মাদকাসক্ত স্বামী পর্ব ১১+শেষ

মাদকাসক্ত স্বামী
____________________
লেখিকা:বাবুনি
_________________
(শেষ পার্ট :১১)
“রামিম” বিছানার পাশে তাকিয়ে দেখলো, ছোট্ট একটা গিফট বক্স আর একটা চিরকুট__ কিন্তু বিছানায় তাম্মি, নেই__ সে ভাবলো__ তাম্মি, হয়তো অনেক আগেই উঠে গেছে বেলা তো আর কম হয় নি___ তাছাড়া ও তো ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে__
তাহলে এসব কি আর কেই বা রাখলো এখানে এসব__!
“রামিম” আস্তে আস্তে উঠে বিছানার পাশে যেতে লাগলো__ নিচে কারোর গালাগালির আওয়াজ শুনে__ কিন্তু তার ঐদিকে কোনো ভ্রূক্ষেপ নেই__সে দ্রুত পায়ে বিছানার পাশে গিয়ে চিরকুট আর গিফট বক্স টা হাতে নেয়__
চিরকুট টা খুলে পড়তে শুরু করে,

আসসালামুয়ালাইকুম,
প্রিয় স্বামী,
যেদিন আপনার সাথে আমার বিয়ে হয়, সেদিন আমি আপনার নাম টা পর্যন্ত জানতাম না__ না দেখে ,কিছু না জেনে আপনার সম্পর্কে আপনাকে বিয়ে করেছি__ জীবনে কখনো রিলেশন করিনি ,চারপাশে ছড়িয়ে থাকা প্রেমের শেষ পরিণতি দেখে___
তাছাড়া আমার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকলেও ,আমি আমার আব্বু আম্মুর কষ্ট সহ্য করতে পারি না___ তাই তো আম্মু-আব্বুর খুশির জন্য একজন অপরিচিত মানুষকে বিয়ে করে ফেললাম__
যাইহোক বিয়ের প্রথম রাতেই আমার সাথে যা ঘটেছে ,তা পৃথিবীর কোনো মেয়েই আশা করে না __ আপনি হয়তো জানেন একটি মেয়ে কি চায় বিয়ের পর__ একটা ছোট্ট সংসার চায়, আর চায় তার স্বামীর ভালবাসা__ তার চাওয়াটা কি খুব বেশি হয়ে যায়__! নিশ্চয়ই সে নিজের ফ্যামেলিকে ছেড়ে স্বামীর ফ্যামেলিকে আপন করে নেয়__ শুধু যে নিয়মের তাগিদে তা নয়__ আপন করে নেয় এই জন্য যাতে করে সে এবং তার সংসার সুখের হয়, সুন্দর হয় একটু সুখের আশায়___
আমি ও তাই চেয়েছিলাম খুব সাধারণ ভাবে, একটু ভালোবাসা ,একটু যত্ন একটু ,সাপোর্ট, একটা ছোট্ট সংসার __
আমি জানি আপনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না__আপনার জীবনে যা ঘটে গেছে তা অতন্ত্য দুঃখজনক ঘটনা__
যা হবার হয়ে গেছে , তাই বলে এইভাবে নিজেকে তিলে তিলে শেষ করে দিবেন__!
কিন্তু কেন নিজেকে শেষ করে দিবেন__!
