#অন্ধপ্রেম
#Writer_Shabnaj_Hossain_Moon
#Part_17
(#
শীতল সকাল সকাল ফ্রেস হয়ে নিচে গেলো ..
নিচে গিয়ে দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে ..চাচা খালা সবাই বেশ খুশি শুধু কাজল ছাড়া …
_সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেনো ??
চাচা আমার মাথায় হাত রেখে দোয়া করলো আর খালা মিষ্টি মুখ করালো আমায় …
খালা বললো…
_শুভ কাজে মিষ্টি মুখ করলে ভালো হয় ..
চাচা বললো…
_রাজের বাবা বেচে থাকলে হয়তো তিনি আজকে ময়মনসিংহের মিষ্টি এনে পুরো ঢাকায় বিলি করতো …রাজের সন্তান বলে কথা ..
রাজের সন্তান হলো এই বংশের প্রদিপ আর উওরাধিকারি …
.
.
শীতল বুঝতে পারলো সবাই বিষয়টা জেনে গিয়েছে …
মনে হয় রাজ জানিয়েছেন ..
যাইহোক ..রাজ শীতলকে মেনে নিতে শুরু করেছে ..
একদিন শীতলকে কাছে টেনে ভালো বাসবে …
সেই দিন বেশি দূরে নয় …
.
.
রাজ উপর থেকে নেমে শার্টের হাতা ফ্লোড করলো ..
রাজ একটা হলুদ শার্ট পড়েছে ..
হলুদ শার্ট রাজকে মারাত্মক লাগছে …
রাজ বললো …
_কাজল চলো তোমাকে নামিয়ে দিই ভার্সিটিতে ..
সিকিউরিটি বললো আমাকে তোমাকে কোনো ছেলে ডিস্টার্ব করছে আজকাল …
এতো বড় বুকের পাটা কার যে রাজের কাজিনকে টিচ করে …
_দাদা ভাই আমি একাই যেতে পারবো ..
তুমি বউরানিকে নিয়ে ক্লিনিকে যাও ..
দেখো কি সিচিয়েশন তোমাদের …
_বেশি বোঝ তুমি ?? আগে তোমাকে ভার্সিটি নামিয়ে দেবো তারপর ক্লিনিকে যাবো আমি আর তোমার বউরানি …
.
.
.
শীতল বললো …
কাজল চলো না আগে তোমায় নামিয়ে দিই ..তারপর না হয় আমরা যাই ..
_উফফ বাবা ..
ঠিক আছে তাই হবে ..
শীতল আর কাজল পেছনের সিটে বসেছে আর রাজ ড্রাইভারের সিটে বসে বসে ড্রাইভ করছে …
কাজলের মনটা খুব খারাপ ..
শীতল সেটা লক্ষ্য করলো ..
_কি হয়েছে কাজল ??
তোমার মোড অফ কেনো বলোতো ??
ঐ ছেলেকে তোমার দাদা ভাই শাস্তি দেবে তাই মন খারাপ ..
_আরে ধ্যাত কি যে বলো ..
এরকম আরো অনেককে শাস্তি দিয়েছে দাদা ভাই ..
আমার বেশ মজাই লেগেছে …
.
.
_তাহলে মোড অফ কেনো ??
_আসলে বউরানি তোমার কারনে মোড অফ ।
তুমি কি নিশ্চিত Are you pregnant ??
শীতল বেশ কনফিডেন্টলি বললো…
_Yes ..
I am pregnant and that’s sure .
কাজল জানালার দিকে মুখ করে তাকালো …
শীতল বেশ অবাক হলো …
হঠাৎ রাজ বললো ..
_কাজল তুমি তো সাইকোলজির স্টডেন্ট ..
তোমার তো মানুষের কার্য কলাপ বুঝতে পারার ক্ষমতা আছে …যদিও আমি এসব ভিলিব করিনা তবুও তুমি কয়েকটা প্রমান দিয়েছো ..
তাহলে বলোতো আমি কি বাবা হতে চলেছি …
.
.
.
কাজল জানালা দিয়ে তাকিয়েই বললো …
_দাদা ভাই সব ক্ষেত্রে আগে থেকে বলা ঠিক না ..
