#প্রেমময়নেশা 💙(The story of a psycho lover)
#পর্ব-২
#প্রথম_অধ্যায়
#Jannatul_ferdosi_rimi(লেখিকা)
সকালের মিস্টি রোদ আমার মুখে পড়তেই চোট করে ঘুম টা ভেজ্ঞে যায় হঠাৎ খেয়াল করলাম পায়ের ব্যাথা খানিকটা কমেছে এমা আমার পায়ে তো ব্যান্ডিজ করা বুঝতে বাকি রইলোনা এইসব অই সাইকোটার কাজ!! নিজে ব্যাথা দিবে আবার নিজেই ওষুধ লাগাবে? হুহ? সাইকো একটা অই সাইকোটা কে৷ ডক্টর বানাইছে? ওকে পাইলে 😡
(কেন৷ ওকে পাইলে কি করতা)🙄(লেখিকা)
ওকে পাইলে সাইকোটার বাড়ির ডাস্টবিনে চুবিয়ে রাখতাম!!
বাবা-মা ও বড় বোন নিয়ে খুব সুখেই বাস করতাম হঠাৎ এই অয়ন নামের সাইকোর জন্য জীবনটা কীভবে পালটে গেলো বুঝলাম ই না ভাবতেই চোখ ছলছল করে উঠলো
তখনি নীচ থেকে চিৎকার-চেচামেচি শুনতে পেলাম!! বুঝতে পারলাম অই সাইকো আর ভালোমার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে
।
।
।
।
।
।
।🥀🥀
অয়ন নীচে ব্রেকফাস্ট করছিলো তখনি তার মা বলে উঠে
–আচ্ছা অয়ন তুমি এতো নির্দয় কবে হলে?
অয়নঃ কেন? মা হঠাৎ এই প্রশ্ন করছো
মিসেস কলিঃ আমি এই কথা কেন বলছি তুমি বুঝতে পারছো না?
এইটুকু একটা মেয়েকে তুমি এতোটা নির্দয় ভাবে মারতে পারলে তুমি কি ভেবেছো আমি খবর পাবোনা
অয়ন এই খানিকটা উচু গলায় বলে উঠে-
ও আমার কথা শুনেনি তাই এর শাস্তি পেয়েছে। এবং ভবিষ্যৎ ও আমার কথার খেলাফ করলে এর শাস্তি পেতে হবে
কেননা আমি ওকে ভালোবাসি!
একবার নিজের ভালোবাসাকে স্বাধীনতা দিয়ে অনেক বড় ধোকা খেয়েছি কিন্তু বার বার তা করবো না
মিসেস কলির চোখে পানি চলে আসলো সে জানে তার ছেলে কতটা কস্টের মধ্য দিয়ে নিজের গিয়েছে একমাত্র সেই জানে
মিসেস কলিঃ সবাই এক না অয়ন ও বাচ্ছা একটা মেয়ে এতোকিছু বুঝে না
আর তুমি যেইটাকে ভালোবাসা বলছো সেইটা এক প্রকার অত্যাচার যা
তুমি ওর প্রতি করছো
অয়নঃ প্লিয মা!! আমাকে এইসব বলতে আসবে না আমি জানি কোনটা আমার রিমিপরীর জন্য করতে হবে
এই বলে অয়ন গটগট করে উপরে চলে যায়
মিসেস কলি দীর্ঘশ্বাস ফেলে
মিসেস কলিঃ হায় আল্লাহ কখন আমার ছেলেটা বুঝবে এইটাকে ভালোবাসে না পাগলামো বলে ওর এইসব আচরন এর জন্য ওর প্রতি রিমির শুধু ঘৃণাই বাড়বে
.
।
।
।
।
।এখনো পায়ে খানিকটা ব্যাথা আছে তাও কস্ট করে বেড থেকে নামতে লাগলাম ওয়াশরুমে ফ্রেশ হতে!!
কিন্তু হঠাৎ পায়ের সাথে পা বেজে পড়তে যাবো তখনি কেউ আমাকে ধরে ফেলে আমি সোজা গিয়ে তার বুকে পড়ি! চোখ অটোমেটক বন্ধ হয়ে যায়!! আমি বুঝতে পারছি আমি অয়নের বুকেই আছি এইকয়দিনে এইটার অভ্যাস হয়ে গেছে ওর হার্টবিট অনেক ফাস্ট চলছে
অয়ন এইবার খানিক্টা চেচিয়ে বলে উঠে-
এইসব কি হচ্ছে এতো গুলো সার্ভেন্ট রাখা হয়েছে কি জন্য কোথায় সব
অয়নের চিৎকারে সকলে হাজির
অয়নঃ আমি তোমাদের কি বলেছি? রিমিপরীর খেয়াল রাখতে এই খেয়াল রাখা হচ্ছে
সবাই অয়নের কথা শুনে মাথা নিচু করে আছে
অয়নঃ কি হলো এন্সার মি ড্যাম ইট
সবাইঃ সরি স্যার এইরকম আর হবেনা
অয়নঃ লাস্ট চান্স দিলাম!!
