বিষন্ন_রাত💖 পর্ব ৮

#বিষন্ন_রাত💖
#মেহেদী_হাসান_রিয়াদ💖

#পর্বঃ__৮

মুশল ধারে বৃষ্টি হচ্ছে। এক হাটু মাটিতে ফেলে বসে পরে বৃষ্টি। তাকেয়ে আছে রাতের চোখের দিকে। রাতও যেনো অধিক আগ্রহে তাকিয়ে আছে বৃষ্টির মুখ থেকে সেই না বলা কথাটা শুকার জন্য। প্রেম ভালোবাসাকে সব সময় ঘৃনা করা মানুষ গুলোও একসময় কাওকে খুব বাজে ভাবে ভালোবেসে ফেলে। যেনো এটা একটা নিয়ম হয়ে দাড়িয়েছে।

কিভাবে বলবে বুঝতে পারছেনা বৃষ্টি। লাইফে প্রথম এমন কোনো সিচুয়েশন। তবুও বুকে সাহস নিয়ে বলে দিলো মনের মাঝে জমিয়ে রাখা না বলা কথাটা।
– কলেজের সেই প্রথম দিন, যেদিন তুমি আমার হাতটা ধরে অনেকটা পথ নিয়ে এসেছিলে। তার পর থেকে হালকা কথা, তোমার সব এটিটিউট, সব মিলিয়ে মুগ্ধতায় তোমার প্রতি দুর্বল হয়ে পরেছে এই অশান্ত হৃদয়। না বলা কথাটা বলার সাহস ছিলোনা বলে বন্ধুত্বের জায়গা নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি তোমায় কখনোই বন্ধুর চোখে দেখিনি, ভেবেছি এর চেয়ে বেশি কিছু। শত চেষ্টা করেও না বলা কথাটা বুকের মাঝে জমা করে রেখেছিলাম দিনের পর দিন। বলতে পারতাম না তোমাকে হারিয়ে ফেলার ভয়ে।
সবাই তোমাকে যেমন রাত নামেই ডাকে তেমনই আমি তোমার অন্য একটা নামে ডাকি। সেই নামটাও যেমন অপ্রকাশিত ছিলো, তেমনি করে অপ্রকাশিত ছিলো আমার প্রতিটি ভালোবাসার বার্তা। যা হয়তো কখনো তোমার মন অব্দি স্পর্শ করেনি। জানিনা ভালোবাসার প্রতি তোমার কিসের এতো অভিযোগ। আর তা জানতেও চাইনা। বিশ্বাস করো আমার ভালোবাসায় কোনোদিন কোনো জটিলতা খুজে পাবেনা তুমি। মনটা উজার করে ভালোবাসতে চাই তোমায়। সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। একসাথে বাচতে চাই দুজন। দুটি ভিন্ন দেহে একটাই অন্তর গড়ে তুলতে চাই আমি। দুটি হাত এক করে তোমার সাথে হাটতে চাই কোনো এক অপুরন্ত পথ।
💖 I Love you 💖 রাত। সারাটা জীবন নিজের করে ভালোবাসতে চাই তোমায়। Do you love me?💖

চোখের কোনো পানি চলে এলো রাতের। কারো ভালোবাসা ছারা একাই বড় হতে হয়েছিলো তাকে। কখনো পায়নি কারো ভালোবাসা। আজ হটাৎ একম করুন কন্ঠে কারো মুখে ভালোবাসার কথাটা শুনের অশ্রুমালা আটকে রাখতে পারছেনা সে। কিন্তু সেই চাপা কান্নাও বৃষ্টি পানির সাথে ধুয়ে মুছে মাটিয়ে মিশে যাচ্ছে।
বৃষ্টি মুখে হাসি টেনে মাথাটা একটু নেরে চোখ বরাবর তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়।
বৃষ্টির হাতটা ধরে দার করিয়ে পাগলের মতো জড়িয়ে ধরে রাত। চোখের পানি অঝরে ঝরছে। যাকে বলে সুখের কান্না।

