তোর আসক্তি পাগল করেছে আমায় পর্ব -৪১

#তোর_আসক্তি_পাগল_করেছে_আমায়
#সিজন_০২
#সাবিয়া_সাবু_সুলতানা
৪১.

বেদ সবার আড়ালে সারার হাত টেনে সাইট কাটে, সবার থেকে আলাদা হয়ে গিয়ে বাড়ির উল্টো সাইটে চলে যায় হঠাৎ করেই বেদের এমন টানাটানিতে হকচকিয়ে যায় কিছু বলতে নিলেই বেদ অন্য হাত দিয়ে সারার মুখে রাখে। সারিফ আর রুহি আগে ছিল তাই পিছনের দিকে কী হয়েছে সেই বিষয়ে তারা অবগত নয় সারিফ আলতো স্পর্শে রুহির হাতের আঙুলে আঙুল ছুয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সারিফের রুহি লজ্জা পেলেও তার এই মুহূর্তে ভালো লাগছে তাই সেও অনুভব করছে সময়টাকে এই মুহূর্ত টাকে।

বেদ সারাকে টেনে এনে কর্নার সাইটের বারান্দায় নিয়ে এসে দাঁড়ায় করিয়ে দেয়। সারা ভ্রু কুঁচকে বেদের দিকে তাকায় দেখে সে কেমন মোহনীয় ভাবে তার দিকে তাকিয়ে আছে এটা দেখেই সারা শিউরে ওঠে তার সারা শরীরে কম্পন উঠে যায় বেদের এমন নেশাগ্রস্ত মোহনীয় চাহনি দেখে। বেদ একটু একটু করে সারার দিকে এগিয়ে যেতে থাকে আর বেদের এগিয়ে আসা দেখে সারা রেলিং এর দিকে পিছনে সরে যেতে থাকে তবে এই মুহূর্ত দুইজনের চোখ একে অপরের উপর নিবন্ধ হয়েছে পরিবেশ টাও যেনো হটাৎ করেই কেমন একটা রোমাঞ্চকর হয়ে উঠেছে চাঁদের আলোয় কর্নার সাইটের এই বারান্দায় আবছা আলোয় আলোকিত হয়ে আছে হয়ে আছে এতে অবশ্যই দুইজনের মুখের অবয়ব বোঝা যাচ্ছে সাথে পরিবর্তিত প্রতিক্রিয়াও সারা একেবারে রেলিং এর সাথে ঠেকে যেতেই সারা কিছুটা চমকে উঠে বেদের চোখ সরিয়ে চকিতে একবার পিছনে ফিরে তাকায় দেখে আরো জায়গা নেই তার পিছনের এবার সামনের দিকে তাকাতেই দেখে বেদ একদম তার সামনে দাঁড়িয়ে আছে মাত্র সামান্যতম গ্যাপ বেদের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে সারার মুখের উপরে। সাথে সাথে সারা মৃদু কেঁপে উঠে পরনের টপ খামছে ধরে তার সারা শরীরে শিউরে উঠে কম্পন শুরু হয়ে গেছে বেদ এক দৃষ্টিতে নেশাগ্রস্ত ভাবে সারার মুখের দিকে তাকিয়ে আছে সারার মুখের প্রতিক্রিয়া বুঝতে বেদের একটুও অসুবিধা হয়না এতে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। বেদ হাত বাড়িয়ে সারার কোমর আকড়ে ধরে তার বলিষ্ঠ হাতের দ্বারা, নিজের সাথে মিশিয়ে নেয় সারা কিছুটা চমকে গিয়ে বেদের শার্ট খামছে ধরে পিট পিট করে বেদের মুখের দিকে তাকিয়ে থাকে বেদের চোখের দিকে তাকাতে দেখতেই পায় কেমন ঘোর লেগে আছে সারা যেনো ওই চোখের মাঝে ডুবে যাচ্ছে সাথে সাথে চোখ ঘুরিয়ে নেয় সারা তবে হয়তো বেদের পছন্দ হয়নি এটা তাই অন্য হাতে সারার মুখ আকড়ে ধরে নিজের মুখের সমান করে নেয় আস্তে আস্তে নিজের মুখটাও ঝুঁকিয়ে নিয়ে আসে সারার মুখের উপরে আসতে আসতে দূরত্ব মিটে গিয়ে মিলে যায় একে অপরের অধরযুগল সাথে সাথে সারা চোখ চেপে বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরে বেদকে।

