অন্ধপ্রেম পর্ব -১৯

#অন্ধপ্রেম
#Writer_Shabnaj_Hossain_Moon
#Part_19
রাজ শীতলের মুখোমুখি দাড়িয়ে আছে …
চাচা আর খালা তাদের বিষয়ে কিছু জানেনা …
কাজল অবশ্য আন্দাজ করছে রাজ আর শীতলের সম্পর্ক কি রকম ‌..
রাজ কাজলকে নিজের রুমে লক করে রেখেছে ….
চাচাকে অন্য একটা কাজে পাঠিয়েছে রাজ ….
আর খালাকে বাজারে পাঠানো হয়েছে …
_তোমার এতো বড় সাহস কি করে হলো ডার্লিং ???
আমার কথা অমান্য করে কেনো তুমি ওদের সাথে দেখা করলে ???
কাজল ভয়ে ভয়ে বললো …
_আমি যেচে দেখা করিনি ,শপিং মলে মায়ের সাথে দেখা হয়েছে ,মা আমাকে জোর করে নিয়ে গিয়েছিলো …
_জোর করবে বলে যেতেই হবে নাকি ???
আমি তোমার স্বামি ,আমি যা বলবো সেটাই তোমায় করতে হবে এবং এটাই তোমার আজিবনের ধর্ম …
….
….
…..
শীতল মাথা নিচু করে আছে ,শীতল জানে রাজের সাথে তর্ক করে লাভ নেই ,বরং ক্ষতি হবে তার কথা বাড়ালে ,শতবার বোঝালেও রাজকে বোঝানো যাবেনা …
_You stupid ,fool ,nonsense girl, চুপ করে আছো কেনো ???
কথাটা বলেই রাজ সামনে থাকা টেবিলে লাথি দিলো ..
সাথে সাথে টেবিল ভেঙে দুভাগ হয়ে গেলো …
_দেখুন আমি যেমন আপনার স্ত্রী তেমনি আমি আমার বাবা মায়ের মেয়ে ,আর আমার ভাইয়ার বোন ,আপনার প্রতি আমার যা দায়িত্ব আছে তা আমার পরিবারের প্রতিও আছে …
আমার পরিবার আপনার সাথে কি করছে নিতান্তই আপনার ব্যাপার , আমি এসব কিছু জানিনা আর জানতেও চাইনা,
আপনি আমায় ….
বলতেও ঘৃনা লাগছে …
জোর করে আমায় বিয়ে করে এই নরকে আটকে রেখেছেন ,
আপনি যা বলেন তাই করি ,বাট আমার নিজস্ব একান্ত বলে কিছু আছে যা সবার থাকে …
আমি আমার পরিবারকে ছাড়তে পারবোনা …
কোনো মতেই আমি ছাড়তে পারবোনা ,এটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে নিন …
কথা গুলো বলার পর পরেই রাজ ঠাসসস করে শীতলকে থাপ্পর মারলো …
….
…..
…..
শীতল থাপ্পর খেয়ে পরে গেলো ভাঙা টেবিলের কোনে …
মাথাটা ফেটে গিয়ে ব্লিডিং বের হচ্ছে …
রাজ সেদিকে খেয়াল করেনি …
_এতো বড় সাহস তোমার আমার মুখে মুখে কথা বলো …
আমি যা বলবো তোমাকে তাই করতে হবে …
শীতলের কিছুটা জ্ঞান আছে এখনো …
পুরোপুরি জ্ঞান হাড়ায়নি শীতল …
রাজ আবার বললো …
_তোমার ভাইয়ের কারনে আমার বোন মারা গিয়েছে..

তোমার ভাই আমার ছোট বোনকে খুন করেছে …
প্রতারনা করেছে সে আমার বন্ধুক্তে …
তুমি জানতে চাচ্ছিলে না কেনো তোমাকে ধর্ষন করা হয়েছিলো …
আমার বোন হত্যার প্রতিশোধের কারনে তোমার সাথে এমন করা হয়েছে …
….
….
…..
শীতল ফ্লোর থেকে উঠে দাড়ালো …
রাজ আবার বলতে শুরু করলো …
_আমার বোনকে নিজের হাতে কবর দেওয়ার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম..
যে আমার থেকে আমার বোন কেড়ে নিয়েছে তার থেকে আমি তার বোনকেও কেড়ে নেবো …
তার বোনকে এমন শাস্তি দেবো যে …..
