কৃষ্ণময়ীর অলংকার পর্ব -০৩+৪

#কৃষ্ণময়ীর_অলংকার
#রাহনুমা_রাহা
#পর্বঃ০৩

পরপর তিনটা ক্লাস করে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে সবাই। তপা লাইব্রেরীতে গিয়ে ধপ করে বসে পড়ল চেয়ারের উপর। টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে কাটিয়ে দিল কয়েক প্রহর। এরমধ্যে কখন নেত্রপল্লব এক হয়ে গেছে বুঝতে পারে নি। সকালে না খেয়ে আসার দরুন পেটের ভেতরে ছুঁচোরা ডন মারছে। একহাতে পেট চেপে ধরে মাথা তুলে সামনে তাকাল। ওমা লাইব্রেরী পুরো খালি। মাত্রই তো কত ছাত্র ছাত্রী ছিল। ঘড়ির দিকে চোখ পড়তেই মাথায় হাত দিল। তিনটে বেজে গেছে। ক্লাস তো শেষ হয়েছিল দুই টায়। তারমানে পুরো একঘন্টা পার হয়ে গেছে। অসময়ের ঘুমকে লাথি ঝাঁটা মেরে লাইব্রেরীর বাইরে পা বাড়ালো।
লিফট গ্রাউন্ড ফ্লোরে থাকায় সিঁড়ি দিয়েই নামতে শুরু করল। তিনতলায় পৌঁছাতেই রাত্রির মুখোমুখি হলো তপা। দলবল নিয়ে সিঁড়ির কাছাকাছিই দাঁড়িয়ে আছে। তপাকে দেখে মুচকি হেসে বলল,
“বাহ ঝাসিকি রানী এখনো ক্যাম্পাসেই আছে দেখছি।”
তপা ইগনোর করে বেরিয়ে আসার লক্ষে সিঁড়িতে পা রাখল। কিন্তু রাত্রির শক্ত হাতের বাঁধনে হাত আঁটকে যাওয়ায় তা সম্ভব হলো না। নিজেকে সাহস যুগিয়ে বলল,
“কি চাই আমার কাছে?”
রাত্রি উচ্চস্বরে হেসে বলল,
“তোর কাছে আবার কি চাইব আমি? দেওয়ার মত আছে নাকি কিছু?যে কালির মত চেহারা। দেখতেও তো ফকিন্নি বলেই মনে হচ্ছে। সেদিন পলক কে দেখে খুব সাহস বেড়ে গিয়েছিল না? আজ কি করবি তুই? কে বাঁচাবে তোকে?”
তপা মুচকি হেসে বলল,
“আমাকে বাঁচানোর জন্য কোনো কুলক সরি সরি পলক, পলকের প্রয়োজন নেই। আমি নিজেই নিজেকে বাঁচাতে পারি। এখন ভালোয় ভালোয় সামনে থেকে সরে যান। নয়তো সেদিনের বাকি কাজটা করে ফেলবো।”
রাত্রি ধেয়ে আসল তপার দিকে। তপা দুপা পিছিয়ে যেতেই হাত মুচড়ে ধরে বলল,
“কি করবি তুই? এই হাত দিয়ে মারবি তাই না? সেদিন ভেবেছিলাম একটু র্যাগ দিয়েই ছেড়ে দেব। কিন্তু তোর ব্যবহার আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এত সাহস পাস কি করে তুই? এখন মার দেখি।”
তপার হাত ব্যথায় নীল হয়ে আসছে। তবুও রাত্রির ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। তপা চেষ্টা করেও হাত ছাড়াতে না পেরে পা দিয়ে লাথি মারলো রাত্রির হাঁটুর ঠিক নিচে। রাত্রি সামলাতে না পেরে বসে পড়ল। তপা সুযোগ পেয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে এলো।

