মোনালিসা পর্ব ৩৮

মোনালিসা
লেখা-ইসরাত জাহান তানজিলা
পর্ব-৩৮
জ্যাক কথা শেষে নিষ্প্রাভ দৃষ্টিতে তাকায়।মর্মঘাতী এক যন্ত্রনায় নেত্রকোণ সিক্ত হয়ে ওঠে।জ্যাক চোখের কোণে জমানো জল টুকু মুছে নির্মল দৃষ্টিতে তাকায় মোনার দিকে। মোনার মুখাবয়ব দেখে মনে হচ্ছে জ্যাকের কষ্টে মোনা ব্যথিত। হঠাৎ এসব বলার কারণ ও খুঁজে বেড়াচ্ছে মনে মনে। জ্যাকের এই বিয়োগান্তক আখ্যানের বিপরীতে কি বলে সহানুভূতি প্রকাশ করবে মোনা বুঝতে পারলো না। মোনা অবাকও হলো। জ্যাকের বউ বাঙালি ছিলো এটা আগে থেকেই জানত কিন্তু নাম মোনালিসা এটা জানতো না। মোনা আহত গলায় বলল,
– “কি বলব জ্যাক বুঝতে পারছি না।”
পুরানো স্মৃতি জাগে অন্তরমত অঁচলে,জ্যাক উদাস হয়ে পড়ে।কোটরগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। নিজেকে সংযত করে জ্যাক বলে,
– “মোনালিসার মৃত্যুর পর আমি উন্মত্ত হয়ে যাই।খুব দূর্বিষহ দিন কাটতে থাকে।ডাক্তারি ছেড়ে দিই।নুদার’কে নিয়ে বাসায় বসে থাকতাম। কোথায়ও বের হতে ইচ্ছে হতো না,কোন কিছু’তে আগ্রহ খুঁজে পেতাম না।আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি।প্রিন্সেসের জন্য কেয়ারটেকার রাখি,ব্যবসা শুরু করি। এভাবেই কাটছিলো সময়।”
জ্যাক এই টুকু বলে থেমে মোনার দিকে তাকায়। মোনা অভিনিবেশ সহকারে জ্যাকের কথা শুনছে। মোনা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় জ্যাকের দিকে। আস্তে করে বলে,
– “হঠাৎ এসব কথা কেন বলছেন জ্যাক?”
মোনার করা প্রশ্নে জ্যাকের মুখের ভাব বদলে যায়।মনে হচ্ছে কোন কিছু নিয়ে তীব্র দ্বিধান্বিত। কিছু একটা বলতে গিয়েও ইতস্তত বোধ করছে।জ্যাক সমস্ত সংকোচ কাটিয়ে আবার বলতে শুরু করে,
– “আপনার সাথে আমার দেখা হয়েছিল এক রাতে।আমি প্রিন্সেস’কে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরছিলাম। ওই রাতে আপনি আমার বাসায় আশ্রয় নেন।জানতে পারি আপনি বাঙালি আর আপনার নাম’টা ছিলো আমার সবচেয়ে বেশি দুর্বলতা। আমি চমকেও গিয়েছিলা।আপনি বাঙালি এবং আপনার নাম মোনালিসা এসবের কারণে’ই আমি আপনার প্রতি কৌতূহলী হয়ে উঠি। আপনায় সকল ধরণের সাহায্য করি। এসবে আমি প্রশান্তি খুঁজে পেতাম। বলতে পারেন নিজের প্রশান্তি কিংবা ভালোলাগা থেকে আমি আপনার পাশে দাঁড়িয়েছি। ধীরে ধীরে কোন এক অজ্ঞাত কারণে আপনাকে ভালোলাগতে শুরু করে।আমি সেটা কোন ভাবেই কখনো প্রকাশ করিনি।আপনায় সাহায্য করেছি তার বিনিময়ে ভালোলাগার কথা প্রকাশ করব, বিষয়’টা ব্যক্তিগত ভাবে পছন্দ করতে পারেনি।এক সময় ভাবলাম ভালোবাসার কথা প্রকাশ করা তো অন্যায় কিছু না। আমি আপনাকে সাহায্য করেছি এই অধিকার থেকে নিজের ভালোলাগার কথা প্রকাশ করছি না।কিংবা আমি আপনায় বাধ্যও করছি না।মোনা আমি আপনায় বিয়ে করতে চাই।