#অবেলায়_ভালোবাসি
#লেখনিতে_সাবরিন_জাহান
#পর্ব_২১
চোখে মুখে পানি দিয়ে বের হলো, আয়ুশী। কিছু ভালো লাগছে না ওর ।আজ আয়ানের সাথে বড্ড বাজে বিহেভ করেছে। কিন্তু ও ই বা কি করবে? এভাবে কি থাকা যায়? ভাবলো ইহরার কাছে যাওয়া যাক। কিছু না ভেবেই যেতে নিলেই দেখলো আয়ান আর হইরা একে অপরের হাত ধরে বসে আছে। দীর্ঘশ্বাস ফেলে ইহরার রুমে বসে ওর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ বাদেই ইহরা এলো।
“আরে আয়ু! তুমি এখানে?”
“এমনি ভালো লাগছিলো না, ভাবলাম গল্প করি একটু।”
ইহরা আয়ুশীর পাশে বসে বললো, “মন খারাপ?”
“উহু! ”
“মিথ্যে বলছো!”
“থাকো তুমি, ভীষণ ঘুম পাচ্ছে।”
বলেই বেরিয়ে গেলো। উত্তর দেওয়ার ইচ্ছে নেই ওর এখন।
রাতে খাওয়া দাওয়া করে সবে রুমে এলো আয়ুশী। বেডের পাশে ল্যাম্প নিভাতে গিয়ে একটা ডায়েরী দেখতে পেলো। তৎক্ষণাৎ মনে পড়লো দুপুরে এখানে বসে ডায়েরী লিখেছিল ইহরা। কৌতূহলবসত ডায়েরীটো খুলে পড়তে লাগলো। খুব সম্ভবত ছোট থেকে লেখা এটা । বেশ মোটা-সোটা ডায়েরী। ছোটবেলার কাহিনী। দু এক পাতা দেখে রেখে দিলো ও। কারো পার্সোনাল জিনিস না বলে পড়া উচিত নয়। ভেবেই আবার আগের জায়গায় রাখতে গেলে ডায়েরীটা পড়ে যায়। বিরক্তি নিয়ে ডায়েরীটা তুলতেই এক পেজ সামনে পড়লো। যেখানে বড় করে লেখা আছে – “ইহিন”
ভ্রূ আপনাআপনি কুঁচকে গেলো ওর। কথাটার মানে বুঝতেই পেজ উল্টালো ও। পরের পেজেই হার্ট শেপের ভিতরে লিখা, ” ইহরা + ফাহিন =ইহিন”
চোখ বড় বড় হয়ে গেলো আয়ুশীর।। । এক এক করে প্রতিটা পাতা উল্টাতে লাগলো ও। দীর্ঘ আট বছর ধরে লিখা অনুভূতি সব ফাহিনকে ঘিরে। কোনো কিছু উল্লেখ না থাকলেও ফাহিনকে নিয়ে তিলে তিলে গড়া প্রতিটা অনুভূতি এখানে স্পষ্ট উল্লেখ আছে। এতই যখন ভালোবাসে তাহলে আয়ানের সাথে বিয়ের মানে কি? প্রশ্ন উঠলেও উত্তর নেই। উত্তর দিতে পারবে একমাত্র ইহরা। প্রায় মধ্যরাতে ঘুমালো ও হাজারও কল্পনা জল্পনা করতে করতে।
সকালে
পুরো ঘর তন্ন তন্ন করে ডায়েরীটা খুজছে ইহরা । না পাচ্ছে না কোথাও। কারো হাতে পড়লে অনেক কিছু হয়ে যাবে ।
“এটা খুজছো আপু?”, ডায়েরীটা এগিয়ে দিয়ে বললো আয়ুশী।
আয়ুশীর হাতে ডায়েরী দেখে ভয় পেলো ইহরা,
“কালকে আমার রুমে ফেলে এসেছিলে এটা।”
ইহরা কাঁপা কাঁপা হাতে ডায়েরীটা নিলো,
“ভালোবাসো একজনকে ,বিয়ে করতে যাচ্ছো আরেকজনকে। কেনো আপু?”