শীতল আরো চমকে গেলো ..
_মানে তুমি কি মিন করছো ??
_বউরানি আমি কিছুই মিন করছিনা …
যা হবে তা ভালোর জন্যই হবে ।
পরিবেশটা বেশ অস্থির হয়ে উঠলো..
কাজল পরিস্থিতি শান্ত করার জন্য বললো …
_আমি এখন বুঝতে পারছি যে ভার্সিটির ঐ ছেলেটাকে দাদা ভাই মেরে ভর্তা বানাবে এন্ড পুরো ভার্সিটির কেউ অনেক দিন পর্যন্ত আমার দিকে তাকাবেনা …
তাহলে আমাকে আর খাটুনি করে সাজতে হবেনা বিকোজ কেউ আমাকে দেখবেইনা …
.
.
কাজল কথা গুলো বলেই হেসে দিলো হা হা করে ..
রাজ আর কাজল দুজনেই হেসে ফেললো ….
.
.
.
রাজ কলেজে গিয়ে সত্যি সত্যি ছেলেটাকে আলু ভর্তা করলো ..
অন্য সব ছেলেগুলো ভয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো ..
.
.
রাজ কাজল কে ক্লাসে দিয়ে শীতলকে নিয়ে ক্লিনিকে গেলো ..
টেষ্টও করানো হলো শীতলের ..
.
.
শীতল কে রাজ বাসায় ড্রপ করে অফিসে গেলো ..
যাবার সময় শীতল বললো ..
_আজকে অফিসে না গেলে হয়না???
_নতুন অতিথির জন্য সুন্দর ফিউচার তৈরি করতে হবে যার জন্য আমায় অফিসে যেতে হবে ..
তোমার মতো বাড়িতে বসে থাকলে বিজনেস রোডে নেমে যাবে …
.
.
শীতল বারান্দায় বসে আছে ..
তার বেশ দুঃশচিন্তা হচ্ছে কারন কাজলের কথা গুলো তাকে বেশ ভাবাচ্ছে …
কাজলের কি কোনো অলৌকিক ক্ষমতা আছে ..
শীতল এসব বিশ্বাস করেনা ..
তবুও কাজল এলে তাকে জিজ্ঞাস করতে হবে …
.
.
.
দুপুর হয়েছে শীতল খাবার খেতে বসে রাজকে কল করে বললো সে খেয়েছে কিনা ..
রাজ বললো সে মিটিংয়ে আছে ..
সে খাওয়ার জন্য অফিসে আসেনি …
শীতল কল কাটার আগেই রাজ কল কেটে দিলো …
কাজল সেই কখন ভার্সিটি থেকে এসেছে ..
নিজের ঘরে দরজা বন্ধ করে সে কি যেনো করছে ..
শীতল অনেক ডাকার পরেও কাজল দরজা খোলেনি আর দুপুরে খেতেও আসেনি ডাইনিংয়ে ..
যাইহোক ..
শীতলের এখন এসব ভাবলে চলবেনা ..
তাকে এখন ভালো মন্দ খেতেই হবে …
সে গো আর একা নয় …
.
.
.
বিকাল হয়েছে শীতল বেডে বিশ্রাম নিচ্ছে তখনি কাজল নক করলো …
.
.
_আসবো বউরানি ???
_হ্যাং এসো কাজল ।
_এটা দেখতো ।
কাজল একটা পেপার দিলো শীতলের হাতে ..
লালা কালি দিয়ে কয়েকটা লাইনে বর্ডার দেওয়া আছে ..
একটা বিজ্ঞাপনের মধ্যে কাজল লাল রেখা টেনেছে ..
বিজ্ঞাপনটা বেশ অদ্ভুদ টাইপ …
শীতল জোরে জোরে বিজ্ঞাপনটা পড়লো …
…আমি একজন সজ্ঞ সাথি ছাড়া মানুষ ।তাই এই বিজ্ঞাপনটা লিখেছি ।আমার নিঃসঙ্গতা কাটানোর জন্য আমাকে কেউ সাহায্য করুন ।
আমার পত্রমিতা হয়ে আমায় কেউ সজ্ঞ দিন ।
কথা দিচ্ছি কেই বোরিং ফিল করবেননা ।
সবার জিবনে সাথি থাকা প্রয়োজন। আমি নিতান্তই একজন নিঃসঙ্গ মানুষ তাই আমাকে কেউ দয়া করে এই নিঃসঙ্গতা থেকে মুক্তি দিন ….
