এক রক্তিম আলো পর্ব -০৬

#এক_রক্তিম_আলো
#আরোহী_ইসলাম
#পর্ব:৬

অবনি রাহিকে চোখ টিপ দিয়ে বললো ‘ তুই যদি চলিস ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়, এই বল অবনি মেহমানদের কাছে এসে সবাই কে শরবতের গ্লাস এগিয়ে দিলো। অবনির যাওয়ার দিকে তাকিয়ে রাহি হাত মুষ্টিবদ্ধ করে নিলো। এক মহিলা অবনিকে বলে উঠলো ‘ তোকে তো ধ্রুবের সাথে ভালো মানিয়েছে।’

মহিলাটার কথায় অবনি কিছুটা লজ্জা পেলো। ধ্রুব চুপচাপ ওইখান থেকে রুমের দিকে যাবে তার আগেই আরেকটা মহিলা হেসে বললো ‘ লজ্জা পেয়ে পালাচ্ছিস নাকিরে ধ্রুব?

ধ্রুব মাথা চুলকিয়ে দ্রুতগতিতে স্থান ত‍্যাগ করলো যেনো এইখানে এখন সে থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ধ্রুবের যাওয়ার দিকে তাকিয়ে সবাই হেসে দিলো।

কিছুক্ষন পর
অবনি রুমে দাঁড়িয়ে আছে। একটু আগেই ওনারা চলে গেছেন। অবনি ধ্রুবের দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বললো ‘ শুনেন?

ধ্রুব ল‍্যাপটপে অফিসের কাজ করছে। অবনির কথা শুনে তখন বললো ‘ হুম বল।’ অবনি মলিন কন্ঠে বললো ‘ তুমি কি আমাকে সত্যি ডিভোর্স দিবে?

প্রতি উত্তরে ধ্রুব কিছু বললো না। অবনি আকুল কন্ঠে ধ্রুবের দিকে তাকিয়ে বললো ‘ বলো?

ধ্রুব বিরক্তি চাহনিতে অবনিকে বললো ‘ এর উত্তর আমি দিতে পারবো না।’
এই বলে ধ্রুব বিছানা থেকে উঠে দরজার দিকে যাবে তার আগেই অবনি দৌড়ে দরজার সামনে এসে ধ্রুবকে হেচকা টান দিয়ে নিজের কাছে এনে ধ্রুবের কপালে চুমু দিলো।

এদিকে
রাহি ধ্রুবের রুমে আসতেছিলো অফিসের কিছু কাজ নিয়ে আলোচনা করার জন্য কিন্তু দরজার সামনে এসে ওদেরকে আপত্তি কর অবস্থা দেখে রাহি রেগে গেলো। রাহি দরজায় জোরে টোকা দিতেই অবনি চমকে গিয়ে তাড়াতাড়ি ধ্রুবকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে দেখে রাহি দাঁড়িয়ে আছে। অবনি হেসে বললো ‘ রাহি তোর কি মিনিমাম কমনসেন্স নেই? স্বামী স্ত্রীর রুমে এইভাবে বারবার কেউ আসে?

অবনির কথায় রাহি রেগে বললো ‘ এইটা আমার রুম হওয়ার কথা ছিলো কিন্তু তোর জন্য হলো না। তুই আমার থেকে ধ্রুবকে কেরে নিয়েছিস। তোর জন্য আমার ভালোবাসা পূর্ণতা পেলো না।’

অবনি ভ্রু কুচকে বললো ‘ তুই জানিস যে পূর্ণতা পাবে না তাহলে কেন আমার সেন্টি জামাইয়ের উপরে নজর দিচ্ছিস?

রাহি ধ্রুবের দিকে তাকিয়ে ন‍্যাকা কন্ঠে বললো ‘ ধ্রুব ও আমাকে ইনসাল্ট করছে আর তুমি দাড়িয়ে দাড়িয়ে দেখছো? তুমি কি অবনির জালে পা দিলে নাকি? আমাদের এতোদিনের সম্পর্ক সব কি মিথ্যা তাহলে?

