শত ডানার প্রজাপতি পর্ব -১২+১৩

#শত_ ডানার_ প্রজাপতি

#urme prema (sajiana monir )

পার্ট : ১২

গেটের সামনে মহিলা পুরুষ বাচ্চা ও কাজের লোক সহ পঁচিশ- ত্রিশ জন দাড়ানো । সবার মাঝে একজন বয়স্ক সুন্দরী মহিলা দাড়ানো । আমি হা হয়ে দেখছি । আমরা কোথায় এসেছি । এরা কারা কোন টাই আমার জানা নেই ।হ্ঠাই অগ্নি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন ,

– “আমরা নানু বাড়িতে পৌছিয়ে গেছি । বাহিরে নানু সহ পুরো পরিবার দাড়িয়ে আছেন । ”

উনার কথায় আমার মাথার টনকনড়া দেয় । যদি আমার অনুমান ভুল না হয় ! তার মানে উনারা অগ্নির মামা মামী আর কাজিন আর মাঝের সুন্দরী বৃদ্ধা মহিলাটি হলো উনার নানীজান ।
আমি কাচুমচু হয়ে হয়ে গাড়ি থেকে নামি । আমি গাড়ী থেকে নামার আগেই ভাইয়া আপু আর অগ্নি নেমে গেছে । আমি সবার পিছনে দাড়িয়ে । প্রচন্ড রকম নার্ভাস । বৃদ্ধা মহিলাটা অগ্নিকে জরিয়ে ধরে কান্না জড়িত গলায় বললেন,

– “এতদিনে মনে পড়লো নানীর কথা? আমাকে তো একদম ভুলে গিয়েছিস? না ফোন দিস না কোনো খবর নিস ? ”

অগ্নি আদুরে গলায় বললেন,

– “ওহহ ,নানুজান ! তুমি তো জানোই আমি কত ব্যস্ত থাকি । তাই আর কি …”

উনি অগ্নির কথা শেষ করে দিলেন না তার আগেই বললেন ,

– “হয়েছে আর বলতে হবে না । বুঝি বুঝি সবই বুঝি এখন যে ঘরে বউ এসেছে তাই নানীর কথা মনে পরে না !
তোর বউ কই দেখি তারে একবার । যার জন্য তুই আমারে ভুইলা গেছোস ? ”

এতসময় উনাদের কথাবার্তায় আমার কাছে এটা স্পষ্ট যে উনিই নানুজান । আমার আনুমানিক একদম ঠি ক ছিলো । উনিই নানুজান । আমি একপা দুপা করে নানুজানের সামনে দাড়াই । অগ্নি দিকে আড়চোখে তাকিয়ে দেখি মিটমিট করে হাসছে। আমি নানুজান কে সালাম দিয়ে আবার মাথা নিচু করে ফেলি । নানুজান আমার থুতনি তে হাত রেখে মাথা তুলে মিষ্টি স্বরে বললেন ,

– “বাহ্ ! ভারী মিষ্টি ঠিক যেন চাঁদের টুকরা । এই মমের পুতুলকে কোথা থেকে খুঁজে এনেছিস নানুভাই ? ”

অগ্নি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন ,

– “চাঁদের টুকরো কে চাঁদের দেশ থেকে নিয়ে এসেছি নানুজান । কিন্তু যাই বলো তোমার থেকে বেশি সুন্দরী নয় । ”

– “হয়েছে আমার মন রাখতে আর মিথ্যা বলতে হবে না । তোর বউ আমার থেকে বেশি সুন্দরী একদম হুরপরী । ”

নানুজান আমার মাথায় হাত রেখে বললেন ,

– “নাম কি তোর দিদিভাই ? ”

আমি মৃদু স্বরে উত্তর দেই ,

– “জি নানুজান আমার নাম হুর । হামিয়া হুর । ”

– “বা্হ খুব সুন্দর নাম । কে দিয়েছে এই নাম ? ”

– “জি নানুজান বড় মামা ”

নার্ভাসনেসে আমার হাত পা ঘামছে । নানু আমাকে হাল্কা ভাবে জড়িয়ে ধরে বললেন ,

– “আরে দিদিভাই নার্ভাস হচ্ছিস কেন ? আমরা কি তোর দূরের কেউ নাকি ! রিলেক্স”

পিছন থেকেই একজন মধ্যবয়স্ক মহিলা বললেন,

– “মা সব কথা কি বাহিরেই শেষ করবেন । বাচ্চারা কতটা পথ অতিক্রম করে এসেছে । কতটা টায়ার্ড ! ”

