#মন_পাথরে_হঠাৎ_ঝড়
#পর্ব_২৯
Tahrim Muntahana
গোধূলি বিকেল! সাড়ে পাঁচটার মতো বাজে হয়তো। নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি! কিছুক্ষণ পর পর এক ফালি কালো মেঘ ভেসে যাচ্ছে অবলিলায়। হৃদানের চৌধুরী মেনশনে মানুষে গিজগিজ করছে। নিজের ঘরের বেলকনিতে বসে মেঘেদের খেলা খুব মনোযোগ দিয়ে দেখছিলো হৃদান। আজ তার মনে যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে তা সারা দেশ জানবে! আজ সারা দেশকে দেখিয়ে দিবে হৃদান চৌধুরী ভালোবাসা! এতদিন সবাই তার নিষ্ঠরতা দেখেছে আজ ভালোবাসা দেখবে। ভালোবাসা যদিও প্রকাশের না! অনুভব করতে হয় কিন্তু সে আজ প্রকাশ করবে! হৃদান চৌধুরীর নিষ্ঠুরতার চেয়েও ভালোবাসার প্রখরতা বেশী সবাই দেখবে আজ! কথাগুলো ভেবেই হাতে রাখা ডায়েরিটার দিকে তাকালো হৃদান। নাহ তার ডায়েরি লেখার অভ্যাস কোনো কালেই নেই। তার হাতে আদরের ডায়েরী। যেখানে তার প্রতি ভালোবাসা, অনুভূতি গুলো স্থান পেয়েছে। মেয়েটা তাকে আগে থেকেই এতটা ভালোবাসে বুঝতেই পারেনি সে। ঠোঁট এলিয়ে হাসলো সে। এত খুশি কেন লাগছে তার! এই খুশি বেশীক্ষণ থাকবে তো? ভয়াবহ কোনো ঝড় না এলেই হয়!
বস সব কমপ্লিট! সময় হয়ে এসেছে যেতে হবে এখন।
পান্চুর কথায় হৃদান বেলকনি থেকে ঘরে এলো। দরজায় দাড়িয়ে হাক ছেড়ে কথা গুলো বলছিলো পান্চু। হৃদান সোফায় বসে চিন্তিত স্বরে বলে উঠে,
আচ্ছা পান্চু বাসর ঘরে আমি লজ্জা পাবো নাকি আমার বউ পাবে!
পান্চু কিছুক্ষণ টাশকি খেয়ে তাকিয়ে রইলো। পরক্ষণেই বিড়বিড় করে বলে উঠলো,
আপনাদের জামাই-বউ কারোর ই লজ্জা নেই। ড্যাং ড্যাং করে বাসর ঘরে ঢুকে পড়বেন। লজ্জা তো যা আছে সব আমার!
পান্চু দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইলো হৃদান। পান্চু কিছু বলছে না বলে বাঁকা হেসে বলে উঠলো,
বউয়ের কথা মনে পড়ছে আধা টাকু পান্চু কাকু!
পান্চু চমকে হৃদানের দিকে তাকালো। খেয়াল করলো তার পা কাঁপছে। পরক্ষণেই পান্চুর মুখটা একদম চুপছে গেলো। বস কি এখন তাকে শাট শাট করে গুলি করে দিবে? এখনো বাসর করতে পারলো না! পান্চুর মুখ দেখে হো হো করে হেসে দিলো হৃদান। হাসতে হাসতে বলে উঠলো,
যাও নিচে যাও ; তোমার বউ অপেক্ষা করছে!
পান্চু এবার ভয় পেয়ে গড়গড় করে বলে উঠলো,
সরি বস, আসলে কি হয়েছে। মেয়েটার তিনদিনের দেখার দিন যে বিয়ের জন্য জোর করবে কে জানতো। ব্ল্যাকমেইল করছিলো ইজ্জতহানী করে দিতো আমার। আপনি তো জানেন পান্চুর চরিত্র তার বসের মতোই পবিত্র! দাগ কি করে লাগতে দিই বলুন। তাই কোনো কিছু না ভেবেই কাজি অফসি গিয়ে বিয়ে করি। কাউকে জানায় নি। আপনার দেওয়া ফ্ল্যাটে আছে। সরি বস! এবারের মতো ক্ষমা করে দিন দ্বিতীয় বার আর ভুল হবে না। একমাস আগে জানিয়ে রাখবো!
পান্চুর শেষের কথা শুনেই হৃদান চোখ বড় বড় হয়ে এলো। এ ছেলে বলে কি? দ্বিতীয় বার ভুল হবে না মানে?
তুমি কি বিয়ে আরো করতে চাইছো নাকি?
না মানে আপনি অভয় দিলে করতাম!
বলেই পান্চু এক দৌড়। এখানে থাকলে তার টাক মাথার উপর দিয়ে ঝড় বয়ে যেত তাই তো কথাটা বলেই দিয়েছে দৌড়। হৃদান হাসতে হাসতে সোফায় বসে পড়ে। আজ অকারণেই এত হাসি পাচ্ছে তার।
দরজা লকের শব্দ আসতেই হাসি থেমে গেলো তার। কে এসেছে দেখতে চোখ তুলে তাকাতেই আপনাআপনিই তার চোখ বুজে এলো। রাগে চোখ লাল হয়ে গেলো মুহূর্তেই। হিয়া এসেছে। হাটুর উপর একটা প্যান্ট ; উপরে টি-শার্ট পড়ে এসেছে। হিয়া এসেই হৃদানের কোলের উপর বসে পড়লো। কিছু বুঝার আগেই হিয়া নিজের ফোনে ফটাফট কয়েকটা ছবি উঠিয়ে নিলো। হৃদান যেন কিছু বুঝতে পারলো না। যতক্ষণে বুঝতে পেরেছে ততক্ষণে অনেকটা দেরী হয়ে গেছে। হিয়া বাঁকা হেসে ফোন হাতে নিয়ে দাড়িয়ে আছে। হৃদান হাসলো, বদ্ধ ঘরে বিকট শোনালো হাসিটা। হিয়া ভড়কে গেলো। বুক কাঁপছে তার। কতটা সাহস নিয়ে এসেছে একমাত্র সেই জানে। হৃদান দাঁতে দাঁত চেপে বলে উঠলো,
কয়েকটা ছবি দিয়ে কি প্রমাণ করতে পারবেন মিস হিয়া শিকদার?
অনেক কিছু! এই ছবি গুলা যদি এখন আপনার উডবির কাছে পাঠিয়ে দিই কি হবে বলুন তো? আ আ ভুল বুঝবে না? বিয়েটা ভাঙবে না?
হৃদান চমকে উঠলো। আদর এসব দেখে তাকে ভুল বুঝবে? বিয়েটা কি ভেঙে দিবে! কথাগুলো মনে হতেই হৃদানের কলিজা মোচড় দিয়ে উঠলো। আদরকে হারানোর ভয় ক্রমে ক্রমে যেন তাকে গ্রাস করে নিচ্ছে। হৃদানের ভয়মিশ্রিত চাহনী দেখে হিয়ার সাহস যেন দ্বিগুণ বেড়ে গেলো। শব্দ করে হেসে বলে উঠলো,
রিলেক্স হৃদান ভাইয়া! আমি তো তোমার সাথে মজা করছিলাম। হৃদান চৌধুরীকে ভয় পেতে দেখতে কেমন লাগে সেটাই দেখছিলাম বাট নাহ ভালো লাগলো না আমার। তাই বলে দিলাম। সরি সরি আমার এমনটা করা উচিত হয়নি! ওভারএক্টিং হয়ে গেছে!
