ইঁচড়েপাকা এবং সে❤️ পর্ব ৮+৯

#ইচেঁপোকা_এবং_সে❤️
#Ruhi_Jahan_Maya

পর্বঃ০৮

হাতে এক কাপ চা নিয়ে, রাস্তার এক সাইডে বান্ধবীদের সাথে কথা বলছে ওরিন। ওরিন হাসতে হাসতে হঠাৎ কারো সাধে ধাক্কা খেলো। পেছন থেকে কারো মৃদু চিতকারের শব্দ ভেসে এলো। ওরিন পেছন ঘুরে তাকাতেই চমকে উঠলো। কারন ফরিদ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো, ওরিন পেছনে না তাকিয়েই ভুলে হাই হিল দিয়ে ফরিদের পায়ে ভর দেয়।

ফরিদ ব্যথায় কুকড়ে উঠেছে, বেচারার মুখ খানা লাল হয়ে গেছে। ওরিন তাড়া হুড়ো করে বললো…

” আই এম সো সরি ভাইয়া। আমি ঠিক খেয়াল করি নি।এক্সট্রিমলি সরি…”

ফরিদের পেছন থেকে বাধন মৃদু ধমক দিয়ে বললো…

” কিসের সরি! চোখে দেখো না নাকি? পা টাকে তো আলুর দম বানিয়ে দিলেন। ”

তনু কিছুটা রাগ দেখি বললো…

” খেয়াল করো নি। ভুল তো হতেই পারে, তাই বলে এবাবে বলবেন। ”

” তো কি করবো?”

তনু আবারও ফোস করে বললো ” কি করবেন মানে? একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে হয়, ম্যানার শেখেন নি? ”

বাধন কিছু বলতে যাবে ঠিক তখনি, ফরিদ বাধনের কাধে চেপে ধরে বললো…

” প্লিজ থাম। খুব বেশি লাগে নি। ”

ফরিদ আস্তে আস্তে বাধনের সাথে চলে গেলো। ওরিনের দিকে আর পিছু ফিরে তাকালো না। ওরিনের ভিষণ মন খারাপ লাগছে, যদিও সে ফরিদ কে ইচ্ছা করে করে ব্যাথা দেয় নি। এক্সিডেন্টলি সব ঘটে গেলো। কিন্তু ওরিনের জন্য তো মানুষ টা ব্যাথা পেলো।

তনু ওরনের কাধে হাত দিয়ে বললো “কি হলো?”

” কিছু না। ”

“ঠিকাছে, চল স্টেজের কাছে যাই। আমাদের গানের ডাক আসতে পারে। ”

” হুম চল। ”

বলেই দুজন স্টেজের কাছে গিয়ে দাড়ালো। দূর থেকে ফরিদ ওরিন কে লক্ষ্য করলো। আজকে ওরিন কে বেশ সুন্দর লাগছে। লাল পারের সাদা শাড়ি, হালকা সাজে বেশ সুন্দর লাগছে।

কিছুক্ষন পরই একজন সিনিয়র ভাই মাইকে, ওরিনের নাম নিলেন। ওরিন মঞ্চে উঠলো। হারমোনিয়ামে, বাজিয়ে গাইতে শুরু করলো…

” কেনো মেঘ আসে হৃদয়ও আকাশে…

তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না…

মাঝে মাঝে তব দেখা পাই চিরো দিন কেনো পাই না…”

ফরিদ অবাক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে, সবার হাত তালির শব্দে ফরিদের ধ্যান ভাংলো। এতো ক্ষন ফরিদ এক মনে ওরিনের গান শুনছিলো। ভাবতেই নিজের কাছে কিছুটা অবাক লাগছে।

বাধন ফরিদের কানের কাছে এসে ফিস ফিস করে বললো
“মেয়েটাকে যেমনটা ভেবেছিলাম তেমন টা না। কি ভালো গান গাইলো। ”

ফরিদ বাধনের দিকে তাকালো, আবারও সেই আগের মতো ফরিদের দৃষ্টি, ওরিনের মধ্যে আটকে গেলো।

_____________________

মিটিং শেষে কেবিনে ঢুকার পর নাছিম, অবাকের চরম সীমায় পোছে গেলো। মিস.আয়শা চেয়ারে পা ভাজ করে কফি খাচ্ছে। আর ফোন স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ পরই হো হো করে হাসছে।

