মেঘমিশ্রিত পূর্ণিমা পর্ব -০২+৩

#মেঘমিশ্রিত_পূর্ণিমা 🤎
#ইফা_আমহৃদ
পর্ব: ০২+৩

“প্রথমদিন ক্লাস নিতে এসেই স্টুডেন্টদের র‍্যাগিং করছে। মনে হয়, সিনিয়র ভাবটা এখনো যায়নি স্যারের।”

নির্ভীক কণ্ঠস্বর প্রিয়ার। প্রিন্সিপাল স্যারের শ্রবণ হয়েও হল না এমন ভাব। তার কথনের ইতি টেনে বললেন, “মানে!”
থমথমে হল পরিবেশ। তীক্ষ্ণত্ব নেত্রযুগল প্রিয়ার দিকে নিবদ্ধ করতেই নিশ্চুপ হয়ে গেল সে। সৌজন্য হাসি দিয়ে বলে, “বিদেশি স্যার তো। খুব ভালো পড়িয়েছে। সারাজীবন মনে থাকবে। আমরা ধন্য স্যারকে পেয়ে।”

স্যার নিজেও যেন একটু হাসির রেখা ফুটালেন ওষ্ঠদ্বয়ে। সেটা বাধ্যবাধকতা কিংবা গুপ্ত নয়, খোলামেলা এবং প্রাণোচ্ছল। তিনি কথা বলতে একটু স্বস্তি পেলেন। নির্দ্বিধায় বললেন,
“কাল মেলার জন্মদিন। ব্যস্ততার মাঝে মেয়েকে সময় দেওয়া হয়না। মেয়ের দু’টো চাওয়া, কালকের দিনটা সম্পূর্ণ তাকে দেই আর দ্বিতীয়ত, তোমরা ওর জন্মদিনে উপস্থিত থাকবে। ওকে সাজিয়ে দিবে।
কিন্তু কয়েকদিন পর বসন্তী উৎসব।”

স্যার দোটানায় পড়লেন। একদিকে নিজের মেয়ের জন্মদিন অন্যদিকে বসন্তি উৎসবের আয়োজন। লহমায় মুঠোফোন বেজে উঠল আমার। স্যারের থেকে বিদায় নিয়ে খানিকটা দূরে গেলাম। মামার কল ইতোমধ্যে কেটে গেছে। কিয়ৎক্ষণ অধিক আগ্ৰহে অপেক্ষা করলাম। অবসান ঘটিয়ে নিজেই ফোন করলাম বাড়ির পুরোনো ল্যান্ড ফোনটায়। এই সময়ে মামা বাড়িতে থাকেন। চেয়ে থাকতে থাকতে রিসিভ হল। নত কণ্ঠে সালাম বিনিময় করে ফোন দেওয়ার কারণ জানতে চাইলাম। তিনি তেমন কিছু বললেন না। গম্ভীর গলায় বলেন ক্লাস শেষ করে সোজাসুজি বাড়িতে যেতে। আমি প্রতুক্তি করে রেখে দিলাম। প্রচণ্ড হতাশ হলাম। আজকে আর কোচিং সেন্টারে যাওয়া হবে না।

জনমানব শূন্য ক্যান্টিনের চারিপাশ। সবাই ক্লাসে গেছে। এদিকটা ফাঁকা অথচ খেয়ালই করি নি। দ্রুত পা চালিয়ে সামনের দিকে অগ্ৰসর হলাম। চোখ আঁটকে গেল অন্য ডিপার্টমেন্টের করিডোরে। ধ্রুব স্যার রেলিংয়ে ভর করে দাঁড়িয়ে আছে। তার পাশেই তিথি ম্যাম। অথচ আকাশ পাতাল পার্থক্য তাদের মধ্যে। বড্ড সহজ সরল স্বভাবের তিনি। কেউ প্রোপজ করলে বারণ করতেই পারেন না। এই নিয়ে সাতবার ব্রেকআপ হয়েছে। প্রতিবারই সুইসাইডের চেষ্টা করে হসপিটালে ভর্তি থাকে। এবার কী ধ্রুব স্যারের সাথে। কিন্তু স্যারকে দেখে তো মনে হয়নি, সে এমন ধাঁচের মানুষ। দেখা যাক কী হয়!