এটা আমার একতরফা চাওয়া। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস।আপনি আমায় স্পষ্ট না বলে দিলেও আমি কোন রকম জোর করব না কিংবা দ্বিতীয় বার এ কথা বলব না। এই প্রসঙ্গের তাহলে এখানেই সমাপ্তি ঘটবে। আমি আগের ন্যায় আপনার শুভাকাঙ্ক্ষী হয়েই থাকব। প্লীজ মোনা,আমি আপনায় হেল্প করেছি এমন সব চিন্তা-ভাবনা কিংবা দায়বদ্ধতা থেকে কোন সিদ্ধান্ত নিবেন না। আমি একজন মানুষ হিসেবে নিজের ভালোবাসা প্রকাশ করেছি।”
জ্যাক অন্যদিকে ফিরে বলেছে কথা গুলো।কথা শেষ করেও মোনার দিক তাকানোর সাহস হচ্ছে না ,মোনা কেমন প্রতিক্রিয়া করবে এই শঙ্কায়। অচিরেই ভয়কাতর হয়ে পড়ে জ্যাক। মোনার উত্তরের অপেক্ষায় থাকা প্রতিটি মূহুর্ত যেন ঘন্টাসম।
মোনা বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকিয়ে থাকে। চোখে মুখে অবিশ্বাসের রশ্মি বিচ্যুত হচ্ছে।মোনা নির্বিকার হয়ে থাকে।এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলো না। মোনার মনে হচ্ছে এগুলো সব অবাস্তব। হতভম্ব হয়ে মোনা মূর্তির ন্যায় ঠাঁয় বসে থাকে।
– “মোনালিসা!মনের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিবেন না।আমি আপনায় ফোর্স করছি না।”
জ্যাকের কথায় মোনার ধ্যান ভাঙল।জ্যাকের দিকে তাকাতে অস্বস্তি লাগছে। মোনার কল্পনায় জ্যাক সব সময় বন্ধু’ই ছিলো।মোনা চোখ তুলে জ্যাকের দিকে তাকায়।জ্যাকের কোটরগত ছোট চোখ দুটো অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছে। প্রবল উমেদ নিয়ে নির্মল দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তি যেন মোনার গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। মোনা কথা বলতে পারছে না। অনেকক্ষণ পর দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিস্তেজ গলায় বলে,
– “জ্যাক আমি কি বলব আমি বুঝতে পারছি না।আমার ইমাজিনাশনে আপনি শুধুই একজন বন্ধু।”
কথা’টা বলে মোনা আর জ্যাকের দিকে তাকালো না। জ্যাকের প্রতিক্রিয়া দেখার সাহস হচ্ছে না। মোনার উত্তরে জ্যাক আশাহত হয়েছে, শোকার্ত হয়েছে মোনা জানে। কিন্তু প্রেমিক হিসেবে মোনার সব’টা জুড়ে প্রিয়মের বিস্তৃতি।
-“মোনালিসা দুঃখিত আমি আপনায় অস্বস্তি’তে ফেলার জন্য।আমি বুঝতে পেরেছি।আমরা এই সময় টুকু ভুলে যাই, এই কথা গুলো মুছে ফেলি মস্তিষ্ক থেকে।”
অচিরেই জ্যাকের গলার স্বর বদলে গেলো। এতক্ষণ জ্যাকের চোখে যে উদ্বেগ, উৎকণ্ঠা,ব্যগ্রতা ছিলো সব যেন বিলীন হয়ে গেল।পলকেই জ্যাক নিজেকে পরিবর্তন করে নিলো। একটু আগের বলা কথা গুলোর জন্য যেন অনুতপ্ত।জ্যাক মোনা’কে অস্বস্তি পরিস্থিতি থেকে রক্ষা করতে নৈপুণ্যের সাথে প্রসঙ্গ বদলে বলে,
– “বাংলাদেশে যেতে ইচ্ছে হয় না? আচ্ছা আপনার বাবা-মা মারা গেছে কিভাবে?”
