“সেই তুমি💐 পর্ব -২৭+২৮0

0
439

সেই তুমি💐
পর্ব -২৭+২৮
Samira Afrin Samia
#Nipa

নাজমা চৌধুরীর হাসি খুশি ভরা ছোট পরিবার টায় কার যেন নজর লেগে গেল। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে চলে গেলে। নিজেদের মধ্যে সব কিছু ভাগাভাগি করে নিতে চাইছে। যা নাজমা চৌধুরী কখনও চাইতেন না। নাজমা চৌধুরী সারা জীবন এটাই চেয়েছেন উনার দুই ছেলে যেন এক সাথে এক পরিবারে সুখে শান্তিতে থাকে।

এক সপ্তাহ হলো
নাজমা চৌধুরী নিজের রুম থেকে বের হন না। ইশিতা নাজমা চৌধুরীর রুমে আসে।
— মা। তুমি রুম থেকে বের হও না কেন?
কোনো কিছুর জন্য ই নিচে যাও না। খাবার সময় ও ডাইনিং টেবিলে না গিয়ে রুমে বসে খাও।
তুমি এমন করলে আমাদের কি হবে?
— আমি আমার সন্তান কে ঠিক মত মানুষ করতে পারিনি। ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আমার জন্যই আজ ইফান এমন হয়েছে। সন্তান খারাপ হলে তা মায়ের কারনেই হয়।
— একদম ওসব কথা বলবে না। সব সন্তান এক রকম হয় না। যেমন ইফান তোমার বড় ছেলের মত হতে পারেনি।
— ইফান আমার নিজের ছেলে ওকে আমি গর্ভে ধরেছি। তার পর ও আমি ওকে মানুষ করতে পারিনি। ইফান আমাকে মায়ের সন্মান দিতে জানে না।
আর ইয়াশ আমার নিজের সন্তান না ওকে আমি গর্ভে ধরিনি। তার পরও ইয়াশ আমাকে কতটা সন্মান করে। কতটা ভালোবাসে।
— মা ইফান যা বলছিল তা কি সত্যি?
ওরা দুজন কি তোমার ছেলে না?
— ওরা দুজন আমারই ছেলে। তবে ইয়াশ কে আমি গর্ভে ধরিনি। তাই বলে কোনো দিন ওকে সৎ ছেলে ও মনে করিনি। গর্ভে ধরা ছাড়া কি মা হওয়া যায় না?
— মা কিছু মনে না করলে একটা কথা জিঙ্গেস করবো?
— কি জানতে চাস বল।
— তোমার প্রথম বিয়ে কেন ভেঙে গেছিলো?
— ইফানের তখন চার বছর বয়স। ওর বাবা উনার অফিসের এক মহিলা কে ভালোবেসে তাকে বিয়ে করার জন্য আমাকে ডিভোর্স দিছে। আমি বাড়ি থেকে আসার আগে ইফান কে সাথে করে নিয়ে আসি। উনি কোনো বাঁধা দেয়নি। অবশ্য বাঁধা দিলেও আমি ইফান কে ওখানে একা ছেড়ে আসতাম না।
— তারপর কি হয়েছিল?
— তার পর আমি ইফান কে নিয়ে কিছু দিন বাবার বাড়ি থাকি। কত দিন অন্যের ঘাড়ে বসে খাবো?
আর কত দিন ই বা বাবা মা বেঁচে থাকবে, কতদিন উনারা ইফানের আর আমার ভরনপোষণ করবেন?
এটা ভেবেই আমি একটা চাকরির খোঁজ নিতে আমার এক পরিচিত ভাইয়ের কাছে যাই। খলিল ভাইকে আমি আগে থেকে চিনতাম তবে তেমন ভাবে না। উনি শুধু কয়েক বার আমাদের বাসায় গিয়েছিল।
— কোন খলিল মা?
— আরে তুই চিনবি না। ইয়াশের বাবার বন্ধু। খুব ভালো মানুষ ছিলেন খলিল ভাই।
— তা তো বুঝলাম কিন্ত উনার পরিচয় টা তো বলবে।
— খলিল আহমেদ। আমার উনার সাথে ঢাকায় পরিচয় হয়। আগে মনে হয় উনারা সবাই গ্রামে থাকতো তবে বিজনেসের কারনে অনেক আগেই শহরে চলে এসেছিল।
— উনার পরিবারে কে কে ছিল মা?
— উনি উনার স্ত্রী আর উনার একমাত্র মেয়ে।
— উনার স্ত্রীর নাম সাবিন আহমেদ উনার একমাত্র মেয়ের নাম ইশিতা আহমেদ।
— হ্যা উনার মেয়ের ভালো নাম ইশিতা ছিল তবে সবাই ইশু বলে ডাকতো। কিন্তু তুই এতো কিছু জানলি কিভাবে?
— ওই ছোট ইশু টা যে আজ এতো বড় হয়ে গেছে। আর তোমার সামনে বসে আছে পরেও তুমি তোমার ছোট ইশু দুষ্টু টা কে চিনতে পারছো না।নাজমা চৌধুরী ইশিতা কে বুকে জড়িয়ে নিয়ে
— তুই সেই ছোট ইশু?
— হুম মা।
— তোর মা বাবা এক্সিডেন্টে মারা যাবার পর তোকে তোর মামা নিয়ে গেছিল। অনেক খুঁজেছি তোকে। কিন্তু তোর মামা তোকে নিয়ে কোথায় গিয়েছিল তা আমরা কেউ ই জানতাম না।
তুই আগে বলিস নি কেন তুই সেই ইশিতা।
— আমার তো তোমাদের কথা তেমন কিছুই মনে ছিল না। আজ তোমার মুখে বাবার নাম শুনে বুঝতে পারলাম। মামা বাবার যে বন্ধুর গুলো কথা বলতো তা তোমরা ই।
— সত্যি ই তো। এতো বছর আগের কথা তোর মনে থাকবেই বা কি করে। তখন তো তুই অনেক ছোট ছিলি। তখন মনে হয় তোর চার বছর হবে হয়ত। চার বছরের ছোট একটা মেয়ে কতটাই বা মনে রাখতে পারবে।
— হুম মা।
— ইয়াশের কথা তোর মনে নেই ইশু?
তুই আর ইয়াশ এক সাথে কত খেলা করতি। তুই তো বেশির ভাগ সময়ই ইয়াশের সাথে থাকতি। ইফানের সাথে তোর এতো মিল ছিল না।
— তোমাদের ছেড়ে মামার সাথে যাওয়ার পর। প্রথম প্রথম তোমাদের কথা খুব মনে পড়তো। মামার কাছে প্রায়ই তোমাদের কথা জিঙ্গেস করতাম।
মামা কখনও তোমাদের কথা কিছুই বলতে চাইত না। মামা চাইতো আমি যেন আমার অতীত টা ভুলে যাই।
আর সময়ের সাথে সাথে তাই হতে লাগলো। আমি আস্তে আস্তে তোমাদের সবার কথা ভুলে যেতে লাগলাম। এমনকি সব কিছু ভুলেও গেলাম।