স্যারের দৃষ্টির অগোচরে ধীরে ধীরে পা চালালাম। পাশের লাইব্রেরীতেই ঢুকলাম। বাইরে উঁকি দিতেই দেখলাম তিনি এই দিকটায়ই তাকিয়ে আছেন। বই খুঁজতে লাগলাম। যদি এই সময়ের মাঝে তিনি স্থান ত্যাগ করেন, এই প্রতিক্ষায়। লাইব্রেরীয়ান নেই। প্রয়োজনীয় বইটা দেখছি না। প্রয়োজনীয় সময়ে হাতের কাছে প্রয়োজনীয় জিনিসটা না পেলে মাথা আর মাথা থাকে না। জ্বলন্ত উনুনের রুপ নেয়। ভেতরের ক্ষোভ সংযত করতে ব্যর্থ হয়ে হাত দিয়ে আঘাত করলাম বুকসেল্ফেল উপর। অবিলম্বে উপরের তাকে অবস্থানরত বইগুলো একে একে করে পড়তে লাগল নিচে। আমি মাথায় হাত দিয়ে নুড়ে গেলাম। তৎক্ষণাৎ কোনো শক্তপোক্ত পুরুষালি বলিষ্ঠ হাত সরিয়ে নিল আমায়। অবলোকন করতেই ধ্রুব স্যারকে দৃষ্টিগোচর হল। আমাকেসহ নিজের ভারসাম্য বজায় রাখতে পিঠ ঠেকিয়ে দিলেন পেছনের বুকসেল্ফের সাথে। তার বুকে ধাক্কা খেলাম আমি। ফট করে মাথা তুলে তার দিকে তাকালাম।

লহমায় উপরে রাখা ভারী ভারী কার্টনগুলো মাথায় উপর পড়তে লাগল। মাথা নুইয়ে অধর জোড়া স্পর্শ করল ধ্রুব স্যারের গালে। থমকালাম, ভিশন চমকালাম। পলকহীন নেত্রযুগল। দেহের ভারসাম্য বজায় রাখতে ধ্রুব স্যারের শার্ট আঁকড়ে ধরলাম। হয়ে গেল ইন্ডিয়ান সিরিয়ালের ‘চোখে চোখে কথা বলো, মুখে বল না।’ পায়ের শব্দে বিঘ্ন ঘটল।
ধ্রুব স্যার আমার ভাবাবেগ না পেয়ে থমথমে গলায় বলল, “সরো।”

“জি!”
প্রত্যুত্তর না করেই আমাকে সরিয়ে সরে গেলেন তিনি। সম্পূর্ণ মনযোগ স্থির করে বই তুলে বইয়ের পাতায় কিছু খুঁজতে লাগলেন। আমি নামক একটা তরুণী তার সামনে দাঁড়িয়ে আছি, সেদিকে কোনো ভাবাবেগ নেই। এতবড় একটা ঘটনা ঘটল, তাকে দেখে বোঝাই যাচ্ছেনা। মানুষটিকে না দেখেই ধ্রুব স্যার জড়তাহীন কণ্ঠে বললেন,

“রাহাত। তোকে কতবার বলেছি, শব্দ করে হাঁটবি না। বিশ্রী লাছে শুনতে।”

“শোন ধ্রুব, আমি বিয়ে করতে যাচ্ছি না। যে শব্দ শুনে মেয়ে পালিয়ে যাবে।
বাই দা ওয়ে, তুই এখানে আর আমি তোকে সব জায়গায় খুঁজে এসেছি। একটু আগেই তিথি ম্যামের সাথে দেখেছি, এখানে এলি কখন?”

“একই ভার্সিটির টিচার আমরা। একটু আধটু কথা বলতেই পারি না-কি সেটাও বলা যাবে না?”

