#একটুখানি_আশা
#মেহরাফ_মুন(ছদ্মনাম)
#পর্ব ৪
মুনের এমন ইচ্ছের কথা শুনে শফিক সাহেব কিছুক্ষন মাথা নিচু করে কিছু একটা ভাবলেন। বাকি সবাই এখনো মুনের দিকে তাকিয়ে আছে। আরিফা আগে থেকেই জানতো তাঁর আপু এমন অদ্ভুত ইচ্ছের কথা বলবে তাই সে স্বাভাবিক। মুনের মাথা তুলে মুনের উদ্দেশ্যে বলল,
-‘কিন্তু তুমি একা ওই ভীনদেশে কীভাবে থাকবে মা?’
শফিক সাহেবের কথা শুনে মুনের মনে হলো তাঁর মন থেকে একটা পাথর সমান বোঝা নামল। তাঁর মানে তাঁর বাবা রাজী হবে।
মুনের মা শফিক সাহেবের কথা শুনে রেগে গিয়ে বলল,
-‘মেয়ে যেতে চাইছে বলে তুমিও যেতে দিবে? একা এমন একটি দেশে কেমনে থাকবে এই মেয়ে? পড়াশোনা কী এখান থেকে করা যায় না? এত দূর দেশে পাঠাতে হবে না।’
-‘বাবা তুমি আমার মতামত জানতে চাইছিলে তাই বললাম। আমার এই একটাই ইচ্ছে।’মুন কাঁদো কাঁদো স্বরে বলল।
শফিক সাহেব মুনের উদ্দেশ্যে নরম স্বরে বলল,
-‘তুমি রুমে যাও মা। আমি সিদ্ধান্ত নিয়ে তোমাকে কাল সকালে বলবো।’
মুন চেয়ার ছেড়ে উঠে মাথা হেলিয়ে তাঁর রুমে চলে গেল।
মুন যাওয়ার পর পর শফিক সাহেব সবার উদ্দেশ্যে বলল,
-‘মেয়েটা এখনো একটা ট্রমার মধ্যে আছে। এই বিয়েটা আমরাই ওকে জোর করে দিতে চেয়েছিলাম মনে করেছি এমন পরিবার আর পাবো না কিন্তু ভাগ্য…। মেয়েটার অনেক আগে থেকেই ইচ্ছে ভীনদেশে গিয়ে পড়ার। আমাদের মুখের দিকে তাকিয়ে তাঁর ইচ্ছেটাকে দামা-চাপা দিয়ে সে বিয়েতে রাজী হয়েছিল কিন্তু বিয়ের দিন কনের জন্য এমন একটি ঘটনা একদম অপ্রত্যাশীত আর মন তো ভাঙ্গেই, আর তাঁর উপরে সমাজের এমন কুরুচিপূর্ণ কথাগুলো মেয়েটা সয্য করতে পারবে না। দেখা যাবে মেয়েটি আরও মানসিকভাবে ভেঙে পড়বে। একে একবার অন্যায় করে ফেলেছি ওর সাথে। অপরাধবোধে আমাকে ঘিরে ধরে। মেয়েটা সবেমাত্র এইচএসসি দিল, তাঁর জীবন এখনো অনেক বাকি রয়ে গেছে। তাঁর উপর এই ইচ্ছেটাকেও যদি মাটি-চাপা দিই তাহলে আমরা মা বাবা হওয়ার যোগ্য নয়। আমরা ওর মতামতকে প্রাধান্য দিব। আমি চায় ও এই কালো অধ্যায়টা ভুলে গিয়ে আবারও সুন্দর করে জীবনে এগিয়ে যেতে পারে। তাই আমার মতামত হচ্ছে ওর এই ইচ্ছেটাকে পূরণ করা।’
মুনের বাবা এটুকু বলে থেমে মুনের মা রাশিদা আহমেদের দিকে তাকিয়ে বলল,’আমি সব ভেবেচিন্তে বলছি রাশু। এবার তুমি কী চাও এটা বলো।’
রাশিদা আহমেদ মাথা নেড়ে বলল,’আমিও চায় আমার মেয়ে এসব ভুলে গিয়ে জীবনটা সুন্দর করে গুছিয়ে নিক। কিন্তু অত দূর দেশে..।’
-‘আহা ভাবি এত চিন্তা কীসের? ওখানে তো আমার আফা আছে। আফা জানলে তোমাদের একদম চিন্তা করতে দিবে না।’মুনের চাচা বলল।
