আমার_পূর্ণতা #রেদশী_ইসলাম পর্বঃ১৩

#আমার_পূর্ণতা
#রেদশী_ইসলাম
পর্বঃ১৩

তাফসির ভাইয়ের কথায় বড় মা ন্যাকা কান্না করে বললো—

” থাক তোর আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। যা বোঝার বুঝেছি আমি।”

” বুঝেছো ঠিকই তবে প্রাচুর্যের মতো দু লাইন বেশি।”

এতোক্ষণ তাফসির ভাই আর বড় মা’র কাহিনী দেখে মনে মনে হাসছিলাম আমি। কিন্তু তার মধ্যে আমার নাম উঠতেই হাসি ভুলে রেগে তাফসির ভাইকে বললাম—

” আপনার সব সময় আমার নামই কেনো উঠাতে হয় তাফসির ভাই? মানে যে কথায় বলবেন না কেনো লাস্টে আমাকে খোঁচা না মেরে কথা শেষ করবেন না। সমস্যা কি আপনার?”

” তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? আমি বুঝি না এতো সাহস তোর আসে কোথা থেকে যে একটু কিছু বললেই তর্ক শুরু করিস?”

তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন—

” ছোট মা দেখেছো তোমার মেয়ের অবস্থা? বড়দের এক পয়সার ও সন্মান করে না তোমার মেয়ে।”

তাফসির ভাইয়ের কথায় মা চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন—

” তুই কি দিন দিন বেয়াদব হচ্ছিস প্রাচুর্য? এই শিক্ষা দিয়েছিলাম তোকে? কি হলো বল!! বড়দের মুখে মুখে তর্ক করার শিক্ষা দিয়েছিলাম? তুই তো মানুষের সামনে আমার মান সন্মান ডুবাবি দেখছি।”

সবার মধ্যে মায়ের আমাকে করা অপমানে চোখ ঝাপসা হয়ে উঠলো আমার। আজব তো। এখানে আমার কি দোষ? উনি যে কন্টিনিউসলি আমাকে খোঁচা দিয়ে কথা বলে কোই তখন তো কেউ কিছু বলে না। আর আমি একটু কিছু বললেই তো দোষ। থাক সে তার ছেলেকে নিয়ে। আমি এখানে আর এক মুহুর্ত ও বসবো না ভেবে রুমের দিকে জোর পায়ে হাঁটা ধরলাম। তখন পেছন থেকে শুনতে পেলাম বড় মা বলছেন মা কে—

” ওকে এতো বকাঝকা করলি কেনো শাহানা? ছোট মানুষ ও। আমি আমার ছেলেকে ও তো চিনি। সব সময় মেয়েটার পেছনে লেগে থাকে। তাফসির এরপর ওর পেছনে লাগলে কিন্তু মার খাবি একদম”

তারপর আর কোনো কথা কানে আসলো না। ততোক্ষণে আমি রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছি। খুব রাগ হচ্ছে তাফসির ভাইয়ের উপর। কিন্তু ওনাকে তো কিছু বলা সম্ভব না তাই নিজেই মনে মনে ফুসছিলাম। হঠাৎ চোখ পরলো ব্রেসলেট টার উপর। রাগে হাত থেকে খুলেই ছুড়ে মারলাম সেটা। গিয়ে পরলো দরজার সামনে। সেই মুহুর্তে ঘরে আসলো রাদিয়া আপু। নিচ থেকে ব্রেসলেট টা উঠিয়ে নিজের কাছে রাখলো। তারপর দরজা বন্ধ করে আমার পাশে এসে বসলো। আপুকে দেখে আমি মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলাম। তখনই আপু আমার কাধে হাত রেখে বললো—

” বনু?”

আপু ডাক দিতেও আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ মাথা নিচু করে বসে থাকলাম। আমাকে কিছু বলতে না দেখে আপু পুনরায় বলে উঠলেন—

” কি হয়েছে আমার সোনা বনুর? এটুকু কথায় এতো রাগ করতে হয় নাকি?”

” এটাকে তোমার এটুকু কথা মনে হচ্ছে আপু? মা সবার সামনে আমাকে কিভাবে বললো দেখলে না? ফুপ্পি, ভাবি সবার সামনে আমাকে অপমান করলো তোমার ভাইয়ের জন্য। আর এটাকে তোমার এটুকু মনে হচ্ছে? ”

” আচ্ছা আমি বুঝেছি তো বনু। ছোট মা ভুলে বকে ফেলেছে। আর তুই সবার ছোট আদরের তো তাই তোকে আদর ও যেমন করে আবার ভালো ও তেমন বাসে। আর দেখ সামি,সাদনান তো সারাক্ষণ পড়া নিয়ে থাকে। মেজো মা ওদের বইয়ের থেকে উঠতেই দেয় না তাই ওরা দুষ্টুমি করার সুযোগ পায় না তেমন। দেখলি না এখানে ও বই এনেছে ডিসেম্বরে ওদের ফাইনাল পরীক্ষা বলে। তাই পরিবারের ছোট মেয়ে হিসেবে সবাই তোকেই ছোট ভাবে। আর ছোট দের দোষ পরিবারে একটু বেশিই হয়। তা বলে এতো মন খারাপ করতে হয় না।”