“অহেতুক রাগ করছিস তুই। আমি জাস্ট জিজ্ঞাসা করছি। চশমা পড়ে ভুল দেখলাম কি-না সেটা।”

এতক্ষণ বোধগম্য হল তিনি আমাদের ভার্সিটির আরেক নতুন টিচার। যতদূর শুনেছি, তারা বেস্ট ফ্রেন্ড। জার্মানে একসাথে পড়াশোনা, খেলাধুলা, সবকিছুই। দেখতে ধ্রুব স্যারের থেকে কোনো অংশে কম নয়। সিল্ক চুল, গায়ের রং একটু চাপা। চোখে আমার ন্যায় মোটা ফ্রেমের চশমা পড়েন। মুখে চকচকে হাসিটা লেগেই থাকে। তবে ধ্রুব স্যারের গায়ের রং ধবধবে ফর্সা, নিম্ন ওষ্ঠের উপরে নীলাভ তিল। যখন দাঁত দ্বারা ওষ্ঠ কামড়ে ধরে তখন দেখা যায়। শুধু গম্ভীরভাবে জ্ঞান দিতে পারেন। বেস্ট ফ্রেন্ড যেহুতু, সেহেতু বন্ধুর হাঁটা চলা, খাওয়া দাওয়ার ধরণ সবই তার জানা। আমার ভাবনার ফোড়ন কেটে বললেন,
“না! ভুল দেখিস নি। কেন খুঁজছিলি সেটা বল।”

“সেটা পরে বলছি, তোর গলা ছুলে গেল কী করে?”

ধ্রুব স্যার লহমায় গলা স্পর্শ করল। নজ্জানত হলাম। একটু আগের দৃশ্য মনে পড়তেই কেঁপে কেঁপে উঠছি। ভীত হয়ে তার শার্ট চেপে ধরেছিলাম, ভুলবশত তখনই।

“তোর না জানলেও চলবে।”
বলেই স্থির পা জোড়া গতিশীল করে কক্ষ ত্যাগ করলেন। তার পেছন পেছন রাহাত স্যার যেতে গিয়েও ফিরে এলেন। আমার নাকের ডগায় আঙুল চেপে আনমনে বলে,
“বাহ্ এই পুতুলটা তো সুন্দর।”

আমি একগাল চাপা হাসল। রাহাত স্যার বাকহীন হলেন।

“আমি মানুষ, পুতুল নই। আপনার জানের দোস্ত আমার এই অবস্থা করেছে।”

ধ্রুব স্যার রাহাত স্যারকে না পেয়ে ফিরে এলেন। আমাদের দুজনকে একসাথে দেখে অপ্রস্তুত হয়ে পড়লেন। নাক ফুলালেন। বাম ভ্রু কুঁচকাল। আমার কাঁধ থেকে ব্যাগ টেনে নিলেন। টেনে টেনে বললেন,

“একঘণ্টা সময় দিলাম। এগুলো ঠিক করে ব্যাগ নিয়ে যেও। সেকেন্ড ইয়ারের ক্লাসে আছি। লেট হলে পাবে না।”

“মানে?”

“এগুলো যখন তুমি ফেলেছ, তাই তুমিই ঠিক করবে। উইথ আউট অ্যানিওয়ান হেল্প। ইউর টাইম স্টার্ট নাও।”

বলেই ধ্রুব স্যার রাহাত স্যারকে নিয়ে প্রস্থান করলেন। আমি ধীরে ধীরে গুছাতে লাগলাম। যেহুতু আমি এগুলো ফেলেছি অবশ্যই আমাকে গুছাতে হবে। তারমধ্যেই বন্ধুমহল হাজির। তাই বেশি কষ্ট করতে হয়নি আমায়। বিশ মিনিটেই হয়ে গেছে।

পুরো ভার্সিটি খুঁজেও দেখা পেলাম না ধ্রুব স্যার কিংবা রাহাত স্যারের। প্রিন্সিপাল স্যারের সাথে কোথাও গেছে দু’জনে। উপায়হীন হয়ে বাড়িতে চলে এলাম। অনেকে বলাবলি করছে,
স্যার টিসু দিয়ে গাল ঘষে ঘষে রক্তিম করে ফেলেছে। চামড়াও উঠে গেছে খানিকটা। তাই ওয়ান টাইম লাগানো হয়েছে।
তার কারণটা বোধগম্য হতে বাকি রইল না।

