যদি সত্যি টা জানতে
লেখকঃ আবু সাঈদ সরকার
পর্বঃ ৩
আদ্রিতাঃ একটা দমকা হাওয়াই সব বদলে গেলো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখতেছি এটা কোনো স্বপ্ন নয় তো…
।
আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না…
।
আদ্রিতাঃ এত দিন কই ছিলা জানো আমি তোমাকে কত খুজছি…
।
সাঈদঃ What তুমি করে বলার সাহস হয় কী করে সিকুরিটি এসব অসভ্য মহিলাকে ভিতরে কে আসতে দিলো….
।
।
আদ্রিতাঃ কথা গুলার শুনার পর এক মুহূর্তে মনে হলো পায়ের তলার মাটি টা সরে গেলো…
।
Sorry sir ভুল করে বলে ফেলছি im extremely sorry…
.
।
।
সাঈদঃ Its ok….
কিছু খন ইন্টারভিউ নেওয়ার পর…
।
সাঈদঃ বাইরে গিয়ে অপেক্ষা করেন কিছু খন রেজাল্ট হবে…
।
আদ্রিতাঃ স্যার আমার চাকরিটা হবে তো চাকরিটা আমার খুব দরকার….
।
সাঈদঃ হয়তো বা হবে শিওর না সময় নষ্ট করতেছেন আপনি আমার বাইরে যান…
।
।
আদ্রিতা বেড়িয়ে যেতেই নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো…
।
।
রুম থেকে বেড় হয়ে সোজা হোটেল এ চলে আসলাম তার পর আর কোনো ইন্টারভিউ নিলাম না…
।
হঠাৎ মনে পড়ে গেলো ১১ বছর আগের কথা বিনা অপরাধে যখন অপরাধী হয়েছি নিজের চাইতেও অনেক ভালোবাসতাম কিন্তু এমন একটা মিথ্যা অপবাদ কীভাবে দিতে পারলো…
।
।
।
তাসফিয়াঃ আব্বু তুমি কাদতেছো কেনো…
।
সাঈদঃ কই না তো চোখে কী যানি একটা পড়লো তুমি বসো এখানে আমি ওয়াশ রুম থেকে চোখটা ধুয়ে আসি….
।
ওয়াশ রুমে এসে ভালো ভাবে মুখটা ধুয়ে নিলাম…
।
।
।
আদ্রিতাঃ এমনটা কীভাবে করতে পারলো আর করবেই না বা কেনো আমিও তো ওই দিন তার কোনো কথা শুনি নি হয়তো তার শাস্তি পাচ্ছি অনেক চেষ্টা করে যেখানে রয়েছে সেখান কার ঠিকানা খুজে বেড় করলাম…
।
তার পর সেই হোস্টেলে গিয়ে কলিং বেলটা বাজাতেই….
।
।
সাঈদঃ আপনি এখানে…
।
আদ্রিতাঃ আমি ক্ষমা চাইতে আসছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও..
।
সাঈদঃ আপনাকে আমি চিনি না কে আপনি আর কীসের জন্য ক্ষমা চাইতে এসেছেন…
।
আর এখানে বেশি নাটক করবেন না এসব আমার ভালো লাগে না…
।
।
তাসফিয়াঃ আব্বু কার সাথে তুমি এত রাতে কথা বলতেছো সিড়ি থেকে নিচে নামতে নামতে…
।
আদ্রিতাঃ সিড়ির দিকে তাকাতেই সকাল বেলার মেয়েটাকে দেখতে পেলাম…
।
সাঈদঃ কেউ না মা তুমি উপরে যাও আমি আসতেছি…
.
।
আদ্রিতাঃ এই তাহলে আমার মেয়ে না হলে প্রথম বার দেখে ওমনটা কখনো মনে হতো না…
।
।
সাঈদঃ বেড়িয়ে যান এখান থেকেম i say get out from here…
।
আদ্রিতাঃ আমার কথা টা এক বার তো শুনো…
।
।
সাঈদঃ আমি কারো কোনো কথা শুনবো না….
।
সাঈদ ১১ বছর আগেই মরে গেছে…..
।
।
আদ্রিতাঃ আমি নিজের ভুল বুঝি পারছি আমি জানি তুমি কিছু করো নি….
।
সাঈদঃ ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছেন..
।
এখন চাইলেও সে ভুলের ক্ষমা হয় না আর দয়া করে আমার আর আমার মেয়ের জীবনে কাটা হয়ে দাড়াবেন না…
।
চাকরি চাই তো আপনার হয়ে যাবে তবুও আমার সামনে আসবেন না…
।
ডিভোর্স পেপার টা পাঠিয়ে দিবো সাইন করে দিবেন…
।
।
বলেই মুখের উপর দরজাটা লাগিয়ে দিলাম…
।
।আদ্রিতাঃ 😭😭😭😭😭😭😭 বেচে থাকার সব ইচ্ছে গুলো মরে গেছে আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে এখনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করতাম….
।
।
হয়তো চিরকালের মতো হারিয়ে ফেলেছি ওনাকে…
।
বাসায় ফিরতেই…
।
মাঃ এত হলো করে বাসায় ফিরলে আজকে এমন টা তো কখনো হয় নি…
।
আদ্রিতাঃ মা কে সব কিছু খুলে বললাম….
।
মাঃ সত্যি বলছো সকাল বেলা যে মেয়েটা আসছিলো সে আমার নাতনি…
।
আদ্রিতাঃ হ্যা মা আমি আমার নিজের মেয়েকে চিনতে পারি নি আমি এক অভাগা মা না পেলাম নিজের মেয়েকে না পেলাম নিজের স্বামী কে নিজের পরিবারে সম্মান এর কথা ভেবে নিজের জীবন টাকে নষ্ট করে ফেললাম হয়তো কখনো ওনি আমাকে ক্ষমা করবেন না….
।
।
।
মাঃ তোমার বাবাও তো সেদিন কিছু বলতে বাদ রাখে নি…
।
আমি কিছু বলতে যেও কিছু বলতে পারি নি…
।
।
আদ্রিতাঃ আচ্ছা মা আমি কী কোন দিন মা ডাকটা শুনতে পাবো না…
।
জানো মা আমার মেয়েটা কত বড় হয়ে গেছে…
।
সত্যি পৃথিবীটা কত আজব যার জন্য নিজের সংসার ছেড়ে দিলাম সে কী না নিজের বয়ফ্রেন্ড কে বাচানোর জন্য আমার জীবনটা তঢ়নচ্ছে করে দিলো…
।
।
ঠিক তখনি..
চলবে