অনুভুতিরা শীর্ষে পর্ব ১৫

#অনুভূতিরা_শীর্ষে 💗
#লেখনিতে_সুমাইয়া_ইসলাম_মিম
#পর্ব_১৫
.
আমরা এক সাথেই বাসায় পৌছালাম। বাসায় গিয়ে দেখি সবাই ঘুম! এমনকি কাজের মানুষ কলিও ঘুমে। কিন্তু এদিকে সাদাদ এর কাঁপাকাঁপি এতো বেড়ে গিয়েছে যে আমার খুব খারাপ লাগছে সাদাদকে এভাবে ছেড়ে ঘুমোতে যেতে। সাদাদ নিজের রুমে গিয়ে হিটার ছেড়ে দিয়েছে। আমি মনের সাথে একপ্রকার যুদ্ধ করে রান্নাঘরে চলে গেলাম। যদিও আমাদের বাইরে ডিনার করে আসার কথা কিন্তু সাদাদের অবস্থার জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসতে হলো। আমি রান্নাঘরে গিয়ে দশ মিনিটের মতো চরকির মতো ঘুরলাম। সব দেখে নিয়ে নুডুলসের একটা প্যাকেট সাথেই স্যুপ পেয়েছি। কোন মতে স্যুপি নুডুলস রান্না করে আস্তে আস্তে সাদাদের রুমের দিকে এগিয়ে গেলাম। দরজাটা বাম হাত দিয়ে একটু ঠেলতেই দেখি সাদাদ সাদা টাওয়ালটা জড়িয়ে খাটে বসে আছে। চুলগুলো ভিজা দেখে আমি রেগে গেলাম। মানে এটা কোন কথা! এমনিতে ঠান্ডা লাগিয়েছে! কে বলছিলো আইসক্রিম খেতে! তাড়াতাড়ি রুমে ঢুকেই সাদাদকে ঝাড়ি দিয়ে বললাম,
–আপনি এই ঠান্ডায় কেন গোসল করেছেন? একে তো ঠান্ডায় কাঁপছিলেন আর বাসায় এসেই গোসল করে ফেললেন? নিজের কি একটু খেয়াল রাখা যায় না?

হাতে ট্রে সহই বাম হাত দিয়ে নিজের কপালে হালকা চাপড়ে অসহায় স্বরে বললাম,
–এর জন্য কিনা আমি এতো কষ্ট করে নুডুলস রান্না করেছি! হায় খোদা!

সাদাদকিছু বলার সুযোগ পাচ্ছে না। কিন্তু সাদাদ মুগ্ধ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে।

সাদাদ মনে মনে তার সুবাহর এই চঞ্চল মুখটা দেখতে সে শত ঝাড়ি খেতে প্রস্তুত! সাদাদ একটা হাঁচি দিতেই আমার হুশ এলো। তাড়াতাড়ি নুডুলসের বাটিটা এগিয়ে দেই সাদাদ এর কাছে।
–তাড়াতাড়ি এটা খেয়ে নিন। আমি চুলায় চায়ের পানি বসিয়েছি। এটা খেতে খেতে আমি চট করে আদা চা নিয়ে আসবো দেখবেন আপনার আর ঠান্ডা লাগবে না।

সাদাদ মুচকি হাসি দিল। আমি এগিয়ে দরজার কাছে পৌছালাম তখনই সাদাদ বলে উঠলো,
–সুবাহ! তুমি সবসময় এমনই থেকো প্লিজ!

উনার কথা শুনে কেমন যেন একটা লাগলো। পরক্ষনে মনে পড়লো আমি বিখ্যাত সাদাদ ভাইয়ের সামনে এতো কিছু বলে দিলাম তাও বিনা বাধায়? ভয়ার্ত চোখে একবার পিছন ফিরে সাদাদ ভাইয়ের দিকে তাকাতেই দেখি সে এক চোখ টিপ দিয়ে হাসলো। আমি লজ্জাতে তাড়াতাড়ি পিছন ফিরে রান্নাঘরের দিকে দৌড় দিলাম।

.
আমার বেশ লজ্জা লাগছিল কিন্তু তাও হাতে আদা চা নিয়ে চললাম তার রুমের দিকে। গিয়ে দেখি বিছানা শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। আমাকে দেখে উঠে আসন করে বসলো। বারবার হাঁচি দিচ্ছে! আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিয়ে ভ্রু উচিয়ে আমার দিকে তাকালো। আমি মনে মনে ভাবছি উনি আমার দিকে এচাবে কেন তাকালো? আমি তো আদা চা খুব ভালোই বানাই! মানে খাওয়ার যোগ্য হয় আরকি! তাহলে এভাবে তাকানোর মানে কি? আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকিয়ে আছি! উনি আমার দিকে তাকিয়েই হেসে দিয়ে বললেন,

–উম্মম্মম্ম…..টেস্টি!