আশা করি বুঝতে পেরেছো কি শাস্তি তোমায় দিচ্ছি …
তোমার নিস্তার নেই শীতল ..
_কিন্তু আপনি তো আমায় ভালোবাসেন তাইনা …
???
_বাসতাম কিন্তু এখন তোমায় ভালোবাসি না ..
তুমি আমার চরম শত্রুর বোন মানে আমার শত্রু …
তোমাকে ভালোবাসা যায়না শুথু কষ্ট দেওয়া যায় …
সারা জিবন তোমাকে কষ্ট দিয়ে যাবো …
_প্রতিশোধ কিসের নিচ্ছেন আপনি ???
আমি কিছু করেছি আপনার সাথে ???
_তুমি না করলেও তুমি আমার শত্রুর বোন …
তোমাদের কারনে আমি আমার বোনকে হাড়িয়েছি …
_দেখুন যা হয়েছে তা অনেক আগে হয়েছে ,এখন আমি আপনার স্ত্রী ,আমাদের বিয়ে হয়েছে ,
যেভাবেই হোক না কেনো আমারা এখন স্বামি স্ত্রী ,
আপনার কোথাও ভুল হচ্ছে ,,আপনার বোন আত্মহত্যা ভুল বোঝে করেছে যেটা একটা এক্সিডেন্ট ।
আপনি প্রতিশোধের কথা ভুলে যান ,
প্রতিশোধ নিলে অনেক গুলো জিবন নষ্ট হয়ে যাবে ,
আমি আপনাকে মেনে নিয়েছি ,আপনিও আমায় মেনে নিন ,,,
_কি বললে তুমি ??
আমার বোনের মৃত্যু এক্সিডেন্ট ??
এতো সহজে সব ভুলে যাবো ???
তোমাকে ধর্ষন করে বিয়ে করেছি সেটা যদি তোমার ভাই জানে তাহলে কতটা কষ্ট পাবে ভাবতো ???
এতো সুন্দর করে সবকিছু সাজিয়েছি কি ভুলে যাবার জন্য …
….
….
….
_দয়া করে এসব ভুলে যান ,প্রতিশোধ নিয়ে কি হবে ,,
প্রতিশোধ নিলে আপনার বোনের আত্মা কষ্ট পাবে তার চেয়ে বরং আমাকে মেনে নিন ,ভাইয়াকে এসব কিছু বলবেননা ,ভাইয়াকে সরাসরি রোজার ব্যাপারে সবকিছু খুলে বলুন ,হতে পারে আপনার ভুল ভাঙবে ..
আমি সব ভুলে গিয়েছি ,আমি আপনার কোমল হ্রদয় অনুভব করেছি ,,,আমি আপনাকে ভালোবাসি …..❤❤❤❤
..

…শীতল রাজের হাত ধরে কথা গুলো বললো …
রাজ কথা গুলো শুনেই হাসতে শুরু করলো …
_তুমি আমায় ভালোবাসো ??
_জি হ্যাঁ ..
_এটা আমায় বিশ্বাস করতে বলছো ??
_বিশ্বাস করুন আমি আপনাকে ভালোবাসি ..
আপনার সাথে সংসার করতে চায় ..
_ভাই যেরকম বোনও তার মতো ,তুমি আমার হাত থেকে বাচার জন্য আমাকে ফাসাতে চাচ্ছো ..
বাট কি বলতো ,আমাকে ফাসানো এতো সহজ না ..
তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিলো তা মরে গিয়েছে …
আমার সাথে সুখে সংসার করার কথা ভুলেও ভেবোনা ..
তোমার নিস্তার নেই আমার থেকে …
রাজ শীতলের হাত ছাড়িয়ে রুম থেকে বেড়িয়ে গেলো ..

….
…..
শীতল বসে পড়লো ফ্লোরে…
শীতল ভেবে কূল পাচ্ছেনা কিভাবে সে রাজের মন থেকে প্রতিশোধের আগুন নিভাবে …
রাজ তো বিশ্বাস করলোনা শীতল তাকে ভালোবাসে তার সাথে সংসার করতে চায় …
শীতল তার বাড়ি থেকে আসার সময় রোদের ডাইরি লুকিয়ে এনে ছিলো …
বিকাল হয়েছে রাজ বাসায় নেই ..
