বুকের বাঁ পাশে শেষ পর্ব

#বুকের_বা_পাশে
#পর্ব_২(শেষ পর্ব)
#Writer_Nusrat

বাড়িতে এসে মন খারাপ করে বসে আছে অনু৷ এমনটা সে একদম করতে চায়নি৷ কিন্তু সে নিরুপায়। আবিরকে সে ভালোবাসতো কাছে পেতে চাইতো কিন্তু এভাবে নয়৷ অনু বিছানায় এলো-মেলো হয়ে পড়ে আছে৷ আবিরের আজ যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিলো তার পরিবারের সবাই জাল ঔষধ পাচার করার কাজে নিযুক্ত৷ আর আজ সেটা অনু নিজে দেখছে৷ হসপিটালেই ছিলো অনু৷ আর তখনই কতোগুলো লোককে তার কাছে সন্দেহজনক মনে হলো৷ অনু তাদের পিছু নিলো৷ লোকগুলো হসপিটালের একটা ফাকা রুমে গেলো আর সেখানেই দেখতে পেলো জাল ঔষধ পাচারের প্ল্যান করছে নেত্রা, নেত্রার বাবা আর ভাই৷ অনু এটা দেখে চমকে উঠলো৷ যদি নেত্রার বিয়ে আবিরের সাথে হয় তাহলে আবিরের মান সম্মান ধুলোয় মিশে যাবে৷কারণ আবির একজন ডাক্তার৷ আর এটারই সুযোগ নিচ্ছিলো ওরা৷ অনু তারাতাড়ি একটা বোয়া রিপোর্ট বানালো৷ আপাতত আবিরকে ঝামেলা থেকে বাঁচাতে হবে৷
★★★★
আবির মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে৷ আজ তার ভিষন মন খারাপ৷ এতোদিন যে মেয়েকে ভালোবেসে এসেছে সেই তার বিয়ে ভেঙে দিয়েছো৷ যদি সত্যি এমন হতো যে অনু আমার বাচ্চার মা হতো তাহলে কী খুব খারাপ হয়ে যেত৷ নেত্রার আবাগে পড়ে অনুকে ভুলে গিয়েছিলো সে৷ কিন্তু এবার তার মনে আবারো অনুর জন্য সুপ্ত ভালোবাসা জেগে উঠছে৷
আবিরের পকেটে ফোন রাখা ছিলো৷ সেটা বার বার বাজছে৷ আবির বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো৷
.
হ্যালো কে বলছেন??

স্যার আমি হসপিটাল থেকে বলছি নার্স৷ নেত্রা আর উনার বাবা জাল ঔষধ পাচারের কাজে নিযুক্ত৷
.
কীহ!!!! কী বলছো তুমি এসব?? আর এসব বললোই বা কে তোমায়??

স্যার অনু নামের একটা মেয়ে বলেছে৷ মেয়েটা দুর্দান্ত চালাক৷
.
হ্যা আমি জানি সেটা৷ কিন্তু তোমাকে কী ও প্রমাণ দেখিয়েছে যেটা দেখে আমার বিশ্বাস হবে যে নেত্রা সত্যি এরকম৷
.
হ্যা স্যার৷ অনু আমায় তাদের জাল ঔষধ প্যাকেট করার সময়কার ছবি পাঠিয়েছে৷ আর কোন রুমে এসবের কাজ চলছে সেটাও বলছে৷ আমরা ওর কথামতো চেক করিছি আর সত্যি সেখানে জাল ঔষধও পেয়েছি৷ আমাদের হসপিটালেই এসব চলছিলো আমরা বুঝতেই পারিনি৷
.
ওহ্ আচ্ছা৷
আবির ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো৷
তাহলে এইজন্যই অনু আমার বিয়ে ভেঙেছে৷ আর আমি আরও ভেবেছিলাম আমার সর্বনাশ করছে ও৷ অনু আমার এতো বড় উপকার করলো সারাজীবন কৃতজ্ঞ থাকবো ওর কাছে৷ আমার এখুনি অনুর সাথে দেখা করা দরকার৷ মেয়েটাকে অনেক কথা শুনেয়েছি৷
আবির কার নিয়ে বেড়িয়ে পরলো অনুর বাড়ির উদ্দেশ্যে৷

বেশ কিছুক্ষন পর সে পৌঁছালো৷ কলিং বেল চাপ দেওয়ার বেশ কিছুক্ষন পর অনু এসে দরজা খুলে দিলো৷

একি আপনি আমার বাড়িতে কী করেন?? চলে যান এখান থেকে৷
.
অনু আমি জানি আমি যা করেছি সেটা অন্যায়৷ আমি বারবার তোমার সাথে অন্যায় করছি৷ জানো তোমার জন্য আমি আজ সম্মানহানি হওয়া থেকে বেঁচেছি৷ প্লিজ অনু সব ইগো একপাশে রেখে চলো আমরা নতুন করে জীবন শুরু করি৷ আর এই সুযোগে তোমাকেও সত্যি সত্যি আমার বাচ্চার মা বানিয়ে দিবো৷ তখন আর বিশ্বাস করানোর জন্য বোয়া রিপোর্ট দেখাতে হবেনা আসল রিপোর্ট দেখালেই চলবে৷
আবিরের কথা শুনে অনু হেসে দিলো৷

_____________সমাপ্ত ____________

[গাইস গাইস গাইস৷ আমার ছোট্ট গল্প দিতে ভালো লাগে৷ তাই বড় বড় গল্প দিয়েই একটা করে ছোট গল্প দেই৷ আর যাইহোক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে৷ আর পরবর্তীতে আরেকটা গল্প আসছে সেই গল্পটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে 🙂]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here