আমি লাজুক হাসলাম। উনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে থেকেই বারবার কাপে চুমুক দিচ্ছেন। আমার এবার অনেকটা লজ্জা লাগলো। কোনমতে তুতলে বললাম,

–আমি আসছি! আপনি ঘুমিয়ে পড়েন প্লিজ!

বলে পিছনে ঘুরতেই উনি আমাকে ডাক দিলেন।

–তুমি কিছু খেয়েছো? আর প্লিজ তুমিও এক কাপ চা খেয়ে নাও! নয়তো প্রচুর ঠান্ডা লেগে যাবে।

আমি পিছনে ফিরে বললাম,

–এখন কিছু খাবো না, আমার পেট ভরাই আছে। আর চা খেয়ে নিব! আপনি রেস্ট করুন।

বলেই আমি আমার রুমে চলে এলাম।

.
সকাল সকাল উঠেই দেখি বাসায় সবার হইচই চলছে। মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আজ আপুর বউভাত! তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমার প্রথম কাজ আপুকে খোঁজা। বেরিয়ে খুঁজতে খুঁজতে আপুর রুমের সামনে এসে দেখি ঘর তো নয় যেন গোঁয়াল ঘর! হাহা! দুই জন কাজের লোক এসে রুমটা পরিষ্কার করছে! মনে হচ্ছে রাতে এখানে যুদ্ধ হয়েছিল। আমি রুমের দিকে তাকিয়ে হাসছিলাম এর মধ্যেই আমার নাম ধরে ডাকলো সাদাদ ভাই! আমি চমকে পিছন ফিরতেই দেখি উনার ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে রেখেছে। আমি ঢোক গিলে কিছু বলবো তার আগেই উনি আমাকে বললেন,

–এভাবে মানুষের হয়ে যাওয়া বাসরে নজর দিতে নেই! এই সময়টা তোমারও আসবে!

বলেই উনি হাসলেন! ছিঃ ছিঃ! কি নির্লজ্জ! আর বুঝিনা যত লজ্জাকর পরিস্থিতি আছে আমি তার সামনেই কেন পড়ি? কি আর করার! লজ্জায় মাথা নিচু করে তৎক্ষণাত ওই স্থান ত্যাগ করলাম আমি! ড্রয়িংরুমে এসে দেখি আপুকে ঘিরে কম হলেও দশজন মেয়ে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। মুখ ভঙ্গি দেখে বুঝা গেলো এরা আপুকে লাগামছাড়া প্রশ্ন করছে! আর আমার রুবাপু! লজ্জায় লাল তো হয়েই গেছে, এখন এমন অবস্থা যে যেকোন সময় কান্না করে দিবে। আমার এতো হাসি পাচ্ছে। ইচ্ছে করছে আমিও আপুকে একটু নাস্তানাবুদ করি কিন্তু না এই সাদাদ ভাইয়ের কোন ভরসা নেই! দেখা যাবে কারো কথা না শুনে উনি শুধু আমার কথা শুনেই আমাকে লজ্জা দিবেন। তাই আস্তে আস্তে করে আপুর কাছে গেলাম। অনেকেই আমাকে ঠিক মতো চেনে না তাই আমাকেও তাদের দলে টানতে চাইলো। এর মধ্যে একটা মেয়ে জিজ্ঞাসা করলো,
-এই নতুন ভাবী! বলোনা গো তোমায় ভাইয়া কেমন সোহাগ করলো।

আমার চোখ বড় বড় হয়ে এলো এটা কেমন প্রশ্ন? সাথে বেশ বিরক্তও লাগলো! তাই উত্তরটা আমিই দিলাম!