কাজল শীতলের মাথায় বেন্ডিস বেধে দিয়েছে ..
কাজল শীতলকে বার বার বলেছে রাজ আর শীতলের সব কথা খুলে বলতে বাট শীতল বলেছে সময় হলে খুলে বলবে ….
.
.
.
রাতে শীতল বেডে বসে বসে পুরো ডাইরি পড়ে অবাক হয়ে গেলো ..
রোদও রোজাকে ভালোবাসতো …
বাট শীতলের বাবা রোদের বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছিলো …
শীতলের বাবা সেখানে কথা দিয়েছিলো …
শীতলের বাবা সোসাইটির একজন অতি সম্মানি লোক …
শীতলের বাবা রোদকে কসম দিয়েছে যেনো নিজেত পছন্দ মতো বিয়ে না করে …
রোজা যেদিন রোদকে ভালোবাসার কথা জানায় সেদিন রোদ বলেছিলো তার বিয়ে ঠিক হয়ে আছে …
রোজা সেটা বিশ্বাস করেনি ..
রোদ রোজাকে সর্বোচ্চ বুঝিয়েছে বাট রোজা বোঝেনি …
বাড়ি ফিরার পথে রোজা সোজা রোডে দাড়িয়ে ছিলো …
যার কারনে তার মৃত্যু হয় …
রোদ এখনো রোজাকে ভালোবাসে সেজন্য রোদ শপথ করেছে কখনো অন্য কাউকে বিয়ে করবেনা …
বাবা তাকে নিজের পছন্দ মতো বিয়ে করতে কসম দিয়েছে বাট এটা বলেনি যে বাবার পছন্দ মতো বিয়ে করতেই হবে …
রোদ রোজার ভালোবাসা নিয়েই মরতে চায় …
….
….
….
শীতল ডাইরি পড়া শেষ করে বারান্দায় গেলো …
তাদের জিবনটা পুরোটাই ভুল বোঝাবোঝির উপর চলছে …
রোজার মৃত্যু একটা এক্সিডেন্ট …
তাতে রোদের কোনো হাত নেই …
রাজ রোদকে ভুল বোঝেছে …
শীতল ভাবছে রাজকে এখন কিছু বলা যাবেনা …
এখন বললে সে কিছুই বিশ্বাস করবেনা …
তার চেয়ে বরং সে ধীরে ধীরে রাজকে বোঝাবে রোজার মৃত্যু একটা এক্সিডেন্ট ..
রোদ রোজাকে ধোকা দেয়নি ‌…
রোদ রোজাকে ভালোবাসে যার জন্য সে কখনো বিয়ে না করার শপথ নিয়েছে …
রোদ রোজার মৃত্যুর জন্য নিজেকে দ্বায়ি করছে …
….
….
….
শীতল প্ল্যান করে নিয়েছে ধীরে ধীরে রাজের ভুল ভাঙিয়ে নেবে আর রাজের মনে নিজের জায়গা করে নেবে …
.
.
.
দুই দিন পর কাজলের কাছে চিঠির উওর এলো …
সাথে একটা গিফ্টও পাঠিয়ে সেই লোকটা ….
পারফিউফ পাঠিয়েছে কাজলকে …
একটা ছোট চিরকুটও পাঠিয়েছে লোকটা …
…..ধন্যবাদ সুপ্রিয় পত্রমিতা।আপনি আমায় চিঠি লিখে কিছুটা সজ্ঞ দিতে পেরেছেন ।ভেবেছিলাম আধুনিক যুগে কেউ আমায় চিঠি লিখবেনা।আমি অত্যন্ত খুশি অনুভব করছি । আমার পক্ষ থেকে ছোট একটা উপহার পাঠালাম ।#অধমের_নাম_হিমালয় ….
.
.
কাজল এইটুকু চিঠি বার বার পরে বুঝতে পারছেনা লোকটা কি তাকে আরো চিঠি লিখতে বলেছে নাকি বলেনি …
.
.
.
রাজ আর শীতলের বিয়ের প্রায় আটমাস চলতে শুরু করেছে …
এখনো রাজকে বোঝাতে পারেনি শীতল তাকে ভালোবাসে ..
নানা ভাবে রাজ শীতলকে অপমান করে ,…
শীতলকে দেখলে নাকি রোজার কথা মনে পরে রাজের …
রাজ শীতলকে সহ্যই করতে পারেনা ….