নাছিম কয়েক সেকেন্ড স্থির হয়ে দাড়ালো। নাহ, আয়শার কোন হুশই নেই। চারি দিকের কোন খেয়াল নেই। সে কিছুক্ষণ পর পর হেসেই যাচ্ছে৷ নাছিম ধীরে ধীরে হেটে আয়শার পিছনে দাড়ালো৷ আয়শার ফোনের স্ক্রিনে উঁকি দিলো।

আয়শার ফোনে অগি ‘এন্ড দ্যা কক্রোচেস ‘কার্টুন দেখছে। নাছিম হাসবে নাকি রাগ হবে বুঝতে পারছে না। এত বড় একটা মেয়ে এই বয়সে কার্টুন দেখে।
নাছিম আয়শা বলে ঝাড়ি মারলো। আয়শা দ্রুত উঠে দাড়াতে গিয়ে নাছিমের সাথে ধাক্কা খেয়ে, নাছিমের বুকে গরম কফি ঢেলে দিলো

নাছিম আউউউউউ করে শব্দ করলো। আয়শা মুখে দু হাত চেপে দাড়িয়ে আছে, ভয়ে তাকাতেও পারছে না। আয়শা দু আঙ্গুল ফাঁকা করে নাছিমের দিকে তাকালো। নাছিমের সাদা শার্ট কফির দাগ লেগে গেছে, নাছিম টিস্যু দিয়ে শার্ট পরিষ্কার করার চেষ্টা করছে।

আয়শার কাঁপা কাঁপা কন্ঠে বললো…

” স্যার আপনার কি খুব লেগেছে?”

” নাহ, আরাম লাগছে। ইডিয়ট মেয়ে।”

” আপনি পিছনে দাঁড়িয়ে ছিলেন, আমি কি ভাবে জানবো। ”

” জাস্ট শাট আপ। ”

আয়শা ভয়ে ঢোক গিললো। নাছিম ধমক দিয়ে বললো…

” দাঁড়িয়ে আছেন কেনো?আমার শার্ট মুছতে হেল্প করুন। ”

” আয়শা হাতে টিস্যু নিয়ে, নাছিমের শার্ট পরিষ্কার করতে গেলো। ”

মনে মনে মুখ ভেংচি দিয়ে বলল ‘ খাটাস কোথাকার। লম্বু, খুটি একটা। দু তলা বিল্ডিং। ‘

” কি করছেন টা কি। আপনার হাত আমার কাধ পর্যন্ত আসছে না। ”

আয়শা নাছিমের আরেকটু কাছে গেলো। বিড় বিড় করে বললো ‘ আসবে কি ভাবে, ভয়ংকর লোক একটা খালি বকে। ‘

নাছিম হালকা কাশি দিয়ে বললো…
” কিছু বললেন? ”

“কোথায়, কিছু না তো! ”

” ঠিক আছে এখন আপনি আসতে পারেন। ”

কফির ফ্লাক্স টা ভুলে, কেবিনে রেখেই আয়শা বেড়িয়ে গেলো। ডেক্সে গিয়ে চুপ করে বসে রইলো। ধুর ধুর কি হচ্ছে এসব। অফিসের সি ই ওর শার্টে কফি ঢেলে দিয়েছে আয়শা। এখন যদি আয়শা কে বরখাস্ত করে দেয়?

মাথার ভেতর চাপা টেনশন হচ্ছে আয়শার খুব। আয়শা উঠে দাড়ালো। ধীর পায়ে হেটে নাছিমের কেবিনে গেলো আবার। বাইর থেকে

” স্যার আসবো বলতেই নাছিম, দ্রুত কফির ফ্লাক্স টা সরিয়ে ফেললো..

” জ্বি আসুন। ”

” একচুয়ালি, স্যার। সরি। ”

” কেনো?”

“তখন এক্সিডেন্টলি কফিটা পরে গেলো..”

” ইটস ওকে। বাট আপনাকে, ছোট্ট একটা শাস্তি পেতে হবে। ”

আয়শার মুখটা চুপসে গেলো, চাকরি থেকে সত্যিই বরখাস্ত করে দেবে না তো?
কত শখের ছিলো চাকরিটা। নিজের টেলেন্ট প্রকাশ করার। আয়শা ভিষন্ন মনে বললো…

” কি শাস্তি স্যার?”