ধ্রুব বিরক্ত কন্ঠে বললো ‘ ও গড আমাকে নিয়ে যাও। এদের ঝগড়া আর ভালো লাগছে না। শুনো রাহি তোমাকে আমি ভালোবাসাতাম এখনো বাসি করন তুমি আমার প্রথম ভালোবাসা। হয়তো আমাদের দূরত্ব বেড়ে যাবে তবুও তোমার জন্য আমার মনে বিন্দুমাত্র ভালোবাসা থাকলেও থাকবে।’

রাহি বললো ‘ এমন করছো কেনো ধ্রুব। সরি আমি ওইভাবে কিছু বলিনি।’

অবনি মুচকি হেসে কিছু বলবে তার আগেই অবনির ফোনে কল বেজে উঠলো। কল বাজার শব্দে অবনি ফোনটা নিয়ে ধ্রুবকে বললো ‘ আমি একটু আসছি, এই বলে অবনি ধ্রুবের রুম থেকে সরে এসে কল ধরে কানে নিয়ে বললো ‘ হ‍্যাঁ বলো।’

অপরপাশ থেকে একটা পুলিশ অফিসার বলে উঠলো ‘ ম‍্যাম আর্থিক আহমেদের বাড়ি সার্চ করে কিছু ক্লু পাওয়া গেছে।’

অবনি গম্ভীর কন্ঠে বললো ‘ কি ক্লু?

পুলিশ অফিসার বললো ‘ একটা মেয়ের চুল। আর হাতের আংটি। আপনাকে আমি আংটির সস পাঠিয়ে দিচ্ছি।’

অবনি চিন্তিত কন্ঠে তখন বললো ‘ আচ্ছা।’ তারপর পুলিশ অফিসার অবনির ফোনে আংটির পিক পাঠিয়ে দিতেই অবনি আংটির পিকটা দেখে প্রচন্ড অবাক হয়ে গেলো। অবাক হয়ে বিরবির করে বললো ‘ এইটা কিভাবে পসিবল? ওই খু’ন করেছে আর্থিক আহমেদকে কিন্তু কেনো?
অবনি মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অবনি মেসেজ দিয়ে বললো ‘ দেখেছি আমি কালকে অফিসে আসবো তারপর কথা হবে, এই বলে অবনি কল কেটে দিলো। অবনি ধ্রুবের রুমে এসে দেখে রাহি এখনো দাঁড়িয়ে আছে। অবনি দীর্ঘ শ্বাস নিয়ে রাহিকে বললো ‘ রাহি এমন কোনো কাজ করিস না যাতে প্রতিটা মানুষ তোকে ঘৃণা করে। বড় বোন হিসেবে শুধু এইটুকুই বললাম।’

অবনির কথা শুনে রাহি বললো ‘ কি বলছিস তুই?
অবনি বললো ‘ কিছু না।’

রাত্রে
অবনি ধ্রুবের রুমে চোখ বন্ধ করে শুয়ে আছে। ধ্রুব অবনিকে নিজের বেডে দেখে ঝাঝালো কন্ঠে বললো ‘ তুই সোফায় ঘুমা যা। আমার বেড আমি কাউকে শেয়ার করতে পারবো না।’

অবনি চোখ বন্ধ রেখেই বললো ‘ সেন্টি জামাই বিছানায় ঘুমাতে চাইলে আমার পাশেই তোমাকে ঘুমাতে হবে। আমি সোফায় ঘুমাতে পারবো না।’

ধ্রুব ধমক দিয়ে বললো ‘ তুই জানিস আমি সোফায় ঘুমাতে পারি না আমার ঘাড় ব‍্যথা হয় তারপরও বেডে ঘুমাচ্ছিস কেন? যা সোফায় ঘুমা।’