নাউ গেট লস্ট!!
সবাই মাথা নিচু করে চলে গেলো
আমি খানিক্টা তাচ্ছিল্যের সুরে বলে উঠলামঃ
ওদের কি দোষ? আমার এই অবস্হা র জন্য তো আপনিই দায়ী!!
অয়নঃ আমি না তুমি! ভুল করেছো শাস্তি পেয়েছো।
রিমিঃ আমাকে কেন আপনি এইভাবে আটকে রেখেছেন আমি সেইটাই বুঝতে পারছিনা
আমাকে প্লিয ছেড়ে দিন
আমি আমার পরিবার এর কাছে ফিরে যেতে চাই
অয়নের চোখ লাল হয়ে গেছে
সে আমার হাত পিছন থেকে মুচড়ে ধরে
ব্যাথায় চোখ থেকে পানি ঝড়ে যাচ্ছে আমার
অয়নঃ কি বললে মুক্তি তা তুমি মৃত্যর আগে পাবেনা রিমিপরী!!
তুমি শুধু এই অয়নের!! আর একটা কথা মনে রেখো তুমিই আমার জীবনে এসেছিলে আমি কিন্তু তোমাকে আনেনি তুমিই আমাকে বাধ্য করেছো নতুন করে তোমাকে ভালোবাসতে আর এখন বলছো মুক্তি চাই!! তুমি আমার জীবনে এসেছিলে নিজের ইচ্ছায়। কিন্তু যাবে আমার ইচ্ছায়।
অয়ন ঃ কেন সবাই আমার সাথেই এইরকম করে?
বারবার ভালোবাসার কাছে হারতে আমি পারবোনা একজনকে হারিয়েছে কিন্তু রিমিপরীকে আমি কিছুতেই হারাতে দিবো নাহ
এই বলে অয়ন বেড়িয়ে পড়ে
এদিকে আমি হাটু গেড়ে বসে পড়ি সত্যিই তো আমি নিজেই উনার জীবনে এসেছি
মনে পড়ে গেলো সেই অতীত,,,
।
।
।
।
।
।
🥀🥀
অয়ন চৌধুরী বিশ্বের সেরা হার্টসার্জন দের মধ্যে একজন।বিভিন্ন দেশ এ অয়নের ডিমান্ড রয়েছে!!
টিভিতে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আমি চোখের পলকও পড়ছেনা আমার,!!তখনি সমু(আমার বড় বোন)আমার মাথায় একটা গাট্টা মারলো
আহহ এইটা কি করলি? তুই
সমুঃ এইভাবে টিভি দেখলে চোখ
নস্ট হয়ে যাবে
রিমিঃ আহা তুই বুঝছিস না অয়ন চৌধুরীর কনফারেন্স দেখা যাচ্ছে। মাসে একদিন তার কনফারেন্স দেখার সুযোগ পাই।।
সমুঃ হাইরে এতো পাগল অয়নের জন্য তুই
রিমিঃ হুম দেখেছিস কত হ্যান্ডসাম দেখেই বুঝা যাচ্ছে জীম করা বডি আর উনি যখন নিজের গাঁয়ে সাদা এপ্রোন টা পড়ে ইসসস মনে হয় এপ্রোন টা একদম ঠিক লোকের কাছে গিয়েছে!!
সমু রিমির কথা শুনে মাথায় হাত
–কিরে তুই আবার প্রেমে-ট্রেমে পড়ে গেলি নাকি?
রিমিঃ তুই যদি এইটা ভেবে থাকিস তুই একদম ভুল।আমার দ্বারা এইসব প্রেম-ট্রেম হবেনা বুঝেছিস
তাছাড়া আমার মতো লক্ষ লক্ষ মেয়ে অয়ন চৌধুরীর উপরে ক্রাশ তারউপরে আমি ১৭ বছরের একটা বাচ্ছা সো প্রেম-ট্রেম বাদ
সমুঃ সিরিয়াসলি তুই ১৭ বছরের বাচ্ছা?🤣
রিমিঃ হুম 😒!!
কিন্তু দি আমার একটা প্লেন আছে?
সমুঃ কিহ প্লেন?
।
।
।
।
।
।
।
।
।চলবে কি?
অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে প্রথম অধ্যায় মানে কি
মানে হলো এখন সিজন-১ মানে অধ্যায়-১ চলছে এবং এই গল্পের সিজন- ২ ও হবে মানে অধ্যায়-২