‘ফাগুন চেয়েছে মন’
অরিত্রিকা আহানা
অন্তিম পর্ব
ফাগুনদের বাড়ির পাশে একটা ছোট বাগান রয়েছে। শখের বাগান। সেই বাগানে নানারকম ফলের গাছ লাগিয়েছেন ফাগুনের মা মিসেস ফারহানা তালুকদার। বাগানের পাশেই রাস্তার মোড়। সৃজন বাড়িতে ঢুকে ফাগুনের দেখা পায় নি। তাই হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে এসেছে।
বাগানের মাঝখানে হাতে লাঠি নিয়ে বরই গাছে ঢিল ছুঁড়ছিলো ফাগুন। পাশে কতগুলো ছোট ছেলেমেয়ে দল বেধে দাঁড়িয়ে আছে। ওরাই ফাগুনের কাছে বরই পেড়ে দেওয়ার জন্য আবদার করেছে।
সৃজন রাস্তার মাথায় দাঁড়িয়ে বেশকিছুক্ষণ চুপ করে ফাগুনের কর্মকান্ড দেখলো। তারপর খানিকটা শব্দ করে গলা খাঁকারি দিলো।
আচানক পুরুষ কন্ঠস্বর শুনে চমকে উঠে হাতের লাঠিটা ফেলে দিলো ফাগুন। পেছন ফিরে চাইতেই সৃজনের সঙ্গে চোখাচোখি হলো। ফাগুন বিস্মিত, অবাক কন্ঠে বললো,
‘আপনি?’
সৃজন রাস্তা থেকে নেমে বাগানে ঢুকলো। ফাগুনের কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বললো,
‘এদিকে একটা কাজ ছিলো। তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি।’
‘কাজ শেষ?’
‘হ্যাঁ।’
ফাগুন হাতের ধুলো ঝেড়ে নিয়ে ওড়না দিয়ে মুখ মুছলো। মুখ মোছা শেষ হলে অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো,
‘থাকবেন না?’
‘উহু। কারখানায় অনেক কাজ পড়ে আছে।’
ফাগুনের মুখ ছোট করে দাঁড়িয়ে রইলো। হঠাৎ করেই চোখে পানি চলে এলো! সৃজন ইচ্ছে করে ওকে কষ্ট দিতে এসেছে। নিতে যখন আসে নি তখন দেখা করার কি দরকার ছিলো! ইচ্ছে করে জানাতে এসেছে ফাগুন না থাকলে ওর কিছু আসে যায় না।
সৃজন বাগানের আশেপাশে চাইলো। এদিক ওদিক তাকিয়ে শান্ত কন্ঠে জিজ্ঞাসা করলো,
‘তুমি চিঠিতে কি লিখে এসেছো?’
‘কি লিখেছি?’
ফাগুনের কন্ঠে অভিমান! সৃজন সেটা বুঝতে পেরে মৃদু হেসে বললো,
‘আচ্ছা থাক বাদ দাও। আমি এসেছি অনেকক্ষণ হয়েছে। তুমি সকাল থেকে এখানেই ছিলে?’
‘হ্যাঁ। আপনি চলুন ঘরে যাবেন।’
কথা শেষ করে বাড়ির দিকে পথ ধরলো ফাগুন। সৃজন বাধা দিয়ে বললো,
‘বাড়িতে সবার সঙ্গে দেখা হয়েছে। শুধু তুমিই বাদ ছিলে। এখন তোমার সঙ্গেও দেখা হয়ে গিয়েছে। তাই আর ভেতরে যাবো না।’
ফাগুনের রাগ হলেও বিশেষ প্রতিবাদ করতে পারলো না। নিরবে কিছুক্ষণ সৃজনের মুখের দিকে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়লো। গম্ভীর কন্ঠে বললো,
‘এত তাড়াহুড়া করছেন যখন, তখন আপনার কাজ আছে বুঝতে পারছি। কিন্তু খালিমুখে চলে গেলে মা রাগ করবেন। একটু বসে যান।’
সৃজন জবাব দিলো না। চুপচাপ ফাগুনের অভিমানী মুখের দিকে চেয়ে রইলো। ওর মুখে মিটিমিটি হাসি!