চোখ মুখ খিচে বন্ধ করলো ইহরা।
“অন্যের জিনিসে হাত দিতে নেই জানো না?”
“সেটা জানি? কিন্তু কি করবো বলো? কৌতূহল!’ ইহিন’ শব্দটা দেখে কৌতূহল হলো!নিজেকে আর দমাতে পারলাম না!”
ইংরা নিশ্চুপ। আয়ুশী ওকে নিজের দিকে ঘুরিয়ে বললো,
“উত্তর দিলে না যে?”
ইহরা নিশ্চুপ। কি বলবে ও? বলার যে কিছুই নেই?
“চুপ করে আছো যে?বলো না। কেনো করছো?”
“ছোট থেকে যারা আমায় বাবা- মায়ের অভাব বুঝতে না দিয়ে এতটা আদর যত্ন করে নিজের মেয়ের মতো বড় করলো। এমনকি আমি বাইরে পড়তে চাই, ইচ্ছেটা মুখে না বলার আগেই তারা আমার ইচ্ছে পূরণ করলো, আমাকে নিজের পায়ে দাড়ানোর যোগ্য করে তুললো, সেই তারা যখন আমার কাছে ছোট্ট জিনিস চাইলো,তার ছেলের বউ হওয়ার। সেখানে স্বার্থপরের মতো কি করে নিজের ভালোবাসা বেছে নেই?ওদের মুখের হাসি কেড়ে নেই?”
আয়ুশী বলার কিছু পেলো না। যা বুঝার বুঝে গেলো ও!
“স্যারকে বললে হয় না?”
” ও নিজেও এই পরিস্থিতির স্বীকার!”
“মানে?”
‘কিছু না!’ বলেই ইহরা বেরিয়ে গেলো । আয়ুশী ওর যাওয়ার পানে তাকিয়ে রইলো। এত অদ্ভূত কেনো জীবন ?
উদাস মনে ভার্সিটির মাঠে বসে আছে আয়ুশী। তার পাশেই বসে আছে সীমা আর ইভা।
“আয়ু ?” (ইভা)
“হুম ?”
“কি হয়েছে তোর?” (ইভা)
“এই প্রশ্ন জিজ্ঞেস করে ওকে আরো কষ্ট কেন দিচ্ছিস?” (সীমা)
“মানে?” (ইভা)
“তুই জানিস তো সামনে আয়ান স্যারের এনগেজম্যান্ট।” (সীমা)
ইভা আর কিছু বললো না, আয়ুশী ও প্রতিউত্তর করলো না। কোনো কিছুই মিলছে না তার। আয়ানের প্রতিটা ব্যবহারই বলে সে আয়ুশীকে ভালোবাসে। কিন্তু ওর তো কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে,কিসের বাধা বিপত্তি? সত্যি কি সে ভুল ভাবছে,যে আয়ান তাকে ভালোবাসে?এমনই কল্পনা-জল্পনার মাঝে এলো রোগা-পাতলা এক ছেলে। ছেলেটিকে দেখে ভ্রু কুঁচকে গেলো ওর। ছেলেটি ওর পাশে বসতেই বিরক্ত আরও বেড়ে গেলো এবং ঝট করে উঠে দাড়ালো ও। ওর সাথে সাথে সীমা আর ইভাও দাড়ালো!
“কি হলো ? দাড়িয়ে গেলে যে?” (ছেলেটি)
আয়ুশীর বেশ রাগ হলো। ওদেরই ক্লাসমেট ছেলেটি। ফ্রেন্ড হিসেবে ঠিক থাকলেও এর ব্যবহারই আয়ুশীর পছন্দ না। কেমন গায়ে পড়া টাইপ।
“তুমি এখানে বসেছো কেন?”
“বারে কথা বলতে এলাম।”
আয়ুশী কিছু না বলে যেতে লাগলো। ছেলেটি উঠে দৌড়ে গেলো ওর কাছে!
