নেশাক্ত ভালোবাসা পর্ব-৬১+৬২

#নেশাক্ত_ভালোবাসা
#Season_2
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ৬১

মাথার পেছনে একটা সাদা রঙের কুশনে আলতো ভাবে হেলান দিয়ে দোলনাতে বসে রয়েছে আইরাত। মাথার ওপরে খোলা আকাশ। আশেপাশে ছোট ছোট ফুলের গাছ। রোদের মিষ্টি কিরণ এসে মুখের ওপর পরতেই পিটপিট করে চোখে মেলে তাকায় সে। শূন্য নয়নে একবার নিজের চারিপাশে চোখ বুলায়। অতঃপর সবার আগেই হাত টা চলে যায় নিজের পেটের ওপর। এটা ভাবতেই শান্তি লাগে যে নিজের মাঝে একটা না বরং দু-দুটো প্রাণ নিয়ে বেঁচে আছে সে। তার ভেতর আরো দুটো জীবন বেঁচে আছে। মুখের কোণে হাসির রেখা ফুটে ওঠে। বাতাসে চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। স্নিগ্ধ এক পরিবেশ। তখনই টাফি-সফটি এসে দুজনে একে ওপরের পেছনে দৌড়াদৌড়ি করতে লাগে। তারা আগে থেকে কিছুটা বড়ো হয়েছে। ছুটোছুটি শেষে তাদের গাঢ় গোলাপি রঙের জিভ বের করে আইরাতের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। আইরাত তার পাশে থাকা একটা ছোট বাটি থেকে কিছু বিস্কিট নিয়ে তাদের দিকে এগিয়ে দেয়। দুজনে ছুটে এসে আইরাতের হাত থেকে বিস্কিট নিয়ে খেয়ে ফেলে।
আইরাত আবার হেলান দিয়ে পেটের ওপর এক হাত রেখে শুয়ে থাকে। ওপরে আইরাতের রুম থেকে অর্থাৎ করিডর থেকে নিচে বাগানের দিকটা পুরো দেখা যায়। সেখানে দিয়া, ইলা আর অনামিকার কন্ঠ শুনে আইরাত নিচে একটু উঁকি দেয়। সবাই কে নিচে দেখে আইরাতের নিচে যেতে মন চাইছে। এখানে একা একা বসে থাকতে আর ভালো লাগে না। নিজের গলা ছেড়ে ডাক দেয়।

আইরাত;; আব্রাহাম! আব্রাহাম!

আব্রাহাম;; এইতো এসে গেছি। কিছু লাগবে বেবিগার্ল?

আইরাত;; সবাই নিচে।

আব্রাহাম;; চলো তোমাকেও নিয়ে যাই।

আইরাত;; বাহ, বুঝে গেছেন।

আব্রাহাম;; হুম চলেন ম্যাডাম।

আইরাত আস্তে করে উঠে পরে। আব্রাহাম আইরাতের হাত ধরে ধরে নিয়ে যায়। আজকে ওপরের রুমে উঠেছে আইরাত জিদ করেই। আব্রাহামের কথা একটাও শুনে নি। এর জন্য তাকে সিড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে। আর তাদের পেছন পেছন টাফি-সফটিও লাফিয়ে লাফিয়ে আসছে।

আব্রাহাম;; আমার একটা কথা যদি শুনতে তুমি আইরাত! এইযে বললাম যে ওপরে সিড়ি বেয়ে উঠতে হবে না। কিন্তু নাহ তুমি তো নিজের মর্জির মালিক।

আব্রাহাম তাকিয়ে দেখে আইরাত সরু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিশ্চিত রাগে ফুলছে।

আব্রাহাম;; আহা রাগ করছো কেনো? আচ্ছা রাগ করতে হবে না চলো।

আইরাত;; আমি যাবো না।

আব্রাহাম;; না না থাক রাগ করে না, রাগ করে না।

আইরাত;; না না আমি যাবো না, যাবো না। সরেন আপনি।

আইরাত নিজের হাত ঠাস করে ছাড়িয়ে নেয়।

আব্রাহাম;; কি এক জ্বালা। কথায় কথায় শুধু রাগ করে! বেইবি প্লিজ চলো। রাগ করে না সোনা।

আইরাত;; ওহ আচ্ছা আমি, আমি এখন জ্বালা হয়ে গেছি তাই না। থাক জ্বালা আর সহ্য করতে হবে না আপনার।

