যদি দেখা না হতো পর্ব ১৭+১৮

#যদি_দেখা_না_হতো
#পর্ব_১৭ (#Season_02)
#Writer_Tanisha_Esu


তানিশাঃ আপনি তো তখন খান নি,, খাবার দিবো

শুভ্রঃ খিদা নাই (মন খারাপ করে)

তানিশাঃ কি হলো মন খারাপ লাগছে(মনে মনে) কি হয়ছে আপনার

শুভ্রঃ জানতাম এটাই জিজ্ঞেস করবে,,এবার আমিও একটু ঢং করবো(মনে মনে) কিছুনা

তানিশাঃ কি হলো বলো

শুভ্রঃ তুমি কি আমাকে ক্ষমা করেছো।

তানিশাঃ সম্পর্ক আগাতে হলে অবশ্যয় ক্ষমা করতেই হবে

শুভ্রঃ খাবার দাও

তানিশাঃ আজব লোক তো(মনে মনে) আপনি বললেন খাবেননা

শুভ্রঃ ওপপস ভুলেই গেছি খাবো না যাও

তানিশাঃ আজব লোকতো আপনি

শুভ্রঃঃ আমাকে আজব বললে কেন??

তানিশাঃ ওইসব বাদ দেন খাবেন কি না বলেন??

শুভ্রঃ আমাকে খাইয়ে দিলে খাবো

তানিশাঃ আমাকে আগে বললেই তো হয় এতো নেকামোর কি দরকার ছিলো

শুভ্রঃ হি হি (সইতানি হেসে)

তানিশা প্লেটে খাবার মাখিয়ে শুভ্রের মুখে এক লোকমা তুলে দিলো,,শুভ্র খাবার খেতে খেতে হঠাৎ তানিশার হাতে কামড় বসিয়ে দিলো

তানিশাঃ আহহ,,কি করলেন কামড় দিলেন কেনো?

শুভ্র তানিশার রিয়েকশন দেখে হাসতে লাগলো,,,

তানিশাঃ বুঝেছি

শুভ্রঃ কি??

তানিশাঃ আপনারা বাপ বেটা মিলে আমাকে অনেক জ্বালাতন করবেন

শুভ্রঃ হুম অবশ্যয়(চোখ টিপ দিয়ে)

তানিশা রাগে রাগে শুভ্রকে খাইয়ে দিয়ে রুমে চলে আসলো।শুভ্রও পিছু পিছু চলে আসলো।তানিশা মুখে মেকাআপ তুলে চুল বানতে লাগলো আর শুভ্র পায়ের উপর পা তুলে মোবাইল টিপছে।হঠাৎ শুভ্র তানিশাকে টেনে বেডে বসিয়ে দিলো

তানিশাঃ কি করছেন কি??

শুভ্রঃ হিসসস,কোন কথা বলবা না( তানিশার ঠোঁটে হাত দিয়ে)

শুভ্র তানিশার পেটে কান দিয়ে কিছু শোনার চেষ্টা করছে,,হঠাৎ বেবি কিক মারে

শুভ্রঃ বেবি আমাকে কিক মারলো

তানিশাঃ কি??

শুভ্র এই দেখ,,আবার কান দিলো,, বেবি পূণরায় কিক মারলো,, এবার তানিশাও দেখে অবাক হলো,,,শুভ্র এতো খুশি হয়ছে যে খুশিতে পাগলামো করতে লাগলো,,তা দেখে তানিশার মন ভালো হয়ে গেলো

তানিশাঃ তুই ও তোর পাপা কে মিস করেছিলি তাইনা,,দেখ তোর পাপা কি খুশি হয়ছে (মনে মনে)

শুভ্রঃ এই এতো রাত হয়ে গেছে এখন ঘুমাবা চলো

তানিশাকে জোর করে বেডে শুইয়ে দিলো,,আর শুভ্র তানিশার মাথায় বিলি কেটে দিচ্ছে,,, তানিশাও একটা শান্তি ফিল করছে যা হয়তো মুখে প্রকাশ করা যাবেনা,, তানিশা একসময় ঘুমিয়ে পরে।সাবরিনার এতো ফোন আসছে দেখে শুভ্র ব্লক করে দিছে,,কারণ সাবরিনাকে আর দুজনের মাঝে আনতে চায়না।