“আয়ুশী, তোমার নাম্বারটা দিবে?”
আয়ুশী বিরক্তি ভরা কন্ঠে বললো, “তোমাকে আমি কয়বার বলেছি? আমি ফোন ইউজ করি না।”
“মিথ্যে কেনো বলো ? আমি দেখেছি তোমায় ফোন ইউজ করতে !”
আয়ুশী কিছু বলবে তার আগেই সীমা বলে উঠলো,”হ্যাঁ ইউজ করে তো!”
আয়ুশী চোখ পাকিয়ে তাকালো!সীমা দাত বের করে হেসে বললো,”তুমি ফোন তুলো,আমি বলছি!”
“সীমা তুই…”
“আরে থাম তো!আমাদের ক্লাসমেট ই তো!লিখো!”
অতঃপর সীমা ফোন নাম্বার বললো।ছেলেটি হেসে বললো,”আচ্ছা,তাহলে কথা হবে!বাই!”
সীমা হেসে বিদায় জানালো!আয়ুশী আর ইভা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে!
“এভাবে কি দেখিস?”
“তুই ওকে নাম্বার দিলো কেনো?”(আয়ুশী)
“আর দিলি তো দিলি,কিন্তু তোর নাম্বার কেনো দিলি?”(ইভা)
“আরে ওই ব্যাটা আয়ুকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে! আয়ু তো সিধা মানুষ!আমার চক্করে পড়লে দেখবি কয়েকদিন পর আয়ুকে দেখলেই ভয় পাবে!”
“দেখিস এসব করতে গিয়ে নিজে না বিপদে পড়িস!”(আয়ুশী)
সীমা হাসলো শুধু!
দূর থেকে আয়ুশীকে কারো সাথে কথা বলতে দেখে ক্ষোভে হাতের কাগজ দলাই মালাই করতে লাগলো আয়ান!মন চাইছিলো এখনই আয়ুশীর কাছে গিয়ে ছেলেটাকে কিছু কথা শোনাতে!কিন্তু পর মুহূর্তেই থেমে গেলো!আয়ুশীর বলা কালকের কথা গুলো মনে পড়লো!না!গেলো না আর,দূরে থাকবে ও আয়ুশীর থেকে!ভেবেই নিজের কেবিনে চলে গেলো!আয়ানের এই ক্ষোভ এড়ালো না আয়ুশীর চোখ!দীর্ঘশ্বাস ফেললো।বুঝতে পারছে না কোনটা সত্যি,কোনটা মিথ্যা!দায়িত্ব সত্য নাকি এই টের পাওয়া ভালোবাসা?কোনটা?
__________________________________
রাত প্রায় বারোটা!সীমা আর যাই করুক পড়াশোনার প্রতি ওর মনোযোগ ঠিকই থাকে!লাইফে সাকসেসফুল হতেই হবে!তার জন্য দরকার ভালো করে পড়াশোনা করা!সেই সাথে একজন ভালো মানুষ হওয়া!হুট করেই ফোন বেজে উঠলো ওর!এত রাতে কে ফোন করলো দেখতে গেলেই আননোন নাম্বার চোখে পড়লো!কিছুক্ষণ ভেবে মনে পড়লো আজকে রবিনকে ওর নাম্বার দিয়েছিল ও! শয়”তানি হাসি দিয়ে ফোন রিসিভ করলো ও!
“হ্যালো?”
“হ্যালো কে?”
“আমি রবিন,ঐযে সকালে বললাম কথা হবে?”
“ওহো,তুমি?তো এত রাতে ফোন করলে যে!”
“ইয়ে মানে…”
“থাক আর বলতে হবে না বুঝে গেছি!”
“সত্যি তুমি বুঝেছো?”
“হুমম বুঝেছি তো!”
“তার মানে তুমি রাজি?”
সীমা মনে মনে বির বির করলো,”বাবা রে,আমি তো আন্দাজে ধিল মা’র’লাম, এ দেখি সঠিক জায়গায় লেগে গেলো!”