আব্রাহাম;; 🤦‍♂️

আইরাত;; যান যান।

আব্রাহাম;; জানপাখি প্লিজ চলো। আচ্ছা সরি সরি। এইযে কানে ধরেছ সরি।

আব্রাহাম সত্যি সত্যি আইরাতের সামনে এসে হালকা ভাবে নিজের কানে হাত দেয়। আইরাত তো দুহাত ভাজ করে গাল ফুলিয়ে টিমটিম হয়ে আছে। আব্রাহাম তার মাথা হালকা নিচু করে আইরাতের দিকে তাকায় দেখে আইরাত এখনো গাল ফুলিয়ে রেখেছে। তা দেখে আব্রাহাম তার আঙুল দিয়ে আইরাতের গালে বেলুন ফুটানোর মতো টুস করে টোকা দেয়। এতে আইরাত হেসেই দেয়।

আব্রাহাম;; চলো এখন।

আব্রাহাম তার হাত ধরে নিয়ে যেতে লাগে। ইদানীং এটাই হয়। হুটহাট করেই আইরাতের রেগে যাওয়া, প্রচুর জেদ করে বসা, এটা খাবে না সেটা খাবে না, এখানে যাবে না ওখানে যাবে না, মুড সুইং। তবে সবকিছুই আব্রাহাম সামলিয়ে নেয়। পারফেক্টলি। আইরাত যেমনই থাকুক না কেনো আব্রাহাম এসে আইরাতের পাশে বসে তাকে নিজের বুকের সাথে লাগিয়ে নিলেই যেনো জোয়ালামুখী শান্ত। নিচে নেমে এসে হলরুম পেরিয়ে বাগানের দিকে চলে যায়। কিন্তু সেখানে খানিক উঁচু ঢিভি ছিলো।

আব্রাহাম;; বেবিগার্ল, ওয়েট। তুমি এখানে দাড়াও।

আইরাত;; কি হয়েছে?

আব্রাহাম;; আসছি আমি।

আব্রাহাম গিয়ে বাগানে আগে একটা চেয়ার ভালোভাবে রেখে আসে। তারপর আবার আইরাতের কাছে আসে। তার দিকে নিজের এক হাত বাড়িয়ে দেয়।

আব্রাহাম;; Come my 3 in 1…

আব্রাহামের কথা শুনে আইরাত হেসে দেয়৷ আস্তে করে হাত টা আব্রাহামের হাতে রেখে নেমে পরে। তারপর এসে সবার সাথে বাগানে চেয়ারে বসে পরে।

আইরাত;; কি করো দাদি?

ইলা;; এইতো জুস বানাচ্ছিলাম তোর জন্যই। নে নে এটা খেয়ে ফেল আগে।

আইরাত;; না এটা তো জুস না।

ইলা;; আরে জুস-ই তো।

আইরাত;; এটা মিল্ক শেক।

ইলা;; বুঝে গেছে রে 😑।

আইরাত;; হুম হুম চালাকি করো তাই না। ওটি হবে না। আমি খাবো না।

তখনই আইরাতের পাশে আব্রাহাম এসে দুহাত ভাজ করে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে ওঠে…

আব্রাহাম;; আইরাত খাও।

আইরাত;; বমি আসে আমার।

আব্রাহাম;; এখন আর আসবে না। দাদি মিল্ক শেক দাও দেখি।

ইলা;; এই নে।

আব্রাহাম মিল্ক শেকে এক গাদা চকোলেট ঢেলে দেয়। মিল্ক শেক থেকে হয়ে গেলো চকোলেট-মিল্ক শেক। সেটা আইরাতের দিকে এগিয়ে দিলে সে খেয়ে ফেলে। খাওয়ার পর আইরাতের ঠোঁটের ওপরে মুচ হয়ে যায়।

আব্রাহাম;; বাহহহ, আমার বউ এর মুচ।

আইরাত;; কৈ কৈ?

আব্রাহাম;; হাহাহা, এদিকে এসো।

আব্রাহাম আইরাতের ঠোঁটের ওপরে মুছে দেয়। সবকিছু ভালোই চলছিলো কিন্তু তখন কৌশল আসে।

কৌশল;; আব্রাহাম দাভাই!

আব্রাহাম;; হ্যাঁ

কৌশল;; একটু কথা ছিলো।

আব্রাহাম;; আসছি যা।

আব্রাহাম উঠে কৌশলের সাথে যায়।

আব্রাহাম;; কি হয়েছে?

কৌশল;; একটু অফিসে যেতে হতো তোমার।

আব্রাহাম;; কেনো?

কৌশল;; আসলে কয়েক লাক্ষ টাকা লস হয়েছে।

আব্রাহাম;; কেনো? কীভাবে?