————-

এদিকে সবার বেদ সারা উধাও হয়ে যেতে একে একে সবাই গায়েব হয়ে যায় নিমেষে যে যার মতো করে। ওম জাকিয়া সবার চোখ এড়িয়ে ছাদে চলে আসে তবে আজ যেনো এই পুরো রওশন বাড়িতে রোম্যাঞ্চকতায় ভরে উঠেছে।
ছাদের এক কোণে থাকা দোলনাতে বসে পড়ে দুইজন কারোর মুখে কোনো কথা নেই একে অপরকে শুধু অনুভব করে যাচ্ছে। এক সময়ে এই নীরবতার চাদর সরিয়ে জাকিয়া মৃদু স্বরে ডেকে ওঠে,

-“ওম?

-” হু! ওমও একইভাবে মৃদু কন্ঠে সাড়া দিয়ে ওঠে।

-“তুমি এত গুলো বছরে কখনো আমাকে মনে করেছিলে? মিস করেছিলে? মনে ছিল আমার কথা? জাকিয়া কিছুটা ভারী কন্ঠে জিজ্ঞেস করে ওঠে।

জাকিয়ার প্রশ্ন শুনে ওম সোজা হয়ে বসে একপলক তীক্ষ্ণ চোখে তাকায় জাকিয়ার মুখের দিকে দেখে কেমন মুখটা ফুলে আছে এটা যে স্পষ্ট অভিমানের ছাপ সেটা বুঝতে বাকি থাকেনা ওমের এটা দেখেই নিঃশব্দে হাসে। হাত বাড়িয়ে জাকিয়াকে কাছে টেনে নেয় ওম জাকিয়ার মাথাটা নিজের কাঁধের ওপর রেখে গাড়ো করে নিজের সাথে জড়িয়ে নেয়। ওমের এমন কাজে জাকিয়া কিছুটা চমকে গেলেও কোনো প্রতিক্রিয়া করেনা চুপচাপ নিজের মাথা এলিয়ে দেয় ওমের কাঁধে।

-“আমার স্মৃতির পাতায় এখনও উজ্জ্বল হয়ে আছে সেইদিন গুলো যা আমি চাইলেও কখনই ভুলতে পারবোনা শুধু দিন গুলোই না হাস্যউজ্জ্বল একটা মুখ ও সব সময়ে আমার চোখের পাতায় এসে কড়া নেড়ে যেতো প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে তাই তাকে ভোলার তো কোনো প্রশ্নই ওঠেনা। এই পাঁচ বছরের এমন কোনো দিন রাত মুহূর্ত যায়নি যে সেই মুখ আমার চোখের পাতায় এসে ধরা দেইনি তাকে আমার স্মৃতির পাতায় থেকে আমার হৃদয়ে স্থান দিয়েছি তাই কিভাবে ভুলতে পারি। ওম মোলায়েম কন্ঠে বলে ওঠে।

এদিকে ওমের কথা শুনে জাকিয়া কাঁধের থেকে মাথা তুলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে একভাবে ওমের মুখের দিকে ইতি মধ্যেই চোখের কোণে ভিড় করেছে অশ্রুকনারা সেও যে একইভাবে ওমকে মিস করেছিলো প্রতিটা ক্ষণ মুহূর্ত স্বল্প পরিচয়ে দুইজন একে অপরকে পছন্দ করে ফেলেছে দুর্বল হয়ে পড়েছে শুধু দুইজন মুখে প্রকাশ করেনি একে অপরের মনের মধ্যে থাকা অনুভূতি তবে তাদেরও বুঝতে বাকি ছিলোনা যে তাদের মধ্যে একে অপরের মধ্যে অনুভূতি আছে।
তবে ওম ফিরে আসতে আরো গভীর ভাবে বুঝতে পারে একে অপরের মধ্যে থাকা সুপ্ত অনুভূতি। তবে পরে ওম যোগাযোগ না করতে জাকিয়াও কোনো ভাবে যোগাযোগ করিনি। আর ওম তাদের দুইজনের ভবিষ্যতের কথা ভেবে দূরে থেকেছে এত গুলো বছর তবে তাদের মধ্যে সুপ্ত অনুভূতি ভালোবাসার টানে আবারো তারা আজ এক জায়গায়।