“আচ্ছা তাহলে শুনো এক ছিল রাজা,এক ছিল রানী!দুইজন সুখে শান্তিতে বসবাস করতো!”
“এসব কি বলছো?”
“ওমা কেনো?কাহিনী বলছি!”
“মানে?”
“এত রাতে বড় বোনের কাছে নিশ্চয়ই গল্প শুনতে ফোন দিয়েছো,ঘুম আসছে না বলে?”
“বড় বোন?”
“ওমা,তুমি জানো না?তুমি গুনে গুনে আমার ৭ মাস ছোট!”
ছেলেটি হতভম্ভ হয়ে রইলো।এদিকে সীমা হেসে খুন!সেদিন ফেসবুকে ওর বার্থডে ডেট দেখেছিল ও!এভাবে কাজে লেগে যাবে ভাবেনি ও!তারপর আবার বললো,”আচ্ছা ছোট ভাই,রাখছি হ্যাঁ!আসলে আজকে অনেক ধখল গেছে!”
“কেনো?”
“আর বলো না,সেদিন এক ছেলে প্রপোজ করেছিল!আমি বললাম দেখো তুমি আমার ছোট ভাইয়ের মত!শুনলো না..বলে কিনা ভালোবাসার বয়স হয় না!তাই তো আজ হকি স্টিক দিয়ে এমন মা’র মে’রে’ছি যে আগামী তিন মাস হাঁটতে পারবে না !”
রবিন ঢোক গিলে বললো,”আপু আমার না ঘুম পাচ্ছে!আমি ঘুমাই…কোনো দরকার হলে ছোট ভাইকে অবশ্যই মনে করবে!শুভরাত্রি!”
বলেই রেখে দিল!সীমা উচ্চস্বরে হেসে দিল। ও জানতো ছেলেটা ভীতু প্রকৃতির ,কিন্তু এতটা ভীতু জানতো না!সামান্য মুখের কথাতেই এত ভয়?
“রাত বিরেতে কি তোকে জ্বীনে ধরলো নাকি?”
নাহিমের এমন উদ্ভট কথায় হাসি থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইলো ও!
“জ্বীন কেনো ধরবে?”
“তাহলে এমন হাহা করে ডা’ইনির হাসি দিচ্ছিস কেনো?”
“কি বললে?আমি ডা’ইনি ?”
“বলার কি দরকার ?তোর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম!তোর হাসি শুনে মনে হলো নিশ্চয়ই কোনো ডা’ইনি আমার মত সুন্দর ছেলের চেহারা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে!কি ভয়টাই না পেলাম!”
বলেই বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিলো!সীমা রেগে বললো,”এহ,যেই না চেহারা! ডা’ইনি কেনো, পে’ত্নীও ফিদা হবে না!”
“এই চেহারায় তুই ও ফিদা হবি!”
“ইহ,বয়েই গেছে আমার!”
“দেখে নিস!”
বলে সিটি বাজাতে বাজাতে চলে গেলো!সীমা মুখ বাঁকিয়ে বললো,”শখ কত!”
#অবেলায়_ভালোবাসি
#লেখনিতে_সাবরিন_জাহান
#পর্ব_২২
পরেরদিন!
“এই ইভা!সীমা কই রে?”
“কক্সবাজারে!”
“মজা নিচ্ছিস কেনো?”
“তো কি করবো?তুই যেখানে ,আমিও তো সেখানে! সেই কখন থেকে দাড়িয়ে আছি ,ওর আসার কোনো খবরই নেই!”
“তোর ফোন দে,কল করি! আমারটায় ব্যালান্স নাই!”
ইভা ওকে নিজের ফোন দিল।আয়ুশী ফোন করলেও সীমা ফোন তুললো না!
“চল ক্লাসে যাই , ও আসুক!”
“আরে ঐতো চলে এসেছে।”
সীমা এসেই কাউকে কিছু না বলেই ইভা আর আয়ুশীর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো!
“আরে,এভাবে টানছিস কেনো?”