” তা বরং কালকেই বুঝবেন।”

আয়শা গুটি গুটি পায়ে কেবিন থেকে বেরিয়ে গেলো। টেনশনে মাথা ভার হয়ে যাচ্ছে, এক কাপ কফি খাওয়া দরকার।
এ মা.. কফির ফ্লাক্স তো ওই ভয়ংকর লোকটার রুমে। এখন কি আবার যাবে, নাহ এখন আর যাওয়া যাবে না৷ গেলেই কথা শুনিয়ে দিবে। আয়শা নিজের ডেক্সেই বসে বসে কম্পিউটার ঘাটাঘাটি শুরু করলো। বছরের সব গুলো কালেকশন গুলোর ফটো সংগ্রহ করায় মন দিলো।

সচ্ছ কাঁচ ভেদ করে একজোড়া তিক্ষ্ণ চোখ আয়শার দিকে তাকিয়ে আছে। নাছিম কফির কাপে, চুমুক দিচ্ছে, চেয়ার ঘুরিয়ে আয়শাকে দেখছে।
মেয়েটা বেশ ভালো কফি বানায়। ডার্ক কফি নাছিমের পছন্দ। ফ্লাক্সের বাকি অংশের কফি নাছিম একাই শেষ করে ফেললো৷

আগামীকাল আয়শা কে কি সাজা দেওয়া যায় সেটা ভাবতেই নাছিম একটু হাসলো। সুদর্শন মুখে এক গাল হাসে যেন এক ফালি উজ্জ্বল চাঁদের মতো।
এই হাসিতে মন বিলিন হতে পারে।

হঠাৎ নাছিমের মুখে হালকা হাসি দেখে আয়শা বেশ অবাক হলো, বেশ কিছু দিন হয়েছে আয়শা অফিসে জয়েন করেছে কিন্তু আয়শা নাছিম কে হাসতে দেখেনি৷ আয়শা ভেংচি কেটে বললো ‘বেটা খারুস একটা ভয়ংকর লোক। ‘
#ইঁচড়েপাকা_এবং_সে❤️
#Ruhi_Jahan_Maya

পর্বঃ ০৯

সন্ধ্যার পর পর সময়, চারিদিকে থেকে বাতাস বইছে। মনে হচ্ছে বৈশাখী ঝড় নামবে। নামুক অসহনীয় গরমের থেকে ঝড় বৃষ্টি ঢের ভালো। নাছিমের ঘরের আকাশী রংয়ের পর্দা গুলো বাতাসে দুলছে।

কিছুক্ষণ আগেই নাছিম অফিস থেকে ফিরেছে। রুমে ঢুকেই অফিস ব্যাগ টা ফেলে বিছানায় শুয়ে পড়েছে। শক্ত পোক্ত শরিরটাকে বিছানা টা আকড়ে ধরতে চাইছে যেমন। নাছিম বেশি ক্ষন শুয়ে থাকলো না। রাশিয়ান প্রজেক্টের অনেক কাজ বাকি আছে।

নাছিম উঠে ওয়াশ রুমে গেলো। গোসল শেষে একটা টাওয়াল পড়ে বের হলো। আয়নার সামনে দাড়াতেই নাছিম খেয়াল করলো তার বুকের বা পাশে একটা পোড়া দাগ। নাছিম দাগ টা ছুঁতেই চিন চিন জ্বলুনি অনুভব করলো। এই দাগ যে সাধারণ দাগ নয়, এটা আয়শার দেওয়া দাগ। নাছিম আবাও দাগটায় স্পর্শ করলো, এখন মোটেও জ্বালা হচ্ছে বরং অন্য রকম কিছু অনুভব করছে।

এই মেয়েটাকে না দেখলে নাছিম বুঝতোই না দুনিয়াতেও অনেক মানুষ রুপি এলিয়েন আছে। ভাবতেই নাছিমের ঠোঁট জোড়া প্রশারিত হলো, ঠোঁটের কোনে হাসির চিহ্ন পাওয়া গেলো। নাছিম ট্রাউজার, আর টিশার্ট পরে, কাজে মন দিলো।