কৌশল;; মানে জিনিস আমাদের কিন্তু তাতে নেমপ্লেট বা ক্রেডিট সম্পূর্ণ অন্যের দেওয়া। আর যেইসব জিনিসে আমাদের কোম্পানির নাম রয়েছে সেখানে জিনিসের গুনগত মান খুবই কম। যার ফলে নাম বদনাম হচ্ছে আমাদেরই। প্রোডাক্ট ভালো থাকলেও সেখানে উল্টা-পাল্টা সব করে রেখেছে অর্থাৎ ভেজাল যুক্ত। যার দরুন লক্ষ খানেক টাকা লস।

আব্রাহাম তার এক হাত কোমড়ে রেখে, আঙুল দিয়ে কপালের পাশে স্লাইড করে একবার পেছন ঘুরে তাকায়।

আব্রাহাম;; কে করেছে এইসব কিছু জানিস?

কৌশল;; খোঁজ লাগাচ্ছি তবে এখনো কিছুই জানা যায় নি। কিছু সময় লাগবে জেনে যাবো সবই।

আব্রাহাম;; আমি ভালো থাকতে চাইলে কি হবে ভালো আমাকে কেউ থাকতে দেয় না।

কৌশল;; হুমম। এখন কি করবে?

আব্রাহাম;; কাল আইরাত কে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো কাল সময় পাবো না আমি। আচ্ছা দেখি আজ রাতেই অফিসে যেতে পারি কিনা।

কৌশল;; তাহলে এখন আমি ওদিকটা গিয়ে দেখি।

আব্রাহাম;; যা ভালো হয় কর। অয়ন কোথায় রে?

কৌশল;; রাশেদ, অয়ন সবাই তো অফিসে।

আইরাত;; কৌশল ভাইয়া! (কিছুটা চিল্লিয়ে)

কৌশল;; হ্যাঁ বউমনি।

আইরাত;; বাইরে যাচ্ছো?

কৌশল;; হ্যাঁ, কয়েক ঘন্টা পরই এসে পরবো আবার। তোমার কি চকোলেট-চিপ্স বা অন্যকিছু লাগবে?

কৌশলের কথায় আব্রাহাম তার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। ওইযে হাবিজাবি খাবারের নাম শুনে।

আইরাত;; হ্যাঁ হ্যাঁ তা তো বটেই। কিন্তু আসার সময় অবনি কেও সাথে নিয়ে এসো।

কৌশল;; আচ্ছা। দাভাই আমি গেলাম।

আব্রাহাম;; হুমম দেখে-শুনে যাস।

কৌশল চলে যায়। আব্রাহাম এমনি দাঁড়িয়ে থাকে আর ভাবতে লাগে যে এইসব কিছু আবার আশফাক করছে না তো। কারণ তার পুরো সন্দেহ এখন আশফাকের ওপরেই। তাকে আবার নিজের পার্টনার হিসেবে কাজে না নেওয়াতে আব্রাহামের ওপর বেশ জেদ রয়েছে তার। সে চাইলে এইসব কিছু উল্টো কাজ করতেই পারে। কিন্তু এইসব সে করলে আব্রাহাম তো তাকে আর এমনি এমনি ছেড়ে দিবে না।

আইরাত;; জামাইজান!

আব্রাহাম তাকিয়ে দেখে আইরাত তাকে হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। আব্রাহাম তার কাছে যায়। সবার সাথে বসে পরে।

আইরাত;; জামাইজান!

আব্রাহাম;; হ্যাঁ।

আইরাত;; সবকিছু ঠিক আছে তো!

আব্রাহাম;; হ্যাঁ।

আইরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে চুমু এঁকে দেয়। তখনই দিয়া আর ইলা ঝেড়ে কাশে।

ইলা;; না মানে বলছিলাম কি যে আমরাও এখানে আছি আর কি!

আব্রাহাম;; তাই কি হয়েছে। তুমি আর দাদাভাইও তো লাভ ম্যারেজ করেছো। প্রথমে চুটিয়ে প্রেম করেছো তারপর পালিয়ে বিয়ে করেছো।

আইরাত;; হায় হায় তাই নাকি! দাদি সত্যিইইইই! আমি তো জানতামই না।

ইলা;; কি করবো আব্রাহামের দাদা সব দিক দিয়ে ঠিকই ছিলো তবুও মেনে নিচ্ছিলো না কেউই তাই পালিয়ে এলাম।

আইরাত;; আহা প্রেম রে।

আব্রাহাম;; হ্যাঁ দাদার গুণ টাই আমি পেয়েছি।

আইরাত;; কোথায় পেলেন! আমাকে নিয়ে তো ভাগেন নি আপনি!

