আমি কাউকে বলিনি সে নাম পর্ব ২৮

আমি কাউকে বলিনি সে নাম
তামান্না জেনিফার
পর্ব ২৮
_________________________

ইমরানের আজকাল কিছুই ভালো লাগে না ৷ বাচ্চাটা বাবা বাবা বলে মুখে ফেনা তুলে ফেলে আজকাল ৷ তাকে সারাক্ষন কাছে না পাবার একটা তুমুল যন্ত্রনা হয় ভেতরে ৷ বন্ধুদের আড্ডায় যেতে ভালো লাগে না , নেশাপানিতেও আগ্রহ আসে না ৷ সারাক্ষন শুধু বাচ্চাটাকেই দেখতে ইচ্ছা করে ৷ কী সুন্দর করে ডাকে “আব্বা বাব্বা বাবা বাবা …! ” ইশ সময়টা হাতের নাগালে চলে যাচ্ছে , কিছুতেই কিছু ঠিক হচ্ছে না ৷

নিপার যে এত জেদ তা কখনই বোঝেনি ইমরান ৷ এদিকে বউ ফিরছে না জন্য তার বাবা মাও রাগ হচ্ছেন ৷ নিপাকে আনতে গিয়েছিলেন বড়মিয়া , তাকেও সে বলে দিয়েছে ঐ এক কথা ৷ ঘুরে ফিরে একটাই কথা তার ৷ সুমাইয়া থাকলে ঐ বাড়িতে সে কিছুতেই ফিরবে না ! একটা জলজ্যান্ত মানুষকে এভাবে বাড়ি থেকে তাড়ানো যায় ! যদিও ইমরানের বাবা মা নিপার পক্ষে , নিষ্ফলা জমির পেছনে আর খরচ করতে চান না তারা ৷ এমনিতেওসুমাইয়া বাবা মায়ের পছন্দের বউ হয়ে উঠতে পারেনি কখনও , নিপাও কতটা পেরেছে কে জানে ! তবুও নিপা নিষ্ফলা না , এই বংশের প্রদীপ সে জ্বালিয়েছে ৷ বড়মিয়ার নাতীকে চাই , আর কিছু যা হয় হোক তাতে তার কিছু যায় আসে না ৷

সুমাইয়ার জন্য খারাপ লাগে ইমরানের ৷ মেয়েটাকে সে ভালোবাসে , যে ভালোবাসাটা নিপার উপর কখনই জন্মেনি ৷ সুমাইয়া কড়া কড়া কথা বলে , তবুও ওর মধ্যে কী যেন আছে যার কারণে ইমরান ওকে মাথা থেকে তাড়াতে পারে না ৷

দরজায় আওয়াজ শুনে সে তাঁকিয়ে দেখে সুমাইয়া এসেছে ৷ মাথার ভেতর ঝড় চলছিল বলেই হয়ত সুমাইয়াকে দেখে ধরমরিয়ে উঠে বসে সে ৷

—কী ব্যাপার ? আমারে দেখে এমনে উঠলা যে ?

—না কিছু না ৷ বসো ৷

—তুমি নিপারে নিয়া আসো ৷ আমি জানি ও আমার জন্যই আসতেছে না ৷ আমি চলে যাবো ঠিক করছি ৷ ওরে নিয়া আসো ৷

—এত ভালোবাসলা তুমি ওরে , বিনিময়ে সে তোমারেই বাড়ি ছাড়া করতে উঠে পরে লাগছে ৷ সে বললেই সেইটাই হবে না কী ! কোথাও যাইবা না তুমি ৷ এখানেই থাকবা ৷

—আমার না কখনও এই সংসারটাকে আপন মনে হয় নাই ৷ প্রথম থেকেই মনে হয়েছে আমার সাথে ধোকাদারি করছে ৷ রাগটা আমার বাপের উপর আছিল বুচ্ছো , পড়ছে তোমাদের উপর ৷ আমারে না খেদাইলে হ্যায় তো বিয়া করতে পারতেছিল না ৷ আমার বিয়ার এক মাস না যাইতেই আবার বিয়া করলো দেখলা না …

