তুমি অতঃপর তুমিই পর্ব ৮

#তুমি_অতঃপর_তুমিই (পর্ব ০৮)
#Taniya_Sheikh
·
·
·
সেদিন শান হুট করেই চলে যায় বীণার বাসা থেকে। ইমা আড়ালে দাঁড়িয়ে দেখেছিল সেই যাওয়া। শানকে মাথা থেকে সরাতে সময় খুব একটা লাগল না ইমার। তবে হুটহাট ঠিকই মনে পড়ত। ডান হাতের ক্ষতটা দেখলে কিংবা বীণা খালার ছাদের কোনায় তাকালে। মনটা হু হু করত কেন যেন। এই লোককে প্রথম দেখায় ভালো লাগল। পরমুহূর্তে তার ব্যবহারে মনটা বেঁকে বসেছিল। সে হাজারটা অন্যায় করবে, এই লোকটা কেন বার বার তাকে শাস্তি দেয়,ভয় দেখায়? ইমা মুখ ভেংচে আপন মনে বলতো,

” কাইষ্টা একটা।”

প্রায় একসপ্তাহ পরের কথা। ইমা এক বান্ধবীর বিয়ে উপলক্ষে তৈরি হয়ে গেল উত্তরার এক ক্লাবে। বিয়ের পূর্বে ব্যাচেলর পার্টির আয়োজন করা হয়েছে এখানে। ইমার এই বান্ধবীটি ধনীর দুলালী। ইমার স্কুল ফ্রেন্ড। কলেজের গন্ডি ইমা পেরোয় নি। তার আগেই প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টেনেছে সে। আজকাল মোবাইল যুগ। দেখা না হোক নিয়মিত কথা ঠিকই হতো বান্ধবী আরিশার সাথে। ইমা ক্লাবের সম্মুখে এসে দাঁড়াল। সঙ্গে আসা ইরা চমকিত নয়নে সামনে তাকিয়ে বললো,

” ওয়াও! চোখ ধাঁধানো সুন্দর তাই না আপু?”

” ঐ হলো আরকি?”

” ঐ হলো বলছিস? তুই না! ইশ সবাই কী সুন্দর সুন্দর রেড গাউন পড়েছে। আর আমার টা এদের গাউনের ধারেকাছেও যাচ্ছে না।”

ইরার মলিন মুখটা দেখে ইমা ধমকের সুরে বললো,

” এটাই হলো মানুষের স্বভাব। দূরের বস্তু হামেশাই সুন্দর লাগে। তোরটা কী কম সুন্দর?”

ইরা মুখ খোলে না এই প্রসঙ্গে। মুখ খুললেই থাপ্পড় খাবে নিশ্চিত। সুতরাং প্রসঙ্গ পাল্টে বলে,

” তুই তো পড়লি না গাউন।”

” ওসব আমাকে পড়তে দেখেছিস কোনোদিন? ”

” দেখেছি তো। ঐ যে তোমার ছোটবেলার ছবিতে। কী মিষ্টি লাগত তখন তোমাকে। আর এখন কেমন দজ্জাল দজ্জাল ভাব।”

” কী বললি?”

” না মানে। বলতে চাইছি তুমি বড় হয়ে এমন হয়ে গেছ ক্যান? আগের মতো মিষ্টি মিষ্টি থাকলে ক্ষতি কী ছিল?”

ইমা মুচকি হাসল। বললো,

” আগের মতো মিষ্টি মিষ্টি থাকলে আজ রেডলাইট এড়িয়ার বাসিন্দা হয়ে যেতাম। পড়িয়া বিপাকে গণেশ মাঝি গরু রাখে।”

” মানে?”

