হয়তো তোরই জন্য পর্ব ১৩

#হয়তো_তোরই_জন্য #পার্ট_১৩ #নিশাত_জাহান_নিশি লোকটার কন্ঠ শোনার সাথে সাথেই তমা আর জায়ান দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনই লোকটার কন্ঠ ধরে ফেলেছে। মুহুর্তেই জায়ানের বড় বড় চোখ দুটো লাল হয়ে গেলো। হাত দুটো শক্ত হয়ে মুঠ হয়ে হয়ে গেলো। রাগে জায়ানের ঘাড়ের রগ গুলো টান টান হয়ে গেছে। সে পারছে না এখনই লোকটাকে গিয়ে মারতে মারতে আধমরা করে দিতে। তমা মুখে হাত দিয়ে জায়ানের কানে বিড়বিড় করে বলল,,,,,, —-“শাশাশাফিনননন!” জায়ান চোখ বুজে রাগটাকে কন্ট্রোল করে তমার কানে মিনমিনিয়ে বলল,,,,,, —–“বলেছিলাম না শাফিন সুস্থ অবস্থায় আছে? শাফিন এসবের সাথে পুরোপুরি ভাবে জড়িত। আমাকে বিভ্রান্ত করার জন্য ঐদিন শাফিনকে মারার হুমকি দেওয়া হয়েছে। সম্ভবত ঐ ম্যাসেজটা শাফিনই আমাকে পাঠিয়েছে। তবে আমার মনে হচ্ছে শাফিন একা এসবের সাথে জড়িত না। আরো অনেকে আছে। কারণ, শাফিনের একার পক্ষে এতো কিছু করা সম্ভব না।” এরই মাঝে জায়ানের কানে কারো গোঙ্গানীর আওয়াজ আসল। জায়ান তমার থেকে চোখ সরিয়ে পাশে তাকিয়ে দেখল রনক মুখে হাত চেঁপে কান্না করছে। জায়ান রনকের দৃষ্টি অনুসরন করে কিছুটা দূরে তাকিয়ে দেখল রনকের দৃষ্টি মাটিতে বাঁধা অবস্থায় পড়ে থাকা এক্টা মেয়ের দিকে। মেয়েটা গোঙ্গিয়ে গোঙ্গিয়ে কাঁদছে। চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। জায়ান বুঝে গেছে এটাই জেনিয়া। জেনিয়ার চেহারাটা জায়ানের এতক্ষনে স্পষ্ট হলো। দুই ভাই বোনের দিকে তাকিয়ে জায়ানের মনটা ভীষণ উওাল হয়ে উঠল। সে আর দেরি না করে তমা আর রনকের হাত ধরে ধীর পায়ে হেঁটে গ্যারেজের ভিতর ঢুকে এক্টা বড় গাড়ির পিছনে লুকিয়ে গেলো। তিনজনেই ঘাপটি মেরে বসে আছে বড় এক্টা মালবাহী ট্রাকের পিছনে। হুট করে শাফিন বাঁকা হেসে ওর চ্যালা গুলোকে উদ্দেশ্য করে বলল,,,,,, —-“আইটেম গুলোকে আমার গুপ্ত ঘরে নিয়ে যা। এদের মালিক আসলেই এদের পার্সেল করে দিবো।” শাফিনের চ্যালা গুলো শাফিনের আদেশ অনুযায়ী মেয়ে গুলোকে টেনে হেছড়ে এক্টা রুমে ঢুকিয়ে নিলো। সব গুলো মেয়ের মুখে কালো পট্টি বাঁধা। ওরা বোবা চিৎকার করছে আর চোখ দিয়ে পানি ফেলছে। অথচ ওদের এই বোবা আর্তনাদ শোনার বা বুঝার সুস্থ মন সানসিকতা নেই কারোর। এর মাঝেই কালো জ্যাকেট পড়া চারটে লোক হাসি মুখে গ্যারেজের ভিতর ঢুকে শাফিনের মুখোমুখি দাঁড়ালো। শাফিন শয়তানী হাসি দিয়ে চারটে লোককে এক সাথে জড়িয়ে ধরে বলল,,,,,,, —-“মাল রেডি আছে বস। এবার শুধু পার্সেল করার পালা। গোনে গোনে বিশ জন। মাল পানি এক্টু বাড়িয়ে দিও। বুঝতেই তো পারছ, এই সিন্ডিকেটে