হৃদান হিয়ার কথায় অবাক হয়ে গেলো। এতক্ষণ হিয়া মজা করছিলো? মজা করার জন্য এরকম ড্রেস পড়ে তার সামনে আসবে? হৃদানের চাহনী দেখে হিয়া ইতস্তত করে বলে উঠলো,
আমি আসলেই মজা করছিলাম ভাইয়া। তুমি আর আদর আমাদের জন্য যা করেছো অনেক। তোমরা না থাকলে তো আমি, ভাইয়া এই দেশে টিকে থাকতেই পারতাম না! এটা ঠিক আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমাদের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না! তাড়াতাড়ি রেডি হয়ে নাও নাহলে দেরী হয়ে যাবে।
হৃদানের মুখে হাসি ফুটে উঠলো। এতক্ষণ মনে হচ্ছিলো প্রাণ টা বুঝি উড়াল দিবে।
হিয়া মুচকি হেসে চলে গেলো।হৃদান খুশি মনে রেডি হতে গেলো। বিয়ের খুশিতে যেন তার মস্তিষ্ক টাও ডাউন হয়ে আছে। হিয়ার কথার জালে ভুলেই গেলো ফোনে এখনো সেই ছবি গুলো রয়ে গেছে।
আধা ঘন্টা পর পিয়াস হৃদানের দরজায় নক করলো। তখন সে শেরওয়ানি পড়ে পাগড়ি মাথায় দিয়ে বার বার আয়নায় নিজেকে দেখছিলো। কি সুন্দর লাগছে তাকে! আগে কখনো এভাবে আয়নায় নিজেকে দেখা হয়নি তার। আজ দেখছে সে; বিয়ের সাজে আদরের পাশে বেমানান লাগবে না তো! হাইরে ভালোবাসা! কতটা পরিবর্তন করে দেয় একটা মানুষকে; ভেতর কিংবা বাহির! পাগডি পড়েই পারফিউম স্প্রে করে ফোনটা নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো সে। পিয়াস কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলো। আজ সে অন্য হৃদান কে দেখছে। কতটা নিপুণ লাগছে! পিয়াসের হা করা মুখটা হালকা হেসে বন্ধ করে দিলো হৃদান। পিয়াস নিজেও হেসে বলে উঠলো,
বাহ! কি লাগছে জানু তোকে। আমার ই নজর লেগে যাচ্ছে। পাঞ্জাবি সাথে তোর বডিটা যা ফুটে উঠেছে না! আমি মেয়ে হলে নিশ্চিত তোকে নিয়ে পালিয়ে যেতাম!
পিয়াসের কথায় হৃদান ঢং করে হাত দিয়ে নিজের বডি ঢেকে নিলো। মনে হচ্ছে লজ্জায় সে মরে যাচ্ছে। ভ্রু কুচকে বলে উঠলো,
নজর ঠিক কর শালে, বাই এনিচান্স তোর জেন্ডার পাল্টে যায়নি তো? খবরদার সাবধান আমার দিকে নজর দিস না; এসব আমার বউয়ের হোক। বাসর ঘরে বউ কে কি জবাব দিবো!
হৃদানের কথা শুনে পিয়াসের মাথায় হাত। এ ছেলে বলে কি? জেন্ডার চেন্জ হবে মানে? পরক্ষণেই কথার মানেটা মাথায় আসতেই কিছু বলতে নিবে সামনে তাকিয়ে দেখে হৃদান হাওয়া। বোকাবনে গেলো সে। মাথা চুলকে ভাবতে ভাবতে নিজেও নিচের দিকে চলল। ড্রয়িং রুমে আসতেই হৃদানের চোখে পড়লো পান্চু ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। আর সবাই মিটমিটিয়ে হাসছে। হৃদান কে দেখেই সবাই কিছুটা সরে দাড়ালো। হৃদান বলে উঠলো,
রিলেক্স! আনন্দ করতে এসেছেন ; আমার বিয়ে জমিয়ে উপভোগ করুন। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই।
হৃদানের কথায় সবাই কিছুটা স্বস্তি পেলো। নিজেদের মতো মজা করতে লাগলো তারা। হৃদান পান্চুর পায়ের কাছে এসে দাড়ালো। বসকে দেখেই পান্চু নাকে কান্না করে বলে উঠলো,
বস, আমি আপনার কোন জন্মের শত্রু। আমাকে এইভাবে ধোঁকা দিলেন। আমাকে না বলেই আমার, অনিচ্ছায় বিয়ে করা বউকে বিয়েতে নিয়ে চলে এলেন। এখন আমার কি হবে? এই মেয়ে শুধু আমার টাক মাথায় চুমু খায়। মানুষ দেখে না; যখন তখন আমার ইজ্জত লুটে নিবে!
পান্চুর কথায় হৃদান ঘর কাঁপিয়ে হেসে উঠলো। সাথে সাথেই চারপাশ থেকে হাসির শব্দ জোরালো হলো। পান্চুর বউ একদম ফুসে উঠলো। নিজের প্রাইভেট কথা কিভাবে বলছে। হৃদান আরেকটু মজা করে বলে উঠলো,
শুধু তো টাক মাথায় চুমু খায়; আমি আমার বউকে যখন তখন লিপকিস করবো। বউ আমার; সবকিছুই যখন তখন হবে। আমার একটু প্রেম পেলেই হবে! শুধু কবুল টা বলতে দাও!
পান্চু হতাশ। কার কাছে কি বলছে? এই পৃদান চৌধুরী এখন ঠোঁট কাটা হয়ে গেছে; সে বউকে দেখে ভুলেই গিয়েছিলো। চারদিকের সবার মুখেই হাসি। খানিকটা অবাক ও হয়েছে হৃদান চৌধুরীর মুখে এমন কথা শুনে। হৃদান আর দেরী করলো না। সবাই কে নিয়ে বেরিয়ে পড়লো।হিমেল পিয়াস এখানের সব এরেঞ্জমেন্ট করেছে। পান্চু সব দেখভাল করছে। হৃদান রা বের হতেই হিয়া হেলেদুলে বের হয়ে আসলো। মুখে তার লেগে আছে বাঁকা হাসি। লেহেঙ্গা পড়েছে সে। গিয়ে হৃদানের গাড়িতে বসতে যেতেই হৃদান বলে উঠলো,
মিস হিয়া আপনি পরের গাড়িতে উঠুন। এটাতে কেউ এলাউ না!
হিয়া মনে মনে অপমানিত হলেও মুখ ফুটে কিছু বললো না। হেসে মাথা দুলিয়ে পরের গাড়িতে উঠে বসলো। হিয়া যেতেই হৃদান হাঁফ ছেড়ে বাঁচলো। এই গাড়িতে আদরের জন্য উপহার রয়েছে। পিয়াস কে ডাক দিয়ে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে নিজে নেমে পড়লো। মাথায় এখনো তার পাগড়ি! একটুর জন্যও খুলেনি। বাইকে উঠে বসতেই পিয়াস চেঁচিয়ে বলে উঠলো,
পাগড়ি আমার কাছে দে হৃদান। হেলমেট পড়!
নো ওয়ে। পাগড়ি খোলা যাবে না। হেলমেট পড়বো না আজ!
হৃদানের কথায় পিয়াস আর কিছু বললো না। বলেও লাভ নেই। শুনবে না সে জানে। হৃদান বাইক স্টার্ট দেওয়া আগে পেছনে থাকা ফটোগ্রাফার দের উদ্দেশ্যে বলে উঠলো,
প্রত্যেক স্টেপের শট চাই আমার। বাট কেউ আমার বউয়ের দিকে ভুল করেও ক্যামেরা ধরবেন না! ওটা আমার ব্যক্তিগত সম্পদ! আপনাদের সবার দিকেই আমার লোক নজর রাখবে খেয়াল থাকে যেন। ওই মেয়েটার ক্ষেত্রে আমি যেমন সবচেয়ে বেশী সফট তেমনি কিন্তু সবচেয়ে বেশি হিংস্র!
