জনৈক প্রেমিক পর্ব -১১

#জনৈক_প্রেমিক
পর্ব- ১১

চিঠি হাতে নিয়ে নির্বাক বসে আছি আমি। গাল বেয়ে অনবরত অশ্রু ঝরছে। বুকের ভেতরটায় একই সঙ্গে কষ্ট ও আনন্দ দুটোই হচ্ছে। কেন কষ্ট হচ্ছে, কেনইবা আনন্দ হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু বুঝতে পারছি, নিজের পুরোনো হারানো কিছু ফিরে পেলে যেমন অনুভব হয় এই অনুভূতি তারই অনুরূপ।
যুক্তিযুক্তভাবে ভাবতে গেলে, শ্রাবণকে আমি ধোঁকাই দিয়েছিলাম। সেটা যে কারণেই হোক না কেন। তবুও উনি কেন আমাকে এত ভালোবাসেন? ওনার উচিত আমাকে ঘৃণা করা। আমাকে অবজ্ঞা করে ওনার ভালোবাসার যোগ্য এমন কারো সঙ্গে সংসার বাঁধা। কিন্তু আমি কি সেটা সহ্য করতে পারব? নিজের প্রথম প্রেমকে কি কখনো ভুলতে পেরেছিলাম আমি? এগুলোর উত্তর আমার জানা নেই। আমি শুধু জানি, পুরো পৃথিবী আমার বিপক্ষে চলে গেলেও আমাকে ওনার কাছে ফিরতে হবে।

রিহা আচমকা ঘরে ঢুকে আমাকে কাঁদতে দেখে বিস্মিত হল। ‘আপু, কাঁদছিস কেন? দুলাভাই চিঠিতে কী লিখেছে?’

আমি উত্তর না দিয়ে চটজলদি চোখ মুছে নিলাম। রিহা আবার বলল, ‘আপু একটা ঘটনা ঘটে গেছে।’

রিহার দিকে তাকিয়ে বললাম, ‘কী ঘটে গেছে?’

‘প্রত্ন ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হয়েছে।’

আমি আঁতকে উঠলাম। ‘কী বলিস?’

‘ড্রয়িংরুমে বসে তোর জন্যে অপেক্ষা করছে।’

আমি শঙ্কিত হয়ে বললাম, ‘ও না হাসপাতালে ভর্তি! কীভাবে এল?’

রিহা ভ্রু কুঁচকালো। ‘আমাকে বলেছে না-কি? দেখলাম খুড়িয়ে খুড়িয়ে ঘরে ঢুকছে। হাতেও ব্যান্ডেজ করা।’

চিঠিটা ড্রয়ারে রাখতে রাখতে বললাম, ‘মা ওকে দেখে তোকে কিছু জিজ্ঞেস করেছে?’

‘না। প্রত্ন ভাইয়াকে তো মা চিনতেই পারেনি। তাকেই জিজ্ঞেস করেছে। সে বলেছে, আমি হৃদির বন্ধু।’

হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। রিহাকে নিয়ে ড্রয়িংরুমে গেলাম। আমাকে দেখে প্রত্ন স্বস্তির হাসি দিল। জিজ্ঞেস করল, ‘কেমন আছিস?’

প্রত্ন আমি দুজন দুজনকে স্বাভাবিকভাবে তুমি বলে উঠতে পারি না। আগেও পারতাম না। তবুও চেষ্টা চলত মাঝেমধ্যে। প্রত্নর জেদেই অবশ্য।
প্রত্নর আর আমার সম্পর্ক আর চার-পাঁচটা প্রেমিক-প্রেমিকাদের মতো ছিল না। সাধারণত একজন বেস্টফ্রেন্ড যেমন থাকে প্রত্ন ছিল আমার কাছে সেরকমই একজন। বেস্টফ্রেন্ডের মতোই সবসময় সবরকম বিপদে-আপদে ওকে পাশে পেতাম। আর কেউ সাহায্য করুক কিংবা না করুক যেকোনো কাজে সবার আগে ওরই সাহায্য পেতাম।
আমাদের এই বন্ধুত্বের মতো সম্পর্ক নিয়ে প্রত্নর কখনো কোনো অভিযোগ ছিল না। কখনো কোনো অন্যায় আবদারও করতো না আমার কাছে। মানুষ হিসেবে প্রত্ন ছিল মিশুক, বন্ধুত্বপূর্ণ একজন মানুষ। ওকে আমার কখনো এক মূহুর্তের জন্যও খারাপ ছেলে মনে হয়নি। কিন্তু ইদানীং ও যা করছে তা সত্যিই খুব বিরক্তিকর এবং হতাশাজনক।

আমি উত্তর দিলাম, ‘ভালো। তুই এখানে কেন এসেছিস?’

