#সম্পর্কের__দেয়াল
#Writer_AnaHita_Ayat_SumaiYa
#পর্ব__২৩
দিশা মারা গেছে শুনে রিমি হতভম্ব হয়ে বললো,
‘এই তো কিছুদিন আগে ক্যান্সার ধরা পড়লো আর এখনি মারা গেছে! আন্টি আপনি মজা করছেন না তো আমার সাথে?’
‘দিশা ক্যান্সারের জন্য মারা যায় নি। আমার মনে হয়েছে ওকে কেউ মেরে ফেলেছে।’
‘মানে?’
‘আমি জানিনা কিন্তু আমার দিশা শেষ নিশ্বাস ত্যাগ করার আগে খুব ছটফট করছিল আর গলার দিকে ইশারা করছিলো। কিন্তু…
‘কিন্তু কি?’
‘কিন্তু আমি দিশার বাবা আর ডাক্তার রাও ছিলাম কেউ কিছু দেখতে পাই নি রে! আমার মেয়ে টা আর নাই! ও চলে গেছে আমাদের ফেলে!’
রিমি সব শুনে মাথা ঘুরে পড়ে যেতে নেয় লিমন এসে তাড়াতাড়ি ওকে ধরে ফেলে বললো,
‘রিমি আপনি ঠিক আছেন?’
ও কোনো কথা বলছে না। নিজেকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে ফোন টা ব্যাগে ঢুকিয়ে নেয় সে। তারপর দেওয়ালের সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে কান্না শুরু করে দেয়। অপরজন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে রিমির গালে হাত দিয়ে বললো,
‘আর ইউ ওকে মিস রিমি?’
‘ইয়েস স্যার!’
বলে সে এক দৌড়ে অফিস থেকে বেরিয়ে চলে যায়। বাহিরে এসে দেখে কোথাও কোনো রিকশা ও নেই। এখন সে কিভাবে যাবে বুঝতে পারছে না। এটা অপরজন ভালো ভাবে লক্ষ্য করে বললো,
‘এখন রিকশা কিংবা সিএনজি ও পাবেন না। আপনি চাইলে আমার সাথে আসতে পারেন!’
আর কোনো উপায় না দেখে রিমি বসের গাড়িতেই উঠলো। আর দিশাদের বাড়ির এড্রেস বললো। উনি তাকে সেখানেই নিয়ে যায় তবে এখনো পর্যন্ত কিছু বুঝতে পারলেন না যে, হয়েছে টা কি। বাড়ির সামনে আসতে সে দৌড়ে ভেতরে চলে যায়।
শোকের ছায়া নেমে এসেছে পুরো বাড়ি টি তে। দিশার মা একবার বেহুঁশ হচ্ছে তো আবার হুঁশ ফিরে কান্না করছে। যে মাত্রই আসলো সেও মৃত নিস্তেজ হয়ে পড়া লাশ টি পাশে বসে কান্নায় ভেঙ্গে পড়ে। অন্যদিকে যেজন কিছুই বুঝতে পারছিলো এখন সব টা বুঝতে পেরেছে। এক জায়গায় নিজে ঠায় দাঁড়িয়ে থেকে রিমির কান্না দেখছে।
রাত ৮ টা বেজে যায়। দিশা কে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। বাবা মা ও আত্মীয়ের আহাজারি যেনো ধরে না। মৃত্যু বরাবর ই কষ্টের। সেখানে প্রিয়জনের হলে তো কথাই নেই। রিমি লাগাতার অনেক্ষণ কান্না করার পর ঐ বাড়ি থেকে বেরিয়ে আসে। লিমন ই তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়ি তে বসায়। রিমি চুপ করে আছে আর ভাবছে দিশার মায়ের বলা কথা টা। যে মানুষ টি ক্যান্সারে আক্রান্ত ছিলো সে তো কিছুদিন পর এমনিতেই মারা যেতো তাকে কেন কেউ মারবে? নাকি এটা শুধু চোখের ভ্রম?
তবে যাই হোক এই মুহূর্তে কিছু ভাবতে পারছে না। চোখ মুখ ভার হয়ে আছে।
ওদিকে পাভেলের মা আর পাভেল রিমি এখনো আসে নি দেখে যা ভাবার ভেবে নিয়েছে। তবে পাভেলের মায়ের একটাই ভয় ছেলের এই অবস্থায় যদি রিমি পাভেল কে লাথি মেরে ফেলে রেখে তার বসের গলায় ঝুলে পড়ে তবে? পাভেল আজ বহুদিন পর মায়ের সাথে কথা বলার জন্য প্রস্তুত হয়। কেননা রিমি এখনো আসে নি!
