“চাচাত বোন যখন আদূরে বউ (৪র্থ পর্ব)

0
1479

“চাচাত বোন যখন আদূরে বউ”

(৪র্থ পর্ব)

লিখা:- Nr Joy Khan(Nazmul)

আমার সন্দেহ হল যতবার আমি তার পরিচয় জানতে চেয়েছি ততবারই সে এরিয়ে গেছে এবং কথা ঘুরানোর চেষ্টা করেছে। আর তার ভয়েজটা আমার খুব পরিচিত মনে হয়েছে। আমি এই বিষয় নিয়ে বেশি চিন্তা না করে ঘুমিয়ে পরলাম। পরদিন সকালে বাসায় ফোন দিয়ে সবার সাথে কথা বলার পর নিলীমার সাথে কথা বললাম নিলীমার সাথে কথা বলার সময় ওর ভয়েজ কিরকম খুশি খুশি লাগল। কথা বলা শেষ করে আমি আমার কাজে মন দিলাম। সেদিন রাতে আবার সেই অপরিচিতার নাম্বার থেকে কল আসল
আমিঃ হেল
অপরিচিতাঃ হেল কেমন আছেন?
ওপাশের গলার ভয়েজ আমাকে ভাবনায় ফেলে দিল অনেক চেনা চেনা লাগল।
আমিঃ ভাল আছি তুই কেমন আছিস?
অপর পাসেঃ এই তুমি আমাকে চিনে ফেলেছ।
আমিঃ যাক বুদ্ধি তাহলে কাজে দিয়েছে(মনে মনে) আমার বউটাকে আমি চিনবনা তো কে চিনবে হুম।
তুই আমাকে পরিচয় গোপন করে ফোন দিলি কেন?
নিলীমাঃ আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি আমাকে চিনতে পার নাকি।
আমিঃ তা আমি পাশ নাকি ফেল হুম।
নিলীমাঃ তুমি পাশ।
এভাবে কিছুক্ষন কথা বলে ফোন রেখে দিলাম। দিনকাল ভালই চলছিল
দেখতে দেখতে নিলীমার এস এস সি পরীক্ষা শেষ হয়ে গেল আর আমার অনার্স 1st ইয়ার। পরীক্ষা শেষে আমি বাসায় যাই। বাসায় ঢোকার সাথে সাথে কে যেন আমাকে শক্ত করে জরিয়ে ধরল। তাকিয়ে দেখি নিলীমা। আমিও ওকে জরিয়ে ধরলাম। সামনে তাকিয়ে দেখি আম্মু ও ছোট আম্মু আমাদের কান্ড দেখে হাসছে। তারপর নিলীমাকে ছারিয়ে রুমে গিয়ে ফ্রেস হয়ে আসলাম।
আম্মুঃ কী জামাইবাবু আামার মেয়েকে পেয়েতো আমাকে ভুলেই গেছস।
আমিঃ কি যে বল না আম্মু তোমাদের কি আমি ভুলতে পারি।
ছোট আম্মুঃ হয়েছে হয়েছে আমার ছেলেটাকে এবার খেতে দাও। এই নিলীমা ওর খাবার নিয়ে আয়।
রাতে আব্বু ও ছোট আব্বুর সাথে কথা হলো। এভাবে সবার সাথে খুব আনন্দে
বন্ধের দিনগুলো কেটে গেল। নিলীমার রেজাল্ট বের হলো ও a+ পেয়েছে। তারপর ওর এডমিসনের জন্য ওকে ঢাকায় নিয়ে আসি আসার সময় উই এবং আম্মুরা অনেক কান্না করেছে। ঢাকা আসার পর আমার কলেজে ওকে ভর্তি করালাম । পাগলীটা প্রতিদিন আমার সাথেই কলেজে যেত আবার আমার সাথেই আসত।
আর বাসায় বুয়া থাকা সত্বেও ও নিজে রান্না করত। আমি অবাক হই ওর রান্না দেখে ওর রান্নার হাত অনেক ভাল।
আর তাছারা এত অল্প বয়সে এত সুন্দর রান্না সবাই করতে পারে না।
প্রতিদিন রাতে নিলীমা আমার কাছেই পড়তে বসত আমিই ওকে পরাতাম।
এভাবে নিলীমার 1st year ও আমার সেকেন্ড ইয়ার শেষ হলো।
.
(চলবে…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here