#অদ্ভুত_প্রণয়নামা
#পর্ব_১৭
#তাশরিন_মোহেরা
বিরসমুখে ড্রয়িংরুমে এসে হাজির হলাম আমি। কিছুক্ষণ আগে মা-ছেলের কথোপকথন আমায় ভীষণ ভাবাচ্ছে। রূপন্তীর দিকে আড়চোখে একবার দেখলাম। কার সাথে যেন ফোনে কথা বলছে সে। যাওয়ার জন্য সেও একদম প্রস্তুত। মুগ্ধ এর মাঝে বলে উঠে,
‘আপনারা একটু দাঁড়ান। আমি ভাইয়াকে ডেকে আসি।’
পরপরই সে মুখরকে ভেতরের রুম হতে ডেকে আনলো। তবে মুখরকে দেখে বোঝার উপায় নেই খানিকক্ষণ আগে সে হাজার দুঃখে জর্জরিত ছিলো। ছেলেটা এতো ভালো অভিনয় কিভাবে পারে? তবে মুখরকে একটু ভালো করে খেয়াল করতেই বুঝলাম ছেলেটার চোখে এখনো দুঃখ ঝরছে। মানুষ যতই অভিনয় করুক, যতই নিজেকে মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে ফেলুক, নিজের চোখ কখনো মিথ্যা দিয়ে ঢাকতে পারে না!
মুখর রূপন্তীকে বললো,
‘গাড়ি কি চলে এসেছে তোমার জন্য?’
‘হ্যাঁ, এখনই এসে পড়বে। এইতো এসে গেছে!’
রূপন্তী ফোনের দিকে তাকিয়ে বললো। মুখর বলে,
‘আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দেই।’
পরক্ষণেই আমার দিকে ফিরে বলে,
‘আপনি একটু অপেক্ষা করুন, মিস.তিথিয়া!’
আমার ইহজগতের কিছুতেই যেন খেয়াল নেই। মাথায় গুঁজে থাকা একগুচ্ছ ভাবনা সবটা এলোমেলো করে দিচ্ছে আমার। আমি ভাবনায় বুদ হয়ে মাথা দুলালাম শুধু।
মুখর এসে আমায় নিয়ে বেরিয়ে পড়লো। আমি একবার ক্ষীণ স্বরে বললাম,
‘আমি একা-ই যেতে পারবো, মুখর সাহেব।’
মুখর প্রত্যুত্তরে বলে,
‘কতক্ষণই বা লাগবে? আর এই সন্ধ্যেবেলা আপনাকে একা যেতে দেওয়াটা কি ঠিক হবে, বলুন?’
আমি আর কথা বাড়ালাম না। মন মেজাজ একদমই ঠিক নেই! যতই চিন্তা করি পাশের মানুষটাকে কষ্ট দেবো না ততই যেন তার উপর দায়িত্ব আরো বেশি পরিমাণে ফেলে দেই। ছেলেটা বাবার শোকটাও ঠিক মতোন পালন করতে পারলো না!
সন্ধ্যের আলোতে চারপাশ একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। খোলা রাস্তা ধরে পাশাপাশি হাঁটতে বেশ ভালো লাগছে আমার। আজ সেদিনের মতো অস্বস্তি কাজ করছে না। হালকা হিমেল হাওয়ায় মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে ভালোলাগায়।
মুখর পকেটে দু’হাত গুঁজে সামনে এগোচ্ছে। তার দৃষ্টি সামনেই নিবদ্ধ। আর আমার দৃষ্টি নিবদ্ধ তার দিকেই। কিছুক্ষণ হাঁটার পর আমি নিজের অজান্তেই জিজ্ঞেস করে ফেললাম,
‘মুখর সাহেব, আপনার এই কঠিন ব্যক্তিত্বের পেছনে কোনো দুঃখজনক কাহিনী নেই?’
