দুষ্টু_বউয়ের_ডেভিল_বর part:18(new part)

0
5247

দুষ্টু_বউয়ের_ডেভিল_বর part:18(new part)
writer: #Nurzahan_akter_allo

(১৮নং পার্ট দুইটা, আগের টা রিমুভ করে দিছি)

নুরের মাথা টিপে দিতে দিতেই নুর ঘুমিয়ে পড়ে,সাদনান আস্তে করে উঠে আর এসির পাওয়া কমিয়ে দেই,সাদনানের ফোনে ফোন আসে,সাদনান বারান্দায় গিয়ে কথা বলে আর কিছু ফাইল নিয়ে সোফাতে বসে সেগুলো দেখতে থাকে,সাদনান ফাইল দেখছে আর আর কিছুক্ষন পর পর নুরের দিকে তাকিয়ে থাকে,সাদনান একবার উঠে নুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে, ঠোঁটে একটা কিস করে, একটা দিনে নুরের মুখটা শুকিয়ে গেছে।
সাদনান blanket টেনে দেই,আর নিচে গিয়ে একমগ কপি বানিয়ে আনে,সাদনানের মা বাবা বাগানে পায়চারি করছে,সাদনান কফি নিয়ে রুমে যাই,নুরের শরীরে হাত দিয়ে দেখে,জর নেই।সাদনান আসতে নিলে নুর সাদনানের হাত ধরে বসাই,আর সাদনানের কোলে মাথা দিয়ে,সাদনানকে জড়িয়ে ধরে,সাদনান এটাতে অবাক হয় না কারন এটা নুরের প্রতিদিনকার রুটিনের মাঝেই পড়ে,,

সাদনানঃকি ম্যম আপনার কি ঘুম ভাল হয়েছে?আর এখন শরীর কেমন লাগছে শুনি?আর আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন?আমার তো পেটে সুড়সুড়ি লাগছে,,
নুরঃহুম আমি এখন ঠিক আছি?আপনাকে এভাবে জড়িয়ে ধরতে আমার ভাল লাগে এজন্য ধরি,,
সাদনানঃহুমম বুঝলাম,রাতে যত খুশি এভাবে ধরে থাকবে,আমি কিছু বলবো না বাট,এখন তুমি ফ্রেস হবে,,,, যাও যাও তারাতারি,,উঠো
নুরঃহুম উঠছি,আর পাঁচ মিনিট,, না না পাঁচ মিনিট না আর দশ মিনিট,,,, আমি জানি আপনি কিপ্টামি করবেন না,কারন আমি কিছু চেয়েছি বলে কথা,,
সাদনানঃনুর তুমি চোখে মুখে পানি দিয়ে এসো,তারপর চলো আমরা ছাদে যাবো কেমন,
,
নুরঃনা এভাবেই আমি থাকবো,আমার এভাবেই থাকতে ভাল লাগছে,,তবে একটা কাজ করলে আমি যেতে পারি,
সাদনানঃশুনি কি কাজ?কারন আপনার মাথায় তো আনকমন বুদ্ধির শেষ নেই,আগে বলুন তারপর না হয় ভেবে দেখবো করবো কি না?
নুরঃআজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে,তাহলেই আমি এখন উঠে ফ্রেস হবো তার না হলে উঠবো না।
সাদনানঃহুমম নিয়ে যাবো,তুমি যাও ফ্রেস হয়ে এসো আগে,আর আমি কফি করে নিয়ে আসি,এটা ঠান্ডা হয়ে গেছে,
নুরঃআমার উঠতে ইচ্ছে করছে না,,
সাদনানঃএবার আমার খুব রোমাঞ্চ করতে ইচ্ছে করছে,আর আমি একবার শুরু করলে,তখন কিন্ত সহজে ছাড়বো না।
নুরঃথাক লাগবে না,আমি এখুনি যাচ্ছি,,
সাদনানঃহুমম গুড
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন



সাদনান নিচে গিয়ে কফি বাদে চা বানাল ,আদা,এলাচ,তেজপাতা,কড়া লিকার দিয়েই করছে,,
(আদা বাটা,রসুন বাটা,তেল দিতে বলছি আমি,বাট সাদনান দেই নি,,সাদনান কি বোকা?কত ভাল বুদ্ধি দিলাম তাও নিলো না। )
এসব দিয়ে চা বানালো, কারন নুরের সর্দি লাগছে,গলা ব্যাথা আর বৃষ্টিতে ভেজার কারনে চা খাওয়াটাই টাই বেটার হবে,সাদনান মগ টা নিয়ে রুমে গেল,গিয়ে দেখে নুর ওয়াশরুম থেকে বের হচ্ছে, সাদনান সাবধানে বলার আগেই,,

নুরঃআহহহহহহহহহহহহ ওমা গো রে
সাদনানঃতোমার নিয়ে আমি আর পারি না নুর,দেখছো তোমার পায়ে পানি আছে,তারপরেও টাইলস করা ফ্লোরে এইভাবে,নাচতে নাচতে বের হচ্ছো কেন?ওখানে পাপোস আছে,পা টা মুছে আসলে কি খুব ক্ষতি হতো?
নুরঃউরি বাবা রে বাবা ,আমার কোমর শেষ, ও বাপি গো তোমার মেয়ে আর মনে হয় বাঁচবে না।আমার কোমরের সব হাড় গুলোই খুলে গেছে মনে হয়,আমি শেষ, আমার আর বাচ্চার মুখ দেখা হবে,বাপি তোমার আর নাত নাতনীর মুখ দেখাতে পারবো না।বিদায় পৃথিবী
সাদনানঃহুমম ফালতু বকা শেষ, উষ্টা খেলে কেউ মরে না,এবার উঠো তো দেখি,বউ তো একটাই, আর পাঁচ থাকলে না হয় বলতাম,পড়ে গিয়ে গায়ে ধুলা লেগে গেছে আর নিবো না।এখন তো আর কিছু করার নাই,একটাই মাএ
,আর বাচ্চা নিয়ে এত চিন্তা তোমার,তুমি একদম চিন্তা করো না,সময় মত বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার,আমি আমার দায়িত্ব ঠিকমত পালন করবো দেখে নিও,
নুরঃ সাহস তো কম না, মেরে উগান্ডায়ার হসপিটালে ভর্তি করে দিবো,,আর একবার যদি এসব বিয়ের কথা শুনি,,আর আপি আসলেই একটা অসভ্য ছেলে,,
সাদনানঃনেপোলিয়ান বলেছিলো,আমাকে একটা শিক্ষিত মা দাও,আমি তোমাদের শিক্ষিত জাতি দিবো।বাট আজ আমি তোমাকে বলছি,নুর আমাকে একটা বার তোমার কাছে যাওয়ার সুযোগ দাও,আমাকে কাছে টেনে নাও,আমি তোমাকে কিউট একটা বেবির মা হওয়ার ইচ্ছে অপূর্ণ রাখবো না প্রমিস,,
নুরঃ

সাদনান নুরকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেই,আর চাইয়ের মগ টা নুরের হাতে দেই,সাদনানও খাচ্ছে সাথে নুরও,,,আর সেটা খুব তৃপ্তি সহকারে,,
নুরের কোমরে হালকা ব্যাথা পেয়েছে।নুর বেডের সাথে হেলান দিয়ে বসে আছে,সাদনান নুরের দিকে কফির মগ এগিয়ে দেই,আর জিজ্ঞাসা করে,,
সাদনানঃসত্যি কি আজকে যেতেই হবে লং ড্রাইভে,আমার কেন জানি মন টানছে না?আজ আমরা ছাদে আড্ডা দেই কেমন,আর তোমার শরীর টাও তো ভালো না।আমরা কালকে যাবো লং ড্রাইভে,,কেমন
নুরঃনা মানে না,আমি আজকেই যাবো,আমি কোন কথা শুনতে চাই না।
সাদনানঃনুর এত জেদ করতে নেই সবকিছুতে,আমার কথা শোনো না প্লিজ,,,,
নুরঃ (ঠোঁট উল্টে কেঁদে দেই)
সাদনানঃ আচ্ছা নিয়ে যাবো,আর কাঁদতে হবে না,তার আগে আমাকে আদর দিতে হবে,আমাকে আদর না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না।
নুরঃদিতেই হবে, না দিলে হয় না,,,ইয়ে মানে আমার লজ্জা লাগছে, এটা বাদে অন্য কোন অপশন নেই
সাদনানঃলং ড্রাইভে যেতে চাইলে দিতেই হবে, না গেলেও এখন দিতেই হবে।আমার কিছু বলার নেই,তুমি যেতে চাইলে আদর দিবে আর না দিলে তো আমি যাবো না,সো আমাকে দোষ দিবে না,কারন আদর না দিলে আমি যাবো না মানে যাবো না,,
নুরঃ