.
.
শীতল বিজ্ঞাপন টা পরেই কাজলের মতো হাসতে শুরু করলো খিল খিল করে …
.
.
_তুমি হাসছো কেনো বউরানি ???
_হাসবোনা কি বলো ??
ডিজিটাল যুগে কেউ কি চিঠি লিখে নিঃসঙ্গতা দূর করে ??
কত কিছুই তো আছে যা খুব সহজেই মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে …
যে বিজ্ঞাপনটা দিয়েছে সে একটা পাগল ছাড়া কিছুই না ..
.
.
_বউরানি মোটেও তা না ..
আমার মন বলছে লোকটা পাগল না ..
সে নিঃসজ্ঞতায় ভুগছে ..
_কাজল তুমি কি এই লোককে চিঠি লেখার কথা ভাবছো ??
মোটেও এসব করবেনা …
#দেবী উপন্যাস পড়োনি ?? #হূমায়ুন স্যারের এই উপন্যাসে একটা পাগল এরকম বিজ্ঞাপন দিয়েছিলো ।
#নীলু সেই পাগলের পাল্লায় পড়েছিলো …
_বউরানি আমি নীলু নয় আমাকে ফাসানো সস্তা নয় ।
আজ পর্যন্ত আমি লোকেদের আমার প্রেমে পড়তে বাধ্য করেছি মান লোকে বাধ্য হয়েছে ।বাট কখনো আমি ফাসিনি …
কাজল পেপার কাটিং টা নিয়ে চলে গেলো রুম থেকে ..
.
.
.
শীতল বেশ অবাক হলো এরকম ভিহেব দেখে কাজলের …
শীতলের এরকম একটা এক্সপিরিয়ান্স আছে ..
সে যখন স্কুলে পড়তো তখন একটা ছেলের পেন ফ্রেন্ড হয়েছিল ..
বান্ধুবিদের পাল্লায় পড়ে ফ্রেন্ড হয়েছিলো শীতল ..
সেই ফ্রেন্ড বিদেশে থাকে ..
একদিন হঠাৎ পেন ফ্রেন্ড চিঠি লিখে জানায় সে শীতলের সাথে দেখা করতে তাদের বাড়ি আসবে ..
শীতল তো ভয়ে শেষ ..
দেখা করতে আসলে বাবা আর রোদ ভাইয়া তাকে আস্তো রাখবেনা …
শীতল বেশ শান্ত সরল মেয়ে সেটা সবাই জানে …
.
.
.
তখন একটা বিস্রি কান্ড হয়েছিলো শীতলের সাথে ..
শীতল তার পেন ফ্রেন্ডকে চিঠি লিখে ফ্রেন্ডশিপ নষ্ট করার কথা বলেছিলো …
ছেলেটা রেগে শীতলকে বেশ গালাগাল করে চিঠি লিখে ছিলো ..
চিঠিতে লিখেছিল …
..
বান্ধবি শীতল তুমি আমার সাথে এমন করলে ভাবতে পারছিনা ..
মনে রেখো তোমার জিবনে এমন একটা ঘটনা ঘটবে যস তোমার জিবন পাল্টে দেবে ..
এটা একটা এতিম ছেলের অবিষাপ ..
সে সময় শীতল বেশ ভয় পেয়ে ছিলো …
বাট তার বান্ধবিরা তাকে শান্তনা দিয়ে বলেছিলো এসব অবিষাপ বলে কিছু হয়না…
.
.
.
শীতল ভাবছে মনের অবিষাপ বলে কিছু হয় ..
সে কারনেই সে রাজের হাতে ধর্ষন হয়েছে ..
রাজ তাকে বার বার ধর্ষন করেছে …
অথচ সেই রাজকেই এখন সে ভালোবাসে …
প্রথিবী বড়ই বিচিত্র তার থেকে মন বড় বিচিত্র ..