প্রত্ন মায়া জড়ানো কন্ঠে বলল, ‘ তোকে দেখতে ইচ্ছে করল। কত দিন পর দেখলাম তোকে!’

আমি বললাম, ‘বাচ্চামো করিস না। তুই কোন আক্কেলে একবারে আমাদের বাড়িতেই চলে এলি? তাও আবার এমন ভর সন্ধ্যেবেলায়!’

প্রত্ন কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলল, ‘আমি তো দুপুরেই রওনা দিয়েছিলাম। রাস্তায় জ্যাম থাকলে আমার কী দোষ!’

আমি আবার জিজ্ঞেস করলাম, ‘কেন এসেছিস ক্লিয়ারলি বল তো।’

‘বললাম না তোকে দেখতে!’

‘দেখা হয়েছে? এবার চলে যা।’

‘এমন করছিস কেন হৃদি! ‘ ক্লেশ নিয়ে বলল প্রত্ন। ‘দেখা করতে এসেছি ঠিকই। কিছু কথাও বলার ছিল।’

মা রিহাকে দিয়ে প্রত্নর জন্য নাস্তা পাঠালো। নিজে এলো না। এর মানে মা প্রত্নকে ভালো চোখে দেখছে না। ওর ওপর খুবই মেজাজ খারাপ হলো আমার।
আমি বিরক্তি প্রকাশ করে বললাম, ‘যা বলার জলদি বলে বিদায় হ।’

প্রত্ন শীতল গলায় বলল, ‘শ্রাবণ ভাইকে ডিভোর্স দিয়ে দে।’

আমি স্তম্ভিত হয়ে গেলাম। রিহা নাস্তার ট্রে টেবিলে রেখে আড় চোখে ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকাল। যার মানে হচ্ছে, এই পাগলটাকে জলদি তাড়া!
বোঝাই যাচ্ছে রিহাও ওর স্পর্ধা দেখে হতবাক।

আমি নিস্পৃহ কন্ঠে প্রত্নকে বললাম, ‘সেটা তুই বলার কেউ নস।’

‘আজ হয়তো কেউ নই। একদিন তো সবই ছিলাম!’

আমি শূন্য দৃষ্টিতে প্রত্নর দিকে তাকালাম। ‘কখনোই ছিলিস না। আমি কখনো তোকে বলেছি তুই আমার সব?’

প্রত্ন বিদ্রুপ করে হাসল। ‘ভালোবাসলে তো বলবি! আমি ভেবেছিলাম এতদিন যাবৎ একসাথে আছি হয়তো আমার প্রতি তোর মায়া পড়ে গেছে! কিন্তু এখন মনে হচ্ছে ভুল ভাবতাম সব।’

‘জানা স্বত্তেও এখনো দাঁড়িয়ে আছিস কেন? দূর হ!’

প্রত্ন বলল, ‘চলে যাব। শুধু আমাকে কথা দে যাই হয়ে যাক না কেন তুই কখনোই শ্রাবণ ভাইয়ের সঙ্গে যাবি না!’

‘প্রশ্নই ওঠে না। তোকে আমি এই কথা দিতে যাব কেন?’

প্রত্ন সশব্দে শ্বাস ত্যাগ করল। বলল, ‘কারণ শ্রাবণ ভাই তোর জন্য সঠিক মানুষ নয়।’

আমি বাঁকা হেসে বললাম, ‘তাহলে কে সঠিক? তুই?’

‘আমি বলছি না আমি সঠিক। আমি শুধু তোকে সতর্ক করতে চাইছি। আমি চাইছি আমার ওপর রাগ করে যাতে তুই কোনো ভুল সিদ্ধান্ত না নিস।।’

‘বাজে কথা বলা বন্ধ কর। তোর ওপর রাগ করে আমি এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে যাব কেন?’