যার জন্য শেষ করবেন, একটা মুহূর্তের জন্য ও কি ভেবে দেখেছেন __ সেই মানুষটি কি আপনার জন্য আর কষ্ট পায়__ নাকি স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছে সুখে দিন কাটাচ্ছে__
আরে বোকা আপনি এইখানে নিজেকে শেষ করে দিচ্ছেন__ আর অন্য দিকে “তান্নি সুখের সংসার করছে , তার ৪বছরের একটা বাচ্চা ও আছে__ ও যদি পারে আপনাকে ভুলে সুখের সংসার করতে , তাহলে আপনি কেনো নয়__!
আরে বোকা জীবনে একবার চেষ্টা করে তো দেখুন__ চেষ্টা না করেই হেরে যাবেন কেন__ যে যুদ্ধে অংশ গ্রহণ করে না সেই তো হেরে যায়, কষ্ট পায়__ যে অংশ গ্রহণ করে হাজার ও আঘাত প্রাপ্ত হয়ে, যুদ্ধ করতে করতে জয়ী হয় সেই তো বিজয়ী__ সেই তো বিজয়ের আনন্দ অনুভব করতে পারে__ যেই যুদ্ধ শুধু যুদ্ধের ময়দানে না, মানুষ কে তার মনের সাথেও যুদ্ধ করে বাঁচতে হয়__ আম্মু আমাকে বলেছিল স্বামীর অবাধ্য যেনো না হই কখনো__ এই কয়দিনে হয়তো আপনাকে ভালোও বেসে ফেলেছি__
হে আমি তা চেষ্টা করেছি, চেয়েছি এই কয়দিনে ভালোবাসা দিয়ে সব কষ্ট আপনার দূর করে দিতে__ কিন্তু সুযোগ টা পেলাম কোথায়__কিন্তু দিনের পর দিন আপনার অবহেলা , অপমান , মানুষিক অত্যাচার সহ্য করেছি__ শুধু মাত্র আপনার ভালোবাসা টা পাবার জন্য__ আম্মু বলেছিল স্বামী ভালো হোক বা খারাপ, তার যেনো অবাধ্য না হই __ আমি যেনো তাকে দিনের পথে চলতে অনুপ্রাণিত করি__ আমি চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ আপনার কাছে__ বিয়ের ১মাস না হতেই চলে যেতে হচ্ছে এই বাসার মায়া ত্যাগ করে__😭 আজ আপনার এতো অপমান আর থাপ্পর মারার জন্য আমি যাচ্ছি না__ আপনি ছাদে দাঁড়িয়ে কি কি বলছেন আমি সবই শুনছি__ আমি চাইলেই থাকতে পারতাম__ আমি চলে যাচ্ছি এই জন্য আপনি বলেছিলেন , আমাকে আপনার অসহ্য লাগে__ আমার জন্য আপনি বাসা ছেড়ে চলে যাবেন__ যা আমি কখনোই চাই না আমি চাই আপনি ভালো থাকুন সবসময়__ তাই তো আপনার সুখের জন্য চলে গেলাম__ টেনশন নিয়েন না , আম্মু আব্বুকে এসব কিচ্ছু বলতে হবে না__ আমি ব্যবস্থা করে এসেছি সবকিছুর__ আর হে স্যুপ টা তৈরি করা আছে,” রিমিকে” হালকা বলবেন গরম করে দিতে__ বিদায়ী স্ত্রীর দেয়া ছোট একটা গিফট __ দয়া করে গ্রহণ করবেন ,ফেলে দিয়েন না প্লিজ___

