##বৌপ্রিয়া
#আভা_ইসলাম_রাত্রি
#পর্ব – ২৮
‘ কুসুম? ঘুম থেকে উঠবে না আজ? ‘
কুসুম উচ্ছ্বাসের কথা শুনল। শুনেও উঠল না। বরং কম্বল দিয়ে মাথা অব্দি ঢেকে ফেলল। উচ্ছ্বাস হেসে উঠল। ঝরঝরে, প্রাণোচ্ছ্বল হাসি কুসুমের কানে প্রবেশ করলে কুসুম অবাক হয়ে শুনল। উচ্ছ্বাস ভীষন পারফেক্ট একজন, ঝরঝরে হাসি, ছাড়াছাড়া কথা, লম্বাটে, বলিষ্ট দেহ। এমন ছেলে কার না স্বপ্নের পুরুষ হয়ে উঠে! উচ্ছ্বাসের পাশে কি কুসুমকে মানাত? উহু! তবুও উচ্ছ্বাস আর কাউকে না, কুসুমকে ভালোবাসে। এই কথা ভাবলে কুসুমের সুখে আকাশে উড়তে ইচ্ছে করে। উচ্ছ্বাস আরো একবার ডাকল কুসুমকে। কুসুম উঠল না। চোখ মুখ খিঁচে শুয়ে রইল। উচ্ছ্বাস এবার জোর করে কুসুমের মাথা থেকে কম্বল সরিয়ে বলল,
‘ বিছানার লেগে থেকে লাভ নেই। উঠো দ্রুত। ফ্রেশ হয়ে নিচে যাব আমরা। দুপুরের খাবার খেয়ে বের হতে হবে আমাদের। ভুলে গেছো? ‘
কুসুমের মনে পরল, আজকে তাদের বাড়ি ফিরে যাবার কথা। আরো কদিন থাকত তারা। তবে উচ্ছ্বাসের জরুরি কল এসেছে। দ্রুত ঢাকা পৌঁছাতে বলা হয়েছে তাকে। কুসুম উঠে বসল। কপালের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুল কানের পেছনে গুঁজে ইতি-ওতি তাকাল। মিনমিন করে বলল,
‘ আ-আপনি এ-এখানে থাকবেন? এই র-রুমে? ‘
উচ্ছ্বাস ভ্রু কুঁচকে বলল, ‘ তো কোথায় যাব? ‘
‘ না, মানে…’
উচ্ছ্বাস এবার টিপ্পনী কেটে বলল, ‘ তুমি কি লজ্জা পাচ্ছ? আরে আমিই তো। আমাকে চেনো না? আমার আম্মা এবং তোমার পরিবারের সম্মতিতে আমাদের তিন কবুল পড়ে ফাতেমী মোহরে বিয়ে হয়েছে। আর গতকাল আমাদের এতদিনের পেন্ডিং বাসরও হয়ে গেছে। অথচ তুমি আমাকে চেনো না? আমার সামনে লজ্জা পাচ্ছ? আমি তোমার হাসবেন্ড! তোমার না..’