শীতল সর্বোচ্চ চেষ্টা করে রাজের মন জয় করার …
সব সময় রাজের কথায় চলে সে ..
রাজের চাওয়া পাওয়ার সর্বোচ্চ খেয়াল রাখে শীতল …
শীতল রাজকে মনে প্রানে ধর্মে রাজকে স্বামি হিসেবে মেনে নিয়েছে …
তার বিশ্বাস একদিন রাজ তার ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে ।
শীতল কে মেনে নিয়ে ভালো বাসবে রাজ …
….
….
….
আরো কয়েক মাস কেটে গেলো …
রাজ আর শীতলের সামনেই আসতে চলেছে ম্যারেজ ডে ….
ম্যারেজ ডে এর দেড়ে মাস আগের ঘটনা ….
সেদিন শীতল বুঝতে পেরেছে কিছু চাওয়া অপূর্ন থাকে ..
কিছু মানুষ আপন হয়না ..
কখনো কিছু মানুষ পাল্টায় না …
সেদিন ছিলো রাজের একটা ডিল সাকসেস এর পার্টি …
রাজ শীতলকে নিয়ে পার্টি এটেন্ড করতে যায় ..
পার্টিতে সব কাপল ইনভাইটেট ছিলো তাই রাজও শীতলকে নিয়ে যেতে বাধ্য হয়ে ছিলো …
পার্টিতে রাজের একটা ক্লাইন্ট বার বার শীতলকে ডিস্টার্ব করছিলো …
শীতল ইগনোর করছিলো বিষয়টা …
রাজ তার অন্য ক্লাইন্টের আপ্যায়ন করার জন্য বিজি ছিলো …
.
.
.
লোকটা শীতলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিলো বার বার …
শীতল ইগনোর করছিলো …
লোকটা একপর্যায়ে শীতলকে কিছু কথা বলে …
_শীতল আপনি জানেন আপনি কতটা সুন্দরি ..
মিঃ রাজের কোনো অধিকার নেই আপনাকে পাওয়ার বা আপনার সাথে থাকার ..
_কি বলতে চান আপনি ??
_আমি একজন ইন্টার ন্যাশনাল বিজনেস ম্যান ..
আর রাজ হলো ন্যাশনাল বিসনেজ ম্যান সো বুঝতে পারছেন সোসাইটিতে কার কতটা মূল্যায়ন …
_আপনি এসব আমায় বলছেন কেনো ???
_ঠিক আছে আপনাকে সরাসরি বলছি যদিএ বনিতা করা আমার পছন্দ না ,,,আমি আপনার রুপে মুগ্ধ হয়েছি …
আমি আপনাকে বিয়ে করতে চায় …
রাজকে আজকেই ছেড়ে দিন আর আমার হাত ধুরুন ..
আপনাকে রাজ রানি বানিয়ে রাখবো …
কথাটা বলেই শীতলের কোমর জরিয়ে ধরলো লোকটা …
শীতল রেগে লোকটাকে থাপ্পর মারে আর সেখান থেকে চলে যায় …
শীতল গাড়িতে বসে বসে কান্না করে অনেক …
আজকে রাজ যদি তাকে সম্মান করতো ভালোবাসতো তাহলে এমন হতো না ..
বাহিরের লোক এত অপমান করতে পারতো না ..
শীতল এটাও ভাবছে রাজ তার সাথে যায় করুক না কেনো কখনো শীতলকে ধোকা দেয়নি বা কোনো মেয়েকে তাদের মাঝে নিয়ে আসিনি .রাজ শীতল ছাড়া কারো দিকে তাকায়না …
.
.
.
শীতল ভেবেছে রাজকে লোকের ব্যাপারে বললে সে লোকটাকে উচিৎ শিক্ষা দেবে …
শীতল ভুল ছিলো ..
সে রাজকে লোকের কথা বলতেই রাজ বলে ..
_লোকটা তোমার ধরেছে তোমাকে রেপ করেনি ,,,আর তোমার তাকে পছন্দ হলে চলে যেতে পারো তাহলে আমার হাত থেকে বাচতে পারবে ,,,,
লোকটা তোমাকে আমার থেকেও বেশি সুখ দিতে পারবে ….
শীতল রাজের গালে একটা থাপ্পর দিলো ….ঠাসসসস
.
.
.
চলবে ………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here