আব্রাহাম;; কারণ তুমি নিজেই আমার কাছ থেকে দূরে দূরে পালিয়ে বেড়াতে। আমি আর তোমাকে নিয়ে পালাবো কখন। আর ওয়েট আমি কেনো পালাবো। আমি কি চোর না ডাকাত। সবার সামনে দিয়ে নিয়ে এসেছি। ভালোবেসেছি আমি খুন করিনি যে পালাবো।

আইরাত;; খুন করলেই বা কি!

আব্রাহাম;; কি বললে?

আইরাত;; “আমার জামাই টা কি ভালা গো” এটাই বললাম।

আব্রাহাম;; হুমম।

আইরাত;; আচ্ছা দাদি তোমার কয় বছর বয়সে বিয়ে হয়?

ইলা;; আমাদের যুগে তো মেয়েদের হাত-পা ফুটতে না ফুটতেই বিয়ে দিয়ে দেওয়া হতো রে। আমার যত টুকু মনে আছে পনেরো বছর বয়সে বিয়ে হয় আমার।

আইরাত;; এহ! বলো কি? এই পনেরো বছর বয়সে তুমি দাদার সাথে পালিয়ে এসেছো?

দিয়া;; জীবনে কি করলাম! 🙂

আইরাত;; 🤣

ইলা;; তোর দাদা আমার থেকে ৫-৬ বছর বড়ো ছিলো। স্কুলে আসার পথে দেখে পছন্দ করে। আস্তে আস্তে প্রেম, বাড়িতে বিয়ে ঠিক করলো কিন্তু তা কি আর হয়। পালিয়ে নিয়ে এলো আর আমিও এসে পরলাম।

আইরাত;; ভয় লাগে নি! যদি ধোকা দিতো?

ইলা মাথা তুলে তাকায়।

ইলা;; লেগেছে তো। অনেক ভয় লেগেছে যাবো কি যাবো না। বাড়ি ছেড়ে আসার সময় কতো পেছন ঘুরে ঘুরে ফিরে তাকিয়েছি। কিন্তু না করে দিতে পারি নি উনাকে। এইটুকু বুঝতে পেরেছিলাম যে বাবা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানে গেলে আমায় একটা সময় পঁচে মরতে হবে। তাই জীবনের মায়া ত্যাগ করে, সাহস জুগিয়ে ধরলাম তোর দাদাভাই এর হাত। জীবনে সুখ পেয়েছি অনেক। তবে যে সুখের মাধ্যম ছিলো সেই চলে গেলো।

আব্রাহাম;; কেনো আমি আছি না!

অনামিকা;; 😅

ইলা;; ওরে হারামি। একটু ইমোশনাল হইছিলাম তাও হাসায় দেয়।

আইরাত;; তাহলে দাদি তোমার বয়স কতো?

আব্রাহাম;; দাদির বিয়ের বয়স কিছুদিন পর ৮০ তে পরবে। এবার হিসেব করে বের করো।

আইরাত;; চলছে ৭৯?

আব্রাহাম;; হুমম।

আইরাত;; বিয়ের বয়স ৭৯ চলছে। দাদির ১৫ বছরে বিয়ে হয়। তাহলে দাদির বয়স বর্তমানে ৯৪ 😳।

দিয়া;; দাদি কে দেখে একদম বুঝাই যায় না।

আইরাত;; হায়াতের মালিক আল্লাহ।

অনামিকা;; মাশআল্লাহ।

আইরাত তার মাথা টা আব্রাহামের কাধে রেখে দেয়। আর আব্রাহাম আলতো করে তার মাথাও ঠেকিয়ে নেয়। সবাই এভাবেই বসে হাসি-তামাশা করতে লাগে।

।#নেশাক্ত_ভালোবাসা
#Season_2
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ৬২