মন কি চায় তা মনও জানেনা …
.
.
.
শীতল তার পেটে হাত দিয়ে বললো …
বাবা তুই তাড়াতাড়ি এসে পর তাহলে তোর মায়ের চোখের পানি কিছুটা থামবে ..
কবে আসবি বাবা ????
,💓💓💓💓💓,,,,,আকাশে ভেসেছে তারার মেলা কবে আসবে আমার ঘরে খুশির দোলা ,,,,
আকাশে হাসে চাদেঁর কনা কবে আসবে আমার কোলে ছোট্ট সোনা…❤❤❤❤.
.
.
.
রাতে রাজ এসেই বেডে শুয়ে পড়লো ..
বেডে অনেক গুলো খেলনা দেখতে পেলো রাজ ..
শীতলকে কয়েক বার ডাকার পরে শীতল রাজের কাছে এলো ..
_এগুলো কি ??
_খেলনা ..চাচা কিনে এনেছেন ..
_গাছে কাঠাল গোপে তেল ..
_জি ,,কিছু বললেন ??
_না,, কাল ডক্টর রিপোর্ট দেবে বলেছে ..
পজিটিভ হলে ভেবোনা তোমায় মেনে নেবো ..
তোমরা যা আমার সাথে করেছো তার প্রতিশোধ আমি কড়ায় ঘন্ডায় নেবো ..
.
.
.
মাঝ রাত কাজল কয়েকবার বেশ বড় করে নিঃসজ্ঞ লোকটাকে তার ঠিকানায় চিঠি লিখলো হলুদ খামে করে …
যা লাল ফিতে দিয়ে বাধা ..
কাজল চিঠি টা ছিরে ফেললো …
এভাবে আরো কয়েকটা চিঠি লিখে কাজল ছিরে ফেললো ..
সে লিখতে চাইছেনা চিঠি তবুও কেনো যেনো চিঠি লিখতে চাচ্ছে তার মন ..
.
.
.
রাজ রুমের সোফায় বসে কাজ করছে ল্যাপটপে .
বেচারি শীতলের ঘুম আসছেনা ..
বার বার রাজকে দেখছে শীতল ..
কখন রাজ শুতে আসবে ..
আর সে রাজের সাথে একটু দুষ্টামি করবে …
.
.
শীতলের বেশ টেনশন লাগছে কালকের জন্য ..
কাল রিপোর্ট কি আসবে কে জানে ….
রিপোর্ট নেগিটিভ আসলে শীতল মরেই যাবে …
শীতলের ঘুম আসছেনা ..
এসময় তার পাশে কাউকে প্রয়োজন ..
বাট কেউ নেই ..
শীতলের মন শুধু রাজকেই খুজছে ..
বাট রাজের মন আর ভালোবাসা অন্ধ হয়ে আছে শীতলের জন্য ..
সেজন্য শীতলের মনের ডাক রাজের মনে পৌছাচ্ছেনা ….
.
.#অন্ধপ্রেম
#Writer_Shabnaj_Hossain_Moon
#Part_18
.
ভোর হয়েছে আজও শীতল রাজকে নিজের পাশে দেখতে পেলো না ..
শীতল মাথায় হাত দিয়ে বলে ..
_আল্লাহ ,,,কবে আমি উনাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাবো …
সেই সৌভাগ্য আমার কবে হবে ??
রাজ সকাল সকাল রিপোর্ট কালেক্ট করতে গিয়েছে ..
অন্য কাউকে পাঠায়নি কারণ হয়ত বাবা হওয়ার খবরটা নিজেই সবার আগে জানতে চায় …
.
.
.
শীতল বারান্দায় দাড়িয়ে থেকে রাজের অপেক্ষা করতে লাগলো …
কখন আসবে রাজ আর কখন সে শুনতে পাবে মা হওয়ার কথা …
কাজল বেশ চিন্তা ভাবনা করে চিঠি লিখে পাঠিয়েছে বিজ্ঞাপনের সেই ঠিকানায় ..
আশচর্যের বিষয় ছিলো চিঠিতে কোথাও লোকের নাম লেখা নেই শুধু কোথায় চিঠি পাঠাতে হবে সেটার ঠিকানা লেখা আছে …
.