অবনি শুয়া থেকে দাঁড়িয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে বেডে ফেলে অবনি ধ্রুবকে জড়িয়ে ধরলো। অবনির কাজ দেখে ধ্রুব অবাক হয়ে গেলো। ধ্রুবের হার্টবির্ট যেনো দ্রুতগতিতে চলাচল করতেছে। ধ্রুব নিজের উপর থেকে অবনিকে সরিয়ে থমথমে গলায় বললো ‘ আমি সোফায় ঘুমাবো।’
এই বলে ধ্রুব বিছানা থেকে উঠতে যাবে অবনি রাগিনীর রুপ ধারণ করে বললো ‘ তুমি সোফায় ঘুমাবে না আমার সাথে ঘুমাবে।’

ধ্রুব তখন মিনমিনে কন্ঠে বললো ‘ না আমি সোফায় ঘুমাবো।’

অবনি মুচকি হেসে বললো ‘ তুমি আমার কথা শুনবে না তাই তো। এইবার দেখো আমি কি করি, এই বলে অবনি নিজের ওরনা এনে ধ্রুবকে বিছানায় ফেলে ধ্রুবের হাত খাটের সাথে বাধলো। টেবিল থেকে কস্টিপ এনে ধ্রুবের মুখে লাগিয়ে দিলো যাতে কথা বলতে না পারে। ধ্রুব বড় বড় চোখ করে অবনির দিকে তাকিয়ে বললো ছাড়, কিন্তু মুখে কস্টিপ মা’রার ফলে অবনি কিছুই শুনতে পেলো না। অবনি বললো ‘ চুপ করে ঘুমাও এই বলে অবনি ধ্রুবের বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলো। ধ্রুব আর কোনো উপাই না পেয়ে চোখ মুখ বুজে ঘুমিয়ে পরলো।

সকালবেলায়
ড্রয়িং রুমে বসে আছে সবাই শুধু অবনি আর ধ্রুব বাদে। ধ্রুবের মা অবাক হয়ে অবনির মাকে বললো ‘ ধ্রুব আর অবনি এখনো নিচে আসলো না কেনো?
রাহির মা বললো ‘ চলো তো ওদের রুমে যেয়ে।’ রাহির মায়ের কথায় সবাই বললো আচ্ছা। তারপর ধ্রুবের মা রাহির মা আর রিহানা ধ্রুবের রুমের সামনে এসে দরজায় ধাক্কা দিতেই দেখে দরজা খুলা। ধ্রুবের মা ভিতরে আসতেই অবাক হয়ে গেলো চোখ বড় বড় করে তাকিয়ে তিনজনই মুখে হাত দিয়ে সোজা দরজার কাছে চলে গেলো কারনটা হলো ধ্রুবের হাত বাধা আর অবনি ধ্রুবের উপরে ঘুমিয়ে আছে এই আপত্তি কর দৃশ্য দেখেই ধ্রুবের মারা লজ্জায় চলে গেছে।

কিছুক্ষন পর
” অবনি ঘুম থেকে উঠে দেখে ধ্রুব ঘুমিয়ে আছে। ধ্রুবের হাত বাধা দেখে অবনির কালকে রাতের কথা মনে পরতেই তাড়াতাড়ি করে হাত খুলে দিয়ে ওয়াশরুমে চলে গেলো। অবনি ফ্রেশ হয়ে রুমে এসে দেখে ধ্রুব বসে আছে। ধ্রুব অবনিকে কিছু বলবে তার আগেই অবনি ফোনটা নিয়ে চট করে রুম থেকে চলে গেলো। অবনি নিচে এসে ধ্রুবের মাকে বললো ‘ সরি সরি আসলে কাল একটু লেইটে ঘুমিয়েছিলাম দেখে আজকে উঠতে লেইট হয়েছে।”