” বুঝবি না তুই। মাথায় উপর নিরাপদ আশ্রয় থাকলে কেউ বোঝে না,দেখে না পৃথিবীর আসল চেহারা। এখন কথা থামিয়ে ভেতরে চল।” ইরার হাত টেনে ধরে বিরক্ত মুখে ভেতর ঢুকল ইমা। রঙ বেরঙের আলোয় আলোকিত ক্লাবের ভেতর অংশ। ইংলিশ গানের তালে তালে নাচছে নারী পুরুষ। ইমা ভীর ঠেলে ইরার হাত ধরে এগিয়ে গেল বান্ধবীর কাছে। আরশি তার হবু বরের সাথে কাপল ড্যান্সে মশগুল ছিল। ইমাকে দেখতেই এক চিলতে হেঁসে এগিয়ে আসে। ক্লাবের একপাশে বেঙ্গলি, চাইনিজ, থাই ফুডের সমারোহ। অপরপার্শ্বে নামী দামী ব্রান্ডের তরল জাতীয় নেশার দ্রব্য। ওদিকটাই শোরগোল কম দেখে আরশি সেদিকে নিয়ে আসল ইমাকে। ইরা হাঁ করে দেখছে সবাইকে। এমন পরিবেশ শুধু সে টিভিতে দেখেছে। ঐ যে ভারতীয় টিভি চ্যানেলে হয় ককটেল পার্টি, এটা তেমনই। আরশির দিকে বিস্ময়ে চেয়ে আছে ইরা। গলার অনেকখানি নিচে নেমেছে তার ড্রেস। ইরাকে ওভাবে তাকাতে দেখে আরশি হাসল। ইরার গালে হাত রেখে বলল,

” ভালো লাগছে না?”

ইরা অপ্রস্তুত হেঁসে বললো,

” অনেক সুন্দর লাগছে। আপনি এমনিতেও তো অনেক সুন্দর। ”

” তাই?” আরও চওড়া হেঁসে ইমার দিকে ঘুরে তাকায়। তিনজনে কথা বলার একফাঁকে আরশি ইমাকে টেনে হবু বরের সামনে হাজির হয়। ইমা ইশারায় ইরাকে ইনজয় করতে বলে আড্ডায় মেতে ওঠে আরশিদের সাথে৷ ইরা এমন পরিবেশে এই প্রথম আসল। একপ্রকার জোর করেই এসেছে সে ইমার সাথে৷ হাতে এক গ্লাস ওরেঞ্জ জুস নিয়ে ঘুরে ঘুরে চারপাশটা দেখছে ইরা। জুসের গ্লাসের স্ট্র ঠোঁটে টেনে বসল বারের চেয়ারটায়। সামনে সবাই নেচে গেয়ে হৈ হুল্লোড় করছে। গলা উচু করে বোনকে দেখে নিল এ ঝলক ইমা। অদূরে দাঁড়ালেও সতর্ক দৃষ্টি ইমার ইরার উপরেই। আরশি ইমাকে তার হবু বরের দু’জন ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। ছেলে দু’টোর একজন গায়ে পড়া স্বভাবের। একটু পর পরই ইমার কাছে ঘেঁষার চেষ্টা করছে। ইমা বিরক্ত হয়ে চোখ দেখাল ছেলেটাকে। না! ছেলেটা দমল না। বরঞ্চ আরও বাড়ল তার ঘেঁষাঘেষির রোগ। শেষে ইমার প্রচন্ড রাগ হল। ছেলেটার সাথে কথা বলার ছলে আড়ালে এনে কষিয়ে দিল দুই চড়। কলার ধরে ধামকি দিতেই ভয়ে মেইয়ে গেল ছেলেটা৷ সরি বলে কোনোমতে পালিয়ে বাঁচল ইমার সামনে থেকে। ইমা ছেলেটার উদ্দেশ্যে পৃথিবী কুখ্যাত গালি বর্ষণ করে হাতটা ধুয়ে এলো পার্টির স্থানে। ইরাকে খুঁজতেই দেখল একটা লম্বা করে লোক ওর হাত ধরে ওকে খারাপ স্পর্শের চেষ্টা করছে। ইমার মুখ রাগে রক্তিম হয়ে গেল তৎক্ষণাৎ। ছুটে গিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বোনকে দু’হাতে কাছে টেনে নিল। ইরা ভয়ে কাঁপছে। ইমাকে শক্ত করে জড়িয়ে ধরল ইরা। ইমা সামনে দাঁড়ানো লোকটার দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে বললো,

” কী হয়েছে ইরা?”