.
.
হঠাৎ শীতল রাজের গাড়ি দেখতে পেলো …
রাজ গাড়ি পার্কিং করে মেইন ডোরে ঢুকছে ..
রাজের হাতে ফাইল দেখা যাচ্ছে …
শীতল দৌরে সিরি দিয়ে নামতে নামতে রাজের দিকে তাকালো …
রাজের মুখ দেখে মনে হচ্ছে ..
কিছু ঘটেনি …নরমালি দেখাচ্ছে রাজকে …
শীতলের বুক কেপে উঠলো …
রাজ শীতলের দিকে নরমালি তাকালো আর ফাইলটা দিয়ে উপরে চলে গেলো …
.
.
.
শীতল ফাইলটা আল্লাহর নাম নিয়ে খোলে …
রিপোর্ট দেখেই শীতলের মাথা ঘোরে যায় …
শীতলের বুক যেনো চুরমার ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে …
শীতল তলিয়ে যাচ্ছে একটা অজানে জগৎতে ..
শীতলের চোখে অন্ধকার নেমে এসেছে …
কিছুই দেখতে পাচ্ছেনা শীতল ….
হঠাৎ শীতল ফিল করলো কেউ তার হাত ধরেছে …
তাকে যেনো মায়াবি শান্তিনির ফেরেস্তার মতো দেখতে …
যার ছোয়ায় শান্তি লাগছে …
শীতলের জ্ঞান ফিরলো রাতে …
চাচা শীতলের মাথায় হাত রেখে চলে গেলো ..
খালা চোখের পানি মুছতে মুছতে বাহিরে চলে গেলো …
কাজল শীতলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে …
শীতলের এখন কাজলের ছোয়ায় কিছুটা শান্তি লাগছে ….
রাজ নরমালি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে …
যেনো কিছুই হয়নি …
_বউরানি প্লিজজজ কষ্ট পেয়ো না ..
যা হয় ভালোর জন্যই হয় ..
সবকিছু ঠিক হয়ে যাবে দেখো …
এখন এই ঔষধটা খাও …
তোমার বিশ্রাম প্রয়োজন …
.
.
.
কাজল ঔষধ খাইয়ে রুম থেকর চলে গেলো ..
যাওয়ার সময় রাজকে উদ্দেশ্য করে বললো …
_দাদা ভাই তুমি ম্যাশিন নও ..
তাই মানুষের মতো ভিহেব করো বউরানি র সাথে …
তোমার নিজেকে পাল্টানো দরকার…
একটাই লাইফ সেটাকে প্রিয়জনের সাথে সাজাও ..
মিথ্যে অহংকার করে প্রতিশোধের নেশায় এই একটা লাইফে ওয়েষ্ট করে দিওয়া প্লিজজজ …
পরে এমন না হয় তুমি অনুতাপে ভু্গবে ..
আজকে যাকে মূল্য দিচ্ছোনা কালকে তার জন্যই বেচে থাকতে চাইবে ..
তার একটু কাছে থাকার জন্য সাত বার মরতেও চাইবে …
তার একটু কষ্টে প্রথিবী ধ্বংস করে দিতে চাইবে …
তাই এখন থেকেই ছোট ছোট সুখ গুলো কে ধরে রাখ …
.
.
.
রাজ সোফা থেকে নরমালি শার্টের হাতা ফোল্ড করে কাজলের সামনে এসে বললো …
_আমার প্রথিবী শুধু আমি ..
আমার বেচে থাকার জন্য কাউকে প্রোয়োজন নেই ….
আমি যা করি তা আমার জন্য ঠিক ..
এই প্রথিবীতে সুখ বলতে কিছুই নেই ..সবকিছুই মায়া ..
সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জন্য মঙ্গল ..
সাইকোলজিকে নিজের মাথা থেকে তাড়াও …
এটাকে বাস্তবে রুপান্তরিত করতে যেওনা …
.
.
.
কাজল চলে গেলো …
রাজ শীতলের দিকে একবারও তাকালও না পর্যন্ত …
চুপচাপ উপর হয়ে কিছুটা শীতলের গাঁ ঘেষে শুয়ে পড়লো …
.