ইশিতা আর কিছু বলতে যাবে তার আগেই নিচে থেকে ইফানের কন্ঠ ভেসে আসলো।
— সব একসাথে গিয়ে কোথাই মরলো। কেউ আছেন?
হ্যালো। কেউ থাকলে একটু নিচে নেমে আসেন। সবার সাথে আমার কিছু কথা ছিল।
ইফানের ডাক শুনে নাজমা চৌধুরী আর ইশিতা তড়িঘড়ি করে নিচে নেমে আসলো। নাজমা চৌধুরী সিড়ি দিয়ে নামতে নামতে
— চেঁচাচ্ছিস কেন? এটা ভদ্র লোকের বাসা নিশ্চয় তুই এটা জানিস। চেচাঁমেচি না করে কি বলার তা শান্ত ভাবে বললেই পারিস।
— ও আমার মাতাজি। এটা কোথাই আর ভদ্র লোকের বাসা রইলো?
তোমার বড় ছেলে এমন একটা মেয়েকে
— চুপ তোর কাছে এসব কথা শুনতে আসিনি। কি বলবি বলে ডেকেছিস তা বল নয়তো আমরা চলে যাই। এখানে থেকে তোর ড্রামা দেখার ইচ্ছে নেই। আর তেমন ফালতু সময় ও নেই।
— আমি খুব বড় করে একটা গেটটুগেদারে ব্যবস্থা করেছি। আজ রাতেই।
আমি বিয়ে করলাম আর শহরের কেউ জানলো না। কাউকে তেমন ভাবে বলতে পারলাম না। ইফান চৌধুরীর বিয়ে আর তা পুরো শহর কে না জানিয়েই হয়ে গেল এটা কি মেনে নেওয়া যায়।
তাই ভাবলাম আজ রাতে খুব বড় করে পুরো শহর কে জানিয়ে একটা পার্টি দিব।
— তোর যা ইচ্ছা তুই তা কর। আমাদের কে জানিয়ে কি হবে?
— না জানিয়ে রাখলাম যেন পার্টিতে সবার সামনে কোনো ড্রামা না করো।
নাজমা চৌধুরী ইফানের সাথে আর কথা বাড়ালো না। নাজমা চৌধুরী জানে ইফান এখন কতটা অসভ্য হয়েছে। এমন অসভ্য মানুষের সাথে কোন কথা বলাই ভুল।