ছেড়ে দিলেই যদি ভালো থাকেন __
তাহলে নাইবা রইলাম আসেপাশে__

ভালো থাকবেন, আর মদ যতটা সম্ভব কম খাবেন__ বিদায় বেলার এই কথা টা অন্তত রাইখেন__ আর হে নিজের খেয়াল রাখবেন, সাথে আম্মু আব্বু- আর ,রিমিকে ও দেখে রাইখেন__ আপনার কোলে চড়ে গিয়ে, বিছানায় ঘুমানো টা খুব মিস করবো__🙈
ইতি,
আপনার বাধ্য স্ত্রী ,তাম্মী__
আসছি আল্লাহ হাফেজ___

“রামিম” চিঠি টা পড়তে পড়তে জল ই চলে আসে তার দুচোখে___
একটা মেয়েকে সে এইভাবে কষ্ট দিল আর যে কিনা __ তাকে এতো ভালোবাসে, শুধু তাকে নয় তার ফ্যামিলিকেও___ গিফট বক্স টা খুলে দেখলো সে একটা নীল পাঞ্জাবি__ খুব সুন্দর কাজ করা পাঞ্জাবির ওপরে__ আনমনে হেসে উঠলো__

সে তাড়াতাড়ি করে নিচে নেমে গেল, এর মধ্যেই দেখলো ওর আব্বু -আম্মু ,রিমি উপরের দিকেই আসছে__
তাকে দেখে ,তার বাবা “রফিক সাহেব” চিৎকার দিয়ে বললেন ঐ তুই বউমার সাথে যাস নি কেন __ মেয়েটা ভোর বেলা একা একা চলে গেল__ ওর মা-বাবার জন্য মন খারাপ তুই ওকে নিয়ে যাবি__ তুই কেন গেলি না__
“রামিম” চুপ করে দাঁড়িয়ে রইল__ তার বুঝতে বাকি রইল না তাম্মি, মিথ্যে বলে এই বাসা থেকে চলে গেছে__ রামিম, চুপচাপ দাঁড়িয়ে রইল__ কি উত্তর দেবে এখন তা ওর জানা নেই__
“রফিক সাহেব”, কিছুক্ষণ ছেলে কে গালিগালাজ করে উত্তর না পেয়ে, ওনার রুমে চলে গেলেন__
ওর আম্মু ও চলে গেলেন ওর দিকে কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে__
“রিমি” এসে কাঁদো কাঁদো কন্ঠে বলল, ভাইয়া__ প্লিজ তুই ভাবিকে ফিরিয়ে আন__ ভাবি না আসলে আম্মু আব্বুর অবস্থা কি হবে ভেবে দেখ __ ওনারা ভাবিকে খুব ভালোবাসেন__ প্লিজ ভাইয়া তুই ফিরিয়ে আন ভাবিকে__ তুই না আমার লক্ষী ভাইয়া__
প্লিজ ভাইয়া__ তর দুটো পায়ে পড়ি__
“রামিম” আরে দূর পাগলি কি করছিস , উঠ উঠ___ সবার কষ্ট হবে আর তর বুঝি হবে না__ তুই বুঝি ওকে ভালোবাসিস না__!
“রিমি” ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ল, বলল আমার ও কষ্ট হবে রে ভাইয়া প্লিজ তুই ভাবিকে এনে দে___
“রামিম” রিমিকে, শান্তনা দিয়ে বলল__ হুমমম ঠিক আছে আনবো__
“রিমি” কি বললি, ভাইয়া সত্যি তুই আনবি ভাবিকে__
“রামিম” হুমমম সত্যি__
ওদের আম্মু আব্বু পিছন থেকে সব শুনছিলেন__
“রফিক সাহেব” বললেন, আচ্ছা এই তাহলে ঘটনা__ তর জন্য বউমা বাসা থেকে চলে গেছে__ তুই ওকে বিদায় করছিস__
“রামিম” মাথা নিচু করে আছে__
“রফিক সাহেব” যা এক্ষুনি বউমাকে নিয়ে আয়__
“রামিম” যাচ্ছি বলে উপরে চলে গেল, নীল পাঞ্জাবি পড়ে রেডি হয়ে আয়না দেখে চুল ঠিক করে নিল__
তারপর বাইক নিয়ে বের হয়ে গেল___

“তাম্মিকে নিয়ে”, বাসায় প্রবেশ করতেই , যে খুশি দেখলো রামিম, তাঁর পরিবারের চোখে মুখে__ তা সে দীর্ঘ ৫বছর দেখেনি__
সত্যি এই মেয়ে টা পারেও বটে, কত সহজে আপন করে নিয়েছে এই ফ্যামিলির প্রত্যেক টা মানুষকে__

“তাম্মি” ফ্রেশ হতে রুমে চলে গেল, রামিম ও রুমে চলে গেল ওর পিছু পিছু__
“তাম্মি” রুমে গিয়েই ,দরজা বন্ধ করে দিল ওয়াশ রুমে ঢুকে__
“রামিম”, বসে না থেকে এক দৌড়ে নিচে গেল__ তারপর রুমে এসে বসে বসে ওয়েট করতে লাগলো কখন তাম্মি , বের হয়ে আসবে___