সীমা নিরুত্তর।তখনই পিছন থেকে ভেসে আসলো,”ওই কিমা!”
সীমা দাড়াতে না চাইলেও আয়ুশী আর ইভা জোর করে দাড়ালো!
“হাই!”
আয়ুশী আর ইভা সীমার দিকে তাকালে সীমা মুখ ভেংচি দিলো!
“ওহ,আমি কিমা সরি সীমার কাজিন!”
ইভা আর আয়ুশী একসাথে বলে উঠলো,”ওহো!”
“তাহলে আপনি ই সেই যার দুই বাচ্চা আছে!”(ইভা)
নাহিম চোখ বড় বড় করে তাকালো!
“কি?”
“আরে সীমা বলেছিল,আপনি বিবাহিত।আপনার বউ আছে ,সাথে দুইটা বাচ্চাও!তাদের সামলানোর কাজ করেন!”(আয়ুশী)
নাহিম সীমার দিকে তাকাতেই সীমা মুখ ঘুরিয়ে নিলো।এই দুই বা’ন্দ’র সব জেনে শুনে ওকে ইচ্ছে করে ফাসাচ্ছে,সেটা বেশ ভালোই বুঝছে!
নাহিম দাত কির মির করে বললো ,”বাসায় আয় আজ তুই!”
বলেই ওর হাতে ওর টিফিন বক্স দিয়ে চলে গেলো!সীমা মূলত এই টিফিন বক্স নিবে না বলেই ওভাবে চলে যেতে যাচ্ছিলো!কিন্তু এখন মনে হচ্ছে তখন নিলেই ভালো হতো!এখন যে এই দুই জন ওকে ফাঁসিয়ে দিলো।ক্ষিপ্ত চোখে ওদের দিকে তাকালো ও!
“তোরা তো জানতি ওগুলো মিথ্যে বলছি!তাইলে এগুলো কেনো বললি?”
আয়ুশী আর ইভা বলে উঠলো,”সারপ্রাইজ!”
“এটা আবার কেমন সারপ্রাইজ!”
দুইজন মুখ চেপে হাসলো।
“তবে যাই বলিস ,তোর কাজিনটা কিন্তু খুব কিউট!”(ইভা)
“কি বললি?আবার বল!”(আয়ুশী)
“সীমার কাজিনটা খুব কিউট, ইস যদি আগে দেখা পেতাম!বিয়ে ঠিক না থাকলে ঠিকই লাইন মা’র’তাম!আমি তো ক্রাশিত..”(ইভা)
আয়ুশী বাঁকা হেসে ভয়েস মেসেজটা জুনাইদের মোবাইলে সেন্ড করলো!মূলত এই জন্যই ওকে আবার বলতে বলেছিল ও!তার কিছুর মাঝেই রিপ্লাই এলো,”তোমার ক্রাশ খাওয়া বের করছি,বিকেলে দেখা হচ্ছে!”
মেসেজটা পড়ে মুচকি হেসে ইভার হাতে ফোন দিল।ইভা ফোনের স্ক্রিনে তাকাতেই মেসেজ পড়ে চক্ষু চরগাছ!ভয়েস টা শুনতেই রাগী দৃষ্টিতে তাকালো।
“আয়ুর বাচ্চা!”
বলেই তেরে যেতে নিলে আয়ুশী দৌড় দিল!ইভা ওর পিছু পিছু গেলো।সীমাও উপায় না পেলে দৌড়ালো!সুযোগ বুঝে সেও দুই ঘা লাগাবে!