ফাগুন ওড়নার কোনা চেপে ধরে দাঁড়িয়ে আছে। সৃজনকে ওর দিকে তাকাতে দেখে মুখ ফিরিয়ে নিলো।
এদিকে খালেদ তালুকদার সৃজনের খোঁজে বাইরে বেরিয়ে এসেছেন। বাগানের ভেতর সৃজনকে দেখতে পেয়ে ছুটে এলেন।তাড়াহুড়ো করে ওকে নিয়ে ভেতরে চলে গেলেন। সৃজন খুব স্বাভাবিক ভাবেই শ্বশুরমহাশয়ের সঙ্গে ভেতরে গেলো। ওকে দেখে ফাগুনের একবারও মনে হলো না জোর করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে।
ফাগুন মনে মনে অবাক হলেও চুপচাপ ঘরে চলে গেলো। ঘরে গিয়ে দেখলো বসার ঘরের অনেক লোকজন। গ্রামের মুরুব্বিদের সঙ্গে সৃজনকে পরিচয় করিয়ে দিচ্ছেন খালেদ তালুকদার।
ফাগুনের মা মেয়ের জামাইয়ের আনা জিনিসপত্র কাজের মেয়েকে দিয়ে পাড়াপ্রতিবেশীদের ঘরে পাঠাচ্ছেন। ফাগুনকে দেখে ডাক দিলেন সাহায্য করার জন্য। ফাগুন গেলো না। রাগ করে উঠোনে বসে রইলো। সৃজনের দায়িত্ব পালনে এতটুকু ঘাটতি নেই। নিখুঁত ভাবে দায়িত্ব পালন করতে জানে সে।কেবল এইটুকুই জানে না স্বামী হিসেবে ওর সবচেয়ে বড় দায়িত্ব হলো বউকে ভালোবাসা! ফাগুনকে ভালোবাসা ছাড়া অন্যসব দায়িত্ব পালন বৃথা!
বেশ কিছুক্ষণ একা একা বসে থেকে মায়ের সঙ্গে রান্নাঘরে ঢুকে গেলো ফাগুন। রান্নাবান্না শেষে গোসলের বাহানা দিয়ে এক বান্ধবীর বাসায় গিয়ে বসে রইলো। মনে মনে ঠিক করে নিলো যতক্ষণ না পর্যন্ত সৃজন ওর খোঁজ করবে ততক্ষণ পর্যন্ত ফিরবে না।
সারাদিন আর একবারও ঘরে গেলো না ফাগুন। সন্ধ্যার দিকে কাজের মেয়েকে দিয়ে বান্ধবীর বাসায় খবর পাঠালেন ফাগুনের মা। অনেকক্ষণ বাদে ফাগুন ফিরে এলো। ও ফিরতেই মেয়ের সঙ্গে একদফা ঝগড়া বাঁধালেন ফাগুনের মা। সারাদিন সৃজনের কোনো খোঁজ না নেওয়ার কারণে বেশ বকাঝকা করলেন ফাগুনকে।
ফাগুনের নিজেও জানে কাজটা ঠিক হয় নি। কিন্তু রাগ সামলাতে পারে নি। থেকেই বা কি করবে? সৃজনের কাছে তো ওর কোনো মূল্যই নেই। ও থাকলেও কি না থাকলেও কি! সেইজন্য ইচ্ছে করেই সারাদিন ঘরে আসে নি। দূরে থাকলে তবুও মন মানানো যায়। কিন্তু কাছে থেকে অবহেলা সহ্য করা যায় না!