—হুম

—নিপা এই সংসারে আসার পর আমি বুচ্ছি সংসারের প্রতি মায়া কারে কয় ৷ তুমি নেশা কইরা আমার সাথে জোরাজুরি করতা , আমার মনে হইতো আমি মরলে বাঁচি ৷ প্রথম প্রথম নিপার ঘরে তুমি যখন থাকতা আমার খুব আরামে ঘুম হইতো ৷ কিন্তু আস্তে আস্তে তুমি যখন ওর ঘরে বেশি আমার ঘরে কম থাকা শুরু করলা , আমার আর সারা রাত ঘুম হইতো না ৷ আমি তোমাগো ঘরের দরজার পাশে আইসা দাঁড়াইতাম ৷ তোমাগো ফিসফিস হাসি কানে আসলে বুকের ভেতর ছিঁড়ে যাইতো কী জানি ! খুব কষ্ট হইতো আমার ৷ তারপর নিপার যখন বাচ্চা প্যাটে আসলো আমি তখন যানি আরও একলা হইয়া গেলাম ! মনে মনে দোয়া করতাম আল্লাহ নিপারে মাইরা ফালাও ! শেষে যখন ওরে হাসপাতালে নিলো , ও তখন মইরাই গেছে প্রায় ! ডাক্তার আশেপাশে কাউরে না পাইয়া আমারেই কইছিল “মা , বাচ্চা দুজনকে বাঁচানো হয়তো সম্ভব হবে না , একজন হয়তো বাঁচবে ” …আমি তখন খুনির মত কুইছিলাম মায়ের দরকার নাই বাচ্চারেই বাঁচান ! আমার উপর ঘেন্না আইনো না … একটা সংসারের খুব লোভ হইছিল আমার ৷ ঐ মুহূর্তে মনে হইছিল আমি তো মা হইতে পারমু না , বাচ্চাটা বাঁচলে ওরে নিয়া আমাগো সংসার হইবো ৷ যাক সেইসব কথা ৷ এই কয়মাস নিপা নাই , আমি হাড়ে হাড়ে বুচ্ছি নিপা এই বাড়িত না থাকলেও এই সংসার আমার আর হইবো না ৷ আমি প্রথম থেকে যে অবহেলা সংসারের প্রতি করছি , সংসার এখন আমারে সেইটা ফেরত দিতেছে আর কিছু না ৷ আমি ভাবছিলাম প্রতিবাদ করলেই সমাধান হয় ৷ আসলে সংসার করতে গেলে অনেক সময় চুপও থাকা লাগে , অনেক সময় মানায়েও নেওয়া লাগে ৷ আমি মানতেও পারিনি , মানাতেও পারিনি ৷ তবে নিপা পারবে ৷ ওরে তুমি নিয়া আসো ৷ এই বাড়ির সন্তান এই বাড়িতেই বড় হোক ৷

—সুমাইয়া , আমারে তুমি মাফ কইরা দিও ৷ আমি খারাপ মানুষ , তোমা যোগ্য মর্যাদা আমি দিতে পারি নাই ৷ পঁচা শামুকে পা কাঁটছে তোমার …

—আমিও অযোগ্য ৷ আমার তেজ আছে , সহ্য ক্ষমতা নাই ৷ এই বাড়ির কাজের লোক পর্যন্ত নিপার জন্যে কান্দে , অথচ আমারে এরা জমের মত ভয় পায় ৷ তোমার মা আমারে ভয় পায় ৷ তুমিও আমারে ভয় পাও ৷ আমি কারও মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে পারিনি ৷

—আমি তোমারে ভালোবাসি বউ !

—আমি তোমার অভ্যাস ৷ ভালো তুমি নিপারেই বাসো ৷ এই যে এতগুলা দিন নিপা নাই , তুমি একদিনও আমার কাছে আসোনি …. থাক , আমি আসলে আর থাকতে চাই না ৷ তুমি আমার একটা উপকার করবা ?

—কী ?

—আমারে শহরে কোথাও রাখার ব্যবস্থা করো ৷ আমি আবার পড়াশোনা করতে চাই ৷ অনার্সে ভর্তির ব্যবস্থা কইরা দেও ৷ প্রথম দুই চার মাস আমার খরচ চালাইও , এরপর আমি একটা ব্যবস্থা কইরা নিমু ৷ কিছুইতো পারলাম না , পড়াশোনাটা শেষ করতে চাই ৷

—আমি তোমারে শহরে নিয়া যামু ৷ ভর্তি করামু ৷ খরচও চালামু আজীবন ৷ শুধু তুমি আমারে মন থেইকা বাইর কইরা দিও না … আমি মূর্খ মানুষ , অসৎ সঙ্গে মিশে নেশাপানি করাও শিখছি ৷ কিন্তু তুমি যে খাঁটি হীরা এটুকু আমি বুঝি ৷ আমি তোমারে আগলায়ে রাখতে পারলাম না , আমারে মাফ করে দিও ৷

—বিশ্বাস করো , একসময় তোমার উপর আমার অনেক রাগ আছিল ৷ এখন আর নাই ৷ কারও উপর রাগ নাই ৷ তাইলে আমি সব গুছায়ে নিতেছি ৷ কবে যাইতে হবে আমারে বইলো …

ইমরান আর জবাব দেয় না ৷ তার ভীষণ কান্না পাচ্ছে ৷ পুরুষ মানুষের কাঁদতে নেই ৷ পুরুষ মানুষের কান্নার স্বাধীনতাও নেই ৷ সে সুমাইয়ার আর কোন কথাই শুনতে পাচ্ছে না ৷ শুধু নিজের চোখের পানি আটকানোর চেষ্টা করে যাচ্ছে …

কিন্তু এত চেষ্টার পরেও লাভ হয় না ৷ সুমাইয়া মাথার উপর হাত রাখতেই শিশুর মত শব্দ করে কাঁদতে শুরু করে ইমরান …

সুমাইয়ার খুব ইচ্ছে করছে ইমরানের মাথাটা বুকে শক্ত করে চেপে ধরতে ৷ কিন্তু সে দ্রুতপায়ে ঘর থেকে বের হয়ে যায় ৷ সব ইচ্ছের মূল্য দিতে নেই ৷ যে ঘর ছাড়তেই হবে , সে ঘরের প্রতি মায়া বাড়িয়ে লাভ কী !

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here