জ্বীন_লাভার
Writer: Shabnaj Hossain Moon
Part :08
(গল্প শেষ করে দেবো তাড়াতাড়ি )
মেহরিমা কে হঠাৎ কে যেনো কোথায় নিয়ে গেলো…মেহেরিমার যত দূর মনে আছে সে হাবেলির নীচ তলায় একটা কাজে স্টোর রুমে গিয়েছিলো…মেহেরিমা সেখানে গিয়েই জ্ঞান হাড়ায়…
মেহেরিমার জ্ঞান ফিরতেই সে নিজেকে স্টোর রুমের মতো একটা জায়গায় আবিষ্কার করলো…
মেহেরিমা হাত পা নাড়াতে পাচ্ছেনা…
তার ভীষন কষ্ট লাগছে…
সম্ভবত তার হাত পা বাধা আছে…মুখ পর্যন্ত বাধা…
.
.
হঠাৎ তার সামনে সেই বৃদ্ধা লোক এলো…
বৃদ্ধা মেহেরিমার সামনে বসলো…
মেহেরিমার ভীষন ভয় করছে.
সে কি করবে তা ভেবে পাচ্ছেনা…
লোকটা বললো…
_জ্বীনের বে তাজ বাদশার বেগম কেমন আছেন???
মেহেরিমা অবাক হুয়ে গেলো কথা শুনে…
.
.
.
_আমি আপনাকে কয়েকটা গোপন কথা জানাতে চাই.
কথা গুলো অবিশ্বাস্য ভয়ানক ।
আপনি একটা মায়া জালে ফেসেছেন আর এখান থেক আপনিই বের হতে পারবেন…
লোক কিছু বলবে তার আগেই বালিবে এসে হাজির…লোকটা বালিবে কে দেখে ভয় পেয়ে গেলো…
সে মেহেরিমা কে আর কিছু বলতে পারলোনা…
বালিবে মেহেরিমা কে নিয়ে চলে গেলো হাত পায়ের বাধন খুলে..
মেহেরিমা জায়গার বাহিরে যেতেই ভেতর থেকে লোকটার আওয়াজ পেলো চিৎকারের…
মেহেরিমা বালিবের দিকে তাকিয়ে লোকটা কে দেখতে যেতে চাইলো বাট বালিবে যেতে দিলোনা।
বালিবে বললো…তার লোকজন দেখছে বিষয়টা..
মেহেরিমা রুমে এসে তার সাথে ঘটে যাওয়ার ঘটনা গুলো ভাবছে..
কি সব হচ্ছে তার সাথে….কি সব এলোমেলু ঘটনা ঘটছে যার কোনো রকম ব্যাখ্যা করা যাচ্ছেনা..
মেহেরিমা হঠাৎ মিষ্টি সুভাস পেলো আর চোখ মেলেই বালিবে কে দেখতে পেলো..
_তাশলে ডোর ভেতর থেকে লক তাহলে আপনি ভেতরর ঢুকলেন কিভাবে???
মেহেরিমা অবাক হলো এমন দেখে কারণ এই ঘটনার সাথে সে পরিচিত…
বালিবে সব সময় এমন অদ্ভুদ কান্ড করে থাকে…
বালিবে চমকে গিয়ে বললো…অন্য সিক্রেট ডোর আছে…সেটা দিয়ে আমার সুন্দরি শাহাজাদি বউ এর কাছে এলাম…
বালিবে মেহেরিমার কপালে একটা চুমো দিলো…
তারপর কোমরে ধরে নিজের কাছাকাছি নিয়ে এলো…
মেহেরিমার এদিকে খেয়াল নেই সে বৃদ্ধার কথা ভাবছে …
এই বৃ্দ্ধা কি বলতে চেয়েছিলো…
তার মন বলছে এই মহিলায় পারবে তার মন কে শান্ত করতে…মেহেরিমার মনে অনেক প্রশ্ন ..
একবার এই মহিলা কে সে পেলেই সব রহস্যা ভেদ করা যাবে….
.
.
.
বালিবে মেহেরিমার ঘারে চুমো দিয়ে গালে চুমো দিচ্ছে যখনই ঠোটের কাছে যাবে তখনই নিজের অজান্তে সে বালিবে কে ধাক্কা মেরে ফেলে দিলো.
বালিবে এমন আচরণে কিছু বললো না সে মেহেরিমার দিকে তাকিয়ে ডোর ওপেন করে চলে গেল মেহেরিমা কিছু বলার আগে…
.
.
.
মেহেরিমার খুব খারাপ লাগছে এমন করে…সে এমন করতে চায়নি…তবুও এমন হয়ে গেলো…বালিবে গোপন কক্ষে সিংহাসনে বসে আছে …তাকে হাওয়া দিচ্ছে সুন্দরি পরিরা…
বালিবের মন খারাপ …এতো দিনেও সে মেহেরিমার কাছাকাছি যেতে পারলোনা…
শ্রেষ্ট সুন্দরি পরিরা যেখানে তার প্রেমে হাবুডুবু খায় আর সেখানে একজন মানুষ কিনা তাকে উপেক্ষা করে….হায়রে আদম জাত বড়ই মূল্যবান…তাদের মন জয় করা সহজ নয়…
.
.
বালিবে মেহেরিমার আচরণ সহ্য করতে পাচ্ছেনা…
সামনে থেকে আফিমের পেয়ালা থেকে সে কিছুটা পান করলো…তাতেও রাগ কমছেনা…
আরো বেশি পান করতে লাগলো সে…সভায় সবাই বালিবের কান্ড দেখে অবাক হলো…বালিবে বিচার কার্য ছেড়ে জলসার আয়োজন করতে চাইলো…
জলসায় একটা পরি নাচ করছে …
বালিবের পরিটাকে দেখে মেহেরিমার মতো লাগলো…যাকে সে ভালোবাসে ..