বাড়ি নিরব। ফাগুন ভেবেছে সৃজন চলে গেছে। কলঘর থেকে হাতমুখ ধুয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ভেতরে অসহায় লাগছে। সারাদিনে একবারও ওর খোঁজ করে নি সৃজম। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিলো তখনই বসার ঘর থেকে খালেদ তালুকদার মেয়ের নাম ধরে ডাক দিলেন,
‘ফাগুন? এসেছিস মা। তোর মাকে বল চা দিতে। আমরা নামাযে যাবো।’
খালেদ তালুকদারের বিপরীত দিকের সোফায় সৃজন বসে আছে। ফাগুন এসেছে শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলো। তখনই চোখাচোখি হয়ে গেলো দুজনের। ফাগুন ইতস্তত করে তাড়াতাড়ি বাবার মুখের দিকে চাইলো। সৃজন সামান্য হেসে ঘাড় ঘুরিয়ে নিলো। খালেদ তালুকদার সৃজনকে চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন। সৃজনের এই বিষয়ে বিশেষ আগ্রহ নেই তবুও চুপচাপ শ্বশুরমহাশয়ের কথা শুনলো। আসাদের ব্যাপারেও অনেক রকম পরামর্শ দিলেন। সৃজন উনাকে আশ্বস্ত করে জানালো আসাদকে নিয়ে বেশি ভাবনা চিন্তার কারণ নেই। যা বলার সৃজন বলে দিয়েছে। তারপরেও বেশি বাড়াবাড়ি করে তাহলে মানহানির মামলা করবে।
এদিকে ফাগুন বুকের ভেতর ধুকপুক করছে! সৃজন সারাদিন বাড়িতে ছিলো! যায় নি। ভাবতেই হৃদকম্পন শুরু হলো। ঘরে ঢুকে কিছুতেই নিজেকে শান্ত করতে পারলো না। একবার মনে হলো সৃজন ওকে ভালোবাসে! নইলে কেন থাকবে? আবার মনে হলো ইচ্ছে করে ওকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে সৃজন। সৃজন জানে ফাগুন ওর মুখ থেকে ভালোবাসি শুনতে চায়! সেইজন্য এমন ছটফটানি দিচ্ছে। সকালে বলেছে কাজ শেষে যাওয়ার পথে দেখা করতে এসেছে। থাকবে না। এখন দিব্যি রয়ে গেছে। ফাগুনকে বোঝাতে চাইছে ও ফাগুনকে ভালোবাসে! তারপর যখন ফাগুন কাছে যেতে চাইবে তখন আবার হুট করে দূরে সরিয়ে দেবে! এভাবে কষ্ট দেওয়ার প্ল্যান করেছে। এসব ভেবে অকারণেই কান্না পেলো ফাগুনের!
★
রাত সাড়ে নয়টা! খাবার দাবারের পর্ব শেষ। মায়ের ঘরে বসে রইলো ফাগুন। মিসেস তালুকদার আলমারি থেকে একটা শাড়ি বের করে জোরপূর্বক মেয়েকে পরিয়ে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
‘যা ঘরে যা।’
ফাগুন রাগ করে বললো,
‘গিয়ে কি হবে? উনি তো বাবার ঘরে।’
‘তোর বাবাকে আমি ডেকে নিয়ে আসছি। তুই রুমে যা।’
ফাগুন যাওয়ার জন্য তাড়া বোধ করলো না। অবচেতন কন্ঠে প্রশ্ন করলো,
‘উনি কি রাতে থাকার কথা তোমাকে আগেই জানিয়েছেন মা? না মানে তুমি এত আয়োজন করলে, সেইজন্য জিজ্ঞেস করছি।’
মিসেস তালুকার হাসলেন। বললেন,
‘দুপুরবেলা বাড়িতে ছিলো না। কারখানায় কি যেন গণ্ডগোল হয়েছে। সেটার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলো। সেখান থেকে মাগরিবের নামাজের আগে ফিরে এসেছে।’
‘তাহলে তুমি আমাকে বকলে কেন?’
‘বকবো না? ওর খাওয়ার সময়ও তুই সামনে ছিলি না। কারখানায় যাওয়ার সময়ও সারাবাড়ি খুঁজে তোর কোনো হদিস পাওয়া যায় নি। এমন দায়িত্বজ্ঞানহীনের মত কাজ কেন করলি!’