বাকি কথা সম্পন্ন করতে পারল না উচ্ছ্বাস। কুসুম দ্রুত এসে উচ্ছ্বাসের মুখ চেপে ধরল। অসহায় কণ্ঠে বলল,
‘ দোহাই লাগে আপনি চুপ করেন। দয়া করে আর লজ্জা দিবেন না। আমি লজ্জায় মারা যাচ্ছি। ‘
উচ্ছ্বাস কুসুমের চেপে রাখা হাতে চুমু বসাল। কুসুম উচ্ছ্বাসের মুখ ছেড়ে দিল। উচ্ছ্বাস আর জ্বালালো না কুসুমকে। বরং মৃদু কণ্ঠে বলল,
‘ ব্যথা হচ্ছে? ‘
কুসুম উত্তর দিল না। উচ্ছ্বাস উত্তরের অপেক্ষাও করল না। উঠে গিয়ে একটু আগে কিনে আনা দুটো ঔষধ কুসুমের হাতে দিল। কুসুম জিজ্ঞেস করল,
‘ কিসের ঔষধ? ‘
উচ্ছ্বাস বলল, ‘ একটা ব্যথার। আরেকটা…’
উচ্ছ্বাস থেমে গেল। কুসুম ভ্রু কুঁচকে উচ্ছ্বাসের দিকে চেয়ে আছে। উচ্ছ্বাস একটু থেমে নিভু স্বরে বলল, ‘ দুটোই ইম্পর্ট্যান্ট মেডিসিন। তোমার জন্যে ভালো। খেয়ে নাও দ্রুত। ‘
কুসুমের এতকিছু ভাবার সময় নেই। শরীরের ব্যথায় পিষে যাচ্ছে সে। গা ব্যথায় টনটন করছে। কুসুম উচ্ছ্বাসের হাত থেকে পানির গ্লাস নিয়ে দুটো ঔষধ চুপচাপ খেয়ে ফেলল। উচ্ছ্বাসকে এবার স্বস্থির নিঃশ্বাস ফেলতে দেখা গেল।
____________________________
রাতের দিকে বাড়িতে প্রবেশ করল কুসুম-উচ্ছ্বাস। রাত থেকেই উচ্ছ্বাসের বোনেরা কুসুমের আগেপিছে ঘুরছে। কুসুম প্রথমে বুঝতে না পারলেও, এখন বুঝতে পেরেছে এদের উদ্দেশ্য মূলত কি! তাতেই কুসুম মুখে কুলুপ এঁটে যে বসেছে, বসেছেই। কাউকে কিছু বলছে না। রাতের খাবারের পর এবার কুসুমকে টেনে নিয়ে শিউলি রুমে গেল। বাকি বোনেরাও একে একে কুসুমকে ঘিরে বসল। শিউলি জিজ্ঞেস করল,
‘ ভাবি, কিছু তো বলো। আমাদেরও তো শিখতে হবে, মানুষ হানিমুনে গিয়ে কি করে? অ্যাই ওয়ান্ট টু নো। ‘
কুসুম কাঁচুমাঁচু করে বলল, ‘ বিয়ে হলে এমনি শিখবে। আগে শেখার কি দরকার? তাছাড়া আজকাল ইউটিউবে সব ড্রামা, মুভিজে শেখায় এসব। ওখান থেকে দেখে শিখে নাও। কিন্তু এখন আমার না প্রচুর ঘুম পাচ্ছে। যাই আমি, ঠিকাছে? তোমরা গল্প করো। ‘
কুসুম কোনরকম সেখান থেকে পালিয়ে এলো। রুমে প্রবেশ করলে উচ্ছ্বাকে কোথাও দেখা গেল না। কুসুম দরজায় খিল আটকে বারান্দায় গেল। ঐযে উচ্ছ্বাস বসে আছে। চোখে মোটা ফ্রেমের চশমা। এলোমেলো চুল কপালে পরে আছে। ঘুমঘুম চোখ, ক্লান্তিতে অবসন্ন চেহারা। কুসুমের হৃদস্পন্দন একটুর জন্য বন্ধ হয়ে পরপরই দ্রুত চলতে শুরু করল। একটা মানুষের আর কতভাবে প্রেমে পরবে কুসুম? এই প্রেম, ভালোবাসার অন্ত কোথায়? কুসুমের মনে হয়, সারা পৃথিবীর ভালোবাসা এক করেও তাদের এই ভালোবাসার পরিমাপ করতে পারবে না। কুসুম দৌঁড়ে এগিয়ে গেল।
উচ্ছ্বাসের কোল থেকে ল্যাপটপ সরিয়ে ফেললে উচ্ছ্বাস খানিক বিরক্ত হয়। বলে, ‘ গুরুত্বপূর্ন ক্লাস করছি, কুসুম। প্লিজ ল্যাপটপ দাও। ‘
কুসুম ল্যাপটপ দিল না। বরং এগিয়ে এসে উচ্ছ্বাসের কোলে চড়ে বসল। উচ্ছ্বাস চমকে উঠল। কুসুম আজকাল ভীষন চঞ্চল হয়ে গেছে। সারাক্ষণ উচ্ছ্বাসের আশেপাশে ঘুরঘুর করে। নতুন নতুন ভালোবাসা অনুভব করলে এমনই হয়, উচ্ছ্বাস বুঝে। তার যে এসব মন্দ লাগে এমন নয়। বাহ্যিক ভাবে স্বাভাবিক থাকলেও, ভেতর ভেতর অস্থির বোধ হয়। কুসুমকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে মন চায়। ইচ্ছে করে কুসুমকে সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রেখে ইচ্ছেমত দেখতে।
উচ্ছ্বাসের ধ্যান ভেঙে যায় কুসুমের কথা শুনে,
‘আপনি এত সুন্দর কেন, বলেন তো? আপনাকে দেখলেই আমার বুকের ভেতর কাঁপে। এই যে, এখনো কাঁপছে। এমন কেন হয়? আগে কেন হয়নি, এখন কেন হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। ‘
কুসুমের এমন অদ্ভুত কথা শুনে উচ্ছ্বাসের ভ্রু কুঁচকে গেল। পরপপর সে কুসুমের কোমরে আলতো করে হাত রাখল। কুসুমকে নিজের দিকে টেনে নিয়ে বলল,
‘ ভালোবাসো যে, তাই। ‘
‘ ভালো কি শুধু আমিই বাসি? আপনি বাসেন না? তাহলে শুধু এই অস্থির বোধ আমি কেন অনুভব করি? আপনি কেন না?