‘কারণ তুই রাগ করেই সব সিদ্ধান্তগুলো নেস। আর সেগুলোর ফলাফল সবসময়ই ভয়ংকর হয়।’

‘বাজে কথা বলা বন্ধ কর। আমার একটা কথার উত্তর দে। তুই শ্রাবণকে কেন এই নোংরা মিথ্যেটা বলেছিলি যে আমি তোর সাথে শুয়েছি?’

প্রত্ন থতমত খেয়ে গেল। ‘বিয়ে ভাঙার জন্য।’

‘বিয়ে তো ভাঙেনি। উলটো শুধুশুধু চড় খেতে হয়েছে তোর কারণে। ‘

‘স্যরি হৃদি! আমি বুঝতে পারিনি এর জন্যে শ্রাবণ ভাই তোর গায়ে হাত তুলবে। আমি তো ভেবেছিলাম আমাদের সম্পর্কের কথা জেনে গেছে বলে হয়তো ! আচ্ছা যাই হোক না কেন, একারণে কেউ নতুন বউয়ের গায়ে হাত তোলে? কাজটা কিন্তু সে মোটেও ঠিক করেনি। ‘

‘তোর আর আমার প্রতি দরদ দেখাতে হবে না। এবার প্লিজ তুই চলে যা। বাবা এসে পড়বে কিছুক্ষণ পর। ‘

প্রত্ন বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের দিকে ইশারা করল। ‘এই দেখ শ্রাবণ ভাই মেরে কী করেছে। তোর কি একটুও মায়া হচ্ছে না আমার প্রতি?’

আমি শক্ত কন্ঠে বললাম, ‘না। তোকে তো আমি নিষেধ করেছিলামই যোগাযোগ করতে। তবুও এ ভুলটা করেছিস। ভুলের মাশুল তো দিতে হতোই!’

প্রত্ন উপহাস করে বলল, ‘শ্রাবণ ভাইয়ের সাপোর্ট টানছিস এখন! বাহ!’ এরপর কিছুক্ষণ নিরব থেকে আবার বলল, ‘তুই যদি তাকে ভালো বেসেও ফেলিস তবুও আমি আবার ডিসিশন বদলাবো না। যাই হয়ে যাক না কেন তোকে আমি ওনার সাথে কখনোই যেতে দেবো না। তাতে আমার যা করতে হয় করব। তোকে সেফ রাখাটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় প্রায়োরিটি।’

বলে আর এক মূহুর্ত দেরি করল না। চলে গেল।

প্রত্নর হুমকি ধামকিতে অবশ্য আমার কিছু যায় আসে না। ওকে আমি মোটেও ভয় পাই না।

প্রত্নকে পুনরায় গেট দিয়ে ঢুকতে দেখলাম। দ্রুত হেঁটে দরজার কাছে এসে বলল, ‘হৃদি মাগরিবের আজান দিয়েছে?’

আমি বললাম, ‘ হ্যা। সেই কখন! ‘

প্রত্ন কী যেন একটা ভাবল। এরপর ইতস্তত করে বলল, ‘খুব খিদে পেয়েছে হৃদি! সারাদিনে কিছু খাইনি! নাস্তা গুলো খেয়ে যাই?’

ডান হাত ভাঙা বলে প্রত্ন নিজের হাতে খেতে পারল না। চামচ দিয়ে হলেও বাম হাত দিয়ে খেতে না-কি অসুবিধে হয় ওর। একটা ক্ষুধার্ত মানুষ লাজ-লজ্জা কিনারে রেখে নিজে থেকেই খেতে চেয়েছে। তাকে তো আর এভাবে খালি মুখে ফেরত পাঠিয়ে দেওয়া যায় না! তাই বাধ্য হয়ে আমিই খাইয়ে দিতে লাগলাম। প্রত্ন খাবার মুখে নিয়ে মুচকি হাসছে। আমি সেদিকে পাত্তা দিলাম না।

কে জানতো এ খাওয়াই ছিল প্রত্নর জীবনের শেষ খাওয়া!

(পর্ব ছোটো হবার জন্য দুঃখিত।)

চলবে…

লেখা: #ত্রয়ী_আনআমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here