তোলপাড় পর্ব ২৬+২৭

#তোলপাড়💓
#পর্বঃ২৬
#শান্তনা_আক্তার(Writer)

দেখতে দেখতে এক তারিখ চলে আসলো।রিমি আজ কলেজে জয়েন করবে।গতরাত এক্সাইটেডমেন্টের জন্য ঘুম আসেনি ওর চোখে।মাত্র বাবা মায়ের সাথে কথা বলে দোয়া চেয়ে নিল।এরপর পরই জিসানের কল আসলো।

-অল দ্যা বেস্ট ভাবি!আই উয়িশ তুমি খুব উন্নতি করো লাইফে।

-অল দ্যা বেস্ট তো আমায় তোমাকেও বলতে হবে।কেমন লাগছে বিজনেস সামলাতে?

-তেমন ভালো লাগছে না।কিন্তু ভালো টা লাগাতে হবে।

-এভাবে বলছো কেন?রুশাকে বিয়ে করার ইচ্ছে নেই নাকি?

-ইচ্ছে তো আছে।তো?

-ইচ্ছে থাকলেই তো হবে না।রুশার ফ্যামিলি এমনি এমনি তো তাদের মেয়েকে তোমার হাতে তুলে দেবেন না।যতই তোমার বাবার ভুড়ি ভুড়ি ধন সম্পদ থাকুক না কেন।তোমার ব্যাকগ্রাউন্ড টাই আসল তাদের কাছে।

-হুম বুঝেছি ম্যাম।আপনাকে টিচার হিসেবে আমি ১০০ তে ১০০ দিলাম।

রিমি ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে বুঝে গেল আহসান বেরুচ্ছে।তাই জিসানকে বায় বলে ফোন কেটে দিল। নইলে কলেজের প্রথম দিনই মন খারাপ করে থাকতে হবে।আহসান টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল,কার সাথে কথা বলছিলে?

-আ আয়া আমি আসলে আব্বু আম্মুর থেকে দ দ দোয়া চাইছিলাম।

-এটা বলতে তোতলাচ্ছো কেন?

রিমি বোকা হাসি দিয়ে বলল,আমি আজ খুব খুশি তো তাই একটু তোতলে য যা যাচ্ছি বারবার।

-ওহ,আজ থেকে তাহলে জয়েন করছো তুমি।

-হুম।

-ওকে রেডি হও আমি তোমাকে কলেজে দিয়ে নাহয় হসপিটালে যাব।

-আপনাকে কষ্ট করতে হবে না।আসলে আমার কলেজ টাইম ১০ টায়।আর আপনি তখন হসপিটালে থাকেন।

-ওও,এটা তো তাহলে প্রবলেম হয়ে যাবে।ওকে তাহলে আমি আমার ডিউটির টাইমিং টা একটু চেঞ্জ করে নেব।১০ টার দিকে অন্য কেউ ডিউটি করবে আমার জায়গায়।হ্যাঁ এটাই করতে হবে।আমি বরং ফোন দিয়ে বলে দেই।

-আপনি শুধু শুধু এসব ঝামেলা নিতে যেয়েন না। আমার জন্য আপনার কাজের সময় পরিবর্তন করতে হবে না।

-সেটা তোমাকে ভাবতে হবে না।তুমি একা কিভাবে যাবে?

-দুনিয়ায় আপনার গাড়ি ছাড়াও আরও অনেক গাড়ি আছে ওকে?রিকশা করে যাব আমি।আমার অভ্যাস আছে।

-আমি যেটা বলেছি সেটাই হবে।তাই মাথা থেকে অন্য সব চিন্তা ঝেড়ে ফেলো।আন্ডার্স্ট্যান্ড?