রাতের বেলা বাসার দিকে সবকিছু ঠিকঠাক করে আব্রাহাম চলে যায় তার অফিসে। এই সময়ে আব্রাহাম কে অফিসে দেখে সবাই কিছুটা অবাক হয়। সবার সাথেই মোটামুটি কুশলাদি বিনিময় করে আব্রাহাম নিজের কেবিনে যায়। মেনেজার কে দিয়ে অফিসের সকল ক্যামেরা ফুটেজ গুলো নিয়ে আসতে বলে। সেগুলো এক এক করে সব চেক করতে লাগে। কিন্তু ফলাফল শূন্য। ফুটেজে তেমন কোন কিছুই খুঁজে পাওয়া যায় না। গত এক সপ্তাহের মধ্যে যে সকল প্রোডাক্ট গুলো লঞ্চ হয়েছে সেগুলোর প্রত্যেকটার একটা একটা করে স্যাম্বল নিয়ে আসতে বলে। সবকিছু খুটিয়ে খুটিয়ে দেখার পরও কোন ঘাবলা পাওয়া যায় না। সবকিছুই ঠিক আছে। তার মানে পরিষ্কার যে কেউ ইচ্ছে করেই জিনিসগুলো তে ভেজাল মিশিয়ে সেগুলো চালান করা হচ্ছে। নয়তো একই প্রোডাক্ট সবই ঠিক শুধু ভেতরে এক রকম আর বাইরে আরেক রকম কেনো! অর্থাৎ অফিসের ভেতরে ঠিকঠাক কিন্তু বাইরে গেলেই সব ভেজালযুক্ত হয়ে যাচ্ছে। তার মানে দাঁড়ায় এই যে কেউ বাইরে থেকেই সবকিছু নষ্ট করে দিচ্ছে। যদি বাইরের মানুষ এইসব কিছু করে থাকে তাহলে অবশ্যই তাকে হেল্প করার জন্য বা তাকে সব ইনফরমেশন দেওয়ার জন্য ভেতরে কেউ না কেউ তো আছেই। এই সবকিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিলো আব্রাহামের কিন্তু তখনই রাশেদ ডাক দেয়…

রাশেদ;; স্যার!

আব্রাহাম;; হুম

রাশেদ;; এখন তো আমারও মনে হয় যে সবকিছু আশফাকই করছে।

আব্রাহাম;; এতো প্যাচানো জিনিস ভালো লাগে না। সোজা মেইন পয়েন্টে আসি। এক কাজ করো বেশ কিছু গার্ড কে বলো পাতাল থেকে হলেও এই আশফাক কে ধরে নিয়ে আসতে।

রাশেদ;; স্যার এখন!

আব্রাহাম;; খুঁজতে বা ধরে আনতে তো সময় লাগবে। আজ খুঁজুক, পরে দেখি এই আশফাকের কি ব্যাবস্থা করা যায়।

আরো ঘন্টা খানিকের মতো থেকে আব্রাহাম নিজের বাসায় যাওয়ার জন্য পা বাড়ায়। বাইরে গিয়ে গাড়িতে উঠে বসে পরে। ব্লুটুথ কানে দিয়ে গান শুনতে শুনতে আসছে। কিন্তু কিছু সময় পর অনামিকা ফোন করে আব্রাহামের কাছে।

আব্রাহাম;; হ্যালো মা!

অনামিকা;; বাবা তাড়াতাড়ি আসো। আইরাতের অবস্থা ভালো না।

আব্রাহাম;; মানে কি! কি হয়েছে? (হাইপার হয়ে)

অনামিকা;; শুধু বমি করে যাচ্ছে। আর দম নাকি ভারি হয়ে আসছে।

আব্রাহাম;; ব্যাথা করছে নাকি পেটে?

অনামিকা;; ব্যাথা করছে না তবে ওর অবস্থা ভালো না।

আব্রাহাম;; আমি দশ মিনিটে আসছি মা তোমরা সবাই প্লিজ আইরাত কে দেখো। আমি আসছি। কেনো যে অফিসে আসতে গিয়েছিলাম আমি এখন।

এই বলেই আব্রাহাম ফোন কেটে দেয়। বুকটা কেমন ধুকপুক করছে। ইতোমধ্যে ঘেমেও গিয়েছে সে। এখন কোন রকমে শুধু বাড়ি পৌঁছে গেলেই হলো। আধা ঘন্টার রাস্তা দশ মিনিটে এসেছে সে। বাড়ির বাইরে গাড়ি থামিয়ে চাবি টা গার্ডের দিকে হালকা ঢিল দেয়। ও পার্ক করে দিবে। আর আব্রাহাম সোজা দৌড়। বাড়ি গিয়েই দেখে আইরাত একটা সিঙ্গেল সোফাতে বসে আছে। তার চারিপাশে সবাই তাকে নিয়েই ব্যাস্ত। আব্রাহাম ছুটে গিয়ে আইরাতের পাশে যায়। আইরাত কোন কথা না বলে শুধু ভারি ভারি দম ছাড়ছে আব্রাহাম কে দেখে তার কোমড় জড়িয়ে ধরে। সেও আইরাত কে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

আব্রাহাম;; বেবিগার্ল! কি হয়েছে জান! ব্যাথা করছে পেটে। চলো হস্পিটালে যাবো।

আইরাত;; না না আমি কোথাও যাবো না। আমার এখন ভালো লাগছে না। আপনি আমার কাছে থাকেন তাহলেই আমি ঠিক থাকবো। আমার শুধু শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

আব্রাহাম আইরাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চুমু এঁকে দেয়।

আব্রাহাম;; ও কি খেয়েছে কিছু?