এইভাবেই আদি আর আয়ুশির বিয়ে এক সপ্তাহ পার হয়ে গেলো,,,আয়ুশি একটা দিনও মিস নেই তানিশার সাথে কথা বলেনি।এদিকে আদি,,শুভ্র ও আরিয়ানের ভালো বন্ধুত্ব হয়ে গেছে,,,,শুভ্র তানিশাকে এতো টেক কেয়ার করে যে,,, এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের বিষয়।এমনি রান্না ও পারতো না ইউটিউব থেকে শিখেছে শুধু তানিশাকে কিছু করতে দিবেনা।

আরিয়ান,, শুভ্র আর আদি ঠিক করলো পিকনিক করবে কাছেই একটা প্লেসে,,,আদি সব এরেন্জমেন্ট করে রেখেছে।তানিশা আদি,,শুভ্র আয়ুশি পৌছে গেলেও আরিয়ান আর মেহেন্তা এখনো পৌছাইনি।।

তানিশাঃ কি হলো ওরা এখনো পৌছালো না কেন??

শুভ্রঃ আরিয়ান মেহেন্তাকে আনবে তারপর আসবে বুঝলা

আয়ুশিঃ ওরা কি জানেনা আজ একটা স্পেশাল দিন??

আদিঃ হুম চলে আসবে আর কিছুক্ষণের অপেক্ষা

আরিয়ানঃ চলে এসেছি আর চিন্তা নেই

সবাই আরিয়ান আর মেহেন্তার দিকে তাকালো,,মেহেন্তা গিয়ে তানিশাকে জড়িয়ে কাঁদতে লাগলো,,

তানিশাঃ আপু তুমি কাঁদছো কেনো??

মেহেন্তাঃ আমি আরিয়ানের কাছে সব শুনেছি,,কতো চিন্তায় ছিলাম জানিস আমাদের কাউকে তো ফোন করতে পারতিস

তানিশাঃ কিছু সময় দূরে যাওয়া লাভজনক,, সম্পর্কের আসল মূল্যটা বোঝার জন্য,,আর চোখ মুছো একদম কান্না করবা না

আয়ুশিঃ হুম আর কান্না করো না তো,,আমরা আয়োজন শুরু করি তাহলে

তানিশাঃ হুম অবশ্যয়,,চলো সবাই

সবাই একসাথেঃ নাহহহ

তানিশা যেনো বোকা বোনে গেলো এমন চিৎকারে,,,

আয়ুশিঃ তুই কোনো রকম কাজ করবিনা

মেহেন্তাঃ তুই কি ভুলে গেছিস,,তুই প্রেগনেন্ট একটা দূর্ঘটনা সারাজীবনের আফসোস বুঝলি

তানিশাঃ তাহলে কি আমি আরামে বসে থাকবো

শুভ্রঃ হুম,,তোমার কাজগুলো আমি করে দিবো

আদিঃ হুম,, শুভ্র ভাইয়া তো নতুন রান্না শিখেছে আমরাও চাই ভাইয়ার রান্না খেতে

আরিয়ানঃ মুখে দেওয়া যাবেতো খাবার

শুভ্রঃ কি বললি তুই (রেগে)

সবাই হাসাহাসি শুরু করে দিলো,,, শুভ্র এবার জেদ করে বললো,,,

শুভ্রঃ আমি রান্না করবো আর বাকিরা রান্না করার জিনিস জোগাড় করবে

আয়ুশিঃ ওকে বাট আইটেম কি তা তানিশা বলবে

তানিশাঃ আমি কেনো??

আয়ুশিঃ তোর যা খেতে ইচ্ছে করবে তাই হবে,,কারণ মুখে রুচি না হলে তোর কিছু খেতে ভালো লাগবেনা

আদিঃ এবার বলো কি কি খাবে তুমি

তানিশাঃ গরুর মাংস ভোনা,,পোলাও,,স্যালেট,,ডাল ঘন করে রান্না,,টক জাতীয় কোন কিছু

শুভ্রঃ তুমি কি রেষ্টুরেন্ট পাইছো

তানিশাঃ আমি তো এখনো বলাই শুরু করিনি

শুভ্র কিছুটা অবাক হলো,,এতোগুলো আইটেমের নাম বলেও বলে বলা শুরু করেনি

আদিঃ ভাইয়া তোমার বউয়ের জন্য এগুলো রান্না করতে পারবেনা,,,আর সবগুলোই হেব্বি টেষ্ট জাতীয় খাবার