রাতের জড়িয়ে ধরা দেখে উত্তর পেয়ে গেলো বৃষ্টি। সেও জড়িয়ে ধরে আছে রাতকে।
কিছুক্ষন ওভাবেই থাকে দুজন। বৃষ্টিকে বুক থেকে সরিয়ে কপালে আলতো করে একটা চুমু একে দেয় রাত। করুণ কন্ঠে বলে উঠে রাত,
– কখনো ছেরে যেওনা এই ভালোবাসাকে। পাগল হয়ে যাবো আমি।
রাতের দিকে চেয়ে বৃষ্টিও বলে উঠে,
– কথা দিচ্ছি, কখনোই ছেরে যাবোনা। একে অপরের ছায়া হয়ে থাকবো সব সময়। একসাথে বাচবো সারাটা জীবন। প্রয়োজনে মরলে একসাথে মরবো দুজন। এই বিচ্ছেদ একমাত্র মৃত্যুতেই হবে।
রাত বৃষ্টির মুখটা হাতের আঙুল দিয়ে অফ করে দিয়ে বলে উঠে,
– এভাবে বলোনা বৃষ্টি, ইমোশন নয় আমি চাই সম্পর্কের শুরু ও শেষটা মধুময় হোক।
বৃষ্টি করুন সুরে বলে উঠে,
– যদি কেও আমাকে তোমার কাছ থেকে নিয়ে নিতে চায় তখন?
– পারবেনা। বুকের ভিতরে লুকিয়ে রাখবো তোমায়। খুজেই পাবেনা।
রাতের কথায় হেসে দেয় বৃষ্টি। আবার জড়িয়ে ধরে রাতকে।
বন্ধুরা এসে সেলিব্রেইট করছে তাদের।

ভিজতে ভিজতে দুজন একসাথে হেটে হেটে প্রায় বাড়ি পর্যন্ত চলে এসেছে। আজ এতদুর রাস্তাটাও খুব কম মনে হলো তাদের। বিদায় নিয়ে ভিতরে চলে যাচ্ছে বৃষ্টি। গেট পর্যন্ত গিয়ে আবার ফিরে তাকালো বৃষ্টি। একটা হাসি দিয়ে বলে উঠে,
– ফোনে কথা হবে।
রাত হাতের ইশারায় বলে, বুঝিনি। বৃষ্টির শব্দে কিছু বুঝেনি সে।
বৃষ্টি একটা হাসি দিবে কানে আঙুল নিয়ে ইশারায় বুঝিয়ে দেয়, ফোনে কথা হবে।
রাতও সম্মতি জানায়।

বুকে দু,হাত গুজে নিজের রুমের বারান্দা থেকে সব দেখে যাচ্ছে রিদ। রিদ ভালোই বুঝতে পারছে এটা কোনো সাধারন ব্যপার নয় এটা সাজিদ নামক ঘুর্নিঝড়ের আগাম বার্তা।

ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে বসে ফোন টিপছে বৃষ্টি। রাতকে ফোন দিতে যাবে তখনই রিদ দরজার সামনে এসে বলে,
– আপু আসবো?
– আয়।
রিদ গিয়ে বসে বৃষ্টির পাশে। রিদের মাঝে আজ কোনো চঞ্চলতা দেখছেনা বৃষ্টি। রিদ দুই টাইমে এমন থাকে। কোনো বিষয়ে সিরিয়াস থাকলে, আর কোনো আকাম করে এলে।
বৃষ্টি ফোনের দিকে তাকিয়ে বসে উঠে,
– আজ কি আকাম করলি আবার?
– নাহ্।
বৃষ্টি এবার বরাবর রিদের দিকে তাকায়,
– তাহলে এমন চুপচাপ কেনো?
– আপু একটু বেশি হয়ে যাচ্ছেনা?
– কি ব্যাপারে?
– রাত ভাইয়াকে নিয়ে বলছি আমি।
– তুই কিভাবে জানলি রাতের কথা?
একটা তাচ্ছল্যের হাসি দেয় রিদ।
– আমি কি করে জানলাম? হাসালি আপু। আমি তোর ভাই, আর আমার বোনের বেপারে আমি খোজ খবর রাখবোনা? আমার বোনটার কোনো বিপদ হচ্ছে কি না? ভুল মানুষের সাথে চলছে কিনা? আর দু,দিন আগে যে ঘুরতে গিয়েছিলি, কোথায় গিয়েছিলে কোথায় থেকেছিলি সবই আমি জানি। আর এটাও জানি দু,দিন তুই রাত ভাইয়ার সাথেই ছিলি।
– তুই কি আমায় ভুল বুঝছিস রিদ?
– না আপু, আমি জানি আমার বোনটা আর যাই করুক ফ্যামিলির সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ সে করবেনা।
– খুব বড় হয়ে গেছে আমার ভাইটা।
– দু,দিন পর কলেজে ভর্তি হবো এখনো কি বাচ্চা মনে হচ্ছে?
– তুই আমার কাছে সব সময়ই বাচ্ছা। তাই তো আমাকে এতো জ্বালানোর পরও তোকে ক্ষমা করে দিই। আর তুই রাতকে চিনিস কিভাবে। আমিতো তোকে তার নাম ও তার সম্পর্কে কিছুই বলিনি।
– যেদিন তোর আর রাত ভাইয়াকে নিয়ে আমার প্রথম সন্দেহ হয়েছিলো ঠিক সেদিন আমি রাত ভাইয়ার ব্যাপারে সব খোজ খবর নিয়েছি। ছেলেটা ভালো। পূর্বে কোনো মেয়ে ঘটিত ব্যাপারে জরিত ছিলোনা। শান্ত স্বভাবের ভদ্র একটা ছেলে রাত ভাইয়া। আমার পক্ষ থেকে পুরুপুরি মেনে নিলাম। কিন্তু তিন বছর পূর্বের কহিনিটা কি তোকে আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে?
– আমার সব মনে আছে রিদ।
– তোর হাতটা ধরেছিলো বলে, সেই পিন্টু ভাইয়াকে সাজিদ ভাইয়া কি করেছিলো? জদি সাজিদ ভাইয়া রাত ভাইয়ার সাথেও এমন কিছু করে বসে?
– পেয়েছেটা কি ওই সাজিদ? সব সময় যাই বলবে তাই করবো। সে যা চাইবে তাই হবে। ওর প্রতি বিরক্ত হয়ে গেছি আমি।
– টেনশন নিসনা আপু। আমি সব সময় তোর সাথে আছি। আমার বোনটা লাইফে সুখি হোক এটাই আমি চাই। আর আমি সব সময় ফানি মুডে থাকি তার অর্থ এই নয় যে আমি এসব আবেগের বসে বলছি। যখন আমি ফাজলামির মুডে থাকি তখন আমি ফাজিল আর যখন সিরিয়াস হয়ে যাই তখন আমি পুরুপুরি ভাবেই সিরিয়াস। তোর সুখের জীবনে যদি কেও বাধা হতে আসে যদি করো জন্য তোর মনে একটু খানি আঘাত লাগে, তবে সেটা সাজিদ হোক আর অন্য কেও হোক। সে আমার আসল রুপটা দেখতে পাবে। এখনো ছোট বলে সব না বুঝার ভান করে পরে আছি। সময়ের সৎ ব্যাবহারটা সকলে দেখতে পাবে।
সিরিয়াস মুড নিয়ে রুম থেকে হন হন করে বেড়িয়ে গেলো রিদ।
,
,
বৃষ্টি ফোন দিলো রাতকে,
– কি করো?
– এইতো বৃষ্টি শেষ তাই ছাদে একটু হাটাহাটি করছি, তুমি?
– আমি সুয়ে আছি।
– বাহরে, এতো অলস হলে আমার বাচ্চা কাচ্চাগুলো সামলাবে কি করে?
রাতের কথায় একটু বিষম খেলো বৃষ্টি। লজ্জায় কিছু বলছেনা সে।
রাত আবার বলে উঠে,
– কি হলো, বাচ্চার কথা শুনে চুপ হয়ে গেলে যে?
– তা না, কিন্তু এভাবে বলোনা আমার লজ্জা লাগে।
– এখন থেকে আমার সব কথায়ই লজ্জা পাওয়ার মতোই হবে। লজ্জা পাওয়ার মুহুর্তটায় বার বার দেখতে চাই তোমায়। আর লজ্জাই তো নারির অলঙ্কার।
,
,
আজ রাত তারাতারি বাড়ি আশায়ও লাফিয়ে উঠলো পলি চৌধুরি। তার ধারনা নিশ্চই আজ কোনো আকাম করে তারাতারি বাসায় চলে এসেছে রাত।
ইদানিং রাতের সাথে ভালো যাচ্ছেনা পলি চৌধুরির। এই নিয়ে অতিষ্ট হয়ে পরলো রুদ্র চৌধুরি। যেই ছেলের খুশির জন্য সব মেনে নিচ্ছে সে, আর সেই ছেলের সাথে পলির এমন দুর ব্যাবহার। সব ভেবে চিন্তে চুরান্ত সিদ্ধান্তে পৌছালো রুদ্র চৌধুরি। পলির সাথে ডিবোর্সের সিদ্ধান্ত নিলো সে। ডিবোর্সের কথা শুনে রুদ্র চৌধুরির হাতে পায়ে ধরলেও সে তার সিদ্ধান্তেই অটল থাকলো। কারণ এর আগেও বহুবার সতর্ক করেছে পলিকে। সে ভালোই বুঝতে পেরেছে পলির সভাব চরিত্র কুকুরের লেজের মতোই বারো মাস তেল মাখলেও যেটা কখনো সোজা হবেনা।

