মাদকাসক্ত স্বামী পর্ব ৩

মাদকাসক্ত স্বামী
___________________
লেখিকা:বাবুনি
_________________
‌ (পার্ট:৩)

ওনাদের মুখে সব শুনে শাড়ির আঁচলে চোখের জল মুছতে ব্যস্ত হয়ে পড়ে __”তাম্মি”
ওর “শাশুড়ি” বললেন, তুমি তো সবি শুনলে বউমা __ এখন তোমার কাছে আমাদের একটাই অনুরোধ, তুমি আমাদের ছেলেটাকে আগের মতো করে দাও__ আমি জানি তুমি চেষ্টা করলে পারবে মা__কান্নায় ভেঙে পড়লেন তিনি___
ওর “শশুড়” ও বলে উঠলেন, হ্যাঁ মা তুমিই পারবে এখন আমার ছেলেটাকে ভালো করে দিতে__ জানি তোমাকে এর জন্য অনেক কষ্ট করতে হবে মা__ তবুও তুমি চেষ্টা চালিয়ে যাবে, আমি, তোমার শাশুড়ি এবং রিমি তোমার পাশে সবসময় থাকবো__ তোমাকে সাপোর্ট দেবো, তুমি শুধু হাল ধরে রাখবে কখনো হাল ছেড়ে দেবে না__ বলো মা তুমি পারবে তো___!