শুভ্রঃ ওকে আমি রান্না করবো নো পবলেম

সব রান্না কাজ শুরু করা হয়,,,আয়ুশি আর মেহেন্তা বাটনা বাটা আর কাটাকাটি করে। অন্যদিকে আদি,, আরিয়ান যেখানে রান্না করবে সেটার ব্যবস্তা করে।তানিশা এক বয়ম আচার নিয়ে খেতে লাগছে,,,

শুভ্রঃ এই তুমি এতোগুলো আচার নিয়ে বসেছো এগুলো খেলে খাবার খাবে কেমনে

তানিশাঃ তুমি যা রান্না করবে ভালো না হলে তখন এগুলোই খেয়ে পেট ভরাতে হবে

শুভ্রঃ এইভাবে অপমান আমি ভালো রান্না করে দেখিয়ে দিব,,,

শুভ্র রাগে ফুসতে ফুসতে কাজে চলে যায় আর তানিশা শুভ্রের কান্ড দেখে হাসতে থাকে,,,,

অন্যদিকে,,,,

সাবরিনা নিজের বাড়ির সব জিনিস পএ ভাঙতে থাকে,,কেউ ঠেকাতে পারছেনা।এমন সময় সাবরিনার বাবা চলে আসে,,

সাবরিনার বাবাঃ কি করছিস সাবু,, কুল কি হয়ছে (শক্ত করে হাত ধরে)

সাবরিনাঃ ছাড়ো আমাকে,,,আমার রাগ প্রচন্ড হয়ে আছে

সাবরিনার বাবাঃ আচ্ছা আগে বল কি হয়েছে

সাবরিনাঃ ওই শুভ্র আমাকে ব্লক করে দিছে ওর এতো বড় সাহস হয় কি করে,,,আমাকে তুমি যেতেও দিচ্ছো না।

সাবরিনার বাবাঃ কি ওই শুভ্র তোকে ব্লক করে দিছে,,,আচ্ছা মা যা তুই তবুও একটু শান্ত হ।কালকেই রওনা দে

সাবরিনাঃ কালকে মানে আজকেই যাব,,ব্যবস্তা করো তুমি আমি কিছু শুনতে চায়না

এই বলে গট গট করে সাবরিনা চলে গেলো রুম থেকে,,,

সাবরিনার বাবাঃ তুই হয়তো জানিস না মা একটা ভালোবাসার বন্ধন এতোটাই অটুট থাকে,, তুই হাজার বার জন্ম নিলেও ভাঙতে পারবিনা।এবার হয়তো তোকে আমি হারাবো,,,আমার কোনো কথা তুই শুনিস না।আজ তোর মা বেঁচে থাকলে হয়তো তুই একটু শাসনে থাকতিস আমি তোকে মানুষ করতে পারিনি(মনে মনে)





——————-
শুভ্র সেই একের পর এক আইটেম রান্না করে যাচ্ছে,, কারোর সাথে কথা বলছে না সম্পূর্ণ ফোকাস রান্নার দিকে,,,

আয়ুশিঃ আহহ গন্ধ কি সুন্দর বের হয়ছে

আরিয়ানঃ হুম তাই তো,,ভাবি শুভ্র তো তোমাকে হারিয়ে দিবে

তানিশাঃ জানি তো,,রান্না যাতে তারাতারি হয় শুভ্র অলসতা না করে তাই খেপালাম

সবাই হো হো করে হাসতে থাকে,,,হাসির শব্দ পেয়ে শুভ্র আরও রেগে যায়,,

মেহেন্তাঃ তুই পারিস ও বটে,,শুভ্রকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিস

তানিশাঃ এতো কেবল শুরু বুড়ি হয়েও ওর ঘাড়ে চেপে বসে থাকবো হুহহ

আয়ুশিঃ শুধু তুই কেনো নেক্সট টাইম তো আদিকে রান্না করতে হবে

আদিঃ তুমি আবার আমার পিছে পরলে কেনো??

