জোয়ার ভাটা পর্ব -১০

#জোয়ার_ভাটা
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি
১০।

-অভাগী যেদিকে তাকায়, সাগর শুকিয়ে যায়?

আমার কঁপালটা ছিলো ঠিক তেমন। দেখতে দেখতে আমার এইচএসসি পরীক্ষার গুলো সমাপ্তি ঘটতেই হাসতে-খেলতে বাড়ি ফিরে এসেই শক্ড হয়ে যাই, সামনে অপ্রত্যাশিত মানুষটিকে দেখে। আমার পা দু’টো অসাড় হয়ে আসে। পুরো পৃথিবী যেন উল্টে পাল্টে যেতে থাকে… ঠিক তখনি, গা হীম করা একটি গলা ছাড়ে,

” আজ থেকে তুমি আমার।”

সে’দিন আমার পুড়ো পৃথিবী উল্টে গেছিলো। শুরু হয়েছিলো বিষে ভরা জীবন। প্রতিনিয়ত আমাকে দগ্ধ হতে হতো ওই লোকের হাতে। শীপ্রা এবার নিজের পিঠের কাপড় সরালো। কেঁপে উঠলো মার্জান। সফেদ পিঠে মা,রের দাগ, বেল্টের বা,ড়ির দাগ, সিগারেটে পুড়িয়ে ছাই করার দাগ। মার্জানের চোখে পানি। বলল,

” তুই গেলি কেন? তোর চাচি আঁটকায়নি? আর তোর চাচা?”

শীপ্রা ম্লান হাসলো,

“কে আটকাবে? চাচী? যে নিজেই মোটা অঙ্কের টাকার বদলে নিজের মেয়ে বয়সী একটা মেয়েকে কারো দাসত্ব গ্রহণ করতে বাধ্য করে? আর চাচা? উনি তো জিন্দালাশ তখন। আমার ছোট বোনটা মিষ্টি? ওঁর জন্যই সয়ে ছিলাম সব। নয়তো ওঁরা আমার বোনকেই হয়তো মেরে ফেলতো, নয়তো কোনো অন্ধ গলির রাতের পরি হতো। তাই মেনে নিলাম, বাধ্য হলাম রক্ষিতা হতে। ”

শীপ্রা চুপ রইলো। মার্জান আবার জিজ্ঞেস করলো,

” ওর বন্দী দশা থেকে বেড় হলি কিভাবে?”

শীপ্রা দীর্ঘশ্বাস ছাড়লো,

” দু’বছরের কনট্রাক ছিলো আমাদের মাঝে। দু’বছর শেষে হতেই আমাদের সঙ্গ শেষ।”

মার্জান শীপ্রার মাথায় হাত বুলালো,

“তাহলে এখন ভয় পাচ্ছিস কেন শীপ্রা, যা ছিলো পাস্ট ছিলো। শেষ এবার এগিয়ে যা সামনে সব ভুলে।”

শীপ্রা কিছু বলল না। বাহিরে তাকিয়ে রইলো শুধু। কিন্তু মনে মনে আওড়ালো,

“জান.. তোকে কিভাবে বুঝাই? যে লোকের সাথে আমি দু’টো বছর কাটিয়েছি? লোকটা যে কত ডেঞ্জারাস। যদিও সে আমায় ছেঁড়ে দিয়েছিলো, তবে মনের কোনে ভয় হয়, লোকটি যদি হুট করেই আবার কখনো সামনে চলে আসে? যদি নিয়ে যায় আবারো সেই নরকে। নাহ্… কখনোই নাহ্..”

শীপ্রা চোখ বুঝে ফেললো। ভাবতে আর পারছে না। নাহ্ এবার ওঁকে ভুলতেই হবে, তায়ন শাহ্ নামক কেউ ছিলো, আছে সব মুছে ফেলতে হবে ওঁর জীবন থেকে।

মার্জান অনেকক্ষণ যাবত বসে রইলো শীপ্রা মুর্ছানো মুখপানের দিকে। মেয়েটি কত চঞ্চল ছিলো। আর আজ কত শান্ত একে বারে বিশ্বাল সাগরে মতো। মার্জান সপ্তপর্ণ শ্বাস লুকিয়ে ফেললো। ফোনের ছোট একটি বার্তায় ভাঙ্গলো মার্জানের ধ্যান।

“মার্জান ইউর টাইম টু স্টার্ট নাউ, নিচের এড্রেসে আধঘন্টার মাঝে চলে এসে, নয়তো আর মা পাবে না।”