তপাকে দৌড়াতে দেখে পলক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তপার ভবনের সামনেই বসে দলের ভেতরের কিছু প্ল্যানিং চলছিল। পলক সেসব রেখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। লম্বা লম্বা কদম ফেলে দ্রুত বেগে উঠে গেল উপরের দিকে। তিনতলায় পৌঁছাতেই রাত্রিকে নিচে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুনে থেমে গেল।সামনে এগিয়ে এসে বলল,
“বাহ! এতদিনে নিজের জায়গাটা বুঝতে পারলি তাহলে। ”
রাত্রি কিছু বলার জন্য মুখ খুলার আগেই পলক গটগট করে হেঁটে চলে গেল নিচের দিকে। রাত্রি নিজের ঘাড়ে উপর পড়ে থাকা চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে উঠলো।

পৃথা তপার নীল হওয়া জায়গাটায় মলম লাগিয়ে দিতে দিতে বলল,
” তুই কি করলিরে ওর হাত ভেঙে দিতে পারলি না? আমার সাথে তো এত পারিস। অন্য কারো বেলায় সব হাওয়া ফুস?”
তপা মৃদু হাসল। কিছু বলার প্রয়োজন মনে করল না। ও জানে এখন পৃথা অযথাই বকবক করবে। পেটের সব কথা উগরে দিয়ে তবেই দম নেবে।

সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলা অতিক্রম করতেই চোখ পড়ল একটি সাদাকালো নেমপ্লেটে। গোটানো অক্ষরে লেখা ‘তাজমহল’। তপা কিঞ্চিৎ অবাক হলো। জীবনে প্রথমবার এরূপ নেমপ্লেট দেখল। অবশ্য এখন অনেক কিছুই নতুন দেখছে ও। তাই ব্যাপারটা বেশি ঘাটল না। বড়লোকদের সব বড় বড় ব্যাপার।
ছাদে উঠে রুমে ঢুকার আগ মূহুর্তে মনে হলো ছাঁদে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। আবছা আলোয় স্পষ্ট দেখতে পেল না মুখটা। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো। চারদিকে অন্ধকার হয়ে এসেছে। দ্রুত রুমে ঢুকে দরজা এঁটে দিল। বড় বড় নিশ্বাস ছেড়ে বলল,
“ওটা খারাপ কেউ নয়। ভাল মানুষ। ভয় পাস না তপা। রিল্যাক্স।”

পৃথা কেকের স্লাইস মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মুখে সুমধুর আওয়াজ করে বলল,
“তপা কেকটা যা হয়েছে না। একেবারে অমৃত। তুই তো বেকারি খুলতে পারিস। রাতারাতি বড়লোক হতে পারবি। পুরো বাংলাদেশের মানুষ আসবে তোর কেক নিতে। বিদেশেও রপ্তানি করতে পারবি। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তোকে অ্যাওয়ার্ড দিবে দেখিস।”
তপা কথাটা হেসেই উড়িয়ে দিল।
পৃথা সিরিয়াস ভঙ্গিতে বলল,
“তপা মজা নয়। আমি সিরিয়াসলি বলছি। তুই অনলাইনে কেকের বিজনেস করতে পারিস তো। আজকাল তো ভালোই চলে অনলাইন বিজনেস। ট্রাই করতে পারিস।”
তপা মন খারাপ করে বলল,
“টাকা কোথায় এতসব কেনার? আর আমার তো ভালো একটা ফোনই নেই। অনলাইনে কিভাবে হবে?”
পৃথা তপার একহাত জড়িয়ে ধরল।
“আমি আছি তো। আমি অনলাইনের যাবতীয় কাজ করে দেব। আর টাকা নিয়ে ভাবিস না। সব আমি কিনে দেব।”
“এটা হয় না পৃথা। আমি তোর থেকে আর সাহায্য নিতে পারব না রে।”
পৃথা দুমিনিট ভেবে বলল,
” ধরে নে আমি তোর ব্যবসায় ইনভেস্ট করছি। যা লাভ হবে তার একাংশ আমার। রাজি?”
তপা পৃথার মুখ চেয়ে অমলিন হাসল। মেয়েটা এত ভালো কেন?