‘ কে বলেছে আমার হয়না? আমি বলেছি? ‘
‘ হয় যে সেটাও তো বলেন নি। আমি আগে বলেছি। ‘
উচ্ছ্বাস উত্তর দিল না। বরং কুসুমের হাত নিজের বুকে আলগোছে রেখে বলল,
‘ মন দিয়ে অনুভব করো। কিছু বুঝতে পারছ? ‘
কুসুম কপাল কুঁচকে মনোযোগ দেবার চেষ্টা করল।
পরপরই অবাক হয়ে বলল, ‘ আপনার হৃদ স্পন্দন খুব দ্রুত চলছে। ‘
‘হ্যাঁ, হচ্ছে। কারণ এটাই স্বাভাবিক। আমরা যাকে ভালোবাসি, সে আশেপাশে থাকলে আমাদের হৃদস্পন্দন দ্রুত হয়। আমরা আবেগে উত্তেজিত হয়ে যাই বলেই এটা ঘটে। এটা হার্টের একটা স্বাভাবিক প্রক্রিয়া। ‘
কুসুমের মনটা ভরে গেল খুশিতে। উচ্ছ্বাসের দিকে নির্নিমেষ চেয়ে রইল। একপর্যায়ে উচ্ছ্বাস কুসুমের কোমরে হাত জড়িয়ে মিষ্টি স্বরে জিজ্ঞেস করল,
‘ কি বলেছিলে, আমি সুন্দর? ‘
কুসুম সম্মোহনের ন্যায় আদুরে কণ্ঠে বলল,
‘ ভয়াবহ সুন্দর। ‘
উচ্ছাস হাসল। আঙ্গুল দিয়ে কুসুমের নাক টেনে বলল,
‘ তাহলে তুমিও এই সুন্দরের সুন্দর বৌ। বৌপ্রিয়া আমার! ‘
#চলবে
#আভা_ইসলাম_রাত্রি
#পর্ব-২৯
বসন্তের উৎসবের আমেজ একদিন শেষ হওয়ারই ছিল। হঠাৎ এক বৈশাখের ঝড় আসার অপেক্ষায় ছিল না কেউ। ঝড় এলো, সবকিছু লন্ডভন্ড করে দম ছাড়ল। হঠাৎ দমকা আবহাওয়ার ন্যায় ছড়িয়ে গেল ঊষা এবং ইব্রাহিমের ভালোবাসার কথা। ঊষার বাড়ির পরিবার ক্ষেপে গেছে ভীষন। ঊষার বাবার বন্ধুর কানেও গেল সে খবর। ঊষাদের পরিবারকে ছেলেপক্ষ যা নয় তাই বলে অপমান করল। মাথা হেঁট হয়ে এলো ঊষার বাবার। সেই অপমান লাঞ্ছনার প্রভাব পরল স্বয়ং ঊষা এবং কুসুমের মায়ের উপর। ঊষাকে রাতারাতি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরিয়ে নেওয়া হল। ঊষা যাবার আগে পাথর বনে গিয়েছে। না পারছে ইয়াহিয়ার বুকে নিজের বুকে চেপে থাকা কান্না উপচে দিতে আর নাইবা পারছে এত সাধের পরিবারকে এভাবে ভেঙে পরতে দেখতে। ঊষা যেদিন বাড়ি যাবে, সেদিন কুসুম দ্রুত নিজের বাপের বাড়ি এলো। ঊষার অবস্থা ভীষন নাজেহাল। এভাবে অপদস্ত হতে হয়েছে ইয়াহিয়াকে, সেটা ভাবলে ঊষার মরে যেতে ইচ্ছে হচ্ছে। ভালোবাসে যাকে, তার অপমান কিভাবে সহ্য হয়?
