ভালোবেসে মরেছি পর্ব ২

#পর্ব_২
গল্পঃ #ভালোবেসে_মরেছি🍂❣
writer: #Ashura_Akter_Anu
________________
নিজের জায়গায় একদম স্থির হয়ে দাড়িয়ে আছে মিহু। একটু নড়নচড়ন হলেই ও শেষ। একপায়ের ওপর ভর দিয়ে বেন্চের ওপর দাড়িয়ে থাকা কতটা কঠিন তা আজ বুঝতে পারলো মিহু।একটু টু শব্দও করতে পারছে না। যদি কোন কথা বলে সে তাহলেই হাতের ওপর বেতের বারি পরবে। এই ভয়ে আরও চুপসে আছে সে।
.
[আপনারা কিছু না বুঝলে চলুন কিছু সময় আগে ফিরে যাই]
.
“এক্সকিউজ মি”
কথাটি যে বলল তাকে দেখে পিয়াস,তিথি,চৈতি ও বিপুল সবাই দাড়িয়ে যায়। মিহু ওদের কে এভাবে দাড়াতে দেখে বলে,
-তোরা দাড়িয়ে পরলি কেন?বোস না। আর আপনি কে?(ঘাড় ঘুড়িয়ে)
মিহুর সামনে যে দাড়িয়ে আছে সে যেন একটি দুধের সাগরের মধ্যে থেকে উঠে এসেছে।এতোটা ফর্সা কেউ হতে পারে বলে মিহুর যা ভুল ধারনা ছিল আজ তা প্রমান পেল।ছেলেটির গায়ের রং যেমন ফর্সা তেমনই তাকে দেখতে।ছেলেটিকে দেখে মিহু হা করে তাকিয়ে আছে। এরপরই ছেলেটি শান্তভাবে বলে ওঠে,
-সরি।
মিহুর কপালে হালকা ভাজ পরে। তারপর সে কিছুটা অবাক হয়ে ওনাকে প্রশ্ন করে,
-আপনি কে ভাইয়া?আর সরিই বা কাকে বলছেন?
চোখ থেকে সানগ্লাসটি সরিয়ে হালকাভাবে চোখের পলক ফেলে ছেলেটি। চোখের পলক ফেলার এমন বিশেষ প্রক্রিয়া দেখে মিহু হতবাক হয়ে আছে। চোখের পলক কিভাবে ফেলতে হয় তা এই ব্যক্তিটির কাছ থেকেই শিখতে হবে মিহুর। তবে এখন এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ঠোটের কোনে হালকা হাসি গুজে নিয়ে সামনে থাকা ব্যক্তিটির উদ্দেশ্য বলে ওঠে,
-আপনি কি কিছু করেছেন?যে সরি বলছেন?
এবার ছেলেটি চোখ উল্টিয়ে মিহুর চোখের দিকে তাকায়,
-তখন গাড়িটা আমি চালাচ্ছিলাম।আমি বুঝতে পারিনি আপনি কোথা থেকে সামনে চলে এলেন।আপনাকে এ জন্যই সরি বলতে আসা।
মিহু এতক্ষণ মনে মনে চিন্তা করছিল ছেলেটি কি সুন্দর কি ভালো। কিন্তু যখন শুনলো ওকে গাড়ি চাপা দিয়েছিল ইনি তখন মনে মনে করা সব চিন্তা বাদ দিয়ে বলে উঠলো,
-ওহ তাই নাকি?