ইলা;; যা খাচ্ছে সবই তো উল্টিয়ে ফেলে দিচ্ছে।

আব্রাহাম;; আচ্ছা থাক। জানপাখি চলো।

আব্রাহাম আইরাত কে ধরে দাঁড় করায়। আস্তে আস্তে হেঁটে রুমে চলে যায়। তাকে বিছানার ওপর হেলান দিয়ে শুইয়ে দেয়। আব্রাহাম গিয়ে নিজের ওপর থেকে কোট টা খুলে শার্টের হাতা গুলো গুটিয়ে নেয়। বারবার চোখে-মুখে পানি দিতে দিতে আইরাতের জামার বুকের দিকটা আর হাতার দিকগুলো বেশ ভিজে গেছে। তাই আব্রাহাম তাকে চেঞ্জ করিয়ে দেয়। তারপর রেস্ট নিতে বলে। এভাবেই চলে যায় রাত টুকু।

পরেরদিন সকালে উঠেই আব্রাহাম আইরাত কে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ধরে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। ড্রাইভার কে আস্তে ড্রাইভ করে যেতে বলে আর পেছন সীটে আইরাতের সাথে আব্রাহাম বসে আছে। ডক্টরের কেবিনে চলে যায়…

ডক্টর;; ম্যামের নয় মাসে তো পরে গেছে কিছুদিন আগেই। ডেলিভারির সময় হয়ে এলো বলে।

ডেলিভারির কথা শুনতেই আইরাত আব্রাহামের হাত খামছে ধরে। আব্রাহাম বুঝলো সে অনেক নারভাস তাই নিজের দুহাত দিয়ে আইরাতের এক হাত ভালো ভাবে জড়িয়ে ধরে।

আব্রাহাম;; হুমম।

ডক্টর;; এখন শুধু সবকিছু ভালোয় ভালোয় কেটে গেলেই হলো।

আইরাতের সাথে কেবিনে থাকা অবস্থায় আব্রাহামের কাছে ফোন আসে। রাশেদের ফোন দেখে আব্রাহাম উঠে কেবিনের বাইরে চলে যায়।

আব্রাহাম;; হ্যালো!

রাশেদ;; স্যার আশফাক কে তো পাই নি তবে তার জন্য কাজ করে এমন একজন কে পেয়েছি।

আব্রাহাম;; জমিয়ে খাতির-দারি করে আশফাক বর্তমানে কোথায় আছে তা বের করো।

রাশেদ একবার তার পেছন ফিরে তাকিয়ে আবার আব্রাহামের সাথে কথা বলে।

রাশেদ;; স্যার তাকে চেয়ারের সাথে বেঁধে রেখে
মারতে মারতে মুখ-নাক দিয়ে রক্ত বের করে ফেলেছি। কিন্তু তেমন কিছু একটা বলে না। কি করবো?

আব্রাহাম;; ঘি সোজা আঙুলে বের না হলে আঙুল বাঁকা করতে হয়। লিসেন যাকে তুলে এনেছো তার ফ্যামিলি তে কে কে আছে তা খোঁজ করো। এবং তাদের নিয়ে ব্লেকমেইল করো। ওকে বলো যে সে যদি মুখ থেকে কিছু না বের করে তাহলে তার পরিবারের লোকজন দের ক্ষতি করে দিবে। তবে এটা যেনো শুধু বলা অব্দিই সীমাবদ্ধ থাকে এর আগে না বাড়ে। ভূল করেও যেনো ওর পরিবারের লোকদের ওপর একটা টোকাও না পরে। কোন ক্ষতি যেনো ওর পরিবারের লোকজন দের না হয়। ওকে এটা বলো শুধু ওকে ভয় দেখানোর জন্য ব্যাস আর কিছুই না। আমি আবার বলছি বাকিদের কোন কিছু যেনো না হয় ওকে!

রাশেদ;; জ্বি স্যার।

আব্রাহাম ফোন কেটে দেয়। বাকি সব চেকাপ শেষে আইরাত কে নিয়ে বের হয়ে পরে। আইরাত আব্রাহামের কিছুটা রাগি মুখ দেখে বারবার জিজ্ঞেস করে যে সবকিছু ঠিক আছে কিনা! আব্রাহাম মুচকি হেসে হ্যাঁ বলে। বাসায় এসে পরে তারা। ডক্টর ৪ দিনের সময় দিয়েছে এরপরেই আইরাতের ডেলিভারির ডেট। এই কয়েকটা দিন আইরাত কে আরো বেশি কেয়ার ফুল থাকতে বলেছে ডক্টর। একদম বেড রেস্ট দিয়েছে।

রাতের বেলা আইরাত শুয়ে আছে আর আব্রাহাম তার জন্য জুস নিয়ে আসছে। আইরাতের হাতে জুস টা ধরিয়ে দেয় তখনই দরজাতে অয়ন আসে।

অয়ন;; দাভাই!