ভার্সিটির করিডোর দিয়ে দৌড়াতে লাগলো ওরা!কিছু দূর যেতেই আয়ুশী দাড়িয়ে গেলো।ওর থামা দেখে ইভা পায়ে হাত দিয়ে জোড়ে জোড়ে শ্বাস নিলো!আয়ুশীকে বলার জন্য তাকাতেই দেখলো সামনে আয়ান।এবার ও বুঝতে পারলো আয়ুশীর থামার কারণ!ইভা ব্রেক নিলেও ব্রেক নিতে পারেনি সীমা।দৌড়ের গতি কম করতে না পেরে ঠাস করে বারি খেলো ইভার মাথায়!ইভা মাথার পিছনে হাত চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো।কিছু না বলেই আবার সামনে তাকালো।সীমা মাথার সামনে ডলতে ডলতে সামনে তাকালো!আয়ুশী আর আয়ান একে অপরের দিকে তাকিয়ে আছে!যেই তাকানোতে আছে অনেক না বলা কথা,অনেক চাওয়া পাওয়া!আয়ুশী চোখ সরিয়ে নিলো। যত তাকাবে ততই মায়া বাড়বে ওই চোখের মালিকের উপর!এক পাশ হয়ে দাড়ালো ও!চায় না আয়ানের কাছাকাছি থাকতে! পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আয়ান বলে উঠলো,”সব সময় এভাবে সাবধানতা অবলম্বন করলেই পারতে!তাহলে হয়তো আজ এমনটা হতো না যে আমাকে দেখেই তুমি নিস্তেজ হয়ে যাও!”
“সব সময় দায়িত্বের নাম করে কাছে না ই আসতে পারতেন!অন্তত এই অবুঝ মন আপনাকে অবেলায় ভালোবাসতো না!”
আয়ুশীর কথা শুনে আয়ান মলিন চোখে তাকালো!সেই দৃষ্টি উপেক্ষা করেই আয়ুশী এগিয়ে গেলো।তার পিছু পিছু সীমা আর ইভা! আয়ান যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলো!এখন ভাবছে যা করছে ঠিক করছে তো?
__________________________________
বাড়িতে পা রাখা মাত্রই বুঝে গেলো কিছু নিয়ে তোড়জোড় চলছে।আয়ুশী বসার ঘরটা চোখ বুলিয়ে দেখে নিলো।নাহার বসে বসে হিসাব করছে আর একটা কাগজে কি সব লেখছে।এক পাশে ফাহিন কিছু লোকদের বাড়িটা দেখিয়ে কি যেনো বলছে!সম্ভবত বাড়ি সাজানোর ইনস্ট্রাকশন দিচ্ছে।তার কিছু দূরেই সোফায় বসে ইহরা ফাহিনের দিকে তাকিয়ে আছে!চোখের চাহুনি করুন ওর!মনটা ভয়ে কেঁপে উঠলো।খেয়াল হতেই মনে হলো পরশু বেলাল আর নাহারের বিবাহ বার্ষিকী!আর পরশুই আয়ান আর ইহরার বিয়ের ঘোষণা !এর পরেই তারিখ ঠিক হবে।নাহার ওকে দেখেই উঠে এলো।
“যা যা,জলদি ফ্রেশ হ!অনেক কাজ আছে আজ!”
আয়ুশী হেসে উপরে চলে গেলো।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলো।ছাদে বসে সিগারেট ধরালো ফাহিন!তখনই কেউ বলে উঠলো,
“সিগারেট খাওয়া কবে থেকে শুরু করলেন?”
ফাহিন হাসলো।কিন্তু উত্তর না দিয়েই এক টান দিল। ইহরার রাগ হলো।এগিয়ে গিয়ে ফাহিনের হাত থেকে সিগারেট টান দিয়ে ফেলে দিলো!
“আপনি জানেন না?সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না?”
“তোমার সহ্য হাওয়া নিয়ে আমি করবো?”
ইহরা অসহায় কণ্ঠে বলল,”আগে তো আমার অপছন্দের কাজ গুলো করতেন না!আজ বলছেন আপনি কি করবেন?”
ফাহিন তাচ্ছিল্যের হাসি হেসে বললো,”কারণ একটা সময় ভাবতাম এই মানুষটাই আমার জীবনসঙ্গী!তার যেনো কোনো প্রকার কষ্ট না পেতে হয়!কিন্তু সে তো আমার নয়!”
ইহরা কি উত্তর দিবে ভেবে পেলো না।
“তুমি নিজেও আমাকে ভালোবাসো ইহরা!তাহলে কেনো করছো এমনটা ?”