নিজের চোখ রসগোল্লার মত বড় বড় করে,কোমরে দু হাত রেখে ছেলেটির অনেকটা ক্লোজ গিয়ে মিহু বলে কথাটি। মিহুর এমন আচরনে ছেলেটি হালকা অবাক হওয়ার ভঙ্গিমা করে। তবে মিহুকে এমন দেখে তার হাসিও পায়। হাসিটা মনে মনে কন্ট্রোল করে মিহুকে বলে,
-আমি তখন বুঝতে পারিনি।
-বুঝতে পারনেন নি?তাহলে বুঝতে পারলে তো গাড়িটাি আমার ওপর চালিয়ে দিতেন।(ঠোঁট বাকিয়ে কথাটি বলে)
ওদিকে পিয়াস, তিথি,চৈতি,বিপুল সবাই হা করে দাড়িয়ে আছে। কিছু বলতেও পারছে না। কারন মিহুর যখন রাগ হয় তখন ওকে কেও থামাতে পারে না।
মিহু মাতা চুলকে কি যেন চিন্তা করলো। ছেলেটি মিহুর এমন অবস্থা দেখে রাগ করলেও হালকা বিরক্তি নিয়ে বলে উঠলো,
-আপনাকে আমি সরি বলেছি,এখন সরিটা গ্রহন করা না করা আপনার ব্যাপার। তবে আমি চাই আপনি সরি গ্রহন করুন।একটা মানুষ নিশ্য়ই অকারনে কাউকে আঘাত করতে চাইবে না তাইনা। সো তারাতাড়ি গ্রহন করলে করুন,আমার ক্লাসে যেতে হবে।
মিহু সামান্য কেশে ভ্রু নাচিয়ে বলে,
-ক্লাস?আমরা মনে হয় সবাই ঘাস কাটি তাইনা?আমাদের দেখে মনে হয় না আমরা ক্লাস করি তাইনা?ক্লাস করতে আসছে দেখো। হুহ।
-না না আপনি ভুল ভাবছেন আমি তো..(মিহুর কথায় সামান্য বিচলিত হয়ে)
-আপনি আপনার সরি রাখুন আমি আমার আঘাতটুকু রেখে দেই কেমন?
এটুকু বলে নিজের ফ্রেন্ডদেরকে টেনে নিয়ে ক্যান্টিনের বাইরে চলে আসে সে।ছেলেটি হালকা একটা মুচকি হেসে সানগ্লাসটি আবারও পরে নেয়। এরপর সেখান থেকে বেরিয়ে চলে যায়।
.
লাল জামায় একটা সাদা দাগ হয়ে যাওয়াতে মিহু ওয়াশরুমে চলে যায় দাগটি ধুতে।তবে এমন একটা দাগ লেগেছে যেটা কখনোই উঠবে না দেখে মনে হচ্ছে।তবুও অনেকটা সময় ধরে নিজের জামার দাগ তুলতে ব্যস্ত ছিল মিহু।তাই ওদিকে ক্লাস শুরু হয়ে গেছিল। হালকা হালকা দাগ ওঠার পর ক্লাসরুমের দিকে পা বাড়ায় সে। ক্লাসরুমের দরজার কাছে এসে ঘড়ি দেখে, অলরেডি ২৫ মিনিট দেরি হয়ে গেছে। তাই আর দেরি না করে দরজায় নক করে বলে,
-মে আই কাম ইন স্যার?
টিচার ক্লাস নিচ্ছিল। তবে এমন কথায় ক্লাস থামিয়ে ঘুরে তাকায়। কারন এতো লেইট করে কে আসবে এ সময়। ঘুরে তাকানোর পর দেখে মিহু দারিয়ে আছে।মার্কার ও ডাস্টার হাতে সকালের ওই ছেলেটিকে দেখে মিহু অবাক না হয়ে পারেনা। অতটাও অবাক হয়না এখন সে। কারন এই টিচারের সাথে খারাপ বিহেভ করা হয়েছে, আর এখন সে এখন মিহুকে কি শাস্তি দিতে পারে তা নিয়ে ভাবছে।
-প্লিজ কাম ইন।
টিচার বলে ওঠে। মিহু এটা শুনে খুব খুশি হয়। তাই দেরি না করে রুমে ঢুকে নিজের ফ্রেন্ডদের কাছে একটা সিটে বসতে নেয়। অমনি স্যার বলে,
-ওয়েট ওয়েট। আপনি সিটে বসবেন না। (একটা ডেভিল হাসি দিয়ে)
-মানে?তাহলে কোথায় বসবো স্যার?
-এই বেঞ্চের ওপর এক পা উঠুন, এবং এক পা উচু করে কান ধরে দারিয়ে থাকুন।
স্যারের এমন কথায় মিহুর মুখটা কাঁদো কাঁদো হয়ে যায়।মনে মনে স্যারকে হাজারটা গালি দিয়ে বেঞ্চে উঠে দাড়ায় সে।।।
____এখন____
ওদের সেই স্যারও তখন ক্লাস নিতে শুরু করে। এবারে তিনি স্টেজে গিয়ে ক্লাস না নিয়ে মিহুর সামনে থেকেই দাড়িয়ে লেকচার দিতে শুরু করেন।
এরই মাঝে মিহুর পা নড়তে শুরু করে, এবং দেখা যায় এক পর্যায়ে মিহু পরে যেতে নেয়,তখনি…………
.
.
#চলবে____
……….
হ্যাপি রিডিং☺

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here