ভালোবাসি প্রিয় পর্ব -০৯

#ভালোবাসি_প্রিয়

পর্ব:০৯
#অপরাজিতা_রহমান (লেখনীতে)

আমার খুব ভ*য় করছে কুয়াশা। সবটাই তো শুনলে। অনেক দিন থেকে রনি আমার পিছনে লেগেছে।এমন হলে তো আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে ঐ ব*খা*টে রনির জন্য। সেদিন যদি উনি না আসতো তাহলে যে কি হতো ভাবতেই আমার গায়ে কাঁ*টা দেয়।

এই উনি টা কে শুনি?যার কথা বলতে গিয়ে আমার বোনের মুখ টা লজ্জায় লাল টমেটো হয়ে গেল। সামথিং সামথিং কোন ব্যাপার নাকি?

ধূর তুমি কি যে বলো না?এসব কিছুই না। তুমি তো জানো আমি হারাম রিলেশন থেকে নিজেকে মুক্ত রেখেছি।আর ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

ডিনার শেষে ছাদে বসে আমি আর শীতল আড্ডা দিচ্ছিলাম ।এর‌ই মধ্যে দেখি জামিয়ার কল, হ্যাঁ জামিয়া বল।

দোস্ত কাহিনী তো একটা ঘটে গিয়েছে।

কেন কি হয়েছে? আমি তো কিছুই জানি না।

সারাদিন বরের সাথে রোমান্সে বিজি থাকলে জানবি কিভাবে?

এতো ভনিতা না করে বল কি হয়েছে?

আমাদের সেকেন্ড ইয়ারের ফর্ম পূরণ করার ডেট দিয়েছে আরো পাঁচ দিন আগে।কাল লাষ্ট ডেট।

কি বলিস ? ফর্ম পূরণ করার দুই থেকে আড়াই মাস পরেই তো পরিক্ষা। কিন্তু আমি তো কিছুই পড়িনি।ফাষ্ট ইয়ারে যাইহোক ২ মাস প্রাইভেট পড়ে টেনেটুনে সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করেছি। কিন্তু এই ইয়ারে নির্ঘাত ফেল করবো।

দোস্ত আরো একটা সমস্যা আছে।

আবার কি?

ফাষ্ট ইয়ারে থাকতে যে ভাইয়ার কাছে প্রাইভেট পড়েছিলাম , কিছু দিন আগে তার চাকরি হয়েছে।

কি বলিস? টেনেটুনে পাশ করার একমাত্র অবলম্বন ছিল ভাইয়া । ভাইয়ার চাকরি টা এখন ই হতে হলো?
এখন অন্য কোন টিচারের কাছে যেতে পারব না, গেলে সোজা লা*থি মে*রে বের করে দিবে আমাদের। এবার বোধহয় আর পাশ করা হবে না।

আরে হবে। টেনশন ‌করিস না।আমার আপুর পরিচিত একটা ভাইয়া আছে। শায়ান ভাইয়া।পুরো নাম আহনাফ আহমদ শায়ান। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অনার্সে হিসাববিজ্ঞান বিভাগ থেকে প্রথম বারের মতো সর্বোচ্চ পয়েন্ট ৩.৯০ পেয়ে রেকর্ড গড়েছিল ভাইয়া। মাস্টার্সে ও ফাষ্ট ক্লাস ফাষ্ট হয়েছিল। শুনেছি ভাইয়া নাকি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উনি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি শিওর ভাইয়া বিসিএস এ টিকে যাবে।

উনি আমাদের মতো গাধা গরু পড়াতে রাজি হবে?

হুম । আমাদের মতো অনেক গাধা গরু পড়ে ভাইয়ার কাছে ।আর ভালো রেজাল্ট ও করে।তবে শুনেছি ভাইয়ার জন্য নাকি অনেক মেয়ে পা*গ*ল। কিন্তু ভাইয়া তাদের দিকে তাকানো তো দূরে থাক, পড়ানোর বাইরে একটা ও বাড়তি কথা বলে না। কিন্তু ভাইয়ার কাছে পড়তে গেলে অনেক টা পথ জার্নি করে যেতে হবে আমাদের।

এইটা কোন ব্যাপার না।পাশ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে।আচ্ছা রাখছি বাই। কাল দেখা হবে।
আড্ডা শেষ করে রুমে এসে দেখি রাজ সোফায় ঘুমিয়ে পড়েছে। গাড়িতে আমাদের শেষ কথা হয়েছে। এরপর আর কোন কথা হয়নি।হয়তো তখন ঐ ভাবে বলাতে কষ্ট পেয়েছে। কষ্ট পায় পাক।বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চেয়েছে কষ্ট তো পেতেই হবে। এজন্যই তো কথায় বলে বানরকে বেশি লাই দিতে হয় না, বেশি লাই দিলে মাথায় চড়ে নাচতে শুরু করে।
আমি চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু হালকা শীত লাগছে। নভেম্বরের শুরুতেই যেন শীতের আমেজ বিরাজ করছে।আমি উঠে গিয়ে আলমারি থেকে দুইটা নকশী কাঁথা বের করে আনলাম।এই নকশী কাঁথা আম্মা সেলাই করেছিল। আম্মা নেই অথচ কাঁথায় এখন ও আম্মার গায়ের ঘ্রাণ পাই। দুইটা কাঁথা থেকে রাজের গায়ে একটা কাঁথা দিলাম। নিজে কাঁথা গায়ে দিব অথচ চোখের সামনে একজন শীতে কষ্ট পাবে এইটা দৃষ্টিকটূ দেখায়।

সকালের সোনালী রোদ জানালার পর্দার ফাঁক দিয়ে মুখে পড়তেই ঘুম ভেঙ্গে গেল। উঠে দেখি রাজ নেই।হয়তো নামাজ পড়তে মসজিদে গিয়েছে। রাজ আমার উপর এতোটাই রেগে রয়েছে যে আমাকে নামাজ পড়ার জন্য ও ডাকে নি।এর‌ই মধ্যে দেখি রাজ রুমে প্রবেশ করল।

আপনি কি আমার উপর রেগে আছেন?