বিকেল থেকেই ইফানের কথা মত লোকজন এসে বাড়ি সাজাতে লাগলো। সন্ধ্যার দিকে পুরো বাড়ি সাজানো শেষ হয়ে গেল। সব কিছু ইফানের মন মত হয়েছে। ইফান যেমন ভাবে সাজাতে বলেছিল ঠিক তেমন ভাবেই সাজানো হয়েছে।
ইয়াশ এখনও অফিসে বাসায় কি হচ্ছে তার সম্পর্কে ইয়াশের কোন ধারনা নেই।
ইফান শহরের সব বড় বড় বিজনেসম্যান দের পার্টিতে ইনভাইট করেছে।

সন্ধ্যার পর থেকে পার্টিতে সবাই আসতে লাগলো। রিহা তো খুশিতে আত্মহারা। ইফান তাকে মেনে নিয়েছে। তাই তো এতো বড় করে ওদের বিয়ের রিসেপ্টশন উপলক্ষ্যে পার্টি রেখেছে।

রিহা নিজের হাতে ইফানের রুমে সাজাচ্ছে। ওদের বিয়েটা ওমন পরিস্থিতিতে হওয়ায় তাদের বাসর হয়নি। আজ ইফান নিজে থেকে পার্টি রেখেছে। তাই আজ ওদের ঘর টা বাসর ঘরের মত করে সাজিয়ে ইফান কে চমকে দিবে রিহা। আজ ইফান কে পুরোপুরি ভাবে নিজের করে নিবে।
— ইফান আজ আমি তোমাকে নিজের করে নিব। আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একবার আমাকে আপন করে নিলে আর দূরে সরিয়ে দিতে পারবে না।

নাজমা চৌধুরী ইশিতা কেউ নিচে পার্টিতে আসছে না। ইশিতা এমন অবস্থা নিয়ে এখন এসব পার্টিতে আসতে চায় না। আর ইয়াশ যদি জানতে পারে ইশিতা এমন শরীর নিয়ে পার্টিতে এসেছে তাহলে খুব রাগ করবে। তাই ইশিতা নিজের রুমেই বসে আছে।
রাত আটটা
পার্টির সব গেস্ট রা এসে গেছে। নাচ গান ড্রিঙ্ক হৈহোল্লর সব মিলিয়ে একাকার। ইফান পার্টিতে ঘুরে ঘুরে সব গেস্টদের সাথে কথা বলছে।
রিহা সেজেগুজে নিচে পার্টিতে এসে ইফানের পাশে দাঁড়ায়
— দেখো তো ইফান আমায় কেমন লাগছে?
ইফান একপলক রিহার দিকে তাকিয়ে
— হুম ভালো।
— শুধু ভালো?
— বললাম তো ভালো লাগছে। এর থেকে বেশি কি বলবো।
ইফান রিহা কে রেখে অন্য গেস্টদের কাছে চলে গেল।
— ইফান তুমি সব সময় আমার সাথে এমন করো।
তবে আজকের পর থেকে আর করবে না।
রিহা নিজে নিজেই লজ্জা পেয়ে হেঁসে দিলো।

ইয়াশ অফিস থেকে বাসায় ফিরে দেখে বাসায় পার্টি চলছে। এতো মানুষের মাঝে ইয়াশ ইফান কে কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল।
পার্টি বেশ জমে উঠেছে। সবাই খুব এনজয় করছে। অনেকে গানের সাথে তাল মিলিয়ে নেচে যাচ্ছে। আবার অনেকে ডিংক্স হাতে নিয়ে দাঁড়িয়ে তা উপভোগ করছে।
হঠাৎ ইফানের ফোন বেজে উঠলো। ইফান ফোন হাতে নিয়ে দেখে আননোউন নাম্বার তাই ফোন তুললো না। কয়েকবার এক লাগালাগি ফোন বাজলে ইফান ফোন রিসিভ করে। তবে পার্টিতে হৈচৈ এর কারনে কথা বুঝা যায় না।
ইফান বাইরে চলে আসে
— হ্যা কে?
ওপাশ থেকে কাঁপাকাঁপা কন্ঠে
— ইফান
— কে রাফি! এতো দিন কোথায় ছিলি তুই?
তোর কোনো খোঁজ খবর নেই। আঙ্কেল আন্টি তোকে কত খুঁজছে। তুই কোথায় চলে গেছিস?
— ইফান ফোনে এতো কিছু বলা যাবে না। তুই একটু আমার সাথে দেখা করতে পারবি?
— এখন?
— হুম। প্লিজ দোস্ত। তোর সাথে খুব জরুরি কথা আছে। তোকে এমন কিছু বলার আছে তা জানা তোর খুব দরকার।
— আচ্ছা আমি আসছি।