আয়ুশিঃ তুমি চুপ থাকো,,আমার হাসবেন্ড হয়ছো কতো কিছু করতে হবে

আদিঃ আচ্ছা আচ্ছা বাদ দাও।বাই দি ওয়ে তানিশা আমরা গ্রাম থেকে ঘুরে আসলে কেমন হয়

তানিশাঃ আমিও চাই,, ডেলিভারি হওয়ার আগে পরিবারের কাছে যেতে চাই,, যদি কিছু হয়ে যায় তখন কি হবে

মেহেন্তাঃ একদম চুপ এক থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে,,শুধু আজে বাজে চিন্তা

আয়ুশিঃ তুই আসলেই এক পিচ,,আনন্দে সব মাটি করিয়ে দিবি বুঝেছি

তানিশাঃ ওকে সরি,,,,আর একজনকে কষিয়ে থাপ্পড় মারবো

আরিয়ানঃ কাকে ভাবি

তানিশাঃ আকাশকে

আয়ুশিঃ যা ইচ্ছে,, আই ডোন্ট কেয়ার

আদিঃ আকাশের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি,,ও যদি আয়ুশিকে ধোকা না দিতো তাহলে আমি আয়ুশিকে পেতাম না

মেহেন্তাঃ আকাশের তো দ্বিতীয় বিয়েও টিকলো না,,,বাচ্চা সহ বাদ দিয়ে দিছে,,আবার মাদকে ধরা পরেছে

তানিশাঃ আরও কতো কিছু হবে, অন্যের ক্ষতি করে কখনো কেউ ভালো থাকেনা।বাদ দাও,,,এই দেখ তো রান্না কতো দূর আমার খুব খিদে লাগছে

শুভ্রঃ রান্না সব রেডি,,তোমরা পরিবেশন করো

আরিয়ানঃ এতো ফাস্ট

শুভ্রঃ হুম

সবাই গোল করে বসলে আর মাঝখানে খাবার গুলো রাখলো,,সবাই এক লোকমা খাওয়ার পর,,

আয়ুশিঃ ভাইয়া আপনি এতো ভালো রান্না করতে পারেন আগে জানতাম না

আরিয়ানঃ আমি তো মনে করেছিলাম খাবার মুখেই দেওয়া যাবেনা,,

মেহেন্তাঃ সত্যিই অনেক টেষ্ট

শুভ্রঃ বলেছিলাম না আমি রান্না খুব ভালো পারি (ভাব নিয়ে)

তানিশা একটা ভেংচি দিয়ে খেতে থাকে,,

খাবার শেষে সবাই রেষ্ট করতে থাকে,,,,,, ,,,,,

আদিঃ আসলেই জায়গাটা অনেক সুন্দর

আরিয়ানঃ আমি এখানের আইডিয়া দিছিলাম

মেহেন্তাঃ হুম তো

আরিয়ানঃ কিছুনা (চোখ ছোট ছোট করে)

সাবরিনাঃ বাহহহ,,সবাই দেখছি আনন্দ মুডেই আছো,,আর শুভ্র তানিশাকে পেয়ে আমার কন্ট্রাক পেপারের কথাগুলো ভুলে গেছো

সবাই সাবরিনাকে দেখে অবাক,,কেউই আশা করিনি সাবরিনাকে,,,

শুভ্রঃ আপনি এখানে

সাবরিনাঃ কেনো আনন্দ কে মাটি করে দিলাম,,আরে তানিশা তুমি প্রেগনেন্ট তো এ বাচ্চার বাবা কে

শুভ্রঃ সাবরিনা আপনি কিন্তু লিমিট ক্রস করছেন

সাবরিনাঃ আমি লিমিট ক্রস করছি ওয়েট

এই বলে সাবরিনা ব্যাগ থেকে বন্ধুক বের করে তানিশার দিকে তাক করলো

আয়ুশিঃ সাবরিনা এটা কিন্তু ভালো হচ্ছে না

শুভ্রঃ তানিশার কিছু হলে তুমিও কিন্তু বাঁচতে পারবেনা

সাবরিনাঃ অনেক হয়ছে নাটক,, এই তানিশাকে শেষ করে আমি আজ দম নিবো।।।

হঠাৎ বন্ধুক থেকে একটা গুলি বের হয়ে লাগে মাথায়








“#যদি_দেখা_না_হতো
#পর্ব_১৮ (#Season_02)
#Writer_Tanisha_Esu


হঠাৎ বন্ধুক থেকে একটা গুলি লাগে মাথায় আর লুটিয়ে পরে মাটিতে সাবরিনা,,,

সবাই ভয় পেয়ে যায় গুলির শব্দে,,সামনে তাকিয়ে দেখে কাব্য

মেহেন্তাঃ কা,,,কাব্য (অবাক হয়ে)

