#জেদ(A Conditional LoveStory)
#পার্ট২৬
#আফরিন_ইনায়াত_কায়া
.
.
সকাল থেকে আরদ্ধকে ফোন করার চেস্টা করছি।কিন্তু কোন না কোন ঝামেলা লেগেই আছে।ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই দেখি চার্জ ২%.চার্জার খুজছি এমন সময় মুনতাহা আপু দরজায় নক করলেন।দরজা খুলতেই আপু বলে উঠলেন
-ঘুম ভেংগেছে তোমাদের?আরাজ ওঠেনি এখনো ঘুম থেকে?ফ্রেশ হয়ে নেও জলদি। তোমাদের রিসিপশন আজকে। সেখান থেকে আরাজ তোমাকে তোমার বাবার বাসায় নিয়ে যাবে। রেডি হয়ে নেও জলদি।
আমি কিছু বলতে যাব তখনি নিশিতা পেছন থেকে একটা পার্সেল হাতে এসে বলল
-ভাবী আপনার নামে পার্সেল এসেছে।
আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম
-আমাকে কে পার্সেল পাঠাবে?
নিশিতা ঠোট ঊল্টিয়ে বলল
-কে আবার৷ তোমার বর। ধর তোমার জিনিস৷
বলে আমার হাতে বাক্সটা ধরিয়ে দিয়ে চলে গেল নিশিতা।মুনতাহা আপুও আর কিছু না বলে ঠোট উল্টিয়ে চলে গেলেন। আমি প্যাকেটটা হাতে নিয়ে রুমে এসে দেখি আরাজ ওয়াশরুমে গেছে।প্যাকেটটার গায়ে ছোট একটা চিরকুট লেখা। তবে তাতে কোন নাম ঠিকানা নেই।
-“No matter what happens
my love for you will never die.”
চিঠিটতে কেমন একটা চেনা গন্ধ ভেসে আসছে।অনিচ্ছা সত্ত্বেও অজানা এক কৌতুহল থেকে প্যাকেটটা খুললাম। ভেতর থেকে বেরিয়ে এল নীল রঙ্গা একটা শাড়ি।তবে শাড়ীটা পুরোটা নিল নয়৷ শাড়ির পাড় আর আচলের দিকটা black shadow দেওয়া আর পুরো শাড়ি জুড়ে ছোট ছোট সাদা কালো স্টোন বসানো। শুধু শাড়িই নয় শাড়ির সাথে জুয়েলারি সেট ও রয়েছে৷ এক জোড়া প্লাটিনামের ইয়ারিং আর দুটো চুড়ি।আমি জিনিস গুলো হাতে নিয়ে বসে আছি৷অজানা একটা ভয় কাজ করছে মনের মধ্যে। প্লিজ যেটা আমি ভাবছি সেটা যাতে না হয়।
.
.
সেজেগুজে পুতুল সেজে বসে আছি স্টেজের মাঝখানে ।বিয়েটা কোন ভাবে কাটানো গেলেও রিসিপশনের কথা ঘূর্নাক্ষরেও আমার মাথায় আসেনি ।ভেবেছিলাম বিয়ে নিয়ে আমার নিতান্ত অনিচ্ছা দেখে আরাজ এর ফ্যামিলি রিসিপশন নিয়ে মাথা ঘামাবে না।কিন্তু বিধি বাম ।উলটো আমাকে এখানে কাঠপুতুলের মত সাজিয়ে রাখা হয়েছে।তবে আরাজ বেশ উপভোগ করছে সবকিছু।ওর ফ্রেন্ডরা এসেছে ।সবাই হাসি মুখে ছবি তুলছে ।কিছু ক্ষনপর আগমন ঘটল আমার আব্বু আম্মুর ।বাবা এসে হাসিমুখে আরাজ এর সাথে কোলাকুলি করলেন ।মনমত মেয়ে জামাই পেয়ে অনেক খুশি সে।মায়ের চেহারায়ও হাসি খুশি ভাব ।বাবা আমার কাছে এগিয়ে এলেন ঠিকই কোন কথা বললেন না।মা আমার পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন
-কেমন আছিস?
