#দুষ্টু_মিষ্টি_প্রেমকথণ 💖💖
#পর্বঃ০৮
#লেখিকাঃতাবাসসুম_তোহা
″Sorry″
ক্ কি,,কি? বললেন? চোখ বড়ো বড়ো করে তাকিয়ে আছে কায়নাত। তার যেনো বিশ্বাসই হচ্ছে না, রোদ্দুর তাকে সরি বলছে
″I’m Sorry″ বুকে হাত গুজে ফ্লোরের দিকে তাকিয়ে ,,
………
ভাবি এতো অবাক হওয়ার দরকার নেই,,,দরজার সামনে দাঁড়িয়ে রিফা।
রিফা ভিতরে আসো,হাসি মুখে বললো কায়নাত।
রিফা কায়নাতের মাথায় হাত দিয়ে বললো,,জ্বর তাহলে কমেছে এখন!!!!
হুম একটু কমেছে,,,কায়নাতের দিকে তাকিয়ে বললো রোদ্দুর,,, ″আমার চোখে চোখ পরতেই চোখ সরিয়ে নিলাম আমি।″
″ হুহ্,,,আজ যতো সরি বলুক,,,আমি ক্ষমা করবো নাতো। সেই এই বাড়িতে পা রাখার সাথে সাথে আমাকে বিভিন্নভাবে শাস্তি দিয়েই গেছে। ভুলে গেছি নাকি! আমি ঐসব দিন ″
ভাবি অবাক হইয়ো না। ″ভাইয়া এমন-ই উপর থেকে যতো শক্ত মনে হয়! ভিতর দিক থেকে ঠিক ততটাই নরম″!!!
রিফা!!! তোকে আমায় নিয়ে কারো কাছে সাফাই দিতে হবে না!! ″ভুল করেছি সরি বলে দিয়েছি″ ″মেটার ক্লোসড্″!!!
রোদ্দুর দরজার কাছে গিয়ে আবার থেমে গেলো!! অন্যদিকে মুখ ঘুরিয়েই বললো,,″ খাওয়ানো শেষে, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বল″!!! চলে গেলো রোদ্দুর।
……
তোমার ভাই এইটা কি, হ্যা?? এতো ভাব নিয়ে চলে কিভাবে? মুখে ভেঙচি কাটলাম!!
রিফা উত্তর না দিয়ে শুধু হাল্কা হাসলো,,,″ভাবি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে,,নাও খেয়ে নাও!! তারপর ঔষধ খেতে হবে!! ঘুমোতেও তো হবে, নাকি!!!
″কায়নাত!!″ বিচলিত কন্ঠ শুনে তাকালাম,,,দেখি দিদুন এসেছে!!
″দিদুন এতো রাতে, তুমি কেনো আসতে গেলে″কাল দেখা করলেই তো পারতে!! তোমার নাতবউকে!!!
তুই স্বরতো আগে!! আমার নাত বৌয়ের জ্বর এসেছে!! আর আমাকে বলছিস, এখন কেনো এসেছি!!!
″রিফার অজান্তে একটু খারাপ লাগলো তার দিদুনের কথায়!!! কথাটা সত্যি!! নিজের আদরের ভাগ কেওই কাওকে দিতে চায়না!!!″
……
″কেমন লাগছে এখন!! কায়নাত বেটা!!!″মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দিদুন!! রিফাও নিজেকে সামলে নিয়ে,, হাসি মুখে দিদুনের পাশে বসলো!!
জ্বি, দিদুন আলহামদুলিল্লাহ্!! এখন জ্বরটা একটু কমেছে!! কায়নাতের কাছে কেমন যেনো ইতস্তবোধ লাগছে!! এই মুহুর্তে!! তারপর ও সে খুশি এই বাড়িতে কিছুজন মানুষ তো আছে!! যারা তাকে নিজের আপন ভাবে!!″
……….