পার্টির সবার মধ্যে রিহা পাগলের মত ইফান কে খুঁজছে
— এই ইফান টা আমাকে একা রেখে কোথায় চলে গেল?
রিহা কয়েক বার ইফান কে ফোনে ট্রায় করে। কিন্তু ইফানের ফোন সুইচ অফ বলছে।

ইফান রাফির সাথে দেখা করতে আসে।
— রাফি তোর এই অবস্থা কি করে হলো?
আর এতো দিন কই ছিলি?
— আমার এই অবস্থার জন্য জানিস কে দায়ী?
রিহা।
— কি! রিহা কি বলছিস তুই?
— হুম দোস্ত। তোর থেকে এতো দিন সত্যি টা লুকিয়ে সত্যিই আমি অনেক বড় ভুল করেছি।
পারলে আমাকে এর জন্য মাফ করে দিস।
— কোন সত্যি, আর কিসেরই বা সত্যি?
— রিহা স্বাভাবিক না দোস্ত।
— মানে?
— তুই এখনও বুঝতে পারলি না। রিহা মানসিক ভাবে অসুস্থ। ও তোকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে।
— আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। তুই সব কিছু খুলে বল।

— ইশিতার সাথে তোর ভুল বুঝাবুঝি কে তৈরি করেছে জানিস?
রিহা। রিহা ওই দিন ইশিতা কে বলেছিল তুই রিহা কে ভালোবাসিস। আর ওর সাথে তোর সব কিছু হয়ে গেছে।
রিহার কাছে তোর এমন কিছু পিক আছে। যা দেখে মনে হবে তোরা খুব ক্লোজ। তোর সাথে ঘনিষ্ট হয়ে রিহা কিছু পিক তুলে রেখেছে। যা ইশিতা কে দেখিয়ে ইশিতা কে এই বিশ্বাস দিয়েছে,যে তোর আর রিহার মাঝে ফ্রেন্ডশিপ থেকেও বেশি কিছু ছিল।
— মানে?
কি বলছিস তুই? তুই আগে এসব সম্পর্কে সব কিছু জানতি?
— হুম দোস্ত আমি তখন রিহার কথায় রিহা কে হেল্প করেছিলাম।
ওই পিক গুলো দেখেই ইশিতা তোকে অবিশ্বাস করে। আর রাগের মাথায় ভার্সিটির সবার সামনে তোকে অপমান করে তোর গালে চড় মারে।
এতে ইশিতার কোন দোষ ছিল না।
ইফান রাফির কথা শুনে মাথায় হাত দিয়ে মাটিতে ধপ করে বসে পড়ে।
— এর পর ও ইশিতা তোকে আবার বিশ্বাস করেছিল। কিন্তু ততদিনে রিহা তোর মাথায় ইশিতার সম্পর্কে অনেক নেগেটিভিটি ঢুকিয়ে দিয়েছে। তোর মাথায় প্রতিশোধ নেওয়ার মনোভাব তৈরি করে দিয়েছে।
আর তুই রিহার কথায় অন্ধ হয়ে কিছু না জেনে না বুঝে ইশিতার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেলি।
এসবে অন্ধ হয়ে তুই নিজের বাচ্চা কে ও অস্বীকার করলি। ইশিতা কে বিয়ে করা তো দূর ওকে ছেড়ে দিলি সমাজের মানুষের কথা শুনার জন্য।
ইফান হঠাৎ করে বসা থেকে উঠে রাফি কে মারতে শুরু করে দিলো।
— কুত্তার বাচ্চা তুই এসব আমাকে আজ জানাচ্ছিস। যখন এসব কিছু হচ্ছিল তখন কোথাই ছিলি তুই।
ইফান রাফি কে লাগালাগি কয়েকটা ঘুসি মেরে নিচে ফেলে দেয়।
— ইফান আমি জানি আমার ভুল হয়েছে। তখন আমার রিহার সঙ্গ দেওয়া ঠিক হয়নি। এর জন্য আমি শাস্তি ও ভোগ করেছি। রিহার সাহায্য করার জন্য রিহা নিজেই আমাকে শাস্তি দিয়েছে। তুই চাইলে আরও দিতে পারিস।
— তোকে আমি জানে মেরে ফেলবো।
আমি তোদের কে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আর তোরা আমার সাথে এমন করলি।
রিহা! ওই রিহা কে আমি টুকরো টুকরো করে কেটে কুকুর কে দিয়ে খাওয়াবো। রিহার জন্য আমি ইশিতার সাথে কত জঘন্য একটা কাজ করেছি। নিজের সন্তান কে অস্বীকার করেছি।
— তুই রিহা কে কিছু করতে পারবি না ইফান। রিহা একটা পাগল। ও তোকে পাওয়ার জন্য সব করতে পারে সব।
রিহা আমাকে মাথায় আঘাত করে কোথায় নিয়ে রেখেছিল জানি না। আজ কোনো ভাবে ওদের থেকে ছাড়া পেয়ে সোজা তোর কাছে এসেছি। তোকে সব কিছু বলার জন্য। আমি আরও আগেই তোকে সব বলে দিতে চাইছিলাম।
ইফান রাফি কে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে
— রিহা কে আমি কি করবো তা আমি নিজেও জানি না। তবে তুই কোনো দিন আমার সামনে আসিস না তাহলে আমি তোকে জানে মেরে দিবো এটা খুব ভালো করেই জানি।

