এলাম। এখন পাগলীটা অনেক দুষ্টু হয়েছে। মাঝে মাঝে আমার সাথে অভিমান করে। ওর অভিমান ভাঙাতে আমার খুব ভাল লাগে।
একদিন আমি আমার একটা গুরুত্বপূর্ন বই খুজছিলাম। অনেক খোজার পর না পেয়ে নিলীমে আমি অনেক বকলাম
আমার বকা শুনে নিলীমা অনেক ভয় পেয়ে গেছে এবং কান্না শুরু করে দিয়েছে। একটুপর আমার মনে হলো আমিতো ঐ বইটা সাকিবকে দিয়েছি।
যখন এইকথা ভাবছিলাম তখন সামনে তাকিয়ে দেখি নিলীমা ব্যাগ হাতে দারিয়ে আছে তাই আমি বললাম
আমিঃ কোথায় যাচ্ছ?
নিলীমাঃ আমি বাসায় চলে যাব তোমার সাথে আর থাকব না। (কান্না করতে করতে)
আমিঃ তাই।
নিলীমাঃ হুম। আমি চলে যাব।
আমিঃ আমাকে ছারা থাকতে পারবে।
নিলীমাঃ
আমিঃ কি হল কথা বল।
নিলীমা আর কিছু না বলে দৌরে এসে আমাকে জরিয়ে ধরে কান্না শুরু করু দিল। আমিও পাগলীটাকে জরিয়ে ধরলাম।
.
(চলবে..)