আমি শুধু ঠোটে হাসি টেনে হ্যা সূচক মাথা নাড়ালাম ।বাবা মাকে দেখে আরাজের বাবা মা এগিয়ে এলেন ।বাবার খুশি যেন দ্বিগুন বেড়ে গেল ।মা এগিয়ে গিয়ে আরাজের মায়ের সাথে গল্প জুড়ে দিলেন ।লাস্ট কবে বাবা মাকে এতোটা খুশি দেখেছিলাম এই মুহুরতে মনে করতে পারছি না।তাদের হাসি দেখে এত কষ্টের ভেতরেও যেন আমার মনটা ভরে উঠল ।আরদ্ধের কথা গুলো খুব মনে পরছে এই মুহুর্তে ।আমি স্বার্থপরের মত শুধু নিজের কথা চিন্তা করে গেছি ।অথচ আরদ্ধ নিজের না হয়েও নিজের চেয়ে আমার বাবা মায়ের খুশিটাকে প্রাধান্য দিয়েছে।একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে মানুষ এই সীমা পর্যন্ত যেতে পারে আমার জানা নেই ।কথাগুলো ভাবতেই মন খারাপ হয়ে গেল ।আবার শূন্যতা গ্রাস করে নিল আমাকে ।
ফোনে চার্জ নেই ।অযথা হাতে নিয়ে বসে আছি।আরদ্ধর সাথে কথা বলাটা জরুরি খুব ।না জানে ছেলেটা কোথায় আছে।কি করছে ।ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুটে পালাই ।শক্ত করে আরদ্ধকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকাই ।আমি চাইলেও তা সম্ভব না ।আমার হাত পা বাধা।নিজেকে এতটা অসহায় হয়তো আগে কখনো অনুভূত হয় নি।
মাথা নিচু করে কথা গুলো ভাবছি ।ঠিক তখনি একটা চির পরিচিত কন্ঠস্বর কানে ভেসে এল
-How are you babygirl?
মাথা তুলে তাকাতেই আমি যেন পিলে চমকে উঠলাম ।আমার সামনে হাসিমুখে আরদ্ধ দাঁড়িয়ে আছে ।নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না আমার।তার চেয়েও অবাক করা বিষয় আরদ্ধ একটা ডার্ক ব্লু স্যুট পরেছে।আমি পাশ ফিরে তাকিয়ে দেখি আরাজ ব্লাক কালারের একটা কোর্ট পরে আছে ।নিচে চকলেট কালারের শার্ট ।আমি একবার নিজের দিকে তাকালাম আরেকবার আরদ্ধর দিকে।আরদ্ধর ড্রেস কোড আমার সাথে মিলে যাচ্ছে ।তার মানে আমাকে শাড়ি আরাজ নয় আরদ্ধ পাঠিয়েছে !!
আরদ্ধ আমার দ্বিধাদন্দ বেশ বুঝতে পারছে ।ওর ঠোটের কোনে বাকা হাসি লেগে আছে।আমি কাপা কাপা গলায় বললাম
-আরদ্ধ…।
আরাজ এগিয়ে এসে হাসি মুখে বলল
-Hey man .Thank’s for coming .It;s really a pleasure to have you here.It means a lot really.
-আমি তোমার জন্যে আসিনি আরাজ ।I’ve come to see my love if she is okay or not.
-Pardon please but তুমি হয়তো ভুলে যাচ্ছ …
-Yeah I know she is married to you .But she will always be my girl .Just because you’re her husband doesn’t mean you own her .আর একটা জিনিস যদি ওর আগে ভুলেও একটা আচড়ও লাগে you will see my worst and I mean it .
আরদ্ধর কথা শুনে আরাজ বেশ অবাক হয়ে গেছে ।কোণ রকমে নিজেকে সামলে বলল
-আরদ্ধ তুমি এসব কি বলছ?ইনায়াত আমার…।মানে আমি কেন…?কি সব বলছ তুমি?!