মুখরকে যেচে দেখলাম সে আমায় তার দুঃখের কাহিনী বলে কিনা! তবে মুখর মুখরই! যত কিছুই হোক, নিজের শক্ত খোলস এতো সহজে সে খুলছে না। সে যথারীতি বললো,
‘আছে! সবার জীবনেই দুঃখজনক কিছু না কিছু আছে।’
চুপচাপ দাঁড়িয়ে তার কথা শুনলাম। কিছু সময় নীরবতা পালন করে মুখর আমায় অবাক করে দিয়ে মুখ খুললো,
‘জানেন, মিস.তিথিয়া? আমার মন খোলা আকাশের মতো স্বচ্ছ নয়, বরং এই মন জালের মতো কঠিন, হযবরল! মাঝে মাঝে নিজের মনকেই আমি যেন বুঝে উঠতে পারি না।’
মুখে একটা মলিন হাসি এঁটে আমাকে দেখলো মুখর। হঠাৎই বুক ভেঙে কান্না এলো আমার। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমার! ছেলেটাকে জড়িয়ে বলতে ইচ্ছে হচ্ছে, ‘সব ঠিক হয়ে যাবে, মুখর সাহেব।’
কিন্তু এমনটা করার সাধ্যি নেই আমার। জানি না কখনো সাধ্যি হবে কিনা! কেননা আমার ভালোবাসাটা অনিশ্চিত! কাউকে পাবো না ভেবেও তার প্রতি টান অনুভব করাটাই বোধহয় ভালোবাসার প্রকৃত সত্য!
একটা পার্কের কাছাকাছি এসেছি আমরা। কিছুদূর হেঁটে গেলেই আমার বাসা। আমি অনুরোধের সুরে মুখরকে বললাম,
‘আপনি এবার ফিরে যান, মুখর সাহেব। এটুকু পথ আমি নিজেই যেতে পারবো।’
ক্ষীণ সুরে বললো মুখর,
‘খোলা হাওয়ায় হাঁটতে ভালোই লাগছে। তাছাড়া আপনার বাসার গলি পর্যন্ত না হয় আপনাকে এগিয়ে দিয়ে এলাম। সমস্যা তো নেই, তাই না?’
ব্যাগটা হালকা তুলে বললাম,
‘তা তো নেই।’
তবে আমি জানতাম না আমার জন্য ভবিষ্যতে এতোবড় একটা সমস্যা অপেক্ষা করছে। হাঁটার মাঝপথে আজ আবারো আব্বাকে চোখে পড়লো আমার। ভ্রুটা কুঁচকে ভালোভাবে দেখলাম। আব্বা আমার দু’হাট মুট করে পেছনের দিকে নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছেন। আমি উপায় না পেয়ে আবারো মুখরকে টান মেরে বসিয়ে দিলাম। তবে আজ তার হাত নয় বরং তার কলার ধরে টান মেরেছি আমি। কলারের টান খাওয়ায় বেচারা ভীষণ চমকে উঠলো। একটা গাছের কোণায় মুখরকে নিয়ে বসে পড়লাম। মুখটা বিকৃত করে বলে উঠলাম,
‘খোদা, বারবার আমার সাথেই কেন এসব হয়?’
কিছুক্ষণ যেতেই খেয়াল করলাম আমি আর মুখর মুখোমুখি বসে আছি তবে খুব কাছে। আমার মাথা তার বুক ছুঁইছে। মুহুর্তেই লজ্জায় মাথা কাটা গেল আমার। মুখর বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো,
‘মিস.তিথিয়া? আমরা হঠাৎ এভাবে বসে পড়লাম কেন?’
আমি তার ঠোঁটে তর্জনী চেপে বলে উঠলাম,
‘চুপ! কোনো কথা বলবেন না এখন।’
ফিসফিসিয়ে ধমকালাম আমি। মুখর এই ধমকে নিঃশব্দ হয়ে গেল। মনে মনে আয়াতুল কুরসী পাঠ করছি। আর দোয়া করছি আব্বা যাতে এদিকটায় না আসে! আমায় বিড়বিড় করে দোয়া পড়তে দেখে মুখর ঠোঁট টিপে হাসছে। আমার খুব রাগ হলো। একে তো আমি জীবন-মরণ অবস্থায় আছি, আর লোকটা হাসছে?
‘কিরে? তিথি মা না?’