মার্জান এবার উঠে বসলো হন্তদন্ত হয়ে। হাতের ফোনটি পার্সে রেখে বিদায় নিয়ে ছুটলো হসপিটালের ওই এড্রেসটিতে। মার্জানের মিশ্র অনুভূতি হচ্ছে এখন। মা… ওঁর মা’কে শেষ পর্যন্ত নিজের কাছে পাবে মার্জান। মার্জান দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো হসপিটালের করিডোরে। কাঙ্ক্ষিত কেবিনটি পেয়ে ঢৃকে পরে। সেখানে আগে থেকেই উপস্থিত সুরভী, রিয়ানা। সুরভী মার্জানকে দেখেই হেসে ফেললো,

” নট বেড বেবি? মা’য়ের জন্য এত টান? গুড গুড..!”

মার্জান ওঁদের কথায় পাত্তা দিলো না। কেবিনের চারপাশে চোখ বোলাতেই একটি কোনার বেডে পরে থাকতে দেখলো একটি নিথর দেহো। মার্জান ছুটে ওই বেডটার কাছে যেতেই একটি হাত ওঁকে আটকালো,

” আরে, এত জলদির কি আছে ডিয়ার, টগর চাইতো? তাঁর আগে, সাইন ইট।”

বলেই কাগজটি বাড়িয়ে দিলো মার্জানের কাছে। কিন্তু মার্জান ছটফট করছে নিজের মায়ের সাথে একপলক দেখা করবার জন্য। মার্জান বিনীত করলো,

” খালাজান, তুমি যা বলবে, সব শুনবো আমি। একবার একবার মাকে দেখতে দাও, স্পর্শ করতে দাও, আদর করতে দাও। তুমি যা চাইছো, সব দিবো। সব। প্লিজ!”

রিয়ানা বলে উঠলো,

” আমাদের বেকুব ভাবছো দিদুভাই, আমরা দেখতে দেই ওমনি তুমি লেজ গুটিয়ে পালিয়ে যাবে, এত সহজ? নো ওয়ে!”

মার্জানকে এবার বিচলিত লাগছে,

” রিয়ানা প্লিজ, একটি বার দেখতে…”

থেমে গেলো মার্জান কাদের কাছে বলছে এসব ওঁ? যাদের হৃদয় নামক কোনো অঙ্গই আল্লাহ দেয় নি, তাদের? মার্জান চট করে কাগজটি নিয়ে সাইন করে দিলো। চোখের জলটুকু মুছে বলল,

” আমার মা!”

সুরভী বাঁকা হাসলো,

“অবশ্যই।”

বলে হাতটি এগিয়ে যাবার রাস্তা দেখালো সুরভী। মার্জান নিশ্চল পায়ে হেটে গেলো নিজের মায়ের বিছানাটির কাছে। কিন্তু এ-কি? এখানে তো কেউ নেই! নেই কেউ। মার্জান এদিক ওদিক দেখতে দেখতে পিছনে ফিরলো। সুরভী হাসছে, হাসছে রিয়ানা। ওদের হাসির গুঞ্জন হচ্ছে পুরো ঘর ময়। মার্জান এবার বুঝতে পারলো নিজের বোকামি। নিজের উপর নিজেরই হাসি পাচ্ছে এবার।

” আ.. মা..র মা কই!”

জড়িয়ে আসা কন্ঠে কম্পন মার্জানের। সুরভী বলল,

” সেতো সেই কবেই মারা গেছে মার্জান। আমরা তো তোর সাথে একটু মজা করলাম। দেখ না তুই এখনো কতটা নাদান, এখনো আমাদের উপর ভরসা করে চলে এসেছিস! সো সেড!”

মার্জান রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো এবার। পুরো পৃথিবী ধংস করে ফেলবে এমন মনোভাব নিয়ে তেড়ে গেলো সুরভীর কাছে। এতটা নিকৃষ্ট, এতটা? কবে থেকে হয়ে গেলো ওঁর খালাজান? সম্পত্তির লোভ বুঝি কোনো সম্পর্ক থেকে এত বড়? মার্জান সুরভীর গলা চেপে ধরলো। সুরভী বুড়ো হচ্ছে এখন। চামড়া ঢোলা হচ্ছে। মোটা হয়েছে কিছুটা। ওয়েস্টার্ণ ড্রেসেও বেখাপ্পা দেখাচ্ছে। সুরভী দম নিতে পারছে না। খুক খুক করে কেশেই যাচ্ছে। মার্জান আজ আর নিজের মাঝে নেই। মার্জানের সাথে যা যা করেছিলো সব কিছু মেনেই নিয়েছিলো। কিন্তু আজকের করা জঘন্য কাজটা একদম ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। রিয়ানা মার্জানের কাছে এলো চট জলদি। মার্জানকে সরাতে চেষ্টা করতে মার্জান এক ধাক্কা দিলো। রিয়ানা সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়ে কাতরাতে লাগলো।