আরদ্ধ আরাজের কথা কে পাত্তা না দিয়েই আমার দিকে ফিরে তাকাল ।ঠোটে হাসি ধরে রাখলেও আরদ্ধর চোখের মধ্যে একটা গভীর কষ্ট লুকিয়ে আছে।আরদ্ধ যতই চেস্টা করুক না কেন সেটা আমার কাছ থেকে লুকাতে পারবে না।আমরা দুজন দুজনের মুখোমুখি ।ইচ্ছে করছে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি ।আরদ্ধ গাড় করে চুমু একে দিক আমার কপালে।কিন্তু আমরা দুজনেই জানি এর কোণটাই সম্ভব না।দুজন কাছাকাছি থাকা সত্ত্বেও মধ্যকার দূরত্ব অনেক বেশি ।মাঝখানে রয়েছে হাজার কারন ।অনেক বাধাধরা নিয়ম।আরদ্ধ জানে এভাবে ঠিক বেশিটা সময় দুজনের পক্ষেই নিজেকে ধরে রাখা সম্ভব হবে না।সে আমার হাত দুটো চেপে ধরে বলল
-আমি সব সময় তোমার সাথে আছি ।হুম?যাই হোক না কেন Don’t be afraid .Be brave.I love you always.
কথাটা বলেই আরদ্ধ আমার ঠোটের কোনে আলতো করে চুমু খেল ।পুরো শরীর কেপে উঠল আমার আরদ্ধর ছোয়া পেয়ে ।আরদ্ধ একটা সিদ্ধ হাসি দিয়ে চলে গেল।আশেপাশের সবাই ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আমার আর আরাজের দিকে ।আরাজ পরিস্থিতি সামলাতে বলে উঠল
-আরে আপনারা সবাই চুপচাপ কেন এত ?Please enjoy the party.আরে ফটোগ্রাফার সাহেব ছবি তুলেন ।
আশেপাশের মানুষজন ব্যাপারটা হজম করে ফেললেও চারজন মানুষ এখনো তীক্ষ্ম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।চোখ দিয়ে আমার উপর বজ্রপাত ফেলছেন আমার আর আরাজের বাবা মা।…#জেদ(A Conditional LoveStory)
#পার্ট২৭
#আফরিন_ইনায়াত_কায়া
.
.
-আরদ্ধ আমাকে কেন কিস করেছে এটা আমাকে না জিজ্ঞেস করে আরদ্ধকে জিজ্ঞেস কর।আরদ্ধকে আমি ইনভাইট করিনি। তুমি করেছ।সুতরাং যা কিছু ঘটেছে এটার দায়ভার আমার না।
-ইনা….সরি ইনায়াত আমি মানছি আরদ্ধ তোমাকে অনেক ভালোবাসে বাট We’re married now.দুনিয়া সমাজের নজরে তুমি আমার ওয়াইফ।ভরা সভায় কেউ যদি এসে আমার ওয়াইফকে কিস করে যায় তাহলে ব্যাপারটা কত খানি সন্দেহের চোখে দেখা হতে পারে তুমি জানো নিশ্চয়ই।
.
ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি।বাসায় আসার পর থেকেই আরাজ অনবরত একটা জিনিস কে চুইংগামের মত টেনেই চলছে।ওর কথা শুনে পিছনে ফিরে তাকালাম আমি। আরাজকে খুব উত্তেজিত দেখাচ্ছে। সদ্য বিবাহিত বঊকে ভরা মজলিশে কোন পর পুরুষ কিস করে গিয়েছে। অথচ সে স্বামী হয়েও একবারও ছোয়ায় সুযোগ টুকুও পায় নি।।
-যদি ভেবে থাকো যে তোমার ওয়াইফকে আরদ্ধ আমাকে কিস করেছে বিধায় আমার উচিত ছিল রিয়েকশন দেখানো বা তাকে চড় থাপ্পড় কিছু মারা তাহলে জানিয়ে দেই আরদ্ধ আমার জীবনের সব চেয়ে প্রিয় মানুষ৷ আর আমার সবচেয়ে প্রিয় বস্তু হল আরদ্ধর ঠোট।আজকে প্রথম নয় যে আরদ্ধর ঠোট আমাকে স্পর্শ করেছে৷ এর আগেও অনেক বার আরদ্ধ আমাকে চুমু খেয়েছে।সুতরাং তোমার ওয়াইফ হিসেবে হিসেবে কিভাবে রিয়েক্ট করা উচিত আমি জানি না।কারন আমার মধ্যকার ইনায়াত এখনো আরদ্ধকে ভালোবাসে।
আমার কথা শুনে আরাজের মাথায় যেন বাজ ভেংগে পরল।ওর চোখে মুখে স্পষ্ট বিষ্ময়ের ছাপ।ওর হাত পায়ে অস্থিরতা কাজ করছে।মুহুর্ত দেরী না করে সে রুম থেকে বেরিয়ে গেল।আমি একদৃষ্টিতে আংটিটার দিকে তাকিয়ে আছি ।যাওয়ার সময় আরদ্ধ এটা আমার হাতে গুজে দিয়েছিল।হয়তো আমাকে দেওয়া এটাই তার শেষ উপহার।
.