“তাম্মি” এসব কথা শুনে কি করবে বুঝতে পারছে না, তবুও বলে উঠলো হ্যাঁ বাবা আমি পারবো___
তাম্মির , “শশুড় শাশুড়ির মুখে আনন্দের হাসি ঢেউ খেলে গেলো মুহূর্তেই__
এরমধ্যেই “রিমি” এসে বললো, ভাবি ভাইয়া উঠে গেছে__ নাস্তা টা নিয়ে যাও , খাইয়ে দিয়ে এসো__
“তাম্মি” মাথা নেড়ে, শাড়ির আঁচলটা আরেকটু টেনে নিয়ে মাথায় উঠে রান্না ঘরে চলে গেল__
নাস্তা ট্রেতে সাজিয়ে নিয়ে, রুমে আসলো__
রুমে ঢুকে দেখলো “রামিম” ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখে লেগে থাকা পানি পরিষ্কার করছে, আয়নার সামনে দাঁড়িয়ে__ “তাম্মিকে” খেয়াল করে নি এখনো__
“তাম্মি” হাত থেকে ট্রে টা ট্রিটেবিলে নামিয়ে রেখে, গ্লাসে পানি ঢালতে ঢালতে বললো__
এই যে মিস্টার, আপনার নাস্তা রেডি খেয়ে নিন__
“রামিম ” আয়না থেকে চোখ ফিরিয়ে , একবার তাম্মির দিকে আরেকবার ট্রিটেবিলের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে উঠলো___ তুই কেনো আমার রুমে এসেছিস___ আমার রুমে কার প্যারমিশন নিয়ে ঢুকেছিস, আমাকে জিজ্ঞেস না করে__
“তাম্মি” প্রথমে ভয় পেলেও, মনে সাহস নিয়ে বলে ফেললো__ বাহ রে নাস্তা দিতে আসলাম আপনাকে__ আর এইটা তো শুধু আপনার একার রুম না আমারও, প্যারমিশন নিতে হয় বুঝি নিজের রুমে ঢুকতে হলে__
“রামিম” এবার অগ্নি দৃষ্টিতে তাকালো তাম্মির দিকে, তাকিয়ে বললো ঐ তর সাহস কি করে হলো আমার জন্য নাস্তা নিয়ে আসার__ 😠
বাসায় কি কাজের লোকের অভাব আছে নাকি__অভাব হলে,”রিমি” নাস্তা নিয়ে আসবে তুই কে নাস্তা নিয়ে আসার__ আর এই রুম তর হলো কিভাবে দয়া করে একদিন থাকতে দিয়েছি বলে__ এখন আমার রুমকে তর নিজের রুম দাবি করছিস__! লজ্জা করে না তর__
“তাম্মি” কাজের লোক কাজ করছে, “রিমি” কলেজে গেছে__ তাই আমি নাস্তা নিয়ে আসছি, তাছাড়া আমি তো আপনার বিয়ে করা বউ নাস্তা নিয়ে আসতেই পারি__ আর শুনুন আজ থেকে আমি ই নাস্তা নিয়ে আসবো রোজ, এবং এই রুমে ঘুমাবো__ বলেই তাম্মি রুম থেকে চলে আসলো__
“রামিম” রাগে কটমট করতে করতে , পিছন থেকে বললো তুই বললেই হলো না কি__! এসব চলবে না আমার সাথে__ বলেই ট্রিটেবিলের উপর রাখা নাস্তা ট্রেসহ ছুড়ে ফেলে দিল__
ভাঙচুরের শব্দ শুনে , ওর “আম্মু” রুমে আসলেন__ এসে দেখেন সব খাবারদাবার ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে__ ওনার আর বুঝতে বাকি রইলো না এসব “রামিম” করেছে, একপাশে রাগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে আছে সে__
ওর “আম্মু” কি হয়েছে বাবা এমন করছিস কেন__!
“রামিম” আম্মু ঐ মেয়েটা আমার রুমে নাস্তা নিয়ে আসবে কেন__
“আম্মু” বাবা ও তর স্ত্রী ও আসবে না তো কে আসবে__!
“রামিম” শুনো মা তোমাদের কথা রাখতে বিয়ে করেছি তোমাদের মুখে হাসি ফোটাতে__ তাই বলে ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না__ ঐ মেয়েকে বলে দিও ও যেনো আমার সামনে না আসে__ আমার রুমে যেনো ভুলেও ওকে না দেখি, বলেই শার্টটা গায়ে দিয়ে বেড়িয়ে পড়লো রুম থেকে__
ওর “আম্মু” পিছন থেকে ডাকলেন, ঐ “রামিম” কোথায় যাচ্ছিস বাবা শুন আমার কথা টা শুনে যা__ নাস্তা টা তো করে যা__
কে শুনে কার কথা, এতক্ষণে সে বাইক নিয়ে রেস্টুরেন্ট এ চলে এসেছে__
রেস্টুরেন্ট এ এসে খাবার ওয়ার্ডার করলো, বসে বসে খাচ্ছে আর রাগে ওর শরীর জ্বলে যাচ্ছে__ মনে মনে গালি ও দিচ্ছে” তাম্মিকে”__ শালি ক্যাকশেয়ালের বাচ্চি, বাসায় নাস্তা টা ও করতে দিলো না__ মুখের উপর আবার তর্ক করে__ অনেক সাহস বেড়ে গেছে একদিনে__ দাঁড়া তর সাহস আমি বের করছি__ আজ বাসায় গিয়ে যদি ঘুমাতে না পারি ঠিকমতো তাহলে তর খবর আছে 😡__
আজ ডিস্টার্ব করলে কি করবো আল্লাহ ই জানে__
খাওয়া শেষে বিল পরিশোধ করে, সে চলে গেলো বন্ধুদের সাথে আড্ডা দিতে__

এইদিকে “তাম্মি” রামিমের , পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নিচ্ছে “রিমির কাছ থেকে__ কথা বলতে বলতে , তাম্মি হঠাৎ জিজ্ঞেস করলো__
“তাম্মি” রিমি, তোমার ভাইয়া কখন আসবেন_! দুপুরের খাবারের সময় হয়ে গেছে তো__
“রিমি” ভাইয়া___ বলেই লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো, ভাইয়া আর রাতে আসবে__
“তাম্মি” কেনো, দুপুরের খাবার কি বাসায় খান না__!
“রিমি” খায় তো, বাট যেদিন রেগে থাকে সেদিন রেস্টুরেন্ট এ অথবা ওর বন্ধুর বাসায় খেয়ে নেয়___
“তাম্মি” ওহ__
“রিমি” হুমমম, ভাবি কাল কিন্তু তোমাদের বউ ভাত__
“তাম্মি” তাই __! তা তোমার ভাইয়া জানে তো__
“রিমি” না, এখনও জানে না ভাইয়া__ একটু আগেই তো আব্বু বললো__
“তাম্মি” তাহলে দেখো কি হয় কাল ,বউভাত না কি বমভাত___
“রিমি” মানে কি ভাবি__!
“তাম্মি” ও তুমি বুঝবে না আমার পিচ্চি ননোদি__ বলেই ,”রিমির” গালে আলতো করে টেনে দেয় “তাম্মি”__