“আপনি তো কখনো বাসেন নি ভালো!তাহলে?!”
“স্কুল লাইফ থেকে তুমি আমায় পছন্দ করো।তুমি না বললেও আমি জানি!কিন্তু আমি অপেক্ষা করেছিলাম নিজেকে তোমার জন্য সঠিক মানুষ করে তারপর আপন করে নিবো!কিন্তু এতটা দেরি হয়ে যাবে ভাবিনি ইহরা!একদমই না!”
ইহরা কিছু না বলে চলে যেতে নিলেই ফাহিন বলে উঠলো,
“নতুন করে সবটা শুরু করা যায় না ইহরা!”
ইহরা মলিন হেসে বললো,”নিজেই তো বললেন দেরি হয়ে গেছে!সময় একবার গেলে ফিরে আসে না!আর প্রসঙ্গ যখন আমার ,মামনি বাবাই এর ক্ষেত্রে আমি কখনো স্বার্থপর হতে পারবো না!নিজের জীবন নতুন করে শুরু করার শুভকামনা রইলো!”
“আমার আর জীবন!তোমার নতুন জীবনের শুভেচ্ছা রইলো!”
বলেই আরেকবার সিগারেট ধরালো! ইহরা কিছু বলতে গিয়েও বললো না।নিচে নামতে গেলেই এক পাশে আয়ুশীকে দেখতে পেলো!আয়ুশী অসহায় চোখে তাকালো! ইহরা কিছু না বলে চল গেলো!আয়ুশী ফাহিনের কাছে গেলো।
“ভাইয়া!”
“আরে আয়ু তুমি?বসো!”
বলেই সিগারেট নিভিয়ে দিল।
“ডাক্তার হয়ে সিগারেট খান!”
ফাহিন হাসলো!
“হাসছেন কেনো?ডাক্তার মানুষ উপদেশ দেন সিগারেট খেলে ক্যান্সার হয়,আর নিজেই মানেন ন?”
“কি হবে মেনে?”
“বেঁচে থাকবেন!”
“বাদ দেও,এই সন্ধ্যায় ছাদে কেনো?”
“এমনি মন ভালো না!”
“ইহরা আপুর জন্য?”
ফাহিন নিরুত্তর!চমকালেও পর মুহূর্তে ভাবলো ইহরা হয়তো বলেছে!
“সবাইকে সবটা বললেই তো পারেন!”
“কি বলবো?”
“আপনারা একে অপরকে ভালবাসেন ”
ফাহিন হেসে বললো,”আসলে কি জানো?খুব ছোটবেলায় ওর বাবা মা মা’রা যাওয়ার পর আঙ্কেল আন্টি ওকে মেয়ের মত করে বড় করেছে!সেই হিসেবে ওকে যখন আন্টি আহ্লাদী হয়ে বলেছিল,’ তোকে আমার ছেলের বউ করে সারাজীবন কাছে রেখে দিতে চাই,থাকবি?তাহলে তোকে আর পরের বাড়ি পাঠাতে হবে না!’, তাদের চোখে মুখে থাকা খুশিটা দেখে ও না করতে পারেনি!ওর বড় হওয়ার মাঝে এই প্রথম ওরা ওর কাছে কিছু আবদার করলো।না করবে কিভাবে?আমাকেও মানা করেছে!”
“মাইন্ড না করলে আপনাদের গল্পটা বলবেন?”
“আমাদের গল্প তো শুরুই হলো না!”
“তাহলে অনুভূতি গুলো?”