যার জন্য প্রথিবীতে পরে আছে সে আর তার ভাই
.
আদম জাতের মেয়ের মায়া এতো ভয়াবহ তা জানা ছিলো না….
এই আদম জাতের কারণে কত জ্বীন রা ধ্বংস হয়েছে।
.
.
মেহেরিমা বালিবের অস্তিত্ত্বে মিশে রয়েছে…
মেহেরিমা যেদিন বালিবে কে নিজ থেকে আপন করে নেবে আর ভালোবেসে স্বামি বলে মানবে ঐ দিন বালিবের জয় হবে….আর বালিবে তার রাজ্যে ফিরে যেতে পারবে মেহেরিমা কে নিয়ে…
.
.
.
মেহেরিমার মন খারাপ সে এটা কি করলো…বালিবে তার কত খেয়াল রাখে…তার জন্য সিমাহীন ভালোবাসা বালির চোখে খোজে পাওয়া যায়…
আর সে কিনা এই ভাবে এগুলোর প্রতিদান দিলো…
মেহেরিমার বালিবে কে কেমন সন্দেহ হয়…রহস্য বলে মনে হয়…যতদিন এই রহস্য ভেদ করা না যাবে ততদিন মেহেরিমা বালিবে কে আপন করে নিতে পারবেনা…মেহেরিমার মনে হয় নিজেকে উৎস্বর্গ করে দিতে বালিবের হাতে….
.
.
.
রাতে বালিবে ফিরলো না…সে মনে মনে খুব কষ্ট পেলো…সে খায়নি বালিবের হাতে খাবে বলে…বালিবের হাতে খেয়ে তার অভ্যাস হয়েছে…সে বালিবে কে মিস করতে লাগলো…
.
.
মেহেরিমা কখন যে কাদতে কাদতে ঘুমিয়ে পড়লো কে জানে…সে চোখ খুলে বেডে আবিষ্কার করলো নিজেকে …সে তো সোফায় বসেছিলো…
বালিবে কে সোফায় বসে থাকতে দেখলো সে…
কখন এলো বালিবে…
আর মেহেরিমা কে ঘুম থেকে ডেকে তোলেনি কেনো…
বালিবে কে অন্য রকম দেখাচ্ছে.
শরীর কেমন সাদা সাদা দেখাচ্ছে আর চোখ গুলো জ্বল জ্বল করছে…
মেহেরিমা দৌড়ে গিয়ে বালিবে কে জরিয়ে ধরে কাদতে লাগলো
..বালিবে তখনই ধাক্কা দিয়ে মেহেরিমা কে সরিয়ে দিলো…
মেহেরিমা অবাক হয়ে তাকালো…
_তাশলে আপনি এমন করছেন কেনো ???
আপনি রাগ করেছেন ???
ঐ ঘটনার জন্য আমি দুঃখিত..
আমি ভীষন অপরাধী আর ল্জ্জিত ফিল করছি…
.
.
বালিবে মেহেরিমার কাছে গিয়ে বললো…তাহলে এখন কি করা উচিৎ…
বালিবে কথা গুলো বলেই মেহেরিমা কে কোলে নিয়ে বেডে গেলো…
মেহেরিমা শাড়িতে হাত দিতেই মেহেরিমা কান্না করে দিলো আর বললো…আমি এসবের জন্য রেডি নয়…
বালিবে বললো…
_তাহলে যখন রেডি হবে তখন আমার কাছে এসো আর জরিয়ে ধরো…
বালিবে এক প্রকার রেগেই রুম থেকে চলে গেলো…
মেহেরিমা বসে বসে কাদছে…
সে কেনো কিছুই বুঝতে পাচ্ছেনা কি হচ্ছে তার সাথে…
সে কেনো বালিবে কে মেনে নিতে পাচ্ছেনা…
.
.
.
কয়েক দিন হয়ে গেলো মেহেরিমা কে একটুও কাছ থেকে বালিবে লক্ষ্য করছেনা …
বালিবে মেহেরিমা কে খাইয়েও দিচ্ছেনা…
মেহেরিমা ঠিক মতো খাচ্ছেনা সে বালিবে র জন্য কষ্ট পাচ্ছে…
বালিবে হঠাৎ এতো কঠোর ব্যাবহার করছে কেনো…বালিবে তো মেহেরিমা কে ভালোবাসে…
মেহেরিমার সাথে এখন ঠিক করে কথাও বলেনা…মেহেরিমা ডিসিশন নিয়েছে সে বালিবে কে ভয় দেখাবে…তাই লুকিয়ে সে ঝিলে চলে গেলো…যেনো বালিবে তাকে খোজেঁ কাছে টেনে নেই…
.
.
.
ঝিলে যেতেই কে যেনো মেহেরিমার হাত টেনে ধরলো…
মেহেরিমা পেছনে তাকিয়ে রুস্তম স্যারকে দেখতে পেলো…
আর সেই বিশ্রি গন্ধটাও পেলো…
রুস্ত বেশ জোরে হাসি দিলো…
আর বললো…এবার পালাবে কোথায় সুন্দরি…আমার হাত থেকে তোমাকে কেউ বাচাতে পারবেনা …
.
.
.
রুস্তম মেহেরিমা কে ঝিলের দিকে নিয়ে যাচ্ছে…এদিকে বালিবে মেহেরিমা কে না দেখে সত্যি ভয় পেলো খুব…
.
.
.
.
চলবে…..