.
রাতে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম।ভাতের প্লেট এ হাত দিব তখনি আম্মু বলে উঠল
-তুই একা কেন!জামাই বাবাজী কোথায়?
আমি মার কথায় গুরুত্ব না দিয়ে প্লেটে ভাত বাড়তে বাড়তে বললাম
-জানি না।
মা আমার কাছ থেকে ভাতের বাটিটা টেনে নিয়ে বলল
-জানি না মানে?কালকে তোর বিয়ে হয়েছে আর আজকে জামাই কই তুই জানিস না?
মায়ের কথা শেষ না হতেই বাবা বলে উঠলেন
-নিজের জামাই এর খবর কখন রাখবে !ওর মাতামাতি তো পরপুরুষ নিয়ে ।ভরা অনুষ্ঠানে ছেলেটা এসে কীভাবে ছিহ!!মান সম্মান শেষ আমার।বিয়ে না হইতেই এই কাজ বিয়ে না হলে যে আরও কি করত!আমি কি এমনি এমনি অই ছেলের সাথে বিয়ে হইতে দেই নি।
-জামাইকে না নিয়ে একা একা খেতে চলে আসছিস!আমি ২৬ বছর ধরে সংসার করতেছি ।আজ পর্যন্ত তোর বাবাকে ছাড়া খাইনি কোনদিন।আর তুই বিয়ে হইতে না হইতেই একা একা খাইতে চলে আসছিস!যে ঘরে যা।জামাই আসবে তখন খেতে আসবি।
মায়ের কথা শুনে আমার অবাক হওয়ার কথা।প্রচন্ড কষ্ট পাওয়ার কথা।কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার কোনটাই হচ্ছে না ।বরং আমার কোন অনুভুতিই হচ্ছে না।যেন এমনটাই কিছু হওয়ার ছিল।প্লেট রেখে উঠতে যাব তখনি আরাজ বাসায় এল।আরাজ কে দেখে মা খুশিতে গদগদ হয়ে বলল
-আরে জামাই বাবাজি ।কোথায় গিয়েছিলে?
আরাজ আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল
-আন্টী ইনায়াত আইসক্রীম খেতে চেয়েছিল ।তাই আইস্ক্রীম আনতে গিয়েছিলাম ।
আরাজের কথা শুনে মা দ্বিগুন খুশি হয়ে বললেন
-তুমি আর ওর কথা শুনতে গেছ বাবা!ওর সব বাচ্চামি আবদার ।এই রাতে কেউ আইসক্রীম খায় নাকি!কি রে তুই শুধু শুধু ছেলেটাকে খাটাচ্ছিস!আর বাবা আমাকে আন্টী বলো না ।আমি তো তোমার মায়ের মত।খেতে বস আমরা তোমার জন্যেই অপেক্ষা করছিলাম।
-জ্বি আচ্ছা আন্টী ।সরি মা ।
আরাজ খেতে বসতেই আমি উঠে দাড়ালাম।মা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন
-কিরে উঠলি কেন?খাবি না!
-না খিদে নেই।
কথা টুকু বলেই আমি সেখান থেকে চলে এলাম।
.
.