–আরে আপু! তুমি ভাবীর মুখে শুনলে তো আর ফিল পাবা না! তাই তোমার বাসর পর্যন্ত তো অপেক্ষা করতে হবে নাকি! নির্লজ্জের মতো আরেকজনের মুখ থেকে শোনাটা নেহাতই বেহায়াপনা ছাড়া কিছু বলতে পারছি না!

আপুটা আমার দিকে ক্ষিপ্ত চোখে তাকালো! আমি সেদিকে পাত্তা না দিয়ে আপুকে বললাম,

–চল আমার সাথে!

আপুও উঠে দাঁড়ালো। দুইজনের রুমের দিকে হাঁটা দিলাম। যাওয়ার পথে শুনি ওই আপুটা রাগী গলায় বলছে,

-কি অসভ্য মেয়েরে বাবা! বড়দের সাথে কথা বলতেও জানে না! কি শিক্ষা এর?

আমি এবার চটে গেলাম। কিছু বলবো তার আগেই আপু বলল,

-আমার বোনের যথেষ্ট সুশিক্ষা রয়েছে। আমি নতুন বউ বলে কিছু বলছি না। সকাল থেকে আমাকে তোমরা হেয় করে চলেছো! আমি কিছুই বলি নি! তখন থেকে এমন সব কথা বলছো যেন পারলে আমার বেডরুমে ঢুকে যাও! তাও কিছু বলি নি! তাই বলে আমার বোনকে ভুল করেও অপমান করতে এসো না, আমি কিছু না বললেও এ বাড়িতে ওর পক্ষে বলার মানুষের অভাব নেই!

বলেই আপু আমার হাত ধরে রুমে নিয়ে এলো। রুমে এসে মাথা থেকে শাড়ির আচলটা সরিয়ে রাগে ফুসফুস করছে। আর আমি মিটমিট করে হাসছি! এই আমার আপু! নিজের অপমানে চুপ থাকলেও ওর জন্য কখনো কেউ আমাকে কিছু বলতে পারে না। ছোট থেকে একদম নিজের কোলে আগলে রেখেছে আমাকে।

হুম! আমার আপু!
আমি পিছন থেকে আপুকে জড়িয়ে ধরলাম। আপুও হেসে দিলো। আমি আপুকে ঝাপটে ধরে বললাম,
–ইশ! তোমার যে কেন কোন দেবর নেই! আমার আফসোস হয়! তোমার দেবর থাকলে আমি নিশ্চিত তার গলায় ঝুলে যেতাম। তোমার কাছে থাকার জন্য!

আপু পিছনে ফিরে আমাকে ধরে বলল,

-আছে তো! ভাসুর আছে! কেন? সাদাদকে বিয়ে কর তাহলেই তো হয়ে যায়। এমনিতেও কি হ্যান্ডসাম সে! মেয়েরা তো পুরো ফিদা তার প্রতি!

আপুর কথায় বেশ লজ্জা পেলাম! এখন আপুকে কি করে বলি উনার ভাসুর আমাকে কাল রাতে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে? আমি কথা ঘুড়াতে বললাম,

–এই আপু তুমি কি সফট হয়ে গেছো গো! এইসব কি ভাইয়ার থেরাপির কামাল?

আপু লজ্জায় কুঁকড়ে উঠলো। আমার বাহুতে চাপড় মেরে বলল,

-দুষ্টু! ওখান থেকে এখানে এনেছিস তোর এই অসভ্য কথা শুনানোর জন্য?

আমি হাহা করে হেসে দিলাম। আপু বেশ লজ্জা পাচ্ছে!

ব্রেকফাস্ট করে আরফান ভাইয়াকে খুঁজে চলেছি প্রায় আধাঘন্টা! উনাকে খুঁজতে খুঁজতে এটাই ভুলে যাচ্ছি যে উনাকে খুঁজার কারনটা কি! হায় আল্লাহ! খুঁজতে খুঁজতে বেখেয়ালিতে ধুপ করে ধাক্কা খেতেই কপালে হাত দিয়ে দেখি সামনে সাদাদ ভাই! উনি উনার বুকে হাত দিয়ে ডলছে! ব্যাথা পেয়েছে মনে হয়! আমাকে তাড়াহুড়োয় দেখে বলল,

–এভাবে দৌড়ে কোথায় যাচ্ছো?