” আমার.. আমার বাচ্চা। মা আমার বাচ্চা।”

মার্জানের এবার চমকে তাকালো রিয়ানার দিকে, নিজের রাগ আর ক্ষোভ নিষ্পাপ বাচ্চাটির যেন কিছু করে না বসে। মার্জান রিয়ানার দিকে তাকাতে হাত কিছুটা ঢিলা হতে এক ধাক্কা মারলো সুরভী। মার্জনের ধ্যান রিয়ানার দিকে থাকায় ব্যলেন্স রাখতে না পেরে পড়ে গেলো নিচে। ঠিক তখনি রিয়ানা উঠে পড়লো। মার্জান অবাক হয়ে গেলো। আবারো বোকা হয়ে গেলো মার্জান। ওঁ কিছু বুঝে উঠার আগেই সুরভীকে টেনে নিয়ে বেড়িয়ে গেলো রিয়ানা। যেতে যেতে কেবিনের দরজা শক্ত করে বন্ধ করে দিলো। মার্জান হতভম্ব। নিজেকে সামলে দরজা ধাক্কাতে লাগলো সজোড়ে। পরক্ষণেই ধোঁয়া ধোঁয়া হয়ে গেলো পুরো কেবিন। রিয়ানা দূষিত গ্যাস ছেড়ে দিয়ে ছিলো ঘরটির ভিতরে। মার্জান কাশতে লাগলো। চোখের সামনে সব ঘোলা হতে লাগলো। ফুসফুস পর্যন্ত যেনো ধোঁয়া ভরে যেতে লাগলো মার্জানের। মার্জান এবার পাশে থাকা জানলাটা খোলার বৃথা চেষ্টা করতে লাগলো। কিন্তু কোনো ভাবেই সম্ভব হচ্ছে না। মার্জান এবার নেতিয়ে পড়লো। ধাম শব্দ পড়ে গেলো ফ্লোরে।

আকাশের বুকে শিশির তুলো উড়ছে। পাখিরাও গুনগুন করে গান গাইছে গাছ-গাছালি ঘেরে। মৃণাল হসপিটালের বানানো কিন্ডারগার্ডেনের দোলনায় একা একা বসে ঝুলছে। শীপ্রা আন্টি ওঁকে আজ এখানে নিয়ে এসেছে চেকাপের জন্য। হয়তো রেজাল্ট ভালো না হলে ভর্তি হতে হবেই। হসপিটালে ভর্তি হলে ওঁর জানকে কে দেখবে? এই নিয়ে মৃণালের মন খারাপ। ঠিক তখনি দু’জন ব্যক্তির কন্ঠে তাকালো মৃণাল। ওখান থেকে একজন লোককে সে চিনে, রেস্টুরেন্টে দেখেছিলো মৃণাল। লোকটি অনেক হ্যান্ডসাম।

” মিঃ গ্রীষ্ম, আপনি আপনার ঔষধ ঠিক মতো যদি না নিন? তাহলে আপনার মাজানকে বলতে বাধ্য হবো আমি।”

ডাক্তার খুব ভয়ে ভয়ে কথাটুকু বলল। গ্রীষ্ম প্রত্যুত্তর বলল,

” মি: রমিজ, আপনিকি আমাকে থ্রেড করছেন? ইউ নো না… হো আই এম?”

ডাক্তারের কঁপালে ঘাম জমে গেলো বিন্দু বিন্দু,
” স্যার আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনি যদি আপনার ঔষধ কন্টিনিউ না করেন আপনার অবস্থা আরো গুরুতরো হতে শুরু করবে। ”

গ্রীষ্ম ঠান্ডা গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলো,
” তুমি আমাকে শিখাবে এখন?”