এ কথায় দুজনেই শিউরে উঠলাম। গাছের অপর পাশে কিছুদূরেই দাঁড়িয়ে আছেন আব্বা। ভয়ে আঁতকে দুজন দুজনের দিকে তাকালাম। এদিকটা সামান্য অন্ধকার, কিন্তু আব্বা কিভাবে টের পেল আমাকে? আমি তৎক্ষণাৎ সাতপাঁচ না ভেবে মুখরকে ধাক্কা মেরে চট করে উঠে দাঁড়াই। আব্বা যখন আমায় চিনেই ফেলেছে তাই এখন লুকিয়ে আর লাভ নেই! আব্বার দিকে ফিরে অপ্রস্তুত হাসলাম আমি। আব্বা আমাকে দেখে ভ্রু কুঁচকে বললো,
‘আরে, তিথি-ই তো! কিরে মা, এখানে কি করছিস?’
আব্বাকে দেখে পুরো হাত-পা কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে। কি করবো, কি বলবো কিছুই বুঝে উঠছি না। আমতা আমতা করে কোনোরকমে বললাম,
‘আব্বা আমার ফোনটা এদিকে পড়ে গিয়েছিলো তাই এটাই নিচ্ছিলাম আরকি! হাহা।’
আব্বাও বুঝতে পারার মতো ভান করে বললো,
‘আচ্ছা, আচ্ছা!’
আমি পেছন ফিরে একবার দেখলাম। কিন্তু অন্ধকারে মুখর সাহেবকে ঠিক বোঝা গেল না। আব্বা সামনের দিকে এগিয়ে বললো,
‘চল তাহলে একসাথে যাই।’
আমি অন্যমনস্ক হয়ে পেছন ফিরে বারবার দেখছি। মুখর সাহেবকে ধাক্কা মেরে তাকে ছাড়া যেতেও মন সায় দিলো না। পা টা অবশ হয়ে এসেছে আমার। আব্বা আবার আমার দিকে ফিরে বললো,
‘কি হলো চল!’
অগত্যা আব্বার পিছু পিছু চলে গেলাম। লোকটাকে কাল সকালবেলা গিয়েই সরি বলতে হবে! একটা সরিতে কি হবে তার? আচ্ছা, সাথে একটা চকলেটও নিয়ে যাবো প্রয়োজন হলে।
মুখরের কথা ভাবতেই দেখি ফোনে ভাইব্রেট হলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মেসেজ দেওয়া ব্যক্তিটি মুখর। সে লিখেছে,
‘আব্বার ভয়ে যে এমন এক ধাক্কা দিলেন, ঠোঁটের একপাশ থেকে রক্ত পড়ছে।’
মুখর সাহেব রক্তাক্ত হয়েছে শুনে ভীষণ ঘাবড়ে গেলাম আমি। ধাক্কাটা একটু জোরেই দিয়ে দিয়েছি বোধহয়। হায় হায়! কি হবে এখন?
আমি ঘাবড়ে প্রশ্ন ছুড়লাম,
‘মুখর সাহেব, আপনি বাঁচবেন তো?’
ওপাশ থেকে এবার মেসেজ এলো,
‘জানিনা, তবে আপাতত আইসিইউতে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না।’
মেসেজ দেখে আপনাআপনি হেসে দিলাম। লোকটা এই অবস্থায়ও মজা করছে! অপর পাশ থেকে আবারো মেসেজ এলো,
‘আমার এই ক্ষতের জন্য কিন্তু আপনার জরিমানা দিতে হবে!’
আমি চোখ কপালে তুলে বললাম,
‘জরিমানা? কিন্তু কেন?’
‘কেন আবার? এই যে বিনা কারণে আমায় আহত করলেন!’
‘তা জরিমানা হিসেবে কি দিতে হবে?’
‘তা তো কাল এলেই জানতে পারবেন।’
ছেলেটা তো আস্ত এক বদমাইশ! এভাবে আমায় অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলো? জরিমানাটা যে কি তা না জানা অবধি কি আমার আজ রাতে ঘুম হবে?
#অদ্ভুত_প্রণয়নামা
#পর্ব_১৮
#তাশরিন_মোহেরা
কাল ভালো ঘুম হয়নি। হাই তুলতে তুলতে রাস্তায় বেরোলাম। মুখর কি এক দোটানায় ফেলে দিলো আমায়! কাল রাতে জরিমানাটা কি তা বলে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সারারাত ধরে ভেবেছি জরিমানা কি হতে পারে? সে আমায় পানি ছুঁড়ে মারবে না তো? কিংবা তাকে আঘাত করার জন্য যদি চাকরি অর্থাৎ টিউশনি থেকে বরখাস্ত করে দেয়? সেকি! আমার যে টিউশনিটা এখন খুব দরকার!