পরদিন যথারীতি প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে হাজির পৃথা। তপা অবাক হয়ে বলল,
“ওমা! মুখের কথা মুখে রয়ে গেল আর জিনিসপত্র হাজির?”
পৃথা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল,
” পারলে তো তক্ষুনি এনে দিতাম আমি। এখন সব গুছিয়ে রাখ। আমি ভীষণ টায়ার্ড রে। লেবু আছে? থাকলে একটু শরবত করে দে না। না থাকলে এক গ্লাস ঠান্ডা পানি প্লিজ।”
তপা ঝটপট লেবুর শরবত করে দিল পৃথা কে। পৃথা এক নিশ্বাসে পুরোটা শেষ করে তৃপ্তির ঢেঁকুর তুলে বলল,
“দোয়া করি এই শরবতের মতই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা বর যেন তোমার কপালে জোটে।”
তপা হেসে ফেলল এহেন কান্ডে।
“শুধু আমার জন্য চাইছিস যে? নিজের জন্য চাইবি না?”
পৃথা লাজুক হেসে বলল,
“জানিস না অন্যের জন্য চাইলে আল্লাহ তার জন্য দুইটা দেয়। আমি তোর জন্য চেয়ে নিজের জন্য দুইটার ব্যবস্থা করলাম। তুই কি ভেবেছিস? শুধু তোর জন্য চাইছি? আমি এতটাও ভাল নই রে বোকা।”

তপা সবেমাত্র গেইট পেরিয়ে পার্কিং জোনে ঢুকেছে। হাতের বা পাশটায় পলক তাজওয়ারের বাহিনী দেখে দ্রুত পা চালালো। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না? যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। এখানে তো আস্ত একটা বাঘ রয়েছেই। সেই পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ডেকে উঠল,
“তিয়াশা।”
তপার পা দু’টো নিজের চলার গতি থামিয়ে দিল। মায়ের পর এই প্রথম কেউ তিয়াশা বলে ডাকল। নয়তো সবাই তপা বলেই চিনে তাকে। তপা পেছনে ঘুরে নিচের দিকে তাকিয়ে বলল,
“জ্বি বলুন।”
পলক কিঞ্চিৎ অবাক হলো তপার মাথা নিচু করে থাকতে দেখে। মেয়ে তো এতটাও শান্ত নয়। এর ঝাঁঝ সেদিন দেখেছে সে।
” কাল দৌড়ে চলে গিয়েছিলে কেন? রাত্রি কিছু বলেছিল?”
তপা মুখ তুলে একনজর তাকিয়ে বলল,
” সেটা আপনাকে কেন বলবো?”
পলক কপালে আঙুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
“তো কাকে বলবে?”
তপা ঈষৎ কেঁপে উঠল। কিন্তু ভড়কে না গিয়ে মিহি কণ্ঠে বলল,
” কাউকে বলবো না। আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট।”
“তাহলে প্রথম দিন কেন এসেছিলে? চুমু খেতে? ওমাইগড। তোমার আসল উদ্দেশ্য তবে আমার এই সুন্দর ঠোঁটে চুমু খাওয়াই ছিল। আমি আরও ভাবলাম ইনোসেন্ট মেয়ে। এখন তো দেখছি এ মেয়ে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করতে চাইছে।” আহাজারি করে বলল পলক।
তপার কান গরম হয়ে গেছে। একটা লোক অবলীলায় কিভাবে বলতে পারে এসব কথা তার বুঝে আসে না। চলে আসার জন্য এক পা বাড়াতেই পলক মোহনীয় কণ্ঠে বলল,
“পলক তাজওয়ার কে চুমু খেতে হলে ভালবেসে খেতে হবে। নয়তো পলক তাজওয়ার ধরা ছোঁয়ার বাইরে।”