আমি একা না। আমার চেয়ে বড় আরো একজন বস আছে। উনাকে সন্তুষ্ট করার পর আমার জ্যাবে টাকা ঢুকে।” লোকগুলো শাফিনের থেকে নিজেদের ছাড়িয়ে ডেবিল স্মাইল দিয়ে বলল,,,,, —-“আপনি চিন্তা করবেন না। আপনার বসকে খুশি করার দায়িত্ব আমাদের। আপনি শুধু ঠিকঠাক ভাবে মাল গুলো আমাদের সাপ্লাই করেন। এক হাতে টাকা নিবেন অন্য হাতে মাল।” শাফিন হেসে লোকগুলোর সাথে হাত মিলিয়ে বলল,,,,,, —-“এতো তাড়া কিসের বস? চা, পানি খেয়ে জিরিয়ে যান। আপনাদের এক্টু সেবা করার সুযোগ দিন। আর কবে না কবে দেখা হবে।” শাফিন কথা গুলো বলেই তার চ্যালাদের উদ্দেশ্য করে জোরে চেঁচিয়ে বলল,,,,,, —-“এই কে আছিস আমাদের জন্য পাঁচ কাপ ধোঁয়া উঠা চা নিয়ে আয়।” শাফিনের কথা মতো এক্টা মাঝ বয়সী ছেলে চা আনতে গ্যারেজের বাইরে চলে গেলো। জায়ান চোখে মুখে তীব্র ভয় নিয়ে তমার কানে মিনমিনিয়ে বলল,,,,, —-“তমু আমরা এক্টা ভুল করে ফেলেছি। তমা কাঁপা কাঁপা কন্ঠে বলল,,,,, —-“কিকিকিকি ভুল?” —-“এখানে ঢুকার আগেই আমাদের পুলিশ ইনফর্ম করার উচিত ছিলো। এতো এতো শত্রুর সাথে আমরা একা পারব না। আমি একা হলে ও এক্টা কথা ছিলো। যেভাবেই হোক শত্রুদের মোকাবিলা করতে পারতাম। কিন্তু সাথে তুই আছিস। তাই ভয়টা বেশি হচ্ছে। আমি চাইব না আমার এক্টা ভুলের জন্য কেউ তোকে আঘাত করুক। এজন্যই তোকে আমি এখানে আনতে চাইনি। কারণ, আমি জানতাম এই জায়গাটা একদম সেইফ না। বিশেষ করে তোর জন্য।” তমা মৃদ্যু হেসে জায়ানের হাত চেঁপে ধরে জায়ানের কানে মিনমিন করে বলল,,,,,, —-“তুমি চিন্তা করো না জায়ান ভাইয়া। পুলিশ ইনফর্ম এখনো করা যাবে।” কথাটা বলেই তমা বুক পকেট থেকে তমার সেলফোনটা বের করে জায়ানের চোখের সামনে ধরল। জায়ান ডেবিল স্মাইল দিয়ে তমার হাত থেকে ফোনটা ছোঁ মেরে নিয়ে জায়ানের ফ্রেন্ড সুইটির নাম্বারে ম্যাসেজ দিয়ে বলল,,,,,, —-“সুইটু শেষ বারের মতো আমাকে এক্টা হেল্প কর। হয়তো এতে তোদের অনেক বেনেফিট ও হতে পারে। নারী পাচারের সাথে জড়িত দেশের কুখ্যাত জঙ্গীদের ধরতে পারবি। আমার ফোনের লোকেশন ট্রেস করে প্লিজ মিনিট কয়েকের মধ্যে তোর পুলিশ বাহিনী নিয়ে চলে আয়। আমি অনেক বড় বিপদে ফেসে গেছি। তোর হেল্প একান্তভাবে কামনা করছি!” ম্যাসেজটা করেই জায়ান ফোনটা তমার হাতে ধরিয়ে তমার কানে ফিসফিসিয়ে বলল,,,,, —-“ফোনটা আগের জায়গায় রেখে সুন্দর করে ট্রাকের নিচে লম্বা হয়ে শুয়ে পড়। কেউ যেনো বুঝতে না পারে তুই এখানেই আছিস। আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না।” তমা জায়ানের দিকে একবার তাকিয়ে ট্রাকের নিচে ঢুকে লম্বা হয়ে শুয়ে পড়ল। জায়ান তমার দিকে তাকিয়ে মুচকি