নিচে রোদ্দুর বারান্দার উচু দেয়ালটায় হেলান দিয়ে,, দাঁড়িয়ে আছে!!! অঝরে বর্ষন হচ্ছে আজ!! সেই বর্ষনের দিকে হাত মুষ্ঠিবদ্ধ করে তাকিয়ে আছে সে!! ছোটো থেকে তার বরাবরই নিজের জিনিস অন্যকে দিতে সে নারাজ।তাই সে কারোর সাথেই মিশতো না। কারন যদি তার জিনিসকে অন্যকেও ছুতে চায় বা তার কাছ থেকে নিয়ে নেয়!!!
″বিশ্বাস করো তোতাপাখি,, এই কয়টা বছরের মাঝে, আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি,,!!! খুব বেশিই ভালোবাসি!! তাই মনের মাঝে ভয়টা মাঝে মাঝেই উঁকি দেয়!!! কি করবো আমি বলো!!! সইতে পারি না যে, অন্যকাওকে তোমার সাথে!!! মনের ভয়টা যে,,এখন অনেক তীব্র আকার ধারন করেছে জানো তো!!!″
″আজ নেহালকে কায়নাতের এতোটা কাছে দেখে,, কিছুতেই তা মানতে পারছে না রোদ্দুর!! ″কায়নাতের মনে যদি নেহালের জন্য কোনো অনুভুতি কাজ করা শুরু করে তাহলে??? হ্যা হতেই পারে এমনটা,, আমার জন্যতো এখনো কায়নাতের মনে এক বিন্দু পরিমান অনুভূতিও জাগেনি!!! এর মাঝেই যদি নেহাল কায়নাতের এতো কাছে যেতে থাকে!!! কায়নাত যদি আমাকে ছেড়ে দেয়??? তাহলে কি হবে আমার?? কি নিয়ে বাঁচবো আমি!! ″নাহ্!! আমি আর কিছুই ভাবতে পারছি না!! মাথায় হাত দিয়ে মেঝেতে ধপ করে বসে পড়লো রোদ্দুর!!! হঠাৎ করেই মনের ভয়টা আরো বেশী জোড়ালো হয়ে যাচ্ছে!!!!
……
″দেয়াল ঘড়িটার দিকে বার বার তাকাচ্ছি কেনো আমি!!! এতো সময় দেখে আমার কি লাভ?? আমাকে যে কষ্ট দিয়েছে তার জন্য এতো কেনো ভাববো!!″ ভাববো না আমি তার জন্য। একজন নিষ্ঠুর মানুষ ছাড়া আর কিছুই না উনি!! কিভাবে পাড়লো?? আমাকে একা বৃষ্টিতে ঐ ছাদের মাঝে ফেলে আসতে!! হুহ্!!″
কিছুক্ষন পর,,,,
রাত ১১টা ছুই ছুই!!! মনের মাঝে কেমন জানি লাগছে আমার!!! অস্বস্তিকর লাগছে,,,আমার মাথার নিউরনে ঘুরছে এক কথা,,, আর আমার হার্ট বলছে আরেক কথা!!! আমি এইবার স্পষ্ট বুঝতে পারছি!! উনি না আসা পর্যন্ত আমার এই অস্বস্তি কিছুতেই কমার নয়!!!
দরজার খোলার শব্দে অজান্তেই মুখে হাসি ফুটে উঠলো কায়নাতের,,,″ নবাবজাদা মনেহয় এসে পড়েছে″ আগ্রহ নিয়ে তাকাতেই মুখটা কালো হয়ে গেলো!! রোদ্দুর আসেনি!! যে আমাকে ছাদ থেকে নামিয়ে এনেছিলো! সেই ছেলেটা″
আসতে পারি!! মুখে হাসি টেনে রেখেছে নেহাল!! কায়নাত মলিন কন্ঠেই জবাব দিলো,
″হুম, আসেন″
কেমন আছো এখন!!
″হুম, ভালোই আছি!! ″কায়নাতের দৃষ্টি বার বার খোলা দরজার দিকে যাচ্ছে!!