” সবাই আমাকে ভালোবাসলেও তোমার ভাই বাসে না আপু। সব সময় আমাকে অপমান করে।”

” ওর কথা বাদ দে। সময় আসলেই বুঝবি ওকে। এখন তারাতাড়ি চোখের পানি মুছে ফেল তো। চল আমরা বাইরে থেকে ঘুরে আসি। তোর আবির ভাইয়া ট্রিট দেবে সবাইকে। ”

” না আমি যাবো না আপু। যেখানে ওই শয়তান বিলাই টা থাকবে সেখানে আমি যাবোই না আর। না জানি আবার কখন অপমান করে বসে।”

” আরে না না। ও থাকবে না। ও বাইরে গিয়েছে। এখানে নাকি ওর কোন ফ্রেন্ড আছে তাই তার সাথে মিট করতে গিয়েছে। এখন তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয় তো। আমিও যেয়ে রেডি হয়ে আসছি।”

—————————

চট্টগ্রাম আরও তিন দিন থাকার পর চৌধুরী পরিবার ফিরে এলো ঢাকায়। সুফিয়া, মাহিন বা দিয়ানা কেউই আসতে দিতে চাই নি এতো তাড়াতাড়ি। তবুও কিছুই করার ছিলো না কারোরই। কারন প্রাচুর্যের পরীক্ষা সামনে, অফিস আছে সবার তার উপর আবার নতুন বিয়ে হয়েছে রাদিয়ার। বিয়ের পর যদি এতোদিন বাপের বাড়ি থাকে তবে বিষয়টা খারাপ দেখায়। তাই ইশতিয়াক চৌধুরীর কথায় সবাই ফিরে আসলো নিজো গৃহে। তবে সেদিনের পর থেকে প্রাচুর্য পুরোপুরি এড়িয়ে চলছে তাফসির কে। তাফসির প্রথম প্রথম বিষয়টা খেয়াল না করলেও একসময় সে ঠিকই বুঝতে পারে যে প্রাচুর্য এড়িয়ে চলছে তাকে। তখন থেকে শুরু হয় তার অস্থিরতা। হাজার বার প্রাচুর্যের সাথে কথা বলার চেষ্টা করলেও শেষে এসে ফলাফল শুন্যই ছিলো। কথা বলা তো দুরেরই কথা। তাফসিরকে দেখলেও একরকম এড়িয়ে চলা শুরু করলো প্রাচুর্য। এতে ভেতরে ভেতরে রাগে বা অস্থিরতায় তাফসির ফেটে গেলেও প্রকাশ করে নি তা। তবে মনে মনে প্রাচুর্যের এমন কাজ কর্মে ঠিকই ফুসছিলো। আর এদিকে প্রাচুর্য সব কিছুই খেয়াল করেছিলো প্রথম থেকেই। তবে না বোঝার ভান করে ছিলো।

এমনই একদিন সকাল বেলা প্রাচুর্য বের হলো কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তখনই বাধ সাধলো তাফসির। সে একা হেঁটে হেঁটে কিছুতেই কলেজে যেতে দেবে না প্রাচুর্যকে। সেই নিয়ে যাবে আবার সে-ই বাড়িতে নিয়ে আসবে। অন্তত যতোদিন বাংলাদেশে আছে ততোদিন। বাড়ির মেয়েকে নিয়ে আর রিস্ক নেবে না কেউ-ই। কিন্তু প্রাচুর্যের এক কথা সে কিছুতেই তাফসিরের সাথে যাবে না তো যাবেই না। সবাই কারন জিজ্ঞেস করলেও নির্দিষ্ট কোনো কারন দেখাতে পারলো না প্রাচুর্য। তখন মেজাজ খারাপ হলো তাফসিরের। রাগে চোয়াল শক্ত হয়ে গেলো তার। হাত মুষ্টি বদ্ধ করে গরম চোখে তাকালো প্রাচুর্যের দিকে। যা দেখে ভয়ে গলা শুকিয়ে আসলো প্রাচুর্যের। কিন্তু তবুও গাঁট হয়ে এক জায়গায় ঠাঁই বসে থাকলো। যেনো যায় হয়ে যাক না কেনো এমন বেয়াদব লোকের সাথে সে কিছুতেই যাবে না। দেখা গেলো আবার অপমান করলো তাকে। কিন্তু দ্বিতীয় বার আর সহ্য করবে না সে।
কিন্তু এইবার ধৈর্যের বাধ ভেঙে গেলো তাফসিরের। সে বুঝে উঠতে পারলো না কি এমন হয়েছে যে এই মেয়ে এমন নাটক শুরু করেছে। তাদের কথার মধ্যেই নিজের ঘর থেকে বের হয়ে এলেন শাহানা। এতোক্ষন তিনি এখানে উপস্থিত ছিলেন না। কিন্তু নিচ থেকে এতো চেঁচামেচির আওয়াজে কি হয়েছে দেখতে বাইরে এলেন তিনি। প্রাচুর্য এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বসে পরলো আগের মতো। তখন শাহানা তাফসিরের দিকে তাকিয়ে বললেন—