জ্যাক সাবলীল, সাচ্ছন্দ্য ভাবে কথা বললেও মোনা সহজ হতে পারছে না। মোনা চোখ দুটো নিচু করে রেখেছে। কয়েক মুহূর্ত পর বিষণ্ণ গলায় বলল,
– “সে আর একদিন বলব।”
জ্যাক মণিবন্ধ সোনালী বেল্টের ঘড়ি’টার দিকে তাকালো। গলায় তড়িঘড়ি ভাব এনে বলে,
– “মোনালিসা আমার একটু জরুরি কাজ আছে।উঠতে হবে।”
হয়ত জ্যাক মিথ্যা বলেছে এই অস্বস্তিপূর্ণ সময় গুলো থেকে নিজেদের রক্ষা করতে। ভালোবাসা প্রস্তাব প্রত্যাখ্যানে স্বাভাবিক নিয়মানুসারে সবাই ই কষ্ট পায়,জ্যাকও তার ব্যতিক্রম না।মোনার মুখ থেকে না শুনে কষ্ট’টা হয়ত আরো প্রখর কিন্তু সেটা কখনোই প্রকাশ করবে না জ্যাক।মোনা ভাববে উপকার করে অধিকার খাটাচ্ছে।এই বদনাম জ্যাক নিতে চায় না।
জ্যাক ছাদ থেকে নেমে চলে যায়। মোনাও কয়েক মিনিট পর মন্থর গতিতে নামে।মোনার মাথা ঝিমঝিম করছে। অসহ্য লাগছে সব কিছু। মোনা সিঁড়ি বেয়ে নিচের তলায় নামার সময় প্রিন্সেস রুম থেকে স্পষ্ট স্বরে বলে,
– “মাদার।”
মোনা পিছনে ফিরে তাকায়।ম্লান হাসে।প্রিন্সেস এক পা দু পা করে মোনার কাছে আছে।মোনা প্রিন্সেস’কে কোলে তুলে নেয়।এই মেয়ে’টা কে সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে মোনা ভালোবাসে। এ বাসায় থাকতে মোনার অস্থির লাগছে।এখান থেকে বেরুতে পারলেই স্বস্তি পাবে না। মোনা কিছুক্ষণ পর প্রিন্সেস’কে কোল থেকে নামিয়ে বিমর্ষপূর্ণ গলায় বলে,
– “আবার আসব প্রিন্সেস।”
মোনা বাসা থেকে বের হয়ে গেল। জ্যাকের সাথে দেখা হয়নি।জ্যাক বাসায় নাকি কোথায়ও গেছে তাও জানে না মোনা। হয়ত মোনার সামনে আসতে কুণ্ঠিত হচ্ছে। মোনা ট্যাক্সি নিলো বাসার উদ্দেশ্যে। জ্যাকের বলা কথা গুলো মর্মদেশে যন্ত্রনা দিচ্ছে, মস্তিষ্কে চাপ সৃষ্টি করেছে। জ্যাক মোনা’কে কোন রকম জোর করে নি তবুও মোনা সহজ হতে পারছে না। ভালোলাগা কিংবা ভালোবাসার অনুভূতি প্রকাশ করা অন্যায় না।জ্যাক মোনা’কে পছন্দ করে মোনা ঘুনাক্ষরেও বুঝতে পারেনি কখনো। মোনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিছু ভাবতে পারছে না।
ট্যাক্সি এসে বাসার সামনে থামে। মোনা উদ্ভ্রান্তের মত বাসায় ঢুকে। উঁচু গলায় বলল,
– “এই নিশান দরজা খুলে রেখেছিস কেন?”
মোনা কথা’টা বলে তাকাতেই দেখে প্রিয়ম সোফায় বসে আছে।মোনা অবাক হয়।প্রিয়মের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে চমকানো গলায় বলে,
– “আপনি অফিস রেখে আসলেন কেন?কখন এসেছেন?”
