কর্নেল_সাহেব পর্ব ৩৩+৩৪

#কর্নেল_সাহেব
লেখিকা সুরিয়া মিম
পর্ব- ৩৩

এনা খান হাসতে হাসতে দু’জনের কান টেনে ধরে বলে ন,
– তোরা বাচ্চাদের মতো সারাক্ষণ লেগে থাকিস কেন একে অপরের পিছে? রায়হান মৃদু হেসে বলে,
– তোমার তাতে কি? তুমি নিজে ও তো সারাক্ষণ লেগে থাকো আমার পিছে।এই দু’জনের কাণ্ড দেখে আহমেদ সাহেব হাসতে হাসতে বলেন,
– ভালোই ছেলেমেয়ে কে থামাতে এসে নিজেরা শুরু হয়ে গেছে? নয়ন তাঁরা স্বামীকে খোঁচা মেরে বলে,
– তোমার তাতে কি? চুপ করে ঝগড়া দেখ বসেবসে।
– আশ্চর্য?
মহিলা তুমি? খোঁচা মারলে কেন আমাকে?
– বদমাশ মিনসে,রাতে শুতে আসিস আমার কাছে।সবাই হাসতে হাসতে শেষ আহমেদ সাহেব এবং নয়ন তাঁরার ঝগড়াঝাঁটি দেখে।আদিব সাহেব দুপুরে এসে মেয়ে কে বলেন,
– মা’রে ক’দিন গিয়ে থাকবি নাকি আমার কাছে? মিম হাসতে হাসতে বলে,
– বাবা তোমার নাতি একটু বড় হোক?
– ঠিক আছে,তোর দাদি (সায়েরা) আসতে চেয়েছিল।আমি সাথে করে নিয়ে আসিনি তাকে।কি জানি কি? ফন্দি এঁটে রেখেছে পেটে?
– তবুও বাবা আসতে চেয়েছে যখন,তখন সাথে করে নিয়ে আসতে পারতে তাকে? আদিব সাহেব দীর্ঘ নিশ্বাস ফেলে বলেন,
– বাদদে মা,আমি আজ তোর জন্য নিজের হাতে গরুর মাংস ভুনা করে এনেছি।বাবা মেয়ে মিলে জম্পেশ করে খাওয়া যাবে এক সাথে? মিসেস মাহি এসে আদিব সাহেব কে বলেন,
– বলি অ্যালার্জির ওষুধ নিয়ে এসেছেন বাসা থেকে?
– নাহ!
বাসায় ছিলো না।কিনে নেবো ফার্মেসি থেকে।মর্তুজা সাহেব মৃদু হেসে বলেন,
– আমি ওষুধ নিয়ে এসেছি আদিব সাহেব।আপনি খাইয়ে দেন ওকে।মিম আদিব সাহেব কে জিজ্ঞেস করে,
– বাবা তোমার জামাই কে দেখলে? ছেলেটা কে নিয়ে কোথায় গেছে? ইশান মৃদু হেসে বলে,
– সে বেলকনিতে রোদে বসে খেলা করছে ছেলের সাথে? তা মিম ছেলের নাম কি ভাবলে? আমি কিন্তু “কুট্টুস” বলে ডাকবো তাকে।
– সে আপনার ইচ্ছে ভাইপো বলো কথা।প্রয়োজনে শাসন করবেন তাকে।ইমান বাবুকে মিমের কোলে দিয়ে বলে,
– বাব বাহ!
আমার ছেলে বুঝি জন্ম নিয়ে গরু চুরি করতে গেছে? না মানে শাসন করার কথা উঠছে কেন আমার এই এতটুকু বাচ্চা ছেলেটা কে? মিম হাসতে হাসতে বলে,
– শোনো বাবুর আব্বু,
এতো তেল মেখে লাভ নেই গো আমাকে।আমি যেমন ভালোবাসব,তেমন শাসন করবো আমার এই পুঁচকু সোনা টা কে।মিমের কথা শেষ হতে না হইতে বাবু শব্দ করে হাসতে শুরু করে সাথেসাথে।ডক্টর নীলিমা এসে বলেন,
– বাহ!
মা ছেলের তো ভালোই মিল? মা যা বলে সে সব বোঝে।অধরা এগিয়ে এসে বলে,
– হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি? এতক্ষণ চোখ সে পিটপিট করে সবাইকে দেখছিল আর এখন নিমিষেই ঘুমিয়ে গেছে।হৃদিকা বসা থেকে উঠে এসে নাতনির কপালে চুমু খেয়ে বলেন,
– মায়ের স্পর্শ সবাই বোঝে।তুমি তো দুই বাচ্চার মা হয়েছ বড় বউ মা এখনো তোমাকে বুঝিয়ে বলতে হবে?
– বুঝিয়ে বললে ক্ষতি কি মা? একটু জানার সুযোগ হয়ে যাবে।