” আপু এই লোক আমাকে বাজে কথা বলছে।” ইরার সিক্ত গলার স্বর কাঁপছে।

” কী বলেছে তাই বল?” চিৎকার করে ওঠে ইমা এ পর্যায়ে। ইমার চিৎকারে সবার আমেজে ব্যাঘাত সৃষ্টি হলো। আরশি ওর হবু বরের সাথে ছুটে এলো এদিকে। সবার উৎসুক দৃষ্টি ইমা,ইরাকে ঘিরে। ইরা সামনে মুচকি হাসা লোকটার দিকে তাকিয়ে পরক্ষনেই চোখ খিচে বন্ধ করে বললো,

” ওনার সাথে রাত কাটাতে বলছে।”

ইরার শব্দ করে কেঁদে ওঠে কথা শেষ হতে। ইমা পায়ের জুতা খুলে লোকটার মুখে মারে সঙ্গে সঙ্গে। কলার টেনে ধরতেই আরশি এবং ওর হবু বর ইমাকে জোর করে সরিয়ে আনে। অতিরিক্ত রাগে কন্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে ইমার। ইমা দেখল আরশি এবং ওর হবু বর লোকটার সামনে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করছে। ইমা তাতে যেন ফুঁসে ওঠে। আরশি ইমাকে চাপা স্বরে বললো,

” সরি বল ইমা। মাহিব খানের গায়ে হাত তোলা আর নিজের মৃত্যু ডেকে আনা একই কথা। সরি বল তাড়াতাড়ি।” বান্ধবীর উপর ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে বোনকে নিয়ে বেরিয়ে আসে ক্লাব থেকে। আশেপাশে একটা ট্যাক্সিও পেল না। ইরা ফুঁপিয়ে কাঁদছে। ইমা বোনের মুখ দু’হাতে তুলে বললো,

” বুঝেছিস তো কেন আমি মিষ্টি মিষ্টি না এখন। মিষ্টি দেখলেই ওমন মাছি ছুটে আসে। কাঁদিস না। চোখ মোছ।”

” আপু আমার ভয় করছে।”

” ভয় নেই। তোর বোন থাকতে কোনো ভয় নেই।” ইরার চোখ মুছে এক হাতে জড়িয়ে বাস স্ট্যান্ডে দিকে হাঁটল। কিছুদূর এগোতেই সামনে এসে দাঁড়াল একটা হোয়াইট কালার কার। জায়গাটা বেশ নির্জন হওয়ায় ওরা দুজনই ঘাবড়ে গেল। জড়োসড়ো হয়ে পেছতেই কার থেকে মাহিব খানকে রাগত ভঙ্গিতে বেরোতে দেখে ইরা চিৎকার করে ইমার পেছনে লুকায়। ইমার যে ভয় করছে না তা নয়। ভেতরে ভেতরে ভয় পাচ্ছে সে। মাহিব খান এগিয়ে এসে ইরাকে ছুঁতে গেলে ইমা হাত ধরে ফেলে। ঝাঁঝালো স্বরে বলে,

” একবার জুতার বারি খেয়ে হুশ ফেরে নাই? তোর চৌদ্দ গুষ্ঠির নাম ভুলিয়ে দেব ফের হাত বাড়ালে।” মাহিব খান নিজের হাত ছাড়িয়ে ইমার হাতটা মুচরে ধরে নিজের কাছে টেনে আনে। কানের কাছে মুখ এনে বলে,

” তো ঠিক আছে। আগে তুমি চলো পরে না হয়,,!”