″ঘুমোচ্ছো না যে?!!!″
″আসলে ঘুম আসছে না,, এখন!!! ″প্রতিটা উত্তর কায়নাত বিরক্তি নিয়ে দিচ্ছিলো!! সে এখন অন্যমনস্ক!! তার ধ্যান দরজার দিকেই রয়েছে।
…..
কায়নাতের মুখের বিরক্তি আর মলিনতা নিমিষেই চলে গেলো!! রোদ্দুর রুমে আসছে!!
,,,,রোদ্দুর রুমে এসে কায়নাতকে নেহালের সাথে দেখে,,, তার মেজাজটা আরো বিগড়ে গেলো!!
″ঘুমোওনি কেনো এখনো!! আরো অসুস্থ হতে চাও নাকি???হ্যা?? বাইরে এখনো বৃষ্টি আছে!! অসুখ বাড়ানোর সখ থাকলে বলো!!! আবার নিয়ে বৃষ্টির মাঝে রেখে আসি″ হাত মুষ্ঠিবদ্ধ করে রেখেছে রোদ্দুর!! তার রাগ আর কন্ট্রোল হচ্ছে না!!
″আরে রোদ্দুর,, এইভাবে বকছিস কেনো ওকে?? ভালো লাগেনি তাই ঘুমায়নি!! তাই এইভাবে ধমকানো লাগে??″
″আমি আমার বউকে ধমকাবো নাকি আদর করবো!! সেইটা তোকে বলতে হবে না নেহাল!! তুই যা এখন!!″
কায়নাত কাদো কাদো ফেস করে রোদ্দুরের দিকে তাকিয়ে আছে!!″কতো ভালো মন নিয়ে ওনার জন্য অপেক্ষা করছিলাম!আর উনি? এসেই আমাকে ধমকানো শুরু করে দিলো?? ভালো ব্যাবহারের যোগ্যই না ইনি!!! আমারই দোষ কেনো যে ভালো কিছুর আসায় ছিলাম!!″
ছল্, ছল্ চোখের দৃষ্টি রোদ্দুরের থেকে অন্যদিকে নিয়ে চোখের দু’ফোটা পানি ফেললো কায়নাত।
নেহাল একবার কায়নাতের দিকে তাকিয়ে চলে গেলো!! আর কিছু বললো না।
.……..
নেহাল তার নিজের ঘরে এসেই হাতের কাছে থাকা ফুলদানিটা এক আছাড়ে ভেঙে ফেললো,,
″আয়ায়া,,,,আমার আর সহ্য হচ্ছে না কিছুই!!! যাকে এতোদিন পাওয়ার আসায় আমি অন্যকারোদিকে মুখ তুলেও তাকাইনি!! আজ সে কিনা,,আমার সামনে অন্যকারোর হয়ে যাচ্ছে!! আজ সে অন্যকারো!! কেনো হলে এইটা তার সাথে?? এমনটা না হলেও পারতো।″
মাথা চেপে দেয়ালের সাথে লেগে নিশ্চুপে কেদে যাচ্ছে নেহাল।
…….…
″রাত ১২টা বাজে″
………
″১২ টা বেজে গেছে!!″
………
১২:০১ বেজে গেলো এখন!!
″রোদ্দুর চুপ করে সোফায় বসে লেপটপে কাজ করছে!! এমন নয় যে সে কায়নাতের কথা শুনতে পারছে না। সব শুনতে পারছে সে,, কিন্তু এই মুহুর্তে সে কায়নাতের সাথে কথা বলতে চায় না। কারন সে জানে এখন যদি সে কায়নাতের সাথে কথা বলতে যায়, তাহলে উলটা পালটা কিছু করে বসবে যা রোদ্দুর একদমি চায় না″
*১২:০৫….. বেজে গেলো,,, কায়নাত রোদ্দুরের দিকে তাকিয়ে কতোক্ষন যাবৎ ঘড়ির কাটার মতো সময়ের জানান দিয়ে যাচ্ছে তো যাচ্ছেই *
এইবার রোদ্দুর কায়নাতের দিকে মাথা তুলে তাকালো,,,রোদ্দুরকে তাকাতে দেখেই কায়নাত চটজলদি অন্যদিকে মুখ ঘুড়িয়ে নিলো!!
