কবিতা: এখানে ভীষণ রোদ
লেখনীতে: মুন_স্নিগ্ধা(ফাতেমা আক্তার জ্যোৎস্না)
এখানে ভীষণ রোদ
মানুষেরা মুখোশ পড়ে না,
সমস্ত উজ্জ্বল–স্বচ্ছ জলের মতন।
এখানে ভীষণ রোদ
তাই রোদের ঝলকানিতে,
কেউ আর ভয় পায় না।
সমস্ত অনাচার আর পাপাচার
ঘটছে প্রকাশ্য দিবালোকে,
আর তাই এখানে ভীষণ রোদ ।
জীর্ণ পোশাক পরিহিত,
শীর্ণকায় দেহের ক্ষুধার্ত বালকটিও
আর কোনো ভালোবাসার আশা রাখে না।
সে জানে–তার অবুঝ মন জানে,
এখানে ভীষণ রোদ ।
এই রোদ কিছু রাখে না গোপন।
সমস্ত পাপ, পঙ্কিলতা আর কলুষতা
যেন কোনো আঁতশ কাঁচের নিচে শায়িত।
সমস্তই স্পষ্ট, প্রকাশিত আর আলোকজ্জ্বল,
আর তাই এখানে ভীষণ রোদ ।
কবিতাটি পড়ে অনেক ভাল লাগল। বেশ সুন্দর হয়েছে।