হাতে বন্দুক নিয়ে দাড়িয়ে আছে,, মুখে অতিরিক্ত রাগের ছাপ,, দাড়িগুলো বেশ বড় হয়ে গেছে

কাব্যঃ কতো বড় সাহস মেয়েটার আমার তানিশাকে মারতে চাচ্ছিলো,,,তানিশা তানিশা তুমি ঠিক আছো তো( পাগলামি করে)

মেহেন্তাঃ তুমি এখানে কেন???

কাব্যঃ আমার বাচ্চা কোথায় বলো,,,আমার বাচ্চা আর তানিশাকে নিয়ে অনেক দূরে চলে যাব( মেহেন্তার উদ্দেশ্যে)

মেহেন্তাঃ Are You sick,, Kabbo??

কাব্যঃ চলো তানিশা আমরা চলে যায় (তানিশার হাত ধরে)

তানিশাঃ ছাড়ুন আমাকে

শুভ্রঃ তানিশার গায়ে হাত দিবি না একদম

কাব্যঃ আমার আর তানিশার মধ্যে যে আসবে সেই মরবে

শুভ্রঃ ছাড় তানিশাকে

কাব্যঃ ওকে তাহলে তুই ই মর

কাব্য শুভ্রের দিকে বন্ধুকটা তাক করে,,যেই গুলি করতে যাবে তখনই পেছন থেকে আরেকটা গুলি এসে কাব্যের বুকে লাগে।পুলিশেরা গুলি করে কাব্যকে

আসলে কাব্য জেল থেকে পালিয়ে আসছিলো,,,তানিশাকে নিয়ে চলে যাওয়ার জন্য।এই কয়েক মাসে পুরো পাগল হয়ে গেছিলো কাব্য,,এইটাই নাম জপছিলো তানিশা তুমি আমার,,আমি সবাইকে মেরে দিবো।

অফিসারঃ আপনারা ঠিক আছেন তো?? আর এই মেয়েটা কে??

শুভ্রঃ মেয়েটির নাম সাবরিনা,,,সে আমার ওয়াইফ তানিশাকে মারতে চাইছিলো পেছন থেকে কাব্য মেয়েটিকে গুলি করে।

এতো রক্তারক্তি দেখে তানিশা হঠাৎ অসুস্থ হয়ে পরে,,,শুভ্র সব মিটাতে থাকে,,,আর বাকিরা তানিশাকে নিয়ে বাড়িতে চলে আসে।শুভ্র থানায় গিয়ে সাবরিনার বিরুদ্ধে সব প্রমাণ দিয়ে বাড়িতে ফিরে,,

শুভ্রঃ তানিশা কেমন আছে এখন

আয়ুশিঃ ডাক্তার ওকে একটা ঘুমের ইনজেকশন দিছে,,,আর ওর প্রতি বিশেষ খেয়াল নিতে বললো কারণ আর মাএ ১৫ দিন পর ডেলিভারি

শুভ্রঃ তোমরা কি আজ চলে যাবে

আরিয়ানঃ এখন যাওয়া পসিবল না

শুভ্রঃ আমিও চায়না তোমরা যাও,,আর তানিশা একটু সুস্থ হলে গ্রামে নিয়ে যাব,, তোমরাও তো যাবে তাইনা

আদিঃ আচ্ছা আমরাও যাব তার আগে তানিশাকে সুস্থ করা জরুরি

শুভ্রঃ হুম

শুভ্র রুমে এসে দেখে তানিশা নিষ্পাপ বাচ্চার মতো ঘুমাচ্ছে,, এই মেয়েটার নাকি আর কয়েকটা দিন পর বেবি হবে ভাবতেই মুচকি হাসলো শুভ্র।তানিশার পাশে বসে চুলে বিলি কেটে দিতে লাগলো এমন সময় তানিশার ঘুম ভেঙ্গে যায়

তানিশাঃ শুভ্র,, (কান্না করতে করতে)

শুভ্রঃ কি হয়ছে পাগলি কাঁদছো কেনো??