নানু বললেন,
– “ঠিক বলেছো বউমা । আমি এক্সাইডমেন্টে খেয়ালই করিনি । ”

আমরা ভিতরে চলে যাই । ড্রইংরুমে বসতেই সবাই আমাদের ঘিরে বসে । উনাদের বিরাট বড় পরিবার । অগ্নির তিন মামা মামী দুই খালা খালু । আর উনাদের সন্তান সব মিলিয়ে আটাশ জনের পরিবার । সকলেই উপস্থিত । আমাকে আর হিয়া আপুকে সবার মাঝে বসিয়েছে । আমরা দুজনই নতুন বউ । আমাদের এটা ঐটা বিভিন্ন প্রশ্ন করছে । আমি আর আপু বাধ্য মেয়ের মত সবার প্রশ্নের জবাব দিচ্ছি ।সবার সাথে পরিচয় হচ্ছি । সবাই বেশ ভালো আর ফ্রিমাইন্ডেড । কিন্তু ছোট মামী আর উনার মেয়ে আভরিন একটু অন্যরকম উনার বোধয় আমাকে খুব একটা ভালো লাগেনি । কেমন জানো ঝাঁঝালো কথা রাগী দৃষ্টি সব মিলিয়ে একটু না পুরোটাই অন্যরকম । আমি তাতে তেমন ধ্যান দেই না । সবার সাথে আড্ডায় মগ্ন হয়ে যাই ।

___________________________

রুমে ডুকতেই বিছানায় গা এলিয়ে দেই । খুব ক্লান্ত পুরো শরীর চিনচিনিয়ে ব্যথা করছে । আমি বিছানায় গা এলিয়েই পুরো রুমে চোখ বুলাই । পুরো রুম বিভিন্ন রাজকীয় জিনিসে সাজানো ।দেখলে মনে হয় কোন রাজপ্রসাদে আছি । সবকিছুর সাজসজ্জা একদম অন্যরকম সৌন্দর্যে ভরপুর । আমি চোখজোড়া বুজে ফেলি । চোখে ঘুম ভর করছে । লেগে আসছে । এমন সময়ই খটখট আওয়াজে আমার ঘুমে বুজে আসা চোখ গুলো খুলে যায় । আমি আদো আদো চোখে সামনে তাকাই । অগ্নি এসেছে । আমার ঘুম ঘুম চোখ দেখে অগ্নি আমার কাছে এসে পাশে বসে । চুল গুলো কপাল থেকে সরিয়ে শান্ত গলায় জিগ্যেস করলেন,

– “ঘুম পেয়েছে নাকি মাথা ব্যথা ? ”

জানিনা আমার কি হলো । হুট করে উনার কোলে নিজের মাথা রাখি । কিন্তু তা কেন করলাম নিজেরও জানা নেই । উনার একটুখানি স্পর্শ পাওয়ার লোভে ? নাকি নিজের অধিকার মনে করে ? সে যেই কারণেই হোক না কেন ! আমার এই মুহূর্তে উনার কাছে এভাবে থাকতে খুব ভালো ভালো লাগছে । আমি শক্ত করে উনার কমোড় জরিয়ে ধরি । কেন জানি উনিও আমাকে বাঁধা দিলেন না । উল্টো অবাক করে দিয়ে আমার চুলে হাত বুলাতে লাগলেন । উনি আদুরে গলায় বললেন ,

– “সুন্দরীইই খুব খারাপ লাগছে কি? ”

আমি উনার কোলে মাথা রেখে দু সাইডে হাল্কা মাথা দুলাই । যার অর্থ “না ” । ধীর আওয়াজে বলি ,

– “একটু ঘুমালে ঠিক হয়ে যাবে ”

উনি আমার কথা শুনে বালিশ ঠিক করে আমার মাথা বালিশে রাখে । ঘুমাতে বললেন । যেই উনি বিছানা থেকে উঠে সামনের দিকে পা বাড়ায় । পিছন থেকে আমি উনার হাত টেনে ধরি । হাল্কা আওয়াজে বলি,

– “আপনার কোলে মাথা রেখে ঘুমালে কি আপনার খুব বেশি অসুবিধে হবে ? ”