″মিসেস:শাহরিয়ার!! আমাদের বাড়িতে ঘড়ির অভাব নেই!! তাই আপনাকে বার বার সময়ের জানান আমাকে দিতে হবে না″ আবার নিজের কাজে মনোযোগ দিলো রোদ্দুর।
″আমি ঘুমাবো″ রোদ্দুরের দিকে তাকিয়ে!!
রোদ্দুর কায়নাতের কথা শুনে তার দিকে আবার তাকালো!! এইবার কায়নাত আর তার দৃষ্টি সরালো না,,,
রোদ্দুর কায়নাতের চোখের দিকে তাকানো মাত্রই ,,জাস্ট স্ট্যাচু হয়ে গেলো!! কায়নাতের জ্বরের কারনে তার চোখ ঘোলাটে হয়ে গেছে!! মুখ ঈষৎ লালচে বর্ন ধারন করেছে!! ঠোটগুলোর মাঝে বেশ ভালোই লালআভাস দেখা যাচ্ছে!! বেনুনি করা চুল সামনে এনে রেখে দেওয়া,,, বেবি হেয়ারগুলো কপাল, কান আর ঘারের কাছ দিয়ে অবাধ্যের মতো বেরিয়ে আছে!!! রোদ্দুর তার কোল থেকে লেপটপটা টেবিলে রেখে,,,ধীর পায়ে কায়নাতের দিকে অগ্রসর হতে লাগলো। যা দেখে কায়নাত একটু ঘাবড়ে যায়!!
″এ্,, এ,,ক্ কি??″ আপনি এইভাবে আমার দিকে আসছেন কেনো??″রোদ্দুরের কানে এই মুহুর্তে কোনো শব্দধ্বনি যেনো বাজছে না!! সে এক অন্যরাজ্যের ঘোরে চলে গেছে!! রোদ্দুরকে এতো কাছে আসতে দেখে,, কায়নাত তার জামা খামচে ধরে বেডের সাথে একদম লেগে গেলো!!
রোদ্দুর এসেই কায়নাতের সামনে বসে পড়লো,,তার একহাত দিয়ে কায়নাতের অবাধ্য চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বললো,,,″অপুর্ব লাগছে তোতাপাখি″ রোদ্দুরের এইসব কাজে কায়নাত অবাকের চরম সীমায় পৌছে গেছে!! তার হাত পা সব কাপা কাপি করছে!! শীরা দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে!!! বার বার শুকনো ঢোক গিলছে!!! কাপা কাপা গলায় বললো,,,
ম্ মি:,,,,শাহ্,,,রি,,,,,
″হুসস্″ কায়নাতের মুখে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিলো রোদ্দুর!!
এতোক্ষনে!! কায়নাতের হার্ট বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে!! তার মাথার উপর দিয়ে যাচ্ছে যেনো সব কিছু!!!
হুট করে রোদ্দুর কায়নাতের ঠোটজোড়ায় নিজের ঠোটজোড়া মিলিয়ে দিলো!! কায়নাত আরো শক্ত করে বিছানার চাদর খামচে ধরলো!! এই মুহুর্তে তার মনে হচ্ছে!! তাকে যেনো কেও ইলেক্ট্রিক শকড দিচ্ছে!!
কিছুক্ষন পর,,, রোদ্দুর কায়নাতের ঠোটজোড়া ছেড়ে দিয়ে,,,কায়নাতের গলায় মুখ ডুবিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো,,,,আর বাচ্চা বাচ্চা গলায় একনাগারে বলে যাচ্ছে,,,,″ছেড়ে যেওনা তোতাপাখি!! প্লিজ ছেড়ে যেওনা″ কায়নাত এখনো পাথর মুর্তির মতো জমে আছে!!! এই মুহুর্তে তার মাথা যেনো কাজ করা বন্ধ করে দিয়েছে!!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে
#_Farju_💜