হেসে বসা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। রনক ও জায়ানের সাথে দাঁড়িয়ে পড়ল। জায়ান বাঁকা হাসি দিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে সোজা গ্যারেজে ঢুকে গেলো। জায়ানকে দেখা মাএই শাফিনের চ্যালা ফ্যালারা জায়ানের উপর এ্যাটাক করল। জায়ান চোখ লাল করে ট্রাকের উপর থেকে দুটো বড় বড় স্ট্যাম হাতে নিয়ে লোক গুলোকে এলোপাথারী মারতে লাগল। লোক গুলোর সংখ্যা ক্রমশ বেড়ে চলছে। জায়ানের রাগ ও চক্রবৃদ্ধি হারে বেড়ে চলছে। রনক ও কম যায় না। সে ও দুটো স্ট্যাম হাতে নিয়ে আধমরা লোক গুলোকে পুরো দমে সজ্জাশায়ী করে দিচ্ছে। আধমরা লোক গুলোর চিৎকারের আওয়াজ শাফিনের কান অব্দি পৌঁছে গেছে। শাফিন ধরফরিয়ে ওর ডেরা থেকে বের হয়ে হন্তদন্ত হয়ে গ্যারেজের দিকে ছুটে এলো। সাথে চারজন লোক ও। জায়ান এতক্ষনে অর্ধেক লোককে মেরে আধমরা করে দিয়েছে। রাগে জায়ানের চোখ গুলো রক্তিম বর্ণ ধারন করেছে। ঘাড়ের রগ গুলো ফুলে এক ইঞ্চি উপরে উঠে গেছে। পুরো মুখ লাল হয়ে লাভার রূপ ধারণ করেছে। শরীর থেকে অঝড়ে ঘাম ঝড়ছে। এর মাঝেই শাফিন দৌঁড়ে এসে জায়ানের মুখোমুখি দাঁড়াল। জায়ানকে দেখেই শাফিনের চোখ দুটো বড় বড় হয়ে গেলো। শাফিনের চোখে স্পষ্ট জায়ানের ভয় ফুটে উঠেছে। শাফিন মুহূর্তেই জায়ানের থেকে কিছুটা পিছু হটে কাঁপা কাঁপা কন্ঠে বলল,,,,,, —-“তুতুতুতুই এখানে কিকিকিকিকি করছিস?” জায়ান হিংস্র বাঘের মতো শাফিনের দিকে তাকিয়ে বলল,,,,,,,, —-“তোতোতোলাচ্ছিস কেনো? ভভভভভয় পেয়েছিস বুঝি?” শাফিন কয়েকটা শুকনো ঢোক গিলে জায়ানের আশে পাশে তাকিয়ে দেখল, ওর দলের সব চ্যালারা আধমরা অবস্থায় পড়ে আছে। শাফিনের কাহিল অবস্থা দেখে ওর সাথের চারটে লোক থেকে এক্টা লোক জায়ানের সামনে তেড়ে এসে বলল,,,,,, —-“এই…..তুই কে রে? আমাদের ডেরায় এসে আমাদের সাথে রংবাজি করছিস? সাহস তো কম না।” জায়ান চোয়াল শক্ত করে লোকটার নাক বরাবর ঘুঁষি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল,,,,,, —-“আমি তোদের বাপ! এখনো তো সাহসের কিছুই দেখলি না। তোর লিডার শাফিন সব জানে এই জায়ানের সাহস ঠিক কতোটা। আস্তে আস্তে তোরা ও টের পাবি।” কথা গুলো বলেই জায়ান মাটি থেকে স্ট্যামটা তুলে লোকটাকে এলোপাথারী আঘাত করতে লাগল। সাথে সাথেই ঐ তিনটে লোক জায়ানের দিকে তেড়ে এসে জায়ানের মাথায় স্ট্যাম দিয়ে আঘাত করতে নিলেই রনক এসে পিছন থেকে লোক গুলোকে মোটা লাঠি দিয়ে সমানে পিটাতে থাকে। লোক গুলো চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। জায়ান রাগে গোঙ্গাচ্ছে আর আধমরা অবস্থায় পড়ে থাকা চারটে লোককে সমানে মেরেই