জোরে বলায় বিয়েতে আসা সবার কানেই কথাটা গিয়েছে। হৃদান চৌধুরীর ভালোবাসা সম্পর্কেও তাদের ধারণা এসে গেছে। অপেক্ষা শুধু ওই মেয়েটা কে দেখার। শুধু নামই শুনেছে দেখতে পারেনি তেমন কেউ। কে সেই মেয়ে; যে হৃদান চৌধুরী কে এতটা পাল্টে দিলো। পাথর মনে প্রেমের ছোঁয়া দিয়ে ফুল ফুটিয়েছে!
হৃদান উপর ওয়ালা নাম নিয়ে বাইক স্টার্ট দিলো। সাথে সাথে ডেকোরেশনের মিউজিশিয়ান রা তাদের কাজ করতে লাগলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেক টা মানুষ দেখেছে। প্রত্যেক টিভি ও খবরের পাতায় হৃদান চৌধুরী বিয়ে নিয়েই হইচই চলছে! বাইক চৌধুরী মঞ্জিলের গেটে আসার আগেই গান বাজনা থামিয়ে দিয়েছে হৃদান। আদর কে সে চমকে দিবে। গেটের কাছে তারিম সুবাহ রোহানি রিয়া ওরা এসে দাড়িয়েছে। টাকা ছাড়া ঢুকতে দিবে না। পিয়াস এসেই রোহানিকে দেখে টাশকি খেলো। চিনতেই পারছে না আজকে সে। বিয়ে আদরের নাকি এদের এটাই তার মাথায় ঢুকছে না। পান্চু তো বলেই উঠলো,
বুঝলাম না! বিয়ে ম্যামের নাকি আপনাদের! বিয়ের কণেও তো মনে হয় এত সাজেনি যতটা আপনারা সাজছেন।
মুখের গঠন ই তো পাল্টে গেছে। চিনতেই পারছি না আমি!
পান্চুর কথায় পিয়াস হৃদানের হাসি পেলেও হাসলো না। অনেক কষ্টে চেপে রাখলো। পরে দেখা যাবে বিয়ের আগেই বোন গপ্পেন অনশন করে বসে। কিন্তু ফুসে উঠলো তো মেয়েরা। আদরের কথা অনুসারেই তো সবাই সেজেছে। এতটাও মেকাপ করেনি তারা। তারিম পান্চুকে উদ্দেশ্য করে বলে উঠলো,
পান্চু ভাইয়া চোখ কোথায় রেখে আসো নাকি কান দিয়ে দেখছো। তোমার ক্ষেত্রে এমনটাই মনে হয়। তোমার টাক মাথায় তবলা বাজালেই মাথায় হার্টএ্যাটাক হয়ে চোখ ভালো হয়ে যাবে!
তারিমের কথায় মেয়েরা সবাই হো হো করে হেসে উঠলো। পান্চুর মাথায় কিছুই ঢুকছে না। মাথায় হার্টএ্যাটাক কেমনে হবে? আর মাথার সাথে চোখের কি সস্পর্ক! কিছু বলতে নিবে তার আগেই পান্চুর বউ বলে উঠলো,
আমি আঞ্জুমান। পান্চুর বউ। এই টাকমাথার মানুষটার কথায় কান দিয়েন না। মাথার উপরেও যেমন কিছু নেই; মাথার ভেতরেও তেমন কিছু নেই!
পান্চু ঘোর অপমানিত হলো। শেষমেষ নিজের বউয়ের দ্বারা অপমান! এই মুহূর্তে পান্চু বিয়ে বাড়ি বয়কট করবে। নেহাত বস কে ভয় পায়! নিজের বউ কে শিক্ষা দেওয়ার কঠিন একটা প্ল্যান করে নিলো পান্চু। তার বউ কেও টাক মানাবে সে। তখন দেখবে টাক মাথা বলে কিভাবে ক্ষেপায়। গেটে দাড়িয়ে থাকা হৃদানের আর সহ্য হলো না বউ কে কখন দেখতে পারবে। নিজের ক্রেডিট কার্ড তারিমের হাতে ধরিয়ে দিয়ে ঢুকে পড়লো বাড়ির ভেতর। মনটা আরো খুশিতে ভরে উঠলো। কি সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। বাহ তার বড়বাবা দেখছি দারুণ! হৃদানের কথা অনুসারে তারিম রা আদর কে নিয়ে এসে স্ট্রেজে বসিয়ে দেয়। আদর এদিক ওদিক তাকিয়ে যখন হৃদান কে দেখতে পায় না তখন মনটা হালকা খারাপ হয়। কখন আসবে মানুষটা! কখন চাঁদ মুখটা দেখে চোখের তৃষ্ণা মেটাবে! তারিম আদর কে ধাক্কা দিতেই আদর নিজের ভাবনা থেকে বের হলো। খোঁচাতে লাগলো সে। আদর সব ভুলে আনন্দে মেতে উঠলো।নিজের ফোনটা বের করে একের পর এক পোজ নিয়ে ছবি উঠতে লাগলো। নিজের বিয়েতে নিজে না মজা করলে কি করে হয়! এমন সময় গানের শব্দ আসতেই আদর অবাক হলো। বিয়ে বাড়ি হলেও নাচ গান করেনি কেউ। হৃদান না করে দিয়েছিলো। আদর এতে খুব খুশিও হয়েছিলো। এমনিতেও মাথায় প্রেশার পড়বে তার উপর গান বাজনা হলে মাথা ব্যাথাটা যাবেই না। এদিক ওদিক তাকিয়ে নিজের চেয়ারে বসে উঠলো। যতসময় গড়াচ্ছে গানের শব্দও নিকটে শোনা যাচ্ছে; সাথে মানুষের হইচই। আদরের সাথে তারিম ওরা দাড়িয়ে আছে। একেবারে কাছে গানের শব্দ আসতেই আদর মুখ তুলে সামনে তাকালো। আপনাআপনিই মুখে হাত চলে গেলো তার। হৃদান শেরওয়ানির সাথে মাথায় পাগড়ি পড়ে গানের তালে নেচে নেচে মঞ্চের দিকে আসছে। এত কাছ থেকে নিজের স্বপ্নগুলো পূরণ হতে দেখে আদর খুশি হবে না অবাক হবে বুঝতে পারছে না। তার ইচ্ছেগুলোর কথা হৃদান জানলো কি করে? সে তো তারিম ওদের কেউ বলেনি! একমাত্র ডায়েরি! ডায়েরির কথা মনে হতেই আদরের কাছে সবটা পরিষ্কার হলো। সে কিছুদিন ধরে ডায়েরি টা পাচ্ছিলো না। এই তার কারণ! আর অবাক হলো না বরং নিজের আসন থেকে উঠে দাড়ালো। হৃদান এসেই নিজের ডান হাত টা এগিয়ে দিলো। এক সেকেন্ড ও দেরী করলো না আদর। সাথে সাথেই নিজের বাম হাত টা হৃদানের হাতের উপর রাখলো। মঞ্চ থেকে নেমেই হৃদানের সাথে নাচতে শুরু করলো। হৃদান তারিম ওদের ইশারা করতেই ওরাও চলে আসলো। এ যেন এক এলাহি কান্ড। বড়রা সবাই তৃপ্তি নিয়ে ছেলেমেয়েদের খুশি দেখছিলো। ছেলে মেয়েরা খুশি থাকলেই তো তারা খুশি। হৃদান আদরের নাচের ভিডিও করছে স্বয়ং পান্চু। তাছাড়া কারোর এলাউ নেই।
হৃদানের সাথে আসা লোকজন আদর কে একনজর দেখেই বুঝেছে হৃদান চৌধুরী কেন এত পাগল হয়েছে। মেয়েটার যেমন রূপ তেমনি মিষ্টিভাষী। ওদের সাথে কি সুন্দর করে কুশল বিনিময় করলো। নাচানাচির পর্ব শেষ হতেই আদর কে হৃদান বলে উঠলো,
এখানে বসো আমি আসছি!