আহসান কথাটা এতো লাউডলি বললো যে রিমি ভয়ে মাথা কাত করে সম্মতি না দিয়ে পারলো না।আহসান রিমিকে ১০ টার কিছুক্ষণ আগে রেডি হয়ে থাকতে বলে হসপিটালে চলে যায়।যখন ৯ টা বাজে তখন রিমি রেডি হতে শুরু করে।রিমি একটা নীল রঙের জামদানি শাড়ি পড়েছে।সাথে ম্যাচিং থ্রি কর্টার ব্লাউজ।রঞ্জিত অপমান করার পর অপার থেকে শাড়ি পড়াটা শিখে নিয়েছিল।তাইতো নিজে নিজেই খুব সুন্দর করে শাড়ি পড়ে নিল।চুলে বাকা সিঁতি তুলে খোপা করেছে।মুখে হালকা পাউডার দিল যদিও রিমি এমনিতেই উজ্জ্বল।তবুও কোথাও গেলে ওর পাউডার চাই ই চাই।চোখে হালকা করে কাজল পড়ে নিল।ব্যাস এতোটুকুই যথেষ্ট ওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলার জন্য।রিমি একটা ব্রেসলেট টাইপ ঘড়ি পড়েছে সাথে চোখে চিকন ফ্রেমের চশমা।চশমাটা স্টাইল করার জন্য পড়েনি।বইয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে রিমির চোখ দিয়ে পানি পড়ে প্লাস headache শুরু হয়ে যায়।এই প্রবলেম টা ওর ভার্সিটি লাইভ থেকে।ঠিক তখন থেকেই চশমা নেওয়া আরকি।ওদের বাড়ি থেকে ওর সব পছন্দের জিনিসপত্র নিয়ে এসেছিলো আসার সময়।যাই হোক,রিমি পুরোপুরি রেডি।হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো ৯ টা বেজে ২৭ মিনিট।রিমি নিচু একটা জুতো পড়ে নিচে নেমে আসলো।নিচে নেমে দেখলো রঞ্জিত সোফায় বসে খবরের কাগজ পড়ছেন।রিমিকে দেখা মাত্র মুখটা পেঁচার মতো করে আবারও খবরের কাগজে মন দিল।অপা একটা বাটিতে দই এনে বলল,এই নে এক চামচ দই খেয়ে যা।

-না মা আমার দই ভালো লাগে না।প্লিজ এটা খেতে বলো না।

অপা এক চামচ দই নিয়ে রিমির মুখের সামনে ধরে বলল,এক চামচ খা।জাস্ট এক চামচ।রিমি কোনো উপায় না পেয়ে চোখ কান বুজে খেয়ে নিল।রিমি অপাকে বললো,আমার জন্য দোয়া করো মা।অপা রিমিকে বুকে জড়িয়ে বলল,মায়েদের কাছে দোয়া চাইতে নেই।মায়েরা সবসময় তার সন্তানের জন্য দোয়া করেই যায়।অপা রিমিকে ইশারা করলো রঞ্জিতকে দেখিয়ে দিয়ে।রিমি অপার ইশারা বুঝতে পেরে রঞ্জিতের কাছে গিয়ে বলল,আজ আমার প্রথম দিন কলেজে।আপনি আমার জন্য দোয়া করবেন বাবা।রিমি বেশ খুশি মনে কথাটা বললো।এই প্রথম রঞ্জিতকে বাবা বলে সম্মোধন করলো রিমি।কিন্তু রঞ্জিত যা করলো তা রিমি স্বপ্নেও ভাবতে পারেনি।রঞ্জিত গিয়ে কষে এক চড় মারলো রিমির গালে।রিমি,অপা,সম্পা ওরা সবাই যেন গুরতরভাবে আশ্চর্য হলো রঞ্জিতের কারবারে।রিমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।রঞ্জিত আঙুল উঁচিয়ে রিমির দিকে তাক করে বলল,ফকিন্নির মেয়ে হয়ে আমাকে বাবা বলতে এসেছো!লজ্জা নেই তোমার?কোন সাহসে আমায় বাবা বললে?আর কখনো যেন তোমার মুখে এই ওয়ার্ডটা না শুনি।রিমির চোখ ভরে আসলো রঞ্জিতের কথায়।অপা খুব বেশিই রেগে যায় রঞ্জিতের এমন কুৎসিত আচরণে।