অগ্রহায়নের এক গোধূলি লগ্ন। তপা গোসল সেরে ছাঁদে জামা কাপড় মেলতে বের হয়। হাঁটু অবধি লম্বা চুলগুলো পিঠময় ছড়ানো ছিটানো। ভেজা চুলে টুপটুপ করে পানি পড়ছে। চুল মুছার তাগিদে তাড়াহুড়ো করে কাপড় মেলে দিয়েই রুমের ভেতরে পা বাড়ালো।
ছাদের উল্টো দিকে দাঁড়িয়ে তার দিকেই অপলক দৃষ্টি নিক্ষেপ করেছিল কেউ একজন। না না তার দিকে নয় চুলের দিকে। তপা চলে যেতেই মৃদু স্বরে বলল,
“মাশাল্লাহ।”

গভীর রাত। নিস্তব্ধ প্রকৃতি। নিকষ কৃষ্ণ আধারে নিমজ্জিত ত্রিভুবন। দূরে কোথাও থেকে ভেসে আসছে রাতজাগা পাখিদের ডাক। নিস্তব্ধতায় মোড়ানো রাতে সামান্য পাখির ডাকটাকেই ভয়ংকর মনে হচ্ছে। অতীব ভয়ংকর। হঠাৎই তপার মনে হলো রুমের ভেতরে কেউ আছে। যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তপার দিকে। আধো আলো আধো অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পেল না সে। অবয়ব টা বিছানার উপর ঝুঁকে এলো। তপা নীরব, নিস্তব্ধ। বিন্দুমাত্র নড়ার শক্তি পাচ্ছে না। হঠাৎই শরীরের স্পর্শ কাতর জায়গাগুলোতে শক্ত হাতের এলোপাতাড়ি স্পর্শ পেতেই চিৎকার করে উঠে বসল।
#কৃষ্ণময়ীর_অলংকার
#রাহনুমা_রাহা
#পর্বঃ০৪

চারদিকে অন্ধকারের পরিবর্তে আলো দেখে নিজেকে কিছুটা সামলে নিল তপা। দরজার দিকে তাকিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। রুমের ভেতরেও অন্য কারো উপস্থিতি টের পাচ্ছে না এখন। দরদর করে গড়িয়ে যাওয়া ঘামের বিন্দুগুলো ওড়নার কোণে মুছে চোখ বন্ধ করে বিরবির করে বলল,
“এটা নিছকই একটা স্বপ্ন ছিল। এত ঘাবড়ানোর কিছু হয় নি। নিজেকে সামলা তপা। এভাবে ভয় পেলে জীবন চলবে না। তাদের থেকে তুই বহুদূরে। চাইলেও তারা তোকে ছুঁতে পারবে না। শান্ত হ তপা।”
নিজেকে সামলানোর হাজারো চেষ্টা করলেও সে রাতে আর ঘুম ধরা দিল না। নির্ঘুম কেটে যাওয়া রাতের তালিকায় যোগ হলো আরও একটি রাত।

পৃথার সহায়তায় কেকের ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো চলছে না বললেও মোটামুটি চলছে বলা যায়। অনলাইনের পাশাপাশি ছোট ছোট সুপার শপ গুলোতেও কেক ডেলিভারি করছে ওরা। এত অল্প সময়ে এতটুকু সাফল্য কেবল পৃথার জন্যই সম্ভব হয়েছে। পৃথাই নিজের পরিচিতদের বলেছে তপার থেকে কেক নিতে।সুপারশপগুলোতে কেক দিতে পারাটাও ওরই অবদান। কেকের মান ভালো হওয়ায় তারাও কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করছে। তপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠায় বিরক্ত হলো। বিরবির করে বলল, “আমি চুলে তেল দেওয়ার সময়ই কি সবার আমাকে মনে পড়ে? অসহ্যকর ব্যাপার।”
মনে বিরক্তি থাকলেও তা মোহনীয় কণ্ঠে এক ফোঁটাও প্রকাশ পেল না।
সুরেলা কণ্ঠে বলল,
“আসসালামু আলাইকুম। কে বলছেন?”