“তাম্মি” বের হলো ওয়াশ রুম থেকে__
“রামিম” তাঁর দিকে হাঁ করে তাকিয়ে আছে__
তাম্মিকে, নীল শাড়িতে এতো সুন্দর লাগছে যা বলে বুঝানো যাবে না__ অসম্ভব সুন্দর লাগছে তাকে __
“তাম্মি” রামিমের, এইভাবে তাকানো দেখে একটু লজ্জা পেল__ কারণ এই প্রথম রামিম, ওর দিকে এরকম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে__
তাম্মি, একটু শুকনো কাশি দিলো__
“রামিম” ও এবার লজ্জা পেয়ে গেল, তারপর ও তাম্মিকে বলল__ ঐ শুনো__
“তাম্মি” খুশি মনে,কি__!
“রামিম” তাড়াতাড়ি চুল গুলো আঁচড়ে নেও আর কপালে একটা নীল টিপ , এবং ঠোঁটে একটু হালকা লাল লিপস্টিক দাও __
“তাম্মি” কেন__!
“রামিম” প্রশ্ন না করে যা বলছি তাই কর__
“তাম্মি” ওকে__
“রামিম” অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে__
“তাম্মি” রেডি হতে হতে বলল, এইভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে সাজবো__!
“রামিম” স্বামীর সামনে লজ্জা পেতে নেই__ বলে একটা সয়তানি হাসি দিল উচ্চ শব্দে__
“তাম্মি” আর কিছু না বলে তাড়াতাড়ি সাজগোজ শেষ করলো__ এবার বলুন কি করতে হবে__
“রামিম” বসা থেকে উঠে ওর চোখ দুটো হাত দিয়ে চেপে ধরে__
“তাম্মি” আরে কি করছেন__
“রামিম” কিছু না চুপচাপ হাঁটতে থাকো , একটু পর সব বুঝতে পারবে__
“তাম্মি” কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে__!
“রামিম” যাচ্ছি জাহান্নামের চৌরাস্তায়___😅

“রামিম”, কিছুক্ষণ পর ওর হাত সরিয়ে নিল চোখ থেকে__ এবার চোখ খুলতে পারেন ম্যাডাম__
“তাম্মি” আস্তে আস্তে চোখ খুললো, সে সামনে তাকিয়ে দেখে রামিম নেই__ একটু অবাক হয়ে যায় __
“রামিম” ম্যাডাম খুঁজে লাভ নেই পিছনে তাকিয়ে দেখুন__
“তাম্মি” পিছনে তাকিয়ে যেনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না__

“রামিম” হাতে নীল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফ__ আরো একবার ভালোবাসতে চাই , চাই নিজেকে তোমার হাতে তুলে দিতে__ চাই তোমায় রোজ কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিতে__
আরো একবার চাই নিজেকে গুছিয়ে নিতে, তুমি কি ভালোবেসে গুছিয়ে দিবে __!আমার এই অগুছালো জীবন টাকে__
বল, তাম্মি__! পারবে এই অমানুষ টাকে মানুষ করতে__!
“তাম্মি”, কি বলবে বুঝতে পারছে না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে__
“রামিম” তাম্মিকে, চুপ থাকতে দেখে বলল__ তাম্মি, আমি জানি তোমাকে আমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি__ প্লিজ ক্ষমা করে দাও__ আমাকে একটা বার সুযোগ দাও তোমাকে ভালোবেসে সব কষ্ট মুছে দেয়ার__
তুমি যদি এবার আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে সত্যি আমি পাগল হয়ে যাবো হয়তো__ বলেই কান্না করে দিল সে__😭😭
“তাম্মি” রামিমের হাত থেকে ফুল গুলো নিল নিয়ে তাকে ধরে উঠালো বসা থেকে__
তারপর বলল, দেবো না যাও ___ পারবো না ভালোবাসতে__ কি করবা করো থাপ্পর দিবা না কি ক্যাকশেয়ালের বাচ্চি বলবা__!😒
“রামিম” বুঝতে পারলো সে মজা করছে, তাই সে চট করে জড়িয়ে ধরল তাম্মিকে __ তারপর ওর ভেজা চুলে নাক মুখ ডুবিয়ে বলল, না গো আমার পাগলি বউ তোমাকে অনেক ভালোবাসবো__ তুমি ভালো না বাসলে মেরে তক্তা বানিয়ে দেবো__
“তাম্মি”এবার না হেসে পারলো না __ ফিক করে হেসে উঠলো__😂😅