কুসুম ঊষার ঘরে এলো। ঊষা তখন বই ব্যাগে ঢুকাচ্ছে। কুসুম দ্রুত ঊষাকে গিয়ে জড়িয়ে ধরল। ঊষা নিথর হয়ে দাঁড়িয়ে আছে। কুসুম ঊষার কাধে মুখ গুঁজে প্রায় কেঁদেই দিয়েছে। কান্না ভেজা কণ্ঠে বলল,
‘ যেও না আপা। আমরা আছি তো। ভাইয়াও আছে। প্লিজ যেও না। ফুপাকে বোঝাব আমরা, সত্যি। ভাইয়া কোথায়? ও কথা বলেছে ফুপার সঙ্গে? আপা? ‘
কুসুম ঊষার গা ধরে ঝাঁকায়। ঊষা নিরবে চোখের জল ফেলে সঙ্গেসঙ্গে মুছে ফেলে। তারপর বেশ শান্ত কণ্ঠে বললে,
‘ আমার যেতে হবে, কুসুম। এভাবে তোদের পরিবারকে অপমানিত করতে পারিনা আমি। আমার সেই অধিকার নেই।’
কুসুম বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, ‘ এই পরিবার শুধু আমাদের না আপা, তোমারও। চার বছর থেকে কিভাবে আগলে রেখেছ এই পরিবারকে আমি নিজে দেখেছি। পরিস্থিতির চাপে পরে ভাইয়াকে ছেড়ে দিও না আপা। ভাইয়াকে কল করো এক্ষুনি। আমরা তোমার বাড়ি যাব বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি যেও না আজ। ‘
কুসুম ফোন নিয়ে কল করতে উদ্যত হয় ইয়াহিয়াকে। তবে তাকে আটকে দেয় ঊষা। কুসুম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো ঊষা ভাঙা স্বরে বলে,
‘ তোর ভাইয়ার সামনে আমাকে আর নিচু করে দিস না কুসুম। ও এমনিতেই অনেক কিছু সয়েছে। ওর আর এক ফোঁটা অপমান হলে, আমার বেচে থাকতে ইচ্ছে করবে না। যেই মানুষকে আমি এতটা সম্মান করি, সেই মানুষের এতটা অপমান হতে দেখে আজ আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। শুধু চেয়ে চেয়ে দেখছি। বিশ্বাস কর কুসুম, আমার হাতেও কিছু নেই। বাবাকে আমি ভয় পাই। কাল বাবার ওই রক্ত গরম করা চোখ দেখে আমার গলা দিয়ে এক ফোঁটা কথা বের হয়নি। বাবা রেগে আমাকে খুন কর ফেললেও আমি আশ্চর্য্য হব না কুসুম। বাবা এমনি। আমি তাকে ছোট বেলা থেকে এমনি দেখে এসেছি। আমি এসব অভ্যস্ত হলেও, ও অভ্যস্ত নয়। আমি দেখেছি বাবা যখন ওর মুখের সামনে আঙুল তুলে কথা বলেছিল, ওর চোখ লাল হয়ে গেছিল। তবুও সে আমার জন্যে বাবা মুখের উপর চুপ করে ছিল। কিন্তু আর না! আমার জন্যে এই পরিবারের এতটা অশান্তি আমি সত্যি আর নিতে পারব না। আমাকে আটকাবি না আর। আর না তোর ভাইয়াকে ঐ বাড়ি পাঠাবি। যেতে চাইলে তুই আটকে রাখবি। ঐ বাড়ি গেলে বাবা তোর ভাইয়াকে মেরে ফেলবে রে। প্লিজ বোন আমার! কথাটা রাখিস। ‘