শফিক সাহেব আর রাশিদা আহমেদের এতক্ষনে হুশে আসলো। সত্যিই তো, ওখানে মুনের বড়ো ফুফি আছে তাহলে এত চিন্তা কীসের! এতকিছুর চাপে ভুলেই গেছিল জাপানে এই পরিবারের বড়ো মেয়ে থাকে। ওখানে ওর হাসব্যান্ড বিসনেস করে এরপর থেকে আর আসা হয়নি এই দেশে। মুনের বিয়ে উপলক্ষেও আসা হয়নি কিন্তু এই বিয়ে ভাঙার জন্য উনার মনও ভীষণ খারাপ। বড়ো ভাইয়ের একমাত্র মেয়ে বলে কথা। মুনদেরও ভীষণ আদর করে। তবে সরাসরি একবারও দেখা হয়নি। ভিডিও কলেই পরিচয়। শফিক সাহেব আর রাশিদা আহমেদের মনে হলো এতক্ষনে বোঝা কমছে, এতক্ষন তো চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওদের। শফিক সাহেব নিশ্চিন্ত মনে তাঁর ছোট ভাইকে সব ব্যবস্থা করতে বলে রুমে চলে গেল।
———————-
সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি চোখের উপর পড়তেই মুন বিরক্তিতে কপাল কুঁচকে চোখ খুলে দেখল কেউ একজন তাঁর জানালার পর্দা সরিয়ে দিয়েছে। মুনের ঘুম থেকে আপাতত উঠার ইচ্ছে নেই তাই সে আবারও লেপ টেনে নিয়ে ঘুমানোর জন্য পাশ ফিরলো। মাথার উপর কারো হাত বুলিয়ে দেওয়ার অস্তিত্ব অনুভব করে মুন আবারও চোখ খুললো। চোখ খুলেই দেখতে পেলো বাবা হাসিমুখে মুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
-‘শুভ সকাল মামনি।’
-‘বাবাই!’ মুন অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল শফিক সাহেবের দিকে। কারণ তাঁর মনে পড়ছে না শেষ কবে তাঁর বাবা এভাবে মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তুলেছিল। ছোটবেলার স্মৃতি হাতড়িয়ে খুঁজে পেলো জিরো। না, মনে পড়ছে না। আর কাল থেকে হঠাৎ এত ভালোভাবে মিশতে চাচ্ছে। যায় হোক, মুনের অনেক খুশি লাগছে এখন কারণ তাঁর গম্ভীর বাবাটাও হয়তো আবার সবার মতোই হাসিমুখে থাকবে।
-‘উঠে পড়ো মামনি। অনেক বেলা হলো।’ মুনের ভাবনার মাঝেই শফিক সাহেব বলে উঠলো।
মুন তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো।
-‘গুড, এবার ফ্রেশ হয়ে এসো মা। বাবাই নিচে টেবিলে অপেক্ষা করছি।’ এই বলে শফিক সাহেব রুম থেকে বেরিয়ে গেল।
মুন এখনো ঘোরের মাঝে আছে। এটা তাঁর বাবাই তো? এত ফ্রি? মুনের এখন আহানকে গিয়ে একটা টাইট করে জড়িয়ে হাগ্ দিতে ইচ্ছে করছে। এই আহানের জন্যই তাঁর বাবার সাথে সবারই আবার মিল হবে আর তাঁর সাথে তো হয়েছেই। মুনের বুঝ হওয়ার পর কোনোদিনও তাঁর বাবা শফিক সাহেব কারো সাথেই অপ্রয়োজনীয় কথা বলতো না। সবকিছুই নিয়মের ভেতর চলতো। এমনকি তাঁর চাচা, কাজিন সবাই মিলে আড্ডা দিলে ঐদিক দিয়ে শফিক সাহেব আসার ইঙ্গিত পেলেই সবাই আড্ডা ফেলে সবাই নিজ নিজ রুমে চলে যেত। সকালে কোনোদিন একসাথে নাস্তা করেনি শফিক সাহেব। সে আগে আগে করে চলে যেত। আর আজ! মুনের ভাবতেই খুশি খুশি লাগছে। মুন এসব ভাবতে ভাবতেই ফ্রেশ হতে চলে যায়।
ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখল পরিবারের সবাই আজ একসাথে টেবিলে বসেছে তাঁর বাবাই সহ। গল্পও করছে। মুন গিয়ে একটা চেয়ার টেনে বসতেই তাঁর চাচী নাস্তা এগিয়ে দিল।
শফিক সাহেব মুনের দিকে তাকিয়ে বলল,’মামনি লাস্টেবারের মত বলো, তুমি কী দেশের বাইরে যেতে চাও?’