নুর সাদনানের দিকে তাকায়, সাদনান নুরের চোখের চাউনি বুজতে পেরে,নুরের সামনে এসে বসে।নুর সাদনানকে ওর দিকে ফিরাই আর ইশারায় চোখ বন্ধ করতে বলে,সাদনান মুছকি হাসে আর চোখ বন্ধ করে নেই,নুর কি করবো বুঝতে পারছে না,নুর সাদনানের কপালে, চোখে, গালে, কিস করে আর সাদনান চোখ বন্ধ করে ঠোঁট উল্টে ঠোঁটে দিতেও বলে,নুর মুছকি হেসে তাই করে।নুর এবার লজ্জা মাখা মুখে সাদনানের পাশে বসে পড়ে,সাদনান নুরের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে বলে,,,

সাদনানঃশুধু এত টুকু,,, ধুরর আমি বাচ্চা নাকি,আমি পারবো না যেতে।

এটা বলে সাদনান উঠতে গেলে,নুর সাদনানকে একটান দেই,নুর হুট করে এমন করাতে সাদনান নিজেকে সামলাতে না পেরে বেডে পড়ে যাই,আর নুর সাদনানের গলাতে কামড় বসাই,,,আর সাদনান চোখ বন্ধ করে নেই।

ওরা সন্ধ্যায় বের হয়,সাদনানের মা বাবা ওদের অনেক নিষেধ করে বাট নুর কোন কথা শোনে নি,কারন নুরের শরীর ভালো নেই এজন্য নুরের মা বার বার নিষেধ করছে।
নুর খুব খুশি আর নুরের খুশি দেখে সাদনানও খুশি,,হাই স্পিডে গাড়ি চলতে,হাইওয়ে রোডের উপর দিয়ে ওরা তখন যাচ্ছিলো,আর
সাথে ওদের খুনশুনি,নুরের সাথে কথা বলতে বলতে সাদনান খেয়াল করে নি,সামনের দিকে আর ওদের গাড়িটা ট্রাকের সামনাসামনি, সাদনান নুর কে ধাক্কা দিতে চেয়েছে বাট নুর সাদনানের হাত চেপে ধরে,সাদনানের বুকে মুখে লুকিয়ে সাদনানকে জড়িয়ে ধরে,আর ট্রাকটা এসে ঠাস করে ওদের মেরে দেই,,,,সাথে সাথে ওদের গাড়িটা ছিটকে পড়ে সাথে সাদনান আর নুরও,,,

সাদনান আর নুরের শরীর রক্তে ভিজে গেছে,নুর আর সাদনান রক্ত শরীর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে,হয়তো কেউ কাউকে সেভ রাখতে পারে নি,তাই সেই চোখে হাজারো না বলা কথা বলতে চেয়েছে,,পিচ ঢালা রাস্তার উপর ওরা পড়ে আছে,দুইটা প্রাণ,,, আর একটু অসাবধানতার জন্য হয়ে গেলো কত বড় এটা দূর্ঘটনা, সাদনান সত চেষ্টা করে ও উঠতে পারে নি,আর নুর সাদনানের দিকে তাকিয়ে,,
নুরঃসাদ,,,না,নান খুব ভাল বাসি তোমাই
এই কথা বলে চোখ বন্ধ করে নেই,,,,
চলবে,,
(আমি এর আগের পার্টটা নিয়ে সরি,আমি তোমাদের রিয়েল যেটা হয় সেটা তুলে ধরতে চেয়েছি,বাট তোমরা আমাকে ভুল বুঝেছো,,আমাকে পরের পার্টে সবকিছু বোঝানোর সুযোগ দাও নি,আমি তো শুধু লিখছিলাম বাট যেগুলো ঘটে থাকে সেগুলোর কথা কি বলবে? আচ্ছা বাদ দাও আমিই সরি,,, ,ওটা বাদ দিয়ে তাই নতুন করে এই পার্টটা লিখলাম,আশা করে তোমাদের ভাল লাগবে,,,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here