পলির সাথে ডিবোর্সের পর রাতের সাথে আবার ভালো সম্পর্ক গড়ে উঠেছে রুদ্র চৌধুরির। সুখে থাকার জন্য এক চাইতে বেশি কিছুর প্রয়োজন মনে করছেনা সে।

এভাবেই কাটছে সময়। রিদের খুনশুটি প্রেম। রাত বৃষ্টির গভির প্রেম। ভালোই চলছে সব।
পার হয়ে গেলো একটি বছর।
রিদ এখন কলেজের স্টুডেন্ট। রাত ও বৃষ্টি এখন দ্বিতীয় বর্ষের মাঝামাঝি। ওদিকে সাজিদের পড়াশুনাও প্রায় শেষ। হয়তো খুব শিগ্র ফিরছে দেশে।

ফল কাটতে গিয়ে হাতে ছুরি বসে যায় বৃষ্টির মা নয়নতারা বেগমের। বেশি কেটে যাওয়ায় রক্ত বন্ধ করতে কষ্ট হচ্ছে। একসময় রক্ত বন্ধ হলেও অজ্ঞান হয়ে যায় নয়নতারা বেগম। রাত হওয়ায় সব মিলিয়ে একটা হ্যানতেন অবস্থা। রিদ ও তার বাবা মিলে হসপিটালে নিয়ে যায় তাকে। বৃষ্টি বাসায়ই ছিলো। তার বাবা নাজিম সাহেব কয়েকজন ছেলে রেখে যায় তাকে পাহারা দেওয়ার জন্য।
বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সাথে চমকাচ্ছে বিদ্যুৎ। ঘরে একা একা ভিষন ভয় করছে বৃষ্টির। সব চেয়ে বেশিই ভয় হচ্ছে তার বাড়িতে পাহারা দেওয়া ছেলে গুলোর উপর। বাইরের লোক আর যাই হোক বিশ্বাস করাটা মুশকিল। তার উপর আবার এই বৃষ্টির রাত আরো সে পুরু ঘরে একা। রাতকে ফোন দিলো বৃষ্টি।
– আমার ভিষন ভয় হচ্ছে রাত।
– কেনো কিছু হয়েছে?
বৃষ্টি সব খুলে বললো রাতকে। রাত ঠান্ডা মাথায় বলে উঠলো,
– রাতে খেয়েছো?
– হুম।
– তাহলে নির্ভয়ে ঘুমিয়ে পরো। কিচ্ছু হবেনা এগুলো তোমার মনের ভয়।
ফোনটা অফ হয়ে যায় বৃষ্টির। চার্জ শেষ। এবার ভয়টা আরো বেরে যায় তার। ভেবেছিলো রাতের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিতে পারবে সে। এখন তাও শেষ।
কিছুক্ষন পর বারান্দায় কারো ছায়া ভালোভাবেই দেখতে পেলো সে। বিদ্যুৎ চমকানোর আলোয় কেও একজন বারান্দায় হাটাহাটি করছে। রাতের সাথে কথা বলার আগেও হালকা পাতলা দেখেছে। কিন্তু তা মনের ভুল ভেবে নিয়েছে সে। কিন্তু এখন ভয়টা পুরুপুরি ঢুকে গেলো তার মনের মাঝে। কম্বল মুড়িয়ে শুয়ে থাকলো সে। কিছুক্ষন পর এবার স্পস্ট দেখতে পেলো তাকে। কেও একজন দাড়িয়ে আছে বারান্দায়। এবার ভিতু পায়ে বারান্দায় যেতেই চোখ কপালে উঠে যায় বৃষ্টির।
রাত দাড়িয়ে আছে বারান্দায়। কাক ভেজা হয়ে আছে সে। তার মানে রাতের সাথে কতা বলার আগেও রাত এখানে ছিলো? ভয়ে ও এমন অবস্থা সামলাতে না পেরে রাতকে গিয়ে জড়িয়ে ধরে বৃষ্টি।
– তুমি এসেছো অথছ আমাকে তখন ফোনে বলোনি কেনো?
– ভাবলাম তুমি ঘুমাবে আর আমি এখান থেকেই পাহারা দিয়ে যাবো। তোমায় ভয় পেলে তো দারুন লাগে।
– হুহ্, আমি ওসব ভয় টয় পাইনা। বৃষ্টি চৌধুরি এতো ভিতু না।
– মির্জা থেকে চৌধুরি হয়ে গেলে কখন?