___________
অন্তরিক্ষ অন্ধকারে আবৃত। মিটিমিটি তাঁরা জ্বলছে চাঁদকে কেন্দ্র করে। একফালি চাঁদের কাছে তাঁরাগুলো তুচ্ছ। ব্যালকেনিতে বসে কফির কাপে চুমুক দিচ্ছি। পাশেই একজোড়া চড়ুই পাখি খাঁচায় বন্দী। তারা বন্দী নয়, আমার কাছেই থাকে। উড়িয়ে দিলে ফিরে আসে।
মৃত্যুর পূর্বে মায়ের দেওয়া শেষ এবং শ্রেষ্ঠ উপহার। মামা বাড়িতে ছিলেন না। মাত্র ফিরেছেন, বাবুই জানিয়েছে। মামার মেয়ের ডাকনাম বাবুই। ঠাণ্ডা কফি তলানিতে ঠেকেছে। চুমুক না দিয়েই মামার ঘরে যাওয়ার উদ্যেগ নিলাম। তার পূর্বে মামা নিজেই হাজির।

“চড়ুই, শরীর খারাপ মা? কখন ডাকলাম আসলি না।”

“কফি খাচ্ছিলাম মামা। তুমি বসো, তোমার জন্যও নিয়ে আসছি।”

“রমিলা মহতাব ডিভোর্স পেপার পাঠিয়েছে। ঊনত্রিশ ফ্রেব্রুয়ারি ধ্রুবের জন্মদিন। চারবছর পরপর ধ্রুবের জন্মদিন আসে। আগের জন্মদিনে ধ্রুব মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। এবার রমিলা মহতাব তার ছেলেকে ডিভোর্স পেপার উপহার দিয়ে সবকিছু ঠিক করে নিতে চায়। একটা চিঠিও পাঠিয়েছেন। তুই কী সাইন করে দিবি মা?”

মগ নিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। মাঝপথেই মাথা বলে উঠলেন। পরবর্তী পা ফেলা হলনা। অদৃশ্য কোনো শিকড় মাটির ফাঁক দিয়ে এসে পা জোড়া আঁকড়ে ধরল। ওষ্ঠদ্বয় চেপে দাঁড়িয়ে রইলাম। গাল ভিজে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে গেল। যেই সত্যি নামক পাতাটাকে জীবনের ডাইরী থেকে ছিঁড়ে ফেলতে চাই। সেটা আজও ছেঁড়া হয়নি। তাচ্ছিল্যের স্বরে বললাম,

“যে পাখি ঘর বাঁধে না, তাকে কী জোর করে ঘর বাঁধানো যায়। চড়ুই পাখির সংসার হয়, চড়ুইয়ের সংসার নাই বা হল।

[চলবে.. ইন শা আল্লাহ]
#মেঘমিশ্রিত_পূর্ণিমা 🤎
#ইফা_আমহৃদ
পর্ব: ০৩

“মিস্ চড়ুই, আমি কি তোমাকে স্পর্শ করেছি?
আঘাত করেছি, মে’রে’ছি, গায়ে পানি ঢেকে দিয়েছি, কটু কথা বলেছি, পাবলিক প্লেসে অশোভন আচরণ করেছি, কাউকে ভালোবাসি বলতে বলেছি, না-কি কিস্ করেছি, তাহলে?
তাহলে কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয়েছে, আমি তোমাকে র‍্যাগিং করেছি?”

ক্লাসে এসে বসতেই ধ্রুব স্যারের প্রবেশ ঘটল। ভেতরে ঢুকতে ঢুকতে উক্ত কথাটি বলেন তিনি। না বোঝার দৃষ্টিতে চেয়ে রইলাম। তার কথাগুলো ধীরে ধীরে আওড়ালাম। অতঃপর লজ্জায় কুঁকড়ে উঠলাম। অস্বস্তিতে মুখ কুঁচকে এলো আমার। বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মিনমিনিয়ে বললাম, “মানে..

“মানে? তুমি অভিযোগ করেছ, আমি তোমাকে র‍্যাগিং করেছি?”