হৃদান বাড়ির ভেতর চলে গেলো। আতইয়াব ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসে আছে। অন্ধকার রুম। হৃদান দীর্ঘশ্বাস ফেললো। তার কি কষ্ট হচ্ছে না? তার ও তো ছোট্ট পুতুল বোনটাকে বিদায় দিতে হবে! পাশে গিয়ে নিঃশব্দে বসলো। নিজেদের হালাল শত্রুতার সম্পর্কটা বজায় রেখে বলে উঠলো,
বউ তো নিয়ে যাইনি ; দেবদাস হয়ে বসে আছেন কেন? চিন্তার কোনো কারণ নেই। আমার বাসরের সাথে সাথে আপনার বাসরের ব্যবস্থাও করবো!
আতইয়াব একপলক হৃদানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলো। কথা বলার ইচ্ছে নেই তার। হৃদান চাপা শ্বাস ফেলে আতইয়াবের এক হাত আকড়ে ধরে বলল,
আই প্রমিজ মি. ডক্টর আপনার বোনের একটু ক্ষতি হতেও দিবো না। নিজের জীবন দিয়ে আগলে রাখবো। ইউ ক’নো না? আমি ওকে কতটা ভালোবাসি! একটু অযত্ন করবো না। আপনি যদি এভাবে মন খারাপ করে বসে থাকেন আপনার বোন কি আনন্দ করতে পারবে? আপনাকে যে ওর খুব দরকার এখন। কবুল বলার সময়টাতে আপনাকে ওর হাত ধরতে হবে। আপনার ভরসার জায়গাটুকু কেউ নিতে পারবে না! আর আপনাকেও আমি আপনার বোন থেকে আলাদা করবো না! আমি আমি আমার বোন কে করবো! চলুন আমার সাথে।
হাত ধরে টেনে তুললো আতইয়াব কে। হৃদানের কথাগুলো শুনে ইতিমধ্যেই আতইয়াবের মনটা একটু হালকা হয়েছে। কিন্তু শেষের কথাগুলো বুঝলো না। কথাও বাড়ালো না। মুখে হাসি ফুটিয়ে আদরের পাশে গিয়ে বসলো। মাথায় হাত রাখতেই চোখটাও ভিজে আসতে চাইলো তার। পাত্তা দিলো না, চোখের পাপড়ি ঘনঘন ফেলে চোখের পানি আটকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। ভাইয়ের মুখ দেখেই আদরের বুকটা মোচড় দিয়ে উঠলো। তার এখনি হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে! হৃদান কাউকে মন খারাপ করার সুযোগ দিলো না। ওয়েটার কে ইশারা করতেই দুটো খাবার প্লেট এনে সামনের টি-টেবিলে রাখলো। হৃদান আতইয়াবের হাতে একটি ধরিয়ে দিয়ে বলল,
না খেয়ে আছে। আপনার হাতে খাবে বলে। হৃদু কাম। খাওনি কেন? আমাকে একটা ফোন করতে পারতে! আমি চলে আসতাম না?
তারিম মাথা নিচু করে নিলো। আতইয়াবের জন্য খারাপ লাগছিলো আর নিজেকেও তো কাল ভাইকে ছেড়ে স্বামীর বাড়িতে যেতে হবে! এই ভেবেই মনটা খারাপ ছিলো। ভাইকে ভিষন মিস করছিলো সে। কিন্তু নিজের জন্য তো ভাইয়ের মজা টা নষ্ট করতে পারেনা। তাই বলেনি। হৃদানের পাশে নিঃশব্দে বসলো। হৃদান কথা না বাড়িয়েই খাইয়ে দিতে লাগলো। ভাই-বোনের ভালোবাসা দেখে যেন সবার চোখ জুড়িয়ে গেলো। আদর-তারিম জানে হৃদান-আতইয়াব ও খায়নি। তাই দুজন নিজেও ওদের হাতে তুলে খাইয়ে দিলো। খাওয়ার পর্ব শেষ হতেই হৃদান তারিম কে উদ্দেশ্য করে বলে উঠলো,
সুবাহ রোহানি হৃদুকে ওর রুমে নিয়ে যাও। দুটো মেয়ে আছে যা যা করতে বলে করবে; কোনো প্রশ্ন করবে না!
তারিম কিছু বুঝলো না। তবুও ভাইয়ের কথায় সায় জানিয়ে তিনজন উপরে চলে গেলো। তারিম যেতেই হৃদান ফালাহ কে ইশারা করলো। সাথে সাথেই ফালাহ আতইয়াবের হাত ধরে ওদের ঘরে চলে গেলো। কারোর মাথাতেই কিছু ঢুকছে না। আদরের দিকে তাকালো হৃদান। ভালো করে কিছুক্ষণ দেখলো। নেশা ধরে যাচ্ছে তার। মদ খেয়েও মনে হয় এতটা নেশা হবে না তার! নিজের ফোনটা নিয়ে আদরের সামনে গিয়ে বলল,
এই ইচ্ছেটাও অপূর্ণ রাখি কি করে আদরপরী! তুমি আমার ব্যক্তিগত সম্পদ যার ব্যক্তিগত ফটোগ্রাফার টাও আমি। সো লেটস স্টার্ট!
আদর একগাল হাসলো। বিভিন্ন পোজ নিয়ে অনেকগুলা ছবি উঠলো। হৃদান বড়বাবাকে দেখে এগিয়ে গেলো তার কাছে। জড়িয়ে ধরে বলে উঠলো,
আজকে এত টাটকা লাগছে কেন বলোতো? বউ বেশী আদর দিয়েছে? যাই বলো ব্রাইডাল হয়েছে বাড়ির ডেকোরেশন টা। বউয়ের চুমু ছাড়া বুঝি ভালো লাগে না? ভয়ে জানপ্রাণ লাগিয়ে দিলে!
হাসতে হাসতে সরে এলো হৃদান। নাসির চৌধুরী চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দিয়ে বলে উঠলো,
নিজের হাতে তোমার বাসর ঘর সাজিয়েছি! টাকাটা নিয়ে ঘরে এসো কেমন? আর সাবধান। এত তাড়াতাড়ি এগিয়ো না, আস্তে আস্তে করো!
এবার হৃদানের চক্ষু চড়কগাছ! নাসির চৌধুরী হৃদানের কাঁধে চাপট দিয়ে আহনাফ চৌধুরীর কাছে চলে গেলেন। হৃদান খানিকটা পরেই হেসে মাথা চুলকালো। আজকে বাপ-ছেলে খাপেখাপ পড়েছে!
তারিম ঘরে যেতেই দুজন মেয়ে ওকে কণের সাজে সাজিয়ে দিতে থাকলো। সে শুধু অবাক হয়ে সবটা দেখতে লাগলো। সাজ কমপ্লিট হতেই আয়নায় নিজেকে দেখে লাজুক হাসলো সে। সুবাহ দেরী না করে তারিম কে নিয়ে নিচে নেমে এলো। আতইয়াব ও ঠিক তেমন ই অবাক। শেরওয়ানি পড়ে ঘরে বসে আছে; বাইরে বের হবে না। ফালাহ শেষমেষ না পেরে আরেকজনের সাহায্যে হাই করে তুলে নিয়ে এসেছে। মঞ্চে এসেই দুজন দুজনকে দেখে অপলক তাকিয়ে রইলো। এ দেখার যেন শেষ নেই। ততক্ষণে মঞ্চে আরো দুটো চেয়ার যুক্ত হয়েছে। রাত আটটার মতো বেজে গেছে। এখন বিয়ে পড়ানো হবে। বড়রা তাগাদা দিচ্ছে। কাজি আসতেই হৃদান বলে উঠলো,
আমাদের বিয়ে আগে পড়ানো হবে কাজিমশাই!
হৃদান কে টক্কর দিয়ে আতইয়াব বলে উঠলো,
না কাজিমশাই আমাদের বিয়ে আগে হবে!