– বাহরে মেয়েদের কি সব সময় এক পরিচয় থাকে? নিজস্ব কোনো পরিচয় থাকেনা মেয়েদের। যখন তোমার বৌ হয়ে তোমার বাড়ি যাবো তখন তো সবাই তোমার পরিচয়েই সবাই আমায় চিনবে। রাত চৌধুরি, বৃষ্টি চৌধুরি। সিম্পল😊
– আর যাই বলো, তুমি কিন্তু এখনো ভয়ের মধ্যেই আছে।
– হুহ্, একবার বললাম না, ওসব ভয় টয় এই বৃষ্টি চৌধুরি কেয়ার করেনা।
একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলতে বলতে রুমে ঢুকে গেলো বৃষ্টি। পুনরায় পেছন ফিরতেই রাতকে আর দেখতে পেলোনা বৃষ্টি বারান্দায়ও নেই। ভয় এবার আরো বেরে গেলো বৃষ্টির। কার সাথে কথা বললো এতোক্ষন? ভুত নয়তো আবার? ভয়ে হাত,পা ঠান্ডা হয়ে যাচ্ছে বৃষ্টির। হটাৎ পেছন ফিরতেই রাতের সাথে ধাক্কা খেলো সে।
– শুধু শুধু ভয় দেখাও কেনো?
রাত একটু হেসে উঠে বলে,
– হায়রে সাহসিরে?
,
,
সাজিদ আসছে আর কয়েকদিন পর। মায়ের মুখে এমন একটা কথা শুনে ভয়ে আৎকে উঠে বৃষ্টি। তবুও কিছু বললো না সে।
আর যাই হোক রাতের সাথে আগের মতো মিশতে পারবেনা সে এটা ভালোই বুঝতে পারছে বৃষ্টি। রাতকে ফোন দিয়ে একটা অনুরুধ করে বৃষ্টি,
– প্লিজ রাত এই কয়দিন আমি তোমার পাশে থাকতে চাই। কোথাও নিয়ে চলো আমাকে। তোমার সাথে দুরুত্ব বেড়ে গেলেই আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে। প্লিজ কয়েকদিনের জন্য এমন জায়গায় নিয়ে চলো যেখানে শুধু তুমি আর আমি থাকবো।
রাত ঠান্ডা মাথায় বলে উঠে,
– কখন যাবে?
– এই দু,এক দিনের ভিতরেই নিয়ে চলো।
,
,
একই কলেজে ভর্তি হলো রিদ ও শুভ্রতা। এখন আর ফাকি দিয়ে দেখতে যাতে হয়না শুভ্রতাকে। তার পাশেই থাকে এখন।
ক্যান্টিনে বসে আছে রিদ। সামিও এসে বসে তার পাশে।
– দোস্ত্ একটা খবর শুনলি?
রিদ আড় চোখে তাকায় সামির দিলে।
– কি খবর।
– তোর গার্লফেন্ড শুভ্রতার কথা।
– কিছুক্ষন আগেই তো কথা হয়েছে আমার সাথে, এখন আবার কি আকাম করলো?
– আরে আকাম করেনি, শুভ্রতাকে আজ রাজিব প্রপোজ করেছে।
সামির কথা শুনে এক পায়ে দাড়িয়ে যায় রিদ। যেনো কেও তার হৃদপিন্ডে আঘাত করেছে। সামি বলে উঠে,
– আরে রেগে যাচ্ছিস কেনো, শুভ্রতা বলে দিয়েছে ওর বয়ফ্রেন্ড আছে।
রিদ আরো উত্তেজিত হয়ে বলে উঠে,
– চল আমার সাথে।
– কোথায়?
– ওই সালার কলিজাটা কতো বড় দেখে আসি। আমার কলিজায় হাত দেওয়ার সাহস হয় কি করে ওর মতো ছেলের।
– থাক বাদ দে এসব।
– বাদ দে মানে। চল ওকে সিমিত আকারে একটা শিক্ষা দিয়ে আসি।
– এখন আবার কি করবি তুই?
– ওই সালার পক্ষিরে আজ নিজ হাতে জবাই দিবো।
– এই দারা, রাজিবের তো কোনো গালফ্রেন্ড নাই পক্ষি কাকে বলছস তুই?
– আরে ধুর, গার্লফ্রেন্ড না। পক্ষি হচ্ছে ওর বংশের প্রদিপ জালানোর লাইটার।

To be continue,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here