‘রিমি কোথায় মা?’
ছেলে কথা বলছে দেখে মা কিছু টা অবাক। অনেক খুশি হন তিনি। তারপর বললেন,
‘আমি তো জানিনা কল করেছিলাম কিন্তু ওর ফোন বন্ধ!’
পাভেল চুপ করে রইল। তার অবনতি তে নিজের ই কষ্ট লাগছে। তবে রিমি কেন তার মা কে মারতে চাইছে সেটা এখনো ওকে জিঙ্গেস করা বাকি!
গাড়ির হর্নের শব্দ পেলে পাভেলের মা বারান্দায় যান দেখতে যে কে এসেছে। রিমি গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে পড়ে। লিমন ভীষণ অসন্তুষ্ট হয়। তার জন্য এতো কিছু করলো কিন্তু একটা ছোট করে থ্যাঙ্কস ও দিতে পারলো না?
বাড়িতে ঢুকতেই পাভেলের মায়ের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে,
‘কোথায় ছিলো এতোক্ষণ?’
‘বাহিরে!’
‘কোনো ভদ্র ঘরের বউ এতোক্ষণ বাহিরে থাকে?’
হঠাৎ করে ওর কি হলো কথা টা শুনে রাগে চেঁচিয়ে বললো,
‘হ্যাঁ থাকবো আপনাদের কি তাতে? আমার বান্ধবী দিশার মারা গেছে ওখানেই গিয়েছিলাম শুনেছেন আপনি? কারো সাথে রঙ ঢং করতে তো আর যাই নি!’
রিমি নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকলে পাভেল বললো,
‘এতোক্ষন কই ছিলে?’
ওকে কথা বলতে দেখে রিমি চট করে এসে ওর এক হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলে। পাভেল সেরকম কিছুই বললো না। তবে রিমি এই কয়দিন পাভেল কে নিয়ে বিজি থাকায় দিশা কে জীবিত অবস্থায় একবার ও দেখতে পারে নি বলে খুব আফসোস করছে।
————————-
একটা ছোট্ট শিশু হাসছে খেলছে। এতো সুন্দর দেখতে লাগছে যে রিধি হা হয়ে সেদিকে তাকিয়ে আছে। আর ভাবছে আল্লাহর সৃষ্টি এতো সুন্দর? হঠাৎ কি হলো শিশু টি কাঁদতে শুরু করে। কান্না দেখে যেনো রিধির মন ভেঙ্গে গেলো। কান্না থামিয়ে চোখে মুখে প্রচন্ড রাগের আক্রোশ ধরে রেখে তৎক্ষণাৎ শিশুটি অবয়বে পরিণত হয়ে যায়। আর বলে,
‘মা আমাকে যারা মেরেছে তাদের আমি বাঁচতে দিবো না!’
এই কথাটা শুনে আচমকা রিধির ঘুম ভেঙ্গে যায়। আর খুব ভয় পায় সে। ঘেমে একাকার। বারান্দায় বসেই তো সে ছিলো কিন্তু কখন ঘুমিয়ে পড়লো টের ই পায় নি। মাথায় খুব ব্যথা অনুভব করলো। একটু আগে কি হয়েছে মনে করার চেষ্টা করে দেখলো এতে করে মাথায় আরো বেশি ব্যথা হয়। তার মা এটা লক্ষ্য করে বললো,
‘রিধি কি হয়েছে তোর কোনো সমস্যা?’
‘মা আসলে মাথা টা খুব ধরেছে!’
‘এই তো ভালো ছিলি ঘুমাচ্ছিস দেখলাম হঠাৎ কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস?’
‘হ্যাঁ খারাপ নাকি ভালো জানিনা।’
‘কি স্বপ্ন?’
‘মনে করতে পারছি না মা!’
মাথায় প্রেশার দিলে আরো বেশি ব্যথা হয় দেখে মা বললো,
‘আচ্ছা স্বপ্ন মনে করতে হবে না। স্বপ্ন তো স্বপ্নই আমি রঙ চা বানিয়ে নিয়ে আসছি দেখবি খেলে ভালো লাগবে!’
‘ওকে!’