দুটো পাঁচ পাউন্ড কেকের অর্ডার। খুশির সংবাদ।কিন্তু বিপত্তি বাঁধে ডেলিভারি ডেট শুনে। আগামীকাল সকাল নয়টার মধ্যে । কিন্তু কাল তপার পরীক্ষা। পৃথাটাও নেই। নানু বাড়ি গেছে। তপা পড়ে গেল মহা মুশকিলে। বাধ্য হয়ে অর্ডার ক্যানসেল করে দিল। কিছুক্ষণ পর পুনরায় বেজে উঠল ফোনটা। অন্য নাম্বার দেখে মৃদু স্বরে বলল,
“আসসালামু আলাইকুম। কে বলছেন?”
একই অর্ডারের জন্য আবারও আরেকজন কল দিয়েছে। তপা নিরুপায় হয়ে অর্ডার টা নিয়ে নিল। কিন্তু বিনয়ের সহিত বলল,
“ভাইয়া আমি অবশ্যই অর্ডারটা নেব।কিন্তু আপনি কি কাইন্ডলি আমার বাসার সামনে থেকে নিয়ে যেতে পারবেন? একচুয়ালি কাল আমার পরীক্ষা। কেক ডেলিভারি দিয়ে এসে পরীক্ষা দিতে পারব না। প্লিজ একটু দেখবেন ব্যাপারটা?”
অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে বলল,
“জ্বি ঠিকানা টা বলুন। আমি লোক পাঠিয়ে দেব।”
তপা ঠিকানা বলতেই লোকটা গড়গড় করে বলল,
“দ্বিতীয় তলায় সিঁড়ির সাথের ফ্লাটের সামনেই বড় বড় অক্ষরে লেখা ‘তাজমহল’। তাজমহলের দরজার সামনে রেখে চলে যাবেন। আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি কত হলো?”
তপা হ্যাং মেরে বসে রইল। এই অ্যাপার্টমেন্টের কেউ কেক চাইছে। আর ও কিনা ডেলিভারি করার চিন্তায় এতক্ষণ প্যাচাল পাড়ল।

