“💞প্রথম ভালেবাসার অনুভূতি💞 পার্টঃ১০

0
455

💞প্রথম ভালেবাসার অনুভূতি💞
লেখিকাঃ🌿হ্যাপী🌿
পার্টঃ১০
হঠাৎ,,
আমার মাথায় একটা প্লেন এসেছে(ইমু)
কী প্লেন বল,,,তাড়াতাড়ি বল প্লিজ
কানে কানে বলতে হবে না হলে তোর বর আবার এসে শুনে নিলে সব শেষ,,
এই যে কাছে আসলাম বল,,,,
……………………………………..
……………………………………..
আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই কাজটা করবি,,,
এতে যদি কাজটা না হয়,,,
আগে ট্রাই তো করে দেখ, কাজ না হলে অন্য ব্যবস্থা করা যাবে,,
কী ব্যাপার দুই বান্ধবীর মাথায় আবার কী দুষ্টুমি চলছে,,,(অয়ন)
না স্যার এমনি গল্প করছিলাম,,,(ইমু)
আমি এখন তোমার স্যার না আমাকে ভাইয়া বলে ডাকবে,,,
ঠিক আছে,,,ভাইয়া,,,ভাইয়া কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি,,,
অবশ্যই বলো কী বলবে
আপনার রুমে হ্যাপী এতো পুরনো ছবি,,,কীভাবে,,,
সে কিছু না তোমরা নিচে চলো তোমাদের শাহিন ভাইয়া ডাকছে,,,(অয়ন কথা এড়িয়ে গেলো)
আর কেউ কথা না বারিয়ে চলে এলো নিচে,,,
কিছুক্ষণ পর সবাই চলে গেলো,,,,

রাতে খাবারের পর হ্যাপী রুমে আসে,,,এসে দেখে অয়ন কাজ করছে লেপটপে , তাই এসেই ইমুর শেখানো কথা বলতে শুরু করলাম,,,

আমি কী কাল একটু বের হতে পারি,,
কেনো কোথায় যাবে,,,
আমি আমার অচেনা মানুষকে খুঁজে পেয়েছি তাই তার সাথে একবার দেখা করতে চাচ্ছি তাই আর কী
কাজ রেখে হ্যাপীর দিকে তাকিয়ে কী সিউর যে ও তোমার অচেনা মানুষ,,,,(রেগে)
জি,,আমি যেই নাম্বারে কথা বলতাম সেই নাম্বারেই কথা হইছে,,
পাগল তুমি,,,
বিস্বাস হচ্ছে না,,, দারান প্রুভ দিচ্ছ,,বলেই সেই নাম্বারে কল দিলো,,সাথে সাথে অয়নের ফোনে কল আসলো,,,
ফোনটা হ্যাপী নিয়ে বললো,,,দেখছেন আমি পেয়ে গেছি আমার অচেনা মানুষকে,(এত সহজে কাজটা করতে পারবো সেটা ভাবি নি)
অয়ন কী বলবে বুঝতে পারছে না,, (ভাবতেই পারিনি হ্যাপী এইভাবে কল দিবে,,,ফোনটা সাইলেন্ট করা ও ছিলো না,)
কি হলো কিছু বলবেন না,,,(অসহায় ভঙ্গিতে)
কিছুক্ষণ চুপ থেকে,,

হুম আমিই সেই অচেনা মানুষ যে তোমাকে ছয় বছর যাবৎ ভালোবাসে,,তুমি আমার প্রথম ভালোবাসা,,, তোমাকে নিয়ে গড়ে তুলেছি 💞প্রথম ভালোবাসার অনুভূতি💞আর কিছু বলতে পারলো না তার আগেই হ্যাপী অয়নকে জরিয়ে ধরছে,, অয়ন যেন এইসব বিস্বাস করতে পারছে না,,সব যেনো কল্পনার মতো মনে হচ্ছে,,,

আমিও আপনাকে অনেক ভালোবাসি,,, কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম,,,তাই আপনাকে হারিয়ে ফেললাম (কান্না করতে করতে)
প্লিজ তুমি কেঁদো না,, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না,,, হ্যাপী,, খুব কষ্ট হয়,,বলে কপালে ঠোঁট ছোয়ালো,,,আর কোথায় হারালে বলো,,এখনতো সারাজীবনের জন্য পেয়ে গেলে,,
হ্যাপী খানিকটা লজ্জা পেলো,,,