তানিশাঃ তুমি ঠিক আছো তো

শুভ্রঃ এই দেখো আমি একদম ঠিক আছি,,,তুমি মেডিসিন গুলো খেয়ে নাও তো

তানিশাঃ আমি যদি মরে যায় আমার বাচ্চার খেয়াল রেখো

শুভ্রঃ মরবা মানে তুমি বলেছিলেনা আমরা দুজনে বুড়ো-বুড়ি হয়ে আকাশের চাঁদ দেখবো,,এইসব আজেবাজে চিন্তা মাথা থেকে বের করে দাও তো,,এই নাও মেডিসিন লক্ষ্ণি মেয়ের মতো খেয়ে নাও

তানিশাও আর কথা না বলে মেডিসিন খেয়ে নেয়।

শুভ্রঃ তুমি এখন কেমন ফিল করছো

তানিশাঃ ভালো

শুভ্রঃ কালকে কি গ্রামে যেতে পারবা

তানিশাঃ হুম

শুভ্রঃ তুমি একটু রেষ্ট নাও আমি ওদের বলে আসি

তানিশাঃ আচ্ছা

শুভ্র গিয়ে ওদের বলতে লাগলো,,, তানিশা বসে বসে সেই অতীত থেকে সব ভাবতে থাকে,,কতো বাধাই না আসলো তানিশা আর শুভ্রের জীবনে। কিন্তু কিছু বিপদ,,কিছু কষ্টের জন্য আজ দুজনে একএে হতে পেরেছে এখন কেউ চাইলেও তাদের আলাদা করতে পারবেনা।

এসব ভাবতে ভাবতে বসা অবস্থায় ঘুমিয়ে পরেছে,,শুভ্র এসে তানিশাকে ঠিক করে শুইয়ে দিলো।ওইদিকে,, আয়ুশি আর মেহেন্তা ঘুমাইছে একরুমে আর অন্য রুমে আদি আর আরিয়ান।আদির কিছুতেই ঘুম হচ্ছে না তাই আয়ুশিকে মেসেজ করে জ্বালিয়েই যাচ্ছে

সকালে,,,,

শুভ্র সব আগে থেকেই গুছিয়ে রেখে তানিশাকে রেডি করে সবাই মিলে বেড়িয়ে পরলো,,,তানিশা বাসে কম্ফোর্ট নয় বলে ট্রেনে যাচ্ছে

আদি আয়ুশি একসাথে,,আয়ুশি আদির কাধে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে রাতে ঘুমাতে পারেনি বলে,,,আরিয়ান আর মেহেন্তা তার সামনে বসা দুজন একে অপরের সাথে কথা বলছে।আর তার পাশে শুভ্র আর তানিশা,,তানিশা সব আচারের বয়ম ট্রেনেই শেষ করে ফেলবে এমন অবস্থা

শুভ্রঃ এতো আচার খাচ্ছো বলেই হেলডি কিছু খেতে পারোনা,,,এইগুলো রাখো(বয়ম গুলো নিয়ে)

আপেল আঙ্গুর,,কমলা হাতে দিয়ে বলে এগুলো খাও,,তানিশা একটা ভেংচি কেটে
রাগে রাগে খেতে থাকে

অবশেষ পৌছে,,,,

নিজের এলাকায় এসেই প্রাণ জুড়িয়ে গেলো তানিশার,,,বাড়িতে এসেই রেষ্ট নিতে না নিতেই তানিশার পরিবার আর শশুড় বাড়ির লোকজন এসে জুড়ে বসলো।

তানিশার মাঃ এই তুই কই ছিলি,,কতো ফোন দিছি খুঁজেছি একবারও পায়নি।আমাদের কথা একবারও ভাবলি না( কান্না করতে করতে)

শুভ্র এসে সবাইকে থামালো যাতে তানিশার উপর কোন প্রেশার না পরে,,এমনি বেচারির এই অবস্থা আবার এতো জিজ্ঞেসা তানিশারও সহ্য হচ্ছিল না।।।

শুভ্র তানিশাকে রেষ্ট নেওয়ার জন্য নিজের রুমে নিয়ে আসে,,

শুভ্রঃ তুমি রেষ্ট নাও আমি খাবার আনছি

তানিশাঃ খাব না আমি

শুভ্রঃ আমি কোন কথা শুনবো না খেতেই হবে আর বাড়ির সবাইকে আমি বুঝাচ্ছি তুমি চিন্তা করো না

আয়ুশি মেহেন্তা আদি,,আরিয়ান মিলে অলরেডি সবাইকে বুঝিয়ে দিছে,,সবাই এখন নিশ্চিন্ত হলেও তানিশার মা কিছুতেই শান্ত হতে পারছে না

তানিশা মাঃ বাবা তুমি কি তানিশার খাবার দিচ্ছো

শুভ্রঃ জ্বী, মা

তানিশার মাঃ আমি ওকে খাইয়ে দি

শুভ্রঃ হুম অবশ্যয়,,এই নিন

তানিশার মা খাবার নিয়ে রুমে চলে আসে তানিশা ওর মাকে দেখে উঠে বসে,,,

তানিশার মাঃ এ কি অবস্থা করেছিস মা,,তোর বাবা দেখেছিস কি অবস্থা তোর টেনশনে

তানিশা মাথা নিচু করে রইলো এমন সময় তানিশার বাবাও রুমে চলে আসলো,,

তানিশার মাঃ এই নে মা একটু খেয়ে নে

তানিশাও বাধ্য মেয়ের মতো খেতে লাগলো তানিশার আব্বু তার মেয়ের এমন অবস্থা দেখে কাঁদতে লাগলো,,পুরুষ তো সহজে কাঁদে না তাও সে যদি হয় একজন বাবা

তানিশাঃ আব্বু তুমি কাঁদছো কেনো

আব্বুঃ তোর এই অবস্থা আমি দেখতে পারছিনা মা,,আজ তুই যদি আমার কাছে থাকতিস তাহলে এমন অবস্থা হতো না,,কি করেছিস আয়নায় দেখেছিস( চোখ মুছে)

তানিশাঃ আমি তো এখন ঠিক আছি আব্বু প্লিজ কান্না করোনা তাহলে আমিও কান্না করে দিব( বাচ্চাদের মতো করে)

তানিশার এমন কথা এবার তানিশার আব্বু একটু হাসলো,,,

আব্বুঃ বুঝলে তানিশার মা আমাদের তানিশা সেই আগের মতোই আছে

আম্মুঃ হুম তাই তো দেখছি

আব্বুঃ শোন মা যখন যা খেতে মন বলবে তখন আমাকে বলবি আর ডেলিভারি কবে মা

তানিশাঃ আর ১৫ দিন পর

এইভাবেই তারা কথা বলতে লাগলো শুভ্র আড়ালে সব শুনলো,, শুভ্রের চোখেও আজ পানি টলমল করছে

দুদিন পর,,

তানিশার পরিবারের সবাই একসাথে বসেছে তানিশার কথা মতো,,,

তানিশাঃ বড় চাচ্চু

বড় চাচ্চুঃ হ্যাঁ মা বল

তানিশাঃ আমি চায় তুমি মেহেন্তা আপুর বিয়ে ঠিক করো

বড় চাচ্চুঃ কথা তো খারাপ বলিসনি,,তো পাএ খুঁজতে হবে

তানিশাঃ পাএ রেডিই আছে

বড় চাচ্চুঃ কে সে??

তানিশাঃ শুভ্রের মামাতো ভাই আরিয়ান,,আর ও মেহেন্তার আপুর সম্পর্কে সব জেনে ভালোবাসে ইভেন মেহেন্তা আপুও আরিয়ান ভাইয়াকে ভালোবাসে

মেহেন্তা এবার মাথা নিচু করে আছে,,মেহেন্তা আপু কাউকে কিছু বলিনি শুধু পাষ্টের কারণে

বড় চাচ্চুঃ সবাই যখন রাজি আমরাই বা বাদ থাকি কেনো? বাট আমার একটা সর্ত আছে

তানিশাঃ কি চাচ্চু

বড় চাচ্চুঃ বিয়েটায় পারিবারিক যা আয়োজন হবে বাইরের লোক আসবে না

আরিয়ানঃ আমার কোন আপত্তি নেই

তানিশাঃ যাক সবাই যখন রাজি তাহলে কেনাকাটা শুরু করা যাক

বড় চাচ্চুঃ তোরা কেনাকাটা করবি কারণ,, তোদের পছন্দ অনেক ভালো

পরের দিন,,

ছয়জনে মার্কেটে গেলো,,তানিশাকে আনতে চাইছিলো না বাট তানিশার যে জেদ কেউ আটকাতেও পারলো না,,

সবাই সবার মতো চয়েজ করছে,,শুভ্র তার বেবি আর বেবির মায়ের জন্য অনেক জিনিস কিনেছে,,,মেহেন্তার একটা বেনারসি কিনলো,,,,আয়ুশি সবার থেকে চয়েজ করতে করতে কিছুটা দূরুত্বে চলে এসেছে এমন সময় আয়ুশি নাম ধরে কেউ ডাকলো,,তখন আয়ুশি পেছনে ঘুরে দেখে আকাশ দাড়িয়ে আছে

আকাশঃ আমি জানি আমি ভুল করেছিলাম তাই বলে এতো বড় শাস্তি দিলে আমাকে??

আয়ুশিঃ নিশ্চুপ

আকাশঃ আমাকে ক্ষমা করে দাও আয়ুশি চলো আমরা নতুন করে সব শুরু করি

আয়ুশিঃ আদি এখানে একটু শোন( চিল্লিয়ে)

আয়ুশির চিল্লানো শুনে আদিসহ সবাই চলে আসে,,

আয়ুশিঃ My husband Adi,,,আর তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিছি

আকাশ যেন আয়ুশির কথা বিশ্বাস করতেই পারছেনা কারণ,, এর আগে আকাশ যা বলেছে তাই শুনেছে আয়ুশি,,আকাশ জানতো আয়ুশি তাকে অনেক ভালোবাসতো,তাকে ছাড়া কোথাও যাবেনা বাট হয়তো ভুলটা বুঝতে পেরেছে।

আয়ুশিঃ তোমার নাকি সংসার টিকছে না,,একটা কথা মনে রেখো কাউকে এতোটাও কষ্ট দিওনা যে সে বদলে যায় বা ডিভোর্সের কথা ভাবে।তাই এতোটুকুই বলবো নেক্সট টাইম কাউকে বিয়ে করলে এট লিষ্ট তাকে বুঝার চেষ্টা কইরো, যেমনঃ আবির নিতির সংসার এখনো টিকে আছে,, শুভ কামনা রইলো

এই বলে আয়ুশি আদির হাত ধরে ওর সামনে থেকে চলে গেলো আমরাও চলে আসলাম।

দুদিন পরেই মেহেন্তা আর আরিয়ানের বিয়ে হয়ে গেলো চাচ্চুর কথা অনুযায়ী,, প্রকৃত সুখ ঠিকি আসে যদি ধৈর্য ধারণ করা যায়।প্রতিটি সম্পর্ক ভাঙার আগে দুজন দুজনকে একমাসের জন্য টাইম দেওয়া উচিত হয়তো এই এসমাসে দুজন দুজনকে বুঝে নিলো তাহলে ডিভোর্সের আর কি দরকার হলো






১৫ দিন হওয়ার দুইদিন আগে হঠাৎ তানিশার অনেক পেইন ওঠে,,শুভ্রের ভয়টা চুড়ান্তে পৌছে যায়….

তানিশাকে তাড়াতাড়ি হসপিটালে সিফট করানো হয়,,,তানিশার অবস্থা খুব সিরিয়াস হয়ে পরে,,,ডাক্তার বেশ কিছুক্ষণ পরে এসে বলে,,

ডাক্তারঃ মি. শুভ্র কে??

শুভ্রঃ জ্বী আমি

ডাক্তারঃ আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ,,খুব রিস্ক ডেলিভারি করাটা,,যে কোন একজনকে বাঁচাতে হবে,,আর ব্লাড শর্ট,, আপনি কাকে বাঁচাতে চান

শুভ্রের বুকে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে,,নিজের সন্তান আর বউয়ের মধ্যে যেকোন একজনকে বাঁচানোর কথা আসলেই একজন বাবার কাছে একটা বিশাল প্রশ্ন,,শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে বলে,,

শুভ্রঃ আমি আমার ওয়াইফকে বাঁচাতে চায়

ডাক্তারঃ কিন্তু আপনার ওয়াইফ বাচ্চাকে বাঁচাতে চায়

শুভ্রঃ আমি কি ওর সাথে কথা বলতে পারি এখন

ডাক্তারঃ দ্রুত,, সময় কিন্তু কম

শুভ্র দৌড়ে তানিশার ওটিতে গেলো,,












চলবে….

(বানান ভুল হলে মাফ করবেন)



চলবে…3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here