চলবে….

সেই তুমি💐
পর্ব -২৮
Samira Afrin Samia
#Nipa

পার্টির সব গেস্ট রা মাঝে মাঝে ইফান কে খুঁজলেও পায়নি। ইফান কোথায় গেছে কাউকে জানিয়ে যায়নি। পার্টিতে ইফান কে না পেয়েও কারো তেমন মাথা ব্যথা নেই। যে যার মত পার্টি এনজয় করছে। কিন্তু রিহা ইফান কে না পেয়ে প্রায় পাগলের মত হয়ে গেছে। যাকে পাচ্ছে তাকেই ইফানের কথা জিঙ্গেস করতে লাগলো।
ইয়াশ নিজের রুম থেকে ফ্রেশ হয়ে এসে। নাজমা চৌধুরীর রুমে আসে।
দরজার সামনে দাঁড়িয়ে
— মা আসবো?
— কে ইয়াশ। ভেতরে আয়। আমার ঘরে আসতেও তোর বলে আসা লাগবে।
ইয়াশ নাজমা চৌধুরীর কাছে এসে। নাজমা চৌধুরীর পাশে বসে
— নিচে এসব কি হচ্ছে মা?
— জানি না বাবা। ইফান পার্টি রেখেছে। ও বিয়ে করেছে এটা নাকি শহরের সবাইকে জানাতে হবে। আর তাই ও পার্টি রেখেছে আমি বাঁধা দিতে চাইলে ও ঝামেলা করতো তাই বাঁধা দেই নি। শুধু শুধু ঝামেলা করে কি লাভ। বাড়ির মাঝে এসব ভালো লাগে?
— ইফান কাউকে না জানিয়ে হঠাৎ করে বাড়িতে এভাবে পার্টি রাখতে পারে না। আজ ওর সাথে শেষ বুঝাপড়া হবে। দরকার হলে আজই সব কিছু ভাগাভাগি হয়ে যাবে।
— কি বলছিস তুই এসব? তুই নিজে বলছিস ইফানের থেকে আলাদা হয়ে যেতে?
— এছাড়া আর কোনো উপায় কি ইফান রেখেছে মা?
— ইফান টা যে কেমন করে হঠাৎ এমন হয়ে গেল।
— আমি জানি মা ইফান কেন এমন হয়েছে। এসবের পিছনে রিহার বাবা মনির চৌধুরী রয়েছে। উনি ই ইফানের মাথায় এসব আজেবাজে চিন্তা ঢুকিয়েছে।
— মনির ভাইয়ের আমাদের সাথে এসব করে কি লাভ হচ্ছে?
— কেন মা তোমার মনে নেই?
আমাদের কোম্পানি থেকে চুরির দায়ে উনাকে কিভাবে বের করে দেওয়া হয়েছিল। সেই থেকেই তো উনি আমাদের থেকে প্রতিশোধ নিতে চায়।
— তোর বাবা মারা যাবার পর কতো বিশ্বাস করে উনাকে আমাদের বিজনেস সামলাতে দিয়েছিলাম। কিন্তু উনি কি করলেন, দিনের পর দিন কোম্পানির নাম করে টাকা নিয়ে নিজের ব্যবসা বড় করে তুলেছেন।
এসব করেও উনি থেমে থাকেন নি। কোম্পানি থেকে বড় অংকের টাকা চুরি করে নিলেন। আর উনার চুরি ধরা পড়ায় দোষ দিলো ম্যানেজারের উপর।
— এসবের বদলা ই এখন নিতে চাইছে মা। উনার দাবার গুটি হিসেবে এতো দিন নিজের মেয়েকেই ব্যবহার করেছে। আর এখন ইফান কে করছে।
ইফান এতো টা বোকা কি করে হতে পারে?
— ইফানের বাইরের দুনিয়ার সাথে এতোটা পরিচয় নেই কে কেমন তা ইফান বুঝতে পারে না।
— তার জন্যই তো ওকে ছোট থেকে এতোটা আগলে রেখে বড় করে তুলেছি। তার পরও তো আমি যেমন চাইছি ইফান তেমন হলো না।
— দুঃখ করিস না বাবা। ইফান খুব শীগ্রই নিজের ভুল বুঝতে পারবে। আমার মন বলছে ইফান খুব তাড়াতাড়ি আবার আগের ইফান হয়ে যাবে।
— তা হলেই ভালো মা। নয়তো আমার অন্য কোন রাস্তা বের করতে হবে।
আচ্ছা মা আসি রাত অনেক হলো তুমি ঘুমিয়ে যাও।
— কি করে ঘুমাবো? শুনতেই তো পারছিস নিচে কতো হাই ভলিউমে গান বাজছে। গানের শব্দ সোজা এসে কানে লাগছে। মাথা টা ও ধরেছিল। ইশিতা এসে ঔষধ দিয়ে গেছে।
— এখন ঠিক আছো তো?
— হুম।
— আচ্ছা তুমি ঘুমানোর চেষ্টা করো। আমি নিচে গিয়ে গান অফ করছি। অনেক হয়েছে পার্টি।
ইয়াশ নাজমা চৌধুরীর রুমের লাইট অফ করে দিয়ে দরজা লাগিয়ে চলে যেতে নিলে নাজমা চৌধুরী ইয়াশ কে ডেকে উঠে
— ইয়াশ চলে গেলি বাবা?
ইয়াশ আবার রুমের লাইট জ্বালিয়ে দিয়ে
— না মা যাই নি। কিছু লাগবে তোমার?
— না কিছু লাগবে না। তুই একটু আমার পাশে এসে বসবি?
ইয়াশ নাজমা চৌধুরীর পাশে বসে
— কি হয়েছে বলো?
— তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম। তোর খলিল আহমেদ আঙ্কেলের কথা মনে আছে?
ইয়াশ হেসে
— মনে থাকবে না কেন?
— তাহলে নিশ্চয় ইশুর কথা ও মনে আছে?
ইয়াশ মাথা নেড়ে
— হুম।
— তুই জানিস ইশু এখন কোথায় আছে?
ইয়াশ কিছুক্ষণ চুপ করে থেকে
— হুম।
নাজমা চৌধুরী রীতিমত অবাক হয়ে
— তুই জানিস ইশু কোথায়?
— হ্যা।
— তাহলে আমাকে আগে জানালি না কেন?
— ঠিক সময় আসলে জানাতাম।
— তুই ছোট বেলা থেকে যাকে ভালোবেসে এসেছিস সে আজ তোর ঘরের বউ।
আমি তো ভাবতেই পারিনি যে ইশিতা আমাদের সামনে আছে সেই আমাদের সেই ছোট ইশু।
নাজমা চৌধুরীর কথা ইয়াশ শুনে যাচ্ছে কিছু বলছে না।
— তোর সাথে ইশিতা কত খেলা করতো। সারাক্ষণ তোর সাথে থাকতো। কেউ কিছু বললেই বলতো ‘”” আমি ইয়াশের কাছে তোমাদের সবার নামে বিচার দিবো'”” ওর এই কথা শুনে সবাই যে কি ভাবে হেসে গড়িয়ে পড়তো।