না তো।

তাহলে নামাজ পড়ার জন্য আমাকে ডাকলেন না কেন?

অনেক বার বার ডেকেছি, তোমার সাড়া পাই নি।

সেদিন তো চোখে মুখে পানির ছিটা দিলেন। তাহলে আজ দিলেন না কেন?

রাজ কিছু বলার আগেই আমার ফোন বেজে উঠল। জামিয়ার কল। জামিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে বসে আছে। অতঃপর নাস্তা সেরে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে নিলাম। আমার জমানো কিছু টাকা ছিল যেগুলো আমি স্যোশাল মিডিয়া থেকে ইনকাম করেছিলাম। সেইগুলো নিয়েই বেড়িয়ে পড়লাম।আর যায় হোক বিয়ের পরে তো আর বাবার কাছে হাত পাতা যায় না।

অনেক দিন পরে ভার্সিটি আসলাম। মনে হচ্ছে বন্দি খাঁচা থেকে মুক্তি পেয়েছি। ভার্সিটিতে প্রবেশ করতেই সব সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল টিকটক সেলিব্রিটি বলে কথা। অনেকেই জিজ্ঞেস করল ,টিকটকে এক্টিভ না কেন? তাদের প্রশ্নের কোন উত্তর জানা নেই আমার।

প্রায় দুই ঘণ্টা যাবৎ বসে রয়েছি কম্পিউটারের দোকানে। অথচ ফর্ম তুলতে পারি নি, সার্ভার ডাউন এর কারণে। এই এক কমন সমস্যা যা প্রতিবার ফর্ম পূরণ করতে গেলে ফেস করতে হয়।আজ যেহেতু ফর্ম পূরণের লাষ্ট দিন , অনেক ছাত্র ছাত্রীদের আনাগোনা হয়েছে। অবশেষে ফর্ম তুলতে সক্ষম হলাম। এখন টাকা জমা দিতে হবে। সেইখানে ও ১ ঘন্টা মতো অপেক্ষা করতে হল।সব মিলিয়ে ৪ ঘন্টা পরে সক্ষম হলাম ফর্ম পূরণ পর্ব শেষ করতে। এরপর দুই বান্ধবী মিলে অনেক আড্ডা দিলাম , শপিং করলাম, কিছু বই, সাজেশন কিনলাম । কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি গেলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাসায় ফিরতেই একগাদা প্রশ্নের সম্মুখীন হতে হল। কোথায় ছিলাম?কি করছিলাম ?এতো দেরি হলো কেন‌ ইত্যাদি ইত্যাদি। আমি কারো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রাজ ব‌ই পড়ছে। আমি বুঝতে পারি না এই লোকটা কি এতো পড়ে? আমি হিসাববিজ্ঞানের ছাত্রী হয়েও এতোটা পড়ি না যতটা উনি মাদ্রাসার ছাত্র হয়ে পড়ে।

ফ্রেশ হতে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে নিলাম। কিন্তু পরক্ষণেই মনে পড়ল আরে আমি তো কোন জামা কাপড় আনি নি। এদিকে শীত ও লাগছে। একবার কি রাজের কাছে সাহায্য চাইব? কিন্তু উনি তো গতকাল থেকে আমাকে এড়িয়ে চলছেন। ঠিক করে কথা ও বলছেন না।যেটা মোটেই ভালো লাগছে না। দরজাটা একটু ফাঁকা করে ডাক দিলাম, এই যে শুনছেন, ঐ পাশ থেকে কোন রেসপন্স পেলাম না।এই যে কুয়াশার ধার্মিক বর শুনছেন,ব‌উয়ের কাজে সাহায্য করে সুন্নত আদায় করেন। কিন্তু পরেই মনে হল এ আমি কি বলে‌ ফেললাম?

তুমি ঠিক কি চাও বলো তো? গতকাল ও আমাকে এতো কথা শুনালে, আমি জংলি ভুত, আনস্মার্ট, অশিক্ষিত, থার্ড ক্লাস বললে? এখন আবার নিজেকে আমার বউ বলছ।

আসলেই তো আমি ঠিক কি চাই নিজেই জানি না। ইদানিং নিজের মন টা ও নিজের খেয়ে নিজের পড়ে রাজের কথা ভাবছে। তার ইগনোর আমি যাষ্ট মানতে পারছি না। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। উনার হাত ধরে টা*ন দিয়ে ঝর্নার নিচে দাড় করিয়ে দিলাম।

এই শীতের মধ্যে এইটা কি করলে কুয়াশা?

কেন আপনি তো বলেছিলেন স্বামী স্ত্রী হাসি ঠাট্টা মজা খু*নসুটিতে মেতে থাকা সুন্নত।তাই আমি ও একটু সুন্নত আদায় করলাম।

চলবে ইনশাআল্লাহ…
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

(আসসালামুয়ালাইকুম কেমন লাগছে আপনাদের #ভালোবাসি_প্রিয় গল্প টা। আমি চেয়েছিলাম গল্প টা বড় করতে। কিন্তু আমার পরীক্ষা চলে আসায় আর দুই এক পর্বের মধ্যে শেষ করে দিব)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here