.
.
শীতলের বুক ফেটে কান্না আসছে ..
সে এতক্ষন কাজল আর রাজের কথা শুনছিলো …
রাজ কত সহজেই বলে দিলো ..
শীতলের কোনো স্থান নেই রাজের কাছে …
.
.
শীতল কান্না করছে ফুপিয়ে যে কান্না কেউ শুনতে পাচ্ছেনা ..
দম বন্ধ হয়ে আসছে তার …
কেনো তার জিবন এমন হচ্ছে ..
কি দোষ করেছিলো সে ..
মিথ্যে একটা প্রতিশোধের কারণে তার জিবনটা নষ্ট হয়ে যাচ্ছে …
সে তো ভাগ্যকে মেনে নিয়েছিলো …
তাহলে ভাগ্য কেনো মানছেনা শীতলকে …
আল্লাহ কি তাকে দেখছেনা সে কতটা কষ্টে আছে ..
একবারও তার ভালোবাসা তাকে শান্তনা পর্যন্ত দিলোনা …
.
.
.
সে কি এতটায় নিকৃষ্ট তার স্বামির কাছে …
সে তো সর্বোচ্চ চেষ্টা করছে রাজের মনে একটু মায়া সৃষ্টি করতে …
.
.
.
রিপোর্টে পরিষ্কার করে লেখা আছে …
Negative …
খাবারের অনিয়মে লো প্রেশার …
শীতল আর কিছুই ভাবতে পারছেনা ..
এই একটাই মাত্র উপাই ছিলো রাজকে ঠিক করার ..
এই উপাইয়ে শীতল রাজের চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছিলো …
.
.
.
আল্লাহ শীতলকে কেনো বাচিয়ে রেখেছে …
শীতল বেচে থাকা কালিন রাজ নিজের থেকে শীতলকে দূরে যেতে দেবেনা ..
শীতলের মৃত্যুর আগ পর্যন্ত তাকে তিলে তিলে মারবে রাজ …
.
.
.
শীতল কাদতে কাদতে ঘুমিয়ে পড়লো …
শীতল একটা সপ্ন দেখছে ..
শীতলের হাত ধরে কে যেনো গান গাইছে …
মানুষটাকে আপন আপন লাগছে …
খুব চেনা চেনা লাগছে তাকে …
হঠাৎ শীতল ফিল করলো তার মুখের উপর কেউ নিঃশ্বাস ফেলছে …
নিঃশ্বাসটা তার খুব চেনা চেনা লাগছে ….
শীতলের চোখ ততক্ষণাক খুলে গেলো ..
বাট তার উপর কাউকে দেখলো না …
পাশে তাকিয়ে দেখলো রাজ বে ঘোরে শান্তিতে ঘুমাচ্ছে শীতলের ঘুম কেড়ে নিয়ে …
.
.
.
দুই দিন হয়ে গেলো রাজ শীতলের সাথে কথা বলছেনা ..
শীতল কে একবারও টাচও করেনি …
শীতল একটু চুপচাপ হয়ে গিয়েছে …
শীতল হয়ত শোকে মরেই যেতো বাট কাজলের কারণে যেনো বেচে আছে ..
কাজল ভিবিন্ন উপাই করে শীতলের মন ভালো করার চেষ্টা করে ..
ভিবিন্ন গল্পের বই পড়ে শোনায় কাজল শীতলকে ..
কাজল এতটা আহত হয়নি শীতল মা হবেনা বলে কারণ সে আগে থেকে এক্সপেক্ট করেনি এমন কিছু হবে …
বাট শীতলের কষ্ট দেখে তার মন খারাপ হয় ..
অন্য আরেকটা বিষয়েও কাজলের মন খারাপ …
এখনো চিঠির উওর পায়নি কাজল সেই বিজ্ঞাপনের লোকের …
হয়ত লোককে আরো অনেকেই চিঠি পাঠিয়েছেন …
সেখানে কাজলের ছোট হলুদ রংয়ের লাল পেপারে লেখা অগোছালো চিঠি বড়ই বেমানান …
মানুষের মন খুব বিচিত্র …
সহজে পাওয়া জিনিষের প্রতি কোনো মূল্যায়ন করেনা ….