ইশিতা চলে যাবার পর তুই কত রাত ওর কথা মনে করে আমার কোলে মুখ লুকিয়ে কেঁদেছিস তোর মনে আছে?
ইয়াশ একটু হেসে নড়ে বসলো
— শুধু তোর কথা ভেবে ইশিতা কে কতো খুঁজেছি। শেষে তো নিউজ পেপারে ও বিজ্ঞাপন দিতে চেয়েছিলাম।
ইয়াশ সেই আগের মতই চুপ করে নাজমা চৌধুরীর কথা শুনছে
— কি রে তুই কিছু বলছিস না কেন?
— কি বলবো?
তুমি বলো আমি শুনছি।
নাজমা চৌধুরী চোখ থেকে চশমা খুলে বেড সাইড টেবিলে রাখলো
— তুই ইশিতা কে কিছু বলেছিস?
ইশিতা কি জানে তুই ওর ছোট বেলার সেই খেলার সাথী ইয়াশ।
— না।
— জানাস নি? আমি তো আজ ইশিতা কে সব বলে দিয়েছি। এটা অবশ্য জানতাম না তুই আমার আগেই ইশিতা কে চিনিস।
ইশিতা ও মনে হয় জানে না তুই ওর আসল পরিচয় সম্পর্কে জানিস।
— ইশিতার তো আমার কথা মনেই নেই। আর ছোট বেলা থেকে আমি ওকে ভালোবাসলে কি হবে ইশিতা তো আমাকে ভালোবাসে নি। আর আমি নিজে ও তো তখন জানতাম না আমি ইশিতা কে ভালোবাসি।
— তুই ছোট বেলা বুঝতে পারিস নি তুই ইশিতা কে ভালোবাসিস তবে যখন বড় হয়েছিস তখন তো বুঝতে পেরেছিস তুই ওকে ভালোবাসিস।
— কিন্তু ইশিতা তো বড় হওয়ার পর ইফান কে ভালোবেসেছে।
— এখন তো ইশিতা ইফান কে ভালোবাসে না। আর এখন সবথেকে বড় সত্যি হলো ইশিতা তোর বউ।
ইশিতা এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নাজমা চৌধুরী ও ইয়াশের সব কথা শুনছিল। ইশিতা রুমে একা ছিল। অনেকক্ষণ হলো ইয়াশ নিজের রুমে যায় না তাই ইশিতা দেখতে এসেছিল ইয়াশ নিচে কোন ঝামেলা করছে না তো?
কিন্তু নিচেও যখন ইয়াশ কে পেল তা তখন নাজমা চৌধুরীর রুমে আসলো। ইশিতা রুমে ঢুকতে যাবে তখনই ইয়াশের কথা শুনতে পেল। নাজমা চৌধুরী আর ইয়াশের মধ্যে এসব কথা শুনে ইশিতা আর রুমে আসলো না।
ইশিতা দরজায় ঠাঁই দাঁড়িয়ে আছে। মনে মনে বলে যাচ্ছে
— ইয়াশ আমাকে ছোট বেলা থেকেই ভালোবাসে?
আমি ওদের থেকে আলাদা হয়ে গিয়ে ইয়াশ কে ভুলে গেলেও ইয়াশ আজও আমাকে ভুলেনি।
ইয়াশ এতো বছর ধরে নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবেসে এসেছে।
এতো বছর পর ইয়াশ যখন জানতে পারলো আমি ই তার ইশু আর এটাও জানতে পারলো আমি ওর ছোট ভাই ইফান কে ভালোবাসি,আমার গর্ভে ওর ছোট ভাইয়ের সন্তান তখন ওর কেমন লেগেছে?
নিজের ভালোবাসার মানুষকে নিজের ছোট ভাইয়ের সাথে দেখে নিশ্চয় ওর মাথা আকাশ ভেঙে পড়েছিল।
আমি না জেনে ইয়াশ কে কতো কষ্ট দিয়ে ফেলেছি। নিজের অজান্তেই ইয়াশের ভালোবাসা কে ছোট করেছি।
কথা গুলো ভেবে ইশিতার চোখ ভিজে উঠলো। চোখের পানি গড়িয়ে পড়তে নেওয়ার আগেই ইশিতা হাত দিয়ে চোখের পানি মুছে নিলো। নাজমা চৌধুরী দরজার সামনে ইশিতা কে দাঁড়িয়ে থাকতে দেখে
— ইশু, কি রে তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন?
ভেতর আয়।
ইশিতা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ভেতর এলো। এমন ভাব করলো যেন ও কিছুই শুনেনি।
ইশিতা রুমে আসলে নাজমা চৌধুরী ইশিতা কে ইয়াশের পাশে বসতে বলে। ইশিতা কিছু একটা ভেবে পরহ্মনেই ইয়াশের পাশে বসে পড়ে।
— বাহ! তোদের দুজন কে এক সাথে বেশ সুন্দর লাগছে। বেশ মানিয়েছে তোদের দুজন কে।
ইশিতা কিছু বললো না। ইয়াশ উঠে দাঁড়িয়ে গেল।
— নিচে মনে হয় পার্টি শেষ। আমরা যাই তুমি ঘুমাও।
— কোথায় যাচ্ছিস এখনও তো আসল কথা টাই বলা হয়নি। ইশিতা এসে ভালোই করেছে। দুজনের সামনেই কথা টা বলা যাবে।
— কি কথা মা?
— আমি ভাবছি তোদের দু’জনের আবার নতুন করে বিয়ে দিব। তবে ইশিতার ডেলিভারির পর এখন না।
— আবার বিয়ে দিবে কেন মা?
— তোদের দুজনের বিয়ে কোন পরিস্থিতিতে কেমন ভাবে হয়েছে তা আমি জানি। আর তোদের বিয়েটা তো এখন বৈধ হয়নি।
ইশিতা প্রেগন্যান্ট। আর গর্ভবতী অবস্থায় বিয়ে হলে বিয়ে বৈধ হয়না। মানছি তুই তখন ইশিতার সন্মান বাঁচানোর জন্য, একটা নিঃপাপ বাচ্চার কে দুনিয়াতে আনার জন্য ইশিতা কে বিয়ে করেছিস।
পরেও তোদের সম্পর্ক টা পুরোপুরি ভাবে বৈধ হয়নি। তাই আমি চাই তোদের আবার সম্পূর্ণ নিয়ম রীতি মেনে বৈধ ভাবে বিয়ে হোক।
ইয়াশ তরল কন্ঠে
— ডেলিভারির এখনও অনেক সময় বাকি আছে। এসব নিয়ে পরেও ভাবা যাবে।
— হুম তা যাবে। পরেও আমার মনের কথা টা তোদের দু’জনকে ই জানিয়ে রাখলাম।