কথাটা বলার সময় কোথা থেকে জানো একবুক সাহস জমা হয় । লজ্জাশরম কিন্তুপরন্তু সব ভুলে কি ভাবে জানো বলে ফেলি । কিন্তু কথাটা শেষ করে মনে এক অজানা ভয় কাজ করে । উনি আমার কথা রাখবে কি ? যদি না রাখে তবে নিজের কাছেই লজ্জায় পরে যাবো । বাজে এক পরিস্থীতি সৃষ্টি হবে । উনার সামনে আসতে লজ্জা করবে । আমি কি উনার থেকে বেশি কিছু এক্সপেক্ট করে ফেলেছি ?
কিন্তু এবারো অগ্নি আমাকে অবাক করে দিয়ে । আমার পাশে এসে বসে । আমার মাথাটা নিজের কোলে নিয়ে মুচকি হেসে বললেন ,

– “একদম অসুবিধে হবে না । তোমার যতক্ষণ ইচ্ছে মাথা রেখে ঘুমাতে পারো । আমি এখানেই আছি । ”

অগ্নি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে । আমি উনার কমোড় আবার জড়িয়ে ধরি । পরম আয়েশে মুচকি হেসে চোখ বুজে ফেলি । আহ! কি শান্তি । উনার কোলে মাথা রাখার কারণে এত শান্তি লাগছে ? নাকি স্বামীর কোল বলে এত শান্তি ?
কারণ যাই হোক না কেন সারাজীবন এভাবে উনাকে জড়িয়ে ধরে উনার কোলে মাথা রেখে ঘুমাতে চাই । আমি আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যাই ।

_____________________

রাতে ডিনার শেষে ছাদে পুল সাইডে অগ্নির সব কাজিনদের সাথে আমি আর হিয়া আপু আড্ডা দিচ্ছি । অগ্নি ,আবির ভাইয়া আর বড় মামার বড় দুই ছেলে নিচে বাগানে বসে আড্ডা দিচ্ছে । তারা সবাই প্রায় সমবয়সী । যদিও আবির ভাইয়া বড় কিন্তু তাদের সবার খুব ভালো বন্ডিং ।
আমরা ইয়াসা আপুর বিয়েতে এসেছি । উনি অগ্নির বয়সী । ইয়াশা আপু খুব বেশি মিশুক আর চঞ্চল । আপু আমার গাল টেনে বললেন ,

– “মেয়ে তুমি খুব বেশি সুন্দরী । আমার ভাই যে তোমাকে কি করে পেলো ।”

পাশ থেকেই মেজো মামার ছোট ছেলে নিসাত বললেন,

– “অগ্নি ভাইয়ার তো চাঁদকপাল । ভাবী তোমার কোনো ছোট বোন আছে কি ? ”

আমি লজ্জাজনক হাসি দিয়ে না বোধক মাথা নাড়ালাম ।

ইয়াশা আপুর ছোট বোন বললেন,

– “আমি যদি ছেলে হোতাম তাহলে অগ্নি ভাইয়ার থেকে হুর ভাবী কে ছিনিয়ে নিজের করতাম । ”

ইয়াশা আপু বললেন,

– “হ্যা অগ্নি মনে হয় তোকে ছেড়ে দিতো ? অগ্নি তার সুন্দরীর উপর খুব বেশি পসেসিভ। তাই তো চোখে হারায় না । এখনো বাগান থেকে বার বার উপরে তাকাচ্ছে । আহা কি প্রেম ! ”

ইয়াশা আপু কথা শেষ করতেই পুরো ছাদে হাসির রোল পরে যায় । আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি । সবাই হাসছে শুধু আভরিন ছাড়া। সে ফোন টিপাতে ব্যস্ত । তাকে যেন কেউ জোর করে বসিয়ে রেখেছে । আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে বার বার । যেন আমি তার খুব বড় কোনো ক্ষতি করে ফেলেছি । কিন্তু এর কারণ কি ? আমি তো কখনো দেখিনি পর্যন্ত তাহলে এত রাগ জেদ কেন ???
#শত_ ডানার_ প্রজাপতি

#urme prema (sajiana monir )