আচ্ছা আজ কী আমি আমার বউটাকে কাছে পেতে পারি,,😉😉(চোখ মেরে)
হ্যাপী যেনো লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে,,,জানি না☺☺
জানো হ্যাপী আমার খুব ইচ্ছে করছে তেমার নাভির কাছের তিলটাতে ঠোঁট ছোয়াতে,,দিবে,,
আপনি এইসবের দিকে নজর দেন(চোখ রাঙিয়ে)🤨🤨
আমি ইচ্ছে করে তাকাই নি,,নিজে সারি পড়ে ঠিক করে রাখতে পরো না,,,তাই আমার চোখ চলে যায়,,বলেই কোমর হাত দিয়ে টেনে নিজের কাছে টেনে আনে,,,প্লিজ সোনা সব জগরা কাল করো আজকের রাতটা নষ্ট করো না,,,😉😉
ঘোড়ার ডিম,,😏😏😏
কী বললে,,ঘোড়া কী ডিম পারে,,(হাসতে হাসতে)
একদম হাসবেন না,,হাসলে আমি রুম থেকে বের হয়ে যাবো,,😡😡😠😠
ওকে সোনা আর হাসবো না এইবার কাছে আসো,,হ্যাপীকে বিছানায় বসিয়ে,,অয়ন উঠে গেলো,,,
কোথায় যাচ্ছেন
আসছি সোনা,,তারপর আলমারি খুলে কী যেনো বের করে আবার বিছানায় এসে বসলো,,এইবার চোখ বন্ধ করো,,
কেনো,
আগে করো তারপর বলছি,,
ওকে,,
অয়ন একটা রকেট সহ চেইন হ্যাপীর গলায় পড়িয়ে দিলো,,,এইবার চোখ খুলো,,
ওয়াও খুব সুন্দর,, কিন্তু এটা তো অনেক দামি,
দামি বাট তেমার থেকে না,,,আমার কাছে সব থেকে দমি আমার প্রথম ভালোবাসা
i love u happy😍😍
আমিও,,☺☺
কী,,🤔🤔
আমিও,,☺☺

তুমি না বিলিয়েন্ট স্টুডেন্ট
হুম,কেনো…কোনো সন্দেহ আছে আপনার🤨🤨
হুম আছে তো
তাহলে জানো না কিসের উত্তর কী দিতে হয়,,আমি বলছি i love u,,এটার উত্তর কী,,,
আমিও ডেমেট😠😠😠
আমি বলছি আমিও ভালোবাসি আপনাকে,,☺☺
ইংরেজিতে বলতে হবে,,ওকে বলছি,,i love u 2 ayon😍😍
অয়ন আর পারলো না হ্যাপীর ঠোঁট দুটি নিজের দখলে করে নিলো,,সমস্ত আবেগ দিয়ে হ্যাপীর ঠোঁট দুটি চুষতে থাকে,অনেকক্ষণ পর ঠোঁট টা ছেড়ে হ্যাপীর ঘাড়ে মুখ গুঁজে দেয়,,হ্যাপী,
বলেন,
ভালবাসতে দিবে,,খুব ইচ্ছে করছে,,আমি যে তোমাকে কথা দিছি তুমি অনুমতি না দিলে কিছু করবো না,,,,(নেশা ভরা কন্ঠে)
এখনো অনুমতি দিতে হবে(লজ্জায়)
অয়ন তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে,,হ্যাপী বিছানায় ফেলে দিলো,,ঘাড় থেকে পেটে নাভির সাথের তিলটাকে,,অসংখ্য কিছ করতে লাগলো,,,দু’জনেই একটা ঘোরের মধ্যে ডুবে গেছে,,অয়ন হ্যাপীর শরীর থেকে সারিটা খুলে সমস্ত ভার হ্যাপীর উপর ছেড়ে দেয়,,হ্যাপী অয়ন সার্ট খামছে ধরে,,দু’জনে ভালোবাসার এক অন্য জগৎতে চলে যায়,,
সকালে,,,,,
চলবে,

সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা 💕ঈদ মোবারক💕

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here