আতইয়াবের কথায় হৃদান ঠেস দিয়ে বলে উঠলো,
আপনি চুপ করেন মি.ডক্টর। বিয়েই তো করতে চাইছিলেন না। কতবড় সারপ্রাইজ দিলাম কই খুশিতে গদগদ হয়ে বলবেন ওদের টা আগে পড়ানো হবে বিয়ে! তা না করে আমার সাথে শত্রুতা করছেন? এ ঘোর অপরাধ!
হৃদান কথায় আতইয়াব কিছুক্ষণ ভাবলো। বাঁকা হেসে বলে উঠলো,
মি. মডেল সারপ্রাইজ আপনার বোনের জন্য ছিলো নট মি। আমি একটুও অবাক হয়নি! বিয়ে আমার টাই আগে হবে!
আপনি এমন করতে পারেন না মি. ডক্টর। যত তাড়াতাড়ি বিয়ে পড়ানো হবে তত তাড়াতাড়ি বাসর করতে পারবো। কেন বাঁধা দিচ্ছেন। আমি কেঁদে দিবো!
চারদিকে হাসির রুল পড়ে গেলো। এই প্রথম কোনো বিয়েতে তারা এমন দেখছে। আদরের ধ্যান ওদিকে নেই। তার ধ্যান সম্পূর্ণ তার ফোনের দিকে। হৃদানের কোলে বসে আছে হিয়া! একটু আগেই ফোনে এমএমএস এসেছে। আদরের বুকটায় চিনচিন ব্যাথা করছে। মাথাটা কেমন ভনভন করছে! অস্পষ্ট স্বরে বলে উঠলো,
বিয়ে হবে নাহ! #মন_পাথরে_হঠাৎ_ঝড়
#পর্ব_৩০
Tahrim Muntahana
হরেক রকমের লাইটের আলোয় শীতের কুয়াশ তেমন ধরা দিচ্ছে না। আনন্দের মধ্যে থেকে; শীত কে সেভাবে পাত্তা না দিয়ে যার যার কাজ করে যাচ্ছিলো সবাই। মুহূর্তেই সব বন্ধ হয়ে গেলো। একটু আগের বিয়ে বাড়ির হইচই টা আর নেই। গুমোট পরিবেশ ধারণ করেছে। সবার মুখেই অবাকতা। আতঙ্ক ছড়িয়ে আছে তো হৃদানের চোখ মুখে। আদরের দৃষ্টি অনুসরণ করে ফোনের দিকে তাকাতেই তার মাথা নিচু হয়ে যায়। হৃদপিন্ডটা কেমন করছে। আদরের এই না শব্দটাই হৃদানের চারপাশ অন্ধকার লাগছে। আদর তাকে সত্যিই ভুল বুঝলো? আর সে হিয়াকে এইভাবে বিশ্বাস করে ঠকলো? সে তো ভুলেই গিয়েছিলো মায়ের মেয়ে তো! কিন্তু সে কিছু বলবে না। কেন বলবে? তার প্রতি কি আদরের একটুও বিশ্বাস নেই। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্কে ভালোবাসাটাও নিছক তালবাহানা ছাড়া কিছু না। সে শেষ পযর্ন্ত দেখতে চায় আদর কাকে বেছে নেয়। তাকে? নাহ সামান্য একটা মিথ্যেকে?
হিয়ার মুখে ফুটে আছে উৎফুল্লতার হাসি। সে যেন ভেবেই নিয়েছে এই বিয়ে হবে না! আর আদর তাকে জিজ্ঞেস করবে ছবির কারণ। সে কেঁদেকেটে বানিয়ে বানিয়ে কিছু বলবে; আদর তার সাথে হৃদানের বিয়ে দিয়ে দিবে! জেগে যেন সে স্বপ্নটা দেখে ফেললো। নিজের ভাবনায় এতই বিভোর ছিলো যে কেউ যে তার একদম সামনে এসে দাড়িয়েছে টের ই পায়নি। যখন পেলো মুখ তুলে আদর কে দেখে চমকে দু’পা পিছিয়ে গেলো। এত তাড়াতাড়ি আদর এখানে আসলো কি করে? মুহূর্তেই মুখটা মলিন করে নিলো। আদর একপলক হৃদানের দিকে তাকিয়ে হিয়াকে উদ্দেশ্য করে বলে উঠলো,
এসব কি মিস হিয়া? ছবি গুলো সত্য? আপনি আর উনি এতটা কাছাকাছি?
আদরের কন্ঠে মলিনতা। হিয়া বাঁকা হেসে বলে উঠলো,
ছবিগুলো সত্য আদর। আমি আর হৃদান রিলেশনে ছিলাম। তখন কার সময়ের ছবিই। নাহলে এত ঘনিষ্ঠ কেউ হয়? তাও ওইরকম পোশাকে? এখন আমাকে তার ভালো লাগেনা। বড়লোকদের একটা দিয়ে কি হয়! মধ্য থেকে আমার জীবন টা তো নষ্ট হলোই সাথে তোমার জীবনডাও হবে।
আদর তীক্ষ্ম চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়ার চাহনী, কথা বলার ধরনে; আদর নিজেও বাঁকা হাসলো। কিছু বলবে তার আগেই পান্চু দৌড়ে এসে বলল,
ম্যাম ওইসব ছবি সত্য হলেও এর পেছনের কারণ টা সত্য নয়। আমার কথা বিশ্বাস করো! আমি তোমাকে…
হাত উঠিয়ে পান্চুকে থামিয়ে দিলো আদর। পান্চু হৃদানের মুখের দিকে তাকিয়ে আদরের পায়ের কাছে বসে পড়লো। চমকে উঠলো সবাই। হৃদান তো দাড়িয়ে পড়েছে। পা ধরে বলে উঠলো,
আমি তোমার পায়ে পড়ি ম্যাম। আমার কথাটা একবার শুনো। আমার বস তোমাকে খুব ভালোবাসে। প্লিজ আমার বসকে কষ্ট দিয়ো না। বিয়েটা ভেঙে দিও না ম্যাম। আমার বস মরেই যাবে। প্লিজ ম্যাম আমার কথা টা শুনো। দেখো বসের মুখটা। তোমাকে হারানোর ভয়ে হৃদান চৌধুরী কেমন থমকে আছে। কত খুশি ছিলো আজকে আমার বস। এত খুশি বসকে কখনো হতে দেখিনি। এই বদ ডায়নির কথা বিশ্বাস করে আমার বসকে কষ্ট দিও না ম্যাম। দরকার পড়লে আমাকে মারো! যত থাপ্পড় দাও; নিজের রাগ কমিয়ে নাও। আমাকে যত ইচ্ছে আধা টাকু পান্চু কাকু বলে ডাকবে, টাক মাথায় হাজার বার তবলা বাজাবে তবুও বিয়ে ভেঙো না ম্যাম! বিয়ের পর আলোচনা করবে। প্লিজ ম্যাম!
কতটা বিশ্বস্ত হলে এমনটা কেউ করতে পারে! হৃদান জানতো পান্চু তার জন্য জান ও দিয়ে দিবে কিন্তু এতটা করবে সে ভাবতেও পারেনি। পান্চুর কথায় আদর হাসলো। পান্চুর গালে হাত রেখে বলল,
বসকে খুব ভালোবাসো না আধা টাকু পান্চু কাকু?
পান্চু কিছু বললো না ; ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি টুকু মুছে নিলো। আদর হিয়ার দিকে তাকিয়ে বলে উঠলো,
পা ছাড় গাধা! আক্কেল পছন্দ বলতে আছে? আমি তোমার ছোট পা ধরেছো কোন আক্কেলে। বসের মতোই বেক্কল হইছো। মাথা মোটা বস, তার মাথা মোটা সেক্রেটারি! আরে তোমার বসকে বলে দাও ওই ক্যাবলাব্রিটিশের কোনো ছাড় নেই। আজীবন আমার সাথে থাকতে হবে। এএ বিয়ে হবে নাহ বলছি বলেই খুশিতে নাচার কিছু হয়নাই। আমি আদর আহমেদ এত তাড়াতাড়ি ছাড়ার পাত্রী না!