পার্ট : ১৩

ঘড়িতে ছয়টা বাজতে চলছে । অগ্নি এখনো গভীর ঘুমে । আমি ফ্রেশ হয়ে উনার পাশে বসে ফোন চালাচ্ছি । হ্ঠাৎ ই উনি উপুড় হয়ে আমার কমোড় জড়িয়ে ধরে । উনার এমন আচমকা স্পর্শে আমি কেঁপে উঠি । অগ্নির দিকে তাকিয়ে দেখি উনি এখনো ঘুমে । জেগে থাকলে নিশ্চিত নিজের থেকে আমার এতোটা কাছে আসতো না !
জীবন যেহেতু এমন একটা সুযোগ দিয়েছে তবে আমি কেন হাত ছাড়া করবো ? আমি হাল্কা নিচু হয়ে উনার মাথায় বেশ কয়েকবার নিজের ঠোঁট ছোঁয়াই । আলতো আদুরে হাত তার চুলে বোলাতে লাগি ।
ঘড়ির কাটা আট টায় আসতেই আমি উনাকে ডাকতে শুরু করি । বেশ বেলা হয়েছে । সবাই হয়তো উঠে পড়েছে । উনি আমার ডাকে চোখমুখ খিচে নেয় ।
অগ্নি ঘুমের মাঝে বেশ আদুরে গলায় ডাকলেন,

– “পরীজান । আর একটু ঘুমাতে দেও প্লিজজজ ! ”

আমি উনার কথা শুনে থম মেরে থাকি । উনার এই ডাক কলিজা কামড়ে ধরেছে । এই নাম এই ডাক উনি কি করে জানলেন ? এই নামে তো আমাকে সে ডাকতো । কিন্তু তা উনি কি করে জানেন ? তবে অগ্নিই কি উনি ? না না তা কি করে হয় । যদি তাই হতো তাহলে কেন নিজের পরিচয় লুকাতো ? আর তা ছাড়া উনি সুপ্তিকে ভালোবাসতেন ।কিন্তু অগ্নি এই নাম কি করে জানলেন । আমার ডাইরি থেকে ? নাকি এটা জাস্ট একটা কো- ইন্সিডেন্ট ?
তাড়াতাড়ি করে নিজেকে উনার থেকে ছাড়িয়ে দূরে সরে যাই । আমার অতীত আমাকে খুব বেশি পুড়ায়। এই নামটা পুরানো জখম তাজা করে দিয়েছে । চোখ থেকে গলগল করে পানি ঝড়ছে । তাড়াতাড়ি ওয়াশরুমে ডুকে পড়ি চোখে মুখে পানির ছিটে দেই । আমি অতীত মনে করতে চাই না । আমাকে ভুলতেই হবে আমার সেই অতীত ।অগ্রসর হতে হবে সামনের দিকে !

________________________

সকালের নাস্তা সেরে রুমের বারান্দায় বসে আছি এমন সময়ই রুমে কারো উপস্থিতির আবাশ পেয়ে রুমের দিকে যাই । রুমে ডুকতেই দেখি নানুজান একগাল হাসি নিয়ে দাড়িয়ে । হাতে একটা কাঠের বক্স । নানুজান আমার হাত টেনে বিছানায় বসিয়ে বললেন ,

– “রাতে ভালো ঘুম হয়েছে? কোনো সমস্যা হয়নি তো ? ”

আমি মাথা নত করে ধীর গলায় উত্তর দেই ,

– “জি নানুজান কোনো সমস্যা হয়নি । ভালো ঘুম হয়েছে । ”

নানুজান আমার গালে হাত রেখে বললেন ,

– “দিদিভাই তুই কি এখানে আনইজি ফিল করছিস? আনইজি ফিল করতে এটা তোর ও বাড়ি ।আর আমরা সবাই তোর আপনজন । নিজের মত ইজিলি চলাচল কর । ”

আমি উত্তরে মৃদু হাসলাম । নানুজান আবার বললেন,

– “এসব কথা ছাড় । শুন তোর জন্য কিছু এনেছি । ”

আমি কৌতূহল দৃষ্টি তে নানুজানের দিকে তাকাই । নানুজান কাঠের বক্স থেকে একজোড়া বালা আমার হাতে পড়িয়ে দেয় । ডায়মন্ড নোসপিন বের করে আমাকে পড়িয়ে দিতে দিতে মুচকি হেসে বললেন,

– “এগুলো আমাকে তোর নানাজান দিয়েছিল । স্বামীর মৃত্যুর পর তার নিশানি গাঁয়ে রাখতে নেই । তাই উনি মারা যাবার পর সব খুলে সযত্নে রেখে দিয়েছিলাম । বড় নাতবউ কে উপহার দিবো বলে। জানি একটু ওল্ড মডেল কিন্তু আমার মনের খুব কাছের এই গহনা গুলো । তোকে খুব মানাবে ।তোর পছন্দ হয়েছে ? ”