আমি তো তার নামে অভিযোগ করিনি, তিনি আমার শিক্ষক। আমি কীভাবে তার নামে অভিযোগ করতে পারি? হ্যাঁ, তার ব্যবহারে আমার প্রবল ক্ষোভ জন্মেছিল। তাই বলে অভিযোগ। কখনোই না। সোজাসাপ্টা বললাম,
“আমি কেন আপনার নামে অভিযোগ করব?”

“তাহলে এটা কী হ্যাঁ।” বলেই তিনি একটা কাগজ ছুঁড়ে ফেললেন। আমি কাগজটা দ্রুত তুলতেই ‘চোখ আমার চড়কগাছ’।
কালকে ঘটা যাওয়া প্রতিটি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। নিচে আমার নামও লেখা আছে, চড়ুই। অথচ একটা আমার হাতের লেখাই নয়। নির্বিকার কণ্ঠে বললাম, “এটা আমার হাতের লেখা নয় স্যার।”

“তুমি লেখনি, অন্য কাউকে দিয়ে লেখিয়েছ?” একরোখা জবাব দিলেন ধ্রুব স্যার।

“আশ্চর্য! বলছি তো, আমি লিখিনি কিংবা কাউকে দিয়ে লেখাই নি।” একপ্রকার তেজ নিয়ে চ্যাঁচিয়ে বললাম কথাটি। পরক্ষণেই গাল পুড়ে উঠল যাতনায়। ছলছল হল নেত্রযুগল। গালে হাত ঠেকল আপনাআপনি। লহমায় দ্বিগুন তেজ নিয়ে বলেন,

“আমার সাথে কথা বলবে শান্ত গলায়। চ্যাঁচিয়ে কিংবা চোখ রাঙিয়ে নয়। এখানে মাছের বাজার বসেনি, চ্যাঁচিয়ে চ্যাঁচিয়ে মাছ বিক্রি করতে হবে নতুবা খাবার জুটবে না।” রাগান্বিত কণ্ঠে বললেন। মাথা নত করে ফেললাম মুহুর্তেই। মিথ্যা বললে একদমই সহ্য হয়না আমার। এতটা হাইপার হয়ে গিয়েছিলাম, ভুলেই গেছিলাম আমি স্যারের সাথে কথা বলছি।

ওষ্ঠদ্বয় শতচেষ্টা করেও বিচ্ছিন্ন করতে পারলাম না। তাই শব্দহীন স্বরে বললাম,
“র‍্যাগিং নয় তো কী, হ্যাঁ? আপনি সবার সামনে আমার মাথার দুইপাশে দুইটা ঝুঁটি করে দেননি? জোর করে আমার হাতে ললিপপ ধরিয়ে দেননি? আমার ছবি তুলেননি? সোশ্যাল মিডিয়া আপলোড করবেন, বলেননি? তার ক্যাপশনে লিখবেন, প্রাপ্ত বয়স্ক ভার্সিটি পড়ুয়া একজন তরুণীর বাচ্চাসুলভ আচরণ। বলেননি?”

আমার কণ্ঠধ্বনি তার শ্রবণপথে গেল না, কারণ কথাগুলো জোর দিয়ে বলার সাহস নেই আমার। তবুও দুইপা এগিয়ে এলেন তিনি। আমার হাত ধরে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, “আমি যতদিন এই ভার্সিটিতে আছি, তোমার জীবনটা অতিষ্ঠ করে তুলব। ভেবেছিলাম, আর ক্লাস নেব না। কিন্তু এখন ভাবছি আরও দু’টো নেব। র‍্যাগিং কাকে বলে, সেটাও শেখাব!”

নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইলাম, এই বলছে ক্লাস নেবে এই বলছে নেবে না। আস্ত একটা গিরিগিটি!