ব্যাগ থেকে ল্যাপটপ বের করার আগের কফির ফ্লাক্স বেরিয়ে গেলো। এটা আয়শার কফির ফ্লাক্স, নাছিম সারা দিন এখান থেকেই কফি খেয়েছে, লুকিয়ে। আয়শাকে বুঝতেও দেয় নি। নাছিম আবারও ফ্লাক্সের কাপে কফিতে চুমুক দিলো, সাথে নিজের কাজ শুরু করলো।

_________________

সন্ধ্যা থেকেই ওরিনের মন বড্ড অসস্থি লাগছে৷ কেনো এমটা লাগছে তা নিজেও বুঝতে পারছে না। বার বার পড়ায় মন দেওয়ার চেষ্ট করছে তাও পারছে না। হাতে থাকা কলম টা ঠাস করে টেবিলের রাখলো। ওরিন হাতে কিঞ্চিৎ ব্যাথা অনুভব করলো।

তবুও মুখে প্রকাশ করলো না। বিছানা থেকে আয়শা ওরিনের কান্ড দেখছিলো। আয়শা কখনো ওরিন কে অমনোযোগী দেখে নি, ওরিন বরাবর ভালো স্টুডেন্ট। আজ কি এমন হলো? আয়াশা ওরিন কে উদ্দেশ্য করে বললো

” কি হয়েছে? এনি প্রবলেম?”

ওরিন বিষন্ন মনে জবাব দিলো

” কিছু না আপু। ভালো লাগছে না।”

“সেটা কেনো?”

” জানি নাহ ”

আয়শা সিরিয়াস গলায় বললো

” তুই কোন বিষয় নিয়ে, চিন্তত?”

ওরিন জোড়ে শ্বাস ছেরে চুপ করে রইলো। সত্যি মনে হয় ওরিন কোন বিষ্য নিয়ে চিন্তিত। বলেন বিষয়টা ফরিদ না তো?

ভাবতেই ওরিনের মাথা ভার হয়ে এলো। ওরিন মাথা ঝাকি দিলো। তার কোন বিষয় বিয়ে চিন্তা করা উচিত নয়!
কোন বিষয়ই না, ফরিদের বিষয় তো নয় ই।

আয়শা আবারও প্রশ্ন করলো

“কি হলো?”

” কিছু না আপু। মাথা ভার ভার লাগছে! কফি খাবে?”

” হুম। তা খাওয়াই যায়। ”

” তুমি বসো। আমি বানিয়ে আনছি। ”

ওরিন পড়ার টেবিল থেকে উঠে রান্না ঘরের দিকে চলে গেলো। আয়শার কফির ফ্লাক্স টার কথা মনে পরলো। ওই খারুস টার কেবিনে কফির ফ্লাক্স মনের ভুলে রেখে এসেছে। এতো গুলা কফি নষ্ট হয়ে গেলো! ধুর!

কিছুক্ষণ পরেই ওরিন ঘরে এলো দু কাপ কফি নিয়ে। আয়শা আনমনে কফি মুখে নিয়ে ‘আউউউ’ বলে চিতকার দিলো। অতিরিক্ত গরম কফি লেগেছে।

” আপা! তুমি ঠিক আছো?”

“হুম। হঠাৎ করে লেগে গেলো। ”

“খেয়াল করে খাবা না! ”

” কুল কুল বেশি লাগে নি। ”

—— পরদিন সকালে ——–

ওরিন কলেজ গেটে নামা মাত্রই খেয়াল করলো, রোডের অপর প্রান্তে ফরিদ গাড়িতে বসে চা খাচ্ছে। গত কালের ঘটনার জন্য ওরিনে মন নাড়া দিয়ে উঠলো। উঁচু জুতোর চাপ খেয়ে ফরিদ ব্যাথা পেয়েছিলো।

ওরিন কি একবার যাবে? ফরিদের কাছে, ওরিনের মন সায় দিচ্ছি না। তবুও ওরিন কি মনে করে যেনো ফরিদ কে ডাক দিলো। ফরিদ শুনতে পেলো না। তাই ওরিন আবারো ডাক দিলো।

” ফরিদ ভাইয়া…”

হঠাৎ করে, নিজের নাম শুনে একটু অবাক হলো ফরিদ, গাড়ির জানালায় তাকায়েই দেখলো ওরিন দাঁড়িয়ে আছে। ফরিদ চমকে গেলো, ওরিন তাকে ডাক দিয়েছে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না ফরিদ। হা করে তাকিয়ে রইলো।