দেখতে দেখতে হাসপাতালে মিমের সাত দিন কেটে গেছে,বাড়িতে গিয়ে চৌকাঠে পা রাখতেই এনা খান এসে ছেলের বউ কে নাতি সহ বরণ করে ঘরে তোলেন নিজের হাতে।

এদিকে,
সবাই বেশ চিন্তিত নতুন বাবুর নাম কি রাখা হবে? ইশান রেখেছে “কুট্টুস” রিক্ত বাবুকে “জাদু সোনা” বলে ডাকে।জোভান,জায়ান ও সাভিন পারলে তাদের ছোটো ভাইকে সারাদিন মাথায় করে রাখে।

ওদিকে,
রাদ ও ইরাদ ব্যস্ত বাবুর আকিকার আয়োজন করতে।ইশান মিমকে একা পেয়ে বলে,
– মিম তুমি ইমান কে ডিভোর্স দিয়ে দাও।আমি সত্যি খুব ভালোবাসি তোমাকে।
– আপনি কি জানেন না? আমার আপু কত ভালোবাসে আপনাকে? না আপনি চোখে দেখতে পাচ্ছেননা? আমি কত ভালোবাসি আমার স্বামীকে?
– শোনো মিম,
তোমার আমার বউ হওয়ার কথা ছিল?
– তাহলে সেদিন কেন আমার চোখের সামনে বিয়ে করেছিলেন আমার আপুকে? শুনুন মিস্টার ইশান খান,
বিয়ে টা কোনো ছেলে খেলা নয় ঠিক আছে? আপনি আমাদের বিয়ে ঠিক হওয়ার আগে থেকে জানতেন আমি ভালোবাসি না আপনাকে।তবুও বেহায়ার মতো আমার আপুকে দেখতে এসে পছন্দ করে গেলেন আমাকে।আপনি কি জানেন? এতে আমার আপুর কতবড় অপমান হয়েছে? আমার আপু আপনাকে বলেনি যে আমাকে বিয়ে করো।আপনি সে দিন নিজ দায়িত্বে বিয়ে করেছিলেন তাকে।তাই আপনাকে অনুরোধ করছি,
শুধুশুধু আমার পেছনে টাইম ওয়েস্ট না করে।ভালোবসুন এবং সময় দিন আমার আপুকে কারণ সে এমন একটা সংসার কিংবা স্বামী ডিজার্ভ করে না ঠিক আছে? এখন আপনি যেতে পারেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইশান খান দরজা টা ওই দিকে।মিহা দরজার আড়ালে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে মনেমনে বলে,”আমি প্রথম থেকেই ভুল বুঝেছিলাম মেয়েটিকে (মিম)।মেয়ে টা কখনো আমার ক্ষতি করতে চায়নি।আমি কেন হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম ওর সুখ দেখে? কেমন বোন আমি? আমি সবসময় কষ্টে দেখতে চেয়েছি ওকে।আজ আমার জন্য আমার বাবা-মা আলাদা।তারা সত্যি জানলে কখনো ক্ষমা করবেননা আমাকে।” ইশান মিমের ঘরে থেকে বেড়িয়ে যেতে যেতে বলে,
– আজ থেকে আমি শুধু ভালোবাসবো মিহা কে।মিম কে ভুলে যাবো আর মরে গেলেও কখনো আসবো না তোমার কাছে।
– ভালো থাকবেন,আপনাদের সুখ শান্তি কামনা করছি আল্লাহ তাআ’লার কাছে।কিছুক্ষণ পর হঠাৎ,ইমান এসে মিমকে জড়িয়ে ধরে বলে,
– এর জন্য আমি এতো ভালোবাসি তোমাকে।আড়াল থেকে আমি তোমার সব কথা শুনেছি,তুমি একটা কথাও ভুল বলোনি ভাইকে।