ফাগুন মায়ের কথার কোনো প্রতিউত্তর করলো না। চুপচাপ ঘরে চলে গেলো। আয়নার সামনে দাঁড়িয়ে বেশকিছুক্ষণ নিজেকে দেখলো। তারপর বারান্দায় গিয়ে বসলো।
সৃজন ফিরলো ঘন্টাখানেক বাদে। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে গেলো ফাগুন। রাগ করে শাড়ি খুলে ফেললো! ওকে নিয়ে কোনো মাথাব্যথা নেই সৃজনের। ওর যাবতীয় মাথাব্যথা কেবল দায়িত্ব পালন আর কর্তব্যবোধ নিয়ে!
রুমে না ঢুকে বারান্দায় বসে রইলো ফাগুন। বেশ কিছুক্ষণ নিরবে কেটে কেটে গেলো। সৃজন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। ফাগুনকে বারান্দায় বসে থাকতে দেখে বললো,
‘বারান্দায় বসে আছো যে? ঘুমাবে না?’
‘ঘুমাবো। একটু পরে। আপনি বাড়ি গেলেন না কেন?’
সৃজন বিছানার পাশে চেয়ার টেনে বসলো। ফাগুনের কথার জবাবে বললো,
‘একা একা ফিরতে মন চায় না।’
‘তবে আবার বিয়ে করুন।’
ফাগুনের কন্ঠে রাগ! সৃজন পাঞ্জাবীর পকেট থেকে মোবাইল ফোন আর মানিব্যাগ বের করে পাশের টি টেবিলে রাখলো। তারপর ফাগুনের কথা জবাবে মৃদু হেসে বললো,
‘তারজন্য তো তোমার সঙ্গে বোঝাপড়া সব মিটিয়ে নিতে হবে। কাছে এসো বোঝাপড়াটা সেরে ফেলি।’
‘কাছে আসতে হবে কেন?’
‘না এলে বুঝবে না। এসো। কাছে এসো।’
‘পারবো না। আপনি ওখান থেকে বলুন আমি শুনছি।’
‘কাছে না এলে বলবো না।’
ফাগুন উঠে গিয়ে বিছানার সৃজনের মুখোমুখি বসলো। কিন্তু মুখখানা অন্যদিকে ফিরিয়ে রেখে বললো,
‘বলুন কি বলতে চান!’
সৃজন হালকা হাসলো। ফাগুনের ডান হাতটা টেনে নিয়ে আঙুলে আঙুল সন্ধি করলো। মোলায়েম কন্ঠে বললো,
‘আমার দিকে তাকাও।’
ফাগুন চাইলো না। চোখভর্তি পানি নিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে রইলো। সৃজন ক্লান্ত শ্বাস ফেলে বললো,
‘সারাদিন কোথায় ছিলে?’
‘বান্ধবীর ঘরে ছিলাম। আপনি যান নি কেন?’
‘চলে গেলে তোমার সঙ্গে বোঝাপড়া কি করে করতাম?’
ফাগুন এবার সরাসরি সৃজনের মুখের দিকে চাইলো। বারবার বোঝাপড়ার কথা বলে কি বোঝাতে চাইছে সৃজন? ওকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখেন সৃজন নিজের কথা সংশোধন করে নিয়ে বললো,
‘না মানে তুমি চিঠিতে যা লিখে এসেছো তা সত্যিই কি না জানতে এসেছি।’
এবার ফাগুনের সত্যি সত্যি কান্না পেলো। চোখে পানি চলে এলো! ইচ্ছে করেই এমন করছে সৃজন। জানে ফাগুন ওকে ভালোবাসে তবুও ইচ্ছে করে না বোঝার ভান করে আছে। ফাগুন নাক টানলো। সত্যিটা স্বীকার না করার পণ নিয়ে বললো,
‘সত্যি বলেছি। একদম সত্যি।’
‘তাহলে চিঠিটা আরেকবার তোমার পড়ে শোনাই? তোমার নিশ্চয়ই মনে আছে কি কি লিখেছো?’