রাত বারোটা ছুঁই ছুঁই পার্টি প্রায় শেষ সব লোকেরা চলে গেছে। যাওয়ার সময় সবাই ইফান কে খুঁজেছে তবে কোথাও পায়নি। ইফান নিজে পার্টি রেখে পার্টির মাঝ থেকে কোথায় উধাও হয়ে গেছে তা চিন্তা করতে করতে রিহা প্রায় অস্থির হয়ে উঠেছে। বার বার বাড়ির কাজের লোক গুলোর কাছে ইফানের কথা জিঙ্গেস করছে। মেইন ডোরের সামনে সমানে পায়চারি করে যাচ্ছে।
— ইফান কোথায় গেল? ভাল্লাগে না আর ইফান টা সব সময় এমন করে। কোথাও যাওয়ার আগে অন্তত বলে যাবে তো। ও কি জানে না ওর জন্য আমার কত টেনশন হয়।
রিহা নিজে নিজে কথা বলছে আর ইফান কে ফোনে ট্রায় করছে। বার বার ইফানের ফোন সুইচ অফ বললে রিহা রেগে নিজের ফোন টা কে জোরে আছাড় মারে। নিচে পড়ে ফোন টা কয়েক খন্ডে ভাগ হয়ে যায়। রিহা আর নিচে দাঁড়িয়ে থাকতে পারলো না। রুমে চলে গেল।