.
.
.
কাজল দুপুরে শীতলকে খাইয়ে দিচ্ছে ...
শীতল খেতে চাচ্ছিলো না ..
রাজকে খাবারের কথা ফোনে জিজ্ঞাসা করতেই রাজ ধমক দিয়ে ফোন কেটে দেয় …
.
.
.
কাজল শীতলকে খাইয়ে দিয়ে একটু ভিসিয়ারে একটা ফানি ভিডিও দেখার জন্য জোর করে সোফায় বসিয়ে রাখে …
ভিডিও টা দেখে কাজল হাসতে শুরু করে …
কাজলের হাসি দেখে শীতলের হাসি পেলোনা…
কাজল সেটা দেখে রেগে শীতলকে গুতগুতি দেয় ..
এইবার শীতল হেসে ফেলে …
.
.
.
_বউরানি কেনো মন মরা হয়ে থাকো তুমি ?? এতোদিন চেষ্টা করেছো আরো কিছুদিন চেষ্টা করো …
দেখবে আল্লাহ তোমায় নিরাশ করবেনা …
তোমার কপালে এতো সুখ লেখা আছে কি বলবো …
খুব শিগ্রই এমন একটা ঘটনা ঘটবে যা তোমার জিবনকে পাল্টে দেবে …
.
.
.
কয়েক দিন হয়ে গেলো ..
শীতল শুয়ে আছে …
রাজ বেডে বসে কাজ করছে …
কাজল জোর করে শীতলকে সুন্দর করে সাজিয়েছে …
গায়ে মন মাতানো পারফিউম লাগিয়ে দিয়েছে শীতলের …
.
.
.
রাজ একটু পর পর শীতলের দিকে তাকাচ্ছে …
শীতল অবশ্য সেটা খেয়াল করছেনা …
শীতল ভাবছে কবে রাজ তাকে আপন করে নেবে ..
শীতলকে অবাক করে দিয়ে রাজ কাজ বন্ধ করে দিয়ে শীতলকে জরিয়ে ধরে তার চুলের সুভাস নিতে শুরু করলো …
শীতলের এমন রাগ উঠলো যে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো …
রাজ একেবারে বেড থেকে পড়ে গেলো …
রাজ রেগে শীতলের দিকে তাকালো …
শীতল এখন এতটা ভয় পায়না রাজকে ..
সে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লো …
.
.
.
রাজ নরমালি নিচ থেকে উঠে শীতলের পাশে শুয়ে পড়লো ..
শীতল ভেবেছে রাজ অপমান হওয়ার পর তার কাছে আসবেনা ..তাকে ছোবেনা ..
কথায় আছে কুকর কে বিশ্বাস করা যায় তবুও কোনো ছেলেকে না …
রাজ শীতলকে হঠাৎ জোরে জোর করে জরিয়ে ধরলো …
দুই হাত দিয়ে শীতলের হাত চেপে ধরলো ..
পা দিয়ে শীতলের পা আকড়ে ধরলো …
শীতল রাজের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছেনা ..
শীতল রেগে রাজের গালে একটা কামড় দিলো …
এমন জোরে কামড় খেয়েও রাজ একটু রিয়েক্ট করেনি যেনো তার শরিরীরে ঘন্ডারের চামড়া …
.
.
.
_তোমার তো মা হওয়ার ইচ্ছে ,,,তাহলে এসে তোমাকে মা বানিয়ে দিই ..
তারপর আমি আর আমার বাবু মিলে তোমাকে তিলে তিলে কষ্ট দেবো …
.
.
.
.
আরো দু দিন কেটে গেলো ..
রাজের কোনো পরিবর্তন হচ্ছেনা …
কাজলের কাছে এখনো কোনো চিঠির উওর আসেনি …
.
.
শীতল আর কাজল একদিন শপিং গেলো ..অনেক কেনা কাটার পর গাড়িতে বসেতে গিয়ে শীতলকে কে যেনো ডেকে উঠলো নাম ধরে …
.
.
.