ইমা সর্বশক্তি ব্যয়ে গায়ের জোরে মাহিব খানকে ঠেলে সরিয়ে ঘুরে দাঁড়ায়। তারপর ঘুরিয়ে দেয় চড়। এতোজোরেই চড়টা দিয়েছে যে হাতের তালু জ্বলছে ইমার। মাহিব চোয়াল শক্ত করে ইমার উপর ঝাঁপিয়ে পড়ল। টেনে তুললো গাড়ির মধ্যে। ইরা চিৎকার করতে গেলে শামীম মুখ চেপে ধরে। গাড়িতে উঠিয়ে নিয়ে আসে নির্জন স্থানে। শামীমকে ইশারায় ইরাকে নিয়ে গাড়ির বাইরে যেতে বলে। বিনাবাক্য ব্যয়ে বসের হুকুম তামিল করে শামীম। ইমাকে হাত মুখ বেঁধে কারের ব্যাক সিটে ফেলে গাল টেসে ধরল মাহিব। ইমার মনে হলো গালের দু’পাশ ছিঁড়ে মাহিবের আঙুল গেঁথে যাচ্ছে। মাহিব ইমার সিক্ত ঘৃণা ভরা চোখের চাহনী উপেক্ষা করে বললো,

” আমার গায়ে আজ পর্যন্ত হাত দেওয়া সাহস আমার বাবা -মায়েরও হয়নি। আর তুই সামান্য একটা মেয়ে হয়ে আমাকে চড় মেরেছিস। মাহিব খানকে? এর মাশুল তো তোকে দিতেই হবে তাই না?” মাহিব ইমা গাল ছেড়ে ক্রমশ গলার নিচে হাত নামায়। ইমা আতঙ্কিত চোখে চেয়ে অনুনয় করছে। মাহিব যেন তাতে আনন্দ পেল। ইমার শার্টের সামনের অংশ এক টানে ছিঁড়ে ফেলতেই চোখ বন্ধ করে আর্তচিৎকার করে ওঠে ইমা। মুখ বাঁধায় সে চিৎকারের ধ্বনি বেশিদূর অব্দি গেল না। মাহিবের মুখ ধীরে ধীরে ইমার দিকে নেমে এলো। ঠিক তখনি কারের দরজা খুলে যায়। মাহিব বিরক্ত মুখে ঘার ঘুরাতেই সেখানে ঝুঁকে দাঁড়ানো শানকে দেখল। শান রক্তবর্ণ চোখে একবার মাহিবকে দেখছে একবার ইমাকে। দরদর করে ঘাম ঘামছে তার শরীর। মাহিব রাগত স্বরে কিছু বলবে তার পূর্বেই টেনে বের করে আনে তাকে শান। গাড়ির বাইরে ছুঁড়ে ফেলে ইমার পাশে গিয়ে বসে। শানকে অপ্রত্যাশিতভাবে পেয়ে ইমা বাচ্চা শিশুর মতো কাঁদতে লাগল। শান দৃষ্টি অন্য দিকে সরিয়ে ইমার হাত পায়ের বাঁধন খুলে দেয়। দু’হাতে নিজের ছেঁড়া শার্ট আঁকড়ে জবুথবু বসে কাঁদছে ইমা। এতোটা লজ্জা সে এর আগে কোনোদিন পায়নি। শানের কম্পনরত হাতটা ইমার মাথায় রাখতেই ইমা ঝাপিয়ে পড়ে শানের বুকে। গগনবিদারী চিৎকার করে কাঁদতে লাগল। দু’হাতে ইমাকে জড়িয়ে বেরিয়ে এলো গাড়ি ছেড়ে শান। মাহিব হুঙ্কার দিয়ে বললো,

” পালতু কুত্তা হয়ে আমার গায়ে হাত তুলিস? এই মেয়ে আমার শিকার। ভালোয় ভালোয় ফিরিয়ে দে শান।”