” কি হয়েছে আব্বু? তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেনো? আর এতো চেচামেচি কিসের?”

” কি হয়েছে সেটা আমাকে না জিজ্ঞেস করে তোমার মেয়েকে জিজ্ঞেস করো ছোট মা। আধা ঘন্টা ধরে বলছি যে প্রাচুর্য চল তোকে কলেজে দিয়ে আসি। আগের দিন যে ঘটনা ঘটেছে তাতে এখন তোর একা একা যাওয়া সেফ না। কিন্তু তোমার মেয়ে নাটক শুরু করেছে। সে নাকি আমার সাথে যাবে না।”

তাফসিরের কথায় শাহানা প্রাচুর্যের দিকে তাকিয়ে বললেন—

” কি সমস্যা তোর? ওর সাথে যাবি না কেনো? আগের দিনের পরও শিক্ষা হয় নি তোর?”

প্রাচুর্য অনড়ভাবে বললো—

” মা আমি তো একবার ও বলি নি যে আমি যাবো না। আমি শুধু ওনার সাথে যেতে চাই না। অন্য কাউকে বলো এগিয়ে দিয়ে আসতে।”

” হ্যাঁ অন্যকেউ তো তোমাকে নিয়ে যাওয়ার জন্য বসে আছে এখনো তাই না?”

” কেনো বাবা আছে না? বাবাকে বলো আমাকে নিয়ে যেতে।”

” তোমার বাবারা সবাই সেই সাত সকালে বেড়িয়ে গেছে অফিসের জন্য। আজকে মিটিং আছে অফিসে তাই সব কিছু রেডি হওয়ার জন্য আগে আগেই বেড়িয়ে গেছে বুঝেছো? এখন তাফসির ছাড়া গতি নেই তোমার। আর আজকে না তোর ক্লাস টেস্ট? আর তুই এখনো বসে আছিস?”

” মা বললাম তো…

প্রাচুর্য কথা শেষ করার আগেই শাহানা দাতে দাত চেপে বললেন—

” তোমার কোনো কথা বা নাটক আমি দেখতেও চাই না আর শুনতেও চাই না। তুমি ওর সাথে যাচ্ছো তো যাচ্ছোই। এবার আর একটা কথাও বললে চড় একটাও নিচে পরবে না বলে দিলাম। এবার ভদ্র মেয়ের মতো চলে যাও।”

শাহানার থ্রেড দেওয়াতে আর কিছু বলতে পারলো না প্রাচুর্য। মুখ ফুলিয়ে ব্যাগ নিয়ে গটগট করে হেঁটে চলে গেলো বাইরে। তার কিছুক্ষণ পরে তাফসির ও এলো হাতে চাবি ঘুরাতে ঘুরাতে। গাড়ি বের করে ফ্রন্ট সিটের দরজা খুলে দিলো প্রাচুর্যকে ওঠার জন্য। প্রাচুর্য একপলক তাফসিরের দিকে তাকিয়ে উঠে বসতেই তাফসির গাড়ি স্টার্ট দিলো।
.
.
.
প্রাচুর্যদের কলেজের সামনে আসতেই গাড়ি ব্রেক কষলো তাফসির। প্রাচুর্য নেমে যেতে উদ্যত হলেই প্রাচুর্যের ডান হাত টেনে ধরলো তাফসির। চোখ থেকে সানগ্লাস খুলে হাতে নিয়ে সামনে তাকিয়েই বললো—

” আমাকে ইগনোর করার কারন জানতে পারি?”

” অবশ্যই। কেনো পারবেন না? আপনাকে ইগনোর করার কারন আপনি আমাকে অপমান করেন। আর সেটা একবার দু’বার নয়। প্রত্যেক কথায় কথায় আমাকে অপমান করেন এবং খোঁচা দিয়ে কথা বলেন যেটা সহ্য হয় না আমার।”

” হাতের ব্রেসলেট খুলে ফেলে দেওয়ার ও কি কারন এটা?”

তাফসির এ কথা বলতেই প্রাচুর্য চুপ হয়ে গেলো। তাফসির পুনরায় বললো—

” শুধু নিজের অপমান টা-ই দেখলি? আর এটা করে যে আমাকে অপমান করলি তখন?”

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here