দরজাটা খুলতেই দেখলাম মুখর ডাইনিং টেবিলে বসে আছে। তার ঠোঁটের ডান কোণে সামান্য ক্ষত দেখা যাচ্ছে। কাল আসলেই তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলেছি। ঢোক গিলে তড়িৎ তার কাছে গিয়ে বললাম,
‘মুখর সাহেব, জরিমানাটা কি তাড়াতাড়ি বলুন। আমার আর তর সইছে না!’
মুখর না বোঝার ভান করে বললো,
‘কিসের জরিমানা?’
আমি দাঁত কিড়মিড়িয়ে বললাম,
‘আরে কাল আপনাকে আঘাত করার জরিমানা!’
মুখর দু’হাত ভাজ করে বললো,
‘ওহ! সে জরিমানা!’
‘জ্বি হ্যাঁ, বলুন তাড়াতাড়ি বলুন!’
মুখর আমার দিকে ঝুঁকে বললো,
‘জানতে চান জরিমানাটা কি? জরিমানাটা হলো…’
এই বলে মুখর থেমে গেল। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। সে হঠাৎ আমার কপালে টোকা মেরে বললো,
‘আগে মুগ্ধকে পড়ানো শেষ করুন। তারপর বলছি!’
এই বলে কুটি কুটি করে হাসতে হাসতেই সে চলে গেল। মেজাজ আমার সত্যিই বিগড়েছে। ছেলেটা ভাবে কি আমায়? সামান্য এক জরিমানার জন্য এতো অস্থির হয়ে পড়ছি বলেই তার এতো ভাব? নাহ! আর অস্থির হওয়া যাবে না। আপনি বললে বলুন আর না বললে আমার কিছুই এসে যাবে না, মুখর সাহেব। চুলোয় যাক আপনার জরিমানা!
কিন্তু এতোকিছুর পরও আমার অস্থিরতা বিন্দুমাত্র কমলো না। উল্টো তরতর করে বেড়েছে। মনে মনে দোয়া করছি সময়গুলো যাতে তাড়াতাড়ি যায়। অবশেষে মুগ্ধকে পড়ানো শেষ হলো। আমি এক লাফে উঠে গিয়ে মুগ্ধকে বললাম,
‘যাও মুগ্ধ, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে এসো, এক্ষুণি!’
মুগ্ধ মুখরকে ডেকে আনলে আমি বললাম,
‘এবার তো বলুন জরিমানাটা কি? এমন করছেন কেন মুখর সাহেব?’
মুখর হালকা হেসে বললো,
‘আসুন, ডাইনিং এ এসে বসুন।’
আমিও তার কথামতো বসলাম। কিছুক্ষণ পরই মুখর একবাটি পায়েশ এনে আমার সম্মুখে রাখলো। আমি অবাক হয়ে তার দিকে ফিরলাম। সে আমায় আশ্বস্ত করে বললো,
‘এটাই আপনার জরিমানা!’
আমি বিভ্রান্ত হলাম। তাকে প্রশ্ন ছুড়লাম,
‘মানে?’
সে আমার পাশে চেয়ার টেনে বসে বললো,
‘আপনারাই তো বলেন আমার রান্না নাকি খুব খারাপ। তাই ভাবলাম পায়েশ রেঁধে আপনাকে খাওয়াই। এর চাইতে বড় জরিমানা আপনার জন্য কি হতে পারে, মিস.তিথিয়া?’