“খুব ছোট থাকতে আমি, আয়ান আর ইহরা বিদেশ যাই। ইহরা আমাদের থেকে বয়সে তিন বছরের ছোট!আমরা চারজন ছিলাম।আমি, আয়ান , ডেইজি, এই তিনজন ছিলাম বেস্ট ফ্রেন্ড আর ইহরা ছোট হলেও আমাদের ভালো বন্ধু হিসেবেই ছিল।ওর সাথে বেশিরভাগ সময় ই আমি থেকেছি!একটা সময় বুঝতে পারতাম ও আমাকে পছন্দ করে।আমিও করতাম..কিন্তু তখন ছিলাম স্টুডেন্ট!এভাবে মেয়েটাকে পাত্তা দেয়া ঠিক হবে না। পরে দেখা যাবে ওর বিয়ে ঠিক হচ্ছে আর ও আমার জন্য মানতে পারছে না!তাই…কিন্তু মাঝে ভার্সিটির সেকেন্ড ইয়ারে যখন আমরা ছুটিতে বাড়ি এলাম ভেবেছিলাম মাকে বলে যাবো ইহরার কথা।এরপর আপনাআপনিই সব হবে!কিন্তু দেরি করে ফেলেছি!তার আগেই আন্টি ইহরার সামনে এই প্রস্তাব রাখে।আমরা একে অপরকে না বললেও কাজে কর্মে বুঝাতাম!কিন্তু হুট করেই সব পাল্টে গেলো। ইহরা তুমি থেকে আপনি চলে এলো।ইগনোর করা শুরু করলো।আমি সব বুঝতাম! ইহরার সম্মতি দেয়ার কারণ বুঝতে পারলেও আয়ানের টা বুঝে উঠতে পারিনি! ও সবসময় ইহরাকে একজন ভালো বন্ধু আর বোনের মত কেয়ার করতো!সেখানে ও কিভাবে রাজি হলো বুঝলাম না!”
“স্যার কি জানে আপনাদের ব্যাপারে?”
“না,জানলে এই বিয়ে কখনোই করতো না!”
“তাহলে স্যারকে বললেই হয়!”
“তুমি বুঝবে না!”
“কি বুঝবো না?”
“ঠাণ্ডা লাগবে তোমার,রুমে যাও!”
“কিন্তু…”
“আমি যেতে বলেছি!”
আয়ুশী কিছু না বলে নেমে গেলো। ইহরার রুমে গেলো সোজা!
“স্যার কে বললে কি সমস্যা আপু?”
“মানে?”
“কেনো বলছো না স্যারকে তোমাদের ভালোবাসার কথা?স্যার তো চাইলেই না করতে পারবেন!”
“যা জানো না,তাই নিয়ে কথা বলো না আয়ু!”
“কি জানি না?কেনো এমন করছো?আরে দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে এটা শুনে কি স্যার স্বার্থপরের মত নিজের কথা ভাববেন?”
“আয়ু,প্লিজ!”
“সবসময় প্লিজ বলে আমাকে দমিয়ে কেনো রাখো আপু!”
“কিছু জানা লাগবে না তোমার,তবে এটা বলি!আমাদের থেকেও বেশি অসহায় আয়ান!”
“কি এমন অসহায়ত্ব?”
“এত কৌতূহল ভালো নয়!তবে জানতে পারবে !এই বাড়িতে যখন আছো!সত্য বেশিদিন চাপা থাকে না!”
আয়ুশী চুপ করে গেলো।ব্যালকনি থেকে গানের আওয়াজ পেয়ে ব্যালকনিতে উকি দিল।পাশের বারান্দায় আয়ান ইজি চেয়ারে বসে গুন গুন করে গাইছে,
“তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার। ”
আয়ুশী ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাড়িয়ে রইলো।জীবন ঠিক কার কোন দিকে ঘুরছে উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না!কেউ না…
#চলবে
(নতুন বছরের শুভেচ্ছা সবাইকে)
#চলবে
(ভেবেছিলাম দিবনা!কিন্তু এত মানুষ ওয়েট করে,তাই ছোট করে হলেও দিলাম!আজকে এমনিও মন ভালো না!তাই ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন!আর দুঃখিত !বলেছিলাম চারটায় আর বড় করে দিবো!কিন্তু পারিনি,কাজের জন্য।দশটা বেজে গেছে বিধায় দিতে চাইনি!কিন্তু সবার অপেক্ষা দেখে দিয়ে দিলাম!)