ওম জাকিয়ার দিকে তাকিয়ে দেখে সেই তার দিকে তাকিয়ে আছে আর চোখের কোণে ভিজে উঠেছে ওম হাত বাড়িয়ে জাকিয়ার কোমরে আকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় নিজের অধর স্পর্শ করায় জাকিয়ার কপালে গভীর ভাবে । জাকিয়ার থেকে সরে আসতেই একে অপরের দিকে গভীর ভাবে তাকিয়ে একে অপরকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে।

————–

সাঁঝ রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘুরে তাকায় দেখে পুরো রুমে ক্যান্ডেলের আলোয় আলোকিত হয়ে আছে সারা রুমে গোলাপের ঘ্রাণে সুভাসিত হয়ে আছে আর মৃদু মন্দ মোহনীয় আলোকিত পরিবেশের মাঝে বসে আছে বেলা দৃষ্টি তার দিকে একভাবে চেয়ে আছে তার দিকে তবে হঠাৎই সাঁঝের ভ্রু কুঁচকে যায় কারণ বেলা তার দিকে তাকিয়ে থেকেই উঠে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সাঁঝ বেলার যাওয়ার দিকে তাকিয়ে থেকে নির্নিমেষ তার বুঝতে বাকি নেই বেলার মনের মধ্যে এখনও অভিমান অবশিষ্ট আছে আজ পার্টিতে যতো তার সাথে নরমাল থাকুক না কেনো আর যতো তার আর বেলার সম্পর্কের তিক্ততা সবার আড়াল করে যাক না কেনো তার বউ এখনও যে তার উপরেই অভিমান করে বসে আছে আর এটা যে থাকায় স্বাভাবিক সেটা সাঁঝেরও জানা কথা, পাঁচটা বছর কোনো কম কিছু নয় শুধু তাই নয় ভালোবাসার মানুষটার সাথে এই সময়েও অন্য কোনো মেয়ের নিয়ে খবর শোনাও কম যন্ত্রণার নয় সাথে ছিল কিছু ভুল বোঝাবুঝি আর তার থেকে বেশি রাগ আর অভিমান সাঁঝ বেলার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে।

সাঁঝ একবার পুরো রুমটা চোখ বুলিয়ে নিয়েই এগিয়ে যায় বেলার দিকে এখন তার বউয়ের রাগ অভিমান ভাঙ্গাতে হবে নাহলে না জানি তার কপালে কি কি লেখা আছে তার ভালো করেই জানা আছে এরপর কি কি হতে চলেছে।

———–

একদিকে পুরো রওশন বাড়িতে রোম্যাঞ্চকতায় ঘিরে আছে আর অন্য দিকে ওই একই বাড়িতে শুরু হয়ে গেছে ষড়যন্ত্রের জাল বিছানো মৃত্যুর ফাঁদ পাততে শুরু করে দিয়েছে মেতে উঠেছে তাদের নোংরা খেলায় সব কিছু ধ্বংস করে দিতে। কতক্ষণ টিকবে এই আনন্দের রেস এরমধ্যে যে ঝড়ের আনাগোনা শুরু হয়ে গেছে কালো নিকশ অন্ধকারে যে গ্রাস করে নিতে চলেছে রওশন বাড়ি কখন না এই হাসি আনন্দ কান্নায় যন্ত্রণায় পরিনত হয়ে যায়।

চলবে….. ?

ভুল ত্রুটি মার্জনা করবেন..। নিজেদের মতামত জানাবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here