ধ্রুবের মা মুচকি হেসে বললো ‘ আচ্ছা বুঝেছি।’
অবনি মুচকি হাসলো। ধ্রুবের মা বললো খেতে বস। ধ্রুবের মায়ের কথায় অবনি আচ্ছা বলে খেয়ে নিলো। খাওয়া শেষ করে অবনি ধ্রুবের মাকে বললো ‘ আমার একটু কাজ আছে বাহিরে যেতে হবে।’
ধ্রুবের মা বললো ‘ আচ্ছা যা।’ অবনি ধ্রুবের মায়ের থেকে বিদায় নিয়ে অফিসে আসলো। অবনি অফিসে এসে আনিসুল আহমেদের কাছে এসে বললো ‘ স‍্যার বলেন।’

আনিসুল আহমেদ তখন বললো ‘ শুনো অবনি ** এই জায়গায় শিশু পাচার হবে আজকে আমাদেরকে এইখানে যেতে হবে। আজকেই কে এই পাচার করছে তাকে ধরতে হবে যে করেই হোক।’
তুমি রেডি তো? অবনি স্বাভাবিক কন্ঠে বললো ‘ হুম স‍্যার।’ আনিসুল আহমেদ মুচকি হেসে বললো ‘ তোমার টিমদের বলে দাও আমরা একটু পরেই যাবো।

অবনি শান্ত কন্ঠে বললো ‘ ওকে স‍্যার। তারপর অবনি তার স্পেশাল টিমকে বললো।

কিছুক্ষন পর
অবনিদের টিমরা সবাই ** জায়গায় আসলো। কারন একটু পরেই শিশুদেরকে শহরের বাহিরে পাচার করা হবে। অবনি বন্ধুক হাতে নিয়ে আনিসুল আহমেদ কে বললো ‘ স‍্যার আমি গোডাউনের ভিতরে গেলাম।’

আনিসুল আহমেদ বললো ‘ তোমার যাওয়া লাগবে না। আমরা যাচ্ছি।’

অবনি চোখ মুখ শক্ত করে বললো ‘ স‍্যার আমি আগে যাবো তারপর আপনারা যাবেন।’ এই বলে অবনি বন্ধুক নিয়ে গোডাউনের ভিতরে আসলো। অবনি গোডাউনের ভিতরে এসে ধীর পায়ে হাটতে লাগলো। অবনির যাওয়ার পরেই আনিসুল আহমেদ সবাই কে বললো ‘ চলো তোমরা সবাই।’ এই বলে তাড়াও আসলো। তারপর শুরু হলো মা’রা’মা’রি।অবনি ভিতরে এসে একটা রুমের জানালা দিয়ে দেখে কিছু শিশুদের ওইখানে রাখা হয়েছে।

অবনিকে একটা লোক দেখে অবনিকে মা’রতে যাবে তার আগেই অবনি পিছন ঘুরে লোকটার বুকে লা’থি দিতেই লোকটা নিচে পরে গেলো। অবনি গু’লি’র শব্দ পেয়ে সেখানে আসলো। একটা লোক আনিসুল আহমেদকে গু’লি করতে যাবে তার আগেই অবনি সোজা লোকটার হাতে গু’লি করতেই সে আহ্ করে উঠলো। অবনি তাড়াতাড়ি সেই লোকটার কাছে এসে তাকে ধরলো। অবনি রাগী চোখে তাকিয়ে বললো ‘ তুমিই তাহলে এই দলের লিডার?

লোকটা বললো ‘ ছাড়ো আমাকে।’ লোকটার কথা শুনে অবনি অবাক হয়ে বললো ‘ তুমি মেয়ে?
মেয়েটা রেগে বললো ‘ হ‍্যাঁ।’ সিআইডির পুরো টিম মেয়েটাকে ঘিরে ফেললো। অবনি মেয়েটার মাথায় বন্ধুক তাক করে বললো ‘ মুখের মাক্স খুলো। না হলে এখনই তোমাকে শে’ষ করে দিবো।’ মেয়েটা ভয় পেয়ে মাক্স খুলতেই অবনির পায়ের তলা থেকে যেনো মাটি সরে গেলো। অবনি কাপা কাপা গলায় বললো,,

#চলবে…
( ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পড়ে মন্তব্য করার অনুরোধ রইলো। হ‍্যাপি রিডিং।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here