রাতে,সবাই মিমকে মাঝে বসিয়ে বাচ্চার নাম ঠিক করতে বসেছে।অনেক ভেবে চিন্তে ইমান বলে,
– “মায়ান” নাম টা অনেক সুন্দর।বেশ মানাবে আমাদের সাথে না মানে মিম’র নামে প্রথম অক্ষর “ম” আর ইমান’র শেষে “ন” বাবা বলো তো কেমন হবে? এনা খান হাসতে হাসতে বলেন,
– ছেলের নাম মায়ের নামের সাথে মিলিয়েই রাখা হোক।তাহলে অনেক সুন্দর হবে? আনান মৃদু হেসে বলে,
– “মিয়াদ” নাম টা কম সুন্দর না? এটা কেমন হবে? রিক্ত বাবুর সাথে খেলতে বলে,
– ডান আমাদের জাদু বাবুর নাম “মায়ান মিয়াদ খান” হবে।রায়হান সাহেব হাসতে হাসতে বলেন,
– নাম টা বেশ সুন্দর।আমার অনেক পছন্দ হয়েছে।আহমেদ সাহেব উঠে এসে নাতি কে কোলে নিয়ে বলেন,
– মায়ান দাদুভাই? তোমার নতুন নাম পছন্দ হয়েছে? পাশ থেকে নয়ন তাঁরা হাসতে হাসতে বলেন,
– হ্যাঁ সেই খুশিতে আমাদের ছোট্ট নাতি তোমার কোলে মুতে দিয়েছে? সবাই হাসতে হাসতে শেষ,মিম হাসি সামলে বলে,
– বড় আব্বু এর জন্যে কোলে নিতে বারণ করে ছিলাম তোমাকে।আহমেদ সাহেব স্ত্রীকে টিপ্পনী কেটে বলেন,
– সমস্যা নেই মা,তোমার বড় আব্বু আমার জামাকাপড় ধুয়ে দেবে।নয়ন তাঁরা মিমকে বলে,
– বুঝলি মা? তোদের বড় আব্বু আমাকে পারমানেন্ট কাজের বুয়া পেয়ে বসেছে?
– তোমরা প্লিজ ঝগড়া করো না বড় আম্মু,দেখতে ভালো লাগছে না।দেখো তোমাদের নাতি ও হাসছে? নয়ন তাঁরা হাসতে হাসতে বলেন,
– একটু বড় হও তুমি ছোটো দাদুভাই।তারপর ভালো করে তোমার কান মলে দেবো ঠিক আছে? এতো হাসিখুশির মধ্যে ইমানের মুখ টা হঠাৎ আমাবস্যার চাঁদের আকার ধারণ করেছে।মিম সেটা বুঝতে পেরে ওকে নিজের কোলের ওপরে শুয়ে দিয়ে জিজ্ঞেস করে,
– কি হয়েছে? ইমান আনমনে উত্তর দেয়,
– আমার মিশনে যাওয়ার সময় এসে গিয়েছে আর মাএ আড়াই মাস।তারপর আমি কি করে ছেড়ে থাকবো তোমাদের দু’জন কে? মিম ওর কপালে চুমু খেয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বলে,
– আই এম সো প্রাউড অব ইউ,তুমি কি জানো আমি কত ভালোবাসি তোমাকে? যখন কেউ জিজ্ঞেস করে তোমার হাসবেন্ড কি করে? তখন আমি গর্ব করে বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা সে।তুমি কি চাও সোনা? এভাবে আমি হেরে যাই সবার কাছে? ইমান ওকে কোলে তুলে ঘরে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়ে বলে,
– আই অলসো প্রাউড অব ইউ সোনা।আমি সবাইকে এবার গর্ব করে বলতে পারবো যে আল্লাহ তাআ’লা একজন যোগ্য সহধর্মিণী দিয়েছেন আমাকে।#কর্নেল_সাহেব
লেখিকা সুরিয়া মিম
পর্ব- ৩৪

তারপর মিম মাথা রেখে ঘুমিয়ে যায় ইমানের বুকে।ইমান কিছুক্ষণ পর গিয়ে বাবুকে এনে শুইয়ে দেয় মিমের পাশে।নিপা শুতে যাওয়ার আগে এসে ইমান কে বলে,
– ছোটো ভাই কোনো অসুবিধে হলে আমাকে ডেকে নিয়ো।কোনো ইতস্তত করো না।
– ঠিক আছে,তখন ইমান দরজা লাগিয়ে এসে শুয়ে পরে মিমের পাশে।মিমের মাঝরাতে মনে হলো যেন কেউ ঝুঁকে আছে ওর দিকে? সে একরাশ বিরক্ত নিয়ে চোখ মেলে চেয়ে দেখে,
যে ইমান ঝুঁকে আছে ওর দিকে।মৃদু হেসে মিম ওকে নিজের বুকে জড়িয়ে ধরে চুলের মধ্যে ছোটো ছোটো বিলি কেটে দিতে দিতে বলে,
– কি হলো? বাংলার পাঁচ বানিয়ে রেখেছ কেন নিজের চেহারা টা কে?
– তোমাকে ছেড়ে আমি অস্ট্রেলিয়া গিয়ে একা একা কি করে থাকবো? ভেবেই একটা অস্বস্তি কাজ করছে আমার মাঝে।মিম শাড়ি আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে,
– আমি কি করে থাকবো? যাগগে বাদদেও,সাবধানে থেকো ঠিক আছে? আর শোনো বিয়ের আগে তো আমাদের সেভাবে প্রেম করা হয়নি? এবার আমরা দু’জনে প্রেমিক-প্রেমিকা হয়ে প্রেম করবো ঠিক আছে?
সবাই যে বলে বাচ্চা হয়ে গেলে দায়িত্ব বেড়ে যায়,সৌন্দর্য কমে যায় এবং ব্যস্ত থাকার দরুন একে অপরের প্রতি আকর্ষন কমে যায়।আমরা এগুলো হতে দেবো না ঠিক আছে?
আমি প্রতিদিন তিনবেলা করে তোমার ভিডিও কলের অপেক্ষার থাকবো আর সেজেগুজে দেখাবো তোমাকে।ইমান মৃদু হেসে বলে,
– আমি ও তোমাকে দেখার জন্য ছটফট করবো দিনে রাতে,মাঝেমধ্যে পরিচিত আত্মীয়স্বজনের হাতে আস্ট্রেলিয়া থেকে গিফট পাঠিয়ে চমকে দেবো তোমাকে এবং আমার ফ্রী টাইমে চুটিয়ে প্রেম করবো তোমার সাথে।মিম তখন এগিয়ে এসে ইমানের ঠোঁটে চুমু খেয়ে বলে,
– আমরা ভুল প্রমাণ করে দেব সবার এই ভ্রান্ত ধারণা গুলো কে।বাচ্চা হচ্ছে বাবা-মায়ের মধ্যে ভালবাসা সৃষ্টিকারি একটি পবিত্র বন্ধন।যার মাধ্যমে তারা মায়া এবং ভালোবাসায় সারা জীবন জড়িয়ে থাকে একসাথে।ইমান মিমকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে বলে,
– সোনা আমি ও একমত তোমার সাথে।তারপর মিম মাথায় হাত বুলোতে বুলোতে ঘুম পারিয়ে দেয় মানুষ টাকে।

আড়াই মাস যেন কেটে গেলো চোখের পলকে? মিম নিজের হাতে ইমানের প্রতিটি জিনিস গুছিয়ে রেখেছে ট্রলি ব্যাগে।সাথে আবার দু’টো লিস্ট করে ট্রলি ব্যাগের মধ্যে লাগিয়ে রেখেছে।যাতে ইমানের কোনো অসুবিধে না হয় জিনিস খুঁজে পেতে।

রাত আটটা,
মিম ইমানকে পেট পুরে খাইয়ে দিয়েছে নিজের হাতে।ইমান ও মাংস দিয়ে ভাত মাখিয়ে মিমকে খাইয়ে দিতে দিতে বলে,
– মাএ আড়াই বছর তো? খুব তাড়াতাড়ি ফিরে আসবে তোমার কাছে।তবে আজ আমার একটা আবদার আছে তোমার কাছে।তুমি আমার দেওয়া লাল শাড়ি টা পরে কি একটু সুন্দর করে সাজবে আজ রাতে? মিম খাওয়া শেষ করে উঠে ইমানের দেওয়া লাল শাড়ি টা পরে সুন্দর করে সেজে গিয়ে দাঁড়ায় ইমামের পাশে।ইমান মিমকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বাবু সহ ওকে জড়িয়ে ধরে নিজের বুকে।সারারাত কারো চোখে ঘুম ছিল না এমন কি ছোট্ট মায়ান,সেও চোখ পিটপিট করে তাকিয়ে আছে বাবা মায়ের মুখের দিকে।

সকালে বিদায় বেলায় এনা খান নিজের হাতে পায়েস বানিয়ে ছেলে কে মিষ্টি মুখ করান নিজের হাতে।বাড়ি থেকে বেড় হওয়ার পূর্বে মিম সমস্ত দোয়া-দরুদ পড়ে ইমানের গায়ে ফুঁ দিয়ে বলে,
– সাবধানে থেকো আর আমার চিন্তা একদম করো না।ঠিক আছে? ইমান মৃদু হেসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে।তারপর ছেলের কপালে চুমু খেয়ে বলে,
– মা কে দেখে রেখো বাবা,আমি কিন্তু তোমার ভরসায় মা’কে ছেড়ে যাচ্ছি ঠিক আছে? জানিনা ছোট্ট মায়ান কি বুঝল? শব্দ করে সে হাসতে শুরু করে সাথেসাথে।এয়ারপোর্টে পৌঁছে ইমান দেখে বিহান,রেহান ও ইফরাজ সহ ওদের বত্রিশ জনের টিম দাঁড়িয়ে আছে এয়ারক্রাফটের কাছে।সবার কাছ থেকে বিদায় নিয়ে ইমান মিমের সামনে এসে দেখে,মা ও ছেলে বেশ হাসিমুখে তাকিয়ে আছে তার দিকে।তারপর হঠাৎ ইমান ওর দু’বাহু প্রসারিত করতেই মিম ছেলেকে নিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে ওকে।ইমান মিমের গালে চুমু খেতে খেতে বলে,
– একদম কাঁদবে না।ছেলে কে তো রেখে গেছি তোমার কাছে? বাবু ইমানের বা হাতের অনামিকা আঙুল শক্ত করে চেপে ধরে বুঝিয়ে দিয়েছে।সে থাকতে,তার মাকে নিয়ে ভয় পাওয়া কোনো কারণ নেই বাবার কাছে।ইফরাজ এগিয়ে এসে খুশি কে বলে,
– কাঁদছ কেন তুমি? মিম মেয়ে টা কত ছোটো তোমার থেকে।ও কিন্তু একবারও চোখের জল ফেলেনি।কারণ ও চায় না নিজের স্বামীকে দূরবল করে দিতে।বিহান এগিয়ে এসে ইমানের কাঁধে হাত রেখে বলে,
– ভাই ভাবিকে ছাড়,এনাউন্সমেন্ট হয়ে গেছে এখন আর সময় নেই আমাদের কাছে।শেষ মুহূর্তে ইমান নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মিমের ঠোঁটে।মিম ওর কপালে চুমু খেয়ে বলে,
– আই এম প্রাউড অব ইউ।যাও যাওয়ার সময় হয়ে গেছে।পিছু ডাকা মিমের পছন্দ না,তাই সে যাওয়ার মুখে শত ইচ্ছে করলে ও পিছু ডাকেনি নিজের মনের মানুষ টা কে।ফ্লাইটে বসে ইমান চোখের জল মুছতে মুছতে ইফরাজ ও বিহান কে বলে,
– মেয়ে টা এক মুহূর্তের জন্য দূর্বল হতে দিলো না আমাকে।বিহান হাসতে হাসতে বলে,
– তোর সোনা দিয়ে বাঁধানো কপাল ভাই।আমার তো খুব হিংসে হচ্ছে তোকে দেখে।
– মেয়ে (মিম) টা বড্ড বেশি পাগলি,আমার পাগলি।আমি খুব ভালোবাসি ওকে।মিম বাসায় এসে বাবুকে দুধ খাইয়ে ঘুম পারিয়ে রেখে গিয়ে তাড়াতাড়ি দু’রাকাআত নফল নামাজ পরে নেয় সাথেসাথে।হৃদিকা এহসান আফসোস করতে করতে এনা খান কে বলেন,
– তোমার ছেলের (ইমান) বউ টা কেন আমার ছেলের (ইশান) বউ হলো না ছোটো? আমার খুব হিংসে হচ্ছে তোকে দেখে।মিসেস এনা হাসতে হাসতে বলে,
– আমি আর কি বলবো আপা? কলকাঠি যা নাড়ার আপনি নাড়িয়েছেন বিয়েতে।যাই হোক আমি গিয়ে খাইয়ে দিয়ে আসি মেয়ে (মিম) টাকে।মিম আমতা আমতা করে বলে,
– মা আমি নফল রোজা রেখেছি আজ।প্লিজ বকা দিয়ো না আমাকে।এনা খান মিমের কপালে চুমু খেয়ে বলেন,
– তোকে আর কি বকা দেবো মা? আমার ছেলেটা যেমন,মেয়ে টা ও তেমন জুটেছে।মিম হাসি মুখে তখন মাথা রাখে এনা খানের বুকে।তখন তিনি বেশ আদর করে ঘুম পারিয়ে দেয় মেয়ে টাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here