প্রিয়ম চোখে উগ্র রোষ।রাগের ফুলকি ছড়াচ্ছে চোখ থেকে। মোনা ভ্রু কুঁচকে তাকিয়ে প্রিয়মের রাগের কারণ বুঝার চেষ্টা করে ।প্রিয়ম হেঁচকা টান দিয়ে মোনা’কে পাশে বসায়।আচমকা এমন আক্রমনে মোনা হতভম্ব হয়ে যায়। প্রিয়ম রাগ,ক্ষোভ চাপিয়ে খুব শীতল গলায় বলল,
– “জ্যাকের বাসায় সাড়ে তিন ঘন্টা ছিলে মোনা। ভার্সিটি শেষেই গেছো জ্যাকের বাসায়।আমি জ্যাক’কে নিয়ে কিছু বলছি না তোমায়। শুধু এই টুকু বলো এগুলা কি সহ্য করা উচিত?সন্দেহ আর হারানোর ভয় এক না মোনা। আমি তোমার সাথে সারাটা জীবন কাটানোর কথা ভাবি তাই আমি শঙ্কিত।”
প্রিয়ম খুব ঠাণ্ডা গলায় কথা গুলো বললেও চাপা এক ক্ষোভ বিদ্যমান এর মাঝে।মোনা আজ অপরাধীর ন্যায় চুপ থাকলো।প্রিয়ম মোনার পাশে ঘনিষ্ঠ হয়ে হয়ে বসে মোনার দুই কাঁধে ঝাঁকি দিয়ে চাপা গলায় চিৎকার দিয়ে বলল,
– “বলো মোনা কি কাজ ছিলো জ্যাকের বাসায়?কেন গিয়েছ?”
মোনা ক্ষীণ একটা শ্বাস ফেলে বলল,
– “কেন জ্যাকের বাসায় গেলে কি?আপনি বলেছেন জ্যাকের ব্যাপারে কোন কথা বলবেন না। আমি প্রিন্সেস’কে দেখতে গিয়েছি।”
প্রিয়ম তাচ্ছিল্য ভরা গলায় বলল,
– “তাই তো।আমি জ্যাকের ব্যাপারে কথা বলছি কেন?”
প্রিয়ম থামে।মোনা মুখের কাছে মুখ নিয়ে ক্ষুব্ধ গলায় বলল,
– “তুমি আর জ্যাক ছাদে বসে পাক্কা তিন ঘন্টা কথা বলেছো,প্রিন্সেস সেখানে ছিলো না মোনা।”
এইটুকু বলে প্রিয়ম সোফা ছেড়ে উঠে। মোনার দিকে দ্বিতীয় বার তাকায় না।দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায়। মোনা তাকিয়ে তাকিয়ে প্রিয়মের চলে যাওয়া দেখছে।প্রিয়ম এতসব জানে মোনা বুঝতে পারে নি। মোনার ইচ্ছে করলো না প্রিয়মের রাগ ভাঙাতে বা প্রিয়মের কথার উত্তরে কিছু বলতে। মোনার মাথায় শুধু জ্যাকের বলা কথা গুলো পীড়া দিচ্ছে।
___
প্রিয়ম প্রতি রাতের মত আজ আর ফোন দেয় নি। মোনা কয়েকবার ভেবেছে ফোন দিবে কিন্তু দেওয়া হয়নি।কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মোনা চুপচাপ শুয়ে রইল। এর ভিতর জ্যাক ফোন দিলো। অস্বস্তির কারণে মোনার ফোন রিসিভ করতে ইচ্ছে হয়নি মোনার। কয়েক বার রিং হওয়ার পর ফোন রিসিভ করল। জ্যাক আগের মতই স্বাভাবিক ভাবে কথা বলল। কিন্তু মোনা সহজ হতে পারছে না।জ্যাকের সাথে কথা বলা শেষে মোনা ঘুমানোর চেষ্টা করল।ঘুম আসছে না।শূন্যতা অনুভব হচ্ছে। মোনা প্রিয়মের নম্বরে ডায়েল করলো। কয়েক বার রিং হলো,পরে ফোন সুইচ অফ করে রেখেছে। মোনা হতাশ হয়ে ফোন রেখে দিলো।রাতে ঘুম ভালো হলো না।
সকালে মোনার ঘুম ভাঙার পর নতুন করে সব কিছু মনে পড়তেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। প্রিয়ম একবারও ফোন দেয় নি।মোনা এ পর্যায়ে বিরক্ত হলো। মোনা বিরক্ত মুখে বিছানা ছাড়ে। নিশান’কে নিয়ে ভার্সিটির উদ্দেশ্য রওয়ানা হয়। প্রতিদিন প্রিয়ম সকাল বেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো। মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। নিশান’কে স্কুলের পৌঁছে দিয়ে নিজে ভার্সিটি যায়।জ্যাকের বলা কথা গুলো মনে পড়তেই মোনা বিমর্ষ হয়ে পড়ে।অন্যদিকে প্রিয়ম রাগ করে আছে।সব মিলিয়ে মোনা চরম বিরক্ত।
শ্রুতি হন্তদন্ত হয়ে মোনা’কে পুরো ভার্সিটি খুঁজে বেড়াচ্ছে। কয়েক বার ফোনও দিয়েছে, ফোন রিসিভ করেনি। মোনার উপর মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় শ্রুতির। এত আত্মভোলা মোনা! হঠাৎ শ্রুতি দেখে মোনা ক্যাম্পাসের এক কোণে বসে আছে। শ্রুতি ক্ষীপ্তবেগে গিয়ে পিছন থেকে মোনার চুল ধরে টান দেয়। ঘটনার আকস্মিকতায় মোনা ত্রাসিত চোখে পিছনে তাকায়।
– “উফ শ্রুতি তুমি!”