“রামিম” এবার একটু চোখ বন্ধ করুন ম্যাডাম আবার__
“তাম্মি” কেন__!
“রামিম” এতো প্রশ্ন করো না তো, চোখ বন্ধ করো__
“তাম্মি” চোখ বন্ধ করে দিল__
“রামিম” কিছুক্ষণ পর, এবার চোখ খুলতে পারেন ম্যাডাম___
“তাম্মি” চোখ খুলে তাকিয়ে রইল মুগ্ধ হয়ে রামিমের দিকে__! ওর হাতে একটা বোরখার প্যাকেট নীল রঙের বোরখা__ তার মধ্যে রয়েছে একজোড়া হাত গ্লাপস, তাসবিহ, একটা আতর___💙💙🖤 🖤❤️❤️ তাম্মির , চোখের জল আর বাঁধ মানলো না টপ টপ করে ঝরতে শুরু করলো___
“রামিম” দুচোখ হাত দিয়ে মুছে দিল ওর দিয়ে বলল, কাঁদছো কেন পাগলি__ আজ থেকে তুমি একা না তোমার সাথে আমিও ,রোজ তাযুদের নামাজ এবং ৫ওয়াক্ত নামাজ পড়বো__
“তাম্মি” সত্যি বলছো__! তুমি সব বাজে জিনিস খাওয়া ছেড়ে দিবে __!
“রামিম” হুমমম , সত্যি আমি আর এসব বাজে জিনিস খাবো না __ প্রমিজ এই তোমায় ছুঁয়ে কথা দিলাম__

কিছুক্ষণ পর রামিমের , কাঁধে মাথা রেখে দুলনায় বসে আছে ছাদে তাম্মি___
“রামিম” আচ্ছা তাম্মি, তুমি কি করে জানলে “তান্নির” বাবু হয়েছে আর ওর বয়েস ৪ বছর__!
“তাম্মি” হেসে বলল, বোকা ঐ তান্নি আমার চাচাতো বোন__
“রামিম” প্রশ্ন সূচক চোখে, চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল__
“তাম্মি” অবাক হওয়ার কিছু নেই, আমরা আলাদা বাসায় থাকি__ আমি যখন বাসায় যাই তখন আম্মুকে জিজ্ঞেস করি, সব জেনে শুনে কেন ওনারা এরকম করলেন__! আমি না হয় তোমাকে চিনতাম না__
তখন ওনারা বললেন, সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে দিয়েছেন __ ওনারা তোমার সব কিছুই জানেন, তোমার এই অসহায় অবস্থার কথা ওনারা জানেন__ কেন তুমি এরকম হয়েছো__ তাই ওনারা মানবিক দিক বিবেচনা করে , আমাকে তোমার সাথে বিয়ে দেন__ যাতে আমি তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি__ ওনাদের পুরো বিশ্বাস ছিল আমার উপর__ তুমি আগে অনেক ভালো ছিলে সেটা ওনারা জানতেন __ ওনাদের কাছ থেকেই শুনেছি “তান্নির ” বাবু হয়েছে__
“রামিম” ওহ তাহলে এই ঘটনা, তবে আমার শশুড় শাশুড়ি ঠিক ই বলেছেন__ তোমার উপর ভরসা করা যায়__ তুমি ভরসা করার মতোই একজন মানুষ__ ওর গালটা হালকা টেনে দিয়ে কথা টা বললো__
“তাম্মি” হয়েছে আর পাম দিতে হবে না__
“রামিম” পাম না সত্যি বলছি গো আমার বউ__ ওর কপালে আলতো করে চুমু এঁকে দিলো__
“তাম্মি” চলো নামাজ পড়বো জোহরের__
“রামিম”হুমমম চলো__

***দুজন ই আজ অনেক তৃপ্তি নিয়ে সংসার করছে__ সত্যি বলতে সব জায়গায় রাগ দেখিয়ে বা ফেলে গেলেই সমস্যার সমাধান হয়ে যায় না__ কিছু সময় পাশে থেকে মানুষ টাকে বুঝিয়ে দিতে হয়__ সাপোর্ট করতে হয় আগামীর পথ চলায়__ উৎসাহ দিতে হয় সামনে এগিয়ে যেতে__ ছেড়ে গেলেই যদি ভালো থাকা যেতো__ তাহলে উপন্যাসের শেষ পাতায় কেবলই সুখের কথা লিখা থাকতো__
বকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে বুঝিয়ে__ আপনার প্রিয়, মানুষটিকে আপন করে নেন__

# ধন্যবাদ সবাইকে যারা আমার গল্পটা শেষ পর্যন্ত পড়েছেন__ ভালো থাকবেন , ঘরে থাকুন সুস্থ থাকুন__ ঈদের সময় শপিং না করলেও ঈদ হবে__ 😌কিন্তু পরিবারের প্রিয় , মানুষ গুলোকে ছাড়া ঈদ হবে না___ 😓
(সো বি কেয়ার ফুল___) আল্লাহ হাফেজ__

____ সমাপ্ত____

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here