#গল্প :#পবিএতার_ছোঁয়া
#পর্ব :#18
#লেখিকা :#জাবিন_মাছুরা [ছদ্মনাম]
________________________________
স্যার চলে গেল। আমি আম্মুর কাছে রান্নাঘরে গেলাম,,,
আম্মু : কিরে মিহু আজকে সূর্য কোন দিকে উঠেছে রে,,,
আমি: কেন আম্মু,,,
আম্মু : তুই এতো সকালে উঠলি। আমাকে যে ডাক দিতে হলো না,,,
আমি ভয় পেয়ে চুপ করে রইলাম।
আম্মু: মিহু সত্যি করে বল তো তুই কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছিস?
আমি : নাআ,,
আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি বললাম,,
আমি: আম্মু কি রান্না করছো?
আম্মু : যা প্রতিদিন করে তাই,,
আমি : আম্মু বাবা আসবে কবে?
আম্মু : বলেছে তো কালকে আসবে,,
আমি: ওহহ।বাবাকে ছাড়া আর ভালো লাগে না,,
আম্মুর সাথে কিছুখন কথা বললাম। তারপর নাস্তা করে নিজের ঘরে চলে এলাম।
ভাবছি আজকে রাতে শাড়ি পড়বো। ভাবতেই লজ্জা লাগছে।
||
রিনা: রিমি আমার কাছে একটা প্ল্যান আছে,,,
রিমি : কী প্ল্যান বলো। তোমার ছেলে যে এতো চলাক সেটা কে বুঝতো,,, [রেগে]
রিনা: রাগ করিস কেন? মানছি তাহসিনের মিহুর সাথে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু কেউ তো জানে না,,,
রিমি:হ্যাঁ,,
রিনা: তুই তো মিহুকে চিনিস,
রিমি:হ্যাঁ ।মিহু হচ্ছে ভাইয়া প্রেমিকার বোন,,
রিনা: নাম কি আবিরের প্রেমিকার?
রিমি :শাদিয়া,,
রিনা:এই শাদিয়া হবে আমাদের প্ল্যানের হেড। ওকে কাজে লাগাতে পারলেই হলো..
রিমি: সত্যিই তো ফুপি তুমি তো অনেক বুদ্ধিমান,,,
রিনা: আর শোন তোর ও কিছু করতে হবে। নাহলে তো তাহসিন গলবে না,,,
রিমি : বলো ফুপি কি করতে হবে আমি তাহসিনের জন্য সব করতে রাজি,,
রিনা: বলছি,,,
__________________________________
আজকে আর দুপুরে ঘুমোয় নি। ঘুম যে আসছে না,,, আমি ভাবছি শুধু স্যারের কথা। হঠাৎ আম্মু অস্থির হয়ে আমার রুমে এলো,,
আমি: কি হয়েছে আম্মু,,
আম্মু : তোর মামা অসুস্থ। আমাকে যেতে হবে। তুই ও চল,,,
আমি: আমার তো পরীক্ষা সামনে,,,
আম্মু : ঠিক আছে তোকে যেতে হবে না। আমি রাতে চলে আসার চেষ্টা করব। আর যদি আসতে না পারি তাহলে তাহসিনকে আসতে বলল,,,
আমি :আচ্ছা। চিন্তা করো না তুমি যাও,,,
আম্মু : কোন সমস্যা হলে তোর আন্টিকে বলিস। আর তাহসিনকে আমি এখনই বলে দিচ্ছি,,,
আমি: ঠিক আছে,,,
আম্মু বিকেলে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। আমি ঘর লক করে কোচিংনে চলে এলাম।
কোচিং আসার পরেই তমা আমাকে চেপে ধরল,,
তমা: কিরে মিহু সেদিন স্যার তোকে ওভাবে নিয়ে গেলেন কেন? স্যার এতো রেগে গিয়েছিলেন কেন?
তমার কথার কাছে আমাকে হার মানতে হলো। তাই তমাকে বললাম,,
আমি : স্যার আর আমার বিয়ে হয়ে গিয়েছে,,,
তমা: ককীঈ? সত্যি?
আমি :হ্যাঁ,,
তমা: আমার বিশ্বাস হচ্ছে না,,,
আমি তমাকে বিয়ের দিনের কথা থেকে শুরু করে কালকের রাতের ঘটনাগুলো বললাম,,
তমা: আমার না মাথা ঘুরছে। তুই কি বলছিস এসব,, পানি দে, খাব,,
তমা আমার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ালো। ও যে অবাক হয়েছে তা ওকে দেখেই বোঝা যাচ্ছে,,,
আমার আর বেশিখন কথা বলতে পারলাম না। ক্লাসে স্যার চলে এলো। কিন্তু তাহসিন স্যার আসে নি অন্য স্যার এলো।তাই আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। কেন আসলেন না। সে কি কোন বিপদে পড়েছে। আমাকে আসতে বলে সে কেন আসলেন না,,, [মনে মনে]
আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। তমা যে আবাকের ঘোরে আছে তা বোঝা যাচ্ছে। একটা ক্লাসেও পড়া দিতে পারে নি।
আমি আর তমা কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছে। তমা প্রচুর কথা বলে কিন্তু এখন চুপ করে রয়েছে। তমা রিক্সায় ওঠে গেল। আমি এখন একা একা হাটছি। ভাবছি আজকে বাসায় গিয়ে সাজবো। কিভাবে সাজবো তাই ভাবছি,,,
হঠাৎ করে আমি যা দেখলাম তা দেখে আমি বাকরুদ্ধ। চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমার বুকের মধ্যে দুমরে মুচরে গেল। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি পড়তে লাগল। আমি,,,
(#চলবে)
[ব্যস্ততার জন্য অগোছালো হয়ে গিয়েছে। ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।]