– “কতবার ফোন দিয়েছি তোমায় দেখো তো?এভাবে গম্ভীর মুখে বসে আছো কেন?মাঝে মাঝে হয় কি তোমার বলো তো?”
মোনা ম্লান হেসে বলে,
– “কিছু না।”
শ্রুতি মোনার পাশে বসে। তীব্র উৎকণ্ঠিত হয়ে বলে,
– “আজ সমীরের বার্থ ডে। সারপ্রাইজ পার্টি হবে বুঝলে?তুমি ,আমি আর ওয়াটস। আর কেউ না।”
মোনা অনাগ্রহ প্রকাশ করে বলল,
– “শ্রুতি তুমি ওয়াটস কে নিয়ে এ্যারেঞ্জ করো। আমার ভালো লাগছে না।”
শ্রুতির মুখ পাণ্ডুর হয়ে যায় মুহূর্তেই। মোনা’কে জোর করতে লাগে বার বার। শ্রুতির এত অনুরোধ রক্ষার্থে মোনা তীব্র অনিচ্ছাসত্ত্বেও রাজি হয়।
– “রাত যতই হোক,আমি তোমায় পৌঁছে দিবো।”
মোনা ভ্রু কুঁচকে তাকায়।বলে,
– “রাতে পার্টি?না, না শ্রুতি। আমায় ভাই একা বাসায় ভয় পাবে।”
– “তুমিও তো অফিস শেষে রাতে ফিরো।মোনা প্লীজ না করো না।”
শ্রুতির এত আরজ মোনা উপেক্ষা করতে পারলো না। মোনা ভেবেছে ভার্সিটি শেষে প্রিয়ম আসবে কিন্তু মোনার ধারণা মিথ্যা হলো প্রিয়ম আসেনি।আবার সেই জ্যাক’কে নিয়ে ঝামেলা। মোনা যেন অসহ্য পড়ল।ভীষণ মিস ও করতে লাগলো প্রিয়ম’কে। মোনার মুখ ফ্যাকাশে হয়ে আছে।

মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রুতির সাথে হাঁটতে লাগলো। মোনা আগ্রহ খুঁজে পাচ্ছে না তবুও বাধ্য হয়ে যেতে হলো।শ্রুতি, ওয়াটস আর মোনা মিলে সব কিছুর এ্যারেঞ্জ করলো। এ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল। মোনা চিন্তিত মুখে বলল,
– “আর কতক্ষণ শ্রুতি?সমীর আসবে কখন?”
– “কি বোকার মত কথা বলছ বলো তো?এটা সারপ্রাইজ পার্টি।সমীর’কে কি আগে থেকে দাওয়াত করেছি?এখন একটা মিথ্যা বলে আনবো।”
ওয়াটস শ্রুতির দিকে তাকিয়ে বলল,
– “তোমরা দুই জন কি ভাষায় কথা বলছ? আমি কিছুই বুঝছি না।”
শ্রুতি সুযোগ বুঝে ওয়াটস’কে বাংলায় গালি দিলো। ওয়াটসের মুখের অভিব্যক্তি কোন পরিবর্তন নেই। ওয়াটস কিছুই বুঝলো না। মোনা ফিক করে হেসে উঠলো। ওয়াটস গম্ভীর মুখে বলল,
– “তোমরা হাসছো কেন?প্লীজ ইংলিশে বলো না।তোমরা কি আমায় গালি দিচ্ছো?”
