ভালোবাসি প্রিয় পর্ব -২১

#ভালোবাসি_প্রিয় (২১)

#অপরাজিতা_রহমান (লেখনীতে)

জামিয়ার কথা আজ খুব মনে পড়ছে। সেদিন জামিয়া ভালোবাসার থেকে বন্ধুত্বের মর্যাদা দিয়ে অনেক বড় মনের পরিচয় দিয়েছিল। ভাবলাম জামিয়া কে কল করে রাজকে কিভাবে ইমপ্রেস করা যায় জেনে নেই। কিন্তু জামিয়া কে দুই বার কল করলাম বাট রিসিভ হলো না। পাঁচ মিনিট পরে দেখি জামিয়া কল ব্যাক করছে। রিসিভ করতেই ঐ পাশ থেকে জামিয়া বলল,
সরি দোস্ত ,একটু ব্যস্ত ছিলাম।

আরে ইয়ার বুঝতে পেরেছি নতুন নতুন বিয়ে বলে কথা,ব্যস্ত তো থাকতেই হয়। শাফায়াত ভাইয়া খুব আ*দ*র সোহাগ করছে বুঝি?

কুয়াশা তুই তো না! তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। শাফায়াত আমাকে অনেক ভালোবাসে। সেদিন তোদের ঐখানে থেকে ফেরার পথে শাফায়াত ভাইয়ার সাথে আমার দেখা হয়। ভাইয়া যখন আমার প্রাইভেট টিউটর ছিল তখন থেকেই আমাকে পছন্দ করত। সেদিন আমার মন খারাপের কারণ জেনে সোজা আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আর বাবা মা ও শাফায়াত ভাইয়া কে নিজের ছেলের মতো ভালোবাসত ,তাই আর ভাইয়ার প্রস্তাবে বাবা মা অমত করে নি। একদম ঘরোয়া পরিবেশে আমাদের বিয়ে টা হয়ে যাই। আসলেই সুরা আনফালের ৭০ নং আয়াতে ঠিকই বলেছে, _ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেক গুলো খারাপ দিনের সাথে দেখা করতে হবে !
অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু !!

রাজ কে পাই নি ,তো কি হয়েছে রাজের থেকে ও উত্তম কিছু পেয়েছি। কুয়াশা!

বল।

একটা সুখবর আছে।

তাড়াতাড়ি বল দোস্ত।

তুই খালাআম্মু হতে চলেছিস।

“সত্যি”

“হ্যাঁ”

অভিনন্দন দোস্ত।( অনেক টা মন খারাপ করে বললাম)

আচ্ছা কুয়াশা!তোর কি ইচ্ছে করে না মা ডাক শুনতে?তোর ভিতরে ছোট্ট একটা সত্তার জন্ম দিতে?

হুম করে তো। তুই তো জীবন যুদ্ধে আমার থেকে এগিয়ে গেলি জামিয়া। আমার আগেই আম্মু ডাক শুনতে পাবি। তবে তুই দেখিস আমি ও খুব তাড়াতাড়ি তোকে এমন সুখবর দিব।

তুই ও যেমন রাজ ও তেমন। আমার মনে হয় না এ জীবনে খালাআম্মু ডাক শুনতে পারব।

এইভাবে বলিস না প্লীজ। আমি ও চাই আমার ঘর আলো করে জুনিয়র একটা রাজ আসুক। আমাকে আম্মু ,রাজ কে বাবা বলে ডাকুক। ছোট ছোট পা দিয়ে হেঁটে হেঁটে সারা ঘর মাতিয়ে রাখুক।আচ্ছা জামিয়া বল না রাজ কে কিভাবে ইমপ্রেস করতে পারব? আমার অপ্রকাশিত ভালোবাসার প্রকাশ করতে পারব?

একটু রোমান্টিক হবি।রাজ বাইরে থাকলে ফোন দিয়ে খোঁজ খবর নিবি কোথায় আছে?কি করছে? আর বাসায় ফিরলেই টাইট হাগ দিবি।চু*মু দিবি।

ধ্যাত আমার লজ্জা করে।

লজ্জা পেলে সারাজীবন বিবাহিত সিঙ্গেল হয়েই থাকতে হবে। জীবনে আর আম্মু ডাক শুনতে পারবি না।

ঠিক আছে। রাখছি বাই। ভালো থাকিস। জুনিয়রের খেয়াল রাখিস। লাভ ইউ।

আচ্ছা বাই ।লাভ ইউ টু।

জামিয়ার সাথে কথা বলা শেষ করে রাজ কে কল করব ভাবছি এর‌ই মধ্যে দেখি রাজের কল। রাজের কল পেয়ে মূহুর্তের মধ্যেই ভালোলাগা সাথে এক রাশ লজ্জা এসে ঘিরে ধরল। কল রিসিভ করতেই ঐ পাশ থেকে মিষ্টি কষ্টে রাজ সালাম দিল।

ওয়ালাইকুমুস সালাম।তো মিস্টার আপনাকে ঠিক কি নামে সম্বোধন করব আহনাফ আহমাদ শায়ান নাকি রাজ? অবশ্য আমি চাই আপনি সারাজীবন আমার কাছে অশিক্ষিত, আনস্মার্ট, থার্ড ক্লাস, রাজ হয়েই থাকেন, আমি শিক্ষিত শায়ান কে চাই না।

তোমার মুখে অ*স*ভ্য কথাটা আমার অনেক ভালো লাগে।একদম হার্টবিট কাঁপিয়ে দেয় । তুমি আমাকে অ*স*ভ্য লোকটা বলেও সম্বোধন করতে পারো।

ঠিক আছে অ*স*ভ্য লোকটা।

কুয়াশা!