আব্রাহাম;; হুমম। অফিস থেকে কখন আসলি?

অয়ন;; আগে এদিকে এসো কথা আছে।

আব্রাহাম;; আইরাত সম্পূর্ণ জুস টুকু শেষ করা চাই ওকে!

আইরাত;; হুমমম।

আব্রাহাম অয়নের সাথে চলে যায়। অয়ন আব্রাহামের হাতে একটা ট্যাব ধরিয়ে দেয়। আর তাতে দেখা যাচ্ছে ওই লোকটাকে যে আশফাকের জন্যই কাজ করে। অর্থাৎ তাকে কি অবস্থায় রাখা হয়েছে তাই আব্রাহাম কে দেখাচ্ছে।

আব্রাহাম;; শালার ব্যাটা এতো মার খেয়েছে তবুও কিছু বলছে না!

অয়ন;; নাহ, অবশেষে বলেছে। আশফাক নাকি আজ ভোরের দিকেই শহরে এসেছে। মানে এই কদিন ও শহরের বাইরে ছিলো আজই এসেছে।

আব্রাহাম;; হুমম। আচ্ছা আমি দেখছি।

অয়ন;; ওহ আরেক কথা। হ্যাঁ আমাদের সন্দেহ-ই ঠিক ছিলো। এইসব কাজ আশফাকই করাচ্ছে।

আব্রাহাম;; ওই আধা মরা লোকটা বলেছে?

অয়ন;; হ্যাঁ। ও নাকি নিজেই সবকিছু তে উপস্থিত ছিলো।

আব্রাহাম;; হুমম।

অয়ন;; কাল…

আব্রাহাম;; অফিসে যাচ্ছি আমি।

অয়ন “হুমমম” বলে চলে যায়।

আইরাতের ঘুম থেকে ওঠার আগেই আব্রাহাম উঠে একদম রেডি। আব্রাহাম নিজের ওপরে এশ কালারের জেকেট জড়াচ্ছিলো তখনই আইরাত আস্তে আস্তে উঠতে ধরে বিছানা থেকে। আব্রাহাম তা আয়নাতে দেখে দ্রুত আইরাত কে এসে ধরে। তারপর ধরে তুলে বসিয়ে দেয়।

আইরাত;; সমস্যা নেই হাঁটাহাঁটি করতে পারি আমি বেশ ভালো করেই।

আব্রাহাম;; হুমম।

আইরাত;; অফিস?

আব্রাহাম;; বেবিগার্ল একদমই যেতে চাইছিলাম না কিন্তু একটু প্রব্লেম হয়েছে তাই যেতে হচ্ছে।

আইরাত;; আরে বুঝতে পেরেছি আমি। সমস্যা নেই আপনি যান।

আব্রাহাম;; ওঠো ফ্রেশ হও।

আইরাত গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দুজন একসাথে রুমের বাইরে বের হয়ে আসে। আব্রাহাম সবার কাছে আইরাত কে ভালোভাবে রেখে বাইরে এসে চোখে গ্লাসে’স পরে নিজে দ্রুত অফিসে যাওয়ার জন্য ছুটে। আইরাত বাইরে এসেই দেখে সবাই বসে আছে। তবে দিয়া, ইলা রেডি হয়েছে হাতে কিছু ব্যাগ। এটা দেখেই তো আইরাতের মাথায় আগুন।

আইরাত;; এই এইই কোথায় যাও তোমরা?

দিয়া;; তুই আজ এতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরলি যে।

আইরাত;; শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। কোথায় যাচ্ছিস?

দিয়া;; একটু বাইরে।

আইরাত;; আমিও যাবো। বাসায় থেকে থেকে শেষ, কবে থেকে বাইরে যাই না আমি। আমাকেও নিয়ে যাও না।

অনামিকা;; না থাক, তুই বাড়িতে থাক।

আইরাত;; আরে আমি তো বাইরে গিয়ে আর হাঁটছি না। গাড়িতেই তো থাকবো। যাই যাই প্লিজ যাই।