সবকিছু কেমন যেন পালটে গিয়েছে ।নিজেকে অজানা লাগতেছে।আশেপাশের মানুষ গুলোকে অজানা লাগতেছে।আরদ্ধকে খুব বেশি মনে পরছে ইদানীং।হয়তো না পাওয়া থেকেই অপ্রাপ্তির অসুখটা বেশি অনুভব হচ্ছে।অনেকটা গোছানো ছিল আমার আর আরদ্ধর কল্পনায় আজকের দিনগুলো ।ছেলেটার খুব শখ ছিল বিয়ের রাতে আমাকে শক্ত করে জড়ীয়ে ধরে সারা রাত ঠোটে ঠোট ডুবিয়ে রাখবে।কোন বাধাধরা থাকবে না,থাকবে না কোন অযুহাত।আমাকে নিজের করে নিবে তার ভালোবাসায় ।অথচ চোখের পলকেই সব পালটে গেল যেন।সব কিছু তুচ্ছ করে আজকে আমি অন্য জনের ঘরের বউ ।এখনো সবকিছু অবিশ্বাস্য লাগছে।যেন কোন দুস্বপ্নে আছি ।এই তো আর ক্ষন কয়েক তার পরেই আবার ঘুম ভাংবে ।আমি গিয়ে আরদ্ধকে জড়িয়ে ধরব।আরদ্ধ ভালোবেসে আমাকে বুকে আগল নেবে।
ফোন হাতে নিয়ে আরদ্ধর নাম্বারে কল দিলাম আমি ।রিং হল ঠিকই কিন্তু ওপাশ থেকে কোন জবাব এল না।আবার একবার ডায়াল করলাম।দু বার রিং পরে কেটে গেল।আবার কল দিতে যাব তখনি আরাজ রুমে এল ।আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল
-আন্টি সরি মা ধরে বাধে অনেক কিছু খাওয়ালেন ।এখন মনে হচ্ছে নড়তে পারছি না ।তুমি খেয়েছ?
-খিদে নেই আমার।
আমি ব্যাগ থেকে ল্যাপটপ বের করে নিয়ে বসলাম ।আরাজ বেশ উশ খুশ করে বলে উঠল
-ব্যস্ত তুমি?
-কেন?
-উম না তেমন কিছু না।এম্নি গল্প করতাম ।
-গল্প করার ইচ্ছে নাই ।
-ওকে তাহলে ঘুমাই চলো ।
-ঘুমাও তুমি ।
-তুমি ঘুমাবে না?
আরাজের কথার কোন জবাব দিলাম না আমি।ফেসবুকের নতুন ফ্রেন্ড এর মত ছোটখাটো কথা চালানোর চেস্টা করছে।আমি কানে হেডফোন গুজে ল্যাপটপে মনযোগ দিলাম ।কিছুক্ষন পর মাথা তুলে দেখি আরাজ কিছু একটা বলার চেস্টা করছে।আমি কান থেকে বাড খুলে জিজ্ঞেস করলাম
-কিছু বলবে?
-রাত অনেক হয়েছে।ঘুমাও ।তাছাড়া সকালে বাসায় ব্যাক করতে হবে।
আমি ল্যাপটপটা অফ করে পাশে রেখে চেয়ারে বসেই চোখ বুঝলাম।আরাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল
-তুমি এখানে ঘুমাবে?তোমার ঘাড় ব্যাথা করবে তো ।চল বিছনায় শোবে।
-হবে না অভ্যাস আছে আমার। স্কুল লাইফে থাকতে রোজ এভাবেই ঘুমাতাম ।
-Oh come on Inayat.আমরা হাসবেন্ড ওয়াইফ এখন।আমি তোমাকে কোণ কিছুর জন্যে ফোর্স করতেছিনা ।তো এক বিছানায় ঘুমাতে সমস্যা টা কি!
-মাঝ রাতে আমি ঘর থেকে বের হয়ে গেলে ব্যাপারটা ভালো লাগবে না আরাজ ।তুমি বরং ঘুমাও ।আমি এখানেই ঠিক আছি।
কথাটা বলে আমি কানে হেডফোন গুজে টেবিলে মাথা নোয়ালাম ।গীটারের টুংটাং আওয়াজে আরদ্ধ মিষ্টি মধুর আওয়াজে গেয়ে চলছে
-Teri najro main hain mere sapne
Mere sapno main hain naraji
Mujhe lagta hain ke baate dil ki
Hoti labjo ki dhoke baji
Tum saath ho yah na ho
Keya fark hain be dard thi
Jindegi be dard hain
Agar tum saath ho …..
চলবে