শীতল পেছনে তাকিয়ে দেখে তার মা …
শীতলের মা শীতলকে দেখে জরিয়ে ধরলো …
শীতলের মা জোর করে শীতলকে বাড়ি যেতে বললো …
কাজল শীতলকে অভয় দিয়ে বাড়ি যেতে বললো…
শীতলের হঠাৎ মনে পড়লো বাড়ি গেলে ভাইয়ার কাছ থেকে কোনো ক্লু নিঃশ্চয় পাওয়া যাবে রোজার …
রোদ মাঝে মাঝে মাঝে ডাইরি লিখতো …
আজও টেবিলে বসে একটা একটা ডাইরিতে কি যেনো লিখছে ….
#আমার_অন্ধপ্রেম_
আর কিছু লিখতে পারলো না ..
তার আগেই রোদ তার বাবার চিৎকার শুলো …
.
.
.
রোদ রুম থেকে নিচে নেমেই শীতলকে দেখলো …
শীতলের বাবা শীতলকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে …
শীতল তার বাবার পা ধরে মিনতি করছে তার সাথে একটু কথা বলার জন্য …
শীতলের বাবা : দেখুন মিসেস রাজ ,,,আপনি এখান থেকে চলে যান ।
আপনার স্বামি জানতে পারলে সমস্যা হবে ..
আপনি এখন এই বাড়ির মেয়ে না ..
এখন আপনি অন্য কারো বাড়ির বউ ..
_বাবা এমন করে আমায় পর করে দিয়োনা প্লিজজজ ..
আমার কথা একটু শোনো ..
_কোনো কথা শুনবোনা আপনার ..
আপনার আপনার স্বামির সোসাইটিতে সম্মান না থাকতে পারে বাট আমার আছে ..
আমার এখন একটা সন্তান আর সেটা হলো রোদ …
.
.
কাজল শীতলকে টানছে এখান থেকে চলে যেতে …
শীতলের মা আচল দিয়ে চোখ মুচ্ছে …
এমন সময় রোদ তার বাবাকে বলে সে বাড়ি থেকে চলে যাবে যদি শীতলকে বাড়িতে থাকতে না দেয় ..
পরিবেশ বেশ থমথমে হলো ..
রোদের বাবা কিছু না বলে সিরি দিয়ে উপরে চলে গেলো রোদের দিকে একবার তাকিয়ে …
.
.
.
রোদকে দেখেই শীতল রোদের বুকে ঝাপিয়ে পড়ে ..
ভাই বোন দুজনেই কাদছেঁ …
_দূর পাগলি কাদছিসঁ কেনো ??রাজ কে আমি চিনি তো ..
সে আমার কলিজার টুকরো বোনের চোখে পানি আসতে দেয়না নিঃশ্চয় ..
সেজন্য তোর চোখের পানি জমিয়ে রেখেছিলি যেনো আমার বুকে এসে কাদতেঁ পারিস তাইনা????
.
.
শীতল মনে মনে বললো …
_ভাইয়ারে তুমি তো জানো না তোমার বন্ধু আমার চোখের পানি বেশি ভালোবাসে ..
আমার মুখে কখনো হাসি আসতে দেয়না ..
কান্না আমার নিত্য দিনের সাথি …
তুমি তো জানো না তোমার বোনকে কিভাবে প্রতিদিন ধর্ষন করা হয় ..
এগুলো জানলে তুমি তো আমার স্বামিকে টুকরো টুকরো করেই ফেলবে …
এজন্য কখনো তোমায় আমার কষ্ট গুলো বলতে পারবো না …
.
.
.
রোদ নিজের ঘরে নিয়ে গেলো শীতল আর কাজলকে …
শীতলের হঠাৎ চোখে পড়লো রোদের ডাইরিটা ..
এই ডাইরিতে রোদ তার সব কথা লেখে ..
নিঃশ্চয় রোজার বিষয়েও কিছু লেখা আছে …
ডাইরিটা নিয়ে এখান থেকে যেতে হবে …
এদিকে রাজ অফিস থেকে এসে পড়েছে ..
সিকিউরিটি জানিয়েছে শীতল আর কাজল এখন কোথায় আছে ….
.
.
.
চলবে ………
( )