ইফান কি করবে কিছু বুঝতে পারছে না। ও এতো দিন রিহার কথা শুনে ইশিতা কে অনেক কষ্ট দিয়েছে। দিনের পর দিন নানা ভাবে ইশিতা কে অপমান করেছে। ইশিতা কে ছোট করার কোনো সুযোগ হাত ছাড়া করেনি ইফান। আজ সত্যি টা জানার পর নিজেকেই অপরাধী দাবী করছে ইফান।
ইফান তো সত্যি ই অপরাধী তা আর দাবী করার কি আছে।ইফানের ইচ্ছে হচ্ছে রিহা কে খুন করতে। ইফান রিহার পাপের জন্য রিহা কে সঠিক শাস্তি দিবে। কিন্তু এখন কি ভাবে ইশিতা কে ফিরিয়ে আনবে নিজের কাছে। এখন ইশিতার সামনে গিয়ে হ্মমা চাইলে ইশিতা কি ইফান কে হ্মমা করে দিবে। ইফান নিজের ভুল বুঝতে পেরেছে এটা ভেবে কি ইশিতা ইফান কে দ্বিতীয় সুযোগ দিবে। নিজের ভালোবাসা, নিজের সন্তান কে কি করে ফিরে পারে ইফান?
ইফান কার ড্রাইভ করছে আর এই কথা গুলো ভেবে যাচ্ছে।
— আমার সত্যি টা জানতে বড্ড বেশিই দেরি হয়ে গেল। ইশিতা আমাকে হ্মমা করবে তো?
আমি আমার সন্তান কে ফিরে পাবো তো?
ওই রিহার জন্য আমি নিজের অংশ নিজের সন্তান কে অস্বীকার করেছি। রিহা কে তো আমি আস্ত রাখবো না। এই পৃথিবীতেই আমি ওকে জাহান্নামের শাস্তি দিব। রিহা প্রতি দিন মৃত্যু কামনা করবে তার পরেও ও মৃত্যু পাবে না। ওকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এতো সহজে আমি রিহার মৃত্যু দিব না।
ইফান ঝড়ের গতিতে কার ড্রাইভ করেছে। ইফানের দু’চোখ বেয়ে পানি পড়ছে। ইফান এমন জায়গায় এসে নিজের ভুল বুঝতে পেরেছে এখন সে না পারবে সামনে এগুতে, না পারবে পেছনে ফিরে গিয়ে সব কিছু আগের মত ঠিক করে নিতে।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here