যাচ্ছে। ভিতরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাইরের গার্ডসরা দৌঁড়ে ভিতরে চলে এলো। সবাই ভিতরে ঢুকে টাশকি লেগে দাঁড়িয়ে পড়ল। এদের মধ্যে থেকে এক্টা ছেলে পিছন থেকে দৌঁড়ে এসে জায়ানের মাথায় লাঠি দিয়ে জোরে এক্টা বারি মারল। সাথে সাথেই জায়ানের মাথা সামান্য ফেঁটে রক্ত গড়াতে লাগল। জায়ানের হাত থেকে স্ট্যামটা নিচে পড়ে গেলো। জায়ান মাথায় হাত দিয়ে পিছু ঘুরে তাকাতেই পিছনের লোক গুলো জায়ানকে ঘিরে ফেলল। শাফিন পিছন থেকে দৌঁড়ে এসে রনককে ঝাপটে ধরে জায়ানেরর মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বলল,,,,,,, —-“ওস্তাদের মার শেষ রাতে বুঝলি? আগের বার আমাকে মেরে বেঁচে গেছিস। এবার আর পাড় পাবি না। কড়া গন্ডায় শোধ করে নেবো এবার। আমি জানতাম তুই বেঁচে আছিস। তোর তো কৈ মাছের প্রাণ। এতো সহজে মরবি না। আসলে তোর মরণ আমার হাতেই লিখা ছিলো। তাই বোম ব্লাস্টে ও তোর কিছু হয় নি।” শাফিন কথা গুলো বলেই দাঁত কিড়মিড় করে রনককে ট্রাকের সাথে ধাক্কা মেরে মাথা ফাঁটিয়ে রক্তাক্ত করে ফেলল। জায়ান এখনো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দারুন আঘাত পেয়েছে সে। ব্যাথার তাড়নায় সে বাকরুদ্ধ হয়ে গেছে। চোখ দিয়ে অঝড়ে পানি পড়ছে। কিছুতেই সে নিজের আধমরা প্রাণকে জীবিত করতে পারছে না। নিজেকে আগের মতো মুভ করতে পারছে না। শাফিন এবার জায়ানের দিকে তেড়ে গিয়ে জায়ানের নাক বরাবর ঘুষি বসিয়ে দিলো। জায়ান বেসামাল হয়ে কিছুটা দূরে ছিটকে মাটিতে পড়ল। তমা আর চুপ করে থাকতে পারল না। ট্রাকের তলা থেকে উঠে সে দৌঁড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে জায়ানের পাশে এসে বসে পড়ল। শাফিন তমাকে দেখেই চোখ দুটো হাসের ডিমের মতো বড় করে ফেলল। তমা ফুঁফিয়ে কাঁদছে আর জায়ানের রক্তাক্ত শরীরটা ঝাঁকিয়ে বলছে,,,,,,, —-“প্লিজ ভাইয়া উঠো। চোখ খুলে তাকাও। এভাবে হাল ছেড়ে দিও না। তোমাকে ঐ জানোয়ার গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্লিজ উঠো।” জায়ান আধখোলা চোখে তমার দিকে তাকিয়ে আছে। শাফিন তেড়ে এসে তমাকে বসা থেকে উঠিয়ে তমার গালে জোরচে এক্টা থাপ্পড় বসিয়ে বলল,,,,, —-“আশিকের জন্য মন খুব কাঁদছে তাই না? খুব কষ্ট হচ্ছে? অথচ তোর এই আশিক ই একদিন আমাকে কুওার মতো রাস্তায় মেরেছিলো। তখন চুপচাপ সব সহ্য করে নিয়েছিলাম। সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। দেখ পেয়ে ও গেলাম সেই সময়। আড়ালে থেকে তোর থেকে এতোদিন হাড়ে হাড়ে প্রতিশোধ নিয়েছি। এবার তোর আশিকের থেকে সামনাসামনি প্রতিশোধ নিবো। মেরে আধমরা করে