-তুমি কি মানুষ গো?মেয়েটা দোষের কি করলো?বাবাই তো ডেকেছে।তাই বলে মারলে মেয়েটাকে?আমার ভাবতেও লজ্জা লাগছে আমার হাসবেন্ড একজন নির্দয়,পাষাণ আর অহংকারী একটা মানুষ।পড়ালেখা যেহেতু করেছো এটা তো জানোই যে অহংকার পতনের মূল।এতো বাড় বেড়ো না।যাকে একদিন তুচ্ছ করবে দেখবে সেই তোমার প্রয়োজনে আসবে।তার কাছেই মাথানত করতে হবে।রঞ্জিত অপার কোনো কথাই কানে নিলেন না।এরই মাঝে আহসান এসে বলে,রিমি সরি আমি লেট করে ফেলেছি।এবার চলো কুইক নইলে আরও লেট হয়ে যাবে।

-তুমি কার পারমিশন নিয়ে এই সময়ে হসপিটাল থেকে বাড়িতে এসেছো?(চোখ রাঙিয়ে বললেন রঞ্জিত)

-সরি বাপি।আমি এইসময় টায় রিমিকে কলেজে দিয়ে আসবো ভেবেছি।আর তারপর ড্রাইভারকে বলে রেখেছি ওর কলেজ ছুটি হলে বাসায় ড্রপ করে দিতে।

-কেন?এতো মাতামাতি কিসের ওকে নিয়ে?

-বাপি তুমি এটাকে মাতামাতি বলছো কেন?এটা আমাদের রেসপন্সিবিলিটি।

-না এটা আমাদের রেসপন্সিবিলিটি না।রিমি নিজের ইচ্ছেতে জব করছে তাই ও কিভাবে নিজের কর্মস্থলে যাবে না যাবে সেটা টোটালি ওর ভাবার কথা।আমাদের নয়।

-আহসান ওর হাসবেন্ড তাই ওর ওয়াইফের প্রতি ওর সম্পুর্ণ দায়িত্ব আছে।রিমি ওর ইচ্ছেতে জব করবে বলে কি আহসান ওর স্ত্রীর প্রতি কর্তব্যগুলোকে নস্যাৎ করবে?

-তুমি চুপ করো অপা।একদম আমাদের মাঝে কথা বলতে আসবে না।

-মম ঠিকই তো বলেছে বাপি।তুমি একটু বুঝতে চেষ্টা করো বিষয়টা।

-আমি কিছুই বুঝতে চাইনা।আমাকে কেউ বোঝাতে আসবে না।কারণ আমাকে কেউ কিছুই বোঝাতে পারবে না।আমি যা করি বা ভাবি তা থেকে কেউ আমাকে নড়চড় করাতে পারবে না।

-তুমি এটাই চাও যে আমি রিমিকে কলেজে ছাড়তে যাব না?

-ইয়েস এটাই চাই আমি।

-তাহলে তাই হোক।আমি যাচ্ছি না।রিমি তুমি গিয়ে ড্রাইভারকে বলো তোমাকে কলেজে পৌঁছে দেবে।

-নো মাই সন।ড্রাইভার ও ওকে ড্রপ করবে না।এবার আহসানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

-ড্রাইভার ও যদি ড্রপ না করে তাহলে ও কিভাবে যাবে বাপি?তুমি কি চাচ্ছো বলোতো?

-আমি চাইনা ও আমার গাড়িতে চড়ে কলেজে যাক।কারণ ও আমার ইম্পর্টেড কারে চড়ার যোগ্যতা রাখেনা।জীবনে তো স্কুল কলেজে গাড়ি করে যায়নি।পায়ে হেটেই গিয়েছে হয়তো।যে যেমন পরিবেশে বড় হয়েছে তাকে সেই পরিবেশেই থাকতে দিতে হয়।কোথায় আছে না গরীবের পেটে ঘি সয়না!ওর ক্ষেত্রেও সেটা হয়ে যাবে।সাতের পাঁচ পা দেখতে শুরু করবে যদিও আমাদের বাড়ির বউ হয়ে দেখেও ফেলেছে।তবে আর না।এবার ওকে ওর আসল জায়গাটা দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে।রঞ্জিতের প্রতিটি কথা রিমির বুকে গিয়ে বিধছে।আর সহ্য করতে পারছে ও।রিমির ইচ্ছে হচ্ছে সেখানেই নিজেকে শেষ করে দিতে।তবুও যেন মনকে বুঝিয়ে ফেলছে।কারণ ওর বাবা মায়ের শিক্ষা আছে ওর মধ্যে।হাত দিয়ে শাড়ি ঘামছে ধরে আছে।চোখ ফুলে গিয়েছে চাঁপা কান্নার প্রভাবে।আজ ও অনেক কিছু বলতে চাচ্ছে রঞ্জিতকে কিন্তু কোথাও যেন বাধাপ্রাপ্ত হয়ে আছে।এই জন্য কিছু বলতে গিয়েও বলতে পারছে না।ওদিকে আহসান ও রঞ্জিতের কথাগুলো সহ্য করতে পারছে না।