মুন শান্তস্বরে তাঁর বাবার দিকে তাকিয়ে ‘হ্যাঁ’ বলল।
-‘আচ্ছা তাহলে। তোমার সবকিছু ঠিকঠাক করতে কিছুদিনের মত লাগবে। এই কয়দিন পরিবারের সাথে সময় কাটাও। আর ওখানে গেলে তোমার ফুফির কাছেই থাকবে। ওর সাথে আমার কথা হয়েছে। আমি আশা রাখি ঠিকঠাকভাবে থাকবে আমার মেয়েটা।’
মুন তো খুশিতে বাকরুদ্ধ। সে ভাবেওনি এত তাড়াতাড়ি তাঁর আশাটা পূরণ হবে। এত সহজে তাঁর বাবা মেনে নিবে।
মুন রুমে গিয়ে বসতেই আরিফা আসলো। বোঝায় যাচ্ছে মেয়েটার আজ মন খারাপ। মুন মুচকি হেসে বলল,’কী হয়েছে আমার বোনটার? আজ মুখটা এমন ক্যান?’
আরিফা কিছু না বলে কাঁদো কাঁদো স্বরে বলল,’আপু তুমি চলে যাবে?’
মুন আরিফাকে কাছে ডাকলো। আরিফা এসে মুনের পাশে বসলো।
-‘সবসময় তো কথা হবেই। মনে হবে আমি এভাবেই তোমার পাশে আছি।’
আরিফা কিছু না বলে বোনকে জড়িয়ে ধরলো। কোনোদিন চাচাতো বোনের মত ভাবেনি। নিজে কিছু কিনলে তাঁর জন্যও একটা কিনতো। একসাথেই সব করতো। তাঁর এই বোনকে ছাড়া বাড়িটাই খালি খালি লাগবে। কেমনে থাকবে সে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল আরিফার।
মুন আরিফার মাথায় হাত বুলাতে বুলাতে বলল,’আর বফ তো আছেই। মন খারাপ হলেই ওকে কল দিবি দেখবি দুইমিনিটের ভেতর মন ভালো করে দিবে। যায় হোক আজকাল কার নিব্বা-নিব্বি বলে কথা। নিব্বা-নিব্বিদের মধ্যে একজনের জ্বর উঠলে মেসেঞ্জারে মাথায় হাত বুলানোর ইমোজি দিলেই জ্বর উধাও। একজনের জ্বর অপর পাশ থেকে আরেকজন সারানোর অসীম ক্ষমতা নিয়ে জন্মে এরা। মেসেঞ্জারে কী সুন্দর সংসারও হয়ে যায়। হাহা, আর সামান্য তোর মন খারাপটাই উধাও হবে না?’ এসব বলেই আরিফার দিকে তাকিয়ে হাসি চেপে রাখলো।
-‘দুরু আপু। আমরা নিব্বা-নিব্বি না। যথেষ্ট ম্যচিউর্ড আমরা।’ আরিফা মুখ গোমড়া করে বলল।
-‘হ্যাঁ হ্যাঁ। টেনে পড়েই ম্যচিউর্ড। হাহা।’
আরিফা মুনের কথায় হেসে উঠলো।
———————
দেখতে দেখতেই হেসে-মেতে কেটে গেল এই কয়দিন। আজকে মুনের ফ্ল্যাট। তাঁর ভীষণ খারাপ লাগছে এখন। অত দূর দেশে কীভাবে থাকবে সে? এই আপনজনগুলোকে ছেড়ে।
#চলবে ইনশাআল্লাহ।
(ভুল-ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে)