#তোমাতেই শুরু তোমাতেই শেষ
#পার্টঃ০৭
#writer : #মারশিয়া_জাহান_মেঘ.
আমি শুয়ে শুয়ে ভাবছি কে ছিলো সে? আর কেইবা আমার ফোনে এতো মেসেজ দেয়?আর কে আমার দিকে কেউ খারাপ নজর দিলে তার অবস্থা নাজেহাল করে উফ আর ভাবতেই পারছিনা।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিমিকে কল দিলাম ভার্সিটির নোট গুলো নিয়ে আসতে। নিচে নামতেই আব্বু বললো,মামনি আজকে আমি তোমাকে নিয়ে যাবো। অফিস যাওয়ার সময় তোমাকে না হয় নামিয়ে দিবো।
আমি হেসে বললাম ঠিক আছে আব্বু।
রওশানী :আব্বু আমাকেও নিয়ে যাওনা।
আব্বু:মামনি তোমার স্কুলতো অনেক কাছে তাই ড্রাইভার আংকেল না হয় দিয়ে আসবে। অন্য একদিন আব্বু তোমায় দিয়ে আসবো ওকে?[ রওশানীর গালগুলো টেনে ]
রওশানী হেসে বললো,ওকে আব্বু।
ভার্সিটিতে আব্বু আমাকে নামিয়ে চলে গেলো অফিসে। গিয়ে দেখি কেউ আসেনি আমি একা। তনয়া,মিমি,নীলাশা,ঈশিতা আর সুমাইয়ার অনেক আগেই আমি চলে আসছি।আমি গিয়ে বসলাম ক্যাম্পাসে। হঠাৎ কাঁধে কারো হাত পেয়ে পিছু তাকালাম। তাকিয়ে দেখি একটা ছোট বাচ্চা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। গোলাপ ফুল গুলো আমাকে দিয়েই আমি কিছু বলার আগেই দৌড়ে চলে গেলো। ফুলগুলো আমি দেখতে দেখতে একটা চিরকুট পেলাম।চিরকুট টা খুলে,,
তোমাতেই শুরু
তোমাতেই শেষ।
এইটা লিখা। তার মানে এইটা ওই এস এম এস ওয়ালা।
কিরে রৌদ্রানী তোর হাতে ফুল কে দিলো? আচমকা কারো কন্ঠ শুনে পিছনে তাকালাম তাকিয়ে দেখি আমার সবগুলো বান্ধবী আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। এইরে এখন কি বলি[ মনে মনে ] আমি আমতা আমতা করে বললাম আরে আসার সময় কিনে নিয়ে এসেছি।
তনয়া:কিনে নিয়ে আসছোস নাকি কেউ প্রপোসাল দিসে?[ ভ্রু কুচকে]
মিমি:হো হো এইডাই কে তোকে প্রপোস করসে সত্যি করে বল।
আমি কিছু বলতে যাবো তার আগেই…সুমাইয়া আমার হাত থেকে চিরকুট টা নিয়ে বলে,,দেখিতো এইটা কি…[খুলতে খুলতে]
আমিতো মনে মনে ঘাবড়ে যাচ্ছি।
হঠাৎই কেউ বলে উঠলো এই এইখানে কি হচ্ছে হুম? সবাই একসাথে পিছনে তাকিয়ে দেখলাম রোদ স্যার। আমার চিরকুট আমাকে তাড়াতাড়ি দিয়ে সবাই সহ আমিও চুপসে গেলাম।
এই যে তুমি ভার্সিটিতে আসো কি গোলাপ বিক্রি করার জন্য?নাকি ছেলেদেরকে প্রপোস করার জন্য?[ আমার দিকে তাকিয়ে ]
আমি এখন কি বলবো ভেবে না পেয়ে আগের মতোই বললাম, না মানে স্যার আসার সময় ফুলগুলো অনেক ভালো লেগেছিলো তাই কিনে নিয়ে এসেছি।[মাথা নিচু করে]
স্যার:গোলাপগুলো ব্যাগে রাখো মাইন্ড ইট?
আমি:Yes Sir.
এরপর স্যার চলে গেলো আর আমরা সবাই একসাথে চলে গেলাম ক্লাসে।
আর অন্যদিকে…
কেউ একজন আমার এমন কান্ডে চুপি চুপি মুচকি হাসছে।
চলবে…..