কুসুমের চোখ ভর্তি জল টলমল করেছে। ঊষা আপার এই কথা সে একদমই রাখতে পারবে না, আর ভাইয়াও ওর কথা শুনবে না। ছোট থেকে দেখে এসেছে ইয়াহিয়া শান্ত অথচ কি ভীষন জেদী ছেলে। নিজের ভালোবাসার মানুষকে এতটা সহজে ছেড়ে দেবার মানুষ দে কখনোই ছিল না। কুসুমের নিজের ভাইয়ের প্রতি পুরো বিশ্বাস আছে। কুসুম আটকাল না আর ঊষাকে। ঊষাকে নিতে তার হবু স্বামী এলো। যখন ইয়াহিয়ার সামনে ঊষার হবু স্বামী ঊষার হাত চেপে ধরে রেখেছিল, ইয়াহিয়া শুধু হাত মুঠো করে চেয়ে দেখেছে। ঊষার অসহায় চাওনি দেখে আর কিছুই করতে পারেনি সে। নাহলে আজ এক ছেলের মুখের নকশা বদলে দিতে এটুকু সময়ও নিত না সে। ঊষা চলে গেল। ঊষা চলে যেতেই ইয়াহিয়া ঘর থেকে বেড়িয়ে যায়। সাহেদা পেছন ডাকেন। ইয়াহিয়া শুনে না। সেই যে বেড়িয়ে যায়,রাত হয়ে গেছে এখনো বাড়ি ফেরে নি।
সাহেদা নিজের রুমে বসে কোরআন পড়ছেন। কুসুম এসে পাশে বসল। নির্বাক হয়ে মায়ের কোরআন পড়া শুনছে। সাহেদা কোরআন পড়ার সময় কাদছেন। কান্নার জল গড়িয়ে পরছে কোরআন শরীফের উপর। ঘন্টা লাগিয়ে কোরআন পড়া শেষ করে সাহেদা কোরআন জায়গায় রাখেন। বিছানার এক পাশে বসে থাকেন চুপচাপ। কুসুম কিছু সময় পর এসে মায়ের গা ছুঁয়ে বসে। সাহেদা একপল মেয়েকে দেখে আবার সামনে তাকান। কুসুম খানিক পর ভাঙা স্বরে বলে,
‘ আম্মা, আপা কি আর কখনোই আমাদের বাড়ি আসবে না? আব.. বৌ হয়ে? ‘
কুসুম ভেবেছিল শেষের কথা শুনে সাহেদা রাগ করবেন। অথচ সাহেদা কিছুই বললেন না। দীর্ঘশ্বাস ফেলে আবারও চুপচাপ বসে রইলেন। কুসুম আবার বলল,
‘ আম্মা চলো না, আমরা আপার বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাই? আপা খুব কষ্টে আছে। ‘
সাহেদা উত্তর দিলেন না। কিন্তু কিছু সময় পর ক্লেশপূর্ন কণ্ঠে বললেন,
‘ সবকিছু ঠিক থাকলে, আমি যেতাম ওদের বাড়ি ঊষার হাত চাইতে। কিন্তু এখন….সব উলোটপালোট হয়ে গেছে। সবকিছু আমাদের হাতের বাইরে। কিচ্ছু করার নেই এখন। কিচ্ছু না। ‘
কুসুমের খুব করে কান্না পাচ্ছে। কিন্তু কান্না ভেতর ভেতর চেপে রেখে কুসুম প্রশ্ন করল,
‘ ভাইয়াকে এভাবে মরে যেতে দিবে আম্মা? ঊষা আপাকে ভাইয়া প্রচন্ড ভালোবাসে। আপা ছাড়া ভাইয়া পাগল হয়ে যাবে আম্মা। ‘
সাহেদা ছোট্ট করে শ্বাস ফেলে বললেন,
‘ আমার ছেলে খুব শক্ত রে কুসুম। সে নিজেকে সামলে নিবে নয়ত পরিস্থিতি ঠিক করে নিবে। ঊষার পরিবারকে কিভাবে মানাবে সেটা ও জানে। আমি মায়ের দায়িত্ত্ব পালন করার অপেক্ষায়। ভীষন অপেক্ষায়। ‘