_______________

ভার্সিটি ছুটি হয়েছে সবে। এখন পর্যন্ত কেউ বাইরে বের হয়নি। ক্যান্টিনে, করিডোরে, মাঠে অথবা ক্লাসে বলে বন্ধুমহলের সাথে আড্ডা দিচ্ছে। আজকে কেউ আসেনি। আনমনে মাঝখান দিয়ে হাঁটছি। আজকে মেলার জন্মদিন তাই ক্লাস হয়নি। ধ্রুব স্যারের ক্লাসে ছিল না। তিনি আমাকে হুমকি দিতে এসেছিলেন শুধু। হুমকি দেওয়া শেষ হতেই চলে গেছেন। এখন আমি প্রিন্সিপাল স্যারের কেবিনের উদ্দেশ্যে যাচ্ছি। স্যারের কাছে কে অভিযোগ করেছে এটাই জানতে হবে। আমি যতদূর জানি অভিযোগ লিখে তা ‘অভিযোগ বক্স’ এ জমা দিতে হয়। তাহলে স্যার জানবে কীভাবে?
যদি হাতের লেখা চেনা কারো হয়ে থাকে, এই আশায়।

প্রিন্সিপাল স্যারের কেবিনের কাছে আসার সাথে সাথে তরল কিছু পড়ল মাথার উপর। স্তব্ধ হয়ে গেলাম। জামার কিছুটা অংশ ভিজে গেছে। চোখের চশমাটা ঝাঁপসা হয়ে গেছে। উপর থেকে পানি ফেলা হয়েছে। আমি চশমা পরিস্কার করে চোখে পড়লাম। ভিড় জমে যেতে শুরু করছে। জামা আঁটসাঁট হয়ে লেপ্টে আছে শরীরে। চোখ বেড়ে অশ্রু গড়াল। ধ্রুব স্যার র‍্যাগিংয়ের কথা বলেছিলেন। তিনিই হয়ত এমনটা করেছেন। নাহলে হুট করে পানি আসবে কোথা থেকে। তৎক্ষণাৎ ধ্রুব স্যারের কণ্ঠস্বর শুনতে পেলাম।

“এখানে এত ভিড় কিসের। সরো! দেখতে দাও।”

ধ্রুব স্যার ভিড় ঠেলে সামনের দিকে অগ্ৰসর হতেই মাথা নুইয়ে ফেললাম আমি। হাত দিয়ে শরীর ঢাকার প্রচেষ্টা করলাম। বারবার ব্যর্থ হচ্ছি। নিজের দিকে অবলোকন করলেন। অতঃপর ছুটে এসে আমার ওড়না খুলে গায়ে জড়িয়ে দিলেন। আমি তাকে জড়িয়ে ধরে মাথানত করে রইলাম। চ্যাঁচিয়ে বললেন,

“এই নোংরা পানি কে ফেলেছে? সিনিয়রদের বসন্ত উৎসবের দায়িত্ব দেওয়া হয়েছে মানে কি যা ইচ্ছে তাই করবে?
আর ভার্সিটি আরও আগে ছুটি হয়েছে। এখনো তোমাদের কী কাজ আছে? দশ মিনিটের মধ্যে পুরো ক্যাম্পাস ফাঁকা দেখতে চাই। যাও..

তার বুকের সাথে মিশে থাকার ফলে “যাও” শব্দটায় কেঁপে উঠলাম আমি। ধীরে ধীরে ফাঁকা হতে লাগল সবকিছু। শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। আমাকে ধ্রুব স্যারের কেবিনে যেতে বললেন। আমি তার পিছু পিছু গেলাম। সিলিং ফ্যান চালু করে দিলেন। ওয়াশরুম থেকে টাওয়াল এনে ধরিয়ে দিয়ে ধমকে বলেন,

“এবারে সং সেজে বসে না থেকে চুল মুছে ফ্যানের নিচে বসে শুকিয়ে নাও। আমি বাইরে আছি। শুকিয়ে গেলে ডাকবে বাড়িতে‌ পৌছে দিব।”

“আপনি নিজেই পানি ফেলে এখন ভালো সাজছেন? ভেবেছেন আমি কিছু বুঝতে পারব না। দাঁড়ান, আপনি দেখুন আমি কী করি?”