দেখতে দেখতে বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে__
রামিমের, “আব্বু” ফোন দিলেন রামিমকে__
“রামিম” হ্যালো আব্বু কি হয়েছে কিছু বলবা__!
“আব্বু” কি হয়েছে মানে কি__! তুই কোথায় সেই সকালে বের হয়েছিস এখনও বাসায় ফিরার নাম নেই__
“রামিম” হুইস্কি খেয়ে মাতাল হয়ে গেছে, মাতাল কন্ঠস্বরে বললো__ বাসা কার বাসা কোথায় বাসা__
“আব্বু” রামিম, তুই এখন কোথায়_!
“রামিম” আমি কোথায়__!
“আব্বু” রামিম, আজেবাজে কথা না বলে বল তুই এখন কোথায় আছিস__
“রামিম” আশপাশে ভালো করে তাকিয়ে নিয়ে বললো, আমি পার্টিতে আছি রিমনের রেস্টুরেন্ট এ __
“আব্বু” ওকে __ কল কেটে গাড়ি বের করলেন তিনি__ ছেলেকে রোজ কয়েকদিন পর পর এইভাবে বাসায় আনতে হয় ওনাকে__
কখনো ও নিজে চলে আসে, নয়তো ওইখানে পরে থাকে হুইস্কি খেয়ে__ “রফিক সাহেব” নিজে গিয়ে তখন বাসায় আনতে হয়__ আজও আনতে হবে, তাই তাড়াতাড়ি গাড়ি বের করলেন ওনি__ রাত ৯টা বাজে , রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলেন”রফিক সাহেব”__
“রামিম” হুইস্কির বোতল হাতে নিয়ে চেয়ারে ঝুঁকে আছে মাথা টা নিচের দিকে দিয়ে__
“রফিক সাহেব” ওর হাত টা কাঁধে তুলে নিয়ে ওকে কোনো রকম দাঁড় করালেন__
ও মিট মিট করে মৃদু চোখ মেলে তাকানোর চেষ্টা করছে__
ওনি একা নিয়ে যেতে পারছেন না দেখে , রামিমের বন্ধু__ “রিমন” হেল্প করলো__
দুজন ধরাধরি করে ওকে গাড়িতে নিয়ে বসালো__
“রফিক সাহেব” আচ্ছা বাবা রিমন, ওকি কখনো আর ভালো হবে না_! তুমি ও তো একটা ছেলে কত সুন্দর জীবন কাটাচ্ছো__ তোমার বাবা মায়ের গর্ব তুমি, কিন্তু আমার ছেলে টা কেন এমন হলো বলতে পারো__! বলেই চশমার নিচে হাত দিয়ে চোখের জল মুছতে লাগলেন__
“রিমন” আংকেল, দুঃখ পাবেন না__ ও তো আগে অনেক ভালো ছিলো__ অনেক ভালো স্টুডেন্ট ছিলো আমাদের ক্লাসমিটদের মধ্যে__
হঠাৎ করে কি যে হলো একটা দমকা ঝড় এসে সব এলোমেলো করে দিলো__ যাই হোক আংকেল আমাদের কথা তো ও কানেই তুলে না__ দেখি এবার ভাবি এসেছেন ওনি পারেন কি না ওকে ঠিক করতে__
“রফিক সাহেব” হুমমম বাবা, এখন তাম্মি মা ই শেষ ভরসা__ আচ্ছা বাবা আসি ভালো থেকো__
“রিমন” ওকে আংকেল__ আসসালামুয়ালাইকুম ভালো থাকবেন আপনি ও__
গাড়ি তে উঠে গাড়ি স্টার্ট দিলেন , “রফিক সাহেব” বাসার উদ্দেশ্যে__

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here