আইরাতের আকুতি আর কেউ ফেলে দিতে পারে না। আর আসলেই তো কবে থেকে যে বাইরে যায় না সে। এই বাড়িতেই। সবাই যখন যাচ্ছে তাহলে তাকেও নিয়েই যাওয়া যায়। অবশেষে আইরাত কেও নিয়ে যাবে বলে ঠিক করে। অন্যদিকে আব্রাহাম অফিসে গিয়ে বড়ো কাচের ডেস্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে একটা গরম কফির মগ। সামনেই সব ফাইল এলোমেলো হয়ে আছে। যে লোকটাকে ধরে বেধে সব উগ্লিয়েছে তাকে ছেড়ে দিতে বলেছে। যদিও সে বর্তমানে হস্পিটালে এডমিট রয়েছে। ঘন্টা খানিক চলে যায় আব্রাহামও তার কাজে ডুবে আছে। হাজার করলেও আর কাজ শেষ হবে না। পাশে থাকা ফোন বেজে ওঠে, কাজের ব্যাস্ততায় নাম্বার না দেখেই ফোন রিসিভ করে কানে তুলে।

আব্রাহাম;; হ্যালো।

আশফাক;; হ্যালো স্যার। কেমন আছেন আপনি? বহুদিন পর আপনার এই ভরাট কন্ঠস্বর টা শোনার সৌভাগ্য হলো।

কন্ঠ চিনতে আর এক মুহুর্ত দেরি হলো না আব্রাহামের যে এই কে।

আব্রাহাম;; যাহহ,, যার জন্য ফাঁদ পাতলাম সে তো দেখি নিজের ইচ্ছে তেই ধরা পরেছে আমার কাছে।

আশফাক;; কিন্তু সেই ফাঁদে তো আমি পরবো না। পরবেন আপনি।

আব্রাহাম;; সোজাসাপটা কথা বল।

আশফাক;; আপনি কি ভেবেছেন নজর শুধু আপনি একাই রাখতে পারেন। আমি পারি না। আমিও রেখেছি।

আব্রাহাম;; মানে?

আশফাক;; এইযে আপনার দাদি, শালি আর প্রাণভোমরা অর্থাৎ বউ। আপনার অনাগত সন্তানের মা। তারা সকলে যে দেখি বাইরে। আমার নজরের সামনেই। কিন্তু আমি তাদের থেকে বেশ দূরে।

এটা শুনতেই আব্রাহামের কলিজা টা কেমন ছাত করে ওঠে। চেয়ারে হেলান দিয়ে বসে ছিলো সে, আশফাকের কথা শুনে সোজা হয়ে ওঠে বসে।

আব্রাহাম;; ওরা সবাই বাইরে কি করে? আর সাথে আইরাত! আইরাত কেনো? ও বাইরে এসেছে কেনো?

আশফাক;; এখন স্যার, একবার ভাবুন তো আমি যদি আইরাত ম্যাম কে কিডন্যাপ………..

আব্রাহাম;; আশফাক আমাকে চিনিস না তুই। একটা আচড় অব্দি এলেও তোকে আমি এমন মৃত্যু দিবো যে মৃত্যু নিজেও ভয় পেয়ে যাবে তোর অবস্থা দেখে।

আশফাক;; দেখা যায় কি হয়।

আব্রাহাম ফোনটা এক আছাড়ে ভেঙে খানখান করে ফেলে। মাথা ফেটে যাচ্ছে তার রাগে। সবকিছু ছেড়ে ছুড়ে আগে নিজের বাসায় যায় আব্রাহাম। বাড়ির ফোনে ফোন করে। এক সময় ফোন ধরে অনামিকা।

অনামিকা;; হ্যালো।

আব্রাহাম;; মা আইরাত আর দাদি, দিয়া সবাই কোথায় গিয়েছে? কেনো গিয়েছে?

অনামিকা;; তারা সবাই তো একটু বাইরে গিয়েছে। আইরাত কে রেখেই যেতে চাইছিলো কিন্তু তার নাকি বাসায় দম বন্ধ লাগছে। এমন ভাবে বললো যে মানা করতেই পারলো না। তাই নিয়ে গেলো। সমস্যা নেই আইরাত গাড়িতে রয়েছে তাকে নামতেও দিবে না।

আব্রাহাম;; কথা সেটা না মা। আচ্ছা ওরা কোথায় গিয়েছে?

অনামিকা;; সুপার শপে গিয়েছে।

আব্রাহাম;; আচ্ছা আমি রাখি। আর তুমি সাবধানে থেকো প্লিজ।

অনামিকা;; আচ্ছা।

আব্রাহাম এক হাত দিয়ে ড্রাইভ করছে আরেক হাত মুখের কাছে নিয়ে রেখেছে। হার্টবিট বেড়ে গিয়েছে তার চিন্তায় আর রাগে।





চলবে~~



চলবে~~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here