বলেই চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলাম। নজরে এলো পানি ভর্তি জগ। ক্ষোভ সংযত করতে ব্যর্থ হয়ে জগ খুলে সব পানিগুলো তার উপর ছুঁড়ে ফেলি। ‘ইউ স্টুপিড’ বলে পিছিয়ে গেলেন তিনি। তবে সম্পূর্ণ পানি তার শরীরে। রক্তচক্ষু করে চাইলেন। হাত থেকে জগটা নিয়ে ছুঁড়ে ফেললেন অদূরে। কাঁচের জগ হওয়াতে লহমায় ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। পুনরায় কেঁপে উঠলাম আমি। ভয়ংকর রেগে আছেন তিনি। আরও একটা ভুল করে ফেললাম, ভেবেই গালে হাত দিয়ে আড়াল করলাম। এই বুঝি পুনরায় গাল লাল করে দেয়। তেমন কিছু করল না। দাঁতে দাঁত চেপে ফোঁস ফোঁস করতে করতে বললেন,

“তুমি দেখেছ, আমাকে পানি ফেলতে? ইচ্ছে করছে চড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেই, অস’ভ্য মেয়ে কোথাকার। বেরুও। এক্ষুনি এখান থেকে যাও। যাও..

“মানে?”

“তুমি সবসময় মানে মানে কর কেন? আমি কি চাইনিজ ভাষায় বলছি। আমার চোখের সামনে থেকে দূর হও।”

প্রতুক্তি দেওয়ার পূর্বেই হাত ধরে টেনে কেবিন থেকে বের করে দিলেন। মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আমি ফ্যালফ্যাল চোখে চেয়ে রইলাম। ভেতর থেকে কোনো সাড়াশব্দ পেলাম না। আতঙ্কের কারণে ডাকতেও পারলাম না। ভীত হয়ে পিছিয়ে গেলাম। ধ্রুব স্যারের এক ধমকে ফাঁকা সবকিছু। আমি পথ ধরলাম। কিছুদূর যেতেই রিক্সা পেলাম। বাড়িতে গিয়েই সোজা শাওয়ার নিতে ঢুকলাম। শরীর থেকে ছিপছিপে দুর্গন্ধ আসছে। মামনি দেখলে হাজারটা প্রশ্ন। তাই তার চোখ ফাঁকি দিয়ে ব্যালকেনি বেয়ে উপরে উঠতে হল।
শাওয়ার শেষ করে লাঞ্চ না করেই বেডে গা হেলিয়ে দিলাম। নিদ্রা ভঙ্গ হল সন্ধ্যার দিকে। মেলার জন্মদিনে যাবো না-কি যাবো না, বুঝতে পারছি না। গালে হাত দিলাম ভাবছি। গেলেই ধ্রুব স্যারের সাথে দেখা হবে। প্রিন্সিপাল স্যার যা মানুষ। ধ্রুব স্যারকে দাওয়াত দিবে না, এটা হতেই পারে না। নিজের সাথে একপ্রকার যুদ্ধ করে অবশেষে তৈরি হলাম। স্যার বারবার যেতে বলেছেন, না গেলে অসম্মান হবে।
.
স্যারের দেওয়া ঠিকানা অনুযায়ী সিএনজি করে এলাম। একটা পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছে। বন্ধুমহল আগেই পৌঁছে গেছে সেখানে। দাড়োয়ানকে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম,
“এখানে কি প্রিন্সিপাল নুরুল ইসলামের মেয়ে জন্মদিনের আয়োজন করা হয়েছে।”

দাড়োয়ান কিছু বলার প্রয়াস করতেই পেছন থেকে একজন ছেলে বলে, “হ্যাঁ। আপনি আমার সাথে চলুন দেখিয়ে দিচ্ছি।”

আমি বাধ্য হয়ে তার সাথেই গেলাম। দোতলায় আরও একজন দাড়োয়ান। সেখানে যেতেই ছেলেটি একটা কার্ড বের করে এগিয়ে দিল। সন্দেহ হল আমার। সন্দিহান স্বরে বললাম, “এটা কিসের কার্ড?”

“কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়না।”
ভেতরে ঢুকলাম। আশেপাশে পরিচিত কাউকে নজরে এলো না। সবাই অপরিচিত, কালে দেখা হয়নি। আমার ভাবনার মাঝেই ছেলেটি অন্যদের উদ্দেশ্য করে বলে উঠল,

“আজকে রাতের জন্য একটা পাখি নিয়ে এসেছি। পাখি নিজেই দরজার সামনে শিকারির অপেক্ষা করছিল। তাই ধরে এনেছি জবাই করতে।”
]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here