আমি আশেপাশে তাকাতে তাকাতে বললাম,

–খুঁজছি! আরফান ভাইয়াকে!

সাদাদ ভাই ভ্রু কুঁচকে বিড়বিড় করে বললেন,

–যাকে খুঁজা উচিত তাকে খুঁজা বাদ দিয়ে উনি আরফানকে খুঁজছে! কি কপাল! উনার এই বিড়বিড় করা কথা স্পষ্ট আমার কানে এলো। অর্থ ঠিকমতো না বুঝেই বললাম,

–অন্য কাউকে কেন খুঁজবো? আমার তো আরফান ভাইয়াকেই দরকার!

উনি আবার ভ্রু কুঁচকালেন।

–কেন? কেন? আরফানকে কেন দরকার?

আমি এবার আড়চোখে উনার দিকে তাকিয়ে বললাম,

–আসলেই তো কি দরকারে যেন এসেছি? ইশ! দেখেছেন আপনার জন্য আমি ভুলেই গেলাম কিসের জন্য আমি আরফান ভাইয়াকে খুঁজছি!

উনি আমাকে কিছু বলবেন তার আগেই আরফান ভাইয়া এসে সাদাদ ভাইকে উদ্দেশ্য করে বললেন,

-ভাই সাদাদ তুই এখানে! একটু আপুর কাছে যা তো আপু তোকে ডেকেছে!

সাদাদ ভাই আরফান ভাইকে উদ্দেশ্য করে বললেন,

–তোর শালি তোকে খুঁজেছে!

আরফান ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন,

-খুঁজেছিলে শালিকা?

আমি মনে করার মতো করে বললাম,

–কি যেন? ওহ হ্যাঁ মনে পড়েছে আপুর কি যেন আপনার কাছে আছে সেটা আমাকে দিন আপু পড়বে! চেন না আংটি যেন?

আরফান ভাইয়া ও মনে করে বললেন,

-হ্যাঁ ওর চেনটা আমার কাছে আচ্ছা আমি যেয়ে দিয়ে দিচ্ছি!

আমি ভাইয়াকে মানা করে বললাম,

–আপনার যেতে হবে না আমিই দিয়ে দিব! আমাকে দিন।

ভাইয়া ইতস্তত করে বললেন,

-আরে শালিকা এতো কষ্ট করতে হবে না আমিই দিয়ে দিচ্ছি!

আমি আবার বাদ সেধে বললাম,

–আরে কষ্ট কেন হবে? আমি দিয়ে দিব সমস্যা নেই!

আরফান ভাইয়া অসহায়ভাবে সাদাদ ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় কিছু বললেন! সাদাদ ভাই এতোক্ষন মুচকি মুচকি হাসছিলেন কিন্তু আরফান ভাইয়ের কান্ড দেখে একটু শব্দ করে হেসে দিলেন! তারপর আরফান ভাইয়ার কানে কানে ফিসফিস করে বললেন,

–যেই মেয়েকে আমি আমার ফিলিংসই বুঝাতে পারি না সেখানে তোরটা বৃথা!

যদিও কথাটা আমার কান পর্যন্ত পৌছায় নি। কিন্তু খেয়াল করলাম কথাটা শোনার পরপরই উনি আরো অসহায় ভাবে সাদাদ ভাইয়ের দিকে তাকালেন। সাদাদ ভাই মুচকি হেসে আমাকে বলল,

–আরে আরফান বলল তো ও দিয়ে দিবে। তুমি আমার সাথে আসো ইম্পরট্যান্ট কথা আছে তোমার সাথে!

আমি কিছু বলবো তার আগে উনি আবার বললেন,

–আরফান তুই ভাবীকে জিনিস দিয়ে আয়! দেরি করিস না, আবার সেন্টারে তাড়াতাড়ি যেতে হবে। আর সুবাহ তুমি আমার সাথে আসো।

আমি আবার কিছু বলবো তার মধ্যেই দেখি আরফান ভাই হাওয়া হয়ে গেছে। আর আমি সাদাদ ভাইয়ের পিছু পিছু চলছি!
,
,
,
চলবে…………….❤️

(প্রথমত সরি এতো দেরি হওয়ার জন্য। আজ অনেকদিন পর পর্ব লিখতে আমার বেশ কষ্ট হয়েছে। রাতে আরেক পর্ব দিবো। তাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ!)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here