বাকা হাসলো মুখর। আমি একবার তার দিকে, একবার পরিবেশন করা পায়েশের দিকে দেখলাম। পায়েশটা দেখতে ভালো হয়েছে তবে খেতে ঠিক কতটা ভালো হবে তা আমার জানা নেই। কেননা মুখর সাহেবের খাবার ঠিক মাকাল ফলের মতো। উপরে সুন্দর হলেও খেতে ভীষণ খারাপ! আমি শুষ্ক ঢোক গিললাম। এই জরিমানার চাইতে অন্য সবকিছুই যেন ফিকে পড়ে গেছে। মুখর মুখে হাত দিয়ে বসে আছে। দুষ্টু হাসি হেসে সে বললো,
‘কি হলো, পায়েশটুকু খান।’
আমি এক চামচ নিয়ে মুখের উপর তুলে ধরলাম। খাবো কি খাবো না এই দোটানায় পড়ে শেষমেশ চোখ খিঁচে খেলাম পায়েশটা। আমার মুখটা ধীরে ধীরে স্বাভাবিক হলো। অবাক হয়ে মুখরের দিকে চেয়ে আছি। পায়েশটা সত্যি খুব ভালো হয়েছে। আমি মুখরকে বললাম,
‘পায়েশটা মজা হয়েছে খুব।’
সে মুচকি হেসে বললো,
‘অনেকদিন ধরেই প্র্যাক্টিস করছিলাম। শেষমেশ তবে ভালো হলো।’
আমি আরও দু’চামচ মুখে দিয়ে বললাম,
‘প্র্যাক্টিস মেক্স আ ম্যান পারফেক্ট, মুখর সাহেব।’
সেও এর বিপরীতে হাসলো। আমি খাওয়ায় মনোযোগ দিলাম। খানিক বাদে মুখর বললো,
‘মিস.তিথিয়া!’
আমি চোখ তুলে তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে দেখলাম। আমি সবসময়ই সাথে রুমাল নিয়ে বের হই। আজও খাওয়ার সময় রুমালটা পাশে রেখেছিলাম। মুখর আমাকে বললো,
‘আপনার রুমালটা কি একটু নিতে পারি?’
আমি ভ্রু কুঁচকে সেকেন্ড খানেক ভেবেই মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। সে রুমালটা নিয়ে হুট করেই আমার দিকে এগিয়ে এলো। আমি সাথে সাথেই পিছিয়ে গেলাম কিছুটা। তবে খুব বেশি পেছাতে পারলাম না। মাথাটা আমার চেয়ারে ঠেকলো। সে এগিয়ে এসে আমার ঠোঁটের এক কোণে রুমাল দিয়ে মুছলো। ক্ষীণ হেসে বললো,
‘পায়েশ লেগেছিলো মুখে!’
আমার ঠোঁট দুটো আপনাআপনি হা হয়ে গেল। এ আমি কি দেখছি? বুকটা ঢিপঢিপ করে আওয়াজ দিচ্ছে আমার। ভয়ের সাথে সাথে আমার শরীর জুড়ে একটা উত্তেজনা কাজ করলো। ভাবছি এই কোন মুখরকে সামনে দেখছি আমি? এই তো কিছুদিন আগেই আমি স্বেচ্ছায় মুখে চকলেট ক্রিম লাগিয়ে মুখরের সাহায্য চেয়েছিলাম, কিন্তু সে কোনো সাহায্যই করেনি। তবে এখন? এখন কি হলো মুখরের?
আমি স্বাভাবিক হয়ে মুখরকে বললাম,
‘আপনি আজেবাজে কিছু খাননি তো, মুখর সাহেব?’
মুখর আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললো,
‘কেন? আমি আবার আজেবাজে কি খেতে যাবো?’
‘আপনি ক’দিন ধরে অদ্ভুত আচরণ করছেন।’
মনে মনে বিড়বিড় করলাম আমি। কারণ এটুকু বলার সাহস নেই আমার! মুখরকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে বললাম,
‘না, কিছু না!’
সেও আর কথা বাড়ালো না। মুগ্ধকে তাড়া দিয়ে উঠে পড়লো। পায়েশটুকু প্রায় শেষ পর্যায়ে, এমন সময় আমার পাশে রাখা মুখরের ফোনে ভাইব্রেট হলো। ভাইব্রেট হওয়াতে আমি ফোনের স্ক্রিনে তাকাই। একটা অজানা নাম্বার থেকে মেসেজ এসেছে। তাতে লিখা,
‘নিজের বাবাকে নিজেই মা’র’লে, মুখর। এর জন্য তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে। জটিল এক প্রায়শ্চিত্ত!’
(চলবে)
(চলবে)
(