ফাগুন জবাব দিলো না। সৃজন মৃদু শব্দ করে চিঠিটা পড়তে শুরু করলো। ওর মুখের ভাব স্বাভাবিক। যেন কিছুই হয় নি। ফাগুন কান্না থামিয়ে কান খাড়া করে রইলো। উত্তেজনায় কি লিখে এসেছিলো নিজেই ভুলে গেছে।
পড়ার সময় ফাগুনের অধিকাংশই কথাই উলটো করে পড়ে শোনালো সৃজন। যেমন এক জায়গায় ফাগুন লিখেছে,’একসঙ্গে অনেকদিন থাকার পর আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বিশেষ পছন্দ করেন না। আমি আপনার উপযুক্ত নই। আপনি চাইলে আমার চাইতে অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারবেন।’
সেখানে সৃজন পড়ে শোনালো,’একসঙ্গে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভীষণ পছন্দ করেন। আমার মতন ভালো মেয়ে আপনি হাজার চেষ্টা করলেও খুঁজে পাবেন না।’
তারপর আরেক জায়গায় ফাগুন লিখেছে,’আমি আপনাকে আমি শ্রদ্ধা করি। তাই মুক্ত করে দিয়ে যাচ্ছি। আপনি ভালো থাকবেন। সারাজীবনের জন্য আপনার সঙ্গে আমার সম্পর্ক শেষ।’
সৃজন পড়ে শোনালো,’আপনাকে আমি ভীষণ ভালোবাসি। আপনি এত সহজে আমার কাছ থেকে মুক্তি পাবেন না। সারাজীবন আমি আপনাকে নিজের সঙ্গে বেধে রাখবো।’
ফাগুন অসহায় চোখ করে সৃজনের মুখের দিকে চাইলো। এই কথাগুলো ফাগুনের মনের কথা। সৃজন সেটা জানে। তাই ইচ্ছে করে মজা নিচ্ছে। ফাগুন কান্না থামিয়ে অধৈর্য কন্ঠে বললো,
‘আমি মোটেও এসব লিখি নি। আপনি কেন আমাকে এভাবে ছোট করছেন?’
সৃজন মনোযোগের সহিত চিঠি পড়ছিলো। পড়া থামিয়ে দিয়ে অবাক কন্ঠে বললো,
‘তুমি লিখো নি? কিন্তু আমি তো তাই দেখতে পাচ্ছি।’
সৃজনের মুখে মিটিমিটি হাসি। ফাগুন জবাব দিলো না। দুহাতে মুখ ঢেকে শব্দ করে ফুঁপিয়ে উঠলো। হাতের চিঠিটা পাশে রেখে দিয়ে সঙ্গে সঙ্গেই ওকে বুকে টেনে নিলো সৃজন। শক্ত করে জড়িয়ে ধরে বললো,
‘ইশশ্! একটু কিছু বললেই খালি কান্না! আমি তো শুধু একটু দুষ্টুমি করছিলাম তোমাকে রাগানোর জন্য।’
ফাগুন কাঁদতে কাঁদতে বললো,
‘আপনি ভীষণ খারাপ। খালি আমাকে কষ্ট দেন।’
সৃজন মনে হলো দুষ্টুমি করতে গিয়ে উলটো ফেঁসে গেছে সে! ফাগুনের কান্না থামানোর জন্য টুক করে একটা চুমু খেয়ে নিলো ফাগুনের গালে। দুহাতে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললো,
‘আচ্ছা এবার থেকে আর কষ্ট দেবো না। এবার থেকে শুধু ভালোবাসবো। প্রমিস করছি।’
‘লাগবে না আপনার ভালোবাসা। আমি তো খারাপ মেয়ে। আমাকে কেন ভালোবাসবেন?’
সৃজন হাসলো। ছোট বাচ্চাদের যেমন মনভোলানো কথা বলে শান্ত করা হয় তেমনি করে বললো,
‘খারাপ হলেও আমার। ভালো হলেও আমার।আমি ভালো না বাসলে কে বাসবে?’