দিনে দুপুরে ঘুমিয়ে পড়ার জন্য এমন স্বপ্ন দেখেছে বলে নিজের মন কে বুঝ দিলো সে।
—————————-
জীবন থেকে দুটো মাস আরো কেটে যায়। এই দুই মাসে ও পাভেল একটু সুস্থ থাকা সত্ত্বেও স্বাভাবিক আচরণ করছে না দেখে রিমি আজ আবারো জিঙ্গেস করতে ওর পাশে গিয়ে বসে শান্ত কন্ঠে বললো,
‘পাভেল কি হয়েছে তোমার আমাকে বলবে প্লিজ? তুমি আগের থেকে অনেক সুস্থ তাও কথা বলো না কেন?’
‘কি বলবো?’
‘আমার কেন জানিনা মনে হচ্ছে তুমি আর আগের পাভেল নাই!’
‘হ্যাঁ তো?’
‘মানে কি? এমন আচরণ কেন করছো তুমি? আমি তো তোমার এই অবস্থায় ও পাশে আছি তাই না?’
‘আমার এ অবস্থার জন্য দায়ী তুমি! তো পাশে থাকবে না কেন?’
‘হোয়াট? এসব কি বলছো পাভেল?’
‘আমি ঠিক ই বলছি!’
‘দেখো আমার মাথা খারাপ করো না বলে দিলাম!’
‘ও এখন যখন আমি কথা বলা শুরু করেছি তা মাথা খারাপ হয়ে গেছে?’
‘চুপ একদম চুপ। বলো আমি কিভাবে দায়ী?’
‘তুমি আমার মা কে মারতে চাও নি?’
রিমি হঠাৎ পাভেলের এই কথাটা শুনে চমকে উঠে থমকে গেলো।
‘ম্ ম্ মা্ মানে?’
‘তুমি ভীষণ স্বার্থপর রিমি। আমি নিজের ভুল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর রিধির সাথে যেই অন্যায় করেছি তার ফলাফল আমার এই অবনতি!’
‘কি বলতে চাও তুমি?’
‘কেন বুঝতে পারছো না? ন্যাকা সাজছো? মা কে প্যারালাইসিস করে মারার জন্য ডাক্তার নোহানের কাছে যাও নি তুমি? অস্বীকার করতে পারবা যে কবির নামের লোক টার থেকে তুমি ঔষধ নিয়ে আসো নি? কোথাও রেখেছো সেই ঔষধ আমাকে খাইয়ে দিয়ে মেরে ফেলো! এই জীবন থাকার চেয়ে মরে যাওয়া স্রেফ ভালো!’
পাভেল সব স্পষ্ট ভাবে বলে পাভেলের মা তৎক্ষণাৎ রুমে ঢুকলো। মাথায় বাজ পড়ার মতো অবাক তিনি। একপাশে রিমি মাথায় হাত দিয়ে রোবটের মতো বসে আছে। পাভেলের মা অনেক বাজে কথা শোনানোর পর বললো,
‘আমি এখানে আর থাকবো না আর এক মুহূর্ত ও না। আমি আজ ই চলে যাবো নাহলে এই রাক্ষুসী মেয়ে আমাকেও মেরে ফেলবে। আমি তো আগেই বলেছিলাম তুই শুনিস নি আমার কথা!’
‘আমাকে ও নিয়ে চলো মা!’
রিমি রেগে মেগে বললো,
‘আপনি যাচ্ছেন যান পাবেল কে টাচ্ ও করবেন না!’
পাভেল কে আর নিয়ে যেতে পারেন নি তিনি একাই তার বোনের বাসায় চলে যান। মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করেন যে তিনি এখনো ওবধি তাকে সুস্থ রেখেছেন। তবে সন্তানের জন্য মন কাঁদে কিন্তু কিছু করার থাকে না।
————————
পাভেল এখন মোটামুটি সুস্থ এটা লিমন নিজে এসে দেখে যায়। তবে নিজের সাথে পাভেল কে তুলনা করে দেখলো রিমির জন্য লিমন বেস্ট। কিন্তু পঙ্গু স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে ও রেগে যায়। বুঝতে পারে না এতো সুন্দরী একটা মেয়ে এই পঙ্গুর হয়ে থাকতে কেন চায়? কেন সে বুঝে না এই ব্যক্তি সে ডিজার্ব করে না। ডিজার্ব করে লিমনের মতো কাউকে।