কুসুম সব শুনে। মায়ের কাঁধে মাথা রেখে বসে থাকে আর কিছুক্ষণ। চোখের দু ফোঁটা জল গড়িয়ে পরে কুসুমের চোখ থেকে। কুসুম সঙ্গেসঙ্গে চোখ মুছে উঠে যায় বিছানা ছেড়ে। দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ফেলে। বিছানায় বসে এবার শব্দ করে কেঁদে ফেলে। এতক্ষণ খুব কষ্ট করে কান্না চেপে রাখার দরুন এখন এত কেঁদেও মন হালকা হচ্ছে না। কুসুমের ফোন বেজে উঠে এবার। কুসুম ফোন হাতে নিয়ে দেখে উচ্ছ্বাস কল করেছে। কুসুম সঙ্গেসঙ্গে কল রিসিভ করে কেঁদে উঠে আবার। উচ্ছ্বাস ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে,
‘ কুসুম? কি হয়েছে? ওখানের সব ঠিকাছে? এভাবে কাদছ কেন? এই কুসুম? ‘
কুসুম কান্না করতে করতে বলল, ‘ সব শেষ হয়ে গেছে উচ্ছ্বাস, সব শেষ। আপা চলে গেছে। আর আসবে না। জানেন, আপাকে নিতে এসেছে আপার ওই জঘন্য ফিওন্সি। ভাইয়ার সামনে ও ছেলে আপার হাত ধরেছে, জড়িয়ে রেখেছে আপাকে। ভাইয়ার খুব কষ্ট হয়েছে জানেন তখন? আমি আর নিতে পারছি না এসব। আমার খুব খারাপ লাগছে। ভাইয়া…ভাইয়া কিভাবে এসব সহ্য করছে? ‘
উচ্ছ্বাস সব শুনে কিছুটা বিস্মিত হয়েছে। এমনটা হবে সে আগেই কুসুমের কথা শুনে ভেবেছিল। তবে এতটা জটিল হয়ে যাবে পরিস্তিতি সেটা সে আন্দাজ করতে পারেনি। তবুও কুসুম কাদঁছে দেখে উচ্ছ্বাস বলল,
‘ শান্ত হও, কুসুম! কান্না থামাও। আমার কথা শুনো। কান্না থানাও বলছি। ‘
কুসুম নাক টেনে কান্না আটকাল। উচ্ছ্বাস বলল,
‘ শুনো কুসুম, ইয়াহিয়া যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছেলে। তোমার চেয়ে ওর মাথায় বুদ্ধি বেশি যতটুকু বুঝলাম। ও ঠিক কোনো না কোনো রাস্তা বের করে ফেলবে। এখন আমরা শুধু অপেক্ষা করতে পারি, আর কিছুই না। ‘
‘ এতোটা সহজ মনে হচ্ছে সবকিছু আপনার কাছে? ‘
‘ সহজ ভাবলে সহজ, কঠিন ভাবলে কঠিন। আচ্ছা ধরো, আমাদের বিয়ের ব্যাপারটা। তোমার বয়স বিয়ের সময় খুবই কম ছিল। আমি ঘুর্ণক্ষরে ভাবিনি এই ছোট্ট মেয়ের প্রেমে পরব আমি, পাগল হয়ে যাব। হয়েছি তো। এটাই নিয়ম। পরিস্থিতি নিজেকে যতটা জটিল দেখানোর ট্রাই করে, আসলে সে ততটা জটিল থাকে না। আমরাই তাকে জটিল বানাই। সহজ ভাবে সবকিছু সলিউশন করতে শিখে ফেললে পরিস্থিতির এসব কারচুপির ফাঁদে পা দেয়া লাগে না। তাই আমি বলব, তুমি শান্ত থাকো। ইয়াহিয়ার আশেপাশে থাকো। ওর অবস্থা বোঝার ট্রাই কর। ওকে সময় দাও। আর হ্যাঁ, ওর সামনে কান্নাকাটি করো না। সামনের কদিন পরিস্থিতি ঠিক না হওয়া অব্দি তুমি চাইলে বাপের বাড়ি থাকতে পারো। আমি আম্মাকে বুঝিয়ে বলব। সমস্যা আছে তোমার? ‘
কুসুম ভেবে শেষপর্যন্ত উচ্ছ্বাসের কথাতেই সম্মতি দিল। উচ্ছ্বাসের সঙ্গে কথা বলে এখন মনটা হালকা লাগছে খুব। কুসুম নিরবে স্বস্থির নিঃশ্বাস ফেলল।
#চলবে
/