ফাগুনের আরো কিছুক্ষণ গুনগুনিয়ে কেঁদে শান্ত হলো। চুপচাপ সৃজনের বুকের ভেতরে মুখ গুঁজে বসে রইলো। বেশকিছুক্ষণ কেটে যাওয়ার পর সৃজন স্মিত হেসে বললো,
‘সারারাত কি এভাবে বসে থাকবো? না মানে কেউ চাইলে অবশ্যই বসে থাকবো। কিন্তু বাতি নিভিয়ে বসতে পারলে ভালো হতো। কেউ যে মুচকি মুচকি হাসছে সেটা আর দেখা যেতো না।’
এতদিন বাদে সৃজনকে শায়েস্তা করা গেছে এই ভেবে কান্না থামিয়ে মিটিমিটি হাসছিলো ফাগুন। সৃজন সেটা বুঝতে পেরে গেছে ভেবে লজ্জায় লাল হয়ে গেলো। তাড়াতাড়ি করে উঠে যেতে চাইলো। কিন্তু সৃজন ছাড়লো না। হেসে উঠে বললো,
‘থাক। এখন আর লজ্জা পেয়ে কি লাভ? যা দেখার সেটা তো দেখে ফেলেছি।’
ফাগুন লজ্জায় কথা খুঁজে পেলো না। ইতস্তত করে বললো,
‘ওয়াশরুমে যাবো।’
সৃজন সন্দের দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইলো কিছুক্ষণ। তারপর ছেড়ে দিয়ে বললো,
‘ঠিক আছে যাও।’
★
ওয়াশরুমে গিয়ে আধঘণ্টা কাটিয়ে দিলো ফাগুন। ফিরে এসে দেখলো দুহাত দুদিকে ছড়িয়ে বিছানায় শুয়ে আছে সৃজন। ফ্যানের বাতাসে ওর এলোমেলো চুলগুলো কপালের ওপর উড়ছে। চোখ বন্ধ করে ফাগুন আসার প্রহর গুনছে সে।
ফাগুন বিছানা থেকে দূরে দাঁড়িয়ে ইতস্তত করে বললো,
‘আমি ঘুমাবো।’
সৃজন মাথাটা সামান্য তুলে ফাগুনের দিকে চাইলো। লজ্জায় মাথানিচু করে দাঁড়িয়ে আছে ফাগুন। মৃদু হেসে ওকে পাশে শোবার জায়গা করে দিয়ে ঠাট্টার সুরে বললো,
‘এইটুকুতে হবে নাকি আরো লাগবে? জায়গা?’
ফাগুন জবাব না দিয়ে বিছানার পাশে বসলো। কাথা টেনে নিতে নিতে বললো,
‘জানি না। একা একা ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে। তাই এখন বড় জায়গা না হলে অস্বস্তি লাগে।’
এতদিন ওকে দূরে সরিয়ে রাখার জন্য ইচ্ছে করেই খোঁটা দিলো ফাগুন। সৃজনও সময় নষ্ট করলো না। স্মিত হেসে জবাব দিলো,
‘আমার তো পাশবালিশ না হলে ঘুম আসে না। তাহলে এখন কি হবে?’
সৃজনের চোখেমুখে দুষ্টুমির ছাপ! বিছানায় পাশ বালিশ নেই। ফাগুন বুঝতে পারলো ও কিসের ইঙ্গিত করছে! নিজের অজান্তেই হেসে ফেললো। তথাপি সৃজনের প্রশ্নের জবাবে কিছু না বোঝার ভান করে বললো,
‘আলমারি থেকে নামিয়ে দেই?’
সৃজন বেশ কৌতুক বোধ করলো ফাগুনের প্রশ্ন শুনে। জবাবে চুপচাপ ফাগুনের মুখের দিকে চেয়ে রইলো। এদিকে সৃজনের এমন কৌতুকপূর্ণ দৃষ্টি ভেতরে ভেতরে সংকোচ এনে দিলো ফাগুনের। নিজের বলা কথাটা নিজের কাছেই ঠাট্টার মতন শোনালো। পাশবালিশ থাকলেও যে ও এনে দেবে না একথা ওর চাইতে ভালো আর কেউ জানে না। তবুও আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে বললো,
‘আমি আপনার সুবিধার কথা ভেবে বলেছি? আমার এনে দিতে কোনো আপত্তি নেই!’
সৃজন একটানে ওকে কাছে নিয়ে এলো। হেসে উঠে বললো,
‘থাক। আর সাধু সাজার ভান করতে হবে না। আপনি যে কেমন দুষ্টু সেটা আমি জানি।’
‘আমি সত্যি বলেছি।’
‘ঠিক আছে বিশ্বাস করলাম আপনি সত্যি বলেছেন। আমার কাছে আসার জন্য আপনার কোনো তাড়া নেই। যত তাড়া সব আমার। মেনে নিলাম!’