শান কোনো কথার জবাব না দিয়ে ইমাকে নিয়ে সামনে হাঁটছে। ওদিকে শামীমকে বেদম পিটিয়ে ইরাকে নিয়ে আগেই নিজেদের গাড়ির সামনে দাঁড়িয়েছে ইমরোজ। ইরা বোনকে নিরাপদ দেখে কান্না গতি কমায় কিছুটা। শানকে নিরুত্তর দেখে আরও যেন খেঁপে গেল মাহিব। শানের বুক থেকে টেনে আনার উদ্দেশ্যে হাত বাড়াতেই শান হাত ধরে ফেলে। স্থির চোখে মাথা নাড়িয়ে থমথমে গলায় বলে,

” নো ভাই।”

মাহিব চেঁচিয়ে বলে,
” এই মেয়েকে আমার চাই শান। ওকে ফেরত দিয়ে যা।”

শান থেমে চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে পুনরায় চোখ খুলল। কপালের রগ দপদপ করছে শানের। শান বললো,
” আমার জান চাইলে সেটা দিতে পারব ওকে নয়।”

” কেন? কী হয় এই মেয়ে তোর?”

” সবকিছু। আমার পৃথিবী ও। আমার সমস্ত কিছু। ওকে ছুঁয়ে তুমি ভালো করো নি। মোটেও ভালো করো নি। আমার সামনে থেকে চলে যাও নয়ত খুন করে ফেলব তোমাকে। চলে যাও বলছি।”

শানের চিৎকার করে বলা কথায় মাহিব চমকে ওঠে। ঢোক গিলে শানের রক্তচক্ষু দেখে পিছিয়ে যায়। শামীম খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে এসে দ্রুত মাহিবকে নিয়ে গাড়িতে ওঠে। চোখের পলকে ছুটে চলে যায় ওদের গাড়ি।

শান দু’হাতে ইমাকে নিজের বুকে মিশিয়ে নিরবে অশ্রু ফেলল। ইমার সে’সময় কোনো হুশ নেই। ভয়ে,আতঙ্কে সে জড়পদার্থের ন্যায় মুখ লুকিয়ে আছে শানের বুকে। শান গাড়িতে চড়ে বসল ইমাকে বুকে নিয়ে। গাড়ি চলছে শানের নিজ ফ্লাটের উদ্দেশ্যে। ইমার অচেতন মুখে তাকিয়ে শান মনে মনে বললো,

” তুমি আমার সেই, একথা জানার পর আমি অস্থির ছিলাম। ভেবেছিলাম অস্থিরতা কেটে যাবে। ভোলা যাবে সহজে তোমাকে। অপছন্দ করতাম তো তোমাকে। আমি বুঝি নাই আমার অপছন্দ নয় পছন্দের সমস্তটা জুড়ে বসেছিলে তুমি। হ্যাঁ তুমি অতঃপর তুমিই। দূরে গিয়ে তুমিময় হয়েছি আমি। মুহিব জানে না ও কী করেছে? কাকে ছুঁয়েছে? আমার কলিজা ক্ষত করার অপরাধে কঠিন শাস্তি পাবে ও। তোমাকে না দেখিয়ে সে শাস্তি আমি ওকে কী করে দেই বলো? আমার প্রাণ চলে যাক তবুও তোমার ক্ষতি করার সাধ্য কারো নেই। কারো নয়। আমার হৃদয় জুড়ে যে ঝড় উঠেছে তাকে থামাতে তোমাকে স্বাভাবিক হতে হবে ইমা। আমাকে ভালোবাসতে হবে। আমি বুঝেছি তোমাকে ছাড়া আমি আমি নই। আমি কিছু না। আমাকে সম্পূর্ণ করতে তোমাকে আমার হতেই হবে। নয়ত আমি ক্ষয়ে যাব, নিঃশেষ হয়ে যাব চিরতরে একনিমেষে।”
·
·
·
চলবে………………………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here