-বাপি তুমি এরকম করো না প্লিজ।আহসানের কথার মাঝেই রিমি বলে ওঠে,থাক আহসান বাবু আপনাকে কষ্ট করে আমার জন্য শাফায়ত করতে হবে না।আমি আপনাকে বলিনি আমাকে নিয়ে ভাবতে।আমি আগেই বলেছিলাম আমি রিকশা করে যাব।আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না।আমি আমার দায়িত্ব নিতে পারি এই বলে বেরিয়ে গেলো রিমি।
#তোলপাড়💓
#পর্বঃ২৭
#শান্তনা_আক্তার(Writer)

রিকশার ভাড়া মিটিয়ে কলেজ গেটে পা বাড়ালো রিমি।মুখ ভাড় ওর।একটু হাসির চিহ্নমাত্র নেই ওর মুখে। প্রথম জবের প্রথম দিনটা আনন্দেরসহিত স্মরণীয় করে রাখতে চেয়েছিলো।কিন্তু সেটা যে বিষাদময় হয়ে উঠবে তা ভাবা ছিলো।এক দিক দিয়ে এটাও স্মরণীয় হয়ে থাকবে।চাকরির প্রথম দিনই বাবা তুল্য শ্বশুরের হাতের চড়!বিষয়টা খুব চমৎকার লাগছে রিমির কাছে।বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে এখন অবধি ওর শুধু একটা কথায় বারবার মনে হচ্ছে,কোন পাপের শাস্তি ও পাচ্ছে?কি দোষ ওর?হাটতে হাটতে প্রিন্সিপালের রুমে পৌঁছে গেল।না চাইতেও নিজেকে স্বাভাবিক করলো।যদিও মনের বিরুদ্ধে গিয়ে।প্রিন্সিপাল রিমিকে সকল টিচার্সদের সাথে পরিচয় করিয়ে দেন।কথাবার্তা শেষ করে রিমি ইন্টার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের ক্লাস নিতে শ্রেণিকক্ষে প্রবেশ করে।রিমির প্রথম ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাসে।রিমি একাউন্টিং এর টিচার হিসেবে নিয়োগ দিয়েছে।তাই ওর হাতে একাউন্টিং এর বই। সকল শিক্ষার্থী রিমিকে দেখে খুব বিনয়ের সাথে সালাম ও গুড মর্নিং উয়িশ করে।রিমিও জবাব দিল।রিমি প্রথমে নিজের পরিচয় পর্ব দিয়ে কথাবার্তা শুরু করলো।তারপর একে একে সবার কাছে গিয়ে তাদের নাম জিজ্ঞেস করা শুরু করে।একেবারে ক্লাসের শেষ প্রান্তে গিয়ে একটি ছেলেকে দেখতে পায়।ছেলেটি বেঞ্চের সাথে মাথা ঠেকিয়ে পরম শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে।নিউ টিচার যে ক্লাসে এসেছে সে দিকে তার কোনোই ভ্রুক্ষেপ নেই।তাইতো নিশ্চিন্তে ঘুমাচ্ছে।রিমির বিষয়টা একদমই পছন্দ হয়নি।ও বেঞ্চ থাপড়ে বলল,এক্সকিউজ মি!এখানে কি ঘুমাতে এসেছো?বাড়িতে কি করো,যে ক্লাস টাইমে ঘুমাচ্ছো?এক্ষুনি উঠে পড়ো নইলে আমি প্রিন্সিপালকে ডাকতে বাধ্য হবো।

পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে,ম্যাম প্রিন্সিপাল স্যার ওর নিজের বাবা।তাকে কিছু বলে লাভ নেই।মেয়েটা কথা শেষ করতেই ক্লাস শুদ্ধু সবাই হো হো করে হেসে ওঠে।

-হাসি থামাও সবাই,,,,,রিমি চিল্লিয়ে বলে ওঠে।সবাই রিমির ধমকে চুপ হয়ে যায়।রিমি আবারও বলতে শুরু করে।নিজের বাবা প্রিন্সিপাল বলেএ কি পড়াশোনার সময় কেউ ঘুমাবে?এটা কোথাকার নিয়ম?আমি এই নিয়ম মানি না।আমি যেহেতু তোমাদের টিচার সেহেতু তোমাদের সোজা করার পুরো রেসপন্সিবিলিটি আমার আছে।এই বলে একটা বেত এনে ঘুমন্ত ছেলেটির পিঠে দিল দু তিনটা বারি।বারি খেয়ে এক প্রকার লাফিয়ে ওঠে ছেলেটি।

-কার এতো সাহস রে আমায় মারার?এই বলে ঢুলু ঢুলু শরীরে উঠে দাঁড়ালো।

-আমি মেরেছি তোমায়।প্রয়োজন হলে আরও মারবো।ক্লাসটাকে নিজের বেডরুম পেয়েছো নাকি?নাম কি তোমার হুম?

ছেলেটি চোখ কোচলে রিমির দিকে তাকালো।বেত হাতে ভ্রু কুচকে ছেলেটির দিকে তাকিয়ে আছে রিমি।ছেলেটির মেজাজ খারাপ ছিল কিন্তু রিমিকে দেখার পর ওর সব রাগ যেন নিমিষেই হাওয়া হয়ে গেল।এক ধ্যানে সে রিমিকেই দেখে যাচ্ছে।ওদিকে যে রিমি গলা ফাটিয়ে কিছু বলছে সেদিকে তার কোনো ইনটেনশন নেই।ও শুধু রিমির ঠোঁট নাড়ানো দেখে যাচ্ছে।আর ভালো করে রিমিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে।তাই দেখে রিমি এবার খুব জোড়েই দিল আরেক বেত্রাঘাত।ব্যথা পেয়ে ভাবনার জগৎ থেকে বাহিরে বের হয়ে আসলো ছেলেটি।রিমির দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল,সো বিউটিফুল।রিমি এবার শরীরের সব শক্তি দিয়ে ছেলেটার হাতে বারি দিয়ে বলল,অসভ্য ছেলে।আমি তোমার টিচার।So behave yourself…what’s your name?

ছেলেটি চুল ঠিক করে বলল,সবাই আমাকে ভালবেসে স্যাম বলে।আপনি ও তাই বলতে পারেন বিউটিফুল লেডি।

রিমি বেত উঁচিয়ে বলল,don’t call me Lady..I am your teacher..so call me mam okkk?

-আপনাকে যে টিচারের মতো লাগছে না।তাই আমি সেটা বলতে পারলাম আই এম এক্সট্রিমলি সরি।

-তুমি কি মনে করো নিজেকে হুম?বাবা এই কলেজের প্রিন্সিপাল বলে যা খুশি তাই করবে?নো ওয়ে,আমি এখন আর তা হতে দিতে পারিনা।আগে যা করেছো করেছো।এখন আমি যা বলবো তাই শুনতে হবে।শুধু আমি নই প্রতিটা টিচারের সাথে ভালো ব্যবহার করতে হবে।এরপর থেকে যদি আমি তোমায় ঘুমাতে দেখেছি তো তোমার বাবার সামনেই গণধোলাই দেব।যদি এতে আমার জব চলে যায়,যাক।আই ডোন্ট কেয়ার।বাই দ্যা ওয়ে নাম কি তোমার?সার্টিফিকেটে যেই নামটা আছে সেটা বলো।সবাই ভালবেসে কি নাম বললো না বললো সেটা জেনে আমার কোনোই লাভ নেই।

-আই লাইক ইউর attitude..আমি সব ডিটেইলস এ বলছি তাহলে।আমার নাম সামির।বাবা মায়ের একটা মাত্র ছেলে আমি।দু বোন আছে সবার বিয়ে হয়ে গেছে।আমি বাকি আছি।৬ বার HSC তে ফেইল করেছি।আবারও বসতে চলেছি এক্সামে।এবারও যদি ফেইল করি তাহলে শনি,রবি,সোম, মঙ্গল, বুধ,বৃহস্পতি,শুক্র।পুরো সপ্তাহের নাম পূরণ হবে।এবার আপনারটা শুনি?

-নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার।নিজের কুকির্তির কথা দাঁত কেলিয়ে বলছে।ছিহ এই বলে সামনে চলে আসলো।এরই মাঝে বেল বেজে ওঠে।রিমি ঘড়ির তাকিয়ে তাকিয়ে বলল,ইশ আজ আর ক্লাস নেওয়া হলো না।স্টুডেন্টস,আজ আর ক্লাস নিতে পারলাম না।আগামীকাল ইং শা আল্লাহ আমরা বই এ হাত দেব।আজকের মতো আল্লাহ হাফেজ এই বলে ক্লাস থেকে বেরিয়ে আসে রিমি।ওদিকে সামির দুহাতের আঙুল একসাথে ফুটিয়ে পাশের চামচা টাকে বলল,ওই রাফি নাম কিরে মেয়েটার?

-বস উনি আমাদের টিচার।আর যার সাথেই করেন না কেন,ওনার সাথে অন্তত ফ্লার্ট কইরেন না।

-চুপ কর।আমার কাছে টিচার ডক্টর কোনো ফ্যক্ট না।মেয়েটাই ফ্যক্ট।এখন বেশি কথা না বলে বল মেয়েটার নাম কি?

-বস রিমি বলেছিল।সরি মিসেস রিমি বলেছে।উনি ম্যারিড।

-what nonsense!ম্যারিড উনি?

-হুম এইজন্য বাদ দিন বস।

-ম্যারিড হোক আর যাই হোক it’s doesn’t matter…আমার ভালো লেগেছে এটাই ম্যাটার।আর স্যামের কাউকে ভালো লাগলে কি হয়?

রাফি ছেলেটি ঢোক গিলে বলে,তাকে সে পায়।

-হুম,এবার চল বাহিরে যাই।আজকে একটা পার্টি দেবো চল।

-সত্যি বস?(খুশি হয়ে)

-আমি কি মিথ্যে বলি বল?আজ আমি অনেক খুশি তুই যত খেতে পারবি আমি খাওয়াবো। চল ড্যাডের ক্রেডিট কার্ড নিয়ে আসছি আমি।

রিমি খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে।দুপুরের খাবার খেয়ে বুকস নিয়ে বসে।আহসান বাড়িতে এসে দেখলো রিমি বসে বসে বই পড়ছে।আহসান ধিরু পায়ে স্টাডি টেবিলের কাছে গেল।তারপর গলা পরিষ্কার করে বলল,খুব মন খারাপ তোমার তাইনা?রিমি মাথা উঁচু করে আহসানের দিকে তাকিয়ে আবার বইয়ের দিকে তাকায়।

-হুম বুঝেছি খুব বেশি রাগ করেছো।আমি বাপির পক্ষ থেকে তোমায় সরি বলছি।আর আমি তোমার সাথে যেতে পারিনি তারজন্য ও সরি বলছি।তুমি বললে কান ধরে উঠবস করতেও রাজি।

রিমি ঠাস করে বই বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলল,আপনাদদের বাপ ব্যাটার কাছে আমি তো মানুষ নই।তাই আমার মন খারাপ কেন হবে?আপনারা তো আমাকে চাকরের চোখে দেখেন।এক কথায় আপনাদের চক্ষুশূল আমি।বলে দিন আমি কাজ করে খাব আপনাদের বাড়িতে।তাও ভালো।তবুও মনকে শান্তনা দিতে পারবো যে আপনার আর আপনার বাবার হাতে মার খাচ্ছি তবে কাজের মেয়ে হিসেবে খাচ্ছি।কাজ ভালো লাগেনি তাই আপনারা মেরেছেন আমাকে।তখন মনে কষ্টও লাগবে না।কারণ আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে।মারবেন এটাই স্বাভাবিক।