আদরের কথায় পান্চু হা করে তাকিয়ে রইলো। এখনো সে আদরের পা জড়িয়ে বসে আছে। হৃদানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। চোখের কার্ণিশে পানিটুকু সবার অগোচরে মুছে নিলো। কেউ দেখলে তার আর ইজ্জত থাকবে না। ব্রেকিং নিউজ হয়ে যাবে, বিয়ে ভাঙার বিরহে হৃদান চৌধুরী মঞ্চে দাড়িয়ে কাঁদছে! পায়ের উপর পা তুলে বসে পড়লো নিজের চেয়ারে। এখন সে পরের মুহূর্ত গুলো উপভোগ করবে! হিয়া তো চমকে আদরের দিকে তাকিয়ে আছে! আদর কি বলছে এসব? এসব বলার তো কথা না? তাহলে কি তার প্ল্যান ফ্লপ! আদর একগাল হেসে হিয়ার দিকে তাকালো। ডং করে বলে উঠলো,
আপনি কি পরোপকারী মিস হিয়া। ঠিক কবুল বলার আগে আমার হাব্বুতাব্বুর ক্যারেক্টারের সার্টিফিকেট নিয়ে এসেছেন। আপনার এই পরোপকারের পুরস্কার তো দিতেই হয়! কি দিই বলুন। উফ দাড়ান!
কথাটা বলেই আদর এদিক ওদিক চোখ বুলালো। নাহ পান্চু কোথাও নেই। হঠাৎ নিচের দিকে তাকাতেই দেখলো পান্চু এখনো মাটিতে বসে হা করে তাকে দেখছে। পার্থক্য এটাই এখন আর পা ধরে নেই। পান্চুর অবস্থা দেখে আদরের হাসি পেলো বাট হাসলে চলবে না এখন। পান্চুকে উদ্দেশ্য করে বলে উঠলো,
চৌধুরী বাড়িতে গার্ড আছে না? ফোন দাও আধা টাকু পান্চু কাকু।
পান্চু কিছু না বুঝলেও ফোন দিলো। আদর ফোনটা নিজের হাতে নিয়ে নিলো। লাউড দিয়ে বলে উঠলো,
স্যারের ঘরে ঢুকেন ফাস্ট।
গার্ডটি আদরের গম্ভীর কথায় উল্টো প্রশ্ন করার সাহস পেলো না। হৃদানের ঘরের দিকে হাটা ধরলো। আদর পেছন ঘুরে হৃদানের দিকে তাকিয়ে বলে উঠলো,
কাপড় গুলো কোথায় রেখেছেন যেগুলো পড়েছিলেন শেরওয়ানি পড়ার আগে?
হৃদান বাঁকা হাসলো। আদরের কাজ সে একটু হলেও ধরতে পেরেছে। বলে উঠলো,
সোফার উপরেই আছে। খুশিতে বেমালুম ঠিক করতে ভুলে গেছি!
আদর মিষ্টি হাসি দিলো। হৃদান বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করতেই আদর খিলখিল করে হেসে উঠলো। আহা আনন্দ! গার্ড কে বলে উঠলো,
কাপড় গুলোতে এখনি আগুন ধরিয়ে দিবেন। ভিডিও করে আধা টাকু পান্চু কাকু কে পাঠিয়ে দিবেন। আর ছাই গুলা শহরের বাইরে ফেলে আসবেন। ওকে লেটস স্টার্ট!
ফোন কেটে হিয়ার দিক তাকিয়ে আরেকটা হাসি দিলো। হিয়া তখন ভয়ে কাঁপছে। বেশী সাহস দেখিয়ে ফেলেছে সে এখন বুঝতে পারলো। আদর হিয়াকে এখন পাত্তায় দিলো না। সার্ভেন্ট কে ডাক দিয়ে বলল,
একটা পটে পানি, সাবান আর একটা গামলা নিয়ে আসুন। জলদি!
সার্ভেন্ট দৌড় ছুটলো সাবানের জন্য। কিছুসময় অতিবাহিত হতেই আদরের সামনে উপস্থিত করলো সরঞ্জাম গুলো। বিয়েতে উপস্থিত সবাই শুধু অবাক, হতভম্ব হয়ে দেখছে। পান্চুর হাতে সাবান ধরিয়ে দিয়ে; সার্ভেন্ট দুটো কে পানি পট ও গামলা নিয়ে তার পিছু আসতে বললো। মঞ্চে উঠেই হৃদানের দিকে চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে র ইলো। আদরের লাল চোখ দেখে হৃদান চেয়ার বসে কাচুমাচু করতে লাগলো। সারা দেশ তাকে দেখে ভয় পায় আর সে তার বউ কে দেখে ভয় পাচ্ছে! পুরুষ মানুষ আসলেই বউয়ের কাছে ভেজা বিড়াল থেকে যায়! সংসারের সুবিধার্থেই তারা বউকে ভয় পায়; কেউ কেউ হয়তো ভয় পাওয়ার অভিনয় ও করে। কিন্তু সে এখন সত্যিই ভয় পাচ্ছে। ঢোক গিলে আমতা আমতা কন্ঠে কিছু বলবে তার আগেই আদর গম্ভীর কন্ঠে বলে উঠলো,
শেরওয়ানি খুলুন!
চমকে উঠলো হৃদান। এতগুলো মেয়ের সামনে শেরওয়ানি খুলবে? ইজ্জত সব লুটে নিবে দেখছি। হৃদান হে হে করে হেসে বলে উঠলো,
কি বলছো কি আন্ডাবাচ্চা? এত তাড়া কিসের। বাসর হবে তো জমিয়ে বাসর হবে। এখানে সবাই আছে; সবার সামনে আদর করবো কি করে!
আদরের চোখ এবার বড় বড় হয়ে এলো। এ কে? হৃদান চৌধুরী তার সামনে দাড়িয়ে আছে? হতাশার শ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে গার্ডদের বলে উঠলো,
সামনে দাড়িয়ে থাকেন!
গার্ডরা তাই করলো। হৃদান তখনো হাসি মুখে দাড়িয়ে আছে। আদর নিজেই শেরওয়ানি খুলার জন্য হাত বাড়ালো। হৃদান তবুও পাগড়ি খুললো না। শেরওয়ানি টা খুব কষ্ট করে খুলতেই আদর চোখ বুজে নিলো। এক চোখ খুলে হৃদানের বডির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলো। লজ্জা লাগছে না তার! হৃদান বাঁকা হেসে তাকিয়ে আছে। আদরের এমন বোকা বোকা কাজ গুলোয় তাকে মুগ্ধ করে। বারবার! আদর হৃদানের দিকে কড়া চোখে চাইতেই হৃদান চোখ নামিয়ে অবলা বাচ্চার মতো চেয়ারে বসে রইলো। আদর খপ করে পান্চুর হাত থেকে সাবান টা নিয়ে হৃদানের বাম পাশের গলা থেকে কাঁধ পর্যন্ত ঘসতে লাগলো। উন্মুক্ত ছিলো; আর হিয়া হাত রেখেছিলো এখানেই! হৃদান তো ভাবতেই পারেনি এমন কাজ করবে আদর!
খুব শখ না অন্য মেয়ের স্পর্শ পেতে ? আজকের কথা মনে থাকলে ভবিষ্যতে এরকম করার দুঃসাহস আর করবে না এই পৃদান চৌধুরী। সাহস কত বড় আমার হক নষ্ট করে। খুব ভালো লাগছিলো তখন? কষিয়ে এক থাপ্পড় দিলে কি হইতো? এই না নিজ হাতে থাপ্পড় দেওয়া যাবে না। গালে স্পর্শ লেগে যাবে! এই হিয়া কে তো উচিত শিক্ষা আজ আমি দিবো!