পরীক্ষা শেষ করে অলস ভঙ্গিতে হাই তুলল তপা। খুব একটা ভালো হয় নি পরীক্ষা। আবার খারাপও হয় নি। চলবে টাইপ । স্বপ্নগুলো মাঝরাস্তায় গড়াগড়ি খাচ্ছে বলে মনে হলো তপার। পড়াশোনায় আরও বেশি ফোকাস করতে হবে ভাবতে ভাবতে লিফটের দিকে গেল। বেশি ছাত্রছাত্রীর ভীড় দেখে বারান্দার রেলিং ধরে নিচে তাকাল। ছয়তলার উপর থেকে লাফ দিলে মরে যাবে কিনা ভাবছিল তপা। পরক্ষণেই নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে সিঁড়ির দিকে ছুট লাগালো লিফটের তোয়াক্কা না করেই।
লাইব্রেরীতে গিয়ে পরের পরীক্ষার জন্য কিছু বই খুঁজে বের করল। সবগুলো বই তপার নেই। শুধু যেগুলো দরকার সেগুলোই কিনেছে। একেক বইয়ে একেক লেখক একেক রকমভাবে লিখেছে। সেগুলো কালেক্ট করতেই এসেছে মূলত তপা।
বই খুঁজতে খুঁজতেই হঠাৎ বাইরে শোরগোল শুনতে পেল। পাত্তা না দিয়ে আবারও মনোযোগ দিল বই খোঁজায়। লাইব্রেরী পুরো ফাঁকা থাকায় তপার খানিকটা ভয় ভয়ও লাগছে। তার ওপর বাইরে চেঁচামেচি।
পলক কে ঠেলে ভেতরে ঢুকিয়ে সজল বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। পলক রাগে ফুঁসছে। একহাতে চুলগুলো টেনে ধরে অনবরত পায়চারি করতে ব্যস্ত সে।
তপা বইয়ের তাকের আড়াল থেকে পলকের রাগী চেহারা দেখে ভড়কে গেল। কিন্তু মুখের দিকে ভালো করে তাকাতেই খেয়াল করল গাল গড়িয়ে রক্ত পড়ছে। ফর্সা চেহারায় রক্তের দাগ ভয়ঙ্কর দেখাচ্ছে তপার কাছে। তপা ভয় ঠেলে দ্রুত গতিতে পলকের সামনে গিয়ে চেঁচিয়ে বলল,
“আপনার কপাল থেকে রক্ত পড়ছে তো।”
পলক তপাকে খেয়াল করে অবাক হলো। মনে মনে ভাবল “এই মেয়ে এখানে কি করছে?”
তপা ব্যাগ খুলে মিনি ফার্স্ট এইড বক্স বের করে বলল,
“বসুন।”
পলক বিস্মিত হলো।
“তুমি ব্যাগে ফার্স্ট এইড বক্স নিয়ে ঘুরো?”
তপা ঈষৎ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল,
” মিনি বক্স তো। আপনি বসুন না প্লিজ। আমি এত উঁচুতে নাগাল পাব না।”
“লাগবে না। বাদ দাও। কিছু হবে না। আমার অভ্যাস আছে। এত অল্পতে পলক তাজওয়ারের কিছু হয় না।”
তপা করুন গলায় বলল,
“আমার অভ্যাস নেই তো আঘাত দেখার। প্লিজ বসুন।”
পলক বসল না। মস্তিষ্ক তার এখনো রাগে ধপধপ করছে। আঘাতে মলম লাগানোর সময় এখন নয়। সজল কে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে তার । কেন লাইব্রেরীতে এনে বন্ধ করে দিল। ওদিকে কি অবস্থা কে জানে।
তপা উপায় না পেয়ে একটা চেয়ার টেনে দাঁড়িয়ে গেল চেয়ারের উপর। পলক তপার কান্ড দেখে রাগের মধ্যেও হেঁসে ফেলল। তপা নির্বিকার ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছে। কটনের সাহায্যে রক্ত পরিষ্কার করে ক্ষত টাও পরিষ্কার করে দিল। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ভাল করে তাকাল পলকের মুখের দিকে। সে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে তপার মুখশ্রীতে। চোখের পলক পড়ছে না পলকের। তপা ইতস্তত বোধ করল এভাবে তাকিয়ে থাকায়। মাথা নিচু করে চেয়ার থেকে নামতে চাইলে পলক বলল,
“ডাক্তার ম্যাডাম ব্যথা তো কমার পরিবর্তে আরও বেড়ে গেল। এখন কি হবে?”
তপা ভ্রু কুঁচকে তাকাল। পলক হেসে ফেলল।পরক্ষণেই গম্ভীর হওয়ার ভান করে বলল,
“তুমি আমাকে কুঁচকানো ভ্রু দেখাচ্ছো? চেনো আমাকে?”
তপা ঈষৎ কেঁপে উঠল। এতক্ষণ তো ভালোই ছিল। আবার নিজের ক্যারেক্টারে ফিরে যাচ্ছে লোকটা। অগ্যতা তপা জোর করে হেসে বলল,
“আপনাকে কে না চেনে? আপনি এই ভার্সিটির একমাত্র ফ্যামাস পারসন। আপনাকে না চিনলে চলে? ইনফ্যাক্ট আমার আরও ভালো করে চেনা উচিৎ। আপনিই তো আমাকে প্রথম দিন বাঁচিয়ে ছিলেন। ”
পলক ভ্রু কুঁচকে বলল,
“হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে কেন বলো তো?” দরজার দিকে চোখ পড়তেই শয়তানি হেসে বলল,
“বন্ধ রুমে আছি বলে কনভেন্স করছো আমাকে?”