বলুন।

ভাবছি বিয়ের এতো গুলো দিন হয়ে গেল কিন্তু কোন অ*স*ভ্য*তা*মি করা ছাড়াই আমাকে অ*স*ভ্য উপাধি পেতে হয়েছে। ভাবছি এবার একটু অ*স*ভ্য*তা*মি করলে কেমন হয়? বাবা ,মা তো নাতি নাতনির জন্য অধীর আগ্রহে বসে রয়েছে , আমাদের কি উচিত নয় তাদের অপেক্ষার অবসান ঘটানোর?

ছিঃ ছিঃ এই লোকটা আসলেই অ*স*ভ্য, লাগামহীন।এইভাবে কেউ লজ্জা দেয়? আমি তড়িঘড়ি করে কথা ঘুরিয়ে বললাম বাসায় আসবেন কখন? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে।

কি সারপ্রাইজ বল না?

সারপ্রাইজের কথা বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকে?

তোমার জন্য ও একটা সারপ্রাইজ আছে কুয়াশা। বিয়ের এতো গুলো দিন হয়ে গেল তোমাকে তো দামি কিছুই দিতে পারি নি।তাই ভাবলাম ব‌উ কে একটু সারপ্রাইজ দিলে মন্দ হয় না। আজকের দিনটা তোমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন হয়ে থাকবে কুয়াশা।আজ আমরা পুরোনো স্মৃতি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব।আজ অনেক কিছু দেওয়ার আছে তোমাকে।

আমি কি কখনো আপনার কাছে দামি কোন গিফট চেয়েছি। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া তো আপনি। আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আপনার মতো একটা মানুষ কে আমার জীবনসঙ্গী হিসেবে পাঠানোর জন্য। আমার কোন গিফট চাই না। আপনার মতো আমিও চাই আপনার হাত ধরে বুড়ি হতে। সারাজীবন আপনার বু*কে ঘুমানোর জন্য আপনার বু*ক টা আমার নামে রেজিষ্ট্রি করে নিতে চাই।

আর কি চায় আমার বউ টা।

আর কিছু চাই না।আপাতত আপনি তাড়াতাড়ি বাসায় আসুন।

বাহ্ আমার বউ তো দেখছি ইদানিং আমাকে চোখে হারাচ্ছে। ব্যাপার কি কুয়াশা।বরের প্রতি হঠাৎ এতো দরদ কেন?

দরদ থাকবে না? আমার বিসিএস ক্যাডার , সুদর্শন বর বলে কথা ,না জানি কখন কোন ললনার নজর পড়ে যায়।তাই তো চোখে চোখে রাখছি। আজকের পর থেকে বাসার বাইরে বের হবার সময় আপনাকে নজর টিকা দিয়ে দিব।কোন ললনার নজর লাগতে দিব না।এই আপনি কোথায় আছেন বলুন তো? ইদানিং আপনি কেমন যেন পর পর হয়ে গিয়েছেন। আমাকে একদম সময় দেন না। আপনার মধ্যে আমি আগের সেই অশিক্ষিত আনস্মার্ট রাজ কে খুঁজে পাই না।

আহারে আমার ঘরের রানী ,মনের রানী আমাকে বুঝি খুব মিস করছে?আমি একটু মার্কেটে আসছি ব‌উ।ফিরতে একটু লেট হবে।

একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন।

আচ্ছা আসব ।

রাখছি তাহলে।

ব‌উ !

রাজের মুখে যতবার ব‌উ ডাক শুনি ততবার‌ই শিহরে উঠি । একধরনের ভালো লাগা কাজ করে। আমার কোন রেসপন্স না পেয়ে রাজ আবার ও বলল,ব‌উ!

বলুন।

একটা চু*মু দাও না। তুমি জানো না বর কল দিলে রিসিভ করে প্রথমে সালাম দিতে হয় আর কথা বলা শেষ হলে চু*মু দিয়ে তারপর কল কা*ট*তে হয়।

আপনি আসলেই অ”স”ভ্য একটা লোক। কোথায় কি বলতে হয় জানেন না। তাড়াতাড়ি বাসায় আসুন শুধু চু”মু না আরো অনেক কিছু দেওয়ার আছে আপনাকে।

তোমার থেকে কি বা আশা করা যায়? আজ পর্যন্ত সামন্য #ভালোবাসি_প্রিয় কথাটায় বলতে পারলে না।

আজ আমি ঠিকই বলে দিব।

ব‌উ! আমি সামনে থাকলে তো তুমি লজ্জায় আমাকে #ভালোবাসি_প্রিয় কথাটা বলতে পারবে না।তার চেয়ে বরং এখন‌ই বলে দাও।

আসলেই তো রাজকে এই সামান্য ভালোবাসি প্রিয় কথা টা বলতে গিয়ে আমি বারবার ব্যর্থ হয়েছি। এখন রাজ তো সামনে নেই তার চেয়ে বরং এখন ই বলে দেই। আমি রাজ কে লাজুক স্বরে ভালোবাসি প্রিয় কথা টা বলতে যাবো তার আগেই ফোনের ঐ পাশ থেকে রাজের গগনবিদারী চিৎকারে আমার ফোন হাত থেকে নিচে পড়ে গেল। তড়িঘড়ি করে ফোন তুলে হ্যালো বলতেই ঐপাশ থেকে অপরিচিত একটা কন্ঠস্বর ভেসে আসলো।

চলবে ইনশাআল্লাহ,,,,
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here