ওঁদের কথা বলার মাঝে সমীর আছে।সমীর বিস্মিত হয়ে তাকিয়ে আছে। শ্রুতির চোখে মুখে উচ্ছ্বাস। শ্রুতি একটু দূরে সরতেই সমীর মোনার দিকে তাকিয়ে বলল,
– “বুঝলে মোনা এসব আমি আগে থেকেই বুঝেছি।তবুও বিস্মিত হওয়ার ভান করলাম।নয়ত শ্রুতি রেগে যেত।”
শ্রুতি আর সমীরের ভালোবাসা দেখে মোনা মুগ্ধ হয়। খুব সন্তপর্ণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে।পার্টি শেষ হতে অনেক রাত হয়ে গেল। মোনা নিশানের জন্য চিন্তাগ্রস্থ হয়ে রইল। শ্রুতি সমীর কে উদ্দেশ্য করে বলে,
– “মোনা’কে পৌঁছে দিতে হবে, চলো একটু।”
ওয়াটস এর দিকে তাকিয়ে শ্রুতি আবার বলে,
– “কি ওয়াটস তোমায়ও পৌঁছে দিতে হবে নাকি?”
– “আমি তোমাদের মত ভীতু বাঙালি না। আমি আমেরিকান।”
শ্রুতি হেসে বলে,
– “ওয়াটস,আমি বাঙালি না। আমি ইন্ডিয়ান। মোনা বাঙালি।”
কিছুক্ষণ পর ওয়াটস চলে যায়।শ্রুতি আর সমীর মোনা’কে এগিয়ে দিতে বের হয়। জ্যাকের বলা কথা গুলো মোনার মাথায় আবার নাড়া দিয়ে ওঠে। মোনা শান্তি পাচ্ছে না কিছুতেই। একটু হেঁটে তারপর ট্যাক্সি নিবে। শ্রুতি, সমীর পাশাপাশি হাঁটছে। মোনা ওঁদের একটু আগে। কিছুদূর হেঁটে যাওয়ার পর মোনা মোনা থমকে দাঁড়ায়। মোনার দৃষ্টি আটকে যায়। মোনা স্পষ্ট দেখতে পাচ্ছে প্রিয়ম’কে। রাস্তার মাঝে একটা মেয়ে’কে নির্বিঘ্নে চুমু খাচ্ছে।মোনা বজ্রাহত হয়ে দাঁড়িয়ে থাকে।কয়েক মুহূর্ত পরে মোনা মন্থর পায়ে ওদের কাছে যায়। মোনার সমস্ত অনুভূতি গুলো আবার যেন বিবর্ণ হয়ে যায়। কিছু ভাবতে পারছে না মোনা। শুধু বুঝতে পারছে জটিল এক সমীকরণের মাঝে আটকে পড়েছে। মোনা ওদের কাছে গিয়ে চোখ বুঁজে নিস্তেজ গলায় বলে,
– “প্রিয়ম!”
মোনার হৃদয় চূর্ণ বিচূর্ণ হওয়া সুর এই ডাকে। ভিতর থেকে কান্না বেরিয়ে আসতে চাচ্ছে উত্তল বেগে।প্রিয়ম ফিরে তাকায়।মেয়ে’টা একটু দূরে গিয়ে দাঁড়ায়।প্রিয়ম নেশা জড়ানো গলায় বলে,
– “নাইট ক্লাবে গিয়েছিলাম।”
মোনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অচেনা এক প্রিয়মের দিকে ভেজা চোখে তাকিয়ে থাকে। অচিরেই মোনার সমস্ত কষ্ট যেন ক্ষোভে পরিণত হলো। মোনা গায়ের সমস্ত শক্তি দিয়ে প্রিয়মের গায়ে কষিয়ে চড় মারে। কয়’টা চড় মেরেছে মোনার খেয়াল নেই। যতক্ষণ শক্তি ছিলো গায়ে ততক্ষণ মেরেছে।প্রিয়ম কোন শব্দ করলো না। ঠাঁয় দাঁড়িয়ে রইল। মোনা ছুটে চলে চায় ওই জায়গা থেকে। শ্রুতি আর সমীর কিছু’ই বুঝতে পারলো না। অস্থির হয়ে জিজ্ঞেস করে,
– “মোনা কি হয়েছে?প্রিয়ম না ওটা?”
কান্নার বেগে মোনা কথা বলতে পারছে না। শুধু বলল,
– “এখন আমায় কিছু জিজ্ঞেস করো না। একটা ট্যাক্সি ডেকে দাও।”
(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here