তপা চোখ বড় বড় করে দ্রুত গতিতে বইয়ের তাকের আড়ালে চলে গেল। চেঁচিয়ে বলল,
“আপনি এপাশে আসবেন না প্লিজ।”
কিন্তু পলক সে তো পলকই। না বললে সে অবশ্যই সেখানে যাবে। একপা দুপা করে তপার সামনে গিয়ে দাঁড়াল। তপা পেছনে সরে যেতে যেতে বইয়ের সেলফের সাথে লেগে গেল। সাইডে সরে যেতে চাইলে দু’হাতের বাঁধনে আঁটকে ফেলল। না স্পর্শ করে নি এক বিন্দুও। তপা ভয় ভয় চোখে তাকাল পলকের মুখশ্রীতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। তপা ভেবে পেল না তার মধ্যে মুগ্ধ হওয়ার মত এমন কি আছে। টের পেল তখন যখন পলক হাত বাড়িয়ে চুলের কাটা থেকে চুলগুলো আলগা করে দিল। কাটা খুলে ফেলতেই ঝলমলে চুলগুলো বাঁধনহারা হয়ে ছড়িয়ে গেল পিঠ বেয়ে হাঁটু অবধি। হাত বাড়াতে গিয়েও ফিরিয়ে নিল। তপা ততক্ষণে চোখ বন্ধ করে বিরবির করছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও দরদর করে ঘামছে তপা।
পলক মিনিট দুয়েক পর আচমকা তপাকে টেনে নিয়ে বসে পড়ল। তপা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল পলকের বুকের উপর। পলক পিঠে হাত রেখে নিজের সাথে জড়িয়ে আড়াল করে নিল। সামলে উঠে তপা কিছু বলার চেষ্টা করতেই পলক একহাতে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল,
“আমি লাইব্রেরী থেকে একা বের হবো। খবরদার আমার পেছন পেছন বের হবে না তুমি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে।”
তপা হাত সরিয়ে নিজেও ফিসফিস করে বলল,
“কিন্তু কেন? আমি আপনার সাথে বের হলে কি আপনার জাত যাবে ?”
“জাত আমার যাবে না। কিন্তু একসাথে বের হলে কথা উঠতে পারে বন্ধ লাইব্রেরীতে তুমি আমি কি করছিলাম। অনেকক্ষণ তো হলো আঁটকে আছি। সেজন্যই বলছিলাম। অবশ্য আমার এসবে কিছু যায় আসে না। কিন্তু তুমি নিশ্চয়ই এসব ব্যাপারে সেনসিটিভ। তাই বলছিলাম। এখন তুমি যদি চাও আমার সাথে নিজের রং তামাশার নিউজ দেখতে তাহলে বের হতেই পারি একসাথে। যাবে? এসো।”
তপা চোখ পাকিয়ে তাকাল। পলক ভ্রু কুঁচকে মুখটা এগিয়ে নিয়ে বলল,
” পলক তাজওয়ার কে চোখ দেখাচ্ছো মেয়ে!”
তপা ছিটকে সরে বসে বলল,
“যান তাড়াতাড়ি। আশ্চর্য বাড়ি ফিরব তো আমি।”
পলক যেতে যেতে বলল,
“কিছুক্ষণে ফিরছি আমি। খবরদার বের হবে না।”
সজল এসে দরজা খুলে দিল। জানালা দিয়ে সজলের সাথে কয়েকজনকে আসতে দেখেই তপাকে টেনে বসিয়ে দিয়েছিল পলক।
সজলকে কড়া গলায় বলল,
“তুই পাঁচ মিনিট দাঁড়া দরজার সামনে। খবরদার না নিজে ভেতরে ঢুকবি আর না অন্য কাউকে ভেতরে ঢুকতে দিবি। এই কাজটা করতে পারলে আমাকে বন্ধ করে রাখার অপরাধটা মাফ করে দেব।”
বলেই হনহন করে ছুটে গেল সামনের দিকে। ঠিক সেদিকে যেদিকে তার মাথায় আঘাত করা হয়েছিল।

চলবে…

(

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here