দিবো। পারলে পুরো দমে মেরে দিবো।” তমা চোখ দুটো লাল করে হিচকি তুলতে তুলতে শাফিনের গালে ঠাস করে চড় বসিয়ে বলল,,,,,,, —-“তোর কোনো যোগ্যতাই নেই আমার জায়ানের থেকে প্রতিশোধ নেওয়ার। তুই আমাকে চড় মেরেছিস তাই না? এই সব গুলো চড়ের দাম তুই সুদ, আসলে ফেরত পাবি। আমার জায়ান তোকে রাস্তার কুকুরের মতো মারতে মারতে গাড়ি চাঁপা দিবে। প্রথম বার সে তোকে ছাড় দিয়েছে এবার তুই ছাড় পাবি না।” শাফিন তমার কথা গুলো সহ্য,করতে না পেরে চোখ রাঙ্গিয়ে যেই না তমার চুলের মুঠি ধরতে যাবে এর আগেই জায়ান শাফিনের হাত ধরে হাতটাকে পুরোপুরি ভেঙ্গে দিলো। শাফিন হাতের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আহ্ আহ্ করে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। জায়ান ঢুুলুঢুলু অবস্থায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই বেসামাল হয়ে পড়ে যাবে। রক্ত গড়াতে গড়াতে ওর শরীরের শক্তি কমে আসছে। তমা গোঙ্গাতে গোঙ্গাতে ওর গায়ের উড়নাটা খুলে জায়ানের মাথায় বেঁধে দিলো। জায়ানকে দাঁড়াতে দেখেই পিছনের চ্যালা ফ্যালা গুলো আবার জায়ানের দিকে তেড়ে আসল। জায়ান এবার আগ পাছ না ভেবে নিচে পড়ে থাকা হটিস্টিক টা তুলে নিয়ে শরীরের সর্ব শক্তি দিয়ে চ্যালা গুলোকে উড়াধুরা পিটাতে লাগল। চ্যালা গুলো চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। প্রায় পনেরো মিনিটের মধ্যে জায়ান সব গুলো চ্যালাকে আধমরা করে দিলো। কেউ আর কোথাও অবশিষ্ট নেই। জায়ান রক্ত চক্ষু নিয়ে মাটিতে পড়ে থাকা শাফিনের দিকে তেঁড়ে গেলো। শাফিনের কলার ধরে জায়ান শাফিনকে সোজা করে দাঁড় করিয়ে বলল,,,,,,, —-“এবার বুঝেছিস তো ওস্তাদটা কে? জায়ানের মার শেষ রাতে। হ্যাঁ আমিই সেই ওস্তাদ। যে ওস্তাদের কথা তুই এক্টু আগে বললি। আমি পাই পাই করে তোর থেকে সাত বছরের হিসেব নিবো। সাত বছরে কেটে যাওয়া প্রতিটা বিভীষিকাময় রাতের হিসেব নিবো। আমার তমুকে কষ্ট দেওয়ার হিসেব নিবো। পুলিশরা যেমন আসামীদের রিমান্ডে নেয়, আমি ও তোকে সেই রিমান্ডেই নিবো। তিলে তিলে শেষ করব তোকে। ভাব উঠা গরম পানিতে তোকে সিদ্ধ করল। উল্টো লটকিয়ে তোকে জানোয়ারের মতো পিটাবো।” শাফিন ওর ভাঙ্গা হাত নিয়ে কাঁদতে কাঁদতে জায়ানের দিকে তাকিয়ে বলল,,,,, —-“আমাকে মাফ করে দে জায়ান। শেষ বারের মতো মাফ করে দে।” #চলবে,,,,,,,,,, (কাহিনীটা পুরো ফিল্মি হয়ে গেলো। পাঠকরা কি আমাকে ছেড়ে কথা বলবে? গল্প থেকে ডিরেক্টলি ফিল্ম! ভাবা যায় এগুলা? যাই হোক পাঠকরা কি গেইস করতে পারবেন শাফিনের সাথে আর কে জড়িত আছে?)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here