ওরিন হালকা হাসলো, রাস্তা পার হয়ে ফরিদের কাছে যাবে, তখন ঘটলো আরেক বিপত্তি কোত্থেকে যেন একটা গাড়ি সামনে চলে এলো। ফরিদ দৌড়ে ওরিন কে ধাক্কা মারলো, সাথে নিজেও পরে গেলো। ওরিনের অনেক ক্ষানি হাত ছুলে গেছে, টপ টপ করে রক্ত বের হচ্ছে।

” কেউ এভাবে রাস্তা পার হয়? চোখে দেখো না? ”

” আপনি আমাকে বকছেন কেনো ভাইয়া? আপনার কাছেই তো যাচ্ছিলাম আমি।”

” কেনো?”

” আগে আমাকে উঠতে সাহায্য করুন তার পর বলছি। ”

ফরিদ ওরিনের কাছে হাত বাড়িয়ে দিলো। ওরিন ফরিদের হাত ধরে উঠে দাড়ালো।

” তুমি ঠিক আছো?”

” হাত টা জ্বলছে। ”

বলেই ওরিন হাতে ফু দিতে শুএউ করলো। ফরিদ কপালে হাত দিয়ে, রাগী কন্ঠে বললো..

” হাত টা ছুলে গেছে ফু দিলে সেরে যাবে না। ”

ওরিন মুখ ভেংচি কেটে বললো ” আমার হাত আমি বুঝবো। ”

” আমার সাথে হস্পিটালে চলো এক্ষুনি ”

বলেই ওরিনের হাত ধরে ফরিদ হাটা শুরু করলো। ওরিন কিছু বলতে পারছে না। কিছু বলতে ইচ্ছেও করছে না। যা হচ্ছে হোক না। হঠাৎ করে নিজের সিদ্ধান্তে পরিবর্তন দেখে, ওরিনের নিজেরই অবাক লাগছে। কিন্তু তবুও নিজের মধ্যে এক প্রকার ভালোলাগা কাজ করছে।

ওরিন কে নিয়ে ফরিদ একটা ক্লিনিকে আসলো। একটা রুমে ওরিন বসে আছে তার পাশে ফরিদ দাড়িয়ে আছে। এক জন নার্স রুমে আসলো। তুলোয় ওষুধ লাগাতে নিলেই, ওরিন মৃদু চিতকার দিয়ে উঠলো।

” প্লিজ এটা লাগাবেন না। আমার হাত জ্বলবে। ”

নার্স মহিলা বিরক্তি নিয়ে বললেন, ” বেশি জ্বলবে না হাতটা দিন। এটা না লাগালে ঘা শুকাবে না। ”

ওরিন কাঁদো কাঁদো মুখে ফরিদের দিকে তাকালো। ফরিদ চোখ ইশারা করে ভরসা দিলো। ওরিন চোখ বন্ধ করে, কাপা কাপা হাত বারিয়ে দিলো। কিছুক্ষন পর চোখ খুলেই ওরিন দেখলো, ড্রেসিং করা প্রায় শেষ হয়ে গেছে। ওরিন কিছুটা হাসি দিয়ে বললো..

” ঔষধ লাগানো শেষ। আমি তো টেরই পেলাম না। ”

ওরিনের কান্ড দেখে ফরিদ মুখে আঙুল দিয়ে ঢেকে হাসছে। এতো টুকু মলমে মেয়েটা ভয় পায়৷ আর আমি ওর রাগ দেখে ভেবেছিলাম ভেবেছিলাম সাউথ আফ্রিকার জংগলের বাঘিনী।

হস্পিটাল থেকে বের হয়ে, হো হো করে ফরিদ হেসে দিলো, ফরিদের হাসি দেখে ওরিন ভ্রু কুচকিয়ে তাকালো।

” হাসছেন কেনো?”

” আপনাকে ভেবেছিলাম আমি বাঘিনী আর আপনি বেড়ালের মতো ভিতু। ”

বলেই আবারও ফরিদ হেসে দিলো ফরিদের হাসি দেখে, ওরিন তেলে বেগুনে জ্বলে উঠলো। রাগে ওরিন দ্রুত হাটা শুরু করলো। এক সময় কলেজে চলে এলো।


চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here