ঘসতে ঘসতে বিড়বিড় করে বলছে আদর। হৃদান আদরের কথাগুলো শুনেই ফিক করে হেসে দিলো। আদর চোখ রাঙিয়ে তাকাতেই মুখে হাত দিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। প্রায় আধাঘন্টা হয়ে গেছে এখনো আদর ঘসেই যাচ্ছে। গলা থেকে কাঁধ পযর্ন্ত একদম লাল হয়ে গেছে। জ্বলছে কেমন! তবুও হৃদান ঠোঁট কামড়ে চুপ করে আছে। এর মধ্যেও যে আদরের ভালোবাসা লুকিয়ে আছে সে ঢের জানে। আদরের এই বাচ্চাসুলভ পাগলামি এই মুহূর্তে আর পছন্দ হলো না আদরের মামির। ছেলেটা কি ইচ্ছে করে করেছে নাকি? মঞ্চে উঠে আদরের হাত ধরে নিলো। আদর তো অন্যমনস্ক হয়ে ঘসেই যাচ্ছিলো। কারোর হাত ধরাই খানিক টা ভড়কে যায় সে! সামনে মামিকে রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিলো। হৃদানের গলার দিকে চোখ যেতেই মামি আতকে বলে উঠে,
কি করছো আদর? মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার। দেখোতো গলাটা কেমন লাল হয়ে গেছে। জ্বলছে না?
আদর ফট করে তাকালো হৃদানের গলার দিকে। চমকে উঠলো নিজেও। ইশ কি অবস্থা হয়ে গেছে। মুহূর্তেই চোখ পানিতে টইটম্বুর হয়ে এলো। হৃদান এবার চমকালো। এই মেয়ের চোখের পানি তার বুকে রক্তক্ষরণ হয় মেয়েটি কি জানে! হৃদান বিচলিত কন্ঠে বলে উঠলো,
স্টপ স্টপ আন্ডাবাচ্চা। আমার কিছুই হয়নি। তোমার যত ইচ্ছে ঘসতে পারো। একটুও জ্বলছে না আমার। এই কষ্টটা আমার কাছে কিছুইনা আদরপরী যতটা কষ্ট দেয় তোমার নীলাভ চোখের একটু পানি!
কাঁপা কাঁপা হাতে হৃদানের গলায় হাত বুলিয়ে দিলো আদর। হৃদান মুচকি হেসে ভালোবাসার মানুষটার স্পর্শটা অনুভব করলো। এ যেন স্বর্গীয় সুখ! এবার সব রাগ এসে জমা হলো হিয়ার উপর। কন্দনরত চোখ দুটোতে এখন রাগ লুটোপটি খাচ্ছে। হৃদান কে শেরওয়ানি পড়তে বলে নিচে নেমে একদম হিয়ার দুহাত সামনে দাড়ালো আদর। গার্ড কে ইশারা করতেই একটা চেয়ার এগিয়ে দিলো। পায়ের উপর পা তুলে বসলো সে। হৃদানের যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে আদরের এমন গুন্ডি রূপ দেখে। আর কত রূপ দেখাবে এই মেয়ে। প্রত্যেকটা রূপেই তো সে ঘায়েল হয়ে যায়! গম্ভীর কন্ঠে হিয়া কে উদ্দেশ্য করে বলে উঠলো,
কি বলছিলি যেন। তোর আর আমার ক্যাবলাব্রিটিশের রিলেশন ছিলো? কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? বল বল। আচ্ছা যা বাদ দিলাম এইটা। তোর কেন মনে হলো এই দু’তিনটা ছবি দেখে আমি উনাকে ভুল বুঝবো? আমাকে নতুন চিনছিস তুই? সেদিনের চড় টার কথা ভুলে গেছিস? আমি খুব ভালো জানিস? একদম পিউর ভালো। খুব সরল, যে কেউ দেখলেই বলে তোমাকে দেখে আদর আদর পায়, তুমি এতটা মিষ্টিভাষী কিন্তু বিশ্বাস কর যারা আমার অন্য ভাষা একবার দেখে তারা আর আমার দিকে তাকানোর সাহস করে না। আমি খুব নরম: তাদের ক্ষেত্রেই যারা আমার নমনীয়তাকে পছন্দ করে, ভালোবাসে; কিন্তু তুই তো আমার নমনীয় তা কে দুর্বলতা ভেবে বসলি, আবার আমাকে বোকাও ভেবেছিস! তোর কত্ত বড় সাহস একবার ভাব! এই আদর আহমেদ কে একমাত্র বোকা তার ক্যাবলাবিট্রিশ ভাবতে পারে; তুই তো অনাধিকার চর্চা করে ফেলেছিস! আবার আমার বরের কোলে বসেছিস। আল্লাহ কি করে ফেলেছিস একবার ভাব। এবার তো শরম রাখ। তোর কোলে উঠার খুব শখ না! দাড়া তোর শখটা আমি পূরণ করে দিবো।
আহ কি মেয়ে রে বাবা! রূপের বাহার যেন! আদরের কথাগুলো তো হৃদানের একদম বুকে গিয়ে লাগছে। যতবার লাগছে ততবার নিজেকে ভাগ্যবান মনে করছে সে। আতইয়াব গভীর ভাবে বোনকে দেখছে। তার বোন কে সে এতটাও স্ট্রং ভাবেনি! মুখে একছিটে হাসি লেগে আছে। আদর এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। যখন পেলো না তখন হাঁক ছেড়ে ডেকে উঠলো,
বীরহককককক! কইরে আমার বীরু? আয় তো এখানে। তোর রানীসাহেবা তোকে ডাকছে। আদেশ পালন কর!
আদরের কথাগুলো শুনেই ইয়া মোটা, ইয়া লম্বা কালো মতো একটা লোক দৌড়ে আদরের দিকে আসতে দেখা গেলো। লোকটিকে দেখেই আদরের মুখে হাসি ফুটে উঠে। মূলত লোকটি একজন বুদ্ধি প্রতিবন্ধী। আদরের থেকে বয়স কম কিন্তু মোটা আর লম্বার জন্য বড় দেখা যায়। ভার্সিটি যাওয়ার পথে একদিন আদর বীরহক কে রাস্তায় বসে থাকতে দেখে এগিয়ে যায়। হাতে ফুসকা পড়া ছিলো। বীরহকের দাদি গরম পানি ঢেলে দিয়েছিলো। স্বাস্থ্য এমন হওয়ায় কেউ পছন্দ করতো না বীরহক কে। অবজ্ঞা করতো। আদর বীরহক কে নিজের সাথে নিয়ে আসে। অনেক কিছু শেখায়। বীরহকের বান্দরবন যাওয়ার খুব শখ ছিলো। আদর আতইয়াবের দুজন গার্ডসহ বীরহককে বান্দরবন ঘুরতে পাঠিয়েছিলো। তাইতো এতদিন তাকে আদরের সাথে দেখা যায়নি। বিয়ের জন্য ফোন দিয়ে নিয়ে এসেছে। বিয়েতে আসার পর থেকেই খাওয়ার উপরেই ছিলো। রানীসাহেবার ডাক শুনেই ছুটে এসেছে।
বীরহক নামটা আতইয়াব দিয়েছিলো। সবাই তাকে ভিতু পাগল বলে ডাকতো তাই এই নামটা দিয়েছে। আদর আদর করে বীরু বলে ডাকে। বীরু কে দেখেই আদর একগাল হেসে কাছে ডাকলো। আদরের পায়ের কাছে কিছুটা সময় নিয়ে বসলো বীরহক। আদর বীরুর চুলে হাত দিয়ে বলল,
বারে আমার বীরু দেখছি সুন্দর হয়ে গেছে। কত্ত কিউত লাগছে তোকে। শোন এখন বেশী কথা বাড়ানো যাবে না। তোর সামনে যে মহিলা দাড়িয়ে আছে তার কোলে উঠার খুব শখ জানিস? তোর রানীসাহেবার বর মানে তোর রাজাসাহেবের কোলে উঠেছিলো এতে তোর রানীসাহেবা বহুত দুক্কু পেয়েছে। তুই কিছু করবি না?