রমিজ চুপ হয়ে গেলো। ওঁদের দু’জনের কথোপকথনের মাঝে মিষ্টি বাচ্চা একটি কন্ঠ ভেসে এলো,

” আঙ্কেল, আপনি এত বড় হয়েও আপনার বুঝি ঔষধ খেতে ভয় লাগে? আমাকে দেখুন প্রতিদিন এত এত ঔষধ খাই, তবুও ভয় লাগে না।”

মৃণালের কন্ঠে থমথমে পরিবেশটা কেঁটে গেলো। ডাক্তার সুযোগ বুঝেই পালিয়ে গেলো। গ্রীষ্ম ওঁর সানগ্লাস চোখ থেকে সরিয়ে ফেললো। মৃণালকে দেখে ভ্রু-কুচকালো। গ্রীষ্মের বরাবরই বাচ্চাদের প্রতি একটু অনীহা কাজ করে। কিন্তু এই সুন্দর বাচ্চাটি দেখতে এতটা মায়াময় যে গ্রীষ্ম কিছু বলল না। উল্টো ওর কাছে এসে জিজ্ঞেস করলো,

” কেনো? তোমাকে এত ঔষধ কেনো খেতে হয়?”

মৃণাল ওঁর ঠোঁটের কোনে হাসির রেখা টেনে বলে উঠলো,

” কারণ আমার লুকেমিয়া হয়েছে।”

বাচ্চা ছেলেটিকে হাসতে হাসতে নিজের কথা বলতে দেখে মন গলে গেলো গ্রীষ্মের। মৃণালকে কোলে তোলে নিলো ওঁ। কোলে নিতেই গ্রীষ্মের বুকের মাঝে আলদা এক মিশ্র অনুভূতি স্পর্শ করে গেলো। বাচ্চাটিকে ওঁর খুব আপন মনে হতে লাগলো। গ্রীষ্ম মৃণালকে নিয়ে দোলনায় বসে পড়লো। জিজ্ঞেস করলো,

” আপনি এখানে কার সাথে এসেছেন? এঁকা কেনো?যদি হারিয়ে যান?”

মৃণাল হেসে বলল,

” ওহো আঙ্কেল আমি কি ছোট বাচ্চা নাকি? যে হারিয়ে যাবো?”

গ্রীষ্ম মিটিমিটি হাসলো। আজকাল কার বাচ্চারা আর ছোট কই। বলল,

” হ্যাঁ তাউ ঠিক। কিন্তু আপনি এখানে এলেন কার সাথে?”

” শীপ্রা আন্টির সাথে।”

” আপনার আন্টি কই?”

“উনি তো রাফি আঙ্কেলের সাথে কথা বলছে।”

” আচ্ছা। তবে আপনার একা এখানে থাকা ঠিক না, আপনি আপনার আন্টির কাছে চলে যান।”

বলেই গ্রীষ্ম উঠে যেতে লাগলো। মৃণাল গ্রীষ্মের শার্টের এক অংশ চেপে ধরে বলে উঠলো,

” আঙ্কেল? আপনার কি কোনো গার্ল ফ্রেন্ড আছে? ”

গ্রীষ্ম ভ্রু জোড়া কুঁচকে ফেলল,

” আপনি এটা কেনো জিজ্ঞেস করছেন?”

মৃণাল গর্বের সাথে বুক ফুলিয়ে বলল,

” আমি আমার মমির জন্য হাজবেন্ড খুঁজতেছি। আমার মমি অনেকককককক সুন্দর। আপনি-ও অনেক সুন্দর। একদম পার্ফেক্ট আমার মার জন্য। আপনি কি মমির ছবি দেখবেন?”

গ্রীষ্ম ভ্যাবলা কান্তর মতো চেয়ে রইলো। মৃণাল ততক্ষণে ওঁর মমি একটি ছবি ওঁর ফোন থেকে বের করে দেখালো গ্রীষ্মকে। উৎসুক চোখ দেখে গ্রীষ্ম কি বলবে? ভেবে পেলো না। কিন্তু যখনি চোখ গেলো ফোনের স্ক্রিনে, জ্বলজ্বল করা ছবিটি দেখে গ্রীষ্ম ঠোঁট বাঁকালো। মেয়েটি কি কোনো রকম ট্রিক্স খেলছে ওঁর সাথে? কাল পর্যন্ত যে বলছিলো, সে ভুলে ওঁর সামনে চলে এসেছিলো? আর আজ এই ছেলে ওঁর জন্য হাসবেন্ড খুঁজছে? লাইক সিরিয়াসলি।

এদিকে মার্জানের চোখ বুঁজে আসার আগেই কেউ দরজা ভেঙে ঢুকলো ভিতরো, আগুন্তকঃ এর ঠোঁট নড়ছে। ঝাপসা ঝাপসা দেখছে ওঁ। একে বারে জ্ঞান হারাবার সময় শুনলো শুধু,

“মান।”

চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here