-তুমি এসব কি বলছো?বাপি তোমাকে মেরেছে?আমি এখনি কথা বলছি বাপির সাথে।বাপির এতো বড় সাহস কিভাবে হলো তোমাকে মারার।

-একদম ই না।আপনি তো আমাকে খুব সম্মান করেন তাইনা?আপনি তো কখনো আমাকে মারেননি তাইনা?কথায় আছে না নিজে নামাজ না পড়লেও অন্যকে ঠিকই নামাজের আহ্বান দেয় কিছু মানুষ।আপনার ক্ষেত্রে সেটাই যায়।লাগবে না আপনার অভ্যর্থনা।লাগবে না কোনো সহানুভূতি।আমি একা আছি একাই ভালো।শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন নেই আমার।

-আমি কতবার ক্ষমা চাইলে তুমি আমার পেছনের ব্যবহার টা ভুলতে পারবে বলতে পারো?আমি খুবই লজ্জিত আমার আগের ব্যবহারে।প্লিজ বাপির জন্য আমাকে ভুল বুঝো না।আমি কথা বলছি বাপির সাথে।

-আপনার কাছে আমি হাত জোড় করছি আর অশান্তি পাকাবেন না।আপনি কি চান,আপনি এখন আপনার বাপিকে দুটো কথা শোনাবেন আর আপনার বাপি আমাকে আরও ঘেন্না করুক?এটাই কি চান? উনি তো ভাববে,ছেলে তার বউয়ের জন্য বাবার সাথে ঝগড়া করছে।কেমন বউ এনেছেন তার ছেলের জন্য!প্লিজ আমাকে মাফ করুন আমি আর অশান্তি চাইনা।আপনি যদি এই বিষয়টা নিয়ে আপনার বাপির সাথে কথা বলেন তো আমি সত্যি বলছি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব।এমনকি আপনাদের সবার থেকে অনেক দূরে চলে যাব।নিজের বাপেরবাড়িও যাব না।কাউকে জ্বালাবো না আমি।এখন আপনি বলুন কি চান?

-তুমি খুব কষ্টে আছো তাইনা?এই বাড়িতে আসা পর্যন্ত একদিন ও শান্তিতে জীবন কাটাতে পারনি তুমি।অতিষ্ঠ হয়ে উঠেছো।তাইনা রিমি?

-হুম তাই।আমি একটুও ভালো নেই।আপনারা আমাকে ভালো থাকতে দিচ্ছেন না।আমি পাগল হয়ে যাচ্ছি পুরো।বদ্দ উম্মাদ হয়ে যাচ্ছি।একটা মানুষ কতো অপমান সইতে পারে বলতে পারেন?এই একটা মাসে কি পেয়েছি আমি?অপমান,লাঞ্চনা আর আঘাত।এ ছাড়া আর কিছুই পাইনি।

-আমি কি করলে তুমি শান্তি পাবে রিমি?তুমি কি ডিভোর্স চাও আমার থেকে?কথাটা বলতে গিয়ে আহসানের গলা আটকে আসলো তবুও কষ্ট হলেও বলে দিল।

-রিমি চোখের পানি মুছে বলল,হুম চাই।এটাই এক মাত্র উপায় আপনার আর আপনার বাবার থেকে বাঁচার।সরি ভুল বললাম আপনারাই বরং বেঁচে যাবেন আমার কব্জা থেকে।আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স এর ব্যবস্থা করুন।আমার ভাগ্যে যা আছে আমি দেখে নেব।

– ঠিক আছে আমি তাই করবো।ডিভোর্স পেয়ে তুমি যদি ভালো থাকো তাহলে বুঝবো একটু হলেও আমার প্রায়শ্চিত্ত হয়েছে।আমি তাই করবো এই বলে রুম থেকে বেরিয়ে আসে আহসান।

#চলবে,,?
(ভুল ধরিয়ে দেবেন।গঠনমুলক মন্তব্য করবেন।)
#চলবে,,?
(ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গঠনমুলক সমালোচনা করুন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here