মলিন মুখে ন্যাকা ন্যাকা কন্ঠে কথা গুলো বলতেই মুহূর্তেই বীরহকের মুখ একদম রাগান্বিত হয়ে গেলো। আদর হাসলো। বীর হক রেগে হিয়ার দিকে তাকিয়ে ঘুসি দিতে যাবে আদর বলে উঠলো,
এই না না বীরু। মহিলার কোলের রোগ হয়েছে। তুই আজ সারারাত মহিলাটাকে কোলে নিয়ে থাকবি। একটুও নামাবি না। মহিলা যেন ঘুমোতে না পারে। কাল সারাদিন ঘুমাবি আর রিসেপশনে জম্পেস খাবার!
বীরহক হো হো করে হেসে হিয়াকে পাজা কোলে তুলে নিয়ে আবার বসে পড়লো। হিয়া তো মরি মরি অবস্থা। কেমন গন্ধ বের হচ্ছে গা থেকে। চিৎকার করে বলে উঠলো,
এই ছাড় আমাকে, আদর খুব খারাপ হচ্ছে কিন্তু? ওয়াক ওয়াক ছিহ কি গন্ধ। আমি এখান থেকে চলে যাবো তবুও ছাড়ো আমাকে।
বীরহক আরেকটু চেপে ধরলো। যেন কোলবালিশ নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে। নরম দেহখান ঝাপটে ধরে বসে রইলো। ভালোয় লাগছে! আদর হিহি করে হেসে বীরহক কে বাহুবা দিয়ে বলে উঠলো,
এই না হলে আমার বীরু। সাবাশ বীরু সাবাশ। মহিলা যেন চিৎকার না করতে পারে সেই ব্যবস্থা কর। তোর রানী সাহেবা এখন বিয়ে করবে নো সাউন্ড ওকে!
বীরহক মাথা ঝেঁকে সায় দিতেই আদর হাসলো। হিয়া কিছু বলবে তার আগেই বীরহক চোখ রাঙিয়ে তাকাতেই চুপ হয়ে গেলো। এখন যদি ওই দাবাং মার্কা হাতে ঘুসি দেয় সে মরেই যাবে! আদর জোরে বলে উঠলো,
মিউজিককককক!
সাথে সাথে গান বেজে উঠলো। কিছুক্ষণ নেচে মঞ্চে গিয়ে চেয়ারে বসে পড়লো। উপস্থিত সবাই আজ ব্যপক মজা পেয়েছে। এরকম বিয়ে বাড়িতে এসেও যেন তারা নিজেকে ধন্য মনে করছে। কিছুক্ষণ পর পর হিয়ার দিকে তাকিয়ে হো হো করে হাসছে সবাই। দেখ কেমন লাগে। দুটো লাভবার্ড কে আলাদা করার শাস্তি! হৃদান আদরের আচরণে জাস্ট শকড। এ কেমন শাস্তি রে বাবা। মারের থেকেও ভয়াবহ এই শাস্তি! সে তো ভেবেছিলো কিছুক্ষণ হিয়াকে পিটিয়ে বন্ধী করে রাখবে! হৃদানের মুখশ্রীর দিকে তাকিয়ে আদর ঠোঁট এলিয়ে হেসে বলে উঠলো,
চিন্তা করবেন না! আপনার জন্যও এরকম শাস্তি রয়েছে। বাসর ঘরের বাইরে আজ সারা রাত দাড়িয়ে থাকবেন!
চুপসে গেলো হৃদান। এ কি বলছে তার বউ। অসম্ভব। বাসর ঘরে না ঢুকলে বাসর করবে কে? আদর কে আদর করবে কে? এহ আসছে। সবার আগে ঘরে ঢুকে লুকিয়ে থাকতে হবে। ভেবেই হাসলো। কাজির দিকে তাকাতেই কাজি আগে হৃদানদের বিয়েটাই পড়ানো শুরু করলো। আতইয়াব এসে আদরের পাশে বসেছে। কবুল বলার সময়টাই হৃদান একটুও দেরি করলো না। তিন কবুল বলেই সেই একটা বিজয়ীর হাসি দিলো। এখন শুধু আদরের পালা। হৃদান ভেবেই নিয়েছে আদর কবুল দেরী করে বলবে! আর সবার মতো খুব আস্তে ধীরে ধীরে নিচু কন্ঠে আলহামদুলিল্লাহ্ বলবে! কিন্তু না! সে তো ভুলেই গিয়েছিলো তার বউ জিনিয়াস, ইউনিক! সবাই কে অবাক করে দিয়ে আদর হৃদানের থেকে দ্বিগুন জোরে হিয়াকে শুনিয়ে শুনিয়ে কবুল বলে উঠলো। চারদিক হাসি ও করতালির আওয়াজে মুখোরিত হয়ে উঠে। পরক্ষণেই আদরের মুখ মলিন হয়ে যায়। শক্ত করে আতইয়াবের হাত টা ধরে ছেড়ে দেয়। ওদের বিয়েও তো হবে! আতইয়াব-তারিমের বিয়ে পড়ানোর সময় এবার আর আতইয়াব ধীরে না খুব তাড়াতাড়ি খুশি মনে কবুল বলে দেয়। দু’বিয়ে কমপ্লিট হতেই কাজি মোনাজাত ধরে। বৈবাহিক জীবন সুখের দোয়া করে মিষ্টিমুখ করানো হয়। বর-কণের দু জুটি তো আগেই খেয়ে নিয়েছে। এখন আর খাবে না। আর সবাই খাবার খেতে চলে যায়। হৃদান আদরের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার যেন বিশ্বাস ই হচ্ছে না শেষ পযর্ন্ত বিয়েটা হলো। পাশে বসে থাকা রমনীটা তার বউ! তার অর্ধাঙ্গীনি! তার সহধর্মীনী! শান্ত কন্ঠে ডেকে উঠে,
বউজান!
চমকে উঠে আদর। ইশ এত সুন্দর কেন ডাকটা! একদম বুকে গিয়ে লাগে। টিপটিপ করা হৃদস্পন্দন নিয়ে আদর হৃদানের চেয়ারে গিয়ে বসে। হৃদান হাসে, প্রাণখোলা সেই হাসি; হাসির শব্দটাও যেন আদরের কানে বার বার বারি খায়। আজ । আদর হুট করেই হৃদানের কাঁধে মাথা রেখে চোখের পানি ছেড়ে দেয়। হৃদান ঠোঁট কামডে অন্যদিকে তাকিয়ে থাকে। আজ একটু কাঁদবে সে জানে; তবুও তো সে মানতে পারে না! কষ্ট হয়! আদর কে স্বাভাবিক করতে হৃদান সুর তুলে বলে উঠে,
কেঁদনা না কেঁদনা আদর
কেঁদনা আর
ও আদর
তোমার কান্না দেখলে আমার
বুকে হয় যে দহন
স্বামীর ঘরেই ঠাই যে মেয়েদের
মানতে হবে সবার
ও আদর
কেঁদে কেঁদে
আমার বাসর রাত
করে দিও না বরবাদ…
আদর কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে। আশেপাশে ক’জন না পারে তো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। আদর হাসবে কি কাঁদবে নিজেও বুঝতে পারছে না। এই মুহূর্তে তার মাথা ফাটাতে ইচ্ছে করছে। কিন্তু কার মাথা ফাটাবে বুঝতে পারছে না! পান্চুকে দেখেই আদর পান্চুর টাক মাথায় তবলা বাজাতে থাকে। পান্চু ছলছল নয়নে হাসি মাখা বদনে তাকিয়ে থাকে। হাইরে কপাল তার! একদম হীরের কপাল!
চলবে…?