ফাগুনের মনে হলো ওকে নিয়ে আবার মজা করছে সৃজন। কথা সৃজনের সঙ্গে না পেরে বিরক্ত কন্ঠে বললো,
‘আমি কি তাই বলেছি?’
সৃজন ফের হাসলো। বললো,
‘ও আচ্ছা বলো নি? তাহলে কি বলেছো? তুমি আমার উপকার করতে চাও। সেইজন্য আমাকে পাশবালিশ এনে দিতে চেয়েছো। তাইতো?’
ফাগুন এবার আর বলার মতন কোনো কথা খুঁজে পেলো না। এই লোক এত পাঁজি! কথা না বললে ও বুঝতেই পারতো না।
ফাগুনের চিন্তিত মুখের পানে চেয়ে সৃজন ভ্রু কুঁচকে বললো,
‘আচ্ছা। এখন কি তোমার উপকার করার জন্য আমাকে বিছানা থেকে নেমে যেতে হবে? নাকি তুমি রাতটা কোনরকমে কষ্ট করে আমার সঙ্গে কাটিয়ে দিতে পারবে?’
ফাগুন রাগত চোখে সৃজনের দিকে চাইলো। সৃজনের হাসি থামে না। বললো,
‘তোমার তো আবার বড় বিছানা ছাড়া ঘুম হয় না সেইজন্য বললাম।’
ফাগুন বুঝলো কথায় ও পারবে না। তাই অন্যপন্থা অবলম্বন করলো। চোখ বন্ধ করে নিয়ে বললো,
‘আমার ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো। আপনি শুয়ে শুয়ে বকবক করুন।’
ফাগুন চোখ বন্ধ করে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ার ভান ধরলো। অগত্যা সৃজন বাতি নেভানোর জন্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ওদিকে ওকে উঠে যেতে দেখে ফাগুন ভেবেছে সত্যি সত্যি বুঝি ফাগুনকে একা শোবার জায়গা করে দিয়ে নেমে যাচ্ছে সৃজন। খপ করে সৃজনের হাত চেপে ধরে বললো,
‘কোথায় যাচ্ছেন?’
সৃজন হাসলো। কৃত্রিম অবাক হওয়ার ভান ধরে বললো,
‘বাতি নেভাতে। তুমি ঘুমাও নি এখনো?’
ফাগুন হাত ছেড়ে দিলো। লাজুক কন্ঠে বললো,
‘ঠিক আছে যান।’
সৃজন বাতি নিভিয়ে বিছানায় এসে বসলো। ফাগুনের ফের উল্টোদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। একটু আগের লজ্জায় এখন আর মুখ দেখানোর জো নেই। সৃজন হাসলো।ওর কানের কাছে মুখ রেখে ফিসফিস করে বললো ,
‘কি ভেবেছিলে? চলে যাচ্ছি? উহু! সেই সুযোগ আর পাবে না। অনেক জ্বালিয়েছো এবার আমার পালা!’
ফাগুন ঠোঁট কামড়ে শক্ত করে জামার কোনা চেপে ধরলো। লজ্জায় মুখে কথা ফুটলো না। ঘর জুড়ে অন্ধকার। ধীরে ধীরে ওকে কাছে টেনে নিয়ে এলো সৃজন। ভালোবাসার বসন্ত নেমে এলো ঘরজুড়ে!
দুজনের কাছে আসাআসি যখন আকাশচুম্বী, ফাগুন তখন নেশাগ্রস্তের মতন সৃজনের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বললো,
‘আমি আপনাকে ভালোবাসি।’
সৃজন হাসলো। ফাগুনের ডান হাতটা নিজের বুকের মাঝখানে রেখে বললো,
‘আমি তো সেই কবে থেকেই বাসি।’
একসমুদ্র সুখ এসে ভাসিয়ে নিয়ে গেলো দুজনকে। ভালোবাসায় নতুন করে আবার মাখামাখি হলো দুজনের!
সমাপ্তি