অপরদিকে লিমন বিবাহিত। তার বউ পাঁচ মাসের প্রেগন্যান্ট। লিমনের স্ত্রীর নাম লিমা। লিমন আগে থেকেই পরনারী তে আসক্ত ছিলো। লিমা কম চেষ্টা করে নি এসব থেকে তাকে ফিরিয়ে আনতে তবে পারে নি। স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে কারোই বাবা মা নেই। লিমা কে তার চাচা চাচী মানুষ করেছে। অবহেলা অনাটনে বড় হয় সে। লিমনের এই সব মুখ বুজে সহ্য করতে হচ্ছে তাকে কেননা চাচা চাচী কে গিয়ে কিছু বলার মুখ নেই। কারণ আগে থেকে চাচার সংসারে তাকে চাচী উটকো ঝামেলা মনে করতো। লিমনের সংসার ছেড়ে চাচার ঘরে আর ঠাই তার মিলবে না। তাছাড়া রাস্তায় না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই দেখে দিন রাত সব চেপে রেখে সহ্য করে যেতে বাধ্য লিমা। কিছু বলরে গেলেই লিমন গালাগালি শুরু করে দেয়। আরো নানান পাশবিক নির্যাতন তো আছেই তাই আর কিছু বলার সাহস হয় না তার। তবে দিনে দিনে সে এতোই হাঁপিয়ে উঠেছে যে লিমন কে গলা টিপে মেরে ফেলতেও আর দ্বিধাবোধ করবে না। কিন্তু এর মাঝে ও একটা সমস্যা তৈরি হয়। সে এই কাজ করার কথা ভাবে জানলে লিমা কেই মরতে হবে। তাই সে যথোপযুক্ত সুযোগের অপেক্ষায় আছে। যেহুতু তার প্রতি অন্য জনের কোনো মায়া দয়া হয় না তাই সেও আর মায়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকলো। যে যার যার মতো আছে! লিমন ফিরেও তাকায় না স্ত্রীর দিকে!
লিমন আজ পাভেল কে দেখতে আসার নাম করে বাসায় আসলো। আগে থেকেই এই লোকটা কে দুই মা ছেলের মোটেও সুবিধার মনে হতো না। কিন্তু উনারা কিছু বলতেও পারেন নি। কারণ তার টাকার নিচে পড়ে আছে তারা।
‘মিস্টার পাভেল এখন কেমন আছেন?’
‘জ্বি ভালো আপনি?’
‘ভালো আর থাকতে দিলেন কই?’
‘মানে?’
‘না মানে আছি এক রকম। তা আপনাকে একটা কথা বলবো ভাবছি! যদি কিছু মনে না করেন তো!’
‘হ্যাঁ বলেন?’
‘আপনি না আপনার বউ কে ডিভোর্স দিয়ে দেন।’
‘হোয়াট ডু ইউ মিন?’
‘আহা আস্তে কথা বলুন। এর বিনিময়ে আপনি অনেক টাকা পাবেন। তাছাড়া আপনি তো এখন পঙ্গু ওর উপযুক্ত আপনি নন। ভালো হবে আমার হাতে ওকে সুন্দর করে তুলে দিন!’
পাভেলের সাথে অনেক রাগারাগি হয়। রিমি নিচে ছিলো বলে শুনতে পায় নি। লিমন কি যেনো বলে তাকে চুপ করিয়ে দেয়। তবে যাওয়ার আগে বলে যায়।
‘আমি যেই জিনিস চাই তা পেয়েই ছাড়ি। সেটা হোক যেকোনো ভাবেই!’
পাভেল রিমি কে এই কথা গুলো বলতে ও পারলো না। চুপচাপ হজম করতে থাকলো।
লিমন এতো দিন চুপ থাকার পর আজ ভাবলো রিমি কে তার অন্তত এক রাতের জন্য হলেও চাই। তাই ও আসার অপেক্ষায় থাকলো। অফিসে আসলেই তাকে নিজের কেবিনে ডাকে।
‘ভেতরে আসতে পারি স্যার?’
‘আসো!’
‘স্যার আমাকে ডেকেছেন?’
‘হ্যাঁ!’
‘জ্বি স্যার বলুন!’
‘আচ্ছা ধরো তোমাকে আমি তোমার দুই লক্ষ টাকা শোধ করার একটা খুব সহজ সুবর্ণ সুযোগ দিলাম তুমি কি করবে?’
‘মানে কি সুযোগ স্যার?’
‘আমি তোমাকে এক রাতের জন্য চাই রিমি! শুধু একটা রাত। তাহলে সব টাকা শোধ হয়ে যাবে!’
চলবে_________________
[আজ সন্ধ্যায় আরো একটা এক্সট্রা পার্ট পাবেন!থাকছে ধামাকা😎]
বিশ্বাস করেন রিডার্সগন এই পাপী গুলার শাস্তি দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে আগানোর চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি। কিছু কাহিনী তাড়াতাড়ি এগোচ্ছে বলে কিছু করার নেই। আপনাদের জন্যই এমন করছি।