নানুর কথা শুনে স্থব্দ হয়ে যাই এতো ভালোবাসা আমার মত পোড়াকপালির ভাগ্যে ছিলো? চোখে জল চিকচিক করছে । নানুজানকে শক্ত করে জড়িয়ে ধরে বলি ,

– “নানুজান খুব খুব খুব পছন্দ হয়েছে । কিন্তু এসবের কি প্রয়োজন ছিলো । আপনার ভালোবাসা আর দোয়াই আমার জন্য সবচেয়ে বড় উপহার । ”

নানুজান আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন ,

– “কে বলেছে দরকার নেই ? এসব কিছুর উপর তোর অধিকার ।এসব কখনো নিজের থেকে আলাদা করবি না এগুলো বিবাহিত মেয়েদের চিহ্ন ।

আমি নানুজানের কথায় বাধ্য মেয়েদের মত মাথা নাড়িয়ে বলি ,

– “জি নানুজান আমি খুব যত্নে এসব কিছু সামলিয়ে রাখবো । কখনো নিজের থেকে আলাদা করবো না । ”

নানুজান আমার কপালে চুমু দিয়ে আদুরে কন্ঠে বললেন,

– “আমার হুর বুড়িটা ”

_______________________

দুপুরে লাঞ্চ করে সবাই বের হয়েছি । আজ নানুজানের বাগানবাড়ী তে সবাই থাকবো ।ছোটখাটো গেট টুগেদারের আয়োজন করা হয়েছে । ছোটরা সবাই যাচ্ছি । অগ্নির সব কাজিনরা তাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেছে । অগ্নির কাজিনদের ফ্রেন্ড সার্কেল অগ্নি আর আবির ভাইয়ার পরিচীত হলেও আমার আর হিয়া আপুর জন্য সবাই একদমই অচেনা ।
দুতলা এক বাগানবাড়ির সামনে গাড়ি থামে । সবাই ভিতরের দিকে অগ্রসর হই ।সাদাবাড়ি সাইডেই বিরাট বড় পুকুর পাড়ে একটা সুন্দর নৌকা থামানো । আমরা ভিতরে যেতেই দেখি অগ্নির কাজিনের ফ্রেন্ডরা আগের থেকেই পৌছিয়ে গেছে । আমাকে আর হিয়ার আপুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় । আমরা সবার সাথে কুশল বিনিময় করি । বড় মামার বড় ছেলের বন্ধু ইশানের সাথে পরিচয় হবার সময় অগ্নি বেশ রাগী দৃষ্টি তে আমার দিকে তাকাচ্ছিলেন । কিন্তু কেন তা আমার জানা নেই । আর জানার চেষ্টাও করিনা । দোতলায় সব মেয়েরা আড্ডা নিচ্ছে আর নিচ তলায় ছেলেরা । আমি সাইডে দাড়িয়ে আছি । হ্ঠাই কেউ আমাকে পিছন থেকে ডাকে । আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি ইশান ভাইয়া দাড়িয়ে আছে । মুখে একগাল হাসি । উনি আমার দিকে চিকেন শাসলিকের ডিশটা এগিয়ে দিয়ে বললেন ,

– “তুমি দেখি কিছুই খাচ্ছো না । এই নাও এটা ট্রায় করো । ”

আমি উনার এমন কাজে বেশ অবাক হয় । এই তো একটু আগেই পরিচয় হয়েছি । এই অল্প সময়ে এত আন্তরিকতা কিসের ? নিশ্চিত ব্যাটার কোনো মতলব আছে । কিন্তু কি ? সে যাই হোক আমার কি আমি তো দূরেই থাকবো । আমার মনে এতো সংকোচের যুদ্ধ চলছে কিন্তু তা চেয়ারায় প্রকাশ করলাম না । আমি সৌজন্য মূলক হাসি দিয়ে বললাম,

– “না ভাইয়া আমি খাবো না । ”

– “আরে লজ্জা পাচ্ছো কেন ? লজ্জা পাবার কিছুনেই আমরা আমরাই তো । ”

উনার কথা শুনে মনে হচ্ছে আমি উনার কত জনমের চেনা । কত আগের সম্পর্ক উনার সাথে । উফফ একদম উটকো ঝামেলা । আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকাতেই উনি বললেন,

– “তুমি কি কথা কম বলো নাকি আমার সাথেই বলতে চাইছো না ? বায় দ্যা ওয়ে তুমি এবার কোন ক্লাসে ? ”

আমি আমতা আমতা করে বলি ,

– “জি ভাইয়া আমি এবার অনার্স ফাস্ট ইয়ারে । ”

উনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন ,

– “কি বলো তুমি অনার্সে পড়ো ? দেখতে তা মনে হয় না । দেখলে মনে হয় নাইন টেনে পড়ো! ”

– “ভাইয়া আপনার মনে হচ্ছেনা আপনি একটু বেশি আমাকে ফুলিয়ে দিচ্ছেন? ”

– “আরে না । সত্যি তুমি একদম বাচ্চাদের মত দেখতে । বায় দ্যা ওয়ে তুমি অনেক বেশি সুন্দরী । ”

আমি এই লোকের কান্ড দেখে শুধু অবাক হচ্ছি । এই লোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে । আর প্রতিটা কথা এতো জোরে শব্দ করে কেন বলছে ? মাথার তার গুলো কি সব ছিড়া নাকি ?
আমি কিছু বলতে যাবো তার আগেই কেউ ঝড়গতি তে এসে তুফানের গতিতে আমাকে টানতে টানতে নিয়ে যায় । আমি বেকুব হয়ে যাই । কোনো কিছু ভাবার মত সময়ও পাই নি । আমাকে নিয়ে অন্ধকার এক রুমের সামনে দাড় করায়। হাত গুলো তখনো শক্ত করে চেপে ধরে আছে । আমার প্রচন্ড ব্যথা করছে । আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ততই শক্ত করে চেপে ধরছে । আমি কিছু বলবো তার আগেই সামনের লোকটা গর্জন করে উঠে । ধমক দিয়ে বললেন,

– “তুমি ইশানের সাথে কেন কথা বলছিলে ? ওর সাথে এত কিসের তোমার হাসা হাসি ডলাডলি ? খুব মজা লাগছিলো ওর সাথে কথা বলতে ? ”

কন্ঠ শুনে এটা স্পষ্ট যে এটা অগ্নি । আমি কি করে ভুলে যাই আমার জীবনে অগ্নি দোষ লেগে আছে । মানুষের লাগে শনি দোষ আমার লেগেছে অগ্নি দোষ । হায়! আমার বেচারা কপাল । ওই মুহূর্তে আমার ভয় থেকে বেশি রাগ হচ্ছে । প্রচুর রাগ । উনি কি করে আমাকে এসব বলছে ? উনি কি কানার ভাই অন্ধ হয়ে গেছে নাকি ? উনি চোখে কি চোখে দেখেনি যে ইশান আমার কাছে এসেছিলো । আমি রাগী গলায় বলি ,

– “আমি কথা বললে আপনার কি সমস্যা? আপনার লাগছে কেন? ”

– “আমার সমস্যা আছে আমার লাগছে । ”

– “কিন্তু তা কে লাগছে ? ”

উনি মুখ অন্যদিকে ঘুরিয়ে বললেন,

– “তার কারণ বলতে আমি বাধ্য নই ”

উনার কথা শুনে আমার রাগ বেড়ে যায় । আমি বড় একটা নিশ্বাস নিয়ে বলি ,

– “অকে ফাইন ! আমিও আপনার কথা শুনতে বাধ্য নই । আমার ইশান ভাইয়ের সাথে কথা বলায় আপনার সমস্যা হয় তাই না।? আমি এখন থেকে উনার সাথে বেশি বেশি কথা বলবো একশোবার বলবো হাজার বার বলবো । ”

কথাটা বলে আমি পাশ কেটে যেতে নেই এমন সময়ই উনি আমার হাত শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে । একটু জোরে টান দেওয়ায় মাথায় ব্যথা পাই । চোখ গুলো বন্ধ করে ফেলি ।উনি আমার গাল চেপে ধরে মুখ উঁচু করে দাঁতে দাঁত চেপে বললেন ,

– “একদম জানে মেরে ফেলবো ।আমি ইশানের সাথে কথা বলতে না করেছি মানে কথা বলবে না । ব্যসসস । আর একটাও টু শব্দ শুনতে চাই না । ”

আমি চোখ খুলে উনার চোখের দিকে তাকাই । এই চোখে